আল হারামাইন ইসলামী একাডেমী @alharamain_islamic_academy Channel on Telegram

আল হারামাইন ইসলামী একাডেমী

@alharamain_islamic_academy


সব কিছুর আগে তাওহীদ, হে দা’ঈ ভাই!

আল হারামাইন ইসলামী একাডেমী (Bengali)

আল হারামাইন ইসলামী একাডেমী হল একটি টেলিগ্রাম চ্যানেল যেখানে তাওহীদ, ইসলামী সাধারণ জ্ঞান, নামাজ শিক্ষা, হাদিস, আখেরতের জীবন, ঔলিয়াউল্লাহের করণীয়, ইসলামী দৈনিক জীবন, ইসলামী তথ্যাগার এবং অনেক আরও প্রস্তুত আছে। এই চ্যানেলে আপনি ইসলামিক শিক্ষার প্রয়োজনীয় সব ধরনের মাসিহা করতে পারবেন। চ্যানেলটি একজন ইসলামিক শিক্ষা ছাত্রদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে, যাদের কাছে ধর্মীয় শিক্ষার সাথে সম্পৃক্ত মাহত্বপূর্ণ সময়ের স্বল্প সময় থাকে। চ্যানেলটি সহজেই উপভোগ করা যায় এবং ইসলামের গভীরতা ও দৈনিক প্রয়োজনের মাধ্যমে জ্ঞান অর্জন করা যেতে পারে।

আল হারামাইন ইসলামী একাডেমী

23 Nov, 12:18


ইসলামী ফিকহ কোর্সে আর মাত্র ৩ দিন ভর্তি নেওয়া হবে!
ভর্তির শেষ তারিখ ২৫ নভেম্বর।

আমাদের ক্লাসের লেকচারগুলো অত্যন্ত সহজবোধ্য ভাষায় তৈরি করা হয়েছে, যেন জেনারেল শিক্ষিত ভাই-বোনেরা সহজে বুঝতে পারেন।
তারপরেও কিছু মাসআলা মাসায়েল লেখা পড়ে/লেকচার শুনে বুঝা না যেতে পারে। তাই এই ব্যাচে সাপ্তাহিক 🔴 লাইভ ক্লাসের ব্যাবস্থা আছে।
আপনাদের ফিডব্যাকের উপর ভিত্তি করে পরবর্তী ব্যাচগুলোতে লাইভ ক্লাস রাখা বা বাদ দেওয়া হতে পারে।

কোর্স সম্পর্কে বিস্তারিত দেখুন 📑
https://alharamain.academy/courses/fiqh

রেজিস্ট্রেশন করুন 🌷
https://alharamain.academy/registration-fiqh

আল হারামাইন ইসলামী একাডেমী

20 Nov, 08:43


আপনি কি আমাদের সালাফগণের ইলম অর্জনের আগ্র বা প্রত্যয় দেখতে চান?
----------------------

তাঁরা কত কষ্ট করে ইলম তালাশ করেছেন আপনি কি কল্পনা করতে পারেন?


আমরাও ইলম অর্জন করি, কিন্তু তাঁদের আন্তরিকতা এবং তাঁদের পরিশ্রমের সাথে আমাদের আন্তরিকতা এবং পরিশ্রম কি তুলনা করে দেখবো না?
----------------------

আসুন, একটু চোখ বুলাই ইতিহাসের পাতায়:

বর্ণনা করা হয়,'এক ব্যক্তি শাম থেকে ওমর (রা) কাছে আসেন।
ওমর (রা) জিজ্ঞেস করলেন, " এখানে আসতে কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করেছে?"
লোকটি উত্তর দিল,'শুধুমাত্র তাশাহুদ শিখার জন্য এসেছি।'
তার উত্তর শুনে ওমর (রা) অধিক পরিমাণে কান্না করেন, যার ফলে তাঁর দাড়ি ভিজে যায়। অতপর তিনি বলেন," আল্লাহর কসম, আল্লাহ তা'আলার কাছে আমি আশা করি, তিনি তোমাকে কখনো শাস্তি দিবেন না।"
(বাদায়িউস সানায়ে'-১/২)

প্রসিদ্ধ সাহাবি জাবের বিন আব্দুল্লাহ (রা) বলেন, "মাত্র একটি  হাদিস অন্বেষণের জন্য আব্দুল্লাহ বিন উনাইসের কাছে দীর্ঘ এক মাসের পথ পারি দিয়েছি।"
(বুখারি-১/২৭, মুসনাদে আহমাদ- ৩/৪৯৫)

আবু আইয়ুব আনসারি (রা) মদিনা থেকে মিশর  উকবা ইবনে আমেরের (রা) নিকট  সফর করেছেন মাত্র একটি হাদিস শ্রবণের নিয়তে। (মুসনাদে আহমাদ- ৪/১৫৩, জামি'উ বায়ানিল ইলম- ১/৯৩)

সাঈদ ইবনুল মুসাইয়িব (রহ) বলেন," আমি একটি হাদিস তালাশ করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত সফর করেছি।
(রিহলাহ ফি তলাবিল ইলম- ১২৮, জামি'উ বায়ানিল ইলম- ১/৯৩, কিফায়া- ৪০২)

আর আবু হাতেম মুহাম্মদ বিন ইদরিস আর-রাজির (রহ) জ্ঞান অন্বেষণের সফরটা বড়ই অদ্ভুত। তাঁর ছেলে আব্দুর রহমান বলেন, আমার পিতাকে বলতে শুনেছি, "ইলম অর্জনের সূচনাতে আমি একহাজার ফারসাখের উপরে হেটেছি (এক ফারসাখ=তিন মাইল),পরবর্তীতে গণনা করা ছেড়ে দিয়েছি। আর আমার সফর ছিল কুফা থেকে বাগদাদ, মক্কা থেকে মদিনা একাধিকবার, বাহরাইন থেকে মিশর, মিশর থেকে রমলা (ফিলিস্তিন), রমলা থেকে বাইতুল মাকদিস,রমলা থেকে আসকালান (ফিলিস্তিনের দক্ষিণে), রমলা থেকে তিবরিয়া ( ফিলিস্তিনের উত্তরে) ,তিবরিয়া থেকে দিমাশক, দিশমাক থেকে হিমস(সিরিয়া), হিমস থেকে আনতাকিয়া (ভূমধ্যসাগরীয় সৈকতের নিকট, যা তুর্কীদের অধীনে) , আনতাকিয়া থেকে তরসুস (ভূমধ্যসাগরের দক্ষিনে) , তরসুস থেকে হিমস, হিমস থেকে বাইসান(কুদসের পশ্চিমে, যা বর্তমানে ইহুদিদের দখলে), বাইসান থেকে রাক্কা(সিরিয়ার উত্তরে) রাক্কা থেকে ফুরাত হয়ে বাগদাদ...  এসব সফর ছিল পায়ে হেটে এবং আমার জীবনের প্রথম সফর, আর তখন আমার বসয় ছিল বিশ, সফরের সময়কাল ছিল সাতবছর।"
(রিহলাহ ফি তলাবিল ইলম- ২১৩)

জ্ঞান অর্জনে আমাদের সফর কতটুকু? আমাদের ত্যাগ কতটুকু? নাকি ফেসবুকেই সীমাবদ্ধ আপনার জ্ঞান অর্জন।

আলেমদের নিকটে যান, ইলম অর্জনের পথে সময় ব্যয় করুন, তাদের কথা শুনুন! তাদের সময়ের অপেক্ষা করুন! ইলমের পেছনে ছুটুন! প্রয়োজনে অর্থ খরচ করুন, ঘুম ত্যাগ করুন!

জান্নাতের পথ সহজ করে দিবেন আল্লাহ তা'আলা। ইন শা আল্লাহ!

জোবায়ের,
মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়

আল হারামাইন ইসলামী একাডেমী

18 Nov, 18:31


শায়খ ক্লাসে এই কুইজের ব্যাখ্যা করেছিলেন

আল হারামাইন ইসলামী একাডেমী

15 Nov, 09:52


🌸 যারা স্কলারশিপের জন্য আবেদন করেছেন, ইনশাআল্লাহ আগামী ২ দিনের মধ্যে টেলিগ্রামে ইনবক্সে মেসেজ পাবেন।

আল হারামাইন ইসলামী একাডেমী

15 Nov, 09:51


الســـــلام عليــــــكم ورحـــــمة الله وبـــــركاته

ইসলামী ফিকহ কোর্সে ভর্তি শুরু হয়েছে 🎉

আমরা প্রতিদিন যে আমলগুলো করে থাকি সেই আমলে ত্রুটি আছে কিনা সেটা জানা দরকার এবং আমলগত ত্রুটি থাকলে বিশুদ্ধ করা প্রয়োজন ও সে সম্পর্কে জ্ঞানার্জন করা জরুরী।
আর সেজন্য ফিক্বহ কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোর্সটিতে ২টি লেভেল রয়েছে।
লেভেল ১ এবং লেভেল ২

লেভেল ১ এর বিষয়বস্তুঃ
ত্বহারত / প্রবিত্রতা
সলাত - ফরয, নফল (তারাবীহ, ঈদ, জানাজা ইত্যাদি)
যাকাত

লেভেল ১ এ ক্লাসের সময়ঃ
🔴 লাইভ ক্লাসঃ রবিবার রাত ৯টা
🟠 রেকর্ডেড ক্লাসঃ শনি - সোম - বুধ , রাত ৮ঃ৩০

লেভেল ২ এর বিষয়বস্তুঃ
বিবাহ
হজ্ব ও ওমরা
ফারায়েজ / উত্তরাধিকার

লেভেল ২ এ ক্লাসের সময়ঃ
🔴 লাইভ ক্লাসঃ রবিবার রাত ৯ঃ৩০
🟠 রেকর্ডেড ক্লাসঃ রবি - মঙ্গল - বুধ , রাত ৮ঃ৩০

💠 প্রতি ক্লাসে mcq কুইজ / ক্লাস টেস্ট
💠 ৩টি ১০০ নাম্বারের মোট ৩০০ নাম্বারের প্রতিযোগিতামূলক পরীক্ষা

🎁 কোর্স শেষে সার্টিফিকেট এবং সেরা ৫ জনকে পুরষ্কার দেওয়া হবে।

কোর্স ফীঃ
লেভেল ১ - ১৫০০ টাকা
লেভেল ২ - ১৫০০ টাকা
এছাড়া অন্য কোন খরচ নেই।

লেভেল ১ শেষ করে লেভেল ২ এ ভর্তির সুযোগ দেওয়া হবে।

এবার যারা লেভেল ১ এ ভর্তি হবেন, তাদের লেভেল ২ একই সময়ে শুরু হবে। অর্থাৎ পুরো ব্যাচ একই সময় অনুযায়ী চলতে থাকবে।

সুতরাং পরবর্তী লেভেল ১ বা ২ ভিন্ন সময়ে শুরু হতে পারে। তাই যদি এবার আপনার সুযোগ থাকে, জয়েন করে ফেলুন।

🟢 ২৫ নভেম্বর পর্যন্ত ভর্তি চলবে।

ফর্ম পূরন করে গ্রুপে জয়েন করুন
https://alharamain.academy/registration-fiqh

আল হারামাইন ইসলামী একাডেমী

09 Nov, 20:15


🍎🍎🍎🍎🍎🍎🍎

জীবন বদলে দেয়ার জন্য সম্ভবত একটি হাদীস ই যথেষ্ট ইন শা আল্লাহ!
তবে সবার জন্য নয়; শুধু জ্ঞানীদের জন্য)
----------------------

আবূ সাঈদ সা’দ ইবনে মালিক ইবনে সিনান খুদরী (রাঃ) হতে বর্ণিত যে কিছু আনসারী আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কিছু চাইলেন। তিনি তাদেরকে দিলেন। পুনরায় তারা হাতপাতলেন। ফলে তিনি (আবার) তাদেরকে দিলেন। এমনকি যা কিছু তাঁর কাছে ছিল তা সব দান করে শেষ করে দিলেন। অতঃপর যখন তিনি সমস্ত জিনিস নিজ হাতে দান করে দিলেন, তখন তিনি বললেন,
مَا يَكُنْ عِنْدي مِنْ خَيْرٍ فَلَنْ أدَّخِرَهُ عَنْكُمْ وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفهُ اللهُ وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللهُ وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللهُ وَمَا أُعْطِيَ أَحَدٌ عَطَاءً خَيْراً وَأوْسَعَ مِنَ الصَّبْر
আমার কাছে যা কিছু (সম্পদ) আসে তা আমি তোমাদেরকে না দিয়ে কখনই জমা ক’রে রেখে দিবো না। (তবে, তোমরা একটি কথা মনে রাখবে,) যে ব্যক্তি হাতপাতা থেকে পবিত্র থাকার চেষ্টা করবে, আল্লাহ তাকে পবিত্র থাকার তাওফীক দিবেন। আর যে ব্যক্তি (ভিক্ষা করা হতে) অমুখাপেক্ষিতা অবলম্বন করবে, আল্লাহ তাকে অমুখাপেক্ষী করবেন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করার চেষ্টা করবে আল্লাহ, তাকে ধৈর্য ধারণের ক্ষমতা প্রদান করবেন। আর কোন ব্যক্তিকে এমন কোন দান দেওয়া হয়নি, যা ধৈর্য অপেক্ষা উত্তম ও বিস্তর হতে পারে।

(বুখারী ১৪৬৯, ৬৪৭০, মুসলিম ২৪৭১)

🍎🍎🍎🍎🍎🍎🍎

আল হারামাইন ইসলামী একাডেমী

07 Nov, 09:22


প্রিয় ভাই ও বন্ধুগণ ,

দু’সাজদার মাঝখানে দুয়াটি কয়েক ভাবে বর্ণিত হয়েছে। সে গুলো থেকে যে কোনো একটা পড়লেই হবে। আমার সংগ্রহের সকল বর্ণনা এখানে দিয়ে দিলাম। যার যেটা সহজ লাগে সে সেটা মুখস্থ করে আমল করতে পারেন। ইন শা আল্লাহ

1- "رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي"
হে আমার রব, তুমি আমাকে ক্ষমা কর, হে আমার রব, আমাকে ক্ষমা করা।

2- اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاجْبُرْنِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي"

3- اللَّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاجْبُرْنِيْ وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ
হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা কর, দয়া কর, ক্ষতি পূরণ কর, মর্যাদা বৃদ্ধি করা, হিদায়াত দাও, নিরাপত্তা ও জীবিকা দান কর।

4- اللّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِيْ (وَاجْبُرْنِيْ وَارْفَعْنِيْ) وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ।
হে আল্লাহ! আমাকে ক্ষমা কর, দয়া কর, (আমার প্রয়োজন মিটাও, আমাকে উঁচু কর), পথ দেখাও, নিরাপত্তা দাও এবং জীবিকা দান কর।

5- اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاجْبُرْنِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي، وَعَافِنِي، وَارْفَعْنِي

ইমাম নওবী বলেন, ”বিভিন্ন ভাবে মোট ৭ শব্দে দুয়াটি বর্ণিত হয়েছে, তাই উত্তম হলো সবগুলো শব্দ পাঠ করা।” (যেমন 4 ও 5 নং দুয়া দেখুন। হাদীসে শব্দ আগ-পিছ করে বর্ণিত হয়েছে, তাই এতে কোন সমস্যা নাই।)

এই দুয়া গুলো ফরজ কিংবা নফল যে কোন নামাযে পড়ার নিয়ম একই।

আপনাদের জানা থাকার কথা যে, রাসূলুল্লাহ ﷺ নফল সলাতে কখনো কখনো দু সাজদার মাঝখানে এতো লম্বা সময় ধরে বসে থেকে দুয়া পাঠ করতেন যে, সে সময় টা প্রায় দু-আড়াই পারা কুরআন তিলাওয়াতের সমান বা তার চেয়েও বেশী হতো। তখন তিনি এই দুয়াটি বারবার ঘুরিয়ে ফিরিয়ে পড়তে থাকতেন। তবে এর সাথে অন্য দুয়াও পড়ার সুযোগ আছে।

আমাদেরও দু সাজদার মাঝের বৈঠকটা যদি এমন সুন্দর হতো!!

আল্লাহ তুমি আমাদেরকে তাওফীক দাও!!

আল হারামাইন ইসলামী একাডেমী

01 Nov, 16:31


🪴🪴🪴🪴🪴🪴🪴🪴

হে ঈমানী ভাই! হে ঈমানী বোন!

ঘড়ির কাটা আমাদেরকে ডেকে ডেকে বলছে, আমাদের জীবন থেকে এক সেকন্ড এক সেকন্ড করে একেকটি মুহূর্ত কমে যাচ্ছে।

ঘড়ির কাঁটা গড়িয়ে চলছে তো চলছেই, এক সেকন্ড এক সেকেন্ড করে মিনিট হচ্ছে, মিনিট পেরিয়ে ঘন্টা। যখন ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যায়, তখন এর অর্থ, আমাদের জীবন থেকে একটি ঘণ্টা কমে গেলো!

এভাবেই আমরা প্রতিটি সেকন্ডে >মিনিটে > ঘন্টায় কবরের দিকে এগিয়ে যাচ্ছি। এভাবেই আমাদের মূল্যবান সময় গুলো জীবন থেকে হারিয়ে যাচ্ছে চিরতরের জন্য।

আমাদের জন্য বরাদ্দের শেষ সেকন্ডটি যখন এসে যাবে, তখনই আমাদের প্রাণ আমাদের দেহ ছেড়ে চলে যাবে।

আমাদের সমস্যা হলো, আমরা অন্যের মৃত্যুতে কাঁদি, কিন্তু নিজে মৃত্যুর জন্য প্রস্তুত হই না।

অন্যের জানাযা পড়ি, কিন্তু নিজের জানাযার জন্য প্রস্তুতি গ্রহণ করি না।

আমরা অন্যের দাফনে অংশ নেই, কিন্তু নিজের দাফনের কথা ভাবি না।

হয়তো একদিন মালাকুল মউত তাঁর দায়িত্ব পালনে হাজির হবেন, অথচ আমি থাকবো সম্পূর্ণ অপ্রস্তুত! বিষয়টা কত্ত বোকামি হবে, তাই না?

রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে সুন্দর সমাপ্তির জন্য কী ভাবে প্রত্যেক রাতে ফুল এন্ড ফাইনাল প্রিপারেশন নিয়ে বেডে যেতে বলেছে- ভাবলে অবাক হবেন!

বারা’ ইবনে আযেব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’যখন তুমি শয্যা গ্রহণ করবে, তখন নামাযের ওযূর ন্যায় ওযূ করবে। তারপর ডানপাশে শুয়ে এই দু’আ পড়বে,

اَللّٰهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيكَ وَأَلْجَأتُ ظَهرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيكَ آمَنْتُ بِكِتابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ -

’আল্লা-হুম্মা আসলামতু নাফসী ইলাইক, অ অজ্জাহতু অজহিয়া ইলাইক, অফাউওয়াযতু আমরী ইলাইক, অ আলজা’তু যাহরী ইলাইক, রাগবাতাঁঊ অরাহবাতান্ ইলাইক্, লা মালজাআ’ অলা মানজা মিনকা ইল্লা ইলাইক, আ-মানতু বিকিতা-বিকাল্লাযী আনযালতা অ বিনাবিয়্যিকাল্লাযী আরসালত্।’
অর্থাৎ, হে আল্লাহ! আমি আমার প্রাণ তোমার প্রতি সমর্পণ করেছি, আমার মুখমণ্ডল তোমার প্রতি ফিরিয়েছি, আমার সকল কর্মের দায়িত্ব তোমাকে সোপর্দ করেছি, আমার পিঠকে তোমার দিকে লাগিয়েছি (তোমার উপরেই সকল ভরসা রেখেছি), এসব কিছু তোমার সওয়াবের আশায় ও তোমার আযাবের ভয়ে করেছি। তোমার নিকট ছাড়া তোমার আযাব থেকে বাঁচতে কোন আশ্রয়স্থল নেই। তুমি যে কিতাব অবতীর্ণ করেছ তার উপর এবং তুমি যে নবী প্রেরণ করেছ তার উপর ঈমান এনেছি। অতপর, ওই রাতে তুমি যদি মারা যাও তাহলে ফিতরাতের উপর (নিষ্পাপ অবস্থায়) মৃত্যু বরণ করলে। আর হ্যাঁ, ওই দুয়া যেন ঘুমানোর আগে তোমার সর্ব শেষ কথা হয়। (এর পর আর কোন কথা না বলে ঘুমিয়ে যাবে)

(বুখারী ২৪৭,৬৩১১, মুসলিম ৭০৫৭)


আসুন, আমরা সময় গুলো আমাদের নিজেদের কল্যাণে কাজে লাগাই!

আমরা সব সময়ই সুন্দর সমাপ্তির জন্য প্রস্তুত থাকি!!

আল্লাহ তুমি আমাদেরকে তাওফীক দান করো! আমীন!
🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴

আল হারামাইন ইসলামী একাডেমী

01 Nov, 12:38


ইসলামী ফিকহ কোর্সের সিলেবাস

লেভেল ১ এর বিষয়বস্তুঃ


ত্বহারাত/পবিত্রতা
অযু, গোসল ও তায়াম্মুম
হায়েজ, নিফাস ও ইস্তেহাযা
আযান ও ইকামাত
সলাতের পদ্ধতি
সলাতের রুকন, ওয়াজিব ও সুন্নাহ
বিতর ও তারাবীহ
জুমুআর সলাত
ঈদের সলাত
ইস্তেস্কার সলাত
চন্দ্র ও সূর্যগ্রহনের সলাত
জানাযার সলাত
যাকাতের বিধান
কোন কোন সম্পদের উপর যাকাত ফরজ
যাকাত বন্টনের খাত
নফল সাদাকা



লেভেল ২ এর বিষয়বস্তুঃ

বিয়ের বিধি-বিধান
বিয়ের রুকন ও শর্ত
মুহাররামাত
কাফেরদের সাথে বিয়ের বিধান
বিয়ের মোহরানা
বিয়ের অলিমা
স্বামী-স্ত্রীর অধিকার
গর্ভধারন ও প্রসবের বিধান
স্ত্রীর অবাধ্যতা ও তার সমাধান
তালাকের বিধান
তালাকপ্রাপ্তা স্ত্রী ফেরত নেয়া
খোলা তালাক
ইদ্দত পালন
হজ্জ-এর অর্থ
হজ্জের ইতিহাস
হজ্জের হুকুম
কার উপর হজ্জ ফরয
জীবনে কয়বার হজ্জ ফরয
উত্তরাধিকার/মিরাসের বিধান
মিরাসের নির্ধারিত অংশ প্রাপ্তগন
মিরাসের নীতিমালা
পরিত্যক্ত সম্পত্তি বন্টন
আত্মীয়-স্বজনদের মিরাস
অমুসলিমদের মিরাস, ইত্যাদি

আল হারামাইন ইসলামী একাডেমী

31 Oct, 22:34


🎉🎉🎉

الســـــلام عليــــــكم ورحـــــمة الله وبـــــركاته


ইসলামী ফিকহ কোর্সের জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের জন্য সুসংবাদ!

আমরা আবার কোর্সটি শুরু করতে যাচ্ছি
১৫ নভেম্বর থেকে ভর্তি শুরু হবে, ইনশাআল্লাহ

কোর্সটিতে ২টি লেভেল আছে-
লেভেল ১ এবং লেভেল ২

প্রতিটি লেভেল ৩ মাসের কোর্স
কোর্স ফী ১৫০০ টাকা

ইনশাআল্লাহ এই কোর্সটি আপনাদের অনেক উপকারে আসবে

🎁🎓
আর কোর্স শেষে সার্টিফিকেট ও সেরা ৫ জনকে পুরষ্কার তো থাকছেই


আপনি চাইলে এখনই বুকিং দিয়ে রাখতে পারেন
https://alharamain.academy/registration-fiqh


কোর্স পরিচালনা করবেন
শায়খ আব্দুল্লাহ আল বাকী (হাফি.)

আল হারামাইন ইসলামী একাডেমী

30 Oct, 13:05


আল্লাহর ভয়ে কাঁদতে সবাই পারেনা।

বিশেষ করে জাহান্নামীরা আল্লাহর ভয়ে কাঁদতে পারে না। ওদের কলব পাথরের মতো শক্ত। ওদের কান্না আসবেনা। ওদের চোখ যেন মরূভূমি, ওদের অন্তর যেন শুকনো কাঠ।

শুধু মাত্র জান্নাতী লোকেরাই সাধারণত আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে পারে । তাদের বুকের ভেতরে যে কলিজাটা আছে সেটা খুব নরম হয়। সেখানে আল্লাহর ভয় জীবন্তু হয়ে থাকে। ফলে তারা আল্লাহর ভায়ে কান্না করে।

যারা আল্লাহর ভয়ে কাঁদতে পারে তাদের জন্য গিফট :

মহান আল্লাহ তা‘আলা বলেন, وَيَخِرُّوْنَ لِلْأَذْقَانِ يَبْكُوْنَ وَيَزِيْدُهُمْ خُشُوْعًا তারা কাঁদতে কাঁদতে অধোমুখে সাজদাহয় লুটিয়ে পড়ে আর তাদের এই কান্না তাদের বিনয় ও নম্রতা বাড়ায়।’ (ইসরা ১০৯)।

রাসূল (ﷺ) বলেন, ‘গাভীর বাট থেকে দুধ বের করে তা পুনরায় বাটের ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তির জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব।

আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, لاَ يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِى الضَّرْعِ وَلاَ يَجْتَمِعُ غُبَارٌ فِى سَبِيلِ اللهِ وَدُخَانُ جَهَنَّمَ. ‘যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাবে না। দুধ যেমন গাভীর ওলানে ফিরে যাওয়া অসম্ভব। আল্লাহর পথের ধুলা এবং জাহান্নামের আগুন এক সাথে জমা হবে না’ (আত-তারগীব হা/৪৭০৯)।

ইবনু আববাস (রাঃ) বলেন, আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, يْنَانِ لاَ تَمَسُّهُمَا النَّارُ عَيْنٌ بَكَتْ مِنْ خَشْيَةِ اللهِ وَعَيْنٌ بَاتَتْ تَحْرُسُ فِى سَبِيلِ اللهِ. জাহান্নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না। আল্লাহ্ তা’আলার ভয়ে যে চোখ ক্ৰন্দন করে এবং আল্লাহ্ তা’আলার রাস্তায় যে চোখ (নিরাপত্তার জন্য) পাহারা দিয়ে ঘুমবিহীনভাবে রাত পার করে দেয়।’ (তিরমিযী, আত-তারগীব হা/৪৭০৭)।

মু‘আবিয়া ইবনু হায়দা (রাঃ) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, ثَلاَثَةٌ لاَ تَرَى أَعْيُنُهُمْ النَّارَ عَيْنٌ حَرَسَتْ فِيْ سَبِيْلِ اللهِ وَعَيْنٌ بَكَتْ مِنْ خَشِيَةِ اللهِ وَعَيْنٌ كَفَتْ عَنْ مَحَارِمِ اللهِ. তিন ব্যক্তির চক্ষু জাহান্নাম দর্শন করবে না। (এক) যে চক্ষু আল্লাহর পথে (জিহাদে) পাহারা দিয়ে রাত্রি যাপন করেছে, (দুই) যে চক্ষু আল্লাহর ভয়ে কেঁদেছে এবং (তিন) যে চক্ষু আল্লাহর নিষিদ্ধ বস্তু দর্শন করা থেকে বিরত থেকেছে। (আত-তারগীব হা/৪৭১৩)।

ইয়া রব, আমাদের চোখে পানি দাও!!