Al Firdaws @alfirdaws01 Channel on Telegram

Al Firdaws

@alfirdaws01


আমাদের সাথে যুক্ত থাকুন-
Follow Us On:
✍️Facebook Page: https://www.facebook.com/alfirdaws01
✍️Youtebe: https://www.youtube.com/@alfirdaws01
✍️Twitter: https://twitter.com/alfirdaws01

Al Firdaws (Bengali)

অল ফিরদাউস একটি টেলিগ্রাম চ্যানেল যেখানে আপনি ইসলামিক ধর্ম, ক্যারিয়ার উপায়, শিক্ষামূলক তথ্য এবং বিভিন্ন মতামত সম্পর্কিত উপযুক্ত তথ্য পেতে পারবেন। এই চ্যানেলে সকল ইসলামি উপদেশ, আল-কোরআন তাফসীর, নতুন কিছু শিক্ষামূলক তথ্য ও বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যায়। আপনি এই চ্যানেলে সাজানো ইসলামি বিচার ও উপদেশ, শেয়ার করতে পারবেন এবং আপনার এক্সপেরিয়েন্স ভাগাভাগি করতে পারবেন। তাই এখনি 'Al Firdaws' চ্যানেলে যোগদান করুন এবং ইসলামি শিক্ষা এবং উপদেশ পেতে থাকুন।

Al Firdaws

21 Apr, 08:44


একই সাথে ই*স@রা#য়েলি দখলদার বাহিনী উত্তর গাজায় তাদের তীব্র গোলাবর্ষণ অব্যাহত রাখে। গাজা শহরের উত্তরে আল-নাফাক স্ট্রিটে হাসসুনা পরিবারের একটি চারতলা বাড়ি ধ্বং*স করে, যার ফলে আশেপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও ই*স@রা#য়েলি যু*দ্ধবিমানগুলি দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের উপর একটি ভয়ঙ্কর বিমান হা*ম@লা চালায়।

এদিকে নুসিরাত শরণার্থী শিবিরের উত্তরে ই*স@রা#য়েলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি নি*হ@ত এবং কয়েক ডজন আহত হয়েছে। দখলদার বাহিনী শিবিরের উত্তরে বেশ কিছু আবাসিক বাড়িও বি*স্ফো#রক দিয়ে গুঁড়িয়ে দিয়েছে।

এর আগে, মধ্য গাজা শহরের তুফাহ পাড়ায় যানবাহন লক্ষ্য করে ই*স@রা#য়েলি বিমান হামলায় কমপক্ষে আট ফিলিস্তিনি নাগরিক নি*হ@ত এবং অন্যান্য আহত হয়। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল শহরের পশ্চিমে আল-আমাল পাড়া থেকে ছয় শহীদের মরাদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

এদিকে, উত্তর গাজায় ই*স@রা#য়েলি দখলদার বাহিনী বেইট হানুন শহরে উপস্থিত সমস্ত পরিবারকে সরে যেতে বাধ্য করতে, তাদের সন্ত্রাসী অভিযান টানা দুই দিন ধরে অব্যাহত রেখেছে এবং বেশ কয়েকজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

Al Firdaws

21 Apr, 08:44


ই*স@রা#য়েলি দখলদার বাহিনী ১৬ এপ্রিল, মঙ্গলবার সন্ধ্যায় মধ্য গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থী শিবিরে একটি নতুন গ#ণ@হ*ত্যা চালিয়েছে। এতে ১১জন নি*হ#ত এবং অসংখ্য আহত হয়েছে। নি*হ#তদের বেশিরভাগই ছিল শিশু।

স্থানীয় সূত্র জানায় যে আল-মাগাজি শরণার্থী শিবিরের আবাসিক এলাকা লক্ষ্য করে ই*স@রা#য়েল একটি সিরিজ বিমান হামলার চালায়, যার ফলে ১১জন নি*হ@ত হয় যাদের অধিকাংশই শিশু। এ হামলায় শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া অনেক বেসামরিক মানুষ আহত হয়।

Al Firdaws

20 Apr, 08:31


সূত্রমতে, মু*জা@হি#দগণ এই অ্যাম্বুশে আইইডি বি*স্ফো@র#ণ ও ভারী অস্ত্রের পাশাপাশি স্নাইপার রাইফেলও ব্যবহার করেন। ফলে মু*জা@হি#দদের হামলায় মিলিশিয়া বাহিনীর ২টি সাঁজোয়া যান এবং ৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেই সাথে কয়েক ডজন মিলিশিয়া সদস্য নি*হ@ত এবং আহত হয়। অপরদিকে মিলিশিয়া বাহিনী দাবি করে যে, মু*জা@হি#দদের উক্ত অভিযানে তাদের এক সৈন্য নি*হ@ত এবং অন্য কয়েকজন সৈন্য আহত হয়েছে।

আনসারুশ শরিয়াহ্'র মু*জা@হি#দগণ মার্চে তাদের অন্য একটি সফল অভিযান পরিচালনা করেন আবিয়ান রাজ্যের মুদিয়া এলাকায়। অভিযানটি ২১ মার্চ বিকালে ২টি বিস্ফোরক ডিভাইস দ্বারা আমিরাতের ভাড়াটে বাহিনীকে টার্গেট করে চালানো হয়। এতে মিলিশিয়া বাহিনীর ২ সদস্য নি*হ@ত এবং অন্য ৫ সদস্য আহত হয়।

এই অভিযানের দু'দিন পর অর্থাৎ ২৪ মার্চ, আবিয়ান রাজ্যের আল-বাকিরা এলাকায় একটি সুনির্দিষ্ট সফল অ্যাম্বুশ করেন প্রতিরোধ যো*দ্ধা#রা। এতে এলাকাটিতে মিলিশিয়া বাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। একপর্যায়ে শত্রু বাহিনীর পিছু হটতে বাধ্য হয়। ততক্ষণে প্রতিউরধ যোদ্ধা তথা মু*জা@হি#দদের হাতে ২ ভাড়াটে মিলিশিয়া সৈন্য এবং আরও অসংখ্য সৈন্য আহত হয়। সেই সাথে মু*জা@হি#দগণ শত্রু বাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেন।

এদিকে গত ২৫ মার্চ, আরব আমিরাতের ভাড়াটে মিলিশিয়াদের টার্গেট করে একটি অতর্কিত আক্রমণ চালান মু*জা@হি#দগণ। আবিয়ানের ওয়াদিয়ে ওমরান এলাকায় মু*জা@হি#দদের অতর্কিত এই আক্রমণে অন্তত ২ মিলিশিয়া সদস্য নি*হ@ত এবং আরও অনেক মিলিশিয়া সদস্য আহত হয়।

এদিন সকালে ওমরান এলাকায় মিলিশিয়া বাহিনীর একটি টহল দল ও ২টি পদাতিক দলকে টার্গেট করেও পৃথক হামলা চালান মু*জা@হি#দগণ। প্রথমে টহল দলকে টার্গেট করে মু*জা@হি#দদের পরিচালিত আইইডি বি*স্ফো@র#ণে ১ সৈন্য নি*হ@ত এবং অন্য ১ সৈন্য আহত হয়।

বাকি ২টি পদাতিক দলকে টার্গেট করে মু*জা@হি#দদের পরিচালিত আইইডি বি*স্ফো@র#ণে মিলিশিয়া বাহিনীর ১টি মোটরসাইকেল ও একটি গাড়ি ধ্বংস হয়। এসময় মোটরসাইকেল ও গাড়িতে থাকা ২ মিলিশিয়া নি*হ@ত এবং অন্যরা আহত হয়।

এমনিভাবে গত ২৬ মার্চ আবিয়ান রাজ্যের আল-বাকিরা এলাকায়, আমিরাতের ভাড়াটে মিলিশিয়া বাহিনীর আরও একটি পদাতিক দলকে টার্গেট করেন প্রতিরোধ যোদ্ধাগণ। এলাকাটিতে প্রতিরোধ যোদ্ধাদের বিস্ফোরক ডিভাইস বি*স্ফো@র#ণে ভাড়াটে মিলিশিয়া বাহিনীর ২টি মোটরসাইকেল ধ্বংস হয় এবং কতক মিলিশিয়া সদস্য হ*তা@হ#ত হয়।

অপরদিকে গত ৩০ মার্চ, আবিয়ান রাজ্যের আমসারা অঞ্চলে একটি বিস্তৃত অ্যাম্বুশ পরিচালনা করেন মু*জা@হি#দগণ। অভিযানটি দক্ষিণী মিলিশিয়া বাহিনীর পঞ্চম ব্রিগেডের সদস্যদের টার্গেট করে চালানো হয়। আনসারুশ শরিয়াহ্'র মু*জা@হি#দদের অতর্কিত এই আক্রমণের পর এলাকাটিতে তীব্র সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে মু*জা@হি#দদের হাতে মিলিশিয়া বাহিনীর পঞ্চম ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার (ফাহিম আহমদ সায়েল) সহ ৩ সৈন্য নি*হ@ত হয় এবং আরও ৪ সৈন্য গুরুতর আহত হয়।

Al Firdaws

20 Apr, 08:29


বৈশ্বিক ইসলামি প্রতিরোধ বাহিনীর আরব উপদ্বীপ শাখা জামা'আত আ#ন@সা*রুশ শরিয়াহ্। দলটি চলতি বছরের মার্চ মাসে মধ্য-প্রাচ্যের দেশ ইয়েমেনে ৩টি অ্যাম্বুশ সহ অন্তত ১৩টি সামরিক অপারেশন পরিচালনার তথ্য নিশ্চিত করেছে। প্রতিরোধ বাহিনীর সাথে সংশ্লিষ্ট আল-মালাহিম মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিরোধ যোদ্ধাদের পরিচালিত এসকল অভিযানের ৬টিতেই শত্রু বাহিনীর অন্তত ২৩ সেনা সদস্য হ*তা@হ#ত হয়েছে। প্রতিরোধ যোদ্ধা তথা মু*জা@হি#দদের অন্য ৭টি অভিযানে আরও কয়েক ডজন শত্রু সৈন্য হ*তা@হ#ত হয়েছে বলে জানা গেছে।

আনসারুশ শরিয়াহ্ কর্তৃক পরিচালিত অভিযানগুলোর অন্যতম একটি গত ৫ মার্চ সকালে আবিয়ান রাজ্যের ওয়াদিয়ে ওমরান এলাকায় চালানো হয়। এলাকাটিতে মু*জা@হি#দদের অ্যাম্বুশের সফল টার্গেটে পরিণত হয় সংযুক্ত আরব-আমিরাতের ভাড়াটে মিলিশিয়া সদস্যরা ।

Al Firdaws

20 Apr, 04:02


এদিন দক্ষিণ সোমালিয়ার শাবেলি রাজ্যে শত্রু বাহিনীর একটি সামরিক আ*গ্রা@স#নও সফলভাবে প্রতিহত করেন মু*জা@হি#দগণ। সূত্রমতে, মোগাদিশু বাহিনী মার্কিন বিমান সহায়তায় এদিন কিসমায়ো শহরে প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রিত এলাকায় আগ্রসন চালানোর চেষ্টা করে। তখন প্রতিরোধ যোদ্ধাগণও তীব্র পাল্টা আক্রমণ চালিয়ে শত্রু বাহিনীকে নাস্তানাবুদ করেন। এসময় মু*জা@হি#দদের হাতে ১০ এরও বেশি সৈন্য হ*তা@হ#ত হয়। মার্কিন বিমান সহায়তা সত্ত্বেও মোগাদিশু বাহিনীর বাকি সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়।

Al Firdaws

20 Apr, 03:59


সোমালিয়ার রাজধানী মোগাদিশু ও দক্ষিণাঞ্চলীয় শহর কিসমায়োতে শত্রু বাহিনীর বিরুদ্ধে ৩টি পৃথক অভিযান চালিয়েছেন বৈশ্বিক ইসলামি প্রতিরোধ বাহিনীর পূর্ব আফ্রিকান শাখার মু*জা@হি#দগণ। এতে মার্কিন বিমান সহায়তা সত্ত্বেও মোগাদিশু বাহিনীর অন্তত ২০ সেনা সদস্য হ*তা@হ#ত হয়েছে।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, ইসলামি প্রতিরোধ যো*দ্ধা#দের গত ১৭ এপ্রিল বুধবার, রাজধানী মোগাদিশুর জানালি এবং জাজিরা শহরে ৩টি আইইডি বি*স্ফো@র#ণ ঘটিয়েছেন। এতে পশ্চিমা সমর্থিত মোগাদিশু সরকারি বাহিনীর ৩ সদস্য নিহত এবং ৫ সদস্য আহত হয়েছে। সেই সাথে একটি সামরিক গাড়িও ধ্বংস হয়েছে।

এই অভিযানের একদিন পর, অর্থাৎ গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার, রাজধানীর মোগাদিশুর জার্সাবালি এলাকায় আরও একটি আইইডি বি*স্ফো@র#ণ ঘটান মু*জা@হি#দগণ। দেশটির সামরিক বাহিনীকে টার্গেট করে চালানো এই আইইডি বি*স্ফো@র#ণে ১ সেনা সদস্য নিহত এবং অন্য ১ সেনা সদস্য আহত হয়।

Al Firdaws

20 Apr, 01:31


এছাড়াও, ই*স@রা#য়েলি সেনা প্রত্যাহারের পর আল-শিফা হাসপাতালে চিকিৎসকদেরকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।

১ এপ্রিল প্রকাশিত ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরের একটি প্রতিবেদনে উপসংহারে বলা হয়েছে যে, নিহতের সঠিক সংখ্যা অজানা থাকলেও, সংস্থাটি প্রাথমিক তদন্ত এবং সাক্ষ্যপ্রমাণ থেকে এটি নিশ্চিত করতে সক্ষম হয়েছে যে- কয়েকটি মরদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং অন্য কয়েকজনের মাথাসহ শতাধিক মৃতদেহ রয়েছে। এছাড়াও, হাসপাতাল কমপ্লেক্স এবং আশেপাশের এলাকা হতে অসংখ্য বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া গেছে। গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে যে, সেখানে সেনাবাহিনীর কর্মকাণ্ডের ফলে প্রায় ৪০০ জন নিহত হয়েছে।

ইউরো-মেড রিপোর্টে আরও বলা হয়েছে যে, আল-শিফার নিবিড় পরিচর্যা ইউনিটে থাকা ২২ জন রোগীই তাদের বিছানায় মারা গেছেন।

দ্বিতীয় গণকবরটি উত্তর গাজার বেইত লাহিয়ায় আবিষ্কৃত হয়েছে এবং এতে প্রায় ২০টি পচনশীল মৃতদেহ রয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, ২০ জনই আল-আসাফ পরিবারের সদস্য। তারা চার মাস আগে ওই এলাকায় ই*স@রা#য়েলি সামরিক অভিযানে নিহত হয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ই*স@রা#য়েলের দখলদার বাহিনী আইওএফ। তাদের হামলায় এ পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

Al Firdaws

20 Apr, 01:29


গত অক্টোবর থেকেই গাজায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ই*স#রা@য়েল। প্রথমে বিমান হামলা চালালেও পরে স্থল হামলা শুরু করে ই*স#রা@য়েলের সন্ত্রাসী বাহিনী আইডিএফ; বাদ যায়নি হাসপাতালও।

এরই মাঝে, গত মাসে হামলা চালানো আল–শিফা হাসপাতালে এবার মিলল গণকবর।

সোমবার উত্তর গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনী দুটি গণকবর আবিষ্কার করেছে। আল জাজিরা জানিয়েছে - একটিতে আল-শিফা হাসপাতালের রোগী এবং অন্যটিতে বেইট লাহিয়ায় নিহত একই পরিবারের ২০ জন সদস্য রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, উদ্ধার হওয়া কিছু মৃতদেহ সম্পূর্ণরূপে পচে যায়নি। আর এটি ইঙ্গিত করে যে তারা সম্প্রতি নিহত হয়েছে — নিহতদের অধিকাংশই হাসপাতালের রোগী, তাদের দেহের সাথে তখনও মেডিকেল ব্যান্ডেজ এবং ক্যাথেটার সংযুক্ত ছিল। মরদেহ শনাক্তকারী চিকিৎসক ও পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মধ্যে একজন অন্তর্বাস পরা এবং গলায় রশি লাগানো ছিলো। তাঁকে রশিতে ঝুঁলিয়ে হ@ত্যা করা হয়েছে। এমনটাই বলছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদক।

Al Firdaws

19 Apr, 15:59


বিগত আড়াই বছরে নিজ দেশেই পণ্য উৎপাদন ত্বরান্বিত করতে অধিক মনোযোগ দেয়া হয়েছে, যার পরিধি আরও সম্প্রসারণ করা হচ্ছে। স্বয়ং আফগান সরকারই স্বদেশী পণ্যের অন্যতম বড় ক্রেতা। উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নে সরকার দেশে তৈরিকৃত পণ্যের ব্যবহারকে প্রাধান্য দিচ্ছে। এছাড়া স্বদেশী পণ্যের বাজারকে আরও বিস্তৃত করতে প্রচেষ্টা অব্যহত রয়েছে। শিল্প ও খনিজ সম্পদ সংক্রান্ত কার্যালয় এসংক্রান্ত তথ্যসমূহ প্রদান করেছে।

এই সকল পণ্য উৎপাদন ও বিপনন দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। স্থানীয় শিল্পপতিগণ দেশীয় পণ্যের উৎপাদনকে আরও সম্প্রসারিত করতে আগ্রহী হচ্ছেন। পাশাপাশি সরকারের নানামুখী উদ্যোগের ফলে জনসাধারণও স্বদেশী পণ্যের ব্যবহারকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে অতি শীঘ্রই আফগানিস্তান অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করবে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকগণ।

Al Firdaws

19 Apr, 15:58


ডাই (Dye) শিল্প সহ একাধিক দেশীয় পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। ডাই (Dye) হল এক ধরনের রাসায়নিক রঞ্জক পদার্থ, যা দিয়ে কাপড়কে রঙ করা হয়। আফগানিস্তানের হুইল ব্রিজ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ডাই উৎপাদনকারী বেশ কয়েকটি কলকারখানা নির্মিত হয়েছিল। প্রায় ১০ মিলিয়ন ডলার বিনিয়োগে নির্মিত হয় এই সকল কারখানা। দেশের চাহিদা পূরণ করতে ৭২ ধরনের রঞ্জক পদার্থ উৎপাদন করা হচ্ছে সেখানে। আফগান স্বদেশী পণ্য উৎপাদন সহযোগী সংস্থা গত ১৪ এপ্রিল এই তথ্য প্রদান করে।

রঞ্জক পদার্থ ছাড়াও দেশীয় অন্যান্য পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা লাভ করছে আফগানিস্তান। ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, ৪৫টি খাতে ১৩৩ টি দেশীয় পণ্য উৎপাদনে আফগানিস্তান ইতোমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এছাড়া ২৭টি খাতে আরও ৯৫ টি পণ্য উৎপাদনে আধা-স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আমদানি নির্ভর হওয়ার পরিবর্তে আফগানিস্তানকে রপ্তানি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে উক্ত মন্ত্রণালয়।

Al Firdaws

19 Apr, 15:22


এ বিষয়ে ভুক্তভোগীর বোন বলেন, “আমরা থানায় অভিযোগ দিতে গিয়েছিলাম পুলিশ অভিযোগ নেয়নি। পরে আমরা আদালতে গিয়েছি। আদালতের কপি থানায় দিলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। আমাদের দাবি, আমার বোনকে দ্রুত উদ্ধার করা হোক।”


এবিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা আতিকুল হাসান বিপ্লবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল বন্ধ পাওয়ার কথা জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস।

Al Firdaws

19 Apr, 15:21


পাবনার ভাঙ্গুড়ায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় নববধূকে অপহরণ করেছে এক ছাত্রলীগ নেতা। ঘটনার ১৩ দিন অতিবাহিত হলেও এখনো ভুক্তভোগী উদ্ধার না হওয়ায় শঙ্কার মধ্যে রয়েছে পরিবার।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম আতিকুল হাসান বিপ্লব। সে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং ভাঙ্গুড়ার রাঙালিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় আদালতে মামলা করেছেন ভুক্তভোগীর মা। অভিযোগপত্র থেকে জানা যায়, ভুক্তভোগী ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজে পড়াশোনা করতেন। কলেজে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে আতিকুল হাসান বিপ্লব কুপ্রস্তাব দিয়ে আসছিল।

মেয়েটি এ বিষয়ে তার বাবা-মাকে জানালে পরবর্তীতে আরও বেশি উত্ত্যক্ত করতো বিপ্লব। এক পর্যায়ে মেয়েকে অন্যত্র বিয়ে দেন বাবা-মা। বিয়ের পর গত ৩১ মার্চ মেয়ে তার বাবার বাড়িতে বেড়াতে আসলে বিপ্লব একটি মাইক্রোবাসে করে অপহরণ করে। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়ে প্রতিকার না পেয়ে গত ৮ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা রেখা পারভিন।

Al Firdaws

19 Apr, 09:16


সম্প্রতি সোমালিয়ার শরিয়া শাসিত অঞ্চলের প্রশাসনের অধীনে প্রতিরোধ যোদ্ধাদের বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে আল-কাতাইব মিডিয়া, যার একটি ভিডিও সিরিজ ছিলো ‘রিবাতের ভূমিতে মুজাহিদদের রমাদান’। সেখানে পবিত্র রমাদান মাসে রিবাতের ভূমিতে মুজাহিদদের দৈনন্দিন জীবনের কিছু দৃশ্যও দেখানো হয়েছে।

Al Firdaws

18 Apr, 15:29


১৪ এপ্রিল,২০২৪ রবিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে পশ্চিম তীরে ৪৬৪ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নি*হ@ত এবং ৪,৮০০ জন আহত হয়েছে।

মন্ত্রণালয় একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে যে, গত শুক্রবার থেকে চার ফিলিস্তিনি নি#হ@ত এবং প্রায় ৬০ জন আহত হয়েছে, যাদের বেশিরভাগই দখলদার বাহিনী এবং বসতি স্থাপনকারীদের গুলিতে আহত হয়েছে; এদের মধ্যে আবার ১০ জন গুরুতর আহত হয়েছে।

নি#হ@ত ফিলিস্তিনিরা হলেন, তুবাসের মুহাম্মাদ ইসাম শাহমাউই (২২), তুবাসের মুহাম্মাদ রসুল দারাঘমেহ (২৬), আল-মুগাইরের জিহাদ আফিফ সিদকি আবু আলিয়া (২৫) এবং বেতিনের ওমর আহমেদ হামেদ (১৭)।

উল্লেখ্য, গাজা উপত্যকায় দখলদার ই*স#রা@য়েল ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর গ*ণ#হ@ত্যা চালিয়ে যাচ্ছে। ৭ অক্টোবর গাজা উপত্যকায় ই*স#রা@য়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে নি#হ@ত বেসামরিক মানুষের সংখ্যা ৩৩৭,৭২৯-এ পৌঁছেছে। আহত হয়েছেন আরও ৭৬,৩৭১ এবং হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে।

Al Firdaws

18 Apr, 14:29


পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া ও কেনিয়ায় ইসলাম বিরোধী সামরিক বাহিনীগুলোর বিরুদ্ধে ঈদ উপলক্ষে হামলার পরিধি কিছুটা কমিয়েছে আশ-শাবাব। ফলে গত এক সপ্তাহে দেশ ২টিতে মাত্র ২৫টি হামলার তথ্য নথিভুক্ত করেছে দলটি, যা ঈদ পূর্ব সপ্তাহগুলোতে শাবাবের পরিচালিত অভিযানের তুলনায় প্রায় ৬০ শতাংশ কম।

শাহাদাহ এজেন্সির তথ্য অনুযায়ী, গত ৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত শাবাবের পরিচালিত ২৫টি অভিযানের ৭টিতেই অন্তত ১৩ শত্রু সৈন্য নি*হ@ত হয়েছে। নি*হ@তদের মধ্যে ২ বুরুন্ডিয়ান এবং ৪ কেনিয়ান সেনাও রয়েছে বলে জানা যায়।
এছাড়াও মু*জা@হি#দদের এই হামলাগুলোতে ১ সেনা বন্দী সহ আরও ৯ শত্রু সেনা আহত হয়েছে।

শা*বা@ব যো*দ্ধাদের পরিচালিত বাকি ১৬টি অভিযানেও অনেক শত্রু সৈন্য হ*তা@হ#ত হয়েছে বলে জানা যায়। তবে অভিযানগুলো শত্রু নিয়ন্ত্রিত অঞ্চলে হওয়ায় হ*তা@হ#তের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায় নি।

Al Firdaws

18 Apr, 13:31


আমিনুর রহমানের পরিবারের দাবি, রোববার সন্ধ্যায় আমিনুর রহমান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরে কয়েকজন তাকে ডেকে নিয়ে যান। পরে আর রাতে বাড়িতে আসেননি। সকালে স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন তাকে আটক করেছে ভারতীয় বিএসএফ।


এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, বর্ডারে মাদক আনতে গিয়ে বিএসফের কাছে ওই যুবক আটক হয়েছে বলে ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছি।

Al Firdaws

18 Apr, 13:29


লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত থেকে আমিনুর রহমান (২৩) নামে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত পিলারের কাছে থেকে তাকে ধরে নিয়ে যায়। আমিনুর রহমান ওই এলাকার জাবেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে আমিনুর রহমানসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ফেরার পথে কোচবিহারের মাথাভাঙ্গা থানার বারোঘরিয়া এলাকার বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। পরে আমিনুর রহমানের সহযোগীরা পালাতে সক্ষম হলেও তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

Al Firdaws

18 Apr, 13:00


বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সারাদিন ওই পরিত্যক্ত ঘরটিতে ইব্রাহিম সরদার দুদুল ও তুষার মাঝি ভুক্তভোগীকে একাধিকবার পালাক্রমে ধ@র্ষ#ণ করে। গতকাল শনিবার সকালে নাহিদ হাওলাদার, শাকিব-সহ অজ্ঞাত আরও একজন সেখানে যায়। পরে তারা সবাই মিলে ভুক্তভোগীকে পালাক্রমে ধ@র্ষ#ণ করে। দুপুর বারোটার দিকে ভুক্তভোগী কিশোরী অসুস্থ হয়ে গেলে ইব্রাহিম সরদার দুদুল তাকে সুরেশ্বর দরবারের সামনে থেকে অটোতে তুলে দেয় এবং এ ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেয়।

বাড়ি ফিরে ভুক্তভোগী তার বোনদের কাছে ঘটনা খুলে বললে তারা তাকে নড়িয়া থানায় নিয়ে যান। নড়িয়া থানার পুলিশ রাতেই তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। রোববার দুপুরে সদর হাসপাতালের এক নারী চিকিৎসক ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করেন।

এ ঘটনায় শনিবার ছাত্রীর বড় বোন বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে অপহরণ ও দলবদ্ধ ধ@র্ষ#ণের অভিযোগে নড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ ওই মামলার আসামি ইব্রাহিম সরদার দুদুল, তুসার মাঝি, শাকিব ও নাহিদ হাওলাদারকে আটক করেছে।

এ বিষয়ে ওই কিশোরীর বড় বোন বলেন, ‘আমার বাবা নেই। আমরা ৭ বোন মাকে নিয়ে থাকি। পাষণ্ডরা পশুর মতো আমার ছোট বোনটাকে নির্যাতন করেছে। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক বলেন, ‘ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে ধ@র্ষ#ণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওই ছাত্রীকে ধ@র্ষ#ণের অভিযোগে মামলা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে চারজনকে আটক করা হয়েছে। আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।’

Al Firdaws

18 Apr, 12:59


শরীয়তপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে তিন দিন আটকে রেখে গণধ@র্ষ#ণের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তবে মামলার অপর এক আসামি এখনো পলাতক রয়েছে।

আটক হওয়া আসামিরা হলো— উপজেলার কেদারপুর ইউনিয়নের পাঁচগাও গ্রামের মৃত লালু সরদারের ছেলে ইব্রাহিম সরদার দুদুল (২০), একই গ্রামের আলম মাঝির ছেলে তুষার মাঝি (২২), সুরেশ্বর গ্রামের আলম হাওলাদারের ছেলে নাহিদ হাওলাদার (১৯) ও তাদের বন্ধু শাকিব হোসেন।

গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন ওই ছাত্রীকে ধ@র্ষ#ণ করে ওরা। এ ঘটনায় শনিবার নড়িয়া থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার।

মামলা সূত্রে জানা গেছে, ঈদের দিন সন্ধ্যায় ঘোরাঘুরি শেষে উপজেলার কেদারপুর ইউনিয়নের পাঁচগাও গ্রামে নানি বাড়িতে যাচ্ছিলেন ভুক্তভোগী ওই কিশোরী। পথে চন্ডিপুর এলাকার ভিআইপি মোড় থেকে ইব্রাহিম সরদার দুদুল ও তুষার মাঝি ভুক্তভোগীর মুখ চেপে ধরে তাকে অপহরণ করে। পরে ভুক্তভোগীকে একটি অটোতে উঠিয়ে নিয়ে সুরেশ্বর দরবারের একটি পরিত্যক্ত ঘরে আটকে রাখে।

Al Firdaws

18 Apr, 12:31


খনিসমূহ থেকে আহরিত খনিজ সম্পদ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। পাশাপাশি খনিগুলোতে বিপুল সংখ্যক আফগান নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুসারে, প্রায় ১ লক্ষ ৫০ হাজার লোক খনি সংক্রান্ত প্রকল্পগুলোতে বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। সাম্প্রতিক এই বৃহৎ বিনিয়োগের ফলে তাই আফগান অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকগণ।