মুহাব্বাতে কুরআন @muhabbatequran Channel on Telegram

মুহাব্বাতে কুরআন

@muhabbatequran


বোনদের দ্বারা পরিচালিত, শুধুমাত্র বোনদের জন্য।

আমাদের টেলিগ্রাম চ্যানেল: https://t.me/MuhabbateQuran

আমাদের ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/@muhabbate_quran

আমাদের ফেইসবুক পেইজ: https://www.facebook.com/muhabbatequran?mibextid=LQQJ4d

মুহাব্বাতে কুরআন (Bengali)

মুহাব্বাতে কুরআন হলো একটি টেলিগ্রাম চ্যানেল যেখানে কুরআনের প্রেমে মুহাব্বাতে কিছু সত্য পড়তে পাবেন। এই চ্যানেলটি বোনদের দ্বারা পরিচালিত এবং এটি শুধুমাত্র বোনদের জন্য উপযোগী। এখানে আপনি সবখানে কুরআনের বিভিন্ন বিষয়ের মধ্যে ভেলোবাসা ও নির্ভীকতা আছে। আপনি এই চ্যানেলের সাথে যুক্ত হলে কুরআনের কথা নিয়ে আপনার জীবনকে আরও উজ্জ্বল করতে পারেন।

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করুন: https://t.me/MuhabbateQuran

আমাদের ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/@muhabbate_quran

আমাদের ফেইসবুক পেইজ: https://www.facebook.com/muhabbatequran?mibextid=LQQJ4d

মুহাব্বাতে কুরআন

21 Nov, 14:52


আমাদের খুসুসি মুযাকারা ৪ এর ভেন্যু 'নাগমাতুল আখওয়াত' তে ফুলদের মেলা বসছে আলহামদুলিল্লাহ। আপনি হাজির তো?

https://t.me/meeraasun_nubuwwah_academy/8

মুহাব্বাতে কুরআন

21 Nov, 04:34


ন্যায্য দাবি নিয়ে ১৪৬ জুলাই আমরা আসছি বায়তুল মোকাররমে..

🚨 দীর্ঘ প্রায় ১০ বছর যাবত মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত ব্লগার শফিউর রহমান ফারাবি সহ সকল নিরপরাধ-নিরীহ মাজলুম কারাবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও ‘ছয় দফা' দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ

স্থান: বায়তুল মোকাররম উত্তর গেইট
তারিখ: ২২ নভেম্বর ২০২৪ ( ১৪৬ জুলাই )
রোজ শুক্রবার, সময় : বাদ জুমা ।

আয়োজনেঃ বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

#JusticeForFarabi #FreeFarabi #FreeFarabiShafiurRahman

মুহাব্বাতে কুরআন

20 Nov, 15:22


বিস্তারিত দেখে নেই ইন শা আল্লহঃ
https://t.me/meeraasun_nubuwwah_academy/7

মুহাব্বাতে কুরআন

20 Nov, 13:25


চোখ দুটো যখন মরুভূমিতে পরিণত হয়েছে, তখন সবাই এসেছে কান্না দেখতে!

#shayeri_mq

মুহাব্বাতে কুরআন

19 Nov, 13:05


'দ্বীনের খাতিরে' - ভাই আসিফ আদনান হাফিযাহুল্লাহু

আমরা নানাভাবে আত্মপ্রতারণা করি। কিন্তু অদ্ভূত ব্যাপারটা হল অধিকাংশ সময়, আত্মপ্রতারণাগুলোকে আমরা প্রতারণা ভাবি। সুন্দর সুন্দর অজুহাত গুলো দেয়ার সময় আমরা ভাবি, আমরা বুঝি অন্য কাউকে বুঝ দিচ্ছি। নিজের চিন্তা, সিদ্ধান্ত, বর্তমানকে ঠিক প্রমাণ করার জন্য আমরা বিভিন্ন যুক্তিতর্কের মারপ্যাঁচ তৈরি করি, আর ভাবি এভাবে তর্কে জেতা গেল। কারো মুখ বন্ধ করানো গেল, কিংবা ঠিক প্রমাণ করা গেল নিজেকে। আমরা মনে করি এভাবে আমরা অন্যদের ধোঁকা দেই। সেটা সৃষ্টি হোক কিংবা স্রষ্টা। কিন্তু আমরা আসলে ধোঁকা দেই নিজেদেরকেই। একটা ভুলকে ভুল জেনে, মনের খচখচানিটা উপেক্ষা করে, যখন অন্যের সামনে আমরা সেটা জায়েজ করি তখন চূড়ান্ত হিসেবে ক্ষতিটা হয় আমাদের নিজেদের। দুনিয়ার সবাইকে সব কিছু বুঝিয়ে চুপ করানো যায়, কিন্তু আটকানোর হলে শেষ বিচারে আটকাতে হবে আমাদেরকেই।
একটা বাস্তব উদাহরণ হল ‘দ্বীনের খাতিরে’ নিজের দুনিয়াকে জায়েজ করা। চরম পর্যায়ের ক্যারিয়ারিস্ট কিংবা ক্যাপিটালিস্টিক চিন্তাকে আমরা জায়েজ করি দ্বীনের অজুহাতে –
আমি অমুক চাকরি করতে চাই কারণ এতে দ্বীনের লাভ হবে। আমি অমুক ব্যবসা করতে চাই কারণ এর মাধ্যমে মুসলিমদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। আমি বিদেশী ডিগ্রি চাই কারণ এতে উম্মাহর খেদমত হবে, আমি কুফফারের দেশে থাকতে চাই কারণ এতে দাওয়াহ হবে।
তাই ভাই? সিরিয়াসলি? এটাই আপনার ডিসিশানের পেছনে মূল ড্রাইভিং ফ্যাক্টর? আপনার মূল মোটিভেইশান? উম্মাহর খেদমতের আর কোন উপায় আপনার চোখে পড়লো না? শুধু ওটাতেই উম্মাহর খেদমত দেখতে পেলেন যেটা আপনার পরিবারের এক্সপেক্টেশান আর আপনার প্রেফারড ক্যারিয়ার পাথের সাথে সুন্দরভাবে অ্যালাইনড হয়ে গেল? ব্যাপারটা অনেকটা ‘আরে গাইনির ডাক্তার লাগবে না!’ বলে মেয়েদের সহশিক্ষার পক্ষে যুক্তি দেয়ার মতো। গাইনির ডাক্তার তো লাগবে, কিন্তু কতোজন উচ্চমাধ্যমিকের পর পড়াশুনা করে, আর ফি বছর উম্মাহ কতোজন গাইনির ডাক্তার পায়? উম্মাহর খেদমতে কতোজন বছর বছর নিজেদের এভাবে ‘উজার’ করে, আর উম্মাহ তাতে কী পায়?
এভাবে কতো দশক ধরে উম্মাহর খেদমত হচ্ছে ভাই? কতো বিসিএস ক্যাডার, সিআইপি, বিদেশী ডিগ্রি আর নন-রেসিডেন্ট মুসলিম আসলো, গেলো? উম্মাহ কয়জন উসমান, আমর আর খালিদকে পেলো? রাদ্বিয়াল্লাহু আনহুম ওয়া আজমাইন। আচ্ছা এতো কঠিন আদর্শ বাদ, উম্মাহ কয়জন শাজুল ইসলাম,তৌকির শরীফ আর বিলাল আবদুল করিমকে পেলো? আর কয়জন গুড-ফর-নাথিং হামবড়া বিদ্বান পেলো?
সকল নবী-রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এর ঘটনা এবং সাহাবায়ে কেরাম রাদ্বীয়াল্লাহু আনহুম ওয়া আজমাইন এর জীবনি থেকে একটা শিক্ষা স্পষ্ট। তাঁরা তাওহিদের জন্য, ইসলামের জন্য দুনিয়াকে ত্যাগ করেছেন। দ্বীনের জন্য তাঁদের দুনিয়াকে ছাড়তে হয়েছে। সন্যাসী হয়তো হতে হয়নি কিন্তু করতে হয়েছে বিশাল সব স্যাক্রিফাইস। দ্বীনের জন্য কিছু করতে গেলে দুনিয়াবী কিছু স্যাক্রিফাইস করতে হবে। এটা একটা বেইসিক আন্ডারস্ট্যান্ডিং।
কিন্তু আমাদের সময় এসে ব্যাপারটা কেমন উল্টে গেল, তাই না? আমি আমার নিজের ক্যারিয়ার, নিজের লাইফস্টাইল, নিজের সোশ্যাল স্ট্যাটাসের জন্য অমুক চাকরি, অমুক ডিগ্রি, কিংবা অমুক দেশের পেছনে ছুটছি না। না, না! আরে আমি তো দ্বীনের জন্য করছি। এটা আমার প্রয়োজন না। দ্বীনের প্রয়োজনে করা।
নিজের স্বার্থে সিদ্ধান্ত নেয়া ইসলামে না-জায়েজ না। এবং অনেক ক্ষেত্রে ইসলামে প্রশস্থতা আছে। আধুনিক সময়ের অধিকাংশ আলিম সেই প্রশস্থতাকে আরো অনেক প্রশস্থ করেছেন। এটুকু তো যথেষ্ট। আপনি সেই প্রশস্থতার সুযোগ নিন না। কিন্তু এটাকে দ্বীন দিয়ে জাস্টিফাই করতে হবে কেন? এ ধোঁকাবাজি আলটিমেটলি কার সাথে?

মুহাব্বাতে কুরআন

19 Nov, 02:33


মুহাব্বাতে কুরআন pinned «بسم الله الرحمن الرحيم মুহাব্বাতে কুরআন এর শুরুটা নেহাত-ই কাঁচা হাতে। একটি কাঁচা স্বপ্ন সমেত। সূরা কাহাফের মতো বি-শাল একটি সূরা কীভাবে একদিনে পড়া সম্ভব, এ নিয়ে গবেষণা ই ছিলো সেই শুরু। জানি না কীভাবে আল্লহ ﷻ এমন কাঁচা হাতকেও কবুল করলেন। সত্যি বিস্ময় লাগে!…»

মুহাব্বাতে কুরআন

19 Nov, 02:26


আত্মাগুলো তো মিলেই আছে,
মিলনের পথে শুধু দূরত্ব টাই বিরাট বাঁধা হয়ে দাঁড়িয়েছে!

#shayeri_mq

মুহাব্বাতে কুরআন

18 Nov, 09:50


بسم الله الرحمن الرحيم

মুহাব্বাতে কুরআন এর শুরুটা নেহাত-ই কাঁচা হাতে। একটি কাঁচা স্বপ্ন সমেত। সূরা কাহাফের মতো বি-শাল একটি সূরা কীভাবে একদিনে পড়া সম্ভব, এ নিয়ে গবেষণা ই ছিলো সেই শুরু। জানি না কীভাবে আল্লহ ﷻ এমন কাঁচা হাতকেও কবুল করলেন। সত্যি বিস্ময় লাগে! আমাদের মতো বান্দীদের দিয়েও আল্লহ ﷻ কাজ নিয়েছেন, নিচ্ছেন এটাও আল্লহ'র ﷻ কুদরতের বহিঃপ্রকাশ বলেই বোধ হয়। ঘোর লেগে যায়। চোখ ধরে আসে। আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ।

আর সবচেয়ে বেশি আল্লহ ﷻ যা দিয়েছেন এই মুহাব্বাতে কুরআন কে, তা হলো মুহাব্বাত ! আপনাদের মুহাব্বাত ! আপনারা এতো বেশি মুহাব্বাত করেন আখওয়াতি যে ভাবলেই গলায় দলার মতো কী যেন আটকে যেতে চায়।  আলহামদুলিল্লাহ।

এতো মুহাব্বাত কেন করেন বলুন? বিশ্বাস করুন, আমরা এর যোগ্য না। (আল্লহ ﷻ আমাদের সে যোগ্যতা দান করুন কল্যাণের সাথে)

যোগ্যতা না থাকা সত্ত্বেও আল্লহ সুবহানাহু ওয়া তা'আলার ইচ্ছায় আমাদের কার্যক্রম বিস্তৃত হয়েছে, হচ্ছে আলহামদুলিল্লাহ।ছুম্মা আলহামদুলিল্লাহ। যেহেতু মুহাব্বাতে কুরআন কোনো অফিসিয়াল প্ল্যাটফর্ম না, কিন্তু আমাদের বেশকিছু একাডেমিক কার্যক্রম এখন বিদ্যমান আলহামদুলিল্লাহ। তাই পরম করুণাময় আল্লহ আযযা ওয়াজালের তাওফিক মোতাবেক আমরা আপনাদের সামনে পেশ করছি আপনাদের-ই একাডেমিক প্ল্যাটফর্ম:

মিরাসুন নুবুওয়্যাহ একাডেমি
Meeraasun Nubuwwah Academy
أكاديمية ميراث النبوة

অন্তরে প্রকম্পন সৃষ্টিকারী অসহায় করা এই মূহুর্তে আমরা কেবল ও কেবল মাত্র আমাদের আল্লহ'র ﷻ উপর-ই ভরসা করলাম। আপনাদের সাক্ষী রেখে এবং সাথে রেখে  আল্লহ'র রাহে আরো একবার নিজেদের সবকিছু কুরবানের পাক্কা নিয়্যাত করলাম । ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ।

قُلۡ اِنَّ صَلَاتِیۡ وَ نُسُكِیۡ وَ مَحۡیَایَ وَ مَمَاتِیۡ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ

‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব।’ [৬ঃ১৬২]

কবুলিয়াতের দু'আ চাই আখওয়াতি। অনেক, অনেক বেশি দু'আ চাই। কান্না ভেজা কপোলওয়ালীর তার মালিকের সাথে ফিসফিসিয়ে কথোপকথনের সেই মুহুর্তে মিরাসুন নুবুবিয়্যাহ'র উল্লেখ চাই!

মিরাসুন নুবুওয়্যাহ! নবুয়তের মিরাস!আপনি কি জানেন বোন নবীগণের (আলাইহিমুস সালাম), নাবী ﷺ এর মিরাস তথা রেখে যাওয়া সম্পদ কোনটা? এ হচ্ছে ইলম ! ইয়াতীম নাবীর ﷺ ইয়াতীম উম্মাতিদের ইলমকেন্দ্রিক কার্যক্রমের নাম তাই এই-ই। নামটাই কত্ত ভারী, তাই না? তাই তো বলছি বোন , একটু রাখিয়েন আপনার দু'আয়? একটু রাখিয়েন?

মহান রব্বের ﷻ নামে আসুন শামিল হই মিরাসুন নুবুবিয়্যাহ'য় । নাবী কারীম এর মিরাসের উত্তারাধিকারিনী হওয়ার এই যাত্রায়। বিসমিল্লাহ।

টেলিগ্রাম চ্যানেল লিংক:

https://t.me/meeraasun_nubuwwah_academy

ফেইসবুক পেইজ লিংক:

https://www.facebook.com/meeraasun.nubuwwah.academy?mibextid=ZbWKwL

ওহ, আরেকটা কথা। লিংকে প্রবেশ করেই ইন শা আল্লহ পাবেন একটি বিশেষ হাদিয়া! শুধু হাদিয়া তো না , সেটা আমাদের স্বপ্নের কবুলিয়াত। ইন শা আল্লহ।আর আমাদের স্বপ্ন তো আপনাদের ঘিরেই বোন। যান, ছুঁয়ে আসুন আমাদের স্বপ্ন। ফিআমানিল্লাহ।

اللهم صل وسلم على نبينا محمد

মুহাব্বাতে কুরআন

17 Nov, 16:51


একজন তাজউইদ টিচার যেমন হন...!

[আমাদের ফারযে আইন এর তাজউইদ টিচারের (হাফিযাহাল্লাহ) সঙ্গে কথোপকথনের খন্ডাংশ। কী নিয়ে কথোপকথন, কেউ আন্দাজ করতে পারবেন? কী? পারবেন?]

মুহাব্বাতে কুরআন

15 Nov, 12:40


সহশিক্ষা ছাড়তে গিয়ে আমরা যে আজিব ধরনের একটা ওয়াসওয়াসার স্বীকার হই/পরিবার হয়, সেটা হলো:

পড়াশোনা বাদ দিয়ে ঘরে বসে থাকলে তো আমায় কেউ বিয়ে-ই করবে না/পড়াশোনা বাদ দিয়ে ঘরে বসে থাকলে তোকে কে বিয়ে করবে??

.
আচ্ছা। আপনি হারাম ছাড়লেন বলে যে আপনাকে বিয়ে করলো না সে ঠিক কতটা দ্বীনদার বলে আপনার মনে হয়?

আরেকটা বিষয় খেয়াল করুন। আপনি সহশিক্ষায় থাকলেন। আপনার স্বামী ও আপনাকে সহশিক্ষায় রাখলেন। আলটিমেটলি আপনার ফরয পর্দা তরক করানোর মাধ্যমে আপনার স্বামী পরিনত হলেন দাইয়্যুসে। আর হাদীসে স্পষ্টভাবে দাইয়্যুসের জন্য জাহান্নামের হুমকি এসেছে।

তাহলে ভাবুন একবার!

কোনো এক 'হবু জাহান্নামী' যেন আপনাকে বিয়ে করে, এই আশায় আপনি সহশিক্ষা ছাড়ার হিম্মাত পাচ্ছেন না/আপনার পরিবার আপনাকে সহশিক্ষা ছাড়তে দিচ্ছে না.......!!!!


#CoEducation
#MuhabbateQuran

মুহাব্বাতে কুরআন

15 Nov, 09:48


আমাদের শুধু চাই আর চাই। চাই আর চাই। এই চাওয়াকে পাওয়াতে পূরণ করতেই আমরা রোজ ভোরে দৌড়াই।

পাবলিক বাসে, পুরুষের ঘামের সঙ্গে মানিয়ে নিয়ে ঝুলন্ত শরীরটা নিয়ে হাঁপিয়ে উঠলেও মেয়েদের-ও পেছনে পড়া মানা-ই।

প্রয়োজন, প্রয়োজন আর প্রয়োজন।

আমরা যেন কোনো দৈত্য-দানো,
আমাদের মস্ত লম্বা উদরটা পূর্ণ করো!
এই দৌড়ে স্বীয় দ্বীনকে ছুড়ে ফেলার প্রয়োজন হলে?
কে বলেছে, পরোয়া করো?


.
কবিতা কবিতা এই লেখাটি পড়তে পড়তে আমাদের কি অন্তরে এই প্রশ্নটি এসেছে যে শরীয়তে প্রয়োজনের মানে টা কী? প্রয়োজন আসলে কতটুকু? এই প্রয়োজনের খাতিরে দ্বীনকে বিসর্জন দেওয়ার প্রয়োজনটাও বা কতটুকু? বিশেষত নারীদের জন্য?

এক গুরাবাহ'র লেখনীতে আসুন জেনে নিই, প্রয়োজন মানে আসলে কতটুকু প্রয়োজন!

https://hoytoba.com/id/2007

মুহাব্বাতে কুরআন

14 Nov, 04:32


আপনাদের-ও বুঝি তাই মনে হয়?

.
আমাদের ফারযে আইন কাফেলা ৩ এ রেজিস্ট্রেইশন করতে:
https://t.me/MuhabbateQuran/1326

মুহাব্বাতে কুরআন

13 Nov, 08:09


بسم الله الرحمن الرحيم

অতঃপর, আপনার চোরা ডায়েরী আপনার অপেক্ষায়! ইন শা আল্লহ।

সাইজ: ৪.৫ "/ ৫.৭"
হাদিয়া: ২৫০ টাকা

দ্রুত নক করুন ইন শা আল্লহ: @khusbuwali_mq

মুহাব্বাতে কুরআন

12 Nov, 16:44


স্মৃতি রোমন্থন !

মুহাব্বাতে কুরআন

12 Nov, 05:44


শুধু ওই চোখের দেখায় যে বাসা হয়,
ওহে প্রিয়! তাকে কি আর ভালোবাসা কয়?

#shayari_mq

মুহাব্বাতে কুরআন

11 Nov, 12:52


السلام عليكم و رحمة الله و بركاته

সহশিক্ষা সংক্রান্ত যেকোনো ধরনের লেখা, পোস্ট, লেকচার লিংক। যা কিছু আপনার সংগ্রহে আছে মিন ফাদ্বলিক এই পোস্টের কমেন্টে ড্রপ করুন।

আল্লহ কবুল করলে আপনার এই সামান্য কাজটুকু-ও হতে পারে আপনার-ই কোনো বোনের সহশিক্ষা ছাড়ার গল্প!

মুহাব্বাতে কুরআন

10 Nov, 06:34


السلام عليكم و رحمة الله و بركاته

কয়দিন পরেই এডমিশনের সিজন শুরু হবে। নিচের লেখাটি আল্লহ চাইলে আমাদের চিন্তার খোরাক হতে পারে।

শিরোনাম: ক্রাশ-কনফেশন, নিকাব এবং অন্যান্য
লেখক: Tanvir Ahmed
লেখার লিংক: https://hoytoba.com/id/5061

আল্লাহ রাব্বুল ইজ্জাহ্ আমাদের সহ আমাদের প্রত্যেক সহজ সরল বোনদের হেফাজত করুন, আমাদের ত্রুটিগুলো মাফ করে দিন।

মুহাব্বাতে কুরআন

08 Nov, 07:01


আল্লহু আকবার! উস্তায! উস্তায! উস্তায! সুবহানআল্লহ!

https://t.me/iomeduorg/3192

.
আবার ফিরতে ইচ্ছে করছে সেই মূহুর্তে, যখন উস্তাযের কান্না দেখে অবাক হয়ে ভেবেছিলাম পুরুষ মানুষেরাও এভাবে কাঁদে বুঝি? বুঝেছিলাম কান্না লজ্জার না বরং আল্লহ'র ﷻ, কেবল ও কেবল মাত্র আল্লহ'র ﷻ জন্য কান্না-ও কী ভীষণ গর্বের!

আমাদের উস্তায হাফিযাহুল্লাহু'র সেই কান্নার একটু ছোঁয়া:

https://t.me/MuhabbateQuran/322

মুহাব্বাতে কুরআন

07 Nov, 07:08


একটা বিষয় মাঝে মাঝে আমাদের চোখে পড়ে। সেটা হলো বেশ কিছু জায়গাতেই আমাদের প্যাটার্ন অনুসরণ করে কাফেলা/কোর্স আনা হয়। আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ। বড় ভালো লাগে আমাদের এটা। বাস্তবিক-ই। আমরা অন্যদিকে ব্যস্ততায় আগে যে কাজগুলো করতাম সেগুলোর তাওফিক এখন পাচ্ছি না আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কিন্তু আল্লহ ﷻ হয়তো চান সেগুলোর প্রাপ্তি আমাদের আমালনামায় যুক্ত হতেই থাকুক। ওয়াল্লহু আলামু। সকল প্রশংসা আমাদের রব্বের। সকল প্রশংসা আমাদের রব্বের।

যারা আমাদের বিষয়গুলো দেখে কাজ করেন, তাঁদের প্রতি একরাশ মুহাব্বাত রইলো। অনেক অনেক দু'আ রইলো। তবে একটি সতর্কতা হলো, যদি সরাসরি কোনো কথা/কাজ আপনি কারো থেকে গ্রহণ করেন, মিন ফাদ্বলিক অনুমতি নেবেন। এটা জরুরী। অবশ্যই জরুরী।

আর বোনদের প্রতি আমাদের বার্তা হলো, কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানের কাজ যদি আমাদের অনুসরণে হয়, সে ব্যাপারে আমাদের কোনো দায় থাকবে না। আবার কখনো যদি কেউ 'আমি মুহাব্বাতে কুরআন এর খাদিমাহ' পরিচয়ে কিছু 'আবদার' করে বসে, সেই দায়ভার ও কিন্তু আমাদের না! একটু সতর্ক হই সবাই আচ্ছা? এমন কোনো জরুরতে আমাদের কাছে জিগ্যেস ও করতে পারেন। যামানাটা আসলে ভালো না তো! আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লহ ﷻ হিফাজত করুন আমাদের।