Boycott Campaign in BD @boycottedproduct Channel on Telegram

Boycott Campaign in BD

@boycottedproduct


এ সময়ে আমাদের যেসব পণ্য বর্জন করা উচিৎ

@BoycottedProduct_bot < Admin bot

Boycott Campaign in BD (Bengali)

বাংলাদেশে এখন বিপন্ন ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি নজরদারি চলছে - 'Boycott Campaign in BD'. এই চ্যানেলটির উদ্দেশ্য হল প্রস্তাবিত পণ্যের বিরুদ্ধে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে একটি শক্তিশালী সাহসিক আন্দোলন করা। এই চ্যানেলে আপনি সহযোগিতা করে আপনার গ্রাহকাদের অধিকার রক্ষা করতে তারা পরামর্শ পৌঁছাতে পারেন।

এই চ্যানেলে যোগ দিন এবং দেখুন কোন পণ্য বর্জন করা উচিৎ, এবং কী পণ্য দ্বারা আপনি আপনার দৈনিক জীবন প্রভাবিত হচ্ছে। আপনার মতামত সাঝা করুন এবং আপনার অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগাভাগি করুন।

এই চ্যানেলে যোগ দিন, সহযোগিতা করুন, এবং অধিক জনগনকে সচেতন করতে সাহায্য করুন। @BoycottedProduct_bot < Admin bot

Boycott Campaign in BD

02 Dec, 11:58


#BanISKCON #IndiaOuT

Boycott Campaign in BD

28 Nov, 06:21


আপনি কোক বয়কট করেছন?
খুব ভালো। আমিও করেছি। অনেক খুশি নিয়ে কথাটা বলিনা অবশ্য। একটু লজ্জা লাগে। মানুষ খাবার/পানি পাচ্ছে না। সেখানে কোক ছেড়ে দেয়া নিয়ে গল্প করতে কেমন যেন লজ্জা লাগে। শুধু কোক না, যথাসম্ভব সব ব্র্যান্ডই বাদ দিয়েছি। এগুলো জীবনের অংশ কেন ছিল আগে সেটা ভাবলে লজ্জা লাগে।

তো (কোকের বিকল্প) খেতে খেতে শুনলাম নাকি আমেরিকার ভিসা পেয়েছেন। কে যেন বললো, "আলহামদুলিল্লাহ"। আমার বহু আগের শোনা একটা কৌতুক মনে পড়লো। এক লোক নাকি "বিসমিল্লাহ" বলে মদ খেয়েছিল।

সেদেশের ভিসা পেয়েছেন এটা অনেক বড় ব্যাপার। আমেরিকার নাম কে না জানে, তাই না? ইদানিং অনেক শোনা যায় জানেন তো? Gaza ইস্যু তে। আমেরিকার মত সোনার একটা দেশের নাম দুষ্টু লোকেরা জুড়ে দিয়েছে Gaza ইস্যু তে। Gaza তে কী হচ্ছে জানেন তো? Gaza নামটা এখন সবার হৃদয়ে। তবে নামটা নতুন নয়। আমি অবশ্য নামটা আগেই জানি। ফিলিস্তিনের নামটাও জানি, আবার আরো কিছু অদ্ভুত নাম জানি- আপনি কখনো শুনেছেন কিনা সেটা অবশ্য জানি না। ইরাক, আফগানিস্তান... জানেন ওদের সাথেও আমেরিকার নামটা কেমন যেন জুড়ে দিত দুষ্টু লোকেরা। একটা দেশ লন্ডভন্ড হওয়ার সাথে আরেকটা দেশের নাম জুড়ে দেয়ার কী মানে? শুধু কোক পর্যন্ত কথা নাহয় মানা যায়।

আমাদের হৃদয় এক অদ্ভুত যন্ত্র, জানেন? দূষিত রক্ত আর পরিস্কার রক্ত আলাদা করতে পারে। কিন্তু মুসলিম আর মুসলিমদের শত্রুদের প্রতি তার অনুভূতি সে আলাদা করতে পারেনা। তাই একই হৃদয়ে Gaza এর প্রতি উথলে ওঠা ভালোবাসা আর কাফিরদের উন্নত দেশগুলোর প্রতি মুগ্ধতা মিলে মিশে একাকার! How sweet! পুরাই sweetness overloaded!

যাই হোক। সব অপরাধের সাক্ষী এবং সঙ্গী দেশগুলো এতটাই সুন্দর, আর মুসলিম হিসেবে আমরা এতটাই ওদের উপর তাওয়াক্কুল করি যে সেসব দেশে যেতে পারলে বলি, আলহামদুলিল্লাহ! আহহা। কী মুশকিল! ইসরায়েলি পণ্যের মাঝে আমি আমেরিকা জুড়ে দিচ্ছি। কিসের সাথে কী! কিন্তু, আমেরিকার নাম যে বার বার ওদের নামের পাশে উঠে আসে? কারা যেন দিনরাত ইসরায়েল কে সাপোর্ট দিয়ে চলেছে?

আরে চুপ! চুপ! ওই দেশের ডিগ্রির দাম জানেন? কনফারেন্স এর? জানেন ওখানে যাওয়ার জন্য কত কষ্ট করছে সবাই? জানেন ওখানে কত সম্মান? জানেন ওখানে গেলে বাচ্চাদের ভবিষ্যত সেট হয়ে যাবে? কী আশ্চর্য! আপনি এসব বলছেন আর আমার মনে হচ্ছে আমি আপনাকে বলতে শুনলাম: "জানেন ওরা god?" ইশ, রাগ করলেন? না মানে বার বার এমনভাবে বলছেন যে ওরা রিজিক দিতে পারে, সম্মান দিতে পারে, ওরা ভবিষ্যত ও ঠিক করে দিতে পারে- নিজেদের এবং সন্তানদের। আমার মনেহলো যা আল্লাহর হাতে সব ওদের নামে ভেবে নিচ্ছেন। দৃঢ় ঈমানে ভাবছেন। তাই মনেহলো ওরা মনেহয় আল্লাহর জায়গাটা নিয়ে নিল আপনার হৃদয়ে.... তাই বললাম আরকি। ও কিছু না। আপনি আল্লাহকেই মানেন। শুধু এগুলোর মালিক আমেরিকা। (আউজু বিল্লাহ)

আমি একটা কথা বলবো? আপনি কোকটা খেয়েই নিন। আপাদমস্তক কাফিরদের গুণমুগ্ধ হয়ে, তাদের মাঝে যাওয়ার জন্য তাদের প্রতি ভালোবাসা দিয়ে হৃদয় পূর্ণ রেখে, তাদের মাঝে বসবাসের স্বপ্ন দেখে দিন গুনে, কোক বয়কট করে কী হবে?

আমি খাবো না অবশ্য। আমার গলা দিয়ে নামবে না। আমার বয়কট শুধু পণ্যে না- হৃদয়েও। আমি যাবোও না ওদের মাঝে। আমার ঘেন্না লাগে। অবশ্য আপনি যখন Gaza নামটি শোনেননি আমি তখনও আমেরিকা অথবা কাফিরদের দেশে যাওয়া প্রত্যাখ্যান করেছি। আমার কাফিরদের মাঝে বসবাস ঘেন্না লাগতে লক্ষ হাজার মানুষ হত্যা হওয়া লাগেনি, কুরআন এবং সুন্নাহের শিক্ষা যথেষ্ট ছিল। আপনার কোকে ঘেন্না আসতে লক্ষ মানুষের রক্ত লেগেছে। কে জানে, এই রক্তে উল্লাস করা দেশগুলোর মোহ কাটাতে আরো কত লক্ষ মানুষের রক্ত লাগবে?

সহজে মোহ কাটবে না। আপনি সেই রক্তে স্নাত। ভালোবাসার রং লাল বলে ওই কাফিররা, জানেন তো? ওই যে শিখিয়েছে না? লাল বেলুন, লাল গোলাপ, লাল হার্ট? ওদের প্রতি আপনার ভালোবাসা আর মুসলিমদের রক্ত- একই রকম লাগছে। লাল। আপনার মোহ কাটার হলে মুসলিমদের ইতিহাস জেনেই কাটত। ওহ ইতিহাস জানেন না? অন্তত বর্তমানে মুসলিম বাচ্চাদের লাশ দেখে কাটত। কিন্তু আপনি বসে আছেন- ওদের ডিগ্রি, ওদের স্বীকৃতি, ওদের সুবিধা, ওদের রিজিক, ওদের দাসত্ব- আবার রাগ করলেন? আপনি বরং কোক খেয়েই ফেলুন। মোহ কাটার হলে Intellectually কিভাবে আমাদের সন্তানদের শেষ করে দিচ্ছে সেটা দেখেও কাটত। কাটেনি যখন, এখনও ওদের মাঝে যেতে চাইছেন, যাওয়ার পথ খুঁজছেন, যাচ্ছেন বা যাওয়ার স্বপ্ন দেখছেন- কোক খেয়েই ফেলুন। সামনে সেখানের একজন হিসেবে আরো কত কী খেতে হবে। তাছাড়া আপনি মুসলিম উম্মাহর দুর্বলতা। মুসলিম উম্মাহর উন্নতির জন্য আপনার বয়কট ভিক্ষার কোনো প্রয়োজন নেই।

কোক খেয়েই ফেলুন।
"আমরা" আর "ওরা" এর স্পষ্ট পার্থক্য আপনার হৃদয় আলাদা করতে পারেনি। ভালোবাসা আর রক্তের রং আলাদা করতে পারেনি। নিশ্চিন্ত থাকুন, কোনটা কোকের কালো আর কোনটা "নন-কোকের" কালো- আপনার হৃদয় আলাদা করতে পারবে না।

~ নায়লা নুযহাত

Boycott Campaign in BD

26 Nov, 08:43


আজ আমাদের IIUC ভার্সিটিতে ফ্রিতে ইজরাইলি পণ্য নেসলের কফি বিতরণ করা হচ্ছিল। ফ্রি হওয়ায় প্রচুর ভিড় জমে যায়।
ছাত্রীরা দ্রুত এভাবে শান্তিপূর্ণ প্রতিবাদের উদ্যোগ নেন।
তাদের প্রতিবাদ শুরু করার পাঁচ মিনিটের মধ্যেই নেসক্যাফে সবকিছু গুটিয়ে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
আসুন! আমরা আরো সচেতন হই!
সব ধরণের Isরাeলি , inডিan পণ্য বয়কট করি।

Boycott Campaign in BD

26 Nov, 00:08


আপনি কি আপনার দেশকে ভালবাসেন?

উত্তর হ্যাঁ হলে, তাহলে প্রমাণ দিয়ে দিন!

কিভাবে?

কোন দ্বিধাদ্বন্দ ছাড়া এক্ষুনি বর্জন করুনঃ

১. প্রথম আলো ও ডেইলি ষ্টার পত্রিকা।
২. ভারতীয় পণ্য।
৩. ভারতীয় টিভি'র সকল চ্যানেল।

যদি এসব বর্জন করতে না পারেন, তাহলে
আপনাকে বুঝতে হবে আপনার দেশপ্রেম
খাঁটি নয়; তাতে প্রচুর খাদ রয়েছে।

আর যদি তাই হয়, গা ঝাড়া দিয়ে উঠুন,
খাদ ঝেড়ে ফেলুন এবং সত্ত্বর সিদ্ধান্ত নিয়ে
সাহসের সাথে এই কাজগুলো করে ফেলুন।

আমার,
আপনার,
আমাদের সকলের
দেশপ্রেম জয়ী হোক।

- আব্দুল্লাহিল আমান আযমী

- বহুল প্রচলিত কিছু ইসরায়েলি পণ্য ও প্রতিষ্ঠান
-ব্রাকের পণ্য তালিকাঃ দেখতে ক্লিক করুন
-কাদিয়ানী পণ্য তালিকাঃ দেখতে ক্লিক করুন

Boycott Campaign in BD

22 Nov, 09:36


কোথায় গেল ইসরাইলি পণ্য বয়কটের স্পিরিট?

ইদানিং অনেক পেজ চকলেটের কম্বো প্যাকেজ বিক্রি করছে। এই প্যাকেজে দখলদার ইসরাইলকে সমর্থনকারী নেসলের অনেক চকলেট দেখা যাচ্ছে। রয়েছে ইন্ডিয়ার অনেক চকলেটও। এসব প্যাকেজ অনেক মানুষ কিনছে নির্বিকার চিত্তে, ভাবলেশহীন ভাবে।

সামান্য প্রডাক্ট বয়কটের স্পিরিটই যদি এত দূর্বল হয় তাহলে আমরা দিল্লি আর ওয়াশিংটনের দাসত্ব থেকে মুক্ত হবার চিন্তা করি কিভাবে? ভাই চকলেট তো এমন না যে না খেলে মারা যাবেন, শরীরের বড় ক্ষতি হয়ে যাবে। কাউকে গিফট দিতে গেলেও চকলেটের বদলে আরো অনেক দামি এবং ইউনিক গিফট দেয়া যায়।

ইসরাইলি ব্যবসায়ীরা এমনে এমনেই সারা বিশ্বে প্রভাব বিস্তার করেনি। আপনার-আমার কাছে ৫০-১০০-৫০০ টাকার প্রোডাক্ট সেল করেই বিলিয়ন ডলারের মার্কেট ধরে রাখছে।

ন্যূনতম মানবিকতা এবং দায়িত্ববোধ থেকে হলেও প্লিজ, এসব প্রোডাক্ট বর্জন করুন।

Boycott Campaign in BD

18 Oct, 08:23


জনসন অ্যান্ড জনসনের ভাইস চেয়ারম্যানের বক্তব্য।

বয়কট জনসন অ্যান্ড জনসন।

Boycott Campaign in BD

18 Oct, 08:11


জনসন অ্যান্ড জনসন এর বেবি পাউডারে ক্যান্সার!

আবারো বিপুল অঙ্কের জরিমানার কবলে পড়েছে জনসন অ্যান্ড জনসন কোম্পানি। তাদের বেবি পাউডার ঘিরে বিতর্ক তুঙ্গে। যুক্তরাষ্ট্রের কানিকটিকাটের একটি আদালত কোম্পানিকে ১৫ মিলিয়ন ডলার (১,৭৯৩,৬০১,৮১০ টাকা) জরিমানা করেছে।
জনপ্রিয় জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডার বিশ্বজুড়েই অনেকে ব্যবহার করেন। এই বেবি পাউডার ঘিরে কয়েক বছর আগে বিতর্ক দানা বেঁধেছিল। এবার ক্যান্সার সৃষ্টিকারী বেবি পাউডারের জন্য সংস্থাকে মোটা অঙ্কের জরিমানার নির্দেশ দিলো আদালত।

Boycott Campaign in BD

02 Oct, 04:56


ভারতের ভিসা কড়াকড়িতে বাংলাদেশি পর্যটকশূন্য কলকাতা, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

ভারতের ভিসা কড়াকড়িতে বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে সিটি অব জয় কলকাতা। রুপির বিপরীতে কমেছে বাংলাদেশের টাকার মানও। এতে জরুরি প্রয়োজনে যাওয়া বাংলাদেশি পর্যটকরা ভ্রমণ কাটছাঁট করে ফিরছেন নিজ দেশে। যার জেরে প্রভাব পড়েছে কলকাতার অর্থনীতিতে।

মার্ককুইজ স্ট্রিটের একটি কোনায় বসে ২০ বছর ধরে পেয়ারা বিক্রি করেন দক্ষিণ চব্বিশ পরগনার আলমগীর মৃধা। বাংলাদেশি পর্যটকরাই তার প্রধান ক্রেতা। ফলে এতোদিন তিন সন্তানকে পড়াশোনা করিয়ে দুই ভাইয়ের সংসারে দিব্যি ভালো চলছিল তার।

তবে গেল কয়েক মাস ধরে তার ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মুখে। আগে যেখানে দিনে ২৫ কেজি পেয়ারা বিক্রি করতেন, এখন ৮ থেকে ১০ কেজি পেয়ারাও বিক্রি করতে পারছেন না তিনি।

মেডিকেল ও জরুরি প্রয়োজনে ভিসা ছাড়া অন্য ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটকশূন্য হয়ে পড়েছে কলকাতা। এতে করুণ অবস্থায় কলকাতা-ঢাকা-কলকাতা রুটের বাস ব্যবসায়ীরা।

আলমগীর মৃধা বলেন, এটা আমার কেন, আশপাশের সব দোকানের একই অবস্থা। বাংলাদেশকে পর্যটকরা আসলেই আমাদের বেচাকেনা বেশি হবে।

#BANGLADESH #INDIA

Boycott Campaign in BD

19 Sep, 13:49


বাংলাদেশি পণ্যের লিস্ট।

Boycott Campaign in BD

08 Sep, 02:40


মাস দুয়েক আগেও কলকাতার নিউ মার্কেট, মার্কুইজ স্ট্রিট গিজ গিজ করত বাংলাদেশের মানুষে। তবে জুলাই মাস থেকে সেদেশে কোটা সংস্কার আন্দোলন, ব্যাপক সহিংসতা, কারফিউ, শেষে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন – সব মিলিয়ে কলকাতায় এখন বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে।
এর একটা বড় কারণ ভারতীয় হাইকমিশন বাংলাদেশে ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ চালু করে নি। তাই আগে থেকে যারা ভিসা নিয়েছিলেন এবং জরুরি চিকিৎসা করাতে হলেই ভারতে আসার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা।
কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই মূলত বাংলাদেশি পর্যটকরা থাকেন, কেনাকাটা করেন। ওইসব এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে বছরভর।
“বাংলাদেশ থেকে প্রায় কেউই আসছেন না মাসখানেকের বেশি সময় হয়ে গেল,” বলছিলেন ঐতিহ্যবাহী নিউমার্কেটের ‘শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক গুপ্তা।
“নিউ মার্কেটের জামাকাপড়ের দোকান বলুন বা অন্যান্য সামগ্রী – এসবের একটা বড় ক্রেতা বাংলাদেশের মানুষ। ভারতীয় ভিসা ব্যবস্থা এখনও পুরোপুরি চালু হয় নি তাই তারা প্রায় কেউই আসতে পারছেন না। আমাদের বিক্রি প্রায় ৬০ শতাংশ কমে গেছে গত এক মাসে,” বলছিলেন মি. গুপ্তা।

#INDIA #BANGLADESH

Boycott Campaign in BD

01 Sep, 09:33


ভারতীয় পণ্য ও বিকল্পের লিস্ট পেয়ে যাবেন এখানে। খুবই তথ্যবহুল একটি ওয়েবসাইট।

কোন তথ্য ওয়েবসাইটে না থাকলে আপনারা তথ্য দিয়ে হেল্পও করতে পারেন। সাইটটি যিনি বানিয়েছেন তাকে আল্লাহ উত্তম জাযা দান করুন।


https://indiaout.today/

Boycott Campaign in BD

27 Aug, 11:46


মনে রাখবেন, আইফোন বা যেকোন অ্যাপল প্রোডাক্ট কিন্তু বয়কট লিস্টে।

Boycott Campaign in BD

27 Aug, 11:46


অ্যাপলের নতুন মডেলের আইফোন বাজারে আসছে সেপ্টেম্বরের...

বিস্তারিত: https://somoynews.tv/news/2024-08-27/4uD0tEYu