মুহাব্বাতে কুরআন @muhabbatequran Channel on Telegram

মুহাব্বাতে কুরআন

@muhabbatequran


বোনদের দ্বারা পরিচালিত, শুধুমাত্র বোনদের জন্য।

আমাদের টেলিগ্রাম চ্যানেল: https://t.me/MuhabbateQuran

আমাদের ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/@muhabbate_quran

আমাদের ফেইসবুক পেইজ: https://www.facebook.com/muhabbatequran?mibextid=LQQJ4d

মুহাব্বাতে কুরআন (Bengali)

মুহাব্বাতে কুরআন হলো একটি টেলিগ্রাম চ্যানেল যেখানে কুরআনের প্রেমে মুহাব্বাতে কিছু সত্য পড়তে পাবেন। এই চ্যানেলটি বোনদের দ্বারা পরিচালিত এবং এটি শুধুমাত্র বোনদের জন্য উপযোগী। এখানে আপনি সবখানে কুরআনের বিভিন্ন বিষয়ের মধ্যে ভেলোবাসা ও নির্ভীকতা আছে। আপনি এই চ্যানেলের সাথে যুক্ত হলে কুরআনের কথা নিয়ে আপনার জীবনকে আরও উজ্জ্বল করতে পারেন।

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করুন: https://t.me/MuhabbateQuran

আমাদের ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/@muhabbate_quran

আমাদের ফেইসবুক পেইজ: https://www.facebook.com/muhabbatequran?mibextid=LQQJ4d

মুহাব্বাতে কুরআন

14 Feb, 05:01


السلام عليكم و رحمة الله و بركاته

MIST এর কোনো বোন আছেন? বা সেখানে খোঁজ নেওয়াতে পারবেন এমন কেউ? মিন ফাদ্বলিক @muhabbati_ukhti তে জানাবেন ইন শা আল্লহ

মুহাব্বাতে কুরআন

13 Feb, 13:38


১৪ তারিখ দিবাগত রাত মানে আরবী মোতাবেক ১৫ ই শা'বানের রাত হলো লাইলাতুল নিসফি মিনাশ শা'বান। প্রচলিত অর্থে শবে বরাত।

অর্থাৎ আজ রাত না বরং আগামীকাল রাতে ইন শা আল্লহ। বুঝেছেন পেয়ারে বেহনো রা?

মুহাব্বাতে কুরআন

13 Feb, 02:35


بسم الله الرحمن الرحيم

আমাদের একটি পর্যবেক্ষণ হলো: গুনাহের মাত্র ৩ টি কারণকে ধাপে ধাপে শক্ত করে নিয়ন্ত্রণ করতে পারলে গুনাহের সম্ভবনা অনেকাংশেই কমে যায় আলহামদুলিল্লাহ।

১ম ধাপ:
ডিভাইস (বিশেষত বিভিন্ন সোস্যাল সাইট গুলো)

২য় ধাপ:
জবান ( এটা মূলত অফলাইনের ক্ষেত্রে বুঝিয়েছি। জবানের গুনাহ থেকে বাঁচতে কৌতুহল কমানো ও অপ্রয়োজনীয় কথা না বলার চেষ্টা খুব ই জরুরী।)

৩য় ধাপ:
অন্তর। যখন বাকি দোনো ক্ষেত্রে আপনি সফল হয়ে যান তখন শয়তান জোরালো আক্রমণ করে আপনার অন্তরে। অন্তর গাফিল হয়ে পড়ে, কুচিন্তা শুরু করে ইত্যাদি ইত্যাদি। কাজেই এই পর্যায়ে এসে অন্তরকে শক্ত হাতে নিয়ন্ত্রণ খুব ই প্রয়োজন।

[শা'বানের আর ১৫ দিন ইন শা আল্লহ নিশ্চয়ই পাবো। প্রতি ৫ দিন করে টার্গেট নিয়ে এই তিনটি ধাপ নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার সুর্বণ সুযোগ তো এখন ই।]

মুহাব্বাতে কুরআন

11 Feb, 10:43


সুকুন, সুকুন, সুকুন!

মুহাব্বাতে কুরআন

10 Feb, 09:31


আলহামদুলিল্লাহ, মহান আল্লহ ﷻ প্রদত্ত তাওফিক মোতাবেক আপনাদের মুহাব্বাতে কুরআন এখন হোয়াটসঅ্যাপেও, ছুম্মা আলহামদুলিল্লাহ !

(মূলত উপরের স্ক্রিনশটটি ই এই সফরের উসিলা। আল্লহ ﷻ যেন আমাদের নিয়্যাত সর্বোত্তমভাবে কবুল ফরমান। আমাদের দাওয়াতি মেহনতকে প্রসারিত ও ফলপ্রসূ করুন প্রতিটি দুয়ারে, প্রতি ঘরে, আমিন।)

.
আপনাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল:
https://whatsapp.com/channel/0029Vb0fcIOCMY0GcPSYxY1z

আপনাদের ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/@muhabbate_quran

আপনাদের টেলিগ্রাম চ্যানেল: https://t.me/MuhabbateQuran

আপনাদের ফেইসবুক পেইজ: https://www.facebook.com/muhabbatequran?mibextid=LQQJ4d

মুহাব্বাতে কুরআন

07 Feb, 06:18


السلام عليكم و رحمة الله و بركاته

আখওয়াতি দুটি প্রশ্ন:

১। বিয়ের ব্যাপারে কী কী নিয়্যাত করেছেন বা করেছিলেন?

২। সালাফদের যামানায় বিয়ের আয়োজন কীভাবে হতো, এমন আলোচনা সমেত কোনো কিতাব আছে? বা কোন কোন কিতাবে এ ব্যাপারে উল্লেখ আছে? যেমন: আপবীতি কিতাবের এক স্থানে শাইখুল হাদীস রহিমাহুল্লাহ'র দোনো মেয়ের কতটা সাদামাটা বিয়ে দেওয়া হয়েছিলো, সেটার আলোচনা আছে। দুঃখজনকভাবে কোন খন্ডের কত পৃষ্ঠায়, সেটা ভুলে গিয়েছি। কারো যদি এটা বা অন্য কোনো কিতাবের ব্যাপারে জানা থাকে মিন ফাদ্বলিক জানাবেন।

বিঃদ্রঃ কমেন্টবক্সে কোনো বেগাইরতি আচরণ কাম্য নয়।

মুহাব্বাতে কুরআন

06 Feb, 09:01


ফরয, ফরয, ফরয !

মুহাব্বাতে কুরআন

04 Feb, 04:24


بسم الله الرحمن الرحيم

একটি রোজনামচা: ০১

আপনাকে আজ অনেক কথা বলার আছে আল্লহ। অনেক কথা। অনে--ক। কোথা থেকে শুরু করবো, বুঝতে পারছি না। বুঝ হওয়ার পর থেকে নাকি আরো পর থেকে। আপনি ই ক্বলবে দিয়ে দিন আল্লহ। ঠিক কোথায় থেকে শুরু করবো..

আমি ছিলাম সবচেয়ে নিকৃষ্ট বান্দী। সবচেয়ে বেশি নিকৃষ্ট। (এটা স্রেফ বিনয় করলাম বুঝলেন আল্লহ, আমার ক্বলবে কৃতজ্ঞতা বলতে কিছু ই নেই৷ এতো বেশি নিকৃষ্ট আমি!)

তারপর আপনি আমাকে দয়া করলেন। আমার মতো বান্দীকে আপনি দয়া করে হিদায়েত দিলেন। কেন দিলেন আল্লহ? স্রেফ অর স্রেফ নিজ দয়াতেই না? আপনি যদি এখন আমায় হিদায়েত না দিতেন, তবে আমি এখন কোথায় থাকতাম! আমার দুনিয়াটা-ই তো জাহান্নামে পরিণত হতো, বাকিসব দুনিয়াদারের মতো। কিন্তু আপনি তা হতে দেন নি। আপনি আপনার দয়াকে প্রশস্ত করেছেন এবং আপনার দয়ার মধ্যে আমাকে ডুবিয়ে দিয়েছেন। এই যে আমার এতো দুঃখ, এতো পেরেশানী। এগুলো তো দুনিয়া নিয়ে মজে থাকা বান্দা-বান্দীর ও হয়। এই দুঃখগুলো তাদের ছিন্নভিন্ন করে দেয়, তাদেরকে ধ্বংসের দিকে ঢেলে দেয় এমনকি কখনো কখনো তো তারা আত্মহত্যার দিকেও এগিয়ে যায়। অথচ আমি? যখন ই মুসীবাত আমার সামনে আসে, আমি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রজিউন। আমি বলি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি বিশ্বাস করি এই মুসীবাত ও আমার জন্য কল্যাণকর। এই মুসীবাত ও আমার জন্য জান্নাত লাভের উসিলা। এই মুসীবাত ও আমার জন্য গুনাহ মাফের সুযোগ। এই মুসীবাত ও আপনাকে আরো বেশি মুহাব্বাত করে ডাকতে ডাকতে আপনার দুয়ারেই পড়ে থাকার উপায়।

ওয়াল্লহি! আপনার হাবীব ﷺ সত্য বলেছেন। মু'মিনের বিষয়টি আসলেই বিস্ময়কর!

অথচ দারিদ্র‍্য, অসুস্থতা, মৃত্যু এমন অসংখ্য মুসীবাত তো দুনিয়াদার মুসলমান এমনকি কাফির, মুশরিকদের ও হয়! আর ওদের মুসীবাত ওদের দুনিয়াটাকেও জাহান্নাম বানিয়ে দেয়। আর আমাদের মুসীবাত এই জাহান্নাম তুল্য দুনিয়াটাকেও জান্নাতে পরিণত করে! সুবহানাল্লাহ! আপনি এতো ভালো কেন আল্লহ? কেন এতো ভালোবাসেন?

আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ!

এটাই তো আমার যিন্দেগীর শ্রেষ্ঠতম হাদিয়া রব্বি। নিজেকে ব্যাকবেঞ্চার বলে অনুভূত হয়। আপনি যে এই 'ব্যকবেঞ্চার' কেও ভোলেন নি, আপনার শতশত মুখলিস বান্দা-বান্দীর ভীড়েও। আমাকেও যে আপনার ই বান্দীর তালিকায় রেখেছেন এখনো, আমাকেও যে মনে রেখেছেন এখনো যে আমাকেই ভালোবেসেছেন...!!

হে আসমানসমূহের মালিক! আমি কি সারাজীবন ভর ও স্রেফ এই এতোটুকুর শুকরিয়া আদায় করতে পারবো?

ইয়া মুক্বল্লিবাল ক্বুলুব, ছাব্বিত ক্বলবিই 'আলা দ্বিইনিক....

সবসময়, সর্ব হালাতে আপনি আমার দ্বীনকে হিফাজত করুন আল্লহ। আমার যে আপনাকে চাই, চাই ই চাই। আপনাকে দেখতে চাই আল্লহ। চাঁদের দিকে তাঁকাই আর ভাবি, এভাবেই কি তবে আপনাকে দেখবো? এতো স্পষ্ট? সুবহানাল্লাহ..

আমার যে বড্ড বেচাইনি অনুভূত হয় রব্বিই... কবে জান্নাতে যাবো, কবে আপনাকে দেখবো, কবে আপনি বলবেন, কবে আমার মতো বান্দীও আপনাকে শুনবে! আর রহমানকে শুনবে! সামান্য এক সৃষ্টি, যাকে কি না আপনি তৈরী করলেন নাপাক পানি থেকে সেই সৃষ্টির উপর নাকি আপনি এক্কেবারে খুশ হয়ে যাবেন! আল্লহু আকবার। আমি আপনার কাছে যাবো আল্লহ। আপনার মতো কেউ কখনো মুহাব্বাত করে নি আল্লহ। যত বেশি আপনার থেকে দূরে সরেছি, আপনি ততবেশি আগলিয়ে নিয়েছেন। অথচ দুনিয়াবাসীরা...

আপনি এতো বেশি মুহাব্বাত করেন আল্লহ, আমার যে চোখ ভিজে যায়। আমার যে বড্ড লজ্জা করে। কোন মুখে আপনার সামনে দাঁড়াই। আমার এতো গুনাহ, এতো নাফরমানি, এতো গাফিলতি। আমি ই বোধহয় আপনার সবচেয়ে খারাপ বান্দী, না আল্লহ? অথচ এই আমাকেই আপনি এত্তো মুহাব্বাত করেন। আল্লহ! আমার যে চোখ ভিজে যায়....আমার যে চোখ ভিজে যায়....

বসে ভাবি, আমিও কবে আপনার জন্য বেচাইন হবো? কবে হবো মালিক? আমার ও যে ইচ্ছে করে খুব, আপনার রঙে রাঙাতে নিজেকে৷ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।

ওহ হ্যাঁ, জানেন রব্বিই! আমার না ভাবতেই ভালো লাগে আপনি আমার আল্লহ! আহ! আমার আল্লহ! আমার আল্লহ! আপনি তো ইচ্ছে করলেই আমায় কাফের হিন্দু-মুশরিক ঘরে জন্ম দিতে পারতেন কিন্তু আপনি আমার উপরে দয়া করে মায়া করে মুসলিম ঘরেই জন্ম দিয়েছেন। ঈমান আমার আজন্ম সম্পদ। আমার ইচ্ছে করে আপনার কৃতজ্ঞতা আদায় করি লম্বা সিজদায় মাথায় নুইয়ে দিই। আর না তুলি। আমার ইচ্ছে করে আলহামদুলিল্লাহ হোক আমার নিঃশ্বাসের মতো। সারাক্ষণ বসে থাকবে জবান জুড়ে। কিন্তু আমি বাস্তবে আমার ইচ্ছের মতো নই। বাস্তব আমি তো এক লহমায় আপনাকে দোষারোপ করে ফেলি। সামান্য একটু মন খারাপ, হয়তো একটু দুঃখ বা হয়তো অনেক বেশি দুঃখ আমায় ভুলিয়ে দেয় আপনাকে আর বলিয়ে দেয় আমার সাথে কেন এমন করেন আপনি আল্লাহ? কেন শুধু আমার সাথেই এমন করেন? (নাউযুবিল্লাহ)

মুহাব্বাতে কুরআন

04 Feb, 04:24


আর এভাবেই আমি সবর হারিয়ে ফেলি। কখনো কখনো তো দুনিয়া খুব বেশি নির্লজ্জ হয়ে উন্মুক্ত হয় আমার সামনে আর আমি এতে মশগুল হয়ে যাই। কখনো কখনো ওই দুনিয়াদার মানুষের মতোই সামান্য এক টুকরো জিনিসের জন্য হিংসা করি, গলা উঁচিয়ে ঝগড়া করি, গীবাত করি, লালসার আগুনে অন্তরকে পুড়িয়ে নিজেকে সর্বোচ্চ নিচে নামিয়ে ফেলি। আমি ভুলে যাই যে দুটো বিষয় আমার সামনে উপস্থিত করা হয়েছিলো। আমি আখিরাতকেই বেছে নিয়েছি। দুনিয়াকে পদতলে পিষ্ট করে। শুধু কি এতোটুকু ভুলি?

আমি তো আপনার যমীনে থেকে আপনাকেই ভুলে যাই। গাফিল আর উদাসীন হয়ে সময় অতিবাহিত হতে থাকে আমার। হায়! সময় অতিবাহিত হওয়ার কি এক নিকৃষ্ট উদাহরণ!

জানেন আল্লহ, আমি আরো কী ভুলি? আমার বলতে লজ্জা হচ্ছে। খুব-ই লজ্জা হচ্ছে কিন্তু আমি আসলে আমার মাজলুম ভাই-বোনদেরকেই ভুলে যায়। হয়তো দু-এক দফা সাদাকাহ করে ফেলি এবং বিবেককে ধামাচাপা দিয়ে দেই। অত:পর স্বাচ্ছন্দ্যে ভোগ-বিলাসিতায় ডুব দেই। অথচ..

অথচ আমার মনে রাখা প্রয়োজন ছিলো শুধু ফিলি:স্তিন ই তো নয়। শুধু ফিলিস্তিন ই তো নয়। উইঘু:র, কা:শ্মীর, ভার:ত এমনকি এই কাঁদামাখা বর্ষার বাং:লাদেশেও যে একেকটা ফি:লিস্তিন তৈরী হয়েছে। তৈরী হচ্ছে। আমি কি করে ভুলে যাই, উইঘু:রে প্রতিটি দিন আমার বোনেরা ধর্ষিত হয়! প্রতিটি দিন! আমি কি করে ভুলে যাই এক উই:ঘুর যুবকের সাক্ষাৎকার। যাঁকে কিনা কনসেনট্রেশন ক্যাম্পে তাঁর ১ম দিনেই ১ম ১ ঘন্টার মধ্যেই ২০ জন পুরুষ মিলে গণধর্ষণ করেছে। আমি খেয়াল করি না আমার একজন ভাইয়ের ই যদি এই হালাত হয়ে থাকে তবে আমার বোনগুলোর?????

আমার বোনগুলো.. আহ! আমার বোনগুলো...

আসলে আল্লহ, এই সংবাদগুলো কখনো সংবাদে আসে না তো। এই কথাগুলো কেউ বলেও না কখনো। আমিও তাই শুধু কখনো কখনো ই এগুলোকে মনে করি। বেশি বেশি মনে করলে যে নিজের দুনিয়ার সুখে মজতে কষ্ট হতো! 

আসলে আল্লহ, উম্মাহ'র পুরুষগুলোও এখন ভালো বেতনে কুফফারদের প্রতিষ্ঠানগুলোতে গোলামি আর উষ্ণ বিছানায় স্বীয় স্ত্রীকে নিয়েই পরম সন্তুষ্ট থাকে। পৃথিবীর আরেক প্রান্তে তার বোনের বিছানায় কুফফারদের 'অবাধ যাতায়াত' তার কী গাইরতে লাগবে, সে যে নিজের মা-বোনের খোঁজ ই আর রাখে না!

আল্লহ! আল্লহ! আল্লহ!
আপনি এই উম্মাহ'র পুরুষগুলোকে সত্যিকারের পুরুষ বানিয়ে দিন না আল্লহ! উম্মাহ'র নারীদের স্বপ্ন দেখতে শিখিয়ে দিন না! একজন মাজলুমের কষ্ট শুনেও যেন এই নারীদের বুক ভিজে যায়। যেন সন্তানকে আল্লহ'র ﷻ রাস্তায় বিলিয়ে দেওয়ার স্বপ্ন তৈরি হয়ে যায় সে বুকে।

উম্মাহ'র মায়েরা স্বপ্ন দেখা শিখে গেলে তবেই না তাদের ছেলেরা জীবন দিতে শিখবে ! তাই না বলুন?

মুহাব্বাতে কুরআন

03 Feb, 12:29


তোমরা দেখো কী নিষ্ঠুর এক মানুষ আমি, কাঁদি না ভুলেও। আর আমি দেখি এই ম-স্ত দুনিয়ার কোথাও আমার কান্না মোছার মানুষ নেই।

#shayeri_mq

মুহাব্বাতে কুরআন

03 Feb, 09:06


চোখের হালাত তো এখন এই যে, ফোনকে ট্রিট করতে হচ্ছে গাইরে মাহরাম হিসেবে ! আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল !

.
আমাদের তিনজন খদিমাহ'র জন্য এ ব্যাপারে খাস করে দু'আর মুহতাজ আখওয়াতি।

মুহাব্বাতে কুরআন

03 Feb, 08:07


অনেকের মুখে প্রচুর ব্রণ, মেছতা, ফোঁড়া বা অন্যান্য দাগের কারণে প্রচুর সমস্যায় ভোগেন। ছেলেরা পার পেয়ে গেলেও অবিবাহিত মেয়েরা বেশি সমস্যায় ভোগেন, তারা কিছু আমল করতে পারেন ইনশাআল্লাহ।

১. নিচের আয়াতাংশ প্রতিদিন অন্তত ৪১ বার পড়ে হাতে ফুঁ দিয়ে পুরো মুখে মুুছতে পারেন

مُسَلَّمَةٌ لَّا شِيَةَ فِيْهَا

উচ্চারণ : ‘মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা

২. সম্ভব হলে যমযমের পানিতে, না হলে স্বাভাবিক পানিতে নিচের দুআটি পড়ে ফুঁ দিয়ে মুখ ধুবেন,

اَللّٰهُمَّ مُطْفِئَ الْكَبِيْرِ وَمُكَبِّرَ الصَّغِيْرِ اَطْفِهَا عَنِّيْ

৩. ডান হাতের শাহাদাত আঙুল দিয়ে মুখের দিকে ইশারা করে সূরা বাকারার ২৫৯ নং আয়াত নিয়মিত কিছুদিন পড়তে পারেন।

এগুলো শরয়ী রুকইয়ার আমল। প্রথম ও শেষেরটা সরাসরি কুরআনের আয়াত। সালাফদের থেকে এই আমল প্রমাণিত। মাঝেরটা হাদীসে বর্ণিত আমল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রয়োগ করেছেন তাঁর এক স্ত্রীর ওপর।

~ উস্তায তানজীল আরেফীন আদনান (হাফি.)

[যেহেতু রুকইয়াহ এক ধরনের দু'আ। তাই হায়িয হালাতেও করা যাবে এ আমল ইন শা আল্লহ]

মুহাব্বাতে কুরআন

03 Feb, 00:20


السلام عليكم و رحمة الله و بركاته

আখওয়াতি, পিসিতে আনুমানিক ১০ টি টেলিগ্রাম আইডি একসাথে লগইন রাখার সহজ ও কার্যকরী উপায় জানা আছে আপনাদের কারো? মিন ফাদ্বলিক জানাবেন।

মুহাব্বাতে কুরআন

02 Feb, 06:43


السلام عليكم و رحمة الله و بركاته

আখওয়াতি,আমাদের একদিনের জন্য কিছু ভলেন্টিয়ার বোন প্রয়োজন। একদিন বলতে আগামীকাল বাদ মাগরিব থেকে পরের দিন বাদ আছর পর্যন্ত ইন শা আল্লাহ।

ভলেন্টিয়ারের যোগ্যতা -

১. মাযহাব সম্পর্কে জানতে আগ্রহী।
২. আমাদের কোনো ফারযে 'আইন কাফেলার ত্বলিবাহ 'নন'।

বি:দ্র: কী কাজ, তা যারা সিলেক্ট হবেন তাদের বিস্তারিত জানানো হবে ইন শা আল্লাহ। তাই আগে থেকে এই প্রশ্ন না করার অনুরোধ। যারা আগ্রহী @muhabbati_ukhti আইডিতে নক দিন ইন শা আল্লাহ।

মুহাব্বাতে কুরআন

02 Feb, 04:57


মাদ্রাসায় ছোট্ট ছোট্ট ত্বলিবুল ইলমদের খাবারের জন্য যখন ডাকা হয়, অদ্ভুত একটি বাক্য বলা হয়। 'এসো, এসো, সবাই চটজলদি
দস্তরখানের আমলে শরীক হও'

দস্তরখানের আমল! সুবহানাল্লাহ কি সুন্দর শব্দগুচ্ছ!

ছোট্ট শব্দগুচ্ছটা-ই বলে দেয়, মু'মিনের জন্য খাবার খাওয়া কিন্তু স্রেফ উদর পুর্তি নয়। এটাও একটি ইবাদাত! এটাও একটি আমাল!

চলুন আখওয়াতি, আজ থেকেই আমরাও শরীক হই দস্তরখানের আমলে। এক্কেবারে সুন্নাহ মেনে শরীক হই৷ কি বলেন?

'দস্তরখানের আমল' এর সুন্নাহসমূহ:

১। জুতা খুলে নেওয়া

২। উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া।

৩। জমিনের(যেকোনো সমতল) ওপর দস্তরখান বিছিয়ে বসা এবং বসা বরাবর খাবারের প্লেট রাখা।

উল্লেখ্য যে, বর্তমান যুগে চেয়ার টেবিলে খাওয়ার ব্যাপক প্রচলন ঘটায় এতে شبه بالكفار বা বিধর্মীদের বৈশিষ্ট্যের অনুকরণের। এই দৃষ্টিকোণ থেকে চেয়ার টেবিলে খাওয়া নিষিদ্ধ না-হলেও যেহেতু চেয়ার টেবিলে খাওয়াতে অনেকগুলো সুন্নাত ও আদব বর্জিত হয়, তাই তা পরিত্যাজ্য।

৪। খাওয়ার সময় এক পা উঁচু রাখবে এবং অপর পা (হাঁটু) বিছিয়ে তার ওপর বসবে; অথবা উভয় পা (হাঁটু) জমিনের ওপর বিছিয়ে (আত্তাহিয়্যাতু পড়ার মতো) সামনের দিকে সামান্য ঝুঁকে বসবে।

৫। হেলান দিয়ে বসে না খাওয়া।

৬। একসাথে অনেকে খেতে বসলে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে যেই ব্যক্তি সবচেয়ে বড়, তাঁর দ্বারা খাওয়া শুরু করা।

৭। খাবারের শুরুতে উচ্চস্বরে বিসমিল্লাহ পড়া।

অথবা, যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া ভুলে যায়, তা হলে যখন মনে হবে তখন সাথে সাথে নিম্নোক্ত দুআ পড়ে নেবে-

بِسْمِ اللَّهِ أَوَّلَهُ وَآخِرَه

৮। ডান হাত দিয়ে খাওয়া।

৯। তিন আঙুলের (বৃদ্ধা, তর্জনী ও মধ্যমা) দ্বারা খাওয়া সুন্নাত। প্রয়োজনে তিনের অধিকও ব্যবহার করা যেতে পারে।

১০। খুব গরম খাবার না খাওয়া।

১১। গরম খাবার বা পানীয়তে ফুঁ দিয়ে ঠান্ডা না করে খাওয়া।

১২। নিজের সামনে থেকে খাওয়া শুরু করা। মাঝখান থেকে না।

১৩। যে পরিমাণ বা যেরকম খাবারই হোক, আল্লাহ তাআলার নেয়ামত মনে করে খাওয়া।

১৪। খাদ্যের সমালোচনা না করা।

১৫। খাদ্যের কোন অংশ পড়ে গেলে
উঠিয়ে প্রয়োজনে পরিস্কার করে খাওয়া।

১৬। কয়েকজন মিলে খাবার খেতে বসলে নিজের খাওয়া শেষ হলেও অপরের খাবার শেষ না হওয়া পর্যন্ত বসে থাকা।

১৭। খাওয়ার শেষে পাত্র সমূহ আঙ্গুল দ্বারা ভালোভাবে পরিষ্কার করে খাওয়া।

১৮। আঙুল চাটার সুন্নাত তারতিব হলো। প্রথমে মধ্যমা, তর্জনী, বৃদ্ধা, অনামিকা, তারপর কনিষ্ঠা।

১৯। খাবার খেয়ে উভয় হাত ধোয়া।

২০। কুলি করে মুখ পরিষ্কার করা।

২১। খাওয়া শেষ হলে নিম্নোক্ত দুআ পড়া-

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِينَ 

অর্থ : সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে (খানা) খাওয়ালেন এবং পান করালেন এবং যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন।

২২। প্রথমে দস্তরখান উঠানো এরপর নিজে ওঠা সুন্নাত।

২৩। দস্তরখান উঠানোর দুআ পড়া-

الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُّبَارَكًا فِيْهِ غَيْرَ مَكْفِي وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنَى عَنْهُ رَبَّنَا .

অর্থ : সকল প্রশংসা আল্লাহর জন্য। এমন প্রশংসা, যা (পরিমাণে অনেক) বেশি, অত্যন্ত পবিত্র ও বরকতময়। হে আমাদের রব, আমরা ওই খানাকে যথেষ্ট মনে করে বা সম্পূর্ণ বিদায় জানিয়ে বা অপ্রয়োজনীয় মনে করে উঠে যাচ্ছি না।

.
মোট ২৩ টি সুন্নাহ! ৩ দফা খেতে বসলে একদিনেই মোট ৬৯ টি সুন্নাহ মানা সম্ভব।

দিনে অন্তত ৬৯ বার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির প্রতি মুহাব্বাতের প্রকাশ! সুবহানাল্লাহ।

কে আছেন এমন বোকা যে এই সুযোগ থেকে মাহরুম হতে চান?

প্রয়োজনে খেতে বসার আগে খাতা কলম সামনে নিয়ে বসবো। দু'আ মুখস্থ না থাকলে দেখে দেখে পড়বো৷ মাত্র ৩/৪ দিন এভাবে মেহনত করে দেখুন৷ আপনাআপনি সবগুলো সুন্নাহ আয়ত্ত্বে চলে আসবে ইন শা আল্লহ। সর্বোপরি, সব অসম্ভব ই সম্ভব ইন শা আল্লহ, যদি ক্বলব সত্যি-ই আশিক হয় তাঁর ﷺ জন্য।

اللهم صل وسلم على نبينا محمد

#Amar_Ramadan

মুহাব্বাতে কুরআন

30 Jan, 04:34


আমরা যারা দ্বীনি কাজের নিয়তে, দাওয়াহ্ দেওয়ার কথা বলে ফ্রি মিক্সিং বা হারাম পরিবেশে যাই, গাইরে মাহরামের সাথে হাদিয়া বিনিময় করতে থাকি অফলাইন, অনলাইনে। তাদের জন্য খুবই আহাম একটা রিমাইন্ডার। আলহামদুলিল্লাহ।

আল্লাহ তাআলা হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ সাহেব হাফিজাহুল্লাহকে কবুল করুন। হযরতের প্রতিটি বয়ান যেন নূরের মতো! বারকাল্লহু ফিহি।

#CoEducation
#MuhabbateQuran

মুহাব্বাতে কুরআন

29 Jan, 10:06


ঈমান আছে, তারপর ও গুনাহ হয়ে যায়?
তাহলে সেই ঈমানের আর কী মূল্য !


https://t.me/me_sirah/5925

মুহাব্বাতে কুরআন

28 Jan, 12:25


চোখে জমা নোনা পানি টুকু যত্মে মুছে দেবে, স্রেফ এমন একটা মানুষের প্রতীক্ষায় চোখ জুড়ে বয়ে চলেছে নিরবিচ্ছিন্ন বর্ষা !

#shayeri_mq

মুহাব্বাতে কুরআন

28 Jan, 06:53


আমাদের কাফেলার শুরুতে আমরা ত্বলিবাহ বোনদের বলি যে উনারা এখন বাচ্চা !

উনারা যে আসলেই বাচ্চা, এটার 'হাতে-নাতে' প্রমাণ পাওয়া গেলো ফারযে আইন ৩ এর সাপ্তাহিক পরীক্ষার এলানে।

পরীক্ষার ভয়ে কুপোকাত বান্দীদের বললাম: ঠিক আছে। পরীক্ষা দিতে হবে না, যান।

না, তাদের সেটাতেও আপত্তি। তখন আবার আমাদের ই সাহস দেওয়া শুরু করলেন। "আপু! পরীক্ষা না দিলে যাচাই-বাছাই হবে কিভাবে, একটু তো ভয় লাগবেই। ইত্যাদি, ইত্যাদি।" হাসি আটকানো মুশকিল হয়ে যাচ্ছিলো। অতঃপর যেহেতু তারা 'বাচ্চা' তাই সেই মোতাবেক তাদের জন্য পরীক্ষা পরীক্ষা খেলার আয়োজন করা হলো আলহামদুলিল্লাহ। (সমস্ত তাওফিক কেবল আল্লহ ﷻ এর-ই দয়া।)

বাচ্চা মেয়েরা সে খেলা পেয়ে কি যে খুশি! আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ। আর বাচ্চাদের আনন্দে 'বাচ্চাদের মায়েরা' (আমাদের যিম্মাদারেরা) তো আরো বেশি খুশি! ছুম্মা আলহামদুলিল্লাহ।

আসুন উখতি, দেখে নিই সেই 'ছোট্ট ছোট্ট বাচ্চাদের' খুশির একঝলক:

https://t.me/c/1988931826/26632
https://t.me/c/1988931826/26649
https://t.me/c/1988931826/26658

মুহাব্বাতে কুরআন

28 Jan, 05:16


মদ খেয়ে যদি আমার কোনো ক্ষতি না হয় বরং উল্টো হাজারটা উপকার ও হয়, তবু মদ যেমন আমার জন্য হালাল হবে না।

ঠিক তেমন-ই সহশিক্ষায় গিয়ে যদি আমার ঈমান, আমলের কোনো ক্ষতি না হয় বরং উল্টো আমার দাওয়াতি খিদমাতের উসিলায় হাজারটা ভাই-বোন দ্বীনে ফেরে, তবু সহশিক্ষা আমার জন্য হালাল হবে না।

#CoEducation
#MuhabbateQuran

মুহাব্বাতে কুরআন

27 Jan, 14:16


যারা বাধ্য হয়েই এডমিশন দিচ্ছেন, অযোগ্য হয়েও তাদের প্রতি নাসীহাহ - মেহেরবানি করে কোনো প্রস্তুতি ছাড়াই পরীক্ষা দিতে যাবেন।

কেননা একবার পড়াশোনা ঠিকভাবে করলে, ওই পরিবেশে পরীক্ষা দিতে গিয়েও নিজেকে হারিয়ে ফেলবেন! মনে হবে ঠিকঠাক পরীক্ষা দেই-ই না হয়। চান্স পেলে পেলাম। উপরন্ত শয়তান ওয়াসওয়াসা দেবে - এই ক্যাম্পাসেও তো অনেকেই বোরকা পড়েছে! কি সুন্দর নামাজের জায়গা! কি নিরিবিলি! আহ, কি মিষ্টি শালিকের ডাক!

পরিবেশ মাত্র কয়েক মুহূর্তেই আপনাকে মূলনীতি ভুলিয়ে দেবে। অন্য সবার সাথে গলা মিলিয়ে আপনার ও বলতে ইচ্ছে করবে - এই ক্যাম্পাস টা আমার!

তারপর হয়তো একদিন ঐ সবার সাথেই ঐ 'আপনার ক্যাম্পাসেই' বেপর্দা হয়ে গলা মেলাবেন কোনো গিটারের সুরে।

আল্লহ হিফাজত করুন।

#CoEducation
#MuhabbateQuran

মুহাব্বাতে কুরআন

26 Jan, 23:34


উরওয়াহ ইবনে যুবাইর (রদ্বিয়াল্লাহু আনহু) একদা এক লোককে দেখলেন যে, সে খুব তাড়াতাড়ি নামায আদায় করছে। যখন লোকটি নামায শেষ করল উরওয়াহ (রদ্বিয়াল্লাহু আনহু) লোকটিকে বললেন,

"এত তাড়াতাড়ি নামায আদায় করছ কেন? তোমার কি কোনো কিছু চাওয়ার নেই? শোনো, আমি উরওয়াহ আমার সালাতে আমার রব্বের কাছে সব কিছু চাই, এমনকি লবণও!"

মুহাব্বাতে কুরআন

26 Jan, 11:42


মায়ে কইলো, "চইলা আসেক।
মাইয়া কি আমগো ফেলনা নাকি?"
চইলা আইলাম।

বাপে কইলো, "দেক ছাইড়া।
আমরা কি মইরা গেছি?"
চুপ থাইকা মাইনা লইলাম।

পুরা নয়শ আটাশ দিন চাইর ঘন্টা পাঁস মিনিটের
আমার তিলেতিলে গড়া পৃথিবীখান ভাইংগা গেলো
মোটে একখান শব্দে!
'তালাক্ব!'

আমি অবাক হইয়া চাইয়া রইলাম।
এমনে বেবাক পাল্টাই গেলো!
চক্ষের পলকে আমার মানুষটা,
শুধু-ই আমার মানুষটা!
হইলো গেলো পর-পুরুষ!
এমন কথাও তোমরা আমারে বিশ্বাস করবার কও?

ইদ্দতের দিন যাইতে না যাইতেই
সবাই কইলো,
"এবার তুই বিয়া বসেক রেহেনা!
মাইয়া মানুষ একা থাকবার পারে না!"

এদিকে আমিও যে বুঝবার পারলাম স্পষ্ট-ই,
আমি আর একলা না!
ওই পাড়ার দাদী দেইখা কইলো-
"রেহেনার সওয়াল হোবো।"
পুরা বাড়িত আকাশ ফাইটা পড়লো!

আহারে! কি সব যে দিন গ্যাছে!
মায়ে সইজনা গাছের ছাল খাওয়ায়,
কিরমির বড়ি খাওয়ায়,
আমি ভাবি -
"আমার-ই মাও, আমার-ই বাপ
এরম খুনী কেমনে হইলো?"

এদিকে আমার বুক টাটায়,
কইজার গোড়ে কি যে বেদনা!
চোখ ফাইটা কান্দন আসে!
কইতে মন চায় -
"আমি আবার ফিরবার চায়
আমার নয়শ আটাশ দিনের সংসারখানেই।"

কইবার পারি না।
জায়নামাজে চুপটি মাইরা বইসা থাকি।
আল্লা রে কইতে ডর লাগে!
এক গাইরে মাহরামের জন্য
উনার কাছে কানতেও ডর লাগে!

এদিকে প্রতি জুম্মাবারের ওই ফকিন্নি চাচীটা যে কইতো,
"ক্যা বউ, আইজ আমরে ভাত দিবু না?"
ওই ফকিন্নি চাচীর জন্য ও আমার বুক টাটায়!
.
তারপর দিনের পরে দিন গ্যালো
বাপে মরলো, মায়ে মরলো!
ভাবী ভাইরে শুনাইলো-
"জিনিসপাতির যে দাম বাড়ছে!"
ভাই আইসা নিশ্বাস ছাইড়া কইলো -
"এত্তোগুলান প্যাট!"

বুইঝলাম, এ বাড়ির পাট আমার চুইকলো।
বাপেরে কব্বর থেকান উঠাই কইতে মনে চাইলো,
খুব যে কইছিলা - "আমরা কি মইরা গেছি!"

এহন?

#shayeri_MQ

মুহাব্বাতে কুরআন

26 Jan, 00:18


'মেয়েদের আসলে নিজের কোনো ঘর হয় না!'

আসলেই কি তাই? মেয়েদের কি আসলেই কোনো ঘর নেই?

এর জবাব স্বয়ং আল্লহ ই আপনাকে দিচ্ছেন। সূরা ইউসুফের ২৩ নাম্বার আয়াতে, সূরা তালাকের ১ নাম্বার আয়াতে, সূরা আহযাবের ৩৩ এবং ৩৪ নাম্বার আয়াতে। প্রত্যেকটি স্থানে আল্লহ বলছেন, ঘর হলো নারীর৷ স্বামীর ঘর মূলত তাঁর-ই ঘর৷ বিশ্বাস না হলে কুরআন খুলে দেখুন!

অন্তরে প্রশ্ন আসবে - "তবে যে বাবা কটু কথা কয়, স্বামী খোঁটা দেয়...।"

এর উত্তর টা কিন্তু আপনি জানেন বোন। যে স্বামী, যে বাবা আল্লাহর হক্ব আদায় করেন না। তারা কীভাবে আপনার হক্ব আদায় করবে, বলুন তো?

আর যদিও তারা আপনার হক্ব আদায়ে ব্যর্থ, আপনি কেন আক্ষেপ করবেন? আপনি না হযরতে আছিয়ার উত্তরসূরী! আপনি কেন গভীর রাতের একান্ত মুলাকাতে আপনার রব্ব কে বলেন না -

رَبِّ ابۡنِ لِیۡ عِنۡدَکَ بَیۡتًا فِی الۡجَنَّۃِ

"মালিক! আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করুন।" (সূরা তাহরীম, আয়াত ১১)

কেন বলেন না উখতি আপনার রব্ব ﷻ কে?

মুহাব্বাতে কুরআন

25 Jan, 10:50


ঠাঁই ভেবে রেখেছিলুম,

আমার জীবনে হলে বড়জোড় তুমি ওই মুহাক্কাক ই হবে।

অথচ দেখলুম আবির্ভূত হলে মুক্বাদারের ইয়া মাদ্দিয়্যাহ হয়ে।

আমি হতভাগা হানাকুল আজমির মত শক্ত হয়ে শুধু ওই ক্বসরটাই করতে পারলুম না, এই যা।

অন্ধের মতো হাঁতড়ে বেড়ালুম শাফাতান থেকে লিসান হয়ে হালাক্বে।

এদিকে তুমি কোন ফাঁকে টর্নেডো নিয়ে হাজির - কোনো রকমে জাওফ হয়ে সোজ্জা গিয়ে ক্বলবে!

বলি, কি করে পারো?কোনো সিহর নাকি? সিহরুন হুব্ব?

কিন্তু....

লুগাতুদ দ্বদ্বের ওই দ্বদ্বটাকেও যদি বা আয়ত্ত্বে আনা যায়,

আক্বসাল হাফফাহ টাকে আবদ্ধ করে ছোট্ট চাপ,

লিসান আর হানাক্বের মাঝে বাতাসের একটু ধাক্কা, এই একটু!

আর আদনাল হাফফাহ টাকে আলগোস্তে স্পর্শ করাবো মুক্বাদদামুল হানাক্বে।

তারপর?

তারপর দ্বদ বাবাজী চলে যাবে আমার দখলে! সম্পূর্ণ আমার!

যাকে ইচ্ছে হলেই ধরা যায়, ছোঁয়া যায়, শোনা যায়!

অথচ তুমি!!!

এরচেয়ে ওয়াসাতুল হালক্ব হলেও পারতে, এই শুধু আমার জন্য-ই না হয়!

নাকি তুমি 'আইনের চেয়েও বেশি দুর্লভ? বেশি কঠিন?

আচ্ছা বলছিলাম কি - তোমার মাখরাজ টা আমায় একটু বলবে?

আওতারুস সওতিয়্যাহ'র ঠিক কোনখান থেকে 'ভালোবাসি' উচ্চারণে তোমার নাগাল পাবো?

#shayeri_mq

মুহাব্বাতে কুরআন

25 Jan, 10:10


মেয়েটার নতুন বিয়ে হয়েছে। দিব্যি চলছিলো সব। প্রথমদিকে ভেবেছিলো নতুন পরিবেশ, নতুন মানুষজন। না জানি কেমন হয়! কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলো, আল্লহ তার কল্পনার চেয়েও বেশি নিয়ামাত দিয়েছেন তাকে! খুশিতে উচ্ছ্বসিত মেয়েটি ফেসবুকে খুব গুছিয়ে ঘটনাটা শেয়ার করলো। ঠিক তার পরদিন ই শুরু হলো সংসারে তুমুল অশান্তি। মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। আরো ভালো দেখে ছেলের বউ নিয়ে আসবে, এমন মন্তব্য করলেন শ্বাশুড়ি।

স্মৃতিতে দিন তারিখের কিছু এদিকে সেদিক ছাড়া উপরের ঘটনাটি হুবুহু সত্য! এমন অনেক ঘটনা-ই হরহামেশা চোখে পড়ে।দেখতে পাই, বদনজরের প্রভাবে নষ্ট হয়ে যাচ্ছে একটা সম্পর্ক, একটা আস্ত সংসার, সাথে কিছু আস্ত মানুষ!

কষ্ট হয় খুব, আবার রাগ ও! কি দরকার নিজের ঘরের খবর পাবলিক প্লেসে শেয়ারের?

বিশেষ কেউ হয়তো হাদিয়া দিয়েছে। হাদিয়া পেয়ে যত না খুশি, তারচেয়ে বেশি খুশি হাদিয়ার ছবি ফেসবুকে শেয়ারের। বৃষ্টিতে খিচুড়ি খেয়ে যত না খুশি, তারচেয়ে বেশি খুশি খিচুড়ির ছবি শেয়ারে!

কেন যেন মনে হয়, বিয়ে করতে আমরা যত টা না আগ্রহী, তারচেয়ে বেশি আগ্রহী হই গট ম্যারিড স্টাটাস দিতে। অনেক লাইক, অনেক কমেন্ট, অনেক ডোপামিন - আমাদের সব ভুলিয়ে দেয়! ফলাফল কয়েক দিন পরেই ইনবক্সে নক। আপু, আমার এই সমস্যা, সেই সমস্যা। সমস্যা আসলে বান্দীর নিজের। বেগাইরত আর অসচেতন হয়ে নিজের ব্যক্তিগত জীবনকে কেউ সবার সামনে উন্মুক্ত করে দেবে, আর ফল ভোগ করবে না, এ ও কি সম্ভব?

একটা ছোট্ট অনুরোধ - বিয়ে করলে, ছোট্ট কলিজার টুকরো নতুন হাঁটতে শিখলে মেহেরবানি করে সে সংবাদ নিজের ঘরেই রাখুন। ফেসবুকে ম্যারিড স্টাটাস আপডেট বা লেখালেখি বা ছবির মাধ্যমে বড় করে প্রচার না করলেও চলবে। সত্যি! বিশ্বাস করুন, সত্যি চলবে!

মুহাব্বাতে কুরআন

22 Jan, 03:48


ভাবুন তো বিষয়টা কতো চমৎকার!

গাজার এক পিচ্চি ছোট থেকে শুনবে বাংলাদেশ নামে একটা দেশ আছে, সেই ছোট্ট দেশে তার কিছু ভাই বোন থাকেন যারা তাকে বড় করে তুলছে।

জাস্ট ভাবুন, এই শিশু একদিন হয়তো যোদ্ধা হয়ে উঠবে, কিংবা হয়ে উঠবে কোনও যোদ্ধার ভাই কিংবা বোন, বাবা কিংবা মা।

এতীম শিশুর দায়িত্ব নেওয়া আমাদের জন্য স্বপ্নের প্রজেক্ট।

শিশুরা উম্মাহর ভবিষ্যত, আমরা উম্মাহর ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চাই।

হয়তো স্বাধীন উপত্যকার বাতাসে একদিন শ্বাস নিতে নিতে, আমাদের দায়িত্বে থাকা শিশুগুলো বড় হয়ে বলবে - শুকরান বানগালাদেশ, শুকরান ইয়া ইখওয়াতুল হিলাল।

নিজে যুদ্ধে লড়াই করতে না পারলেও আমাদের হিস্যা হিসাবে তারা উপস্থিত থাকবে রণাঙ্গনে।

এজন্যই এতীম প্রজেক্ট আমাদের কাছে স্বপ্নের প্রজেক্ট।

মুহাব্বাতে কুরআন

22 Jan, 03:15


আমার ক্বলব ছিল তৃষ্ণার্ত,
সে পরিবেশন করল 'শরাব'।
আশ্চর্য! আমার তৃষ্ণা না কমে, বেড়ে গেল!

#shayeri_mq

মুহাব্বাতে কুরআন

19 Jan, 13:29


ধরুন, কেউ তীব্র অসুস্থ বা কোনো কারণে ফজরের সালাত আদায় করা সম্ভব না। তো একারণে কি আমরা ফজর আদায় ফরয এই ঘোষণা দেওয়া বাদ দেবো?

কিন্তু সহশিক্ষার ক্ষেত্রে কেউ কেউ এটাই চান। কেন বোন? আমরা ব্যক্তিকে তো বলছি না। আমরা বলছি প্রথমত এটা হারাম। এবার আপনি মানতে অপারগ কি না এটা তো ২য় ধাপ, না? এখন আপনি যদি না ই জানেন, মানতে অপারগ কি না কীভাবে জানবেন?

আবার অনেক বোন এমন আছেন যারা বিবাহিত, স্বামী সাপোর্টিভ। উনাদের জন্য সহশিক্ষা ছাড়া কি খুব কঠিন?এখন আমরা যদি জানানো ই বন্ধ করে দেই, তাহলে উনারা জানবেন কিভাবে? উনাদের কি বিশেষভাবে বলে আসতে হবে? অন্য সমস্ত মাসআলার ক্ষেত্রে কিন্তু দেখা যায়, যারা মাজুর, তাদের জন্য ই বিশেষ বন্দোবস্ত থাকে। আর আম মাসয়ালা আমভাবেই বলা হয়। তাহলে এখানেই কেন অন্যরকম চাচ্ছেন আপনারা?

আর বাকি যে লজিক গুলো আপনারা দিয়ে থাকেন, সে-সম্পর্কে দফায় দফায় বলা হয়েছে আলহামদুলিল্লাহ। যারা জানেন না এখনো, আমাদের 'নাগমাতুল আখওয়াত' এ যুক্ত হয়ে মুযাকারাগুলো শুনতে পারেন ইন শা আল্লহ।

.
আরেকটা কথা বলি বোন? মিন ফাদ্বলিক কিছু মনে করিয়েন না? যারা বাস্তবেই মাজুর, বাস্তবেই মাজুর। তাদের জন্য ও প্রয়োজন এ সংক্রান্ত বেশি বেশি প্রচারণা। যেন তারা গুনাহের পরিবেশে ইস্তিগফার করতে না ভোলেন। যেন তারা গুনাহের কথা ভেবে কাঁদতে না ভোলেন। যেন তারা চেষ্টা না ছাড়েন। যেন দু'আ করতে না ভোলেন। অথচ আপনারা চান...কেন বোন? কেবল কি নিজের নফসের খায়েশাত মেটাতেই?

মুহাব্বাতে কুরআন

19 Jan, 11:10


শেষ-মেষ সেখানে সূর্য উঠলো আলহামদুলিল্লাহ!

আল্লহু আকবার! আল্লহু আকবার! ওয়া লিল্লাহিল হামদ!

মুহাব্বাতে কুরআন

19 Jan, 09:32


আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

আমি একজন নার্সিং স্টুডেন্ট সেহেতু আমাদের হসপিটালে ডিউটি থাকে। পর্দা করেও আমাদের নন মাহারাম অনেকের সাথে কথা বলতে হয় আবার রোগীর কাজও করা লাগে।

সেক্ষেত্রে আমার পর্দার লঙ্ঘন তো হচ্ছে আমার মনে হয়। কিন্তু আমার করণীয় কি?আমি কি এই পেশাতে কাজ করতে পারবো?প্রশ্নটার উত্তর জানা প্রয়োজন দয়া করে কেউ খারাপ ভাবে নিবেন না।

জবাব⬇️⬇️⬇️

(ভাই মেরাজ হোসাইন হাফি: থেকে সংগৃহীত)

মুহাব্বাতে কুরআন

18 Jan, 15:04


একটি শক্ত কাঁধ আর একটি নরম অন্তর একসাথে হলে, অনেক কিছুই ভুলে বেশ নির্বিঘ্নে কাটিয়ে দেওয়া যায় একটা জীবন। আলহামদুলিল্লাহ।

মুহাব্বাতে কুরআন

17 Jan, 02:30


আখওয়াতি জানেন, সাহাবী রদ্বিআল্লহু আনহুম-রা কী করতেন? একসাথে পথ চলতে চলতে যখন তাঁদের দু’জনের মাঝে গাছ বা কিছুর আড়াল হওয়ার পর আবার সাক্ষাৎ হতো, তখন উনারা পুনরায় সালাম বিনিময় করতেন!

সুবহানআল্লহ! আর করবেন ই না বা কেন? যে মানুষটির ﷺ একটি মুখের কথায় তাঁরা নিজের জানটাকে অব্দি কুরবান করে দিতেন তিনি ﷺ যে বলেছেন:

“যখন কেউ তার মুসলিম ভাইয়ের সাথে দেখা করবে, তখন সে যেন তাকে সালাম দেয়। অতঃপর যদি তাদের দু’জনের মাঝে গাছ বা দেওয়াল অথবা পাথর আড়াল হয়, তারপর আবার সাক্ষাৎ হয়, তাহলে সে যেন আবার সালাম দেয়।’’ (আবূ দাঊদ)

হাবীবুল্লাহ ﷺ এর আরেকটি পবিত্র জবান নিসৃত বানী শুনবেন?

জিজ্ঞেস করা হলো, হে আল্লহর রাসূল ﷺ ! দু’জনের সাক্ষাৎকালে তাদের মধ্যে কে প্রথমে সালাম দেবে?’ তিনি বললেন, “যে মহান আল্লহর সর্বাধিক নিকটবর্তী হবে।’’

শুনলেন বোন? শুনলেন? কে আগে সালাম দেবে? যে মহান আল্লহ'র ﷻ সর্বাধিক নিকটবর্তী!

আপনি কি চান না এ তালিকায় নাম লেখাতে? ইয়া হাবিবাতি! ইয়া হাবিবাতি! আপনি কি আল্লহ'র ﷻ সর্বাধিক নিকটবর্তী হতে চান না?

আর কেউ যখন সালাম দেবেন আমায়, সালামের উত্তর ইন শা আল্লহ পুরো ই দেবো। আপনার আল্লহ ﷻ কী বলেছেন এ ব্যাপারে, জানেন?

وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٖ فَحَيُّواْ بِأَحۡسَنَ مِنۡهَآ أَوۡ رُدُّوهَآۗ

“যখন তোমাদেরকে অভিবাদন করা হয় (সালাম দেওয়া হয়), তখন তোমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন কর অথবা ওরই অনুরূপ কর।” (সূরা নিসা: ৮৬)

অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ এর উত্তরে শুধু ওয়া আলাইকুমুস সালাম বলবো না। কেমন?

ওহ হ্যাঁ, আরেকটি কথা!

আচ্ছা, আপনি কি জান্নাতে যেতে চান না?

আমরা কি আপনাদের জান্নাতে যাওয়ার একটি উপায় বলে দেবো? দেবো বলে? 

আবূ হুরাইরা রদ্বিআল্লহু ’আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না।”

আচ্ছা এবার প্রশ্ন আসছে না অন্তরে যে কীভাবে ঈমানদার হবো?

হাদীসে নববীতেই শুনুন আবার:

“আর যতক্ষণ না তোমাদের পারস্পরিক ভালোবাসা গড়ে উঠবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না।

আমি কি তোমাদেরকে এমন একটি কাজ বলে দেব না, যা করলে তোমরা একে অপরকে ভালবাসতে লাগবে?

(তা হচ্ছে) নিজেদের মধ্যে সালাম প্রচার করা।’’ (মুসলিম)

শুনলেন বোন?

জান্নাতে যেতে চান?
জান্নাতে যেতে যে ঈমানদার হতে হবে!
ঈমানদার হতে চান?
ঈমানদার হতে যে মুহাব্বাত করতে হবে!
মুহাব্বাত করতে চান?
মুহাব্বাত করতে যে সালামের সাগরে ভেসে যেতে হবে!

.
এবার সবাই একটি হাদিয়া নিন ধরুন:
https://t.me/MuhabbateQuran/945
.
ওয়াস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ

মুহাব্বাতে কুরআন

15 Jan, 10:08


তথাকথিত নিজের পায়ে দাঁড়াতে উদ্ধুদ্ধ করে মেয়েদের ____ তে পরিণত করা ই হলো ক্লোজআপ কাছে আসার গল্পের মূল থিম। এই রূঢ় বাস্তবতা মেয়েরা কেন বোঝে না?

অবশ্য প্রাসঙ্গিক একটা ঘটনা মনে পড়লো। রুয়েটের এক ছাত্রী, রুয়েটের ই এক ছাত্রকে বিয়ে করে। পরবর্তীতে বাবা-মা যখন অন্যত্র বিয়ে দিতে চায়, মেয়ে রাজি। সে ছেলের কাছে ডিভোর্স চায়। ঘটনা আমাদের বেশ নিকটের। স্পষ্ট মনে পড়ে, মেয়েটা ছেলেটাকে বলেছিলো: 'তুই ও মজা নিছোস, আমি ও মজা নিছি। মিটমাট। এবার ডিভোর্স দিয়ে দে।'

চমৎকার আদান-প্রদান, তাই না? শুধু এই মজা দেওয়া-নেওয়ার মাঝখানে এসে পড়ে কিছু মাসুম মুখ। এই বান্দা-বান্দীরা কি কখনো বুঝবে এমন একটা মুখ দেখার আকাঙ্খায় কত পিতা-মাতার রাত দীর্ঘ হতে থাকে! তারা কি কখনো বুঝবে এমন মুখদের হারালে কী ভীষণ যন্ত্রণা বয়ে যায় শিরা-উপশিরায়!

মুহাব্বাতে কুরআন

13 Jan, 03:01


السلام عليكم و رحمة الله و بركاته

আখওয়াত কারিমাহ! আপনাদের সাথে কিছু মাশওয়ারার প্রয়োজন ছিলো, যারা সহশিক্ষা/জেনারেল শিক্ষা একান্তভাবে ছাড়তে চান বা ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এমন বোনদের মধ্যে নিচের ক্যাটাগরির বোনেরা মিন ফাদ্বলিক @muhabbati_ukhti তে যোগাযোগ করুন:

১) ডেন্টাল ব্যকগ্রাউন্ডের
২) ইঞ্জিনিয়ারিং ব্যকগ্রাউন্ডের
৩) ভার্সিটি ব্যকগ্রাউন্ডের
৪) ন্যাশনাল কলেজ ব্যকগ্রাউন্ডের
৫) মহিলা কলেজ ব্যকগ্রাউন্ডের

মুহাব্বাতে কুরআন

11 Jan, 05:16


https://www.change.org/p/free-dr-aafia-siddiqui-a-call-for-justice-and-clemency

উপরিউক্ত পিটিশনটি ড. আফিয়া সিদ্দিকী ফাক্কাল্লহা আসরহ'র মুক্তির দাবিতে করা হয়েছে। রবিবারের মধ্যে ১০ লক্ষ স্বাক্ষরের টার্গেট পূরণে আরও ১ লাখ ৭৫ হাজার স্বাক্ষর প্রয়োজন। সবাই যথাসম্ভব অংশগ্রহণের চেষ্টা করি মিন ফাদ্বলিক। মিন ফাদ্বলিক। পাশাপাশি সকলকে জানিয়েও দেই। ইন শা আল্লহ।

আমাদের বোন আফিয়া সিদ্দিকী সহ অন্যান্য মাজলুম বোনদের সম্পর্কে সামান্য ধারণা পেতেও পড়তে পারেন নিচের লেখাটি ইন শা আল্লহ:

https://t.me/MuhabbateQuran/1411

মুহাব্বাতে কুরআন

11 Jan, 01:31


এই একেবারেই 'সিম্পল' ডিজাইনের সাথে মোট কত্তগুলো মজার বিষয় জড়িত জানেন? প্রথম মজার বিষয় হচ্ছে এই ব্যকগ্রাউন্ডটি ডিজাইনার ছাহেবার নিজের হাতে তোলা ছবি। আর মজার বিষয় হচ্ছে যিনি ডিজাইনটি করেছেন, উনি ই মুহাব্বাতে কুরআন এর প্রথম ডিজাইনার। আরো বেশি মজার বিষয় হচ্ছে উনি মুহাব্বাতে কুরআন এর পেছনে থাকা মানুষগুলোর চেয়েও এই প্ল্যাটফর্মটাকে বেশি মুহাব্বাত করেন।

তবে এই ডিজাইনটিতে সবচেয়ে সুন্দর বিষয় হলো, এতে সংযুক্ত আয়াতটি। এই আয়াতটি বড় প্রিয় আমাদের। এক দরদী মালী হাফিযাহুল্লাহ'র কন্ঠে আয়াতখানা শোনার পর থেকে এই আয়াতটা মানেই যেন এক আকাশ সান্ত্বনার পরশ।

চাইলে শুনে আসুন আপনিও ইন শা আল্লহ:
https://t.me/MuhabbateQuran/1063

#wallpaper_mq

মুহাব্বাতে কুরআন

10 Jan, 08:49


আজ, ইয়াওমুল জুমু'আ তথা শুক্রবার মাগরিবের আগ অব্দি থাকছে ফারযে আইন কাফেলা ৩ এ রেজিস্ট্রেইশনের শেষ সুযোগ।

তাই আল্লহ'র ﷻ তাওফিক মোতাবেক তাড়াতাড়ি রেজিস্ট্রেইশন করতে: https://t.me/meeraasun_nubuwwah_academy/19

মুহাব্বাতে কুরআন

10 Jan, 06:40


সুবহানআল্লহ ! কী সুন্দর, কী সুন্দর, কী সুন্দর ! এভাবেই পৃথিবীর সমস্ত কুফ/ফারকে ধূলিসাৎ করুন আমাদের মহা পরাক্রমশালী রব্ব। আমিন। আমিন।
.
একটা জরুরী বিষয় খেয়াল করুন, এই যে কুফ-ফারদের উপর গযব আপতিত হলো, মুসলিম যারা সেখানে ছিলো। তারাও কিন্তু সেই গযবে পতিত হলেন। এই একটিমাত্র ব্যাপারেই বোঝা যায় দারু/ল হার/ব কেন পরিতাজ্য!

.
এখানে কিন্তু একটি মাসাইল শেখার ও সুযোগ আছে। যদি মুজা--হিদরাও এভাবে আক্রমণ করে কু:ফফারদের, আর সেই কু:ফফারদের জমায়েতে মুসলিমরাও অবস্থান করে যাদের এড়িয়ে কু:ফফারদের আক্রমণ সম্ভব নয় তবে এমন মুসলিমদের হ:ত্যা করা বৈধ! আর ঠিক একারণেই টু'ইন টা'ওয়ার হামলায় নিহত মুসলিমদের কেন বিনা অপরাধে হত্যা করা হলো, এই প্রশ্ন তোলার সুযোগ নেই!

মুহাব্বাতে কুরআন

09 Jan, 09:41


মনে আছে তো আখওয়াতি? আগামীকাল জুমু'আ বার কবলাল মাগরিব(মাগরিবের আগ অব্দি) ই কিন্তু ফারযে আইন কাফেলা ৩ এর রেজিস্ট্রেইশনের লাস্ট ডেইট, ইন শা আল্লহ।

তাই আল্লহ'র ﷻ তাওফিক মোতাবেক তাড়াতাড়ি রেজিস্ট্রেইশন করতে: https://t.me/meeraasun_nubuwwah_academy/19

মুহাব্বাতে কুরআন

08 Jan, 05:30


এই যে হাদিয়াটা দেখছেন, অন্তত মাস ছয়েক আগে আপনাদের 'সাফওয়াহ আপু' এটা পাঠিয়েছিলেন আমাদের। হাদিয়ার গায়ে লাগানো ওই ছোট্ট চিরকুটটা দেখুন এবার। মাত্র ওই ক'টা শব্দেই এক সমুদ্রসম অভিমান বেশ স্পষ্ট বোঝা যায়, তাই না? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।

আপনাদের 'সাফওয়াহ আপু'-র সাথে যখন থেকে আমাদের পরিচয়, যখন থেকে তিনি আমাদের বেইনতিহা মুহাব্বাত করেন, তখন মুহাব্বাতে কুরআন এর জন্ম ই হয় নি। আপনাদের সাথে পরিচয় কিংবা মুহাব্বাত তো বহুত দূর কি বাত !

উনি ই ছিলেন প্রথম মানুষ, যার সাথে অফলাইনে মোলাকাত হয়েছে আমাদের। আলহামদুলিল্লাহ। সেই মূহুর্ত টা এখনো মনে পড়ে। স্থান,কাল,পাত্র ভুলে ছুট্টে এসে আঁকড়ে নিলেন আমাদের ! এমনটা উনি সবসময় করেন ! যেকোনো মুসীবাতে উনি আমাদের কাছে ভরসার আরেক নাম !

যে কথাটা বলতে এই কথাগুলোর অবতারণা, তা হলো: আমাদের জীবনের এই অন্যতম বিশেষ মানুষটার নিজ হাতে পরম মমতায় তৈরী 'সাফওয়াহ'-র বয়স এখন পাক্কা এক বছর। এ উপলক্ষ্যে এসেছে মিষ্টি এক অফার ও, আলহামদুলিল্লাহ।

তো আখওয়াত কারিমাহ!
যান, লুফে নিন তাড়াতাড়ি ইন শা আল্লহ:

https://t.me/assafwah06/628

মুহাব্বাতে কুরআন

07 Jan, 14:10


এটা আসলে ইতিবাচক রিভিউ নাকি নেতিবাচক? সে যাই হোক, এই শুক্রবার কবলাল মাগরিব ই রেজিস্ট্রেইশন লাস্ট ডেইট, এটাই কিন্তু আসল কথা !

রেজিস্ট্রেইশন করতে: https://t.me/meeraasun_nubuwwah_academy/19

মুহাব্বাতে কুরআন

07 Jan, 09:59


আলহামদুলিল্লাহ ! গত পরশু আয়োজিত ইবতিদায়ী ও সমাপনী হালাকায় মোট ৫ জন কুইজ বিজয়িনীর মধ্যে ৪ জনকে হাদিয়া পৌঁছে দেওয়া সম্পন্ন হয়েছে। ছুম্মা আলহামদুলিল্লাহ। যে বোন বাকি রয়েছেন, তিনি ভার-তীয়। এখান থেকে সেখানে হাদিয়া পাঠানোর প্রসেস টা ম্যানেজ করার চেষ্টা করছি আমরা। উনি আমাদের ফারযে আইন এ ত্বলিবা-ও আলহামদুলিল্লাহ। আশা রাখি উনার ক্ষেত্রে মু'আমালাত সহজ হবে ইন শা আল্লহ।

সর্বোপরি, স্বচ্ছতা নিশ্চিতে কমেন্ট বক্সে কিছু স্ক্রিনশট যুক্ত করছি ইন শা আল্লহ।

যাঁরা হালাকায় যুক্ত ছিলেন, আপনাদের প্রত্যেককেই সামান্য হাদিয়া পৌঁছে দিতে পারলেও সুকুন পেতাম৷ কিন্তু আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লহ'র ﷻ ফায়সালা অন্যরকম। তবে আশা রাখি, একদিন মালিক পূরণ করবেন সমস্ত আশা, সর্বোত্তমভাবে।

মুহাব্বাতে কুরআন

07 Jan, 03:46


ফারযে আইন ১,২ এ ফাইনাল এক্সাম চলমান আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এদিকে ইনি কাঁদতে বসেছেন কেন উনাকে উনার কিছু হালাতের কারণে ছুটি দেওয়া হলো আর কেনো উনি এখন এক্সাম দিতে পারছেন না! তিনি পরে এক্সাম দিতে পারবেন কি না!

এই 'বাচ্চাদের' কান্না সামলাবো নাকি অন্যদিক দেখবো, এবার আপনারা-ই বলুন!

[এমন 'বাচ্চামি' আর সরলতাগুলো ই আমাদের বাধ্য করে তাদের আরো বেশি করে মুহাব্বাত করতে। মা শা আল্লহ। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ]

আর হ্যাঁ, এই 'বাচ্চাগুলোর' জুনিয়র হওয়ার, ফারযে আইন কাফেলা ৩ এ এনরোল করার সুর্বণ সুযোগ হাতছাড়া করবেন না কিন্তু!

তাড়াতাড়ি: https://t.me/meeraasun_nubuwwah_academy/19

মুহাব্বাতে কুরআন

06 Jan, 11:18


السلام عليكم و رحمة الله و بركاته

তারপর আখওয়াত কারিমাহ, কালকের হালাকাটি কেমন ছিলো? কালকের হালাকার উসিলাতে কয়জন ভেবেছেন ফারযে আইন কাফেলা ৩ এ যুক্ত হবার ব্যাপারে? জান্নাতের পথ পানে এ যাত্রায় আমাদের সাথী হবার ব্যাপারে?

مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا، سَهّلَ الله لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنّةِ.

যে ব্যক্তি ইলম তলবের জন্য কোনো পথ অবলম্বন করবে আল্লহ ﷻ (এর বদৌলতে) তাঁর জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন। (সহীহ মুসলিম)

মুহাব্বাতে কুরআন

05 Jan, 16:30


আজকে কী বার?

মুহাব্বাতে কুরআন

05 Jan, 13:17


السلام عليكم و رحمة الله و بركاته

এই যে মায়াবতী-রা!

আল্লহ চাইলে, 'ঠিক তিন লাইনে' চটজলদি লিখুন তো আপনার 'মুহাব্বাত' কে?

মুহাব্বাতে কুরআন

05 Jan, 11:04


আজকে হালাকায় এক বিশেষ আমাতুল্লাহ নাশিদ গাইবেন। না, না। নির্দিষ্টভাবে বললে: নাত গাইবেন, নাত এ রাসূল ﷺ

নাত এ রাসূল ﷺ টি বিখ্যাত: মুস্তফা ﷺ, মুস্তফা ﷺ!!

লোভ দেখাই? আল্লহ তাওফিক দিলে তিনি গাইবেন মাদীনাহ থেকে! আল্লহু আকবার। আরেকটু লোভ দেখাই? মানুষটির জন্ম, বেড়ে উঠা সমস্তটা-ই মাদীনায়! আল্লহু আকবার!

আর কোনো লোভ দেখাবো না। মাদীনাহ'র মাটিতে দাঁড়িয়ে মাদীনার-ই এক ইয়াতীম উম্মাতির কন্ঠের নাত এ রাসূল ﷺ শোনাতে আর কী লোভ দেখানোর প্রয়োজন? আকাশের চাঁদ ও কি বড্ড তুচ্ছ নয় এ লোভের কাছে?

.
হালাকায় যুক্ত হতে:
https://t.me/meeraasun_nubuwwah_academy/31

মুহাব্বাতে কুরআন

05 Jan, 07:05


মহান আরশের রব্ব হুকুম করলে আজ বাদ মাগরিব, ঠিক সন্ধ্যা ____???

মুহাব্বাতে কুরআন

03 Jan, 09:07


بسم الله الرحمن الرحيم

ফারযে আইন ১,২ কে 'আল-বিদা' ও ফারযে আইন ৩ কে 'আহলান ওয়া সাহলান' জানাতে এই প্রথম মুহাব্বাতে কুরআন এর ইলমী প্ল্যাটফর্ম মিরাসুন নুবুওয়্যাহ একাডেমি থেকে আয়োজন হতে যাচ্ছে ইবতিদায়ী ও সমাপনী হালাকার! হাসি আর কান্না একসাথে মেলাবো ইন শা আল্লহ মাত্র এই একটি হালাকায়।

হালাকায় থাকবে তিলাওয়াত, উস্তাযাদের গুরুত্বপূর্ণ নাসীহাহ, নাশিদ, অনেক গল্প, কুইজ ইত্যাদি ইত্যাদি ইন শা আল্লহ। আবার, মজার মজার কুইজে থাকবে মজার মজার পুরষ্কার ও ইন শা আল্লহ।

আর হ্যাঁ, আল্লহ ﷻ চাইলে সাথে থাকবেন আমাদের খুব-ই স্পেশ্যল মেহমান: আপনি ! কথা দিন বোন, শামিল হবেন আপনিও?  

.
এই হালাকাটি কেবলমাত্র বোনদের জন্য। কাফেলার বাইরের বোনেরাও যুক্ত হতে পারবেন নিশ্চয়ই ইন শা আল্লহ। যুক্ত হতে কোনো প্রকার হাদিয়া বা ফি এর প্রয়োজন নেই।

.
তাহলে আর দেরি কীসের আখওয়াতি? হালাকায় যুক্ত হতে @responder_mq তে ভয়েসে বলতে বলুন: 'জান্নাতের পথে যাওয়ার গল্পটা শুনতে চাই ইন শা আল্লহ !' এরপর ইন শা আল্লহ আমরা ই আপনাকে নিয়ে যাবো সেই খুসুসী ভেন্যুতে।

*যারা ইতিমধ্যেই নাগমাতুল আখওয়াত চ্যানেলে যুক্ত আছেন, তাঁদের আর ভয়েস দেওয়ার প্রয়োজন নেই।

মুহাব্বাতে কুরআন

01 Jan, 09:35


ওই নিকৃষ্ট-রা শুধু বো-মাতে নয়, মারছে ক্ষুধা ও শীতেও! আহ!

https://t.me/MuhabbateQuran/1416

মুহাব্বাতে কুরআন

30 Dec, 23:59


ঠিক কতখানি শীত বাচ্চাগুলোর হৃদস্পন্দনগুলো একেবারে থামিয়ে দেয়?

লিংকে থাকা পোস্টটিতে রয়েছে আপনার একটি অনেক বড় দ্বায়িত্ব: https://t.me/MuhabbateQuran/1416

মুহাব্বাতে কুরআন

30 Dec, 11:07


আমাদের ফারযে আইন কাফেলার সবচেয়ে চমকপ্রদ বিষয়গুলোর অন্যতম একটা বিষয় হচ্ছে, এখানে প্রতিটি ত্বলিবাহকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হবে। একেবারে পূঙ্খানুপুঙ্খ ভাবে। ইন শা আল্লহ। স্রেফ একটা কোর্সে জয়েন করলেন। কেউ আপনাকে চিনলো না। আপনি কাউকে চিনলেন না। মন চাইলো জয়েন করলেন, মন চাইলো পড়লেন না। মন চাইলো ছেড়ে দিলেন। এমন কিছু ই থাকবে না এখানে। বুঝলেন?

সদ্য দ্বীনে ফেরা আপনার ইলম, আমল সবকিছুকে পর্যবেক্ষণের মধ্যে রাখার এই সুবর্ণ সুযোগ কে হাতছাড়া করবেন?কে আছেন এতো বোকা?

মুহাব্বাতে কুরআন

29 Dec, 12:59


আমাদের ফারযে আইন কাফেলার তাজউইদের সিলেবাসে ছবিতে উল্লেখিত বিষয়ের পাশাপাশি আরও থাকবে -

# মোট ৪ টি এক্সাম
# তাত্ত্বিক অংশের মুযাকারা (পড়া ধরা ইত্যাদি) 
# তাত্ববিকুল মাখারিজ হালাকাহ (মাশক)
# তাত্ববিকুস সিফাত হালাকাহ (মাশক)
# তাত্ববিকুল কইদা হালাকাহ
(সূরা যিলযাল - সূরা নাস)

এছাড়াও থাকতে পারে 'সারপ্রাইজ/গিফট হালাকাহ' ইন শা আল্লহ!!

.
এই সবকিছুই কিন্তু আমাদের কাফেলার অংশবিশেষ! পুরো কাফেলা না! তাহলে পুরো কাফেলায় কি থাকবে, ভাবুন একবার! লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

মুহাব্বাতে কুরআন

29 Dec, 08:11


হাঁড় কাঁপানো শীত, এতো বেশি ক্ষুধা যে তাঁদের কাছে: 'পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি'। ছোট্ট ৭ মাসের কলিজার টুকরোটা শীত আর ক্ষুধার তীব্রতা সইতে না পেরে ফিরে গেছে তার রব্বের কাছেই। ঠিক এমন মুহুর্তগুলোয় ভূমধ্যসাগরের নীল রঙা আকাশের দিকে তাকিয়ে গা-জা-র মায়েরা কি আমাদের নামে বিচার দেন তাঁদের রব্বের কাছে? নাকি তাঁদের নির্বাক অশ্রুগুলো ই এই উম্মাহ'র অভিশাপের জন্য যথেষ্ট?

.
ইয়া রব্বি! আমাদের গাফিলতিগুলো মাফ করে দেবেন না? আমাদের গাফিলতিগুলো যখন আমরা নাম দেই: অক্ষমতা! সেই অক্ষমতা আর মাজুরিয়াতকে কি গ্রহণ করবেন না?

.
সংযুক্ত ছবিতে থাকা নাম্বারটি:
01745360292
bKash, Nagad, Rocket Personal
(Only Send Money)
Ref: Winter

মুহাব্বাতে কুরআন

28 Dec, 05:27


السلام عليكم و رحمة الله و بركاته

বোনেরা, এই উম্মাহ'র ট্র‍্যাজেডি গুলো নিয়ে লিখিত বইসমূহের নাম বলতে পারবেন মিন ফাদ্বলিক? একটু বলুন!

নমুনা: কাশগড় কত না অশ্রুজল, হায়দারাবাদ ট্রাজেডি ও আজকের বাংলাদেশ, ট্যাজেডি অব আরব স্প্রিং ইত্যাদি।

মুহাব্বাতে কুরআন

27 Dec, 14:21


ইনি আমাদের 'ফারযে আইন - ০১' এর একজন ত্বলিবাহ। থাকেন কাঁটাতারের সীমানার ওপারে কিন্তু আমাদের হৃদয়ের সীমানার মধ্যে। তাঁকে শুধু ত্বলিবাহ বললে ভুল হবে বরং তার চেয়েও বেশি কিছু। কোথায় তাঁকে আমরা অনুপ্রেরণা দেব তা না! বরং যতটা না দিয়েছি তার চেয়ে অনুপ্রেরণা পেয়েছি বেশি।

কোনো এক এক্সিডেন্টে তিনি দুনিয়ার বুকে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। কিন্তু তাতে কী! জান্নাতের পথে ঠিকই হেঁটে চলেছেন। আমরাও প্রশান্তি অনুভব করি এই ভেবে যে, এমন একজনের জান্নাতের পথে হাঁটার 'সাথী' এবং 'সাক্ষী' আমরা হতে পেরেছি। আর তাঁর কাছে আমরা কেমন তা তো ছবিতেই দেখতে পাচ্ছেন,আলহামদুলিল্লাহ!

.
আখওয়াতি, আপনাদেরও জান্নাতের পথে হাঁটার 'সাথী' ও 'সাক্ষী' কি আমরা হতে পারি না? সময় কিন্তু ফুরিয়ে আসছে!

https://t.me/meeraasun_nubuwwah_academy/9

মুহাব্বাতে কুরআন

27 Dec, 00:56


এক মুহাব্বাতের বোনের কাণ্ড! ধরে ধরে বোনদের ফারযে 'আইন কাফেলায় যুক্ত হওয়ার দাওয়াহ দিতে লেগে পড়েছেন! মা শা আল্লহ। বারকাল্লহু ফিহা।

তিনি কি জানেন এই নিয়ত ও পরিশ্রমের আজর কত ব্যাপক হতে পারে? তাঁর দাওয়াতের উপর আমালকারীরা তাঁর জন্য কী বিশাল পরিমাণ সাদকায়ে জারিয়াহর মাধ্যম হতে পারেন?

আরে এ তো ফারযে 'আইন ইলমের দাওয়াহ! মিরাসুন নুবুওয়্যাহর অধিকারী হওয়ার দাওয়াহ!

আপনারাও এই দাওয়াহ দিয়ে নিজেদের আমালনামা সাওয়াবে সাওয়াবে ভারী করছেন তো আখওয়াতি?

https://t.me/meeraasun_nubuwwah_academy/9

মুহাব্বাতে কুরআন

26 Dec, 12:03


একটি দুঃখজনক বাস্তবতা হলো খুব কম নাশিদ ই এখন মিউজিক মুক্ত। কিয়ামাত একেবারে সন্নিকটে বলেই বোধহয় আমরা অন্তর থেকে খালিস ভাবে চেয়েও পুরোপুরি হারামমুক্ত থাকতে পারছি না। তদুপরি, যথাসম্ভব চেষ্টা করবো এবং খেয়াল করবো এমন নাশিদগুলো এড়িয়ে যেতে। সূক্ষ্ম মিউজিকের প্রভাব ও হয়তো সূক্ষ্ম কিন্তু বড্ড বিধ্বংসী।

আল্লহ ﷻ আমাদের ছোট কিংবা বড়, জানা কিংবা অজানা, ইচ্ছেকৃত কিংবা অনিচ্ছেকৃত সমস্ত ধরনের গুনাহ থেকে হিফাজত করুন। আমিন।

মুহাব্বাতে কুরআন

25 Dec, 06:18


بسم الله الرحمن الرحيم

একটা আমানত পৌঁছে দিতে চাই এই বেলায় আখওয়াতি, আপনাদের কাছে। এই আমানতের কিন্তু হক্ব আদায় করতে হবে বোন। অবশ্যই আদায় করতে হবে। কী সেই হক্ব? বলবো, বলবো। একটু সবর। তার আগে একটু বিচ্ছিন্ন হন তো সম-স্ত দুনিয়া থেকে। ব্যক্তি আপনি আর আপনার সম-স্ত ব্যস্ততা, পেরেশানী আর মনভাঙা অবসর থেকে।

স্বীয় ক্বলবের সবটুকু কেন্দ্রীভূত করুন নিচের লেখাটায়। আর হ্যাঁ, খবরদার কাঁদবেন না। আমাদের মতো স্বার্থপরদের চোখে অশ্রু আসলে ওই চোখ ও বোধহয় বিদ্রুপের হাসি ই হাসবে।

নিন, এবার পড়ুন। আর আমানত হিসেবে গ্রহণ করুন এই লেখাটি। এই আমানতের হক্ব হলো যথাসাধ্য নিজের মাহরামকে, আহল-পরিবার ও সবা--ইকে এই আমানত সম্পর্কে অবহিত করা।

তাহলে, আল ক্বহহার সেই আল্লহ'র ﷻ নামে শুরু করি চলুন?

https://hoytoba.com/id/3108

মুহাব্বাতে কুরআন

24 Dec, 15:37


আপনারা খেয়াল করেছেন আখওয়াতি,কীভাবে আমাদের মুহাব্বাতের ত্বলিবাহরা আপনাদেরকে হাঁড়ির খবর দিতে প্রস্তুত?

তাদেরকেই জিজ্ঞেস করুন না হয়, "ইলমের সাথে এমন 'মুহাব্বাতের নজরানা' আর কোথাও পাওয়া যায় কিনা!"

এরপর যদি সন্দেহ কেটে যায় তাহলে তাত্তাড়ি রেজিস্ট্রেশন করে ফেলুন! সময় কিন্তু বেশি বাকি নেই!

https://t.me/meeraasun_nubuwwah_academy/9

মুহাব্বাতে কুরআন

23 Dec, 00:43


"ইহা দেখিয়া হঠাৎ মোরা হইয়াছি বাকরুদ্ধ,
হাঁড়ির খবর লইতে গিয়া কেহ বাঁধাইবেন না যুদ্ধ!"

.
অতঃপর 'হাঁড়ির খবর' নেওয়া শেষে রেজিস্ট্রেশন করতে:

https://t.me/meeraasun_nubuwwah_academy/9

মুহাব্বাতে কুরআন

22 Dec, 09:26


আপনারা কি জানেন আখওয়াতি কখন কেউ অপেক্ষা করে এবং কখন সেই অপেক্ষা 'বড়ই কষ্টকর' হয়?

নিশ্চয়ই জানেন! যখন তার ও প্রতীক্ষিত বিষয়ের মাঝে চার হরফের 'মুহাব্বাত' শব্দটা থাকে।

সে যাই হোক,অপেক্ষার পালা কিন্তু শেষ হয়ে আসছে! এ মুহাব্বাতের ভাগিদার কি আপনিও হতে চান না?

https://t.me/meeraasun_nubuwwah_academy/9

মুহাব্বাতে কুরআন

21 Dec, 09:05


আমাদের ফারযে আইন ৩ এ শুরুতে খুব ই সামান্য কিছু আমালের মাধ্যমে রমাদ্বনকে কেন্দ্র করে ধাপে ধাপে প্রস্তুত করা হবে বোনদের। ইন শা আল্লহ। রমাদ্বনের পরবর্তীতেও চলমান থাকবে বিষয়গুলো। আল্লহ চাইলে কাফেলা শেষ হলে একজন বোনের ফাইনাল আমলী আউটলুক অন্তত যেমন চাইছি তা দেখে নিতে পারেন এই ডকসে:

https://docs.google.com/document/d/17Gh_aARLHpM45R7fWlrKd5WI9Ne0zWAGcj22ft8HZTU/edit?usp=drivesdk

আর আখওয়াতি রেজিস্ট্রেইশন কিন্তু চলমান! শুনুন, শুনুন, মন দিয়ে শুনুন! আপনাদের ফারযে আইন ৩ কাফেলার রেজিস্ট্রেইশন চলমান!

মুহাব্বাতে কুরআন

20 Dec, 13:22


(Shared post)

আমি কাশিমপুর হাইসিকিউরিটিতে শাফিউর রহমান ফারাবীর সাথে একই ব্লকে ছিলাম অনেক দিন। ওর মতো এত সহজ সরল দ্বিতীয় কাউকে আমি সেখানে পাইনি। ধর্মীয় বোঝাপড়ার ক্ষেত্রে সে একেবারেই আমাদের অধিকাংশ বাঙালি মুসলমানের মতো। একেবারেই সাদামাটা ও ট্রেডিশনাল। এমনকি নেয়ামুল কোরআন বা বারোচান্দের ফজিলত টাইপের বই আমি তাকে পড়তে দেখেছি।

তার একটাই গুন, একটাই দোষ--সে আল্লাহর রাসূলকে ভালোবাসে। সে এমন গভীরভাবে ভালোবাসে যে আমি তাকে এ ব্যাপারে ঈর্ষা করি। এই ভালোবাসার প্রমাণই সে তার জীবনের সোনালী সময়টা জেলে কাটিয়ে দিচ্ছে।

ছেলেটার বাবা নেই, ভাই নেই, দেখাশোনার কেউ নেই। আমরা ১৫ কোটি মুসলমান মিলেও তার বাবা ভাইয়ের দায়িত্বটা পালন করতে পারলাম না। অথচ ওয়াজে আমরাই বলি মুসলমান মুসলমানের ভাই।

শাফিউর রহমান ফারাবির জন্য এটা যতটা পরিক্ষা তার চেয়ে বড় পরীক্ষা এই বাংলার মুসলমানদের জন্য। একজন মানুষ কেবল আল্লাহর রাসূলকে মুহাব্বাত করে, আল্লাহর রাসূলকে অবমানকারীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে অন্যায়ভাবে জেলে পড়ে আছে, আর আমরা আরামসে জীবন উপভোগ করছি। আমরা কী জবাব দেবো আল্লাহর কাছে?

রাষ্ট্রের প্রচলিত আইনেও যদি বলি তার বিরুদ্ধে কোনো হত্যাকাণ্ডে যুক্ত থাকার কোনো প্রমাণ নেই, এমনকি প্রত্যক্ষ কোনো অভিযোগও নেই। অথচ মিথ্যা মামলায় সে জেল খাটছে এক যুগেরও বেশি সময় ধরে।

যারা আল্লাহর রাসূলকে ভালোবাসেন বলে দাবি করেন তাদের সকলের কাছে আমার আকুল আবেদন, আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে শাফিউর রহমান ফারাবির মুক্তির জন্য আওয়াজ তুলুন, কথা বলুন।

আমরা যদি এই ব্যাপারে আওয়াজ তুলতে না পারি তবে আমাদের বাকশক্তির হক্ব আমরা আদায় করলাম না। আমাদের জন্য অধিক উপযুক্ত উপাধি হলো "বোবা শয় তান"।

(রি-পোস্ট)

~Ahmed Rafique

মুহাব্বাতে কুরআন

19 Dec, 01:31


(Shared post)

ইমাম মালিক রহ. বলেছেন,
يجب على الناس فداء أسراهم وإن استغرق ذلك أموالهم. وهذا إجماع أيضا.
অর্থ: “মুসলিম বন্দিদের মুক্ত করা ফরজ। যদি এজন্য তাদের সকল সম্পদ খরচ হয়ে যায় তবুও বন্দীদের মুক্ত করতে হবে। এ ব্যাপারে সবাই উলামায়ে কিরাম একমত পোষণ করেছেন।” (আল-মালিকী-২/২৪২। ঈমান আনার পর প্রথম ফরজ "মুসলিম ভূমির প্রতিরক্ষা" পৃষ্ঠা নং ৫৬। খান প্রকাশনী)

আহ্ ফারাবী ভাই আমার!
আপনার মতো কত মাজলুম যুগের পর যুগ জালিমের কারাগারে বন্দী হয়ে কৈশোর, তারুণ্য, যৌবন শেষ করে বার্ধক্যে পৌঁছে যাচ্ছে, কিন্তু উম্মাহর নেতাদের সেদিকে মনোযোগ দেয়ার সময় নেই!
ইনশাআল্লাহ, আমরা আমাদের সীমিত সামর্থ্যের সবটুকু দিয়েই আপনাদের মুক্তির জন্য কাজ করছি করে যাবো।

আয় আল্লাহ! আপনি সহজ করে দিন।
ভাইদের মুক্তি ত্বরান্বিত করুন। আমীন।

~ Muhammad Ishak Khan

মুহাব্বাতে কুরআন

18 Dec, 12:21


রেজিস্ট্রেশন কিন্তু চলমান আখওয়াতি! ভুলে গিয়েছেন?

বিস্তারিতঃ
https://t.me/meeraasun_nubuwwah_academy/9

মুহাব্বাতে কুরআন

18 Dec, 08:56


মযলুম বন্দিদের মুক্তিতে সাধ্যানুযায়ী এগিয়ে আসুন

মুহাব্বাতে কুরআন

17 Dec, 09:18


প্রিয় পুষ্পগন্ধ-রা!!!

হাতের কাজটা একটু ফেলে, একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে অবসর দিন আর নিচের লেখাটি পড়ুন মিন ফাদ্বলিক।

লেখাটি সম্পর্কে সংক্ষেপে বলবো? তাহলে সেই লেখার ভাষাতেই বলি:

আমরা জানি না, কীভাবে বললে, কোন ভাষায় বললে আমাদের বোনেরা এই লেখার গুরুত্ব বুঝতে পারবেন এবং মায়ের জন্য জান কুরবান করবে। তারা যদি বলে যে, আপনাদের কলিজাটা বের করে দেন, আমরা ওটা চিবিয়ে খাবো, তারপর বুঝবো। তাহলে আমরা আনন্দের সাথে আমাদের কলিজাটা বের করে টুকরো টুকরো করে সবাইকে খাইয়ে দেবো।

https://www.alkawsar.com/bn/article/242/

মুহাব্বাতে কুরআন

17 Dec, 01:48


কিতাবের পাতা হলো ইলম হাসিলের সবচে’ দুর্বল মাধ্যম, এর চেয়ে অনেক সমৃদ্ধ মাধ্যম হলো বিশ্বজগতের এই খোলা কিতাব, আরো শক্তিশালী মাধ্যম হলো উস্তাযের মুহব্বতপূর্ণ ছোহবত, আরো উর্ধ্বস্তরের মাধ্যম আল্লাহর সঙ্গে মুহব্বতের তাআল্লুক, তাফবীযের তাআল্লুক। আর এই সমস্ত মাধ্যম যে যথাযথরূপে ব্যবহার করে, সে-ই প্রকৃত আলিম, নূরান্বিত আলিম। 

___মাওলানা আবু তাহের মিছবাহ দামাত বারকাতুহুম

মুহাব্বাতে কুরআন

11 Dec, 12:33


সেদিন সারাদিন ধরে মুসলিম গ্রামগুলো থেকে ভা--রতীয় সেনারা সমস্ত অস্ত্র সংগ্রহ করলো। বললো, কোনো প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না হয় তাই এই ব্যবস্থা। কিন্তু হিন্দু গ্রামগুলোতে সংগ্রহ করা হলো না কিছুই। বিকাল হতেই লেলিয়ে দেওয়া হলো সশস্ত্র অংসখ্য হিন্দুকে। অথচ সেই মূহুর্তে প্রতিরোধ করার জন্য একটা তরকারী কাটা বটি অব্দি অবশিষ্ট ছিলো হায়দ্রা--বাদ নিরীহ মুসলিমগুলোর। ফলশ্রুতিতে আমাদের চোখের সামনে থেকে স্রেফ হারিয়ে গেলো প্রায় ২০ থেকে ৪০ হাজার অসহায় মুসলিম! এমনভাবেই তাঁরা হারালো যে এই তামাম পৃথিবীতে অবশিষ্ট রইলো না আর একটি চোখ-ও, যে চোখ থেকে সেই হতভাগাদের জন্য কয়েকফোঁটা পানি বের হতে পারে.....

আমাদের সেই মাজলুম ভাই-বোনদের জানতে -

https://t.me/MuhabbateQuran/1398

মুহাব্বাতে কুরআন

10 Dec, 16:09


"ডারত কর্তৃক হায়দ্রাবাদ দখলের মর্মান্তিক ইতিহাস"

ইউটিউব থেকে দেখতে:

https://youtu.be/hw-WaWd6V6U

মুহাব্বাতে কুরআন

10 Dec, 05:32


বিজয়, আত্মত্যাগ আর সুবিধাবাদের গল্প
ইয়াদ আল-কুনাইবি
.
কল্পনা করুন, বিশাল প্রাসাদে বন্দী একদল মানুষ। বের হবার দরজা কেবল একটা। সে দরজা বাইরে থেকে বন্ধ। দরজা খুলতে চাবি লাগবে। প্রাসাদের ভেতরের এক পাশের দেয়ালে দশটা গর্ত। যেকোনো একটায় আছে দরজার চাবি। কোন গর্তে চাবি আছে সেটা কেউ জানে না। হিসেব খুব সহজ তাই না? গর্তগুলো খুঁজে খুঁজে চাবিটা খুঁজে বের করে নিলেই ল্যাঠা চুকে যায়।
.
হ্যাঁ, হিসেব সোজা। তবে একটা জটিলতা আছে। দশটা গর্তের একটার মধ্যে তো চাবি, কিন্তু বাকি নয়টার মধ্যে আছে বিষাক্ত কালকেউটে সাপ।
.
সহজ সমীকরণের এ জটিলতার কারণেই বুঝি কেউ সাহস করে আগাচ্ছে না। সবাই বসে আছে নিষ্ক্রিয় হয়ে। কেউ কেউ প্রাসাদের তুলনামূলক আরামদায়ক কোনো কোণা বেছে নিয়ে শুরু করে দিয়েছে বিছানাপাতি গোছানো। বন্দীত্বকেই যেন নিয়তি হিসেবে মেনে নিয়েছে সবাই।
.
শেষমেশ একজন উঠে দাঁড়াল। চোখে ইস্পাতের দৃঢ়তা। আত্মবিশ্বাসী পায়ে হেঁটে গেল গর্তগুলোর কাছে। একটা গর্ত বেছে নিয়ে ভাবলেশহীন মুখে হাত ঢুকিয়ে দিল...সাপ ছোবল দিল। মানুষটা মারা গেল প্রায় সাথে সাথে।
.
উঠে দাঁড়াল আরও একজন। হাতে একটুকরো কাপড় পেঁচিয়ে নিল সতর্কতা স্বরূপ। সযত্নে এড়িয়ে গেল প্রথমজনের বাছাই করা গর্তটা। তারপর বাকি ৯টা থেকে বেছে নিল একটা গর্ত।
হাতের ওই টুকরো কাপড়ে তেমন একটা লাভ হলো না।
দ্বিতীয়জনও মারা পড়ল সাপের কামড়ে।
.
উঠে দাঁড়াল তৃতীয় আরেকজন। তারপর চতুর্থ, তারপর পঞ্চম। প্রত্যেকে সাধ্যমতো চেষ্টা করল সাপের ছোবল থেকে হাত বাঁচানোর। কিন্তু একে একে মারা পড়ল সবাই।
.
পুরো সময়টা জুড়ে অধিকাংশ মানুষ বসে থাকল নিষ্ক্রিয় দর্শক হয়ে। সবার মুক্তির জন্য ওরা যখন একে একে মারা যাচ্ছিল, সেই সময়টা নিষ্ক্রিয় দর্শকরা কাটাচ্ছিল ঠাট্টা আর সমালোচনায়। কেউ ঠাট্টা করল, কেউ গাল দিল বোকা, গাধা, নির্বোধ, আবেগী আর জযবাতি বলে। ‘আর যাই হোক চাবি খোঁজার চেষ্টায় বেঘোরে প্রাণ দিতে হচ্ছে না’, এ তৃপ্তি নিয়ে হাসি হাসি মুখ করে বসে রইল বাকিরা।
.
একে একে মারা পড়ল নয় জন।
গর্ত বাকি একটা।
.
হাত বাড়িয়ে শেষ গর্তটা থেকে চাবিটা বের করে আনল দশম জন। ধীর নিশ্চিন্ত পায়ে হেঁটে গিয়ে খুলে দিল প্রাসাদের দরজা। এতক্ষণের নিষ্ক্রিয় দর্শক আর সমালোচকরা তখন আনন্দে আত্মহারা। চারপাশে জড়ো হয়ে কান ফাটানো শব্দে হাততালি দিচ্ছে সবাই। কেউ আবেগে কাঁদছে। হাতে চাবি ধরা মানুষটাকে ভাসিয়ে দিচ্ছে প্রশংসার বন্যায়...
এবার কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আসুন।
.
আপনার জন্য একটা প্রশ্ন আছে।
বলুন তো এ মুক্তি, এ বিজয় আসলে কে আনল?
এ বিজয় কি দশম ব্যক্তির অবদান? নাকি আগের নয় জনের অবদান আরও বেশি? সবার আগে যে মানুষটা উঠে দাঁড়িয়েছিল, নিঃশঙ্কচিত্তে হাত ঢুকিয়ে দিয়েছিল সাপের গর্তে, যারা তাঁর পর এসেছিল, তাদের তুলনায় তাঁর অবদান কি বেশি না?
.
আমাদের কল্পনার প্রাসাদের বন্দী মানুষগুলোর মতোই মুসলিম উম্মাহও আজ বন্দীত্বের সময় পার করছে। সত্যিকার অর্থে পরাজিত তো সে, ঝুঁকি নেয়ার চেয়ে বন্দী হয়ে জীবন কাটিয়ে দেয়া যার পছন্দনীয়। যে সাপের কামড়ের ভয়ে মুক্তির চেষ্টাই করে না।
.
কিন্তু যারা নিঃসংকোচে, নির্ভীক চিত্তে উঠে দাঁড়ায়। সব প্রতিকূলতা আর ঝুঁকি সত্ত্বেও মুক্তির জন্য, বিজয়ের জন্য যারা চেষ্টা চালায়। যারা বিজয় দেখে যেতে পারবে না জেনেও বিজয়ের জন্য আল্লাহ আযযা ওয়া জাল-এর রাস্তায় জানমাল সম্পদ উজাড় করে দেয়, তারাই হলো গৌরবের উত্তরসূরি। তাঁরাই উম্মাহর অগ্রবর্তী বাহিনী।
.
আপনিও এ বাহিনীর সদস্য হতে পারবেন। তবে দুটো শর্ত আছে,
.
১। এমন কোনো গর্তে হাত দিতে পারবেন না, শরীয়াহ এবং ইতিহাসের শিক্ষা যেগুলোর ব্যাপারে দেখিয়ে দিয়েছে যে সেখানে চাবি নেই।
.
২। যারা আপনার আগে গেছেন এবং ছোবল খেয়েছেন, তাঁদের অভিজ্ঞতা থেকে শিখতে হবে। তাঁরা যেখানে শেষ করেছেন শুরু করতে হবে সেখান থেকে। তাঁদের ভুলগুলো এড়িয়ে যেতে হবে। তাঁদের অভিজ্ঞতা গভীরভাবে অধ্যয়ন না করে শুধু সাহস, বীরত্ব ও উত্তম নিয়্যাত নিয়ে এগোলো হবে না। তা না হলে আপনি আবারও ওই গর্তেই দংশিত হবেন যে গর্ত থেকে এর আগে আপনার ভাই ছোবল খেয়েছেন। আর মুমিন এক গর্ত থেকে দুইবার দংশিত হয় না।
.
যদি এ দুই শর্ত মেনে এগিয়ে যান, তাহলে নিশ্চিত থাকুন, বিজয় আমাদের হবেই। যেখানে ঈমান আছে, সেখানে হতাশার কোনো সুযোগ নেই।
.
উস্তাদ ইয়াদ আল কুনাইবি হাফিযাহুল্লাহ

মুহাব্বাতে কুরআন

09 Dec, 09:29


আখওয়াতি,যারা সাইজের কারণে টেলিগ্রাম থেকে "বাবরি মসজিদের আদ্যোপান্ত ও ডারতে উগ্র বিন্দুত্ববাদী আগ্রাসন" শীর্ষক ভিডিওটি দেখতে পারছেন না তারা ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখতে পারেন ইন শা আল্লাহ।

ইউটিউব থেকে দেখতে:

https://youtu.be/n59cU5YjhTA?si=OX4eH5fPTOoUKBRo

ফেসবুক থেকে দেখতে:

https://www.facebook.com/share/v/15NN5TLGtu/

[আল্লাহর ইচ্ছায় ভিডিওটি থেকে মিউজিক বাদ দেওয়া হয়েছে এবং বোনদের নজরের হেফাজতে যেন সুবিধা হয় তার ব্যবস্থাও করা হয়েছে,আলহামদুলিল্লাহ।]

মুহাব্বাতে কুরআন

08 Dec, 17:18


"বাবরি মসজিদের আদ্যোপান্ত ও ডারতে উগ্র বিন্দুত্ববাদী আগ্রাসন"
.

"তুমি অবশ্যই মুসলিমদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠোর পাবে ইয়াহূদীদেরকে এবং সেই সমস্ত লোককে, যারা (প্রকাশ্যে) শিরক করে..." [সূরা মায়িদাহ,আয়াত:৮২]

সাড়ে চৌদ্দশ বছর আগে কুরআন আমাদের এই নির্মম সত্যটি শিখিয়েছিল এবং আমরা এখনও ফি-লিস্তি/নে যা/য়ো!ন-বাদীদের ও এই উপমহাদেশে উ-গ্র বিন্দুত্ববাদীদের আগ্রাসনে তার বাস্তবতা স্বচক্ষে দেখতে পাচ্ছি। কিন্তু যতটুকু দেখছি তা-ই কি সব? বেশিরভাগই হয়তো জানি না জল কতদূর গড়িয়েছে,অন্ধকার কতটা ঘনীভূত হয়েছে। এই না জানাটাও কিন্তু যিল্লতির! না জানলে কীভাবে অনুভব করব যে এই উম্মাহর ক্ষত কতটা গভীর,এই ক্ষতের ব্যথা কতটা তীব্র বা কীভাবেই হতে পারে এই ক্ষতের উপশম?

তাই ভিডিওটি হতে পারে অজ্ঞতার এই যিল্লতি কাটানোর প্রথম পদক্ষেপ যদি আপনি চান,আর যারা প্রথম পদক্ষেপ পার করেই এসেছেন তাদের জন্য পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ,ইন শা আল্লাহ,বি ইযনিল্লাহ!

.

আল্লাহ ﷻ বাইতুল মাকদিসের প্রতি ইঞ্চি নাপাক বাহিনী থেকে মুক্ত করার এবং শহীদ বাবরি মসজিদের প্রতিটি ইটের হাহাকারের বদলা নেওয়ার তাওফিক আমাদের দিন। আমীন।

মুহাব্বাতে কুরআন

08 Dec, 04:29


আগে যারা বিরোধিতা করছে, তাদের অনেকে এখন উল্লাস করছে - এ নিয়ে প্রচুর পোস্ট দেখছি। দেখেন, দিন শেষে অনেকের চিন্তার প্যারাডাইম হল:
.
হারলে বাগী জিতলে গাজী
মরলে খারেজি বাচলে আমীর
.
আগেকার বিরোধিতা আর আজকের উল্লাসের পেছনে বাস্তবতা এটাই। এগুলো আসলে ফিকহ বা শরীয়াহর বিষয় না তাদের জন্য। এসব বিরোধিতা এবং উল্লাসকে এই ডায়নামিকের জায়গা থেকে দেখা উচিত।
.
জয়ের উপযুক্ত হয়ে উঠুন সবাই অনুগামী হবে।

মুহাব্বাতে কুরআন

08 Dec, 03:32


সিরিয়ার বিপ্লবের শুরুতে বাশার আল আসাদের বাহিনী আমাদের ভাইদের ধরে নিয়ে নির্যাতন করত। আর কি করত জানেন? আমাদের ভাইদের আঘাত করত আর বলত,

কুল, লা ইলাহা ইল্লাল বাশশার
অর্থ: বল বাশার ছাড়া কোন ইলাহ নেই।

আজকে সেই ইলাহ দাবিদার তাগুত বাশার পালিয়ে গেছে। এটাই সমস্ত ফিরআউনের পরিণতি। আজকে কোথায় তাদের ইলাহ? কোথায় তাদের বাহিনী? কোথায় তাদের সহযোগীরা?

আজকে মুমিনদের তাকবিরের দিন, আনন্দের দিন, শুকরিয়ার দিন।

জোরে উচ্চারণ করুন:
তাকবিল, আল্লাহু আকবার।
নারায়ে তাকবির, আল্লাহু আকবার।

الله أكبر
الله أكبر
لا إله إلا الله والله أكبر
الله أكبر ولله الحمد

মুহাব্বাতে কুরআন

08 Dec, 01:58


এই মূহুর্তগুলো অন্যসকল মূহুর্তের চেয়ে অন্যরকম উত্তেজনার। হোমস আলহামদুলিল্লাহ আমাদের। দামেস্কের কয়েকটি গ্রাম থেকে ওরা পালিয়েছে। ভাইয়েরা দামেস্কে প্রবেশ শুরু করেছেন।

আহ! দামেস্ক! আমরা আসছি! বি ইযনিল্লাহ!

[এই মূহুর্তগুলো কিন্তু দু'আরও। নাবী কারীম ﷺ এর প্রিয় শাম নিয়ে অনে-ক দু'আর]

মুহাব্বাতে কুরআন

07 Dec, 13:14


উপমহাদেশের মুসলিম রাজনীতিতে ডারত হল ইসরাইল। সেখানের মুসলিমরা হল ফিলিস্তিনের মুসলিমদের মত নিষ্পেষিত। আর বাইতুল মাকদিসের মত এর কেবলা হল বাবরি মসজিদ।

আমরা বাইতুল মাকদিসের ভূখণ্ডকে যেমন ইয়াহুদি দখলদার থেকে মুক্ত করার স্বপ্ন দেখি, তেমনি বাবরি মসজিদও একদিন আমরা উদ্ধার করার প্রেরণা রাখি।

এই অঞ্চলদের মুসলিমদের রাজনীতির কেবলা হবে বাবরি মসজিদ। বাবরি মসজিদের প্রতিটি ইট goমূত্রখোরদের উপর বজ্রাঘাত হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ।

মুহাব্বাতে কুরআন

06 Dec, 15:14


ইন শা আল্লাহ, বাবরি ওয়া-হি বানায়েঙ্গে

মুহাব্বাতে কুরআন

06 Dec, 08:25


মেইক দিস ভাইরাল।

কালের কণ্ঠ/বন্সুন্ধরা গ্রুপের এখন এ ভিডিও বানানোর পেছনে নিঃসন্দেহে অন্য উদ্দেশ্য আছে। তবে দুই কুকুরের কামড়াকামড়িতে শক্তিশালীটা যদি দুর্বল হয়, তাহলে সেটাকে খারাপ মনে করার কারণ নেই।

~ আসিফ আদনান (হাফিযাহুল্লাহ)

মুহাব্বাতে কুরআন

05 Dec, 13:12


পৃথিবীর মধুরতম বিভ্রান্তি হলো আমাদের একটা ম-স্ত টিইমকে বোনেরা ভাবেন 'বোধহয় একজন বোন ই!' হি হি।

আলহামদুলিল্লাহ। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

মুহাব্বাতে কুরআন

03 Dec, 08:47


মানুষ এতো বড় কেন হয়? যত বড় হলে কান্নাগুলো মুখ চেপে আটকানোর প্রয়োজন পড়ে?

মুহাব্বাতে কুরআন

03 Dec, 01:29


চূড়ান্ত সময় নিকটবর্তী :

পরিস্থিতি একেবারেই ভালো না - না দেশের আর না বিশ্বের। সব দিক থেকেই ভয়ংকর এক বিপর্যয় ধেয়ে আসছে। মুসলিমরা এখনো ঘুমে বিভোর, অথচ ওদিকে মুশরিকদের সকল প্রস্তুতি সম্পন্ন। উম্মাহ আজও তথাকথিত শান্তির বার্তা নিয়ে আছে, অথচ ইউরোপ-আমেরিকা নয়া ক্রুসেডের ডাক দিয়েছে। গোটা বিশ্বের কুফফার সম্প্রদায় আজ ইসলাম ও মুসলিম নির্মূলের মিশনে এক প্লাটফর্মে দাঁড়িয়েছে, অথচ মুসলিমরা এখনো দলীয় দ্বন্দ্ব আর মতানৈক্যের চোরাবালিতে আটকে আছে।

এ কথা আজ স্পষ্ট করা জরুরি হয়ে পড়েছে যে, হিন্দুস্তানে গাজওয়ার পটভূমি তৈরি হয়ে গেছে। RSS ও হিন্দুত্ববাদী দলগুলো মুসলিম নিধনের সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। ইন্ডিয়ায় মুসলিমদের ঘর-বাড়ি, দোকান-পাট ও মসজিদ-মাদরাসা সমূলে উৎখাত করছে। এখন ওরা বাংলাদেশের মুসলিমদেরকেও হুমকি দিচ্ছে এবং অখণ্ড ভারত তৈরির মিশনে দ্রুত অগ্রসর হচ্ছে। সরল-সহজ মুসলিমরা একসময় এগুলোকে প্রোপাগাণ্ডা মনে করলেও বাস্তবতা এখন তাঁদের চোখের সামনে।

সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করলে বুঝা যায়, সময় খুবই কম। আমরা চাই বা না চাই, আজ বা কাল এ সংঘর্ষ হবেই হবে। তাই ভয়ংকর এ বিপর্যয় আসার পূর্বেই মুসলিমদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ জরুরি। যারা এ বাস্তবতা বুঝতে যত দেরি করবে, তারা তত বেশি ক্ষতির সম্মুখীন হবে। তাই নিজেদের জান, মাল, ইজ্জত ও ভূখণ্ডের অস্তিত্ব রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ ফরজ_জরুরী। তবে পরিস্থিতি যাই হোক, সংখ্যায় যত অল্পই হোক, চূড়ান্ত বিজয় মুসলিমদেরই হবে ইনশাআল্লাহ।

- শাইখ মুফতি তারেকুজ্জামান হাফিযাহুল্লাহ

মুহাব্বাতে কুরআন

02 Dec, 08:12


তোমার জন্য কলিজাটা পোড়াতেও অনেক ভালো লাগে, আল্লহ! এবার বলো তো, ভালো বাসি না তোমায়? উহু, শুধু মুখে না, সত্যি সত্যি ভালো বাসি না বলো?

মুহাব্বাতে কুরআন

02 Dec, 04:25


একটা কথা ভেবে দেখেছেন?
আলেপ্পো বিজয়ের পরে এই হঠাৎ আমরা সি**রিয়া নিয়ে কথা বলছি। কেন? এতোদিন কি সেখানে মানুষ ম:রে নি?

গত বছর তু:ফা::নুল আক:সা ঘটার আগ অব্দি ফি/:লিস্তি:ন কে জানতাম আমরা কয়জন?

আর ১৫ ই আগষ্ট, ২০২১ এর পূর্বে তালি:::বান নিয়েই বা গর্ব করতাম কয়জন?

.
কমন প্যাটার্ন টা লক্ষ করেছেন? মানুষ যখন বিজয়ী হয়, কেবল ও কেবলমাত্র তখন ই সবাই তাকে মনে রাখে। এটাই সত্য। এটাই জীবনের বাস্তবতা।

আর মনে রাখবেনঃ জান্নাত ও তো কেবল বিজয়ীদের জন্য !

(মনে রাখা কর্তব্য যে এই বিজয় আমরা লাভ করবো শুধু মাত্র আল্লহ ﷻ দয়ার মাধ্যমে। কিন্তু তাই বলে আমাদের অলস বসে থাকার সুযোগ নেই।)

মুহাব্বাতে কুরআন

01 Dec, 08:36


একটা সত্য ঘটনা মনে পড়লো। বলে ফেলি। বেশ আগে দীর্ঘ একটা প্রশ্ন এসেছিল। ঘটনা সবিস্তারে লেখা হয়েছে। প্রায় দুই ফর্মা। আপনারা অধৈর্য হয়ে যাবেন। কিন্তু, একজন মনোরোগ বিশেষজ্ঞের মত পুরো উপাখ্যান আমার খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়েছে। সংক্ষেপে ঘটনা হলো, মেয়েটা পারিবারিকভাবে দ্বীনদার। তার বক্তব্য অনুযায়ী পর্দা মেইনটেইন করে চলে। কলেজ শেষ করে ঢাবিতে চান্স পেয়েছিল। বাড়ি থেকে আসা-যাওয়া করে পড়া কঠিন; তাই বিশ্ববিদ্যালয়ের হলে সিট দরকার ছিল। সিট পাওয়া নিয়ে ঝামেলায় পড়ে গিয়েছিল। তখন অল্প পরিচিত এক সিনিয়র ভাই এগিয়ে আসেন। তার সহযোগিতায় সিট হয়। এবং এই সুবাদে মাঝেসাঝে কথাবার্তা হয়।

আলাপচারিতা এক সময় প্রেমে রূপ নেয়। যেহেতু মেয়েটি পারিবারিকভাবে দ্বীনদার, হারাম সম্পর্কে সে থাকতে চাইছিল না। তাছাড়া যেকোনো সময় ব্যভিচারে জড়িয়ে পড়ার আশঙ্কাও তারা করছিল। ফলে, মেয়েটির পীড়াপীড়িতে সম্পর্ক হালাল করতে বন্ধুদের উপস্থিতিতে তারা বিয়ে করে নেয়। সম্পর্ক হালাল করার পর বেশ কয়েকবার তারা অন্তরঙ্গ হয়েছে।

মাস কয়েক যাওয়ার পর সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ছেলেটি খারাপ আচরণ করতে থাকে। তাকে গালমন্দ, মারধোর করে। অন্য মেয়েদের সাথে কথা বলে। ইত্যাকার অনেক অভিযোগ। অপরদিকে বাসা থেকে পাত্র ঠিক করে ফেলেছে। সরকারি ভাল চাকরি করে। দেখতেও ভাল। হায়ার এডুকেটেড। বাসা থেকে বিয়ের প্রেসার চলছে। আগের বিয়েটির কথা বাসায় বলা অসম্ভব। জানে মেরে ফেলবে। টিপিক্যাল দ্বীনদার পরিবারে যা হয়। তাছাড়া, ওই ছেলের কাছ থেকে তালাক নেওয়া হয় নি। তালাক সে দিতেও চাইবে না।

এখন প্রশ্ন হলো, তাদের পূর্বের বিয়েটি কি হয়েছে? যেহেতু মেয়ের অভিভাবক জানে না। হয়ে থাকলে মেয়েটি কি পূর্বের স্বামীকে ডিভোর্স দিতে পারবে? ইদ্দত পালন করতে হবে কী? মেয়েটি যদি বাবা-মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করে তাহলে পূর্বের বিয়ের কথা ছেলেটিকে জানাতে হবে? কাবিননামায় নিজেকে কুমারী লিখলে কি গুনাহ হবে?

পুরো উপাখ্যান পড়ে বেশ খানিকটা সময় চুপ করে বসে ছিলাম। না জানি এমন কত দ্বীনদার পরিবার মহাপাপের এই অথই সাগরে দুনিয়াবি সার্টিফিকেট অর্জনের আকাঙ্ক্ষায় ছেলে-মেয়েকে ঠেলে দিচ্ছে! গাইনি ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে মেডিকেল কলেজে ভর্তি হওয়া কত মেয়ে নিয়মিত জন্মনিরোধক ব্যবহার করছে! গাইনির শরণ নিয়ে এবোরশান করছে! অনাকাঙ্ক্ষিত সন্তানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিচ্ছে। যারা হারাম ও গুনাহ সম্পর্কে অজ্ঞ তাদের দুর্বলতা বোধগম্য; যারা দ্বীন প্র্যাকটিস করে তাদের এই বেপরোয়া ভাব বোধগম্য নয়। উল্টো ফিকহ-ফতোয়াকে কটাক্ষ করে ঈমান নষ্ট করা! এদের তো ইহকাল-পরকাল সব বরবাদ!

সিস্টেমকে মেনে নিলে বিপ্লব হয় না; সিস্টেমের দুর্বলতা বুঝে তারচেয়ে উত্তম বিকল্প প্রস্তাব করতে হয় এবং আন্দোলন জোরালো করতে হয়। আমাদের তো উত্তম বিকল্প আছে; প্রয়োজন শক্তিশালী আন্দোলন ও কুরবানি। তাহলেই সহশিক্ষার এই ভয়ঙ্কর সিস্টেম থেকে মুক্তি সম্ভব।

— মুহতারাম Nuruzzaman Nahid হাফিজাহুল্লাহ

#Co_education

মুহাব্বাতে কুরআন

30 Nov, 13:59


🔥

(Shared post)

For every goura govinda there will be a Shahjalal!

~ Catalyst For Change

মুহাব্বাতে কুরআন

30 Nov, 04:59


যখন ই---সরাইল লেবাননে যু*দ্ধবিরতি দিয়ে গা--জাতে পূর্ণ মনোযোগ দিতে প্রস্তুত, ঠিক সেই মূহুর্তে আলেপ্পো আবার আমাদের হওয়াটা অনেক বেশি সুকুনের। আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ।

দামেস্ক ও আবার আমাদের হোক, দামেস্কের মাধ্যমে যেন আল আকসা অব্দি পৌঁছে যাই এই দুআটি খুব বেশি চাই আখওয়াতি, খুব মানে খুব বেশি। তাহলে অন্তত বলতে পারবো যে, এ বিজয়ে আমারও কিছু হিসস্যা (অংশ) আছে। হোক না সেটা অন্তত দু'আর মাধ্যমে।

(ছবিতে এ পৃথিবীর অন্যতম সুখী আমাদের-ই এক বোন, যাঁর জন্য একটি মেরুদণ্ড ওয়ালা পুরুষের কাঁধ আছে। আল্লহ ﷻ অঢেল বারকাহ দিন।)

মুহাব্বাতে কুরআন

29 Nov, 10:52


খোদ ত্বলিবাহ'র জবানে তাঁর ফার‍যে আইন কাফেলা ! (১)

#review_farz_a_ain

মুহাব্বাতে কুরআন

27 Nov, 01:31


........

মুহাব্বাতে কুরআন

26 Nov, 16:05


বিস্তারিত:
https://t.me/meeraasun_nubuwwah_academy/9

মুহাব্বাতে কুরআন

26 Nov, 04:17


কেউ কেউ হয়তো ভাবছে একটা সামান্য কোর্সে রেজিস্ট্রেশন করতে কেন এতো শর্ত! আর কেউ কেউ বলছেন আমরা কীভাবে বোনদের এতো শর্ত মেনে নেই! হি হি। আলহামদুলিল্লাহ।

মুহাব্বাতে কুরআন

25 Nov, 13:03


এখন আমার বুকের মাঝের
অনেকগুলো হাঁড়ের খাঁজে
ছোট্ট একটা শালিক পাখির
কিচিরমিচির সকাল সাঁঝে।

আমার হাজার ক্ষতের মলম হয়ে
অভিমানে মুখ লুকিয়ে
চক্ষুভরা অশ্রু নিয়ে
যখন সে একটু খানি হাসে ! 
আমি অবাক হয়ে ভাবতে বসি,
কেন সে এত্তো ভালোবাসে?

আচ্ছা, সত্যি করে বল তো শালিক?
আমায় চেয়ে-ই তোর ওই চোখের ঝিলিক?
শুধু আমায় চেয়ে?
হ্যাঁরে, সত্যি তো রে?
আনবি টেনে নিজের কাছে এক্কেবারে?
বাসবি ভালো শক্ত করে?

যত্ম করে জড়িয়ে ধরে কাঁদবি অনেক?
কিন্তু শালিক! হাত ছাড়িস যদি?
থাকবো বেঁচেই, অনেক কষ্ট নিয়ে৷

আমায় কষ্ট দিতে কষ্ট হবে?
অন্যরা যে দিয়েই গেলো?
তুই আলাদা?
সবাই এই একটা কথা-ই বলে গেলো!

হায়রে শালিক!
সবাই থেকেও এখন আমার কেউ তো নেই!
তাই ওই হতচ্ছাড়া দুঃখগুলো
এই অশ্রু হয়ে পড়লো বলে!
কোথায় রাখি, কোথায় রাখি!
কোথাও আমার জায়গা নেই!

জানিস শালিক!
আমি আর আগের মতো বোকা নেই!
এখন আমি অশ্রুগুলো জমা রাখি
আমার প্রিয় জায়নামাজেই।

#shayeri_mq

মুহাব্বাতে কুরআন

25 Nov, 10:27


তর-বারি বিক্রি করে আমরা কিনে নিয়েছি মুসল্লা !
ইজ্জত লুট হচ্ছে আর আমরা করে যাচ্ছি দু'আ !

~ আল্লামা ইকবাল রহি.

মুহাব্বাতে কুরআন

25 Nov, 00:55


যখন আল্লহ ﷻ তোমাকে পরীক্ষা করেন, সেটি মোটেও তোমাকে ধ্বংস করা নয়। যখন তিনি তোমার কাছ থেকে কিছুকে সরিয়ে নেন, সেটির মানে হলো:

তিনি তোমার হাতদুটোকে খালি করে দিয়েছেন এর চেয়েও বড় কোনো প্রতিদান দেওয়ার জন্য।


#wallpaper_mq

মুহাব্বাতে কুরআন

22 Nov, 15:02


আজকের মুযাকারা আমাদের ধারণার বাইরে কবুলিয়াত পাচ্ছে আলহামদুলিল্লাহ !

দাওয়াত ছিলো মেডিক্যাল ছেড়ে আসা আমাদের বোনের। আল্লহ মিলিয়ে দিয়েছেন তিন তিনটি মেডিক্যাল ছেড়ে আসা বোনকে!

ইয়া রব্বি! কীভাবে শুকরিয়া আদায় করি আপনার? আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!

.
আর হ্যাঁ, মুযাকারা কিন্তু চলমান! যুক্ত হতে চাইলে হয়ে যান। হয়ে যান। ইন শা আল্লহ।

মুহাব্বাতে কুরআন

22 Nov, 12:44


السلام عليكم و رحمة الله و بركاته

আখওয়াতি! আখওয়াতি! আখওয়াতি!

চলুন, চলুন, সবাই ইশার সালাত আদায় করেই বসি ইন শা আল্লহ। আচ্ছা? আর শুনুন না! অন্তরটাকে এক্কেবারে ফাঁকা করে বসবো কিন্তু!  সত্য গ্রহণে আমার অন্তরের ধূলো যেনো আমার প্রতিবন্ধক না হয়!

ইয়া মুক্বল্লিবাল ক্বুলুব! আপনি রহম করিয়েন আমাদের উপর।

মুহাব্বাতে কুরআন

22 Nov, 12:05


بسم الله الرحمن الرحيم

• বিধিবদ্ধ সতর্কীকরণ
• মেডিক্যালে কী কী ফিতনার সম্মুখীন হতে হয়?
• আমাদের বোনের সহশিক্ষা ছেড়ে আসার গল্প
• আপনার জিজ্ঞাসা

আল্লহ ﷻ চাইলে এই ৪ টি টপিকে কথা বলবো আমরা ইন শা আল্লহ। আপনারা প্রস্তত তো? আজ রাত ঠিক ৭:৩০ টা, ইন শা আল্লহ!

মুহাব্বাতে কুরআন

22 Nov, 08:13


নারীদের নিয়ে কেন কাজ করা দরকার? কেন বেশি বেশি কাজ করা দরকার? কারণ, নারীরা-ই উম্মাহ'র ভিত্তিপ্রস্তর। যেদিন একজন নারী নিজেকে মু-জা--হিদের স্ত্রী আর মা হিসেবে দেখতে চাইবে, ইন শা আল্লহ আমরা আবার বিজয় লাভ করবো।

আর ঠিক একই কারণেই পশ্চিমারা নারীবাদের নামে সবচেয়ে বেশি মুসলিম নারীদেরকেই ধ্বংস করে ফেলছে। কেননা, একজন মুসলিম নারীকে ধ্বংস করা মানে প্রকারান্তরে এই উম্মাহকেই ধ্বংস করা।

মুহাব্বাতে কুরআন

22 Nov, 07:51


আজকের মুযাকারাটি আমাদের স্বপ্ন, স্বপ্নের কবুলিয়াত ইন শা আল্লহ।

আল্লহ চাইলে এই এক মুযাকারায় পেয়ে যাবেন মেডিক্যাল রিলেটেড সকল কিছু। তাই..আসুন, আসুন। আরো আরো বোনদের নিয়ে আসুন। বিসমিল্লাহ।

https://t.me/meeraasun_nubuwwah_academy/8

মুহাব্বাতে কুরআন

21 Nov, 14:52


আমাদের খুসুসি মুযাকারা ৪ এর ভেন্যু 'নাগমাতুল আখওয়াত' তে ফুলদের মেলা বসছে আলহামদুলিল্লাহ। আপনি হাজির তো?

https://t.me/meeraasun_nubuwwah_academy/8

মুহাব্বাতে কুরআন

21 Nov, 04:34


ন্যায্য দাবি নিয়ে ১৪৬ জুলাই আমরা আসছি বায়তুল মোকাররমে..

🚨 দীর্ঘ প্রায় ১০ বছর যাবত মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত ব্লগার শফিউর রহমান ফারাবি সহ সকল নিরপরাধ-নিরীহ মাজলুম কারাবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও ‘ছয় দফা' দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ

স্থান: বায়তুল মোকাররম উত্তর গেইট
তারিখ: ২২ নভেম্বর ২০২৪ ( ১৪৬ জুলাই )
রোজ শুক্রবার, সময় : বাদ জুমা ।

আয়োজনেঃ বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

#JusticeForFarabi #FreeFarabi #FreeFarabiShafiurRahman

মুহাব্বাতে কুরআন

20 Nov, 15:22


বিস্তারিত দেখে নেই ইন শা আল্লহঃ
https://t.me/meeraasun_nubuwwah_academy/7

মুহাব্বাতে কুরআন

20 Nov, 13:25


চোখ দুটো যখন মরুভূমিতে পরিণত হয়েছে, তখন সবাই এসেছে কান্না দেখতে!

#shayeri_mq

মুহাব্বাতে কুরআন

19 Nov, 13:05


'দ্বীনের খাতিরে' - ভাই আসিফ আদনান হাফিযাহুল্লাহু

আমরা নানাভাবে আত্মপ্রতারণা করি। কিন্তু অদ্ভূত ব্যাপারটা হল অধিকাংশ সময়, আত্মপ্রতারণাগুলোকে আমরা প্রতারণা ভাবি। সুন্দর সুন্দর অজুহাত গুলো দেয়ার সময় আমরা ভাবি, আমরা বুঝি অন্য কাউকে বুঝ দিচ্ছি। নিজের চিন্তা, সিদ্ধান্ত, বর্তমানকে ঠিক প্রমাণ করার জন্য আমরা বিভিন্ন যুক্তিতর্কের মারপ্যাঁচ তৈরি করি, আর ভাবি এভাবে তর্কে জেতা গেল। কারো মুখ বন্ধ করানো গেল, কিংবা ঠিক প্রমাণ করা গেল নিজেকে। আমরা মনে করি এভাবে আমরা অন্যদের ধোঁকা দেই। সেটা সৃষ্টি হোক কিংবা স্রষ্টা। কিন্তু আমরা আসলে ধোঁকা দেই নিজেদেরকেই। একটা ভুলকে ভুল জেনে, মনের খচখচানিটা উপেক্ষা করে, যখন অন্যের সামনে আমরা সেটা জায়েজ করি তখন চূড়ান্ত হিসেবে ক্ষতিটা হয় আমাদের নিজেদের। দুনিয়ার সবাইকে সব কিছু বুঝিয়ে চুপ করানো যায়, কিন্তু আটকানোর হলে শেষ বিচারে আটকাতে হবে আমাদেরকেই।
একটা বাস্তব উদাহরণ হল ‘দ্বীনের খাতিরে’ নিজের দুনিয়াকে জায়েজ করা। চরম পর্যায়ের ক্যারিয়ারিস্ট কিংবা ক্যাপিটালিস্টিক চিন্তাকে আমরা জায়েজ করি দ্বীনের অজুহাতে –
আমি অমুক চাকরি করতে চাই কারণ এতে দ্বীনের লাভ হবে। আমি অমুক ব্যবসা করতে চাই কারণ এর মাধ্যমে মুসলিমদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। আমি বিদেশী ডিগ্রি চাই কারণ এতে উম্মাহর খেদমত হবে, আমি কুফফারের দেশে থাকতে চাই কারণ এতে দাওয়াহ হবে।
তাই ভাই? সিরিয়াসলি? এটাই আপনার ডিসিশানের পেছনে মূল ড্রাইভিং ফ্যাক্টর? আপনার মূল মোটিভেইশান? উম্মাহর খেদমতের আর কোন উপায় আপনার চোখে পড়লো না? শুধু ওটাতেই উম্মাহর খেদমত দেখতে পেলেন যেটা আপনার পরিবারের এক্সপেক্টেশান আর আপনার প্রেফারড ক্যারিয়ার পাথের সাথে সুন্দরভাবে অ্যালাইনড হয়ে গেল? ব্যাপারটা অনেকটা ‘আরে গাইনির ডাক্তার লাগবে না!’ বলে মেয়েদের সহশিক্ষার পক্ষে যুক্তি দেয়ার মতো। গাইনির ডাক্তার তো লাগবে, কিন্তু কতোজন উচ্চমাধ্যমিকের পর পড়াশুনা করে, আর ফি বছর উম্মাহ কতোজন গাইনির ডাক্তার পায়? উম্মাহর খেদমতে কতোজন বছর বছর নিজেদের এভাবে ‘উজার’ করে, আর উম্মাহ তাতে কী পায়?
এভাবে কতো দশক ধরে উম্মাহর খেদমত হচ্ছে ভাই? কতো বিসিএস ক্যাডার, সিআইপি, বিদেশী ডিগ্রি আর নন-রেসিডেন্ট মুসলিম আসলো, গেলো? উম্মাহ কয়জন উসমান, আমর আর খালিদকে পেলো? রাদ্বিয়াল্লাহু আনহুম ওয়া আজমাইন। আচ্ছা এতো কঠিন আদর্শ বাদ, উম্মাহ কয়জন শাজুল ইসলাম,তৌকির শরীফ আর বিলাল আবদুল করিমকে পেলো? আর কয়জন গুড-ফর-নাথিং হামবড়া বিদ্বান পেলো?
সকল নবী-রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এর ঘটনা এবং সাহাবায়ে কেরাম রাদ্বীয়াল্লাহু আনহুম ওয়া আজমাইন এর জীবনি থেকে একটা শিক্ষা স্পষ্ট। তাঁরা তাওহিদের জন্য, ইসলামের জন্য দুনিয়াকে ত্যাগ করেছেন। দ্বীনের জন্য তাঁদের দুনিয়াকে ছাড়তে হয়েছে। সন্যাসী হয়তো হতে হয়নি কিন্তু করতে হয়েছে বিশাল সব স্যাক্রিফাইস। দ্বীনের জন্য কিছু করতে গেলে দুনিয়াবী কিছু স্যাক্রিফাইস করতে হবে। এটা একটা বেইসিক আন্ডারস্ট্যান্ডিং।
কিন্তু আমাদের সময় এসে ব্যাপারটা কেমন উল্টে গেল, তাই না? আমি আমার নিজের ক্যারিয়ার, নিজের লাইফস্টাইল, নিজের সোশ্যাল স্ট্যাটাসের জন্য অমুক চাকরি, অমুক ডিগ্রি, কিংবা অমুক দেশের পেছনে ছুটছি না। না, না! আরে আমি তো দ্বীনের জন্য করছি। এটা আমার প্রয়োজন না। দ্বীনের প্রয়োজনে করা।
নিজের স্বার্থে সিদ্ধান্ত নেয়া ইসলামে না-জায়েজ না। এবং অনেক ক্ষেত্রে ইসলামে প্রশস্থতা আছে। আধুনিক সময়ের অধিকাংশ আলিম সেই প্রশস্থতাকে আরো অনেক প্রশস্থ করেছেন। এটুকু তো যথেষ্ট। আপনি সেই প্রশস্থতার সুযোগ নিন না। কিন্তু এটাকে দ্বীন দিয়ে জাস্টিফাই করতে হবে কেন? এ ধোঁকাবাজি আলটিমেটলি কার সাথে?

মুহাব্বাতে কুরআন

19 Nov, 02:33


মুহাব্বাতে কুরআন pinned «بسم الله الرحمن الرحيم মুহাব্বাতে কুরআন এর শুরুটা নেহাত-ই কাঁচা হাতে। একটি কাঁচা স্বপ্ন সমেত। সূরা কাহাফের মতো বি-শাল একটি সূরা কীভাবে একদিনে পড়া সম্ভব, এ নিয়ে গবেষণা ই ছিলো সেই শুরু। জানি না কীভাবে আল্লহ ﷻ এমন কাঁচা হাতকেও কবুল করলেন। সত্যি বিস্ময় লাগে!…»

মুহাব্বাতে কুরআন

19 Nov, 02:26


আত্মাগুলো তো মিলেই আছে,
মিলনের পথে শুধু দূরত্ব টাই বিরাট বাঁধা হয়ে দাঁড়িয়েছে!

#shayeri_mq

মুহাব্বাতে কুরআন

18 Nov, 09:50


بسم الله الرحمن الرحيم

মুহাব্বাতে কুরআন এর শুরুটা নেহাত-ই কাঁচা হাতে। একটি কাঁচা স্বপ্ন সমেত। সূরা কাহাফের মতো বি-শাল একটি সূরা কীভাবে একদিনে পড়া সম্ভব, এ নিয়ে গবেষণা ই ছিলো সেই শুরু। জানি না কীভাবে আল্লহ ﷻ এমন কাঁচা হাতকেও কবুল করলেন। সত্যি বিস্ময় লাগে! আমাদের মতো বান্দীদের দিয়েও আল্লহ ﷻ কাজ নিয়েছেন, নিচ্ছেন এটাও আল্লহ'র ﷻ কুদরতের বহিঃপ্রকাশ বলেই বোধ হয়। ঘোর লেগে যায়। চোখ ধরে আসে। আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ।

আর সবচেয়ে বেশি আল্লহ ﷻ যা দিয়েছেন এই মুহাব্বাতে কুরআন কে, তা হলো মুহাব্বাত ! আপনাদের মুহাব্বাত ! আপনারা এতো বেশি মুহাব্বাত করেন আখওয়াতি যে ভাবলেই গলায় দলার মতো কী যেন আটকে যেতে চায়।  আলহামদুলিল্লাহ।

এতো মুহাব্বাত কেন করেন বলুন? বিশ্বাস করুন, আমরা এর যোগ্য না। (আল্লহ ﷻ আমাদের সে যোগ্যতা দান করুন কল্যাণের সাথে)

যোগ্যতা না থাকা সত্ত্বেও আল্লহ সুবহানাহু ওয়া তা'আলার ইচ্ছায় আমাদের কার্যক্রম বিস্তৃত হয়েছে, হচ্ছে আলহামদুলিল্লাহ।ছুম্মা আলহামদুলিল্লাহ। যেহেতু মুহাব্বাতে কুরআন কোনো অফিসিয়াল প্ল্যাটফর্ম না, কিন্তু আমাদের বেশকিছু একাডেমিক কার্যক্রম এখন বিদ্যমান আলহামদুলিল্লাহ। তাই পরম করুণাময় আল্লহ আযযা ওয়াজালের তাওফিক মোতাবেক আমরা আপনাদের সামনে পেশ করছি আপনাদের-ই একাডেমিক প্ল্যাটফর্ম:

মিরাসুন নুবুওয়্যাহ একাডেমি
Meeraasun Nubuwwah Academy
أكاديمية ميراث النبوة

অন্তরে প্রকম্পন সৃষ্টিকারী অসহায় করা এই মূহুর্তে আমরা কেবল ও কেবল মাত্র আমাদের আল্লহ'র ﷻ উপর-ই ভরসা করলাম। আপনাদের সাক্ষী রেখে এবং সাথে রেখে  আল্লহ'র রাহে আরো একবার নিজেদের সবকিছু কুরবানের পাক্কা নিয়্যাত করলাম । ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ।

قُلۡ اِنَّ صَلَاتِیۡ وَ نُسُكِیۡ وَ مَحۡیَایَ وَ مَمَاتِیۡ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ

‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব।’ [৬ঃ১৬২]

কবুলিয়াতের দু'আ চাই আখওয়াতি। অনেক, অনেক বেশি দু'আ চাই। কান্না ভেজা কপোলওয়ালীর তার মালিকের সাথে ফিসফিসিয়ে কথোপকথনের সেই মুহুর্তে মিরাসুন নুবুবিয়্যাহ'র উল্লেখ চাই!

মিরাসুন নুবুওয়্যাহ! নবুয়তের মিরাস!আপনি কি জানেন বোন নবীগণের (আলাইহিমুস সালাম), নাবী ﷺ এর মিরাস তথা রেখে যাওয়া সম্পদ কোনটা? এ হচ্ছে ইলম ! ইয়াতীম নাবীর ﷺ ইয়াতীম উম্মাতিদের ইলমকেন্দ্রিক কার্যক্রমের নাম তাই এই-ই। নামটাই কত্ত ভারী, তাই না? তাই তো বলছি বোন , একটু রাখিয়েন আপনার দু'আয়? একটু রাখিয়েন?

মহান রব্বের ﷻ নামে আসুন শামিল হই মিরাসুন নুবুবিয়্যাহ'য় । নাবী কারীম এর মিরাসের উত্তারাধিকারিনী হওয়ার এই যাত্রায়। বিসমিল্লাহ।

টেলিগ্রাম চ্যানেল লিংক:

https://t.me/meeraasun_nubuwwah_academy

ফেইসবুক পেইজ লিংক:

https://www.facebook.com/meeraasun.nubuwwah.academy?mibextid=ZbWKwL

ওহ, আরেকটা কথা। লিংকে প্রবেশ করেই ইন শা আল্লহ পাবেন একটি বিশেষ হাদিয়া! শুধু হাদিয়া তো না , সেটা আমাদের স্বপ্নের কবুলিয়াত। ইন শা আল্লহ।আর আমাদের স্বপ্ন তো আপনাদের ঘিরেই বোন। যান, ছুঁয়ে আসুন আমাদের স্বপ্ন। ফিআমানিল্লাহ।

اللهم صل وسلم على نبينا محمد

মুহাব্বাতে কুরআন

17 Nov, 16:51


একজন তাজউইদ টিচার যেমন হন...!

[আমাদের ফারযে আইন এর তাজউইদ টিচারের (হাফিযাহাল্লাহ) সঙ্গে কথোপকথনের খন্ডাংশ। কী নিয়ে কথোপকথন, কেউ আন্দাজ করতে পারবেন? কী? পারবেন?]

মুহাব্বাতে কুরআন

15 Nov, 12:40


সহশিক্ষা ছাড়তে গিয়ে আমরা যে আজিব ধরনের একটা ওয়াসওয়াসার স্বীকার হই/পরিবার হয়, সেটা হলো:

পড়াশোনা বাদ দিয়ে ঘরে বসে থাকলে তো আমায় কেউ বিয়ে-ই করবে না/পড়াশোনা বাদ দিয়ে ঘরে বসে থাকলে তোকে কে বিয়ে করবে??

.
আচ্ছা। আপনি হারাম ছাড়লেন বলে যে আপনাকে বিয়ে করলো না সে ঠিক কতটা দ্বীনদার বলে আপনার মনে হয়?

আরেকটা বিষয় খেয়াল করুন। আপনি সহশিক্ষায় থাকলেন। আপনার স্বামী ও আপনাকে সহশিক্ষায় রাখলেন। আলটিমেটলি আপনার ফরয পর্দা তরক করানোর মাধ্যমে আপনার স্বামী পরিনত হলেন দাইয়্যুসে। আর হাদীসে স্পষ্টভাবে দাইয়্যুসের জন্য জাহান্নামের হুমকি এসেছে।

তাহলে ভাবুন একবার!

কোনো এক 'হবু জাহান্নামী' যেন আপনাকে বিয়ে করে, এই আশায় আপনি সহশিক্ষা ছাড়ার হিম্মাত পাচ্ছেন না/আপনার পরিবার আপনাকে সহশিক্ষা ছাড়তে দিচ্ছে না.......!!!!


#CoEducation
#MuhabbateQuran

মুহাব্বাতে কুরআন

15 Nov, 09:48


আমাদের শুধু চাই আর চাই। চাই আর চাই। এই চাওয়াকে পাওয়াতে পূরণ করতেই আমরা রোজ ভোরে দৌড়াই।

পাবলিক বাসে, পুরুষের ঘামের সঙ্গে মানিয়ে নিয়ে ঝুলন্ত শরীরটা নিয়ে হাঁপিয়ে উঠলেও মেয়েদের-ও পেছনে পড়া মানা-ই।

প্রয়োজন, প্রয়োজন আর প্রয়োজন।

আমরা যেন কোনো দৈত্য-দানো,
আমাদের মস্ত লম্বা উদরটা পূর্ণ করো!
এই দৌড়ে স্বীয় দ্বীনকে ছুড়ে ফেলার প্রয়োজন হলে?
কে বলেছে, পরোয়া করো?


.
কবিতা কবিতা এই লেখাটি পড়তে পড়তে আমাদের কি অন্তরে এই প্রশ্নটি এসেছে যে শরীয়তে প্রয়োজনের মানে টা কী? প্রয়োজন আসলে কতটুকু? এই প্রয়োজনের খাতিরে দ্বীনকে বিসর্জন দেওয়ার প্রয়োজনটাও বা কতটুকু? বিশেষত নারীদের জন্য?

এক গুরাবাহ'র লেখনীতে আসুন জেনে নিই, প্রয়োজন মানে আসলে কতটুকু প্রয়োজন!

https://hoytoba.com/id/2007

মুহাব্বাতে কুরআন

14 Nov, 04:32


আপনাদের-ও বুঝি তাই মনে হয়?

.
আমাদের ফারযে আইন কাফেলা ৩ এ রেজিস্ট্রেইশন করতে:
https://t.me/MuhabbateQuran/1326

মুহাব্বাতে কুরআন

13 Nov, 08:09


بسم الله الرحمن الرحيم

অতঃপর, আপনার চোরা ডায়েরী আপনার অপেক্ষায়! ইন শা আল্লহ।

সাইজ: ৪.৫ "/ ৫.৭"
হাদিয়া: ২৫০ টাকা

দ্রুত নক করুন ইন শা আল্লহ: @khusbuwali_mq

মুহাব্বাতে কুরআন

12 Nov, 16:44


স্মৃতি রোমন্থন !

মুহাব্বাতে কুরআন

12 Nov, 05:44


শুধু ওই চোখের দেখায় যে বাসা হয়,
ওহে প্রিয়! তাকে কি আর ভালোবাসা কয়?

#shayari_mq

মুহাব্বাতে কুরআন

11 Nov, 12:52


السلام عليكم و رحمة الله و بركاته

সহশিক্ষা সংক্রান্ত যেকোনো ধরনের লেখা, পোস্ট, লেকচার লিংক। যা কিছু আপনার সংগ্রহে আছে মিন ফাদ্বলিক এই পোস্টের কমেন্টে ড্রপ করুন।

আল্লহ কবুল করলে আপনার এই সামান্য কাজটুকু-ও হতে পারে আপনার-ই কোনো বোনের সহশিক্ষা ছাড়ার গল্প!

মুহাব্বাতে কুরআন

10 Nov, 06:34


السلام عليكم و رحمة الله و بركاته

কয়দিন পরেই এডমিশনের সিজন শুরু হবে। নিচের লেখাটি আল্লহ চাইলে আমাদের চিন্তার খোরাক হতে পারে।

শিরোনাম: ক্রাশ-কনফেশন, নিকাব এবং অন্যান্য
লেখক: Tanvir Ahmed
লেখার লিংক: https://hoytoba.com/id/5061

আল্লাহ রাব্বুল ইজ্জাহ্ আমাদের সহ আমাদের প্রত্যেক সহজ সরল বোনদের হেফাজত করুন, আমাদের ত্রুটিগুলো মাফ করে দিন।

মুহাব্বাতে কুরআন

08 Nov, 07:01


আল্লহু আকবার! উস্তায! উস্তায! উস্তায! সুবহানআল্লহ!

https://t.me/iomeduorg/3192

.
আবার ফিরতে ইচ্ছে করছে সেই মূহুর্তে, যখন উস্তাযের কান্না দেখে অবাক হয়ে ভেবেছিলাম পুরুষ মানুষেরাও এভাবে কাঁদে বুঝি? বুঝেছিলাম কান্না লজ্জার না বরং আল্লহ'র ﷻ, কেবল ও কেবল মাত্র আল্লহ'র ﷻ জন্য কান্না-ও কী ভীষণ গর্বের!

আমাদের উস্তায হাফিযাহুল্লাহু'র সেই কান্নার একটু ছোঁয়া:

https://t.me/MuhabbateQuran/322

মুহাব্বাতে কুরআন

07 Nov, 07:08


একটা বিষয় মাঝে মাঝে আমাদের চোখে পড়ে। সেটা হলো বেশ কিছু জায়গাতেই আমাদের প্যাটার্ন অনুসরণ করে কাফেলা/কোর্স আনা হয়। আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ। বড় ভালো লাগে আমাদের এটা। বাস্তবিক-ই। আমরা অন্যদিকে ব্যস্ততায় আগে যে কাজগুলো করতাম সেগুলোর তাওফিক এখন পাচ্ছি না আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কিন্তু আল্লহ ﷻ হয়তো চান সেগুলোর প্রাপ্তি আমাদের আমালনামায় যুক্ত হতেই থাকুক। ওয়াল্লহু আলামু। সকল প্রশংসা আমাদের রব্বের। সকল প্রশংসা আমাদের রব্বের।

যারা আমাদের বিষয়গুলো দেখে কাজ করেন, তাঁদের প্রতি একরাশ মুহাব্বাত রইলো। অনেক অনেক দু'আ রইলো। তবে একটি সতর্কতা হলো, যদি সরাসরি কোনো কথা/কাজ আপনি কারো থেকে গ্রহণ করেন, মিন ফাদ্বলিক অনুমতি নেবেন। এটা জরুরী। অবশ্যই জরুরী।

আর বোনদের প্রতি আমাদের বার্তা হলো, কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানের কাজ যদি আমাদের অনুসরণে হয়, সে ব্যাপারে আমাদের কোনো দায় থাকবে না। আবার কখনো যদি কেউ 'আমি মুহাব্বাতে কুরআন এর খাদিমাহ' পরিচয়ে কিছু 'আবদার' করে বসে, সেই দায়ভার ও কিন্তু আমাদের না! একটু সতর্ক হই সবাই আচ্ছা? এমন কোনো জরুরতে আমাদের কাছে জিগ্যেস ও করতে পারেন। যামানাটা আসলে ভালো না তো! আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লহ ﷻ হিফাজত করুন আমাদের।

মুহাব্বাতে কুরআন

06 Nov, 05:46


الحمد لله.........!!!

মুহাব্বাতে কুরআন

05 Nov, 08:28


এডমিশন সিজন চলমান। এটা হচ্ছে সেই সুবর্ণ সুযোগ,নিজের জীবনের অন্যতম জরুরী সিদ্ধান্তটি নেওয়ার। এই একটি সিদ্ধান্তের উসিলায় আপনি আমূল বদলে যেতে পারেন। বদলে যেতে পারে আপনার স্বপ্ন, আগ্রহ, জীবনের মিশন ও ভিশন।

আমাদের করজোড়ে অনুরোধ থাকবে, নিজের জীবনের মিশন ও ভিশনটাকে ঠিক করে নেওয়ার আগে একবার আমাদের 'নাগমাতুল আখওয়াত' এ আসুন। সেখানে
থাকা সহশিক্ষা, মেডিক্যাল ও দ্বীনের খিদমাত সংক্রান্ত আলোচনাটি শুনুন। অনেক প্রশ্নের উত্তর ইন শা আল্লহ খুব সহজে পেয়ে যাবেন। আল্লহ ﷻ প্রদত্ত তাওফিক মোতাবেক আমরা চেষ্টা করেছি বিষয়গুলো স্পষ্ট করার। আল্লহ আমাদের নেক নিয়্যাত কবুল করে নিন। আপনাদেরকে সবচেয়ে অধিক উপকৃত করুন। আমিন। আমিন।

'নাগমাতুল আখওয়াত' চ্যানেলে যুক্ত হতে বা যুক্ত করতে (কেবল ও কেবল মাত্র বোনদেরকে) @responder_mq তে ভয়েসে বলতে বলুন:'নাগমাতুল আখওয়াতে যুক্ত হতে চাই ইন শা আল্লহ !'

আপনারা যারা এডমিশন ক্যান্ডিডেট না, তাদের প্রতিও করজোড়ে অনুরোধ আমাদের এ দাওয়াত সবার কাছে পৌঁছে দিতে। মিন ফাদ্বলিক আখওয়াতি, মিন ফাদ্বলিক!!

মুহাব্বাতে কুরআন

05 Nov, 06:26


‘দ্বীনের যে কাজ একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য হবে, সেটা (কেয়ামত পর্যন্ত মানুষের উপকারের জন্য) বাকি থাকবে; আর যেটা অন্য উদ্দেশ্যে হবে, তা কালের গর্ভে হারিয়ে যাবে’

__ইমাম মালেক রহিমাহুল্লাহু

মুহাব্বাতে কুরআন

02 Nov, 16:13


কোথায় আপনারা আখওয়াতি? আপনাদের 'নাগমাতুল আখওয়াত' যে ভেসে যাচ্ছে হাদিয়ার বন্যায় !

.
'নাগমাতুল আখওয়াত' চ্যানেলের কার্যক্রম সম্পর্কে জানতে: https://t.me/MuhabbateQuran/1085।

.
কেবল ও কেবল মাত্র বোনদেরকে 'নাগমাতুল আখওয়াতে' যুক্ত করতে @responder_mq তে ভয়েসে বলতে বলুন:'নাগমাতুল আখওয়াতে যুক্ত হতে চাই ইন শা আল্লহ !'

মুহাব্বাতে কুরআন

02 Nov, 11:27


قد يضيق العمر إلا ساعة وتضيق الأرض إلا موضعا

'কখনও জীবন একটি মুহূর্তে আবদ্ধ হয়ে পড়ে এবং জমিন আবদ্ধ হয়ে পড়ে একটি স্থানে।'

মুহাব্বাতে কুরআন

02 Nov, 04:01


সেরা_অফার

নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার করলেই পেয়ে যাবেন ৫৫% ছাড়ে ।

কাভার মূল্য: ১৮০০টাকা(২খন্ড একত্রে)
অফার মূল্য: ৮১০টাকা (২খন্ড একত্রে)

🔥শর্ত:
১.অবশ্যই মিনিমাম ১সেট(২খন্ড একত্রে) বই অর্ডার করতে হবে
২. শুধু মাত্র এই অফারের বইয়ের জন্যই ১০টাকা ক্যাশ আউট চার্জ বা COD চার্জ দিতে হবে।(আমাদের অন্যান্য পণ্যে কোনো চার্জ নিই না)

🔥অফার_চলবে: ১লা নভেম্বর থেকে ১০ই নভেম্বর পর্যন্ত।
(এই সময়ের আগে বা পরে অর্ডার করলে ৫০% ছাড়ে ৯০০টাকায় পাবেন ইনশাআল্লাহ)

হোম ডেলিভারি বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বই।

যোগাযোগ:
১. ফেসবুক পেইজের( https://www.facebook.com/profile.php?id=61555576092650&mibextid=ZbWKwL ) ইনবক্স

২. হোয়াটসঅ্যাপ( https://wa.me/message/LOHCUI77I2TJJ1 )

৩. টেলিগ্রাম ( https://t.me/assafwah06 )

টেলিগ্রামে ইনবক্স করতে @assafwah27 এ নক করুন ইন শা আল্লহ।

#safwah_special_for_hizaab

মুহাব্বাতে কুরআন

01 Nov, 14:08


কিছু কবিতার নাম বলুন তো ইন শা আল্লহ? যে কবিতা ঘোড়ার পিঠে সওয়ার যোদ্ধার কথা মনে করিয়ে দেয়, ধরুন এমন কবিতা! কিংবা অন্য কোনো, যা আপনার খুব প্রিয়!

মুহাব্বাতে কুরআন

31 Oct, 15:52


এ জীবনে পাওয়া প্রথম পাওয়া 'খোলা চিঠি'!

এতো মজাদার! দিল খুলে হাসলাম! আলহামদুলিল্লাহ।

মুহাব্বাতে কুরআন

31 Oct, 14:31


উহারা চাহুক দাসের জীবন,
আমরা শহীদি দরজা চাই;
নিত্য মৃত্যু-ভীত ওরা,
মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই!

- কাজী নজরুল ইসলাম

মুহাব্বাতে কুরআন

30 Oct, 07:02


আচ্ছা আখওয়াতি! আল্লহ চাইলে আমাদের আগত 'ফারযে আইন কাফেলা ৩' এ প্রয়োগকৃত নিষেধাজ্ঞাগুলো কেমন 'উপভোগ' করছেন সবাই? হি হি।

মুহাব্বাতে কুরআন

30 Oct, 02:20


ভাই জাকারিয়া মাসুদ হাফি. কে এই লেকচারের পূর্বে কখনো শুনি নি আমরা। শোনার পর আঙুল কামড়িয়ে আফসোস করতে ইচ্ছে করছে: কেন এতোদিন শুনি নি! (মূলত আল্লহ'র ﷻ ফায়সালা, আলহামদুলিল্লাহ)

.
সবচেয়ে দারুণ বিষয়, যদিও এটা ছিলো একটি জরুরী তাত্ত্বিক বিষয়ে তাত্ত্বিক লেকচার কিন্তু আমাদের মনে হয়েছে কেউ চাইলে এটা নিজের নফসের ইসলাহের জন্য ও শুনতে পারেন, কখনো নির্জনে কাঁদার জন্য ও শোনা যায় ক্বলবটাকে হেডফোনে সংযুক্ত করে ......

.
আল্লহ ﷻ ভাইয়ের ইলম, আমাল, হায়াতে অঢেল বারকাহ দিন। হিদায়েতের উপর অবিচল রাখুন। আমিন। আমিন।

.
(নিজ দায়িত্বে নজরের হিফাজত করে) ইউটিউবে দেখতে:
https://youtu.be/Yb_wKduF2vo?si=Vpy2BDnSWhCYbVHz

মুহাব্বাতে কুরআন

29 Oct, 16:53


মেয়েদের পর্দার ব্যসিক কনসেপ্ট কিন্তু বাড়ির বাইরে যাওয়ার সময় বোরকা পড়া না। ব্যাসিক হলো জরুরত ছাড়া বাড়ি থেকে বের না হওয়া। এবার যদি আমাকে জরুরতে বের হতে হয় তাহলে কয়েকটা বিষয়ে আগে চিন্তা করে নেবো অবশ্যই ইন শা আল্লহ -

১। আমি যে বের হচ্ছি, কেন বের হচ্ছি? আমার কি আসলেই জরুরত রয়েছে? জরুরত থাকলে কেমন জরুরত? খুব বেশি-ই? অন্য কোনোভাবেই মেটানো সম্ভব না?

২। আচ্ছা আমি এমন কোনো স্থানে কি উপস্থিত হতে যাচ্ছি যেখানে গেলে মোটামুটি ৮০/৯০ ভাগ সম্ভাবনা থাকে যে গায়রে মাহরামের সাথে আমার ছোঁয়া লেগে যেতে পারে? যেমন - মার্কেটে গেলে, লোকাল বাসে যাতায়াত করলে।

৩। আমায় কি গায়রে মাহরাম এর সাথে টাকা কিংবা জিনিসপত্রের আদান-প্রদান করতে হবে? যদি হয়, তখন কি আমি কন্ঠ কোমল করে ফেলবো না? তখন কি একটু হলেও পরস্পরের হাতে ছোঁয়া লেগে যাবে না?

৪। গায়রে মাহরাম এর সামনে আমার যে সতরটুকু ঢেকে রাখার নির্দেশ শারীয়াহ দিয়েছে আমায়, তা কি আমি ঠিকভাবে করতে পারছি? 

৫। আমার পোশাক বা আচরণ বা অন্যকিছু গায়রে মাহরাম কে আকর্ষণ করে ফেলছে না তো? অনর্থক হাসাহাসি, আড্ডাবাজি করে ফেলছি না তো উন্মুক্ত পরিবেশে গিয়ে?

৬। হোক না সেটা সফর দূরত্ব এর কম, তবু কি সাথে মাহরাম বিদ্যমান? যদি মাহরাম না থাকে কেউ সাথে, যদি সি এন জি তে হুট করে পাশে গায়রে মাহরাম বসে পড়ে, তখন?

এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর নিজের মধ্যে নিয়ে আসার পর এবার নিজেকে আরো কিছু প্রশ্ন করা যায় -

১। বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে খেতে যাওয়া,ঘুরতে যাওয়া, কেনাকাটা করতে যাওয়া কি আসলেই আমার জরুরত? উপরের পয়েন্ট এর সবগুলোই কি এভয়েড করতে পারবো এই যাওয়ায়?

২। সাথে মাহরাম না নিয়ে একা একা ঢাকার মতো একটা শহরে এক এলাকা থেকে আরেক এলাকায় গেট টুগেদারে যাওয়া কি আসলেই জরুরত এর তালিকায় পড়বে?

৩। তারপর ঈদে মার্কেটে যাওয়া?

৪। মেলায় বই কিনতে যাওয়া?

৫।কক্সবাজারে টুর করা? ইত্যাদি ইত্যাদি।।

.
এবার একটা প্রশ্ন আসতে পারে জেহেনে - 'মেয়েরা কি তবে ঘরে ই বন্দী? বিনোদনের ও দরকার নেই?' এর সরাসরি উত্তর হলো - যদি উপযুক্ত পরিবেশ থেকে থাকে তবে তো আপত্তি নেই কোনো-ই বরং উৎসাহিত করছি। কিন্তু যদি উপযুক্ত পরিবেশ না থাকে, যদি বাইরে বের হয়ে গায়রে মাহরাম এর স্পর্শ ই লেগে যায় শরীরে তখন আমার সামনে মাত্র একটা অপশন ই অবশিষ্ট থাকে - কোন টা বেছে নেবো আমি? বিনোদন নাকি পর্দা নামক সেই ফর‍য বিধান, যার কোনো কাযা নেই, সেই ফরয বিধান যার উপযুক্ত ব্যবস্থা না হলে হজ্বের মতো ফরয বিধান ও আর নারীর উপর ফরয থাকে না ?

বেছে নেওয়ার দ্বায়িত্বটা সম্পূর্ণ নিজের।

মুহাব্বাতে কুরআন

28 Oct, 07:38


প্রথমে তারা মেয়েদের বলল যে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনার জন্য দেখা গেল যে পিল খাওয়ার কারণে মেয়েদের অনেক রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।

এরপর তারা বলল যে, সংসার তো তোমার একার না। তুমি একলা কেন ধকলটা নিবা? কেন তুমি একলা পিল খাইবা? শরীর কেন তোমার একার ক্ষতি হইবো? এবার তুমি তোমার স্বামীরেও বলো, পিল খাইতে।

আপনারা অবাক হবেন যে, ছেলেদের পিলও বাজারে আসছে। তো সেগুলো সেল করার জন্য তারাই এখন মেয়েদেরকে বলছে যে, পিল খেয়ে তো মেয়েদের ক্ষতি হচ্ছে।

এতদিন কিন্তু বলে নাই, শুরুতে তারা পরিবার পরিকল্পনার জন্য খেতে বলতো, এগুলার এটা সাইড ইফেক্ট বলতো না৷ নানার সুরাসুরি মার্কা রোমান্টিক এ্যাডের আড়ালে ভয়ংকর পিল সেল করতো।

মিডিয়া আর এনজিওর উসকানিতে মেয়েরা এখন ছেলেদের পিল খেতে বলবে। পরিবারের মেয়েগুলা তো এসব খেয়ে ৪০ এ ই শেষ হচ্ছে - শরীরের বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত তাদের জীবন। এখন ছেলেগুলোকে খাইয়ে তাদেরও পঙ্গু বানানোর, আল্টিমেটলী বন্ধ্যা হবার দিকে যাওয়ার চাপ দিবে ঘরের মেয়েরাই।

এই হল মিডিয়া আর এনজিওগুলোর লক্ষ্য - যারা পশ্চিমাদের লোক!

- Bearded Bengali.

মুহাব্বাতে কুরআন

27 Oct, 14:15


আমি কাশিমপুর হাইসিকিউরিটিতে শাফিউর রহমান ফারাবীর সাথে একই ব্লকে ছিলাম অনেক দিন। ওর মতো এত সহজ সরল দ্বিতীয় কাউকে আমি সেখানে পাইনি। ধর্মীয় বোঝাপড়ার ক্ষেত্রে সে একেবারেই আমাদের অধিকাংশ বাঙালি মুসলমানের মতো একেবারেই সাদামাটা ও ট্রেডিশনাল। এমনকি নেয়ামুল কোরআন বা বারোচান্দের ফজিলত টাইপের বই আমি তাকে পড়তে দেখেছি।

তার একটাই গুন, একটাই দোষ--সে আল্লাহর রাসূলকে ভালোবাসে। সে এমন গভীরভাবে ভালোবাসে যে আমি তাকে এ ব্যাপারে ঈর্ষা করি। এই ভালোবাসার প্রমাণই সে তার জীবনের সোনালী সময়টা জেলে কাটিয়ে দিচ্ছে।

ছেলেটার বাবা নেই, ভাই নেই, দেখাশোনার কেউ নেই। আমরা ১৫ কোটি মুসলমান মিলেও তার বাবা ভাইয়ের দায়িত্বটা পালন করতে পারলাম না। অথচ ওয়াজে আমরাই বলি মুসলমান মুসলমানের ভাই।

শাফিউর রহমান ফারাবির জন্য এটা যতটা পরিক্ষা তার চেয়ে বড় পরীক্ষা এই বাংলার মুসলমানদের জন্য। একজন মানুষ কেবল আল্লাহর রাসূলকে মুহাব্বাত করে, আল্লাহর রাসূলকে অবমানকারীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে অন্যায়ভাবে জেলে পড়ে আছে, আর আমরা আরামসে জীবন উপভোগ করছি। আমরা কী জবাব দেবো আল্লাহর কাছে?

রাষ্ট্রের প্রচলিত আইনেও যদি বলি তার বিরুদ্ধে কোনো হত্যাকাণ্ডে যুক্ত থাকার কোনো প্রমাণ নেই, এমনকি প্রত্যক্ষ কোনো অভিযোগও নেই। অথচ মিথ্যা মামলায় সে জেল খাটছে এক যুগেরও বেশি সময় ধরে।

যারা আল্লাহর রাসূলকে ভালোবাসেন বলে দাবি করেন তাদের সকলের কাছে আমার আকুল আবেদন, আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে শাফিউর রহমান ফারাবির মুক্তির জন্য আওয়াজ তুলুন, কথা বলুন।

আমরা যদি এই ব্যাপারে আওয়াজ তুলতে না পারি তবে আমাদের বাকশক্তির হক্ব আমরা আদায় করলাম না। আমাদের জন্য অধিক উপযুক্ত উপাধি হলো "বোবা শয় তান"।

~ আহমেদ রফিক হাফি.

মুহাব্বাতে কুরআন

25 Oct, 10:30


বিস্তারিত উপরে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ:

https://t.me/MuhabbateQuran/1325

মুহাব্বাতে কুরআন

25 Oct, 10:30


بسم الله الرحمن الرحيم

প্রত্যেক (বালিগা) মুসলিমাহ'র জন্য আল্লহ'র ﷻ যামীনে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ফরয পরিমাণ ইলম ও তদনুযায়ী আমল।

কেননা - ধরুন, আপনার কুরআন তিলাওয়াত ই সহীহ নয়। আপনি জানেন না যে ৪ রাকাত সালাতের জায়গায় ভুলে ৫ রাকাত আদায় করে ফেললে করণীয় কী। আপনি জানেন না কীভাবে অপবিত্র হালাত থেকে পাক হতে হয়।

তাহলে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফরয সালাত তা কি আদায় হচ্ছে আদৌ? ঠিক একইভাবে আপনার সাওম, যাকাত, হজ্ব, আপনার পর্দাও আদায় হচ্ছে তো?

আবার পিতা-মাতার হক্ব, স্বামী-সন্তানের হক্ব আদায়? তাঁদের হক্ব আসলে কতটুকু, জানা আছে তো?

উত্তরগুলো যদি ঠিকঠাক না করতে পারেন, তার মানে এই ইলমগুলো অর্জন ফরয হয়ে আছে আপনার যিম্মায়। এমন অবস্থায় যদি মওত চলে আসে বোন? রব্বের কাছে কী জবাবদিহি করব আমরা?

আর হাজার টা কোর্স, ক্লাস করে লাভ টা কী, যদি সবশেষে ফজর টা প্রতিদিন কাযা ই থেকে যায়?

তাই নিজের যিম্মায় থাকা ফরয ইলমটুকু আর সে অনুযায়ী নিজেকে আমালে পাকাপোক্ত করতেই; সাথে এবারের রমাদ্বনটাও আল্লহ তাওফিক দিলে এখন অব্দি কাটানো জীবনের সেরা রমাদ্বন করে তুলতেই আমাদের এবারের ফারযে 'আইন কাফেলার আয়োজন। আলহামদুলিল্লাহ। আল্লহ আমাদের কল্যাণের সাথে কবুলিয়াত দিয়ে দিন।

উল্লেখ্য: যেকোনো বয়সের যেকোনো বালিগা বোন ই ইন শা আল্লহ রেজিস্ট্রেশন করতে পারবেন। পাশাপাশি যেকোনো একটি সাবজেক্টে রেজিস্ট্রেশন করার সুযোগ আছে। তবে সেক্ষেত্রে সুযোগ-সুবিধা কম পাবেন। এটা আমরা রিকমেন্ড ও করছি না। কেননা, আমাদের কাফেলা পুরো একটি 'প্যাকেজ', আলহামদুলিল্লাহ।

.
কাফেলা সম্পর্কে আরো বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেইশন করতে অবশ্যই নিচের ডকসটি পড়ুন মিন ফাদ্বলিক:

https://docs.google.com/document/d/17Gh_aARLHpM45R7fWlrKd5WI9Ne0zWAGcj22ft8HZTU/edit?usp=drivesdk

.
এবার রেজিস্ট্রেশনে আগ্রহী বোনেরা নিচের নাম্বারে রেজিষ্ট্রেশন ফি পরিশোধ করে স্ক্রিনশট দিন @Farz_a_Ain_mq এই আইডিতে এবং কনফার্ম করে ফেলুন আপনার রেজিস্ট্রেশন ইন শা আল্লহ।

01902456531(Nagad)
01902456312(Rocket)

*কোনো জিজ্ঞাসা/আর্থিক পেরেশানী থাকলেও উপরিউক্ত আইডিতে জানাবেন ইন শা আল্লহ।

মুহাব্বাতে কুরআন

25 Oct, 08:40


বাইতুল মুকাররমের মিম্বারখানা কী ভাবছে আজ? এমনতো কখনো দেখে নি সে!

আদিব হুযুর হাফি. এর লেখা পড়ার সুবাদে মাসিক আল কাউসারের সাথে আত্মিক একটা সম্পর্ক আমাদের। আর হুযুরের অতিপ্রিয় 'মাওলানা আব্দুল মালেক' হাফি. কেও চিনি ঠিক এই সূত্রেই। হুযুরের লেখার মধ্যে তাঁর মাওলানার প্রতি প্রকাশিত হওয়া মুহাব্বাতগুলো যেন স্থানান্তরিত হয়েছে এই ক্বলবেও। আলহামদুলিল্লাহ।

আল্লহ উভয় শাইখের ইলমে, আমালে অঢেল বারকাহ দান করুন। সমস্ত অকল্যাণ, ফিতনা থেকে হিফাজত করুন। এই উম্মাহ'র জন্য সবচেয়ে উপকারী হিসেবে কবুল ফরমান। আমাদের তাওফিক দিন তাঁদের যথাযথ হক্ব আদায়ের।

মুহাব্বাতে কুরআন

25 Oct, 02:17


আজকের জুমু'আ ইন শা আল্লহ আমাদের 'ঈদের দিন'!

আখওয়াতি, ব্যাখা করুন তো দেখি কথাটা!

মুহাব্বাতে কুরআন

24 Oct, 23:57


কবুল ফরমাও মালিক..

মুহাব্বাতে কুরআন

24 Oct, 08:42


দ্বীনের ফেরার পর সর্বপ্রথম করনীয় কি জানেন?

ইলম অর্জন!
ফরযে 'আইন পরিমাণ ইলম অর্জন!

ফরযে আইন পরিমাণ ইলমের আওতাভুক্ত থাকবে -

১। আক্বীদা

২। ফিকহ
২.১। ইবাদাত
২.২। মু'আমালাত
২.৩। মু'আশারাত
২.৪। আখলাক

৩। তাজউইদ
৩.১। মাখারিজ
৩.২। সিফাত

৪। রাসূল ﷺ এর জীবনী (নিদেনপক্ষে সংক্ষিপ্ত কোনোটি)

৫। কিছু জরুরী বিষয়
৫.১। মাযহাব
৫.২। সহশিক্ষা
৫.৩। রুকইয়া
৫.৪। অন্যান্য বিষয়গুলো জানতে কিছু জরুরী কিতাবাদী পড়ে নেওয়া।

৬। দু'আ ও সুন্নাহ
(রাসূল ﷺ এর অনুসরণে প্রয়োজনীয় সকল কিছু)

৭। তারীখে উম্মতে মুহাম্মাদ ﷺ
(এ উম্মাহ'র সংক্ষিপ্ত ইতিহাস)

ইন শা আল্লহ এই বিষয়গুলো আত্মস্থ করার মাধ্যমে ইলম অর্জনের প্রাথমিক ধাপটি অতিক্রম করবেন আপনি ইন শা আল্লহ। আমরা সবাই তো আর নিয়মতান্ত্রিক ভাবে ইলম অর্জন করতে পারবো না অনেক বেশি। তাই এইটুকু ইলম নিজের ক্বলবে গেঁথে নিয়ে আমাদের এই দুনিয়াবী যিন্দেগীর সফর টা শুরু করতে পারি ইন শা আল্লহ।

এরপর ও যাঁদের ঝোঁক রয়ে যাবে ইলম অর্জনের। তাঁরা নিজেদের রাস্তাটাকে কয়েক ভাবে সাজাতে পারেন ইন শা আল্লহ।

১। নাজেরা > হিফয

২। আরবী ভাষা শিক্ষা > নাজেরা > হিফয।

(এর পাশাপাশি বা শেষে উর্দু ভাষা শিক্ষা)

৩। কিতাব বিভাগ অর্থাৎ দরসে নেজামী বা মাদানী নেসাবে একেবারে দাওরাহ ফারেগ > নাজেরা > হিফয


কিতাব বিভাগ আর হিফয দোনো পাশাপাশি ও চলতে পারে ইন শা আল্লহ।

তবে এই সকল ইলম অর্জনের পাশাপাশি আপনার জন্য জানা জরুরী যে কেন ফিলিস্তিনিরা আজ নিজের ভূমিতেই সবচেয়ে অনিরাপদ। কেন পাশের দেশটাতেই শুধুমাত্র মুসলিম হওয়ার অপরাধে কাউকে খু''ন বা ধর্ষ''ণ করা হয়। কেন ই বা আজ আমাদের দ্বীন পদলুন্ঠিত আর কেন ই বা আমাদের দিন কাটে পশ্চিমাদের পা চে...।।

আর একটা কথা মাথায় রাখবেন, আপনি হিফয না করলে অথবা কিতাব বিভাগে না পড়লে আপনাকে রব্বের সামনে কৈফিয়ত দিতে হবে না ইন শা আল্লহ। কিন্তু আপনার দেহের একটি অংশ (হাদীসের ভাষ্যমতে, এই উম্মাহ একটি দেহের ন্যায়) প্রত্যেক টা দিন নির্যাতিত হবে, নিপীড়িত হবে। আর আপনি নির্বিকার বসে থাকবেন, ত্বালিবুল ইলম হবেন, শায়খুল হাদীস হবেন,, এই ইসলাম তো নাবী ﷺ আমাদের জন্য আনেন নি। আপনি হয়তো অন্য কোথাও সংগ্রহ করেছেন।

#Deen_a_ferar_por

মুহাব্বাতে কুরআন

24 Oct, 05:21


........!

#wallpaper_mq

মুহাব্বাতে কুরআন

23 Oct, 13:34


গাজার শিশুদের ভুলে যেও না..

মুহাব্বাতে কুরআন

22 Oct, 02:38


মধ্যরাত অবধি সিরাত কিংবা ফিকহশাস্ত্রে মশগুল থেকে ফজর কাযা করা একটি অসুখ!
.
সারাদিন মাখরাজ, সিফাত, তাফসীর, তাদ্দাব্বুর নিয়ে পড়ে থেকেও দিনে পাঁচ আয়াত ও কুরআন তিলাওয়াত না করা একটি অসুখ!
.
গানের সুরে নাশিদ বানানো, সূক্ষ্ম মিউজিক এড করা, বালেগা বোনদের পাবলিকলি নাশিদ গাওয়া এবং সেই নাশিদ আবার গণহারে নিজেদের টাইমলাইমে শেয়ার করে গুনাহ কে প্রমোট করা একটি অসুখ!
.
'পর্দা' করে ফেসবুকে ছবি আপলোড করা, মেহেদী দেওয়া হাতের ছবি স্টোরিতে দেওয়া একটি অসুখ!
.
ফেসবুকে, মেসেঞ্জারে সারাটা দিন দাওয়াতি কাজের আঞ্জাম দিলেও নিজের মা-বোনের সালাত,পর্দার দিকে দাওয়াত দেওয়ার কোনো ফিকির ই না থাকা একটি অসুখ!
.
সহশিক্ষা হারাম জানা সত্ত্বেও নিজের ইচ্ছাতেই সহশিক্ষায় অবস্থান করে তৃপ্তির ঢেঁকুর তোলা একটি অসুখ!
.
শারীয়াতের সীমারেখা কেউ আমার সামনে নির্দিষ্ট করে দেওয়া সত্ত্বেও শুধুমাত্র তর্কে নিজে জেতার জন্য কথার পিঠে কথা বলা একটি অসুখ!
.
ফেইসবুকে নিজের ব্যক্তিগত জীবনের খুঁটিনাঁটি শেয়ার করা, বিয়ে করা মাত্র-ই নিজের জাওযকে অন্য বোনেদের সামনে উন্মুক্ত সম্পত্তি হিসেবে বিলিয়ে দেওয়া একটি অসুখ!
.
দ্বীনের কাজে আঞ্জাম দেওয়ার নিয়্যাতে শেখা এডিটিং, ডিজাইনিং, ফটোগ্রাফি,লেখালেখ দিয়ে নেহাত ই দুনিয়াবী কাজ করা, দ্বীনি ফায়দা ছাড়া হাসি-ঠাট্টা মূলক কিছু বানানো একটি অসুখ!
.
মিথ্যাকে মিথ্যা মনে না করে মিথ্যার মাধ্যমে পরস্পর হাসি-ঠাট্টা করা একটি অসুখ!
.
স্ট্রিক্টলি গায়রে মাহরাম মেইনটেইন করেও দুলাভাইয়ের সাথে নিজের ভাইসুলভ আচরণ একটি অসুখ!
.
নিজের দুঃখগুলো আল্লহর কাছে না জানিয়ে শুধু ই সেগুলোর ফিরিস্তি-ই তৈরি করে যাওয়া একটি অসুখ!
.
.
এমন হাজার টা অসুখ খুঁজলেই পাওয়া যাবে আমাদের আশেপাশেই। এই যে বের হলো আরেকটা! নিজের দিকে না তাকিয়ে আশেপাশের মানুষের মধ্যে অসুখ খোঁজা!!

তাহলে নিজেকে প্রশ্ন করি তো, এমন মোট কতগুলো অসুখ আমি নিজে স্বয়ং বয়ে বেড়াচ্ছি?

মুহাব্বাতে কুরআন

19 Oct, 09:07


আমরা বেশ অনেকদিন যাবৎ সবচেয়ে বেশি যে প্রশ্ন টা পেয়েছি, তা হলো: আপু, আপনাদের ফারযে আইন ৩ কবে আসবে?

আলহামদুলিল্লাহ। আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের মতো অধমদেরকে আপনাদের কাছে টুটাফাটা হলেও গ্রহণযোগ্যতা দান করেছেন। এটা কেবল-ই আমাদের মতো অধমদের মহান রব্বের দেওয়া একটি বিশেষ অনুগ্রহ ছাড়া কিছুই না, ছুম্মা আলহামদুলিল্লাহ।

এবার একটা খোশ-খবরি শোনাবো? আল্লহ চাইলে আপনাদের এই প্রশ্নের একটি কনক্রিট উত্তর আপনারা পেতে চলেছেন খুব শীঘ্রই। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ।

দু'আ চাই আখওয়াতি। খুব করে দু'আ চাই। মাওলায়ে কারীমের পক্ষ থেকে কবুলিয়াতের দু'আ চাই৷ আপনাদের যথাযথ হক্ব আদায়ের তাওফিক যেন পাই, সেই দু'আ চাই৷ কল্যাণ, রহমত ও বরকত যেন জুড়ে থাকে পুরো কাফেলা জুড়ে, সকল অনিষ্ঠতা থেকে যেন হিফাজত করেন রব্ব সে-ই দু'আ ও চাই এবং, এবং আরেকটি: যে বোনেরা আমাদের সাথে শামিল হবেন, তাঁরা যেন সর্বোচ্চ ফায়দা নিতে পারেন আমাদের থেকে। তাঁদের দ্বীনী, দুনিয়াবী জীবনে চলার পথে এই কাফেলাটি যেন একটু হলেও সাথী হতে পারে। তাঁদের রব্বের সাথে তাঁদের একান্ত গোপন ও অশ্রুমাখা কথোপকথনে এই কাফেলার উল্লেখ ও যেন থাকে পরম কৃতজ্ঞতা ও মুহাব্বাতে। এই দু'আগুলো একটু করে দেবেন মিন ফাদ্বলিক? মিন ফাদ্বলিক?

মুহাব্বাতে কুরআন

18 Oct, 09:44


সুবহান আল্লাহ। সময়গুলো কীভাবে চলে গেলো। আল্লহ'র ﷻ সন্তুষ্টি অর্জনের টুটাফাটা চেষ্টা হিসেবে মাওলায়ে কারীমের দয়ায় আপনাদের জন্য ফারযে আইন কাফেলাও এলো। আবার এখন দেখুন, ফারযে আইন ১ ও ২ এর সেই ছোট্ট 'বাচ্চাগুলো' এখন বড় হয়েছে। বাচ্চাগুলোকে 'খাঁচা' থেকে ছাড়ার সময় ও হয়ে গেছে। কখনো তাঁদের দেখে নি অথচ তাঁদের সংস্পর্শ হারাবো ভেবেই চোখে পানি এসে যাচ্ছে। এক ভীষণ অদ্ভুত মুহাব্বাত!

আল্লহ, আপনি সাক্ষী থাকুন। আল্লহ, আপনি সাক্ষী থাকুন। এ মুহাব্বাত কেবল আপনার ই জন্য। কেবল এবং কেবলমাত্র আপনার ই জন্য।

মুহাব্বাতে কুরআন

18 Oct, 00:43


তাঁরা মরে গিয়েও বেঁচে থাকছেন আর আমরা বেঁচে থেকেও ধুঁকে ধুঁকে মরে যাচ্ছি, কী আশ্চর্য !

.
আর আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত; কিন্তু তোমরা উপলব্ধি করতে পার না !

(আল-কুরআন)

মুহাব্বাতে কুরআন

16 Oct, 08:03


আমার মুসীবাতে তোমার পেরেশান হওয়া, এই ধূলার ধরণীতে আমার দেখা সুন্দরতম দৃশ্য।

মুহাব্বাতে কুরআন

16 Oct, 03:57


𝚁𝚎𝚖𝚒𝚗𝚍𝚎𝚛

ঠিক যখন ইদলিব, গাজা, সুদান, কাশ্মীরের শিশুটি বাবার লাশ পাওয়ার জন্য অপেক্ষা করছে হাসপাতালের সামনে ঠিক তখন আমরা ভাবছি আমার বাচ্চার জামার রং কোনটা ভালো হবে!

মুহাব্বাতে কুরআন

15 Oct, 14:12


এক আল্লহ'র বান্দি আমাদের দ্বায়িত্ব দিয়েছেন পিডিএফ দোনো আপনাদের কাছে পৌছানোর।

তিনি নিভৃতচারিনী। বরাবর ই তার ইখলাস আমাদের মুগ্ধ করে,বিস্মিত করে। আল্লাহ তাআলা উনাকে কবুল করে নিন। আমাদের ও ইখলাসপূর্ণ আমালের তাওফিক দিন। এই পিডিএফ গুলো থেকে আমাদের আগে উপকৃত করুন, ইলম সমূহকে মুফিদ সব আমলে পরিণত করুন। সাথে আমাদের অন্য বোনদের ও খুব করে উপকৃত করুন। আমিন।

.
১৪৪৬ এর রমাদ্বন সম্পর্কিত মুহাব্বাতে কুরআনের ১ম পোস্ট! আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ। আল্লহুম্মা বাল্লিগনা রমাদ্বন। আল্লহুম্মা বাল্লিগনা রমাদ্বন।

মুহাব্বাতে কুরআন

15 Oct, 10:35


আমাদের একজন বোন, একজন শ/হী/দের সম্মানিত স্ত্রী অন্যের ব্যবহৃত কাপড়ের আশায় ঘরে ঘরে কড়া নেড়েছেন যেন তাঁর সন্তানদের 'ঈদের' দিন তা পরাতে পারেন। ভাবুন, কোনো নতুন কাপড় না ব্যবহৃত কাপড়! আর আমরা তো ঈদে পাঁচটা-দশটা নতুন কাপড় এমনিতেই কিনি! আল্লাহুম্মাগফিরলানা।

এভাবে জানা-অজানা কত ভাই-বোন দুঃখ কষ্টে দিনাতিপাত করছেন,লাঞ্চিত-অপমানিত হচ্ছেন আমার-আপনার জন্য,এই উম্মাহর জন্য,আল্লাহর ﷻ সন্তুষ্টি লাভের জন্য! কিন্তু আপনি-আমি কী করছি? কীভাবে তাঁদের প্রতিদান দিচ্ছি?
.

ভিডিওটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। উম্মাতে মুহাম্মাদির অংশ হিসেবে নিজেকে একবার ঝালাই করে নেওয়া যাক!

ইউটিউবে দেখতে:

https://youtu.be/davyDkgU42U

اللهم صل وسلم على نبينا محمد

মুহাব্বাতে কুরআন

15 Oct, 06:40


আমি আজ কী বলে তোমায় সান্ত্বনা দেবো, হে ফিলিস্তিন? কোন শব্দে তোমার মালিককে বোঝাবো: 'আমি ওই যালিমদের অন্তর্ভুক্ত নই!' ?

মুহাব্বাতে কুরআন

13 Oct, 10:10


আলহামদুলিল্লাহ। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা সকলে যারপরনাই আনন্দিত। ছুম্মা আলহামদুলিল্লাহ।

সবচেয়ে ভালো লাগছে যার জন্য এই পোস্ট, সেই বোনের কথা ভেবে। বেচারী নিশ্চয়ই আল্লহ'র ﷻ কাছে বারবার শুকরিয়া জানাচ্ছেন আর বলছেন, "আল্লহ! এই নিষ্ঠুরতম দুনিয়ায় আমার মতো তুচ্ছ বান্দীর পাশে দাঁড়ানোর মতো আপনার কিছু বান্দীকেও আপনি হাজির রেখেছেন! হে আমার রব্ব! আপনি কত ই না মহান!"

ভাবুন একবার! কেউ একজন আপনার প্রশংসা করছেন, আপনার রব্বের সামনে। এই লোভ সামলানো যায় বলুন? যায় সামলানো?

.
যারা এই লোভ সামলাতে পারছেন না বা পারবেন না, অংশগ্রহণ করে নিন চটজলদি। আর্থিকভাবে হোক বা এই পোস্টের দাওয়াত ছড়িয়ে হোক। আল্লহ চাইলে দ্রুত ই ফান্ড ক্লোজ হয়ে যাবে ইন শা আল্লহ। 'লোভীরা' আরও বেশি 'লোভী' হয়ে উঠুক! উহু! দুনিয়ার লোভ তো না, কেবল এবং কেবলমাত্র মাওলার ওই জান্নাতের লোভ!

মুহাব্বাতে কুরআন

10 Oct, 16:22


📌 Sadaka Project 📌
‼️ For a pregnant women ‼️

আমার পরিচিত অনেক বোন প্রেগ্নেন্সির জার্নিতে ছিল রিসেন্টলি। যাদের বেবি হয়েছে সবারই ছেলে বাবু হয়েছে, মা শা আল্লহ। কেউ কেউ সার্ভাইভ করছে এখনো। কেউ আবার জটিলতা ফেইস করে এখন ভালো অবস্থায় আছে। আবার, কেউর হয়ত মিস্কারিজ হয়ে অসুস্থতার মাঝে দিন পার করছেন।

পরিচিতদের মাঝেই একজন বোনের ডেলিভারি ডেট আগামী মাসে। অন্যদের মত তার জার্নিটাও ততটা স্মুদলি কাটছে না। বিয়ের পর প্রায় ৩.৫ বছরের অপেক্ষার পর এই মেহেমান বোনের গর্ভে যায়গা নিয়েছে। কিন্তু ফ্যামিলিকাল ও ফিনানশিয়াল সমস্যা গুলো যেন বাড়ছেই। সাথে আছে প্যারানরমাল ইশ্যু। বাড়ির পাশে সরকারি হাসপাতাল না পাওয়ায় স্বল্প খরচে ট্রিটমেন্ট এর ব্যবস্থাও করা সম্ভব হয়নি। স্বামীর কর্মক্ষেত্রে রয়েছে ঋণের চাপ। যে সময়টায় রেগুলার চেক আপের উপর থাকা লাগে সেই সময়টায়ও তার দৈনিক আনুসাঙ্গিক খরচের কথা ভেবে চেক আপ এর ডেট পেছানোর জরুরত পরছে। হাত খালি বা অন্যান্য নিডসের জন্য হয়ত টেস্ট বা জরুরি খাওয়াদাওয়া গুলো সে এফোর্ড করতে পারছেনা। সব মিলিয়ে একটা অনিশ্চয়তাপূর্ণ ও রিস্কি সিচুয়েশনে বোনটা দিন পার করেই যাচ্ছেন।

বাস্তবিকভাবে ভাবলে তার সকল জটিলতা দূর করা তো সম্ভব না। তবে, কিছুটা হলেও সহজ করতে হয়ত পারব। আমি চাচ্ছি, তাকে অন্তত ট্রিটমেন্টবাবদ যা খরচ তার স্বল্প কিছু দিয়ে হলেও সহায়তা করতে। যেহেতু আমার ইনকাম সোর্স খুব আহামরি নেই তাই বোনদের সহযোগিতা কাম্য। আমরা আমাদের এই বোনটার নিউলি মাদারহুড টা এবং আপ কামিং ভাগনি/ভাগনের জন্য একটু খানি সহজ করতে পারি তো তাইনা আপুরা?! রব্ব ﷻ সহজ করুন।

📍তার সংক্ষিপ্ত পরিচিতি :
আমি তাকে দীর্ঘ চার বছর ধরে চিনি। তার সাথে আমার অফলাইনে একবার মুলাকাত হয়েছে। তিনি আমাদের ইন্সটিটিউট এর খদিমাহ প্যানেলের একজন এক্টিভ খদিমাহ বোন। আশা করছি এর থেকে বেশি ডিটেইলস তথ্য জরুরত নেই।

টার্গেট : আনুমানিক ৩০ হাজার
➡️ বিকাশ নং : 01704031146
🔖 Reference : kid

[ নিজ স্থান থেকে আর্থিক সহযোগিতা করতে না পারলে অন্তত পোস্টটি শেয়ার করে সহযোগিতা করুন। যেন যারা পারবেন তাদের কাছে আবেদনটি পৌঁছে যায় দ্রুত। কপি পেস্ট না করার অনুরোধ থাকছে। ]

- আনিসা তাসনিম

মুহাব্বাতে কুরআন

10 Oct, 13:02


.......!!

মুহাব্বাতে কুরআন

08 Oct, 13:30


আল্লহ প্রদত্ত তাওফিক মোতাবেক পেশ করলাম একটি বিশেষ হাদিয়া:

https://t.me/MuhabbateQuran/1295

আল্লহ'র ﷻ ইচ্ছায় বুদ্ধিমানেরা লুফে নিক।

মুহাব্বাতে কুরআন

07 Oct, 18:07


ঝাঁ-চকচকে প্যারেন্টিং কোর্স আমাদের মুগ্ধ করে। অথচ আসল মুগ্ধতার সমুদ্রে ডুব দেওয়া যে আমাদের এখনো বাকি !

প্যারেন্টিং শিখতে, শ্রেষ্ঠ মা হতে, সন্তানকে উম্মাহ শ্রেষ্ঠ হিসেবে তৈরী করতে আল্লহ প্রদত্ত তাওফিক মোতাবেক পেশ করলাম হাদিয়াটুকু:

https://t.me/MuhabbateQuran/1295

আল্লহ'র ﷻ ইচ্ছায় বুদ্ধিমানেরা লুফে নিক।

মুহাব্বাতে কুরআন

07 Oct, 06:28


চোখ বুজলেই মাদীনা-ই চোখে ভাসে,
চোখ খুললেই চোখ ধরে আসে কেন?

#shayari_mq

মুহাব্বাতে কুরআন

06 Oct, 23:28


মনে হয় এখানকার বন্যার আহাজারি আমাদের কান পর্যন্ত পৌঁছছে না। বন্যায় আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানো উচিত আমাদের।

মুহাব্বাতে কুরআন

06 Oct, 16:12


আমাদের বোনগুলো মা শা আল্লহ কী অসাধারণ কথা বলে, দেখেছেন আখওয়াতি!

https://t.me/MuhabbateQuran/1295

নিন৷ নিন। দাওয়াত ছড়িয়ে দিন, আমার প্রিয় নাবীজী ﷺ কে ভালোবেসে।

اللهم صل وسلم على نبينا محمد