সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) @sosas94 Channel on Telegram

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

@sosas94


This is the Official Telegram Channel of SOSAS

© Connect with SOSAS

• Facebook:
https://www.fb.com/sosas.culture.bd

• Twitter:
https://x.com/sosasbangladesh

• Website:
https://www.sosasbd.org

• YouTube:
https://youtube.com/@SOSASTV

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) (Bengali)

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) হলো SOSAS এর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। SOSAS এর সাথে যুক্ত হন এবং সাংস্কৃতিক বিষয়ক তথ্য ও সংবাদ পেতে এই চ্যানেলে যোগদান করুন। SOSAS এর সাথে যোগাযোগ করার জন্য তাদের ফেসবুক, টুইটার, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে পৌঁছার লিঙ্ক এই চ্যানেলে পাবেন। এই চ্যানেলে সাংস্কৃতিক বিষয়ক ভিডিও, লেখা, ছবি এবং অন্যান্য রকমের সাংস্কৃতিক তথ্য পাওয়া যাবে।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

14 Feb, 14:42


ঐতিহ্যবাহী তিতাস শিল্পীগোষ্ঠী কর্তৃক আয়োজিত "পিঠা উৎসব ২০২৫"  সম্পন্ন হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
হাসান মাহমুদ
চেয়ারম্যান,
তিতাস শিল্পীগোষ্ঠী,ব্রাহ্মণবাড়িয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ইব্রাহীম আলী
নাট্য পরিচালক,  সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
রাশেদুল ইসলাম
পরিচালক, তিতাস শিল্পীগোষ্ঠী, ব্রাহ্মণবাড়িয়া

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন তিতাস শিল্পীগোষ্ঠী'র একঝাঁক শিশু-কিশোর শিল্পী ও অভিভাবকবৃন্দ।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

11 Feb, 12:44


আলহামদুলিল্লাহ, অত্যন্ত সফল ও সুন্দরভাবে জাগরণ শিল্পীগোষ্ঠীর আয়োজিত পিঠা উৎসব সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
★মোজাফফর হোসেন, চেয়ারম্যান, জাগরণ শিল্পীগোষ্ঠী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
★জাকির হোসাইন, সংগীত পরিচালক, সসাস।
★কাউসার সোহেল, সাবেক পরিচালক,জাগরণ শিল্পীগোষ্ঠী ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন -
★আবু নাইম, পরিচালক, জাগরণ শিল্পীগোষ্ঠী।

★সঞ্চালনার দায়িত্বে ছিলেন - সাইয়্যেদুস সালেহীন, সহকারী পরিচালক, জাগরণ শিল্পীগোষ্ঠী।

সার্বিক ব্যবস্থাপনায় ছিল অগ্রজ টিম।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

10 Feb, 15:56


ঐতিহ্যবাহী অনির্বাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ- কক্সবাজার'র বার্ষিক পিঠা উৎসব সম্পন্ন হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আবদুর রহিম নূরি
চেয়ারম্যান- অনির্বাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ-কক্সবাজার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অধ‍্যাপক ফরিদুল আলম
সাবেক পরিচালক অনির্বাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ-কক্সবাজার

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন:
আবদুল গফুর
পরিচালক- অনির্বাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ-কক্সবাজার

সঞ্চালনার দায়িত্বে ছিলেন:
অফিস সম্পাদক : নুরুল আমিন

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন অনির্বাণের একঝাঁক শিশু-কিশোর শিল্পী ও অভিভাবকবৃন্দ।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

09 Feb, 13:49


শোকবার্তা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুর রউফ আজ সকাল ১০টায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক এবং ধৈর্য ধারণ করার শক্তি দিন, আমিন।

সসাস পরিবার।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

08 Feb, 15:26


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।
ঐতিহ্যবাহী জাগরণ শিল্পীগোষ্ঠীর বিভাগীয় দায়িত্বশীল কর্মশালা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
🔹 হাফেজ আবু মুসা, নির্বাহী পরিচালক, সসাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
🔹 জাকির হোসাইন, সংগীত পরিচালক, সসাস।
🔹 মিজানুর রহমান , সাবেক পরিচালক, জাগরণ শিল্পীগোষ্ঠী।
🔹 মুহিবুল্লাহ হুসাইনী , উপদেষ্টা, জাগরণ শিল্পীগোষ্ঠী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন:
🔹 আবু নাইম, পরিচালক, জাগরণ শিল্পীগোষ্ঠী।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন:
🔹 সাইয়েদুস সালেহীন, সহকারী পরিচালক, জাগরণ শিল্পীগোষ্ঠী।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

02 Feb, 10:55


পিঠা উৎসব ২০২৫
আয়োজন করে "ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ"।

"সৃজনের মাঝে মননের খোঁজে" স্লোগানকে সামনে রেখে সুস্থ সাংস্কৃতিক চর্চায় ঐতিহ্য কাজ করে যাচ্ছে, তারই অংশ আদি বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে  পিঠা উৎসব ২০২৫ আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া, শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজনটি করা হয়।
পিঠা উৎসবের শুরু থেকেই ছিল নগরবাসীর উপচে পড়া ভিড়, অনুষ্ঠান উদ্ভোদন করেন ঐতিহ্যের সভাপতি হুজ্জাতুল ইসলাম, মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যের চেয়ারম্যান, উপদেষ্টা, পৃষ্ঠপোষক, সাবেক ও বর্তমান পরিচালনা পর্ষদ।
এছাড়াও ঐতিহ্যের সকল শিল্পী অভিভাবকরা অংশগ্রহণ করেন, শিল্পীদের অভিভাবকরা বাহারী রকমের মুখরোচক মজার মজার পিঠা বানিয়ে নিয়ে আসেন, নগরবাসী আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

30 Jan, 12:32


আলহামদুলিল্লাহ
স্বরূপ সাংস্কৃতিক সংসদ'র আয়োজনে শিল্পী ও অভিভাবক সমাবেশ সম্পন্ন।

শুক্রবার, ২৪ জানুয়ারি ফেনী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে স্বরূপ'র পরিচালক সাইফুল্লাহ ফাহিম এর পরিচালনায়, সহকারী পরিচালক মো নোমান এর ব্যবস্থাপনায় ও ইমরান হোসেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর শিশু কিশোর সম্পাদক জনাব আলিফ নূর। আরো উপস্থিত ছিলেন স্বরূপ'র সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব শরীফুল ইসলাম, বর্তমান ভাইস চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম, উপদেষ্টা জনাব এএস নোমান। এসময় আরো উপস্থিত ছিলেন স্বরূপ এর সম্মানিত সাবেক পরিচালক জনাব খন্দকার জিয়াউর রহমান, শাহাদাত হেলাল, ওসমান গনি রাসেল, আরিফ হোসাইন, আব্দুল কাদের জিলানী।

উক্ত সমাবেশে স্বরূপ এর সকল বিভাগের শিল্পী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন এবং শিল্পীদের পরিবেশনায় উক্ত সমাবেশ আরো সৌন্দর্যমন্ডিত করে।

এসময় স্বরূপের সকল দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

29 Jan, 11:51


আলহামদুলিল্লাহ
লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন "অনুপম শিল্পীগোষ্ঠী" এর শিল্পী ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো।
উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অনুপম শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান - জনাব ফরিদ উদ্দিন ।

প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর প্রকাশনা সম্পাদক- জনাব জাকির হোসাইন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুপম শিল্পীগোষ্ঠীর উপদেষ্ঠা কমিটির সহ সভাপতি- জনাব জাহিদ হাসান।
আরো উপস্থিত ছিলেন অনুপম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক এবং দায়িত্বশীল বৃন্দ।

অনুপম বর্তমান পরিচালক সাকিব হোসাইন এর পরিচালনায় প্রোগ্রামটি সুন্দর ভাবে সম্পন্ন হয়।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

25 Dec, 12:48


আলহামদুলিল্লাহ!
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) রাজশাহী পূর্ব ও পশ্চিম অঞ্চলের বার্ষিক প্রতিনিধি সমাবেশ সম্পন্ন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর নাট্য, তিলাওয়াত সম্পাদক এবং রাজশাহী পূর্ব ও পশ্চিম অঞ্চলের তত্ত্বাবধায়ক মাহমুদুল হাছান।

বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর পরিচালক আরিফুল ইসলাম এর সঞ্চালনায় প্রত্যয় শিল্পীগোষ্ঠীর পরিচালক সামিউল ইসলাম এর ব্যবস্থাপনায় উক্ত আয়োজনটি রিপোর্ট পেশ, পর্যালোচনা ও মেহমানের বক্তব্যের মাধ্যমে সম্পন্ন হয়।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

25 Dec, 05:14


লেখা পাঠানোর নিয়মাবলি-

১. বিশ্বের যেকোনো লেখক বাংলা ভাষায় অপ্রকাশিত মননশীল ও সৃজনশীল লেখা Unicode/SutonnyMJ ফন্টে লিখে পাঠাতে পারবেন।

২.লেখার সাথে লেখকের পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল। নম্বর দিতে হবে।

৩. যেকোনো গদ্য লেখা ২০০০ শব্দের মধ্যে হওয়া প্রয়োজন।

৪. একটি সংখ্যার জন্য একটি লেখা পাঠাতে পারবেন। লেখা হতে হবে নিজস্ব এবং মৌলিক। লেখা পাঠানোর পর পরবর্তী ২ সংখ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

৫. মনন ম্যাগাজিন এর ইমেইল এড্রেসে লেখা পাঠাতে হবে।

মেইল : [email protected]

আহবানে
নির্বাহী সম্পাদক
মিনার উদ্দিন

#monon
#মনন

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

24 Dec, 13:05


সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর সিলেট অঞ্চলের ❝বার্ষিক প্রতিনিধি সমাবেশ❞ সম্পন্ন।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশারী শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান শরিফ মাহমুদ।

সমাবেশের সভাপতিত্ব করেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর সাহিত্য, আইটি  সম্পাদক ও সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক মিনার উদ্দিন।

দিশারী শিল্পীগোষ্ঠীর পরিচালক শাহরিয়ার রাজি এর সঞ্চালনায় উক্ত আয়োজনটি রিপোর্ট পেশ, পর্যালোচনা ও মেহমানদের বক্তব্যের মাধ্যমে সম্পন্ন হয়।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

23 Dec, 12:19


আলহামদুলিল্লাহ!
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর মোমেনশাহী অঞ্চলের ❝বার্ষিক প্রতিনিধি সমাবেশ❞ সম্পন্ন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ সাংস্কৃতিক সংসদ এর চেয়ারম্যান খালিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর প্রচার সম্পাদক হুজ্জাতুল ইসলাম। 

উত্তরণ সাংস্কৃতিক সংসদ এর পরিচালক শরিফুল ইসলাম এর ব্যবস্থাপনায় উক্ত আয়োজনটি রিপোর্ট পেশ, পর্যালোচনা ও মেহমানদের বক্তব্যের মাধ্যমে সম্পন্ন হয়।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

22 Dec, 12:13


সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর নিত্য নতুন সব আপডেট পেতে যুক্ত থাকুন সসাসের ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেলে-

প্রচার করে ছড়িয়ে দিন প্রিয়জনদের কাছে...

(লিঙ্ক- https://t.me/sosas94)

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

20 Dec, 14:39


বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘অনুপম সাংস্কৃতিক সংসদ’ কর্তৃক আয়োজিত ❝নতুন বাংলাদেশের স্বাধীনতা উৎসব-২০২৪❞ উৎযাপন সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুপম সাংস্কৃতিক সংসদের পরিচালক ইয়াছিন আরাফাতের পরিচালনায়, সহকারী পরিচালক জুবায়ের হোসাইনের ব্যবস্থাপনায় উৎসবে সভাপতিত্ব করেন অনুপমের চেয়ারম্যান জনাব আলাউদ্দিন আবির।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানভিশন টিভির সিইও জনাব মাহবুব মুকুল, সমন্বিত সাংস্কৃতিক সংসদ সসাসের নির্বাহী পরিচালক জনাব আহমাদ তাওফিক।

আরো উপস্থিত ছিলেন অনুপমের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, সসাসের প্রকাশনা সম্পাদক জাকির হোসাইন, সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক জাহিদুল ইসলাম সহ ঢাকার বিভিন্ন শিল্পীগোষ্ঠী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন অনুপমের সাবেক পরিচালক ও সর্বস্তরের দায়িত্বশীলবৃন্দ সহ প্রমূখ।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

16 Dec, 16:01


মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর ❝বিজয় র‍্যালি❞ ও ❝সাংস্কৃতিক অনুষ্ঠান❞ সম্পন্ন...!

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

16 Dec, 13:45


https://www.facebook.com/share/v/19aJAtigYd/

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

15 Dec, 08:53


আলহামদুলিল্লাহ!
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) নোয়াখালী অঞ্চলের ❝বার্ষিক প্রতিনিধি সমাবেশ❞ সম্পন্ন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর অর্থ সম্পাদক আবু জার গিফারী। অনুপম শিল্পীগোষ্ঠীর পরিচালক আহমদ শরীফ এর ব্যবস্থাপনায় উক্ত আয়োজনটি রিপোর্ট পেশ, পর্যালোচনা ও মেহমানদের বক্তব্যের মাধ্যমে সম্পন্ন হয়।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

12 Dec, 12:50


আলহামদুলিল্লাহ!
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) ঢাকা পূর্ব ও দক্ষিণ অঞ্চলের ❝বার্ষিক প্রতিনিধি সমাবেশ❞ সম্পন্ন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর নির্বাহী পরিচালক আহমাদ তাওফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরণ শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান মোজাফফর হোসেন।

সমাবেশের সভাপতিত্ব করেন সসাসের প্রকাশনা সম্পাদক ও ঢাকা অঞ্চল পূর্ব ও দক্ষিণের তত্ত্বাবধায়ক জাকির হোসাইন। জাগরণ শিল্পীগোষ্ঠীর পরিচালক কাউসার সোহেল এর ব্যবস্থাপনায় ও অনুপম সাংস্কৃতিক সংসদ এর পরিচালক ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় উক্ত আয়োজনটি রিপোর্ট পেশ, পর্যালোচনা ও মেহমানদের বক্তব্যের মাধ্যমে সম্পন্ন হয়।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

06 Dec, 09:39


❝ ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন ❞

কিংবদন্তী লেখক, গীতিকার ও সুরকার অধ্যাপক আবু জাফর ইন্তেকাল করেছেন।

মহান আল্লাহ তায়ালার নিকট তার রুহের মাগফেরাত কামনা করছি।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

27 Nov, 12:41


❝খুলনা ও যশোর  অঞ্চলের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত❞

‘সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ’ এই স্লোগানকে বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)।

তারই ধারাবাহিকতায় সসাসের গুরুত্বপূর্ণ দুটি অঞ্চল খুলনা ও যশোর অঞ্চলের শিল্পীগোষ্ঠীর পরিচালক ও সহকারী পরিচালকদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সসাসের খুলনা ও যশোর  অঞ্চলের তত্ত্বাবধায়ক ইবনে বাশার আরাফ  এর পরিচালনায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা টাইফুন শিল্পীগোষ্ঠীর সম্মানিত  চেয়ারম্যান আরাফাত হোসাইন মিলন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সসাসের সম্মানিত সহকারী নির্বাহী পরিচালক আতিক তাশরিফ এবং  বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল কাফি।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

24 Nov, 15:08


আলহামদুলিল্লাহ
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)'র ঢাকা অঞ্চল উত্তর ও পশ্চিমের ❝দায়িত্বশীল সমাবেশ❞ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সসাসের অফিস সম্পাদক ডি এম যুবায়ের ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সসাসের সহকারী নির্বাহী পরিচালক আতিক তাশরীফ।

উক্ত সমাবেশে ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ও পশ্চিম অঞ্চলের শিল্পীগোষ্ঠী গুলোর পরিচালক, সহকারী পরিচালক ও অফিস সম্পাদক।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

24 Nov, 15:07


❝ইবি ও ফরিদপুর অঞ্চলের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত❞

‘সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ’ এই স্লোগানকে বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)।

তারই ধারাবাহিকতায় সসাসের গুরুত্বপূর্ণ দুটি অঞ্চল ইবি ও ফরিদপুরের শিল্পীগোষ্ঠীর পরিচালক ও সহকারী পরিচালকদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সসাসের আবৃত্তি ও উপস্থাপনা সম্পাদক এবং ইবি ও ফরিদপুর অঞ্চলের তত্বাবধায়ক আরিফ হোসেন সবুজ এর পরিচালনায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সসাসের সম্মানিত নির্বাহী পরিচালক আহমাদ তাওফিক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যতিক্রম সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান আবু মুসা।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

15 Nov, 12:05


আলহামদুলিল্লাহ! 
সসাসের সাবেক নির্বাহী পরিচালক মুজাহিদুল ইসলাম এর বিবাহ মুবারক সম্পন্ন।

সসাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছেন সসাসের নির্বাহী পরিচালক আহমাদ তাওফিক সহ সসাসের সেক্রেটারিয়েটবৃন্দ।

❝বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আ'লাইকুমা ওয়া জামাআ’ বাইনাকুমা ফি খাইর❞

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

28 Oct, 12:35


চলছে ❝ফুল পাখিদের গান❞ লাইভ...
পর্ব- ৫৪

সুন্দর এই আয়োজনে যুক্ত হতে ক্লিক করুন নিচের লিঙ্কে 👇

FB- fb.watch/vvfwW-hUdp/

YT- youtube.com/live/Nu7w09I-CgI?feature=shared

Telegram- t.me/kidsvisiontv

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

27 Oct, 12:30


দেশ সেরা শিশু-কিশোর শিল্পীদের অংশগ্রহণে নিয়মিত লাইভ অনুষ্ঠান -
❝ ফুল পাখিদের গান ❞
• পর্ব - ৫৪

• সরাসরি- স্টুডিও লাইভ
• তারিখঃ ২৮/১০/২৪ রোজঃ সোমবার
• সময়ঃ সন্ধ্যা ৬.৩০মিনিট

এ পর্বে থাকছে দেশের জনপ্রিয় আবৃত্তিকার আহসান হাবীব খান এর উপস্থাপনায় আমন্ত্রিত শিল্পী ঢাকার অনুপম সাংস্কৃতিক সংসদ এর কিশোর শিল্পী তানভীর আহমেদ সিয়াম এবং বগুড়ার সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর কিশোর শিল্পী দিদারুল ইকবাল সাবিত।

সুন্দর এ আয়োজনে কিডস ভিশনের সাথেই থাকুন।

FB- facebook.com/kidsvision.culture.bd

YT- youtube.com/@kidsvision

Telegram- t.me/kidsvisiontv

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

19 Oct, 13:34


❝ উষার রাতের অনাবাদী মাঠে
ফলাবে ফসল যারা
দিগ দিগন্তে তাদেরে খুঁজিয়া
ফিরিছে সর্বহারা ❞

-ফররুখ আহমদ
(১০ জুন ১৯১৮ - ১৯ অক্টোবর ১৯৭৪)

বাংলাদেশের মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ এর মৃত্যুবার্ষিকীতে মহান আল্লাহর নিকট তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

15 Oct, 08:08


HSC/আলিম, সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর পক্ষ থেকে জানাই-

❝ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ❞

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

14 Oct, 13:01


চলছে ❝সুর সমীরণ❞ লাইভ...
পর্ব- ৫৭

সুন্দর এই আয়োজনে যুক্ত হতে ক্লিক করুন নিচের লিঙ্কে 👇

FB- https://www.facebook.com/share/v/s5FF3JbtkjhwwEqE/

YT- https://www.youtube.com/live/RWZiylZMW9M?si=TJnDFKL-MhbLHECs

Telegram- t.me/sosas94

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

14 Oct, 04:29


প্রতিভাবান শিল্পীদের নিয়ে জনপ্রিয় লাইভ অনুষ্ঠান-
❝সুর সমীরণ❞
৫৭ তম পর্ব

• সরাসরি- স্টুডিও লাইভ
• তারিখঃ ১৪/১০/২৪ রোজঃ সোমবার
• সময়ঃ সন্ধ্যা ৬.৪৫ টা

এ পর্বে থাকছে দেশের বিশিষ্ট আবৃত্তিকার আহসান হাবীব খান এর উপস্থাপনায় আমন্ত্রিত শিল্পী হুজ্জাতুল ইসলাম এবং খুলনার সুন্দরবন শিল্পীগোষ্ঠীর পরিচালক শিল্পী মো. তৌহিদুল ইসলাম।

সুন্দর এ আয়োজনে সসাসের সাথেই থাকুন।

FB- facebook.com/sosas.culture.bd

YT- youtube.com/@sosastv

Telegram- t.me/sosas94

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

29 Sep, 06:32


দেশ সেরা শিশু-কিশোর শিল্পীদের অংশগ্রহণে নিয়মিত লাইভ অনুষ্ঠান -
❝ ফুল পাখিদের গান ❞
• পর্ব - ৫৩

• সরাসরি- স্টুডিও লাইভ
• তারিখঃ ২৯/০৯/২৪ রোজঃ রবিবার
• সময়ঃ সন্ধ্যা ৭.৩০মিনিট

এ পর্বে থাকছে দেশের জনপ্রিয় শিল্পী জাকির হোসাইন এর উপস্থাপনায় আমন্ত্রিত শিল্পী ঢাকার জাগরণ শিল্পীগোষ্ঠীর শিশু শিল্পী মানহা মেহজাবিন এবং ঢাকার উচ্চারণ শিল্পীগোষ্ঠীর শিশু শিল্পী মুশফিকা সরকার।

সুন্দর এ আয়োজনে কিডস ভিশনের সাথেই থাকুন।

FB- facebook.com/kidsvision.culture.bd

YT- youtube.com/@kidsvision

Telegram- t.me/kidsvisiontv

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

25 Sep, 23:59


❝ আর যারা ন্যায় ও সত্য থেকে বিমুখ তারা হবে জাহান্নামের ইন্ধন। ❞

(সুরা জ্বিন ৭২:১৫)

• সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

24 Sep, 23:37


❝ তোমরা তোমাদের কথা গোপনে বল অথবা প্রকাশ্যে বল, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। ❞

(সুরা আল-মুলক ৬৭: ১৩)

• সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

24 Sep, 05:02


❝ সেদিন প্রকৃত রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং অস্বীকারকারীদের জন্য বড়ই কঠিন দিন। ❞

(সুরা আল ফুরকান ২৫/২৬)

• সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

23 Sep, 13:34


চলছে ❝সুর সমীরণ❞ লাইভ...
পর্ব- ৫৬

সুন্দর এই আয়োজনে যুক্ত হতে ক্লিক করুন নিচের লিঙ্কে 👇

FB- fb.watch/uN9Y31t3Aa/

YT- youtube.com/live/3stxR0nfv4U

Telegram- t.me/sosas94

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

23 Sep, 05:38


❝ সুতরাং তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, অকৃতজ্ঞ হয়ো না। ❞

(সুরা বাকারা, আয়াত-১৫২)

• সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

22 Sep, 13:34


প্রতিভাবান শিল্পীদের নিয়ে জনপ্রিয় লাইভ অনুষ্ঠান-
❝সুর সমীরণ❞
৫৬ তম পর্ব

• সরাসরি- স্টুডিও লাইভ
• তারিখঃ ২৩/০৯/২৪ রোজঃ সোমবার
• সময়ঃ সন্ধ্যা ৭.৩০ টা

এ পর্বে থাকছে দেশের বিশিষ্ট আবৃত্তিকার আহসান হাবীব খান এর উপস্থাপনায় আমন্ত্রিত শিল্পী হাদিউজ্জামান বুলবুল এবং সেরাদের সেরা সিজন-৫ এর ৯ম স্থান অর্জনকারী শিল্পী মো: আতাউল কাদির।

সুন্দর এ আয়োজনে সসাসের সাথেই থাকুন।

FB- facebook.com/sosas.culture.bd

YT- youtube.com/@sosastv

Telegram- t.me/sosas94

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

22 Sep, 00:54


❝ যারা সত্যের দাওয়াত মেনে নিয়েছে এবং সৎকাজ করেছে তারা সৌভাগ্যবান এবং তাদের জন্য রয়েছে শুভ পরিণাম। ❞

- সূরা রা'দ, আয়াত-২৯

• সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

20 Sep, 06:16


❝ জুমআর দিনের কিছু আমল ❞

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

19 Sep, 14:42


❝ এই ক্লান্তিক্ষণে এক স্নিগ্ধ বাতাস
ফের আসুক
মোর মন কিনারে মরুর দেশে
বৃষ্টি নেমে আসুক ❞

• কথাঃ সিফাত সালেহীন
• সুরঃ ‌কে এম সাব্বির

• পরিবেশনায়ঃ
   হিল্লোল সাহিত্য সাংস্কৃতিক সংসদ, কুষ্টিয়া

YT- youtu.be/DGT4SY6ceRU

FB- fb.watch/uHYaUaGuOj/

Telegram- t.me/sosas94

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

16 Sep, 14:37


সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সসাসের বিশেষ আয়োজন গীতি আলেখ্য-
❝ আঁধারে অরুণিমা ❞

(সম্পূর্ণ প্রোগ্রামটি দেখতে নীচের দেয়া লিঙ্কে ক্লিক করুন...)

Full: youtu.be/EyWQxm7z3Yk

Telegram- t.me/sosas94

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

16 Sep, 11:38


সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর টুইটার একাউন্টে যুক্ত থাকুন-

প্রচার করে ছড়িয়ে দিন প্রিয়জনদের কাছে...

(লিঙ্ক- x.com/sosasbangladesh)

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

15 Sep, 13:32


❝ নবী ওগো তুমি প্রিয়তম নবী
মম বন্ধুর পথে এসেছো বন্ধু হয়ে যে
তোমার পথে যা কিছু পাথেয়
মমতায় ভরা দুহাতে এনেছো বয়ে যে ❞

• কথা ও সুর- অধ্যাপক আবু জাফর
• শিল্পী- নাবিউল ইসলাম রাহাদ

FB- fb.watch/uCCt846Rgm/

YT- youtu.be/gNzN18X4fH0

Telegram- t.me/sosas94

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

13 Sep, 13:49


❝ উত্তম ব্যবহারে খুশি হয় রব
খুশি হয় ছোট বড় প্রতিবেশী সব
শত্রু বুকে টানে ব্যবহার গুণে
দিকে দিকে জাগে আরো পূত অনুভব ❞

• কথা- আবু তাহের বেলাল
• সুর- গোলাম মাওলা

• প্রযোজনা ও পরিবেশনা-
কিডস ভিশন

সম্পূর্ণ গানটি দেখতে লিঙ্কে ক্লিক করুন...
youtu.be/c8t1jf0QLHM

Telegram- t.me/sosas94

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

12 Sep, 13:40


❝ যদি কথা দাও বন্ধু
দ্বীনের পথে দৃঢ় থাকবে
যদি কথা দাও দ্বীন কায়েমে
অগ্রনী ভূমিকা রাখবে
তবে তোমাকেই গান শুনাবো
যে গানে হৃদয়টা জাগবে ❞

• কথা: মোকাররম হোসাইন
• সুর: দিদারুল ইসলাম
• কন্ঠ- তরিকুল ইসলাম

FB- fb.watch/uyFH8vyIgM/

YT- youtu.be/LsSxZS2iiA4

Telegram- t.me/sosas94

2,897

subscribers

534

photos

105

videos