An-neda-النداء @salehamin2222 Channel on Telegram

An-neda-النداء

@salehamin2222


ইসলামিক নিউজ চ্যানেল

An-neda-النداء (Bengali)

অন-নেদা-আল নিদা হল একটি ইসলামিক নিউজ চ্যানেল, যেখানে আপনি ইসলামিক সংবাদ, প্রতিবেদন, ও বিশ্বনেতা মুসলিম ও ইসলামিক বিষয়াবলি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে পারবেন। এই চ্যানেলে সামরিক ও প্রামাণিক তথ্য সরবরাহ করা হয় এবং ইসলামিক জীবনযাপনে সহায়ক মার্গদর্শন প্রদান করা হয়। এখানে আপনি বিভিন্ন ধরণের ইসলামিক সাহিত্য, আল-কোরআনের আয়াত, হাদিস, ও ইসলামের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন। তাছাড়া, আপনি এই চ্যানেলে বিভিন্ন ইসলামিক বিষয়ের সাথে কন্যাক্ট থাকতে পারবেন এবং ধর্মীয় প্রশ্নের সমাধান নিতে পারবেন। আপনি নিজের ইমান এবং জ্ঞান প্রদান করতে চান তাহলে An-neda-النداء চ্যানেলে যোগদান করুন এবং আরও বেশি জানুন ইসলামিক বিষয়ে।

An-neda-النداء

17 Oct, 16:41


ঘটনা পরিক্রমা:

ইসরায়েলি সেনারা রাফাহর 'তেল সুলতান' এলাকায় টহলের সময় হামাস সদস্যের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় দুটো ট্যাঙ্কের শেল ছোড়া হয়।

সংঘর্ষের পরে তিনজন হামাস সদস্য নিহত হয়। পরে ইসরায়েলি সেনারা মৃতদেহগুলো পরীক্ষা করতে গেলে দেখতে পায়, তাদের মধ্যে একজনের চেহারা ইয়াহিয়া সিনওয়ারের মতো।

এরই সূত্র ধরে ইয়াহিয়া সিনওয়ারের নিহত হওয়ার বিষয়টি সামনে আসে।

পরবর্তীতে ডিএনএ টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়।
কয়েকজন কর্মকর্তা বিভিন্ন মিডিয়াতে নিশ্চিত করেছেন যে এটি সিনওয়ার।
তবে ইসরায়েল অফিসিয়ালি কোনো বিবৃতি এখনো দেয়নি।
অপরদিকে হামাসও নিরবতা অবলম্বন করছে।

উল্লেখ্য, এটি বিশেষ কোনো অভিযান ছিলোনা। স্বাভাবিক রেগুলার সংঘর্ষগুলোরই একটি ছিলো।
mh/17

An-neda-النداء

17 Oct, 16:41


#UPDATE

ইসরায়েলি সূত্রে জানা গেছে, ইয়াহিয়া সিনওয়ারের দেহের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিক পরীক্ষার ফলাফল নিশ্চিত করেছে, ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা হয়েছে।

এখনো অফিসিয়াল কোনো বিবৃতি আসেনি কারো পক্ষ থেকেই।
mh/16

An-neda-النداء

17 Oct, 16:41


স্কাই নিউজ আরাবিয়া রিপোর্ট করেছে:
রাফাহতে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে একটি মুখোমুখি সংঘর্ষে সিনওয়ার নিহত হয়েছেন।

-
দ্রষ্টব্য: এখন পর্যন্ত হামাস কিংবা ইসরায়েল; কোনো পক্ষই অফিসিয়াল বিবৃতি দেয়নি।
mh/15

An-neda-النداء

17 Oct, 16:41


#UPDATE

ইসরায়েলি বাহিনী মৃতদেহ উদ্ধার করেছে, যা তারা ধারণা করেছিল যে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের।

বডি এখন ডিএনএ স্যাম্পলিংয়ের জন্য পাঠানো হয়েছে।
mh/14

An-neda-النداء

05 Aug, 12:38


আনসাররা ভাঙ্গলো স্বৈরাচার মুজিবের ভাস্কর্য

An-neda-النداء

05 Aug, 11:34


সংসদ ভবন থেকে লাইভ চলছে

An-neda-النداء

17 Jul, 17:31


ঢাবির বর্তমান অবস্থা।
বাহিরে পুলিশ বিজিবি আছে, হল প্রায় শূন্য।
কিন্তু আপাতত কোনো হা'ম লা ধাওয়া পালটা ধাওয়া হচ্ছেনা, বলতে গেলে পরিস্থিতি নরমাল।
এটি সর্বশেষ আপডেট।

DU Insider থেকে নেওয়া

An-neda-النداء

17 Jul, 17:31


"বিশ্বের সবচেয়ে বড় ছাত্র আন্দোলন
হতে চলেছে আগামীকাল,
যোগ দেবে সর্বস্তরের মানুষ"

An-neda-النداء

17 Jul, 17:31


যাত্রাবাড়ীতে এখনো সংঘর্ষ চলমান, কিন্তু সাধারণ জনগণ ও রাস্তায় নেমে আসছে।

An-neda-النداء

03 Jul, 14:57


9۔58۔ حکیم الامتؒ اور اُن کے خلفاء کی سیاسی خدمات کا تفصیلی جائزہ
مصنف : رانا محمد اشرف
صفحات : 266
ناشر : ادارہ تالیفات اشرفیہ ہارون آباد
حصہ ہشتم : سوانح حیات

‌‏‌‎ 🔊🌹عظیم الشان خوش خبر🌹🔊

‌‏‌‎ تالیفات حکیم الامتؒ بمع تعارف ، حصول کے لئے درج ذیل لنک پر تشریف لے جائیں
•——–------👇-------——•
~@TaleefatHakeemUlUmmatThanvi~

An-neda-النداء

01 May, 07:46


তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালীন সোমালিয়ার রাজধানী মগাদিসুতে দেশটির রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন।

An-neda-النداء

01 May, 07:46


ইসরাইলের সাথে গুগলের ১.২ বিলিয়ন ডলারের চুক্তির বিরোধিতা করে গুগলের অফিসে বিক্ষোভকারী ২৮ জন কর্মচারীকে বরখাস্ত করেছে গুগল কর্তৃপক্ষ।

An-neda-النداء

14 Apr, 09:48


ব্রেকিংঃ
হামাস যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় গড়িমসি শুরু করেছে। পক্ষান্তরে লেবাননের গভীরে ইজরায়েল বোমাহামলা চালাচ্ছে।

সমীকরন বদলানো শুরু করেছে মাত্র।

ইরান সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে না যদিও, কিন্তু মধ্যপ্রাচ্যে ইজরায়েলবিরোধী প্রতিরোধ যুদ্ধের নাটের গুরু ইরানই।

এখন লেবানন-ইরাক ফ্রন্টকে দ্রুত উত্তপ্ত করা হবে, সম্ভবত জর্ডানকে ভুমিতেও চাপে ফেলা হতে পারে। আমি ব্যক্তিগতভাবে শান্ত-সুস্থির জর্ডানের চেয়ে বিশৃঙ্খল জর্ডানকে ইজরায়েলের জন্য বেশি ক্ষতিকর মনে করি। মূলত সাইকেস-পিকট চুক্তিতে জর্ডান আর লেবাননকে তৈরিই করা হয়েছে একদিকে আরব-অন্যদিকে তুর্কীদের ফিলিস্তিন অভিযানকে অন্তত একশো বছর পিছিয়ে দেয়ার মাস্টারপ্ল্যান করে, নয়তো এই দুটো রাষ্ট্রের কোন অস্তিত্বই থাকার কথা না। এরা ইজরায়েলের ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স হিসেবে কাজ করে। হিজবুল্লাহর কারনে লেবানন থেকে ইজরায়েল চেক খায়, হিজবুল্লাহর অনুপস্থিতিতে লেবানন জর্ডানের চেয়েও খারাপ হত।

এখন, এটা বিশ্বাস করার মত অনেক কারনই আছে যে ইরানের অধিকাংশ মিসাইল ছিল আধা বাতিল, এবং লোয়েস্ট গ্রেড। এর সুবিধা দুইটা।
১)নিয়ন্ত্রিত ক্ষতি, এর ফলে নেগোশিয়েট করতে সুবিধা
২)খরচ কম

এখন আমেরিকা সিরিয়াসলি হিসাবে বসবে, ইজরায়েলের জন্য তারা সমগ্র মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে কত ট্রিলিয়ন খরচ করবে। সেক্ষেত্রে ইউরোপ আর ইন্দোপ্যাসিফিকে তাদের কতদুর টান পড়তে পারে।

ফ্রান্স ও জার্মানী সামনে ইউক্রেন-ল্যাটভিয়া-ফিনল্যান্ডে ব্যস্ত হয়ে পড়বে। ব্রিটেন-মেরিকা পুশ করবে মিডল ইস্টে, কিন্তু তারা কি সেজন্য ইন্দোপ্যাসিফিক চায়নাকে ছেড়ে দিতে রাজি আছে??

আপনার যত বুদ্ধিবৃত্তিক সক্ষমতা থাকুক, সময়মত শক্তি প্রদর্শন না করলে আপনি শত্রুর হাতে মারা পড়বেনই।

An-neda-النداء

14 Apr, 09:46


ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি:

আমাদের বাহিনী ইসরাইলকে একটা কঠিন শিক্ষা দিয়েছে। ইসরাইল আবার ইরানকে আক্রমণের দুঃসাহস দেখালে এর চেয়েও কঠিন শাস্তি দেয়া হবে।

An-neda-النداء

14 Apr, 09:08


ইরানের সেনা প্রধান জেনারেল বাঘেরিঃ

- আমাদের আক্রমণ সমাপ্ত হয়েছে। আমরা আর আক্রমণ চালানোর ইচ্ছা পোষণ করি না। তবে ইসরাইল যদি আমাদের কোন স্থাপনায় আবার হামলা চালায় আমরা শক্তভাবে সেটার জবাব দেবো।
- আমেরিকা যদি আমাদের বিরুদ্ধে কোন আক্রমণে অংশগ্রহণ করে তাহলে আমরা এই অঞ্চলে আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলোতে হামলা করবো। সেগুলো আর নিরাপদ থাকবে না।
- আমাদের আক্রমণ তার লক্ষ্যে উপনীত হয়েছে। আমরা পরিপূর্ণ সফল ভাবে আক্রমণ করেছি। আমাদের আক্রমণে ইসরাইলের দুটি সামরিক সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
- ইসরাইল যে সামরিক ঘাঁটি থেকে আমাদের দূতাবাসে হামলা করেছে আমাদের পাল্টা আক্রমণের টার্গেট ছিল সেই ঘাঁটিগুলো। আমরা সেভাবেই আমাদের পরিকল্পনা সাজিয়েছি।
- আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের মিসাইলগুলো সেই সেনাঘাটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে। আমাদের আক্রমণ সফল হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ঃ ইসরাইলে আমাদের হামলাটি ছিল আত্মরক্ষামূলক হামলা।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ঃ যদি কোন দেশ ইরানের উপড়ে হামলার সময় ইসরাইলের জন্য তার আকাশসীমা উন্মুক্ত করে দেয় তাহলে সেই দেশ ইরানের টার্গেটে রূপান্তরিত হবে।

নেতানিয়াহুকে বাইডেনঃ গতরাতের ঘটনাকে ইসরাইলের জন্য "বিজয়" হিসেবে দেখা উচিত। বাইডেন- ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে এখন কোন আক্রমণ করে তাহলে আমেরিকা সেটাকে সাপোর্ট দিবে না এবং যোগ দিবে না।

ইসরাইলি সেনাবাহিনীঃ ইরানের হামলাকে প্রতিহত করার জন্য ইসরাইলের সাথে যোগ দিয়েছিল আমেরিকা, ব্রিটেন, জর্ডান এবং ফ্রান্স।

ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভিরঃ আমাদের একটা ধ্বংসাত্মক আক্রমণ করা দরকার।

An-neda-النداء

14 Apr, 09:08


ইরানের দাবি, তাদের নিক্ষিপ্ত ড্রোন এবং মিসাইলগুলোর ৫০ ভাগ টার্গেটে আঘাত হেনেছে।

ইসরাইল বলছে অল্প কয়েকটি আঘাত হেনেছে।

ইরান বলছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ইসরাইল বলছে সামান্য ক্ষতি হয়েছে।

ইরানের আঘাতে এখনো পর্যন্ত ইসরাইলের ১জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

An-neda-النداء

14 Apr, 09:08


ইসরাইলে ইরানের হামলা ৫ ঘন্টা স্থায়ী ছিল।

২০০ থেকে ৫০০ ড্রোন, ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল নিক্ষেপ করে ইরান।

বেশিরভাগই আকাশেই নিস্ক্রিয় করে ইসরাইল, আমেরিকা, ব্রিটেন।

ইসরাইলের দক্ষিণ দিকের একটা সেনা ঘাঁটিতে কয়েকটা মিসাইল আঘাত হানে তাতে কেউ হতাহত হয়নি। সেনা ঘাঁটির এক অংশ ধ্বংস হয়।

এর বাইরে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইসরায়েল।

ইরান এই হামলার বিষয়ে আগেই ইসরাইলকে জানিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ইসরাইল বলে, জানিয়েছে না কি জানায়নি এ বিষয়ে আমরা মূখ খুলবো না।


ইসরাইল এবার পাল্টা হামলার হুমকি দিয়েছে। আমেরিকা নিষেধ করছে। ইসরাইল শুনবে কি না দেখো যাক।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন ইরানের আক্রমণে ইসরাইলের ক্ষয়ক্ষতি এত কম হয়েছে যে ইসরাইল এটাকে বিজয় হিসেবে দেখতে পারে।

An-neda-النداء

14 Apr, 09:08


আমেরিকার এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইরান থেকে ৪০০-৫০০ ড্রোন নিক্ষেপ করা হয়েছে।