আলোর পথ @alolpath Channel on Telegram

আলোর পথ

@alolpath


আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূর্ণ বিন্যাস করে আল্লাহর সন্তুষ্টি অর্জন।

গ্রুপ লিঙ্ক :https://t.me/+VNLt8TLsonQxOWU1

আলোর পথ (Bengali)

আলোর পথ হল একটি টেলিগ্রাম চ্যানেল যা আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূর্ণ বিন্যাস করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে প্রতিদিন বিভিন্ন প্রকার ধর্মীয় প্রচার প্রসার করে। চ্যানেলটির মেম্বারদের জন্য একটি গ্রুপ লিঙ্কও রয়েছে যা তাদের ধর্মীয় প্রশ্নের সমস্যা সমাধানে সাহায্য করতে পারে। আপনিও যদি আলোর পথের জয়েন করতে চান এবং ধর্মীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চান, তাহলে নিশ্চিতভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গ্রুপ লিঙ্কে যোগ দিন।

আলোর পথ

15 Feb, 01:28


দুঃখের কারণ খুজবেন না, আল্লাহ তা'য়ালার কাছ থেকে যে অসীম রহমত পেয়েছেন এবং পাচ্ছেন তার দিকে মনোযোগ দিন। তাহলে আপনি সুখি হওয়ার আরও অসংখ্য উপায় আর কারণ পাবেন ইন শা আল্লাহ।

আলোর পথ

14 Feb, 15:43


আসসালামু আলাইকুম

আজকের রজনিতে সবাইকে পরস্পরের জন্য দোয়া করার অনুরোধ।

জাযাকাল্লাহ খাইরান।

আলোর পথ

14 Feb, 11:28


দীর্ঘ ৮ বছর আয়নাঘরে যেভাবে সময় পার করেছেন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান

ভিডিও : জিটিভি

আলোর পথ

14 Feb, 06:41


মতিঝিল থানা শিবির দারুণ একটি কাজ করেছে, মাশাআল্লাহ।

#SayNoToValentine
#SayNoToValentineDay

আলোর পথ

14 Feb, 06:17


মানুষ হারাম সম্পর্কে জড়ায় মানসিক শান্তির জন্য। কিন্তু, সম্পর্কে জড়ানোর পর সে শান্তির বদলে মানসিক শাস্তি পাওয়া শুরু করে!
.
ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ চমৎকারভাবে তিনটি শাস্তির কথা উল্লেখ করেছেন।
.
তিনি বলেন,
“যে ভালোবাসা আল্লাহর জন্য হবে না তাতে তিনটি শাস্তি অবশ্যই থাকবে।”
.
১. যতক্ষণ সে তা না পাচ্ছে ততক্ষণ সে কষ্ট পাবে।
২. যখন পাবে তখন কষ্টে থাকবে কয়েক ধরনের- তা হারানোর, তা চলে যাবার, নষ্ট হওয়ার কিংবা তার বিরুদ্ধে যাওয়ার ইত্যাদি।
৩. তারপর যখন তা হাতছাড়া হবে তার কষ্ট বহু গুণ বেড়ে যাবে। এ হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহ ব্যতীত অন্য কিছুকে ভালোবাসার তিন শাস্তি।
.
যারা হারাম প্রেমে লিপ্ত ছিলো, তাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন তারা বলবে, “হ্যাঁ, এই কষ্ট পেয়েছি।”

(বই: আত্মার ওষুধ, ইবনুল কাইয়্যিম)

আলোর পথ

13 Feb, 11:45


কোকিল থাকলে ৩৬৫ দিনই বসন্ত কিন্তু যাদের একটা কাউয়াও নাই তাদের সব সময়ই চৈত্র মাস।এটা কোন ধরনের বাক্য?


ক.সরল
খ.জটিল
গ.যৌগিক
ঘ.অসহায় বাক্য।

আলোর পথ

11 Feb, 02:36


চলুন, একটু ইস্তিগফার পাঠ করি..

আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুআল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযিম।

আলোর পথ

09 Feb, 17:43


ফারুকীর বরাতে জানা গেল, অভ্রর মেহেদি হাসান খান একা একা পুরস্কার নিতে রাজি হননি।

চার বন্ধু মিলে অভ্র বানাইছিলেন। একা একা পুরস্কার কেন নিবেন? নিলে বন্ধুদের সাথে নিয়েই নিবেন।

শেষপর্যন্ত বাংলাদেশ সরকার উনার এই জেদের কাছে মাথানত করে চার বন্ধুকেই একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মেহেদি হাসান খানের ঐ তিন বন্ধুকে অভিনন্দন।

একুশে পদক পাওয়ার জন্য না। এমন একজন বন্ধু পাওয়ার জন্য।

পুরস্কার পদক টাকা কাজ করলেই পাওয়া যায়। বাট এমন একজন বন্ধু পাইতে সারাজীবনের আরাধনা লাগে।

এমন বন্ধুর চে বড় উপহার এক জীবনে মানুষের জন্য আর কিছু হয় না। হতে পারেও না।

আলোর পথ

09 Feb, 13:21


প্রতিষ্ঠালগ্ন থেকে বারংবার আওয়ামী সন্ত্রাসের শিকার হয়েছে ছাত্রশিবির। আটাশ অক্টোবর পরবর্তী ক্ষমতায় আরোহন করে ছাত্রশিবির হত্যার বৈধতা উৎপাদনে শাহবাগ কায়েম করে আওয়ামী ফ্যাসিস্ট সরকার।

শাহবাগ কায়েমের মধ্য দিয়ে ছাত্রশিবির কর্মীদের মৌলিক মানব অধিকারই কেবল কেঁড়ে নেওয়া হয়নি; বরং শিবিরকর্মীদের বেঁচে থাকার উপর নিষেধাজ্ঞা জারি করে ফ্যাসিস্ট হাসিনা। ছাত্রশিবির সংশ্লিষ্ট হলেই গুলি করা হতো, ক্রসফায়ার দেওয়া হত, চোখ উপড়ে ফেলা হত। অসংখ্য শিবিরকর্মীকে করা হয়েছে গুম!

শুধু তাই নয়, সাতক্ষীরায় শিবিরনেতাদের বসতভিটা বুল্ডুজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। শিবির করার অপরাধে পরিবার স্বজনের উপর অব্দি ক্র‍্যাকডাউন চালানো হয়েছে। ছাত্রশিবিরের উপর নির্যাতনের প্রতিবাদ করলে তার উপরও পাশবিক নির্যাতন করা হয়েছে। বাড়িঘর ছেড়ে যখন পালিয়ে বাঁচার চেষ্টা আমরা করেছি তখন কেউ কোনো শিবিরকর্মীকে আশ্রয় দিলে সেই আশ্রয়দাতার বেঁচে থাকা অনিশ্চিত হয়ে যেতো।

এভাবেই দিনাতিপাত করতে হয়েছে ছাত্রশিবিরকে বিগত ১৭টি বছর। রাবিতে শিবিরনেতা নোমানীকে মাথা দ্বিখন্ডিত করা হয়েছে। চবিতে মাসুদ বিন হাবিব ও মুজাহিদকে বর্বরভাবে হ ত্যা করা হয়েছে। ঢাবির মহসিন হলে রাকিব ভাইকে পিটিয়ে হাড়গোড় তছনছ করে ফেলা হয়েছে। বুয়েটে ইঞ্জিনিয়ার সিরাজ ভাইকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। ১৬ বছরের কিশোর মহিউদ্দিন সোহানের চোখ উপড়ে হাত পা ভেঙ্গে লাশ ফেলে যাওয়া হয় শিবির করার অপরাধে। রমজান আলীকে হত্যা করে ফেলে যাওয়া হয় রেললাইনে।

শিবির সভাপতিকে রিমান্ডে রাখা হয় একটানা অর্ধশতাধিক দিন! গুম করে ফেলা শিবিরনেতা ওয়ালিউল্লাহ-মুকাদ্দাসরা আজও নিখোঁজ! ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাজমুল বাশার ভাইকে মেরে নিথর দেহ হলগেটে ফেলে যাওয়া হয়েছে।

কত গল্প জানতে চাও, আমাদের বেঁচে থাকার সংগ্রামের? অথচ তোমরা আমাদের বলো, কেন আমরা ছাত্রশিবির পরিচয় দেইনি!

সাদিক কাইয়ুম

আলোর পথ

09 Feb, 11:56


BNP আর আমাদের অবস্থা একই।

যেমন- পরশুদিন পরীক্ষা,
তাও আজকে কোন সিরিয়াসনেস নাই।

আলোর পথ

09 Feb, 08:10


জেনে রাখুন কাজে আসবে!
১.যদি ভাল থাকতে চাও,তবে বেশি করে মায়ের সেবা করো!
২.যদি বিপদমুক্ত থাকতে চাও,যেখানে যাও মাকে বলে যাও।
৩.যদি কোন জিনিসে ভয় পাও তাহলে মাকে খুলে বলো!
৪.যদি মন খারাপ থাকে তাহলে মায়ের কাছে যাও!
৫.যদি অস্থির মনে হয় মায়ের আচলে মুখ মুছে নাও!

আলোর পথ

06 Feb, 17:23


আপাকে উদ্দেশ্য করে সাদ্দামের কড়া বার্তা!

আলোর পথ

04 Feb, 18:17


শাহবাগ, শাহবাগ

আলোর পথ

04 Feb, 17:51


২০১৩ সালে ২৯ ডিসেম্বর বেগম খালেদা জিয়া
'মার্চ ফর ডেমোক্রেসি' নামে কর্মসূচীর ডাক দিয়েছিলেন। গণতন্ত্রের জন্য ঢাকা অভিমুখে যাত্রা ২৯ ডিসেম্বর থেকে দলীয় ও জোট নেতাকর্মী সহ সব শ্রেণী-পেশার মানুষ কে শরীক হতে বলছেন এ ব্যাতিক্রমী কর্মসূচীতে।

গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে শামিল হতে গিয়ে ২৯শে ডিসেম্বর রোববার মালিবাগে জামায়াত-ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছাত্রশিবিরের দায়িত্বশীল হাফেজ মনসুর আহমেদ ভাই (২৪) শহীদ হন।

শহীদ মনসুর ভাই আশকোনা ৩ নম্বর ওয়ার্ডের ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি বনানীর সিটি ইউনিভার্সিটির আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

শহীদ মনসুর ভাইয়ের গ্রামের বাড়ি চাঁদপুর সদরের মুন্সিরহাটে।

ঐদিন একই সময় একই স্থানে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল, ‍যুবদল ও ছাত্রশিবির একসঙ্গে নামার কথা ছিল। কিন্তু ছাত্রশিবিরকর্মীরা সেখানে এসে এক ঘণ্টা অপেক্ষা করেও ছাত্রদল ও যুবদলের দেখা না পেয়ে নিজেরাই বেলা ১১টার দিকে মালিবাগ পদ্মা সিনেমা হলের সামনে থেকে মিছিল শুরু করে। এক পর্যায়ে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রশিবির দায়িত্বশীল শহীদ মানসুর ভাই ।

অথচ ছাত্রদল সেক্রেটারি এখন প্রতিদিন মিডিয়া,টকশো,বক্তব্য, বিবৃতিতে ছাত্রশিবিরকে গোপন সংগঠন বলতে বলতে পেরেশান হয়ে যাচ্ছে।

উনি যদি প্রতিদিন আয়নায় নিজেদের মুখটা দেখতেন সেটাই বেশি ভালো হতো।

গত ১৬ বছর ক্যাম্পাসগুলোতে আপনারা কেমন সোচ্চার ছিলেন সেটা প্রতিটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেছে।
সুতরাং ছাত্রশিবিরকে জড়িয়ে এই জাতীয় বক্তব্য না দিলেই ভালো হয়।

ছাত্রশিবিরকে গোপন সংগঠন বলে নিজেদের দেউলিয়াত্বের প্রমাণ দিয়েন না!

মুহাম্মদ সায়েম সুমন
কেন্দ্রীয় তথ্য সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

আলোর পথ

04 Feb, 14:00


একজন শুভাকাঙ্ক্ষী .. 🖤

যাকে চাইলেই পাচ্ছো; তাকে ব্যবহারের পাত্র ভেবো না।
যে তোমার প্রয়োজনে ছুটে আসে, সে তোমার ভালো চায়।
তাকে একজন শুভাকাঙ্ক্ষী ভাবতে শেখো।

তার প্রতি সবসময় বিনয়ী থাকার চেষ্টা করো; যে তোমার ভালো সময়ের খোঁজ না রাখলেও, খারাপ সময়ে এসে কাঁধে হাত রেখে বলে, 'সব ঠিক হয়ে যাবে।'

নিঃস্বার্থভাবে সবাই ভালোবাসতে জানেনা। তাই যদি কেউ স্বার্থ ছাড়া তোমাকে ভালোবাসে তবে তার মূল্যায়ন করতে শেখো। মনে রেখো, তুমি একজন শুভাকাঙ্ক্ষী হারালে মানে তুমি একটা বিশ্বস্ত কাঁধ হারালে।

-মাসুদ সাঈদী।

আলোর পথ

31 Jan, 14:56


চট্টগ্রামের প্যারেড ময়দানে আল্লামা সাঈদী (রাহি.) এর স্মৃতি বিজড়িত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ৫ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষদিন চলছে। আজ উক্ত মাহফিলে তাফসীর পেশ করবেন মাওলানা আজহারী। ইতিমধ্যেই মাফহিলের প্যান্ডেল ছাড়িয়ে আশপাশের এলাকাও লোকে লোকারণ্য হয়ে গেছে।

আলোর পথ

31 Jan, 14:35


কণ্ঠে কণ্ঠে যে রব উঠেছে তা রুখবার সাধ্য কার ?

#BANAwamiLeague
#BanBAL

আলোর পথ

31 Jan, 04:52


১ বার দরুদ পড়লে
- আল্লাহ তায়ালা ১০ টা রহমত দেন
- ১০ টা গুনাহ মাফ করেন
- ১০ টা মর্যাদা বাড়িয়ে দেন
- আল্লাহর ফেরেশতারা দুয়া করেন
- আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দরুদ পৌঁছে দেওয়া হয়। পৌঁছানোর সময় আমার নাম, আমার বাবার নাম বলা হয়।
- এরপর নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুয়া করেন। সালাম দিলে সালামের জবাব দিয়ে দেন।

- যে বেশি বেশি দরুদ পড়বে, আল্লাহ তায়ালা তার দুনিয়ার টেনশন, মনের কষ্ট দূর করে দিবেন।

- তার দুয়া কবুল করবেন
- আখিরাতে সে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফায়াত পাওয়ার বেশি যোগ্যতা অর্জন করবেন।

আর কিছু বাকি আছে দুনিয়া আখিরাতে?

--- ড: খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ এর দরুদ সংক্রান্ত আলোচনা থেকে সংগৃহীত।

اللهم صل وسلم على نبينا محمد وعلى اله واصحابه
আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহী ওয়া আসহাবিহী আজমাইন।

-সংগৃহিত

আলোর পথ

30 Jan, 20:53


ফিরে দেখা জুলাই
৪ আগস্ট, মহিপাল, ফেনী।
ভিডিও : সিসিটিভি ফুটেজ

আলোর পথ

30 Jan, 09:39


সিরিয়াতে সংবিধান স্থগিত করে দিয়েছে।

আসাদের দলকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সিরিয়ার সরকারকে আর কখনও এসব নিয়ে এক মিনিটও সময় নষ্ট করতে হবে না।

ওদিকে আমাদের সরকার এখন বসে বসে চিন্তা করতেছে আওয়ামীলীগের ডাকা হরতাল তারা কেমনে প্রতিহত করবে।

এটাই পার্থক্য আসলে।

৭১ এ আমরাও স্বাধীন হলাম। ভিয়েতনাম স্বাধীন হলো ৭৫ এ। সেই ভিয়েতনাম দেখে আমাদের এখন আফসোস করা লাগে।

সিরিয়া স্বৈরাচার মুক্ত হলো আমাদের ৪ মাস পরে।অথচ আমাদের যা করার কথা ছিলো, ওরা সেইটা করতেছে। আর আমরা বসে বসে আন্দোলনের হিসাব দিচ্ছি, চেতনার নিয়ে মারামারি করতেছি।

আজ থেকে ৫০ বছর পর সিরিয়া দেখেও হয়তো আমাদের সন্তানরা আফসোস করবে, আর আমাদের অভিশাপ দেবে।

একটা দেশের রাজনীতিবিদরা কতটা নীচ, জঘন্য আর জানোয়ার হলে বারবার রক্ত দেওয়ার পরেও সেই রক্তের সাথে এরা বারবার প্রতারণা করে?

৭১ এর শহীদদের অভিশাপ আমাদের উপর হাসিনা হয়ে নেমে এসেছিলো।

২৪ এর শহীদদের অভিশাপ নিতে আমরা প্রস্তুত আছি তো?

আলোর পথ

29 Jan, 15:41


আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সাহেব গত ২৬শে জানুয়ারী একটা স্কুল পরিদর্শন করেন এবং ছাত্রদের সাথে বসে ছাত্র সেজে বসে ক্লাস করেন, শিক্ষক ক্লাস নিচ্ছেন তিনিও দেখলেন কেমন ক্লাস হয়…

আলোর পথ

27 Jan, 04:48


প্রেমিকা যাকে ভালোবাসে, তাকে কি আগুনের পথ দেখায়?

আলোর পথ

26 Jan, 09:10


Ajhari hujur said the reality

আলোর পথ

25 Jan, 13:22


যত শুনি ততই ভালো লাগে🖤.

আলোর পথ

25 Jan, 13:16


২০২৪-২৫ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির প্রাথমিক চিকিৎসা সেবা, বিশুদ্ধ পানি, তথ্য সহায়তা, গার্ডিয়ান লাউঞ্জসহ সেবামূলক নানাবিধ কার্যক্রম পরিচালনা করে। 

#DUShibir
#Chhatrashibir

আলোর পথ

22 Jan, 11:16


Ramadan is my favorite month 🕌❤️🌙

.
.
.
#Ramadan
#ramadan2025
#islamicpost

আলোর পথ

21 Jan, 11:33


টাকা জমিয়ে মা-বাবা কিনবে! আহারে জীবন...!

আলোর পথ

19 Jan, 11:33


আলহামদুলিল্লাহ
জাতীয় মেধায় ২য়
মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫
নামঃ মোঃ সানজিদ অপূর্ব বিন সিরাজ
এক্স: চট্টগ্রাম কলেজ
রেটিনা রোল: ১৫৮২৪১
রেটিনা পরিবারের পক্ষ থেকে মোঃ সানজিদ অপূর্ব বিন সিরাজ কে অভিনন্দন ও শুভকামনা

আলোর পথ

19 Jan, 11:31


Alhamdulillah

আলোর পথ

18 Jan, 11:31


তোমার দ্বারা যদি একটি মানুষও
হেদায়েত লাভ করে,তা হবে তোমার জন্য লাল রং এর উট পাওয়ার চেয়েও উত্তম।
(সহীহ বুখারী : ৩৭০১)

আলোর পথ

16 Jan, 11:41


৫ আগস্ট, যাত্রাবাড়ী: ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি ও হত্যাকাণ্ডের প্রামাণ্যচিত্র

গণহত্যাকারী খুনি হাসিনার পতনের ঠিক আগের কয়েক ঘণ্টায় যাত্রাবাড়ী থানার সামনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। সেদিন বেলা ১টা ৫৬ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত কী ঘটেছিল সেখানে, দীর্ঘ কয়েক মাসের বিশ্লেষণের পর সে ঘটনার একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট, টেক গ্লোবাল ইনস্টিটিউট ও দ্য আউটসাইডার মুভি কোম্পানি।

#JulyMassacre

আলোর পথ

15 Jan, 11:21


💝

আলোর পথ

07 Jan, 21:41


হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না।
(সূরা আল-বাকারা : ২৮৬)

আলোর পথ

07 Jan, 10:41


গত ৩১ ডিসেম্বর ২০২৪ অনুষ্ঠিত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন '২৪ এর ভিডিও। এখানে শুধুমাত্র তাদের কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের আগে পরের সামান্য কিছু দৃশ্য রয়েছে। এই ভিডিওচিত্র থেকে আমাদের দেশের আদর্শিক ছাত্রসংগঠনগুলোর শেখার আছে অনেক কিছু।

আলোর পথ

05 Jan, 11:32


💓💓💓

আলোর পথ

04 Jan, 14:35


A+পাওয়া নিয়ে কি বলে দেখেন,,,

Mizanur Rahman Azhari 🥰💔

আলোর পথ

04 Jan, 10:39


ইয়া রাব্ব,

আপনি আমাদের জ্ঞানকে বাড়ায়ে দিন। আমাদের কাজকে সহজ করে দিন, কঠিন নয়। আমাদেরকে কল্যাণে পরিপূর্ণতা দান করুন।

আমীন।

আলোর পথ

02 Jan, 11:50


💓💓💓

আলোর পথ

31 Dec, 18:33


বছরের শেষ দিন তো আত্মসমালোচনা করে সিজদায় অশ্রু সিক্ত হয়ে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করা, নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, আগামী বছর আল্লাহ রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য দোয়া করার সময়।

জীবন থেকে একটা বছর চলে যাওয়া! সেটা কীভাবে সেলিব্রেশন হয়! আমার তো আরো পেরেশান থাকা যে জীবনের পরিধি আরো ছোট হয়ে গেলো!

আলোর পথ

31 Dec, 18:06


Alhamdulillah 💓💓

আলোর পথ

31 Dec, 10:48


যে বিকট শব্দ আর আগুনের ঝলকানি তোমাকে আজ উল্লাসে মাতাচ্ছে, এর চেয়েও বিকট আওয়াজ আর ভয়ংকর তীব্র আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়। তবুও তুমি বুঝবে না?

আলোর পথ

31 Dec, 10:42


সত্য কখনো চাপা থাকে না 💗

আলোর পথ

31 Dec, 10:26


ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে।
সারাদেশের সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।

আলোর পথ

31 Dec, 10:11


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ২০২৫ সালের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সর্বশেষ দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়ন করছেন।

আলোর পথ

30 Dec, 11:42


ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্টের সবচেয়ে আকর্ষণীয় এই অংশ দর্শকরা উপভোগ করতে পারবেন আজ রাত ১০টা পর্যন্ত। সপরিবারে কিংবা সবান্ধবে চলে আসুন সোহরাওয়ার্দী উদ্যানে।

#ScienceFest2k24
#Chhatrashibir@alolpath

আলোর পথ

29 Dec, 10:41


আমেরিকায় আমরা যে কাজটা গভমেন্টের পক্ষ থেকে করতে দেখি, তাদের শিক্ষার্থীদের শেখার জন্য সে কাজটা শিবির করছে। এজন্য আমি শিবিরকে ধন্যবাদ জানাই। এবং আশা করব বাংলাদেশ গভমেন্টও শিবিরের মত এই উদ্যোগটা নিবে আমাদের নেক্সট জেনারেশনকে শিক্ষার জন্য।

-জোবায়ের আহমেদ
ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট-২০২৪ এ আগত গেস্ট
#ScienceFest2k24

আলোর পথ

28 Dec, 11:54


বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০২৪
বর্ষসেরা প্রতিবাদী শিশু
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী পে*টো*য়া বাহিনীর দিকে এভাবেই তেড়ে গিয়েছিলো জুলাই বিপ্লবের এই সাহসী যো*দ্ধা।

#BorshoSera24

আলোর পথ

24 Dec, 10:31


আবু সাইদকে শহিদ করার পূর্বেও একাধিকবার হামলা করে জখম করে পেটুয়া পুলিশ বাহিনী।

আলোর পথ

23 Dec, 10:59


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ্ আমানত হলের সামনে ফ্যাসিস্ট হাসিনার গত ১৬ বছরের কুকীর্তির কিছু অংশ তুলে ধরেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

আলোর পথ

21 Dec, 11:13


হাত বদল হয়েছে, কিন্তু শোষণ মুক্ত সমাজ এখনো আমরা পাইনি।

আলোর পথ

20 Dec, 09:30


জুলাই গণহত্যার ডকুমেন্টস

একনজরে দেখে আসুন কিছু

আলোর পথ

19 Dec, 11:13


লাখো বিপ্লবীদের ইমাম, জালিমের সামনে এমন শিরদাঁড়া উঁচিয়ে রাখা দুঃসাহসী বীর শতাব্দীতে একজন আসে। ভারতীয় আধিপত্যাবাদীদের সামনে জীবনের শেষতক পর্যন্ত এভাবে মাথা উচু করে ছিলেন। শেষ নিঃশ্বাস ত্যাগের আগপর্যন্ত এদেশের মানুষকে মুক্তির প্রেরণা জুগিয়েছিলেন। এদেশের তাওহীদবাদীদের প্রতিটি হৃদয়ে বিপ্লবের বীজ বপন করেছিলেন তিনি।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী এদেশের ভারতীয় তাবেদারদের দ্বারা অন্যায়ভাবে তাকে দেওয়া ফাঁসি ঠেকিয়ে দিয়েছিল শত-শত বাংলাদেশী নিজেদের জীবন দিয়ে, বুকের রক্ত ঢেলে দিয়ে। উনার মৃত্যুর পরে শত্রুরাও গণহারে উনার প্রতি সম্মান ও ভালবাসা প্রকাশ করতে গিয়ে নিজেদের লোভনীয় "দলীয় পদ" ত্যাগ করতেও দ্বিধা করেনি।

আমাদের দেশের ধর্মপ্রাণ তরুণ প্রজন্মের একটা বড় অংশেরই সারাজীবন দুঃখ থেকে যাবে উনাকে সামনাসামনি কোন মাহফিলে না দেখার। জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ ফয়সাল আহমেদ শান্তরা নিজেদের ফেসবুক টাইমলাইনে আল্লামা সাঈদীর একাধিক বক্তব্য শেয়ার করে উনার সাথে যে তাদের আত্মিক সম্পর্ক ছিল সেটার জানান দিয়ে গেছেন।

#WeAreAllamaSayedee

আলোর পথ

19 Dec, 11:09


Tahajjud is so powerful Alhamdulillah.
We can’t say we have tried our best until we pray tahajjud and talk to Allah about it.

আলোর পথ

18 Dec, 13:46


একাত্তর থেকে চব্বিশ, এ বিজয় আমাদের সবার 🇧🇩

আলোর পথ

08 Dec, 16:03


অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট টিমকে আলোর পথ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন!💝💝

আলোর পথ

08 Dec, 07:53


সিরিয়ায় উদযাপিত হচ্ছে ঈদ

আলোর পথ

07 Dec, 12:51


আবু সাঈদ প্রজন্ম।

"বাংলাদেশ আক্রান্ত হলে
আমরা সবাই- আবু সাঈদ"

আলোর পথ

07 Dec, 10:48


মাঝে মাঝে কিছু মন খারাপের কারণ খুঁজে পাই না।

মন হয়তো খারাপ, কিন্তু জানিই না যে ঠিক কী কারণে মন এমন বিচ্ছিন্ন আর উদাস হয়ে আছে। পূর্বাপর সব ঘটনাগুলোতে চোখ বুলিয়েও কোন যুতসই কারণ বের করা যায় না।

এমন অ-কারণ মন খারাপের একটা কারণ হতে পারে সালাতের প্রতি আমাদের উদাসীনতা। আমরা আমাদের সালাতের ব্যাপারে যথেষ্ট যত্নশীল নই।


আপনি হয়তো বলবেন, 'কই, আমি তো সালাত ত্যাগ করি না ভাই। কিন্তু তা-ও কেনো আমার মাঝে মাঝে অ-কারণ মন খারাপ হয়?'


'সালাতে যত্নশীল হওয়া' বলতে আমরা যা বুঝি তা হচ্ছে— সালাত ত্যাগ না করা। কিন্তু, এটুকুই কেবল সালাতের ব্যাপারে যত্নশীল হওয়ার জন্যে যথেষ্ট নয়।


ঠিক সময়ে আমি সালাত আদায় করছি কি-না, সালাতে আমার খুশুখুযু তথা মনোযোগ ঠিকঠাক রাখতে পারছি কি-না এসবও সালাতের ব্যাপারে যত্নশীল হওয়ার অন্তর্ভুক্ত।


ফযরের ওয়াক্ত শেষ হয়ে এলো প্রায়। ঘড়িতে আর মিনিট পাঁচেক বাকি। তড়িঘড়ি করে উঠে আমি বুলেটের গতিতে ওযু করে জায়নামাজে দাঁড়ালাম৷ হাতে আমার সময় কেবল সাড়ে তিন মিনিট। সুন্নাহ তো বাদ-ই গেলো, এই তিন মিনিটে আমাকে শেষ করতে হবে দুই রাক'আত ফরয সালাত!

সাড়ে তিন মিনিট সময়ে দুই রাক'আত সালাত কতোখানি যত্ন আর আন্তরিকতার সাথে আদায় করা যায় ভাবুন তো!


এই ঘটনা যদি আমার নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়ায়, যদি আসর আর মাগরিবেও আমাকে এমন হুলস্থুল করে নিয়মিত সালাত আদায় করতে হয়, তাহলে সালাতের ব্যাপারে আমাকে জরুরিভাবে ভাবতে হবে বৈকি!


সালাতের সময় নিয়ে যদি আমাকে রোজ এভাবে দৌঁড়ঝাপ করতে হয়, তাহলে আমি সালাত-সমাপ্তকারী হবো বটে, আদায়কারী হয়ে উঠতে পারবো না।

হাসান আল বাসরী রাহিমাহুল্লাহর একটা সুন্দর উক্তি আছে৷ তিনি বলেছেন:


'যখনই আপনি আপনার সালাতকে ঠিক করতে পারবেন, দেখবেন আপনার জীবনটাও ঠিক হতে শুরু করেছে। যদি আপনার মনে হয়— কেনো আপনার রিযক সংকুচিত হয়ে যাচ্ছে, কেনো আপনার বিয়ে হতে দেরি হচ্ছে, কেনো আপনার কাজে বারাকাহ কমে যাচ্ছে, কেনো দিন দিন খারাপ হচ্ছে আপনার স্বাস্থ্য, তাহলে আপনাকে বলবো আপনার সালাতের দিকে নজর দিন। দেখুন তো— সালাত আদায়ে আপনি দেরি করেন না তো?'


আমার অ-কারণ মন খারাপের কারণ হয়তো এখানেই যে— যথার্থ সময়ে এবং যথাযথ ভাবে আমি সালাত আদায় করতে ব্যর্থ হচ্ছি।

আলোর পথ

06 Dec, 10:51


ঢাকা 🇧🇩

আলোর পথ

01 Dec, 12:45


আল্লাহ হেফাজত করুক

আলোর পথ

01 Dec, 10:43


মাতৃভূমি অথবা মৃত্যু🔥🔥
-আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আলোর পথ

27 Nov, 22:49


কি জবাব দিব ⁉️

আলোর পথ

27 Nov, 13:32


হিন্দুত্ববাদ নিপাত যাক
জায়নবাদ নিপাত যাক।
বৃহত্তর রাম রাজ্য প্রতিষ্ঠার যড়যন্ত্র রুখে দাঁড়ান।
#BanISKCON

আলোর পথ

27 Nov, 11:02


ইসকন কি? ইসকনের উদ্দেশ্য কি?

ইসকন এর কথা আসলে মনে করা হয়। ইসকন সনাতনদের ধর্মীয় সংগঠন। কিন্তু ইসকন কি সনাতন ধর্মীয় সংগঠন নাকি সনাতনের নাম বিক্রি করে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়? তাহলে চলেন ইসকন সম্পর্কে একটু জেনে আসি।
ইসকনের সৃষ্টি কিন্তু ভারতে নয় আমেরিকার নিউইয়র্কে ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম ‘অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ’। অবাক হওয়ার মত বিষয়, এ ব্যক্তি ভারতে কোন হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেনি, লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে। পেশায় সে ছিলো ফার্মাসিউটিকাল ব্যবসায়ী। যার পড়াশোনা টা হয় খ্রিস্টান চার্চে, সে ব্যক্তি কিভাবে সনাতন ধর্মীয় সংগঠন করে ধর্ম প্রচার করে। স্বামী প্রভুপাদ যখন সনাতনের নাম করে ইসকন প্রতিষ্ঠান করে। তখন মূলধারার হিন্দুরা এতে বাধা দেয়। কারণ মূলধারার হিন্দুরা বুঝতে পেরেছিলো। তাদের নাম বিক্রি করে, খ্রিস্টান এজেন্টডার হয়ে ইসকন কি করতে যাচ্ছে। বাধা দেওয়ার পরই এই ইসকন জনপ্রিয় হয়ে ওঠে। তার কারণ হলো ইসকন কে বাস্তবায়ন করার জন্য। কিছু খ্রিস্টান এজেন্ডার কাজ করে যাচ্ছে এখনো। মূলধারার হিন্দুদের ভাবনা যেমন ছিলো ঠিক তেমন কাজ করে যাচ্ছে ইসকন।
যেমন হিন্দুদের মন্দির ভেঙ্গে সেখানে করা হচ্ছে ইসকন মন্দির। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থি ও সনাতন ধর্মালম্বীদের সংঘর্ষ হয়। এসময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন নিহত হয়। তাহলে কিভাবে হলো ইসকন সনাতন ধর্মীয় সংগঠন? আসলে ইসকন হলো একটা উ/গ্র জ/ঙ্গি সংগঠন। যারা খ্রিষ্টান এজেন্ডার হয়ে কাজ করে।
তারপর ওহ কেন ইসকনের সাথে হিন্দু ধর্মের লোকদের এত মিল এত সম্পর্ক। এত এত মিল যার ফলে তারা হয়ে যাচ্ছে ইসকন সদস্য । তার কারন এক টাই ধর্মের নাম করে উ/গ্র ইসকন চায় মুসলিম হটাতে, মুসলিম হ/ত্য| করতে। যার কারনে হিন্দুদের এত মিল ইসকনের সাথে। বাংলা একটা প্রবাদ আছে চোরে চোরে খালাতো ভাই।

নিষিদ্ধ করা হোক ইসকন কে।

বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র। তার জন্য উ/গ্র সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা হোক। কারন ইসকনের উদ্দেশ্য মুসলিম হটানো। এ সংগঠনটির মূল উদ্দেশ্য মধ্যযুগের চৈতন্য’র থেকে আগত। চৈতন্য’র অনতম থিউরী হচ্ছে- “নির্যবন করো আজি সকল ভুবন”। যার অর্থ- সারা পৃথিবীকে যবন মানে মুসলমান মুক্ত করো। ইসকন ঠিক এটাই করে যাচ্ছে মুসলিমদের সাথে । তা নিচে তুলে ধরা হলো।
১) ২০১৪ সালে স্বামীবাগে তারাবীর নামাজে বাধা দেয় ইসকন ।
২) ২০১৬ সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লীদের উপর গুলি বর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় ইসকনীদের হামলায় ডজনখানেক মুসল্লী গুরতর আহত হয়।
৩) ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ায় ২০১৬ সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম।
৪) ২০১৯ সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন ফুড ফর লাইফের খাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় শিশুদের খাওয়ার পূর্বে 'হরে কৃষ্ণ' জপতে বলা হচ্ছে।
৫) বুয়েটের আলোচিত আবরার ফাহাদ হ/ত্যার মূল আসামী আমিত সাহা ইসকন এর সদস্য ছিলো।
এরুকুম আর বহু ঘটনা ঘটাচ্ছে আমাদের চোখে আড়ালে উ/গ্র সংগঠন ইসকন। বর্তমানে সব চেয়ে বেশি আলোচিত
বাংলাদেশে লাভ জিহাদ প্রতিরোধ এর নামে, যে নোংরামি করতাছে হিন্দুরা। এসব করার পিছনে সবচেয়ে বড় অবদান উ/গ্র সংগঠন ইসকনের। ইসকনের সহায়তায় বাংলাদেশে এসব হচ্ছে ।
বর্তমানে চন্দ্র নাথ পাহাড় ইসু নিয়ে মুসলিম আর হিন্দুদের মধ্যে বিবেদ সৃষ্টি করার জন্য । হিন্দুদের পাশে গিয়ে সামিল হচ্ছে ইসকন। তারা একতা বদ্ধ হয়ে মুসলিমদের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। আর তার জন্যেই বলচি চোরে চোরে খালাতো ভাই

https://t.me/alolpath

আলোর পথ

27 Nov, 10:50


সময়ের জাগরণী গান "জেগেই যখন উঠেছো বন্ধু "

কথাঃ নূরুজ্জামান শাহ্
সুরঃ নিয়ামুল হোসাইন
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী

#Saimum
#jagoroni
#SaimumShilpigosthi
#saimumSong
#StudentMovements
#jagoroni

আলোর পথ

27 Nov, 10:30


বুয়েটের গেইটে।

আলোর পথ

26 Nov, 10:52


Loud and Clear
কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যে–ই হোক, ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ

আলোর পথ

26 Nov, 10:48


#BanISKCON

আলোর পথ

26 Nov, 10:45


সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী ইসকনের খুনিরা চট্টগ্রাম জজকোর্টের আইন কর্মকর্তা, সাইফুল ইসলামকে হত্যা করেছে।

#Bangladesh #BangladeshiHindu #ChinmoyKrishnaDas #BanISKCON

আলোর পথ

23 Nov, 16:53


"আর তুমি ভিক্ষুককে ধমক দিও না"

আদ-দুহা: ১০

আলোর পথ

23 Nov, 10:52


মুসলমানী জীবনটাই এক চিরন্তন সংগ্রামী জীবন। সংগ্রাম বিমুখতার ইসলামে কোনো স্থান নাই।

বাংলার মুসলমানদের ইতিহাস
-আব্বাস আলী খান রহিমাহুল্লাহ

আলোর পথ

19 Nov, 10:26


আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক নাম হলো—আল ক্বারিব। আল ক্বারিব নামের অর্থ হলো—অধিকতর নিকটবর্তী।

কুরআনে আল্লাহ বলেছেন যে—ঘাঁড়ের শাহী রগ, যে রগটা মস্তিষ্কের সাথে পুরো শরীরের সংযোগ মাধ্যম হিশেবে কাজ করে, সেই রগের চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিকটে থাকেন।


আমাদের রব আমাদের এতো নিকটবর্তী, কিন্তু আমাদের জীবনপদ্ধতি দেখলে কে বলবে যে—রবের এই নিকটবর্তী থাকাটাকে আদৌ আমরা উপলব্ধি করি?

আলোর পথ

16 Nov, 11:07


সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম.. 💛

আলোর পথ

12 Nov, 10:23


ইনশাআল্লাহ 💛

আলোর পথ

11 Nov, 06:02


খুব নিরবে, নিভৃতে, নির্ভয়ে নিজের সব চাওয়া-পাওয়া, কষ্ট, হতাশা, প্রত্যাশার চাপ, আবেগ ও আক্ষেপ নিয়ে সৃষ্টিকর্তার কাছে নত হও।

যা কাউকে বলা যায় না, উনাকে বলো। যা কারও কাছে চাইতে পারও না, উনার কাছে চাও।

সমস্যা, হতাশা বা কষ্টগুলো ঠিক তাৎক্ষণিক চলে যাবে না হয়ত; কিন্তু, নিজের ভেতর অন্যরকম সাহস, শক্তি ও চাঞ্চল্য অনুভব করবে। সামনে আগানোর পথ পাবে। নিজেকে হালকা মনে হবে। নিশ্চিত।

"হে প্রশান্ত আত্মা! তুমি ফিরে আসো তোমার রবের দিকে, সন্তুষ্টচিত্তে ও সন্তোষপূর্ণ অবস্থা। অত:পর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। আর চির প্রশান্তির ময়দানে প্রবেশ করো।"

(আল কোরান - ৮৯:২৭-৩০)

আলোর পথ

09 Nov, 10:26


কবি, দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবাল❤️

আলোর পথ

09 Nov, 05:20


একদিন ঠিকই আফসোস করবো!

১: ঘুমের চেয়ে নামাজ উত্তম জেনেও আমি ফজরে ঘুমিয়ে ছিলাম।

২: কুরআন তিলাওয়াতে অন্তরে প্রশান্তি আসে, তারপরও আমি কুরআন ত্যাগ করেছিলাম।

৩. আল্লাহর যিকির আমার সারাদিনের কাজেকর্মে বরকত আনে জেনেও, অলসতা করে যিকির ছেড়েছি।

৪. ইস্তেগফারে আমার রিযিক বৃদ্ধি জেনেও, গাফেল থেকেছি।

৫. তাহাজ্জুদ আমার জন্য শান্তি, শৃঙ্খলা, সুস্থিরতাসহ আরো অসংখ্য উপকারিতা নিয়ে আসে জেনেও, আমি এমন মহার্ঘ তাহাজ্জুদও আমি হেলাভরে ছেড়ে দিয়ে ঘুমিয়েছি।

৬. তাওবার দরজা সদা-সর্বদা উন্মুক্ত, আমি আজ করছি, কাল করছি করে শুধু পিছিয়েছি।

৭. গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ ত্যাগ করলে, আল্লাহ আমার বিপদ দুর করে দিতেন। আমার দুশ্চিন্তা লাঘব করতেন। এটা জেনেও আমি গুনাহে অনঢ় থেকেছি। গুনাহে লিপ্ত থেকেছি।

৮. যে কোনো ভালো কাজ করলেই আমি জান্নাতের আরেকটু কাছে চলে যেতাম। জাহান্নাম থেকে দূরে সরে আসতাম। এটা জেনেও আমি উদাসীন থেকেছি।

একদিন ঠিকই আফসোস করবো।
ইয়া আল্লাহ সুমতি দান করুন। আমীন।

- শায়খ আতীক উল্লাহ

আলোর পথ

08 Nov, 16:22


আর আল্লাহ যদি তোমাকে কল্যাণ দান করেন, তবে তার মেহেরবানীকে রহিত করার মতও কেউ নেই।
(সূরা ইউনুস - ১০৭)

আলোর পথ

06 Nov, 15:45


ভা'রত কু'কুর লেলিয়ে দিয়েছে..
তার চোখে চোখ রেখে কথা বলুন! এটাই ম্যাচিউর কূটনীতি।

আলোর পথ

06 Nov, 10:43


তারা কত চেষ্টা করছে দেখেন,
১। একজন মুসলমানের দোকান ভাঙছে
২। তাকে আটকে রেখে মারধোর করছে
৩। উদ্ধার করতে আসা পুলিশের ওপর হামলা করছে
৪। ঘরবাড়ি থেকে ইট পাথর মারছে
৫। সেনাবাহিনীর ওপর এসিড নিক্ষেপ করছে
এতকিছু কেন করছে?
যাতে মুসলমানরা ওদের ওপর হামলা চালায় আর ওরা বিশ্বের কাছে সংখ্যালঘু কার্ড খেলতে পারে।
আলহামদুলিল্লাহ, মুসলমানরা ধৈর্যের পরিচয় দিছে। কিন্তু লাল করে দিছে সেনাবাহিনী।
এই লালকরন প্রক্রিয়া চলমান থাকুক।

আলোর পথ

06 Nov, 10:37


হাল ছেড়ে দেয়া, অবহেলা করা, ঢিলেঢালা কাজ করা হলো লাক্সারি, বড়লোকি ও আদিখ্যেতা। আমাদের সেই অহেতুক লাক্সারি নেই, আদিখ্যেতার সামর্থ্য নেই।

আমরা বরং স্বপ্ন বুনি, পরিশ্রম করি আর বিশ্বাস রাখি। আমাদের কেউ দিশেহারা করতে পারে না। আমরা চলার পথে পড়ে গেলে, হোঁচট খেলে, বারবার উঠে দাঁড়াই। আমাদের সংগ্রাম চলতে থাকে, থেমে যাই না।

কারণ আমরা জানি; ইনশা আল্লাহ, আমাদের দেখা হবে বিজয়ে।

আলোর পথ

05 Nov, 10:45


খুনি হাসিনার আমলনামা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গ্রাফিতি

আলোর পথ

04 Nov, 10:55


নিজেকে আল্লাহর
সাথে জুড়ে দাও।
বাকিসব আল্লাহর
উপর ছেড়ে দাও।

আলোর পথ

03 Nov, 10:49


শহীদ আবু সাঈদের উত্তরসূরীরা।

আলোর পথ

02 Nov, 16:45


ক্লান্ত হয়ো না, বন্ধু।
স্বপ্ন আরেকটু সামনেই।
খানিকটা পথ দিয়েছি পাড়ি,
আছে অল্প একটু বাকী।

তবে, চলো একসাথে
আর কিছুটা পথ হাঁটি।

আলোর পথ

02 Nov, 10:43


মনে যখন এই বিশ্বাস গেঁথে নিবেন যে—যা কিচ্ছু হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে হবে তার সবটাই আল্লাহর পরিকল্পনা, আপনার জন্য নির্ধারিত তাকদির, তখন দেখবেন—নিজেকে বা অন্যকে দোষারোপ করার মানসিকতা অনেকটাই কমে আসবে।

আপনার জন্য যা লেখা আছে তা-ই ঘটবে। একবিন্দু হেরফের কোথাও হবে না৷

সুতরাং, নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করুন, তারপর অপেক্ষা করুন আল্লাহর ফয়সালার৷ তিনি যে ফলাফলই দেন, সেটা সন্তুষ্টচিত্তে গ্রহণ করুন।

আলোর পথ

01 Nov, 11:19


আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন। এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট।
(সূরা তালাক, আয়াত: ২-৩)

আলোর পথ

30 Oct, 11:04


নতুন কিছু শুরু করার উপায় হল কথা বলা ছেড়ে দেওয়া এবং সেটা করা শুরু করা।

-ওয়াল্ট ডিজনি

আলোর পথ

28 Oct, 10:51


গুনাহের কারণে যেসব ক্ষতি হয়:

আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার আত-তিব্বু ওয়াল ফাওয়াইদ গ্রন্থে গুনাহের অনেক ক্ষতির কথা উল্লেখ করেছেন। যেমন:

• ইলম থেকে বঞ্চিত হওয়া।
• নিজের ভেতর শূন্যতা অনুভব করা।
• কাজকর্ম কঠিন হওয়া।
• শারীরিকভাবে নিজেকে দুর্বল অনুভব করা।
• আল্লাহর আনুগত্য থেকে বঞ্চিত হওয়া।
• কাজেকর্মে বরকত না থাকা।
• কাজকর্মে সমন্বয় না থাকা।
• গুনাহের কাজে অভ্যন্ত হওয়া।
• আল্লাহর ব্যাপারে গুনাহকারীর ভেতর উদাসীনতা তৈরি হওয়া।
• লোকজন তাকে অশ্রদ্ধা করে।
• জীবজন্তুও গুনাহকারীকে লানত করে।
• সে সর্বদা অপমানিত হতে থাকে।
• গুনাহকারীর অন্তরে সিলমোহর পড়ে যায়।
• লানতের শিকার হয়ে তার দুআ কবুল হয় না।
• তার কারণে জলে ও স্থলে বিপর্যয় সৃষ্টি হয়।
• তার আত্মমর্যাদাবোধ কমে যায়।
• লজ্জা-শরম চলে যায়।
• নিয়ামত দূর হয়ে যায়।
• আজাব আপতিত হয়।
• গুনাহকারীর হৃদয়ে সর্বদা ভয় বাস করে এবং সে শয়তানের বন্ধুতে পরিণত হয়। তার জীবনের যবনিকাপাত হয় মন্দের ওপর এবং পরকালীন শাস্তি অনিবার্য হয় অনন্তকালের জন্য।

বই: তাওবা করতে চাই কিন্তু...

আলোর পথ

26 Oct, 11:02


নিজেকে আল্লাহর
সাথে জুড়ে দাও।
বাকিসব আল্লাহর
উপর ছেড়ে দাও।

আলোর পথ

23 Oct, 15:18


আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না। ইনশাআল্লাহ❤️
#Shibir

আলোর পথ

23 Oct, 11:10


‘লোকদের যেসব কাজ করতে দেখলে অপছন্দ করবে, একাকী অবস্থায় তুমি নিজে সেই কাজে ডুবে যেও না’।

— মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম। সিলসিলাহ আহাদিস সহীহাহ, ৩/৪৩

আলোর পথ

22 Oct, 11:09


শীত শুরু হয়েছে৷ দিনগুলো ছোট হয়ে এসেছে, রাতগুলো দীর্ঘ হয়েছে আগের তুলনায়।

শীত ঋতুটাকে আল্লাহর রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম মুমিনের বসন্তকাল বলে উল্লেখ করেছিলেন। কারণ—


শীতকালে দিনগুলো তুলনামূলক ছোট হওয়ায় সিয়াম রাখা সহজ হয়৷ ক্লান্তি আর কষ্ট লাগে না।

শীতকালে রাতগুলো তুলনামূলক দীর্ঘ হওয়ায় পর্যাপ্ত ঘুমিয়ে, শেষ রাতে কিয়ামুল লাইলের জন্য জাগা সহজ হয়৷ পর্যাপ্ত ঘুমাতে পারার কারণে ঘুম থেকে কোনো ক্লান্তি শরীরে ভর করে না।


শীত তো উপস্থিত৷ রাখছেন তো আপনার প্রস্তুতি?

আলোর পথ

21 Oct, 11:13


৭২ থেকে ৭৫, যে ইতিহাস জানতে দেয়া হয়নি এতদিন!

স্বৈচারাচার মুজিব ৭ই মার্চ রেসকোর্সে কোনো স্বাধীনতার ভাষণ দেয় নাই। স্বার্থ হাসিলের জন্য একটি সমাবেশ করেছিল এবং সেই বক্তব্য শেষ করেছিল পাকিস্তান জিন্দাবাদ বলে। এবং যুদ্ধ শুরু হলে স্বেচ্ছায় পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছিল স্বৈরাচার মুজিব।

স্বাধীন বাংলার প্রথম এবং অন্যতম স্বৈরাচার হলো মুজিব। অতিষ্ট হয়ে সেনাবাহীনি তারে হত্যা করেছিল। জানাজায় মাত্র ১৮ জন লোক হয়েছিল। দেশব্যাপী মিষ্টি বিতরণ করা হয়েছিল।

স্বৈরাচার হাসিনা ঠিক বাপের মতই হয়েছে। বাপের থেকে শিক্ষা না নিয়ে একই পথে হেটেছে। ফলে জনগণ খুনি হাসিনাকে উৎখাত করেছে। সেনা প্রধান আত্মীয় হওয়ায় এ যাত্রায় কোনো রকম জানটা নিয়ে ভেগে যেতে পেরেছে।

অন্যথায় পিতা স্বৈরাচার মুজিবের চেয়েও করুণ পরিনতি হত খুনি হাসিনার। জানাজা দেয়ার লোকও হয়ত খূঁজে পাওয়া যেত না।

ভিডিও সৌজন্য: বাংলা ভিশন

আলোর পথ

18 Oct, 11:14


মূসা আলাইহিস সালাম বললেন-
رَبِّ اِنِّىۡ لِمَاۤ اَنۡزَلۡتَ اِلَىَّ مِنۡ خَيۡرٍ فَقِيۡرٌ

আলোর পথ

17 Oct, 11:04


আমরা সাময়িক কোনও প্রতিকূল ফলাফল বা পরিবেশের জন্য বড় একটা জার্নির মাঝপথে হঠাৎ ভেঙ্গে পড়ি। আমরা ভাবি এটাই শেষ, আর কিছু নেই। আমরা আমাদেরকে judge করা শুরু করি, নিজের ভেতর দুমড়ে-মুষড়ে যাই। সামমে আগানোর সাহস হারিয়ে ফেলি, জার্নির পুরোটা আর দেখতে ইচ্ছে হয় না। থেমে যাই। হার মেনে নিই।

অথচ, আল্লাহ বলেছেন,
"আর কোনও সৎকর্ম বা ভালো কিছুর পুরস্কার কি 'ভালো' ছাড়া অন্য কিছু হতে পারে?" - (আল কোরান ৫৫:৬০)

এই সৎকর্ম করতে থাকার মানসিকতাটাই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত লড়ে যাওয়ার স্পিরিট রাখতে পারাটা খুব প্রয়োজন। কারণ, ঐ যে Fortune favours the brave থিউরিটা।

তাই, ভেঙ্গে পড়ো না। সাময়িক কোনও কারণে হতাশ হয়ো না। আরেকবার উঠে দাঁড়াও, শুরু করো। নিজের কাজে, নিজের কাছে সৎ থাকো। বিজয় নিশ্চিত ভাবে তোমারই হবে।

ফি আমানিল্লাহ।

আলোর পথ

15 Oct, 12:06


প্রাণপ্রিয় শিক্ষার্থীরা,
"আমাদের জন্য কোনটি ভালো আর কোনটি মন্দ তার জন্য আল্লাহর সিদ্ধান্তই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আপাতদৃষ্টে আমাদের কাছে যা ভালো মনে হয়,তা আমাদের জন্য ভালো নাও হতে পারে। তাঁর নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পেছনে নিঃসন্দেহে কল্যাণ রয়েছে।

তাই আজ যাদের ফলাফল ভালো হয়েছে তারা শুকরিয়া আদায় করবো। আর যদি কোন কারণে কারো ফলাফল খারাপ হয়েও যায়, আমরা সবর করবো। তাই হতাশ/অহংকারী না হয়ে পরবর্তী সাফল্যের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।

Only the creator knows what is the best for us.Efforts never die.Man is not made for deafeat.He may be destroyed but not defeated.Every difficulty is a chance for our improvement.
তুমি কতবার পড়ে গেলে,সেটি মুখ্য বিষয় না ;তুমি কতবার উঠে দাঁড়ালে,এটাই তোমার সফলতা!

তোমাদেরকে বিনয়ের সাথে স্বরণ করে দিতে চাই, এই বছর A+ পেয়েছে ১ লাখ ৫৫ হাজার ৫২৪ জন!! This is a huge number !

একটা সময় ছিল A+ পাইলে তাকে মানুষ দেখতে যেতো, আর এখন অবস্থা এমন হয়েছে যে A+ পাইলেও কেউ তার দিকে চোখ তুলে তাকায়না যে A+ পেয়েছে।

এতো বেশি A+ এর ভীড় হাটতে গেলে কোন জায়গায় ধাক্কালাগে কোন হিসাব-কিতাব নেই। বরং A+ না পেলে তোমার দিকে এমনভাবে তাকাবে যে গাঁধা-গরু টাইপের A+ মোটেও পায়নাই। You must understand এখন A+ পাওয়া এটাও একটা Simple জায়গায় নেমে এসেছে।

তোমাদের জীবনে এটা মাত্র শুরু এর পরে অনেক লম্বা সময় আছে। আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে টোটাল যে আসন সংখ্যা তার তুলনায় A+ এর সংখ্যা অনেক বেশি। কাজেই তোমাদের কেউ যদি মনে করো তোমাদের এই সফলতার হিমালয়ের চূড়ায় উঠে গেছো কিংবা জান্নাতের একবারে কাছাকাছি চলে গিয়েছ এই ধারণা ঠিক হবেনা।

তুমি মাত্র একটি যাত্রা শুরু করলে এখনো তোমার সামনে মহা সমুদ্র পড়ে আছে, তা তোমাকে একটু একটু করে পাড়ি দিতে হবে। অনেক বেশি পরিশ্রম করতে হবে। প্রত্যেকটা সময় তোমাকে একটা নতুন Stage শুরু করতে হবে।

তুমি যখন খুব আনন্দিত হচ্ছো, তুমি খুব উদ্বেলিত হচ্ছো। এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট। আবার যখন তুমি ব্যর্থ হচ্ছো তখন তুমি কষ্ট পাচ্ছ। অসাধারনত্ব হচ্ছে এই জায়গায় কোন আনন্দ তোমাকে সীমানা ছাড়া উদ্বেলিত করবে না, আবার কোন ব্যর্থতা তোমাকে এতটা হতাশা করে দিবে না যে তুমি শেষ হয়ে গিয়েছো বরং প্রত্যেকটা সফলতার পরে আবার তুমি নতুন করে যাত্রা শুরু করবা। আবার প্রত্যেকটা ব্যর্থতার পরে তুমি নতুন করে সফলতার স্বপ্ন দেখা শুরু করবা।

মানুষের জীবনে ব্যর্থতা আসবেনা এমন কোন মানুষ নেই। আবার এমন কোন মানুষ নেই পরিশ্রম না করলে সফলতা পাবে না So you have to try at each & every stage of your life. HSC result is a stage of life. It's very importent stage of life. তুমি এখানে ভালো করেছো তাই তোমাকে Congratulation. But you must mind it, this is the beginning.

তোমার সামনে অনেক লম্বা একটা রাস্তা আছে, এই রাস্তার প্রতিটা ধাপে তোমাকে অনেক বেশি কষ্ট ও পরিশ্রম করতে হবে। যদি তুমি তোমার জীবনে সফলতার ২য় রাস্তায় হাটতে চাও। কাজেই HSC এর A+ যাতে তোমার মনে কোন অহংকারের জন্ম না দেয় সেটি পরবর্তীতে তোমার পরিশ্রমকে কিংবা পরবর্তীতে তোমার ফলাফলকে অনেকটা নেগেটিভ ভাবে বাধাগ্রস্ত করে। এটা আমাদের অনুরোধ থাকবে তোমাদের প্রতি।

HSC A+ তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নিল যে তুমি পারবা, তুমি এদেশের সেরা মেধাবীদের একটা অংশ, তুমি যদি পরিশ্রম করো তুমি যদি যোগ্যতা প্রমানের জন্য চেষ্টা কর তাহলে তুমি তোমার জীবনের শেষ পর্যন্ত সফলতা অর্জন করতে পারবা। এই আত্মবিশ্বাসটাকে সামনে রেখে তোমরা তোমাদের আগামীর দিনগুলো, পড়াশুনার দিকগুলো নিয়ে সামনে অগ্রসর হবে বলে আমরা আশা করছি।

তোমাদের আগামীর সফলতার জন্য
হৃদয় উজাড় করা ভালোবাসা ও
অশ্রুসজল চোখে আল্লাহর কাছে দোয়া থাকবে সবসময়-ই।

তোমাদের ভালোবাসার আলোর পথ ♥️

পরিমার্জিত

আলোর পথ

15 Oct, 06:20


এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতকার্য সকল শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।🌺🌺

আলোর পথ

14 Oct, 10:51


সুন্দরভাবে আল্লাহর কাছে চাইতে না পারার কারণে নয়, অনেকসময় আপনার অনেক দোয়া কবুল হয় না আপনার গোনাহর কারণেও।

আলোর পথ

13 Oct, 15:40


-Alhamdulillah 💗

আলোর পথ

13 Oct, 02:47


আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি কোমল-হৃদয় হয়েছিলেন যদি আপনি রূঢ় ও কঠোরচিত্ত হতেন তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। কাজেই আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন, তারপর আপনি কোন সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করবেন; নিশ্চয় আল্লাহ (তার উপর) নির্ভরকারীদের ভালবাসেন। (সূরা ইমরান-১৫৯)

আলোর পথ

12 Oct, 18:17


Kalima Flag ডিজাইনটি আমার পার্সোনাল ইমো আইডিতে স্টোরি দেওয়ার সাথে সাথে ডিলিট করে দেয় কেন?

আলোর পথ

12 Oct, 18:09


Kalima Flag

আলোর পথ

12 Oct, 17:36


#রিমাইন্ডার
সুরা মুলক!

আলোর পথ

12 Oct, 15:30


আর তুমি কি জানো, জাহান্নাম কি?
তা শান্তিতে থাকতে দেয় না আবার ছেড়েও দেয় না। চামড়া ঝলসে দেয়। উনিশজন ফেরেশতা তার প্রহরী হবে।

[সূরা মুদ্দাসসির, আয়াত: ২৭-৩০]

আলোর পথ

12 Oct, 12:33


- Happiness calls you 5 times a day.💗

আলোর পথ

12 Oct, 06:52


ফিরিবেনা কোনদিন 💔

আলোর পথ

12 Oct, 05:05


#Alhamdulillah ❤️

আলোর পথ

12 Oct, 03:07


জীবনের আনন্দঘন মুহূর্তগুলোতে, স্বাপ্নিক সুখের সময়গুলোতে আপনার কি আল্লাহর কথা বেশি বেশি মনে পড়ে? খুব মন চায় আল্লাহর কাছে বারংবার কৃতজ্ঞতা জানাতে? বাড়তি সালাত আদায় করতে? বাড়তি সাদাকা করতে?

যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তাহলে অভিনন্দন। আল্লাহর সাথে আপনার সম্পর্কটা অনন্য মাত্রায় পৌঁছেছে।

আলোর পথ

11 Oct, 19:02


Two successful people

10,071

subscribers

2,262

photos

596

videos