আল হারামাইন ইসলামী একাডেমী

@alharamain_islamic_academy


সব কিছুর আগে তাওহীদ, হে দা’ঈ ভাই!

আল হারামাইন ইসলামী একাডেমী

09 Oct, 08:36


মোবাইলের যিকির থেকে গাফেল হলে কিন্তু মোবাইল চুরি হতে পারে! ☝️☝️

আল হারামাইন ইসলামী একাডেমী

08 Oct, 06:23


সুখবর....

আরবি ভাষা ও ইসলামী জ্ঞান পিপাসু প্রিয় মাদ্রাসা ও সাধারণ ছাত্রদের জন্য বিরাট সুখবর!

ইহইয়া উস সুন্নাহ ফাউন্ডেশন এর উদ্যোগে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের জন্য পূর্ব পরিচালিত (২০০১পর্যন্ত, পরে স্থগিত) একটি কার্যক্রম “আরবী ভাষা ও ইসলামী শিক্ষা কোর্স” চালু হতে যাচ্ছে।
কোর্সটি পরিচালনা করবেন মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক আরবী ভাষাবিদ সম্মানিত শাইখ “প্রফেসর ডঃ যায়েদ মুহাম্মদ গানিম আল-জুহানী” হাফিযাহুল্লাহ, যিনি আরবের ঐতিহ্যবাহী জুহাইনা কবীলার একজন সদস্য। তিনি বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা সুবিধাপ্রাপ্তি এবং শত শত ছাত্রকে স্কলারশিপ প্রদান করে মাদানী আলেম হওয়ার পিছনে প্রশংসিত ভুমিকা রেখেছেন। আল্লাহ তাঁর এই মূল্যবান অবদানকে কবূল করুন।
এছাড়াও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রীপ্রাপ্ত অভিজ্ঞ আলেমগন দারস দিবেন।

কোর্সের মেয়াদকালঃ ১ মাস। ১৮ই অক্টোবর থেকে ১৯শে নভেম্বর ২০২৪ পর্যন্ত।

📖 কোর্সের বিষয়াবলী:
১) আকিদাহ, মানহাজ ও তার উৎস।
২) কুরআন তাফসীর।
৩) হাদীস।
৪) আরবী ভাষা।
৫) ইসলামী ফিক্হ।
৬) উসুলুদ দাওয়াহ বা দাওয়াতের মূলনীতি।

🎁 কোর্সের সুবিধাসমূহঃ
১) সরাসরি মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসরসহ মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রীপ্রাপ্ত শিক্ষকদের নিকট পাঠ গ্রহণ করার সুযোগ।
২) মেধা তালিকায় প্রথম থেকে দশম পর্যন্ত কৃতকার্য ছাত্রদের মদিনাসহ সৌদি আরবের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শায়খ জায়েদ গানেম আল-জুহানী কর্তৃক বিশেষ সুপারিশমূলক তাজকিয়া প্রদান।
৩) কোর্স চলাকালীন সময়ে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি।
৪) কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।
৫) মেধা তালিকার প্রথম পাঁচজনকে নগদ অর্থ প্রদান। প্রথমজন ৭০০০ টাকা, দ্বিতীয়জন ৬০০০ টাকা, তৃতীয়জন ৫০০০ টাকা, চতুর্থজন ৪০০০ টাকা, পঞ্চমজন ৩০০০ টাকা। এছাড়া অন্যান্যদের মূল্যবান বই প্রদান করা হবে।

📘 কোর্সে আবেদনের যোগ্যতাঃ
১) ন্যূনতম দাখিল অথবা মুতাওয়াসসিতা পাশ হতে হবে।
২) আরবী ভাষায় পড়া, লেখা ও বুঝার দক্ষতা থাকতে হবে।
৩) মৌখিক পরীক্ষায় (ইন্টারভিউতে) উত্তীর্ণ হতে হবে।

📞যোগাযোগঃ
+8801707210309
+8801721427270
+8801614004847

আবেদন ফরমের লিংকঃ https://forms.gle/xdk2d8uY2pabqNhQ9
আবেদন ফরমের লিংক কমেন্টে দেখুন.

4,016

subscribers

96

photos

1

videos