আপনি কি আমাদের সালাফগণের ইলম অর্জনের আগ্র বা প্রত্যয় দেখতে চান?
----------------------
তাঁরা কত কষ্ট করে ইলম তালাশ করেছেন আপনি কি কল্পনা করতে পারেন?
আমরাও ইলম অর্জন করি, কিন্তু তাঁদের আন্তরিকতা এবং তাঁদের পরিশ্রমের সাথে আমাদের আন্তরিকতা এবং পরিশ্রম কি তুলনা করে দেখবো না?
----------------------
আসুন, একটু চোখ বুলাই ইতিহাসের পাতায়:
বর্ণনা করা হয়,'এক ব্যক্তি শাম থেকে ওমর (রা) কাছে আসেন।
ওমর (রা) জিজ্ঞেস করলেন, " এখানে আসতে কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করেছে?"
লোকটি উত্তর দিল,'শুধুমাত্র তাশাহুদ শিখার জন্য এসেছি।'
তার উত্তর শুনে ওমর (রা) অধিক পরিমাণে কান্না করেন, যার ফলে তাঁর দাড়ি ভিজে যায়। অতপর তিনি বলেন," আল্লাহর কসম, আল্লাহ তা'আলার কাছে আমি আশা করি, তিনি তোমাকে কখনো শাস্তি দিবেন না।"
(বাদায়িউস সানায়ে'-১/২)
প্রসিদ্ধ সাহাবি জাবের বিন আব্দুল্লাহ (রা) বলেন, "মাত্র একটি হাদিস অন্বেষণের জন্য আব্দুল্লাহ বিন উনাইসের কাছে দীর্ঘ এক মাসের পথ পারি দিয়েছি।"
(বুখারি-১/২৭, মুসনাদে আহমাদ- ৩/৪৯৫)
আবু আইয়ুব আনসারি (রা) মদিনা থেকে মিশর উকবা ইবনে আমেরের (রা) নিকট সফর করেছেন মাত্র একটি হাদিস শ্রবণের নিয়তে। (মুসনাদে আহমাদ- ৪/১৫৩, জামি'উ বায়ানিল ইলম- ১/৯৩)
সাঈদ ইবনুল মুসাইয়িব (রহ) বলেন," আমি একটি হাদিস তালাশ করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত সফর করেছি।
(রিহলাহ ফি তলাবিল ইলম- ১২৮, জামি'উ বায়ানিল ইলম- ১/৯৩, কিফায়া- ৪০২)
আর আবু হাতেম মুহাম্মদ বিন ইদরিস আর-রাজির (রহ) জ্ঞান অন্বেষণের সফরটা বড়ই অদ্ভুত। তাঁর ছেলে আব্দুর রহমান বলেন, আমার পিতাকে বলতে শুনেছি, "ইলম অর্জনের সূচনাতে আমি একহাজার ফারসাখের উপরে হেটেছি (এক ফারসাখ=তিন মাইল),পরবর্তীতে গণনা করা ছেড়ে দিয়েছি। আর আমার সফর ছিল কুফা থেকে বাগদাদ, মক্কা থেকে মদিনা একাধিকবার, বাহরাইন থেকে মিশর, মিশর থেকে রমলা (ফিলিস্তিন), রমলা থেকে বাইতুল মাকদিস,রমলা থেকে আসকালান (ফিলিস্তিনের দক্ষিণে), রমলা থেকে তিবরিয়া ( ফিলিস্তিনের উত্তরে) ,তিবরিয়া থেকে দিমাশক, দিশমাক থেকে হিমস(সিরিয়া), হিমস থেকে আনতাকিয়া (ভূমধ্যসাগরীয় সৈকতের নিকট, যা তুর্কীদের অধীনে) , আনতাকিয়া থেকে তরসুস (ভূমধ্যসাগরের দক্ষিনে) , তরসুস থেকে হিমস, হিমস থেকে বাইসান(কুদসের পশ্চিমে, যা বর্তমানে ইহুদিদের দখলে), বাইসান থেকে রাক্কা(সিরিয়ার উত্তরে) রাক্কা থেকে ফুরাত হয়ে বাগদাদ... এসব সফর ছিল পায়ে হেটে এবং আমার জীবনের প্রথম সফর, আর তখন আমার বসয় ছিল বিশ, সফরের সময়কাল ছিল সাতবছর।"
(রিহলাহ ফি তলাবিল ইলম- ২১৩)
জ্ঞান অর্জনে আমাদের সফর কতটুকু? আমাদের ত্যাগ কতটুকু? নাকি ফেসবুকেই সীমাবদ্ধ আপনার জ্ঞান অর্জন।
আলেমদের নিকটে যান, ইলম অর্জনের পথে সময় ব্যয় করুন, তাদের কথা শুনুন! তাদের সময়ের অপেক্ষা করুন! ইলমের পেছনে ছুটুন! প্রয়োজনে অর্থ খরচ করুন, ঘুম ত্যাগ করুন!
জান্নাতের পথ সহজ করে দিবেন আল্লাহ তা'আলা। ইন শা আল্লাহ!
জোবায়ের,
মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়