✅ প্রথম ধাপ: রেজিস্ট্রেশন🔹 ফর্ম পূরণ করতে হবে।
🔹 ফি: ১০০/- টাকা।
🔹 রেজিস্ট্রেশন লিঙ্ক : https://admission.saimum.org/
🔹 রেজিস্ট্রেশনের সময় :
৩ নভেম্বর - ২০ নভেম্বর ২০২৪🎯 দ্বিতীয় ধাপ: সাক্ষাৎকার🔹 রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীরা সাক্ষাৎকারের জন্য এসএমএস পাবে।
🔹 এসএমএসে প্রাপ্ত তারিখ ও সময় অনুযায়ী সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।
🔹 সাক্ষাৎকারের সময় রেজিস্ট্রেশন নম্বর আনতে হবে।
🔹 সাক্ষাৎকারে উত্তীর্ণ হতে হবে।
🏆 তৃতীয় ধাপ: কর্মশালায় অংশগ্রহণ🔹 উত্তীর্ণ শিক্ষার্থীরা কর্মশালায় ভর্তি হতে পারবে।
🔹 কর্মশালার ফি— (পরে জানানো হবে)
🔹 কর্মশালা সময়কাল: ৩ মাস (১৮টি ক্লাস)
🔹 প্রশিক্ষক হিসেবে থাকবেন জাতীয় পর্যায়ের প্রশিক্ষকগণ।
🔹 ছোট ও বড়দের জন্য আলাদা কর্মশালার আয়োজন থাকবে।
🔹 কর্মশালা শেষে পরীক্ষা নেওয়া হবে।
🎉 চতুর্থ ধাপ: সাইমুমের নিয়মিত কার্যক্রম🔹 কর্মশালা শেষে নিয়মিত শিল্পী হিসেবে স্বীকৃতি পাবে।
🔹 সাইমুমের স্টুডেন্ট আইডি কার্ড প্রদান করা হবে।
🔹 সাইমুমের বিভিন্ন পরিবেশনা ও টেলিভিশন প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ থাকবে।
📞 যোগাযোগ:- হোয়াটসঅ্যাপঃ 01970578220
- ইমেইলঃ
[email protected]