২য় অধ্যায় - (৫ম পাঠ)
🔹ইন্না (إنَّ) এর সাথে ما যোগ হলে ইন্নার আমল (মুবতাদাকে যবর ও খবরকে পেশ ) বাতিল হয়ে যায় । যেমন. নিশ্চয় আমি একজন বন্টনকারী এবং আল্লাহ দাতা।
إنَّمَا أنَا قَاسِمٌ و اللّٰهُ يُعْطِي
🔹লাম্মা (لَمَّا) অর্থ যখন । ভাব তর্জমায় "তখন" কথাটি আসে । এর মাঝে শর্তের অর্থও পাওয়া যায় আবার জরফ বা সময়ের অর্থও পাওয়া যায়।
যেমন.
যখন আমি রাশেদকে একটি সুন্দর বই দিয়েছি তখন সে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে ।
لَمَّا أعْطَيْتُ رَاشِدًا كِتَابًا جَمِيلًا شَكَرَنِي كَثِيرًا
🔹লাঠি عَصًا এটি মুয়ান্নাসে সামাআইউন ।
____
💢তারকীব- ২৫
সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কাজটি করেছে।
عَمِلَ (هو) هٰذَا الْعَمَلَ لِ(أَنْ) يُرْضِيَ (هو) اللّٰهَ
এখানে,
عمل - ফেয়ল
هو - ফায়েল
هذا - ইসমুল ইশারা
العمل - মুশারুন ইলাইহ
ইসমুল ইশারা + মুশারুন ইলাইহ = মাফউলুন বিহি
ل - হরফুল জার
أن - হরফুল মাছদার
يرضي - ফেয়ল
هو -ফায়েল
الله - মাফউলুন বিহি
ফেয়ল + ফায়েল + মাফউলুন বিহি = আল জুমলাতুল ফেয়লিয়া হয়ে উয্য أن দ্বারা মাছদার হয়ে ل হরফুল জারের মাজরুর, হরফুল জার + মাজরুর মিলে মুতাআল্লিক عمل ফেয়লের সাথে।
ফেয়ল + ফায়েল + মাফউলুন বিহি + মুতাআল্লিক = আল জুমলাতুল ফেয়লিয়্যাহ।
___
⛔দারসের ইউটিউব লিংক -
✅পর্ব - ১
https://youtu.be/RBWBQCyxOJI
________
🔰 আত তামরীনুল কিতাবী ২য়-খন্ড
তামরিন নং: ৫৪-৫৫
পৃষ্ঠা নং:১৯৩-১৯৭
⛔দারসের ইউটিউব লিংক :
✅তামরীন নং- ৫৪
https://youtu.be/w-3-xvXnnzY
✅তামরীন নং-৫৫
https://youtu.be/QoirQ1oGkjg
_____