Stillness Muslim @stillnessmuslim Channel on Telegram

Stillness Muslim

@stillnessmuslim


Our Palestinians Situation Photos & Videos channel link
❝ https://t.me/PalestinianTears ❞

Stillness Muslim (English)

Are you looking for a place to feel connected to your Muslim faith and learn about the Palestinian situation? Look no further than the Stillness Muslim Telegram channel! This channel, with the username @stillnessmuslim, is dedicated to sharing powerful photos and videos that capture the reality of our Palestinian brothers and sisters. The content is carefully curated to provide insight into the struggles they face on a daily basis, shedding light on their resilience and strength. By joining the Stillness Muslim channel, you will be able to stay informed about the latest developments in the Palestinian situation and show your support for this important cause. Whether you are a Muslim looking to deepen your understanding of the issues faced by our community or simply someone who wants to learn more about the ongoing conflict in Palestine, this channel is the perfect place for you. Through the link provided in the description, you can easily access the channel and start exploring the powerful content that it has to offer. Join a community of like-minded individuals who are passionate about raising awareness and standing in solidarity with our Palestinian brothers and sisters. Let's come together to amplify their voices and strive for peace and justice in the region. Join the Stillness Muslim Telegram channel today and be a part of the movement towards a better future for all. Together, we can make a difference and show our support for those who need it most. Don't wait any longer - join us now!

Stillness Muslim

19 Jan, 06:18


🔴 যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর গত বুধবার থেকে গাজাজুড়ে ৩৩ শিশুসহ কমপক্ষে ১২২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত যত বেশি সম্ভব ফিলিস্তিনিকে হত্যা করা যায়, এই লক্ষ্য নিয়ে গাযা জুড়ে বোমা হামলা জোরদার করেছে ইসরাইল।

Stillness Muslim

19 Jan, 06:18


🔴 খান ইউনিসের পূর্বাঞ্চলের শহরগুলিকে লক্ষ্য করে আর্টিলারি হামলা চালিয়েছে ইসরাইল।

এদিকে গাযা যুদ্ধ বিরতির সময় কার্যকর হতে আর বাকী ২০ মিনিট!

Stillness Muslim

19 Jan, 06:18


🔴 যুদ্ধবিরতির সময় কার্যকর হতে আর কিছু সময় বাকী, শেষ সময় পর্যন্ত গাযায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।

Stillness Muslim

05 Jan, 17:42


হামাসের ৭ অক্টোবর হামলার বিশদ পরিকল্পনা ও প্রয়োগ নিয়ে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী তদন্ত প্রকাশ করেছে।

হামাস প্রথম হামলায় হাজারো রকেট নিক্ষেপ করে, যার উদ্দেশ্য ছিল বিমানঘাঁটিগুলো থেকে বিমান উড্ডয়ন বন্ধ করা। এই তীব্র হামলার কারণে নেভাতিম বিমানঘাঁটিতে ৪০ মিনিটের জন্য বিমান উড্ডয়ন সম্পূর্ণভাবে স্থগিত হয়ে যায়।

আল-কাসসাম ব্রিগেড তাদের এলিট ফোর্স ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ "তেল নফ" বিমানঘাঁটি দখলের পরিকল্পনা করেছিল।

হাজার হাজার ফিলিস্তিনি যোদ্ধা তিনটি ধাপে গাজার বেষ্টনী ভেদ করে প্রবেশ করে।

গাজার সীমান্ত বেড়ায় ১৪৪টি ছিদ্র তৈরি করে হামাস যোদ্ধারা ইসরায়েলি এলাকায় প্রবেশ করে।
.....

Stillness Muslim

05 Jan, 17:42


.....
হামাসের ৪০ জন নৌ ইউনিট যোদ্ধা ৫টি স্পিডবোটে চড়ে জিকিম নৌঘাঁটিতে হামলা চালায় এবং সেখানে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনাকে হতাহত করে। ইসরায়েলি নৌবাহিনী সকল স্পিডবোট আটকাতে ব্যর্থ হয়।

৮টি সশস্ত্র গ্লাইডার গাজা থেকে উড্ডয়ন করে, যার মধ্যে ৩টি নেতিভ হা’আসারায় অবতরণ করে এবং আরেকটি মধ্যাঞ্চলে নেমে সেখানকার যোদ্ধাদের সঙ্গে যুক্ত হয়।

এই হামলা ইসরায়েলের সামরিক ব্যবস্থায় বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করে এবং গাজা অঞ্চলের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ইসরায়েলি বাহিনী এখন ও হামাসের এমন আক্রমণাত্মক পরিকল্পনার কারণ ও প্রতিরোধ নিয়ে পর্যালোচনা করছে। (hn/9)

Stillness Muslim

22 Dec, 19:38


ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন আটক।

Stillness Muslim

22 Dec, 04:41


ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসসহ ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। রোববার (২২ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

Stillness Muslim

14 Dec, 19:18


In India!!!

Stillness Muslim

09 Dec, 05:11


"হে গাজাবাসী! ধৈর্য ধারণ করুন। অচিরেই এখান থেকেই আমরা কুদসে আসছি।"

সিরিয়া বিজয়ী বিপ্লবীর বক্তব্য

Stillness Muslim

08 Dec, 02:54


ব্রেকিং নিউজ

দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত কর্মচারীকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সমস্ত ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে।

Stillness Muslim

08 Dec, 02:54


ব্রেকিং নিউজ

দামেশকের মসজিদগুলোতে বিজয়ের তাকবির শুরু হয়ে গিয়েছে।

Stillness Muslim

08 Dec, 02:54


তাকবির, তাহলিল চলছে। এ যেন ঈদ। তাই ঈদের তাকবির ধ্বনি ভেসে আসছে দামেশকের মসজিদগুলো থেকে।

ভিডিও ধারণকারী এক নারী আনন্দে কান্না করছে।

Stillness Muslim

08 Dec, 02:54


বোমাবর্ষণ শেষ হয়েছে, আর্টিলারি ফায়ার শেষ হয়েছে, গণহত্যা শেষ হয়েছে, সাইরেন শেষ হয়েছে, যুদ্ধ বিমানের শব্দ শেষ হয়েছে, স্থানচ্যুতি শেষ হয়েছে, ট্র্যাজেডি শেষ হয়েছে।

আলহামদুলিল্লাহ

Stillness Muslim

08 Dec, 02:54


যার যার অবস্থান থেকে পালাও

এই মুহূর্তে দামেশকের আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য।

Stillness Muslim

02 Dec, 06:22


এডেন উপসাগরে ১৬ টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হুথিরা যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ এবং তিনটি সরবরাহ জাহাজে সফল হামলা চালিয়েছে।

গতকাল এক বিবৃতিতের হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহইয়া সারী, ইয়েমেনী রকেট, ড্রোন এ বিমানবাহিনীর যৌথ সমন্বয়ে- মার্কিন ডেস্ট্রয়ার ছাড়াও ‘Stena Impeccable,’ ‘Maersk Saratoga’ এবং ‘Liberty Grace,’” নামে তিনটি মার্কিন সেনাবাহিনীর মালিকানাধীন জাহাজে সফল হামলার ঘোষণা দেন।

ফিলিস্তিন - ২ নামক হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েল অধিকৃত জাফায় সফল হামলার পর ব্যাকটুব্যাক সাফল্য পেলো হুথিরা। (hn/2)

Stillness Muslim

02 Dec, 05:29


🇹🇷🚢🇮🇱 Hypocrisy Unveiled: Oil for War?

While Erdogan delivers fiery speeches against Israel, the facts tell a starkly different story. Just two days ago, the chemical oil tanker Trans Fjord carried oil from Turkey’s Yalova port to Haifa, Israel – fueling the very war machine Erdogan condemns.

💰 Oil, Military Gear & Barbed Wire for Occupation: Turkish exports to Israel include barbed wire now surrounding Al-Aqsa Mosque, military uniforms, and supplies for Israeli soldiers.

Erdogan's public severance of ties rings hollow as trade continues unabated, directly bolstering Israeli operations against Palestinians.

🇵🇸 Meanwhile, Palestinian civilians face the devastating consequences of this hypocrisy. Erdogan’s words might inspire rallies, but his actions empower the occupier.

Stillness Muslim

23 Nov, 06:24


চাকরি নেই,  ব্যবসা নেই,  বিদেশ যাত্রায় অনিশ্চয়তা, ফ্রিল্যান্সিংয়ে ক্লায়েন্ট নেই, ইনকাম কমে যাচ্ছে ঋনে জর্জরিত চারিদিকে অন্ধকার দেখি - এরকম কত হতাশা আমাদের মধ্যে কাজ করে। 

কিন্তু অবাক হই এসবের সমাধান আল্লাহ অনেক আগেই পবিত্র কুরআনে রেখে দিয়েছেন। 

রিযিকের সকল দরোজা বন্ধ হয়ে গেলেও কিছু দরোজা সব সময় খোলা থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এসব দরোজা সম্পর্কে তিনি নিজেই নিশ্চয়তা দিয়েছেন।

একান্তই সমস্যায় যদি পড়ে যান ওই দরোজা দিয়ে আপনি আপনার জন্য জরুরি সাহায্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

একটু সময় আছে আপনার? 

দুটো আয়াত একটু মনযোগ সহকারে পড়েন এবং অবশ্যই চিন্তা করেন কিছুক্ষণ। আল্লাহ কি বলতে চেয়েছেন চিন্তা করুন এবং নিজের পরবর্তী প্ল্যান নির্ধারণ করুন৷

আপনি যদি সমস্যাগ্রস্ত হন তাহলে আল্লাহ আপনাকেই বলছেন।  এই ইমার্জেন্সি  প্যাকেজ আপনার জন্য।

আল্লাহ বলছেন -

وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى أُمَنُوْا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكْتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِنُ كَذَّبُوا فَأَخَذْنُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ

"জনপদের অধিবাসীরা যদি ঈমান আনত আর তাকওয়া অবলম্বন করত, তা হলে আমি অবশ্যই তাদের জন্য আসমান-জমিনের যাবতীয় বরকতের দরজা খুলে দিতাম। কিন্তু তারা আমার পয়গামকে মিথ্যা বলে উড়িয়ে দিলো। ফলে তাদের কৃতকর্মের জন্য আমি তাদের পাকড়াও করলাম।"

অপর আয়াতে আল্লাহ জানাচ্ছেন -

وَمَنْ يَتَّقِ اللهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا *

যে আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকবে, আল্লাহ তার জন্য (সংকট থেকে) বের হওয়ার রাস্তা করে দেবেন এবং তাকে এমন- সব দিক থেকে জীবিকা দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।

দুটো আয়াত বারবার পড়ুন। ফিকির করুন কি করবেন।  কোনোও মুত্তাকি আলেমের সাথে পরামর্শ করুন।

সমস্যা মুক্ত হওয়ার কারও কাছে হাত পাতার দরকার নাই। আপাতত আল্লাহর নিকট সাহায্য চান  তাওবায়, তাকওয়ায় ও সিজদায়।

- রুহুল আমিন সাদি হাফিজাহুল্লাহ

Stillness Muslim

23 Nov, 04:21


সবকিছুর পাশাপাশি চট্রগ্রামে বিএনপি যা করলো তা দেখে আমার এটাই মনে হচ্ছে যে নির্বাচন যত পরে হবে ততই ভালো। বিএনপি ফ্যাসিস্ট লীগ উৎখাত করে নিজেরা নতুন ডিকটেটর হতে চায়। আরও স্পষ্ট করে বললে বিএনপি লীগের তুলনায় একটা ভোলাভালা শিশুতোষ দল ছিল। এই ষোল বছরে তারা লীগের কাছে শিখেছে কিভাবে জনগণকে ঠিকঠাকমতো নিপীড়ন করতে হয়। অপেক্ষা করছিল কিভাবে কবে লীগ হওয়ার সুযোগ পাবে। এখন বিএনপি প্রস্তুত। শুধু নির্বাচনটা হলেই তারা লীগ হয়ে উঠবে।

Stillness Muslim

10 Nov, 10:24


সুমামগঞ্জ বাস স্টান্ডে একটা ছোট মেয়ে পাওয়া গেছে। কেউ চিনে থাকলে দ্রুত জানান।

আপনারা এইটা শেয়ার করেন। এতো মিসিং হচ্ছে ছোট বাচ্চারা

Stillness Muslim

06 Nov, 05:52


এটা ক্লিয়ার সাইন তারা কার ইন্দনে দেশে ক্রমাগত অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে যাচ্ছে। আমরা নিশ্চিত ভাবেই জানি ভারত একই সময়ে বাংলাদেশ এবং কানাডাতে একই ধরনের নেক্কারজনক সন্ত্রাসী কার্জক্রম চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় মদদে এধরনের কর্মকান্ডের জন্য ভারতের শাস্তি অনিবার্য।

Stillness Muslim

06 Nov, 04:51


After this terror act govt. should take strong action against terror organization ISKCON. If the govt. refuses
there should be two reasons behind this.

01. govt. afraid of them because of India.
02. govt. is a beneficiary of them

govt. should remember that the people of Bangladesh are not afraid of India. Just a few days ago, we gave our lives to build a terror-free Bangladesh

এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পর, সরকারকে সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকার যদি অস্বীকার করে...। তবে এর পেছনে দুটি কারণ কাজ করবে।

01. সরকার ভারতের কারণে তাদের ভয় পায়।
02. সরকার তাদের থেকে সুবিধাভোগী ।

সরকারকে মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পায় না। মাত্র কয়েকদিন আগে আমরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে প্রাণ দিয়েছিলাম.

Stillness Muslim

05 Nov, 08:07


পশ্চিমারা এগুলো বলবে না। কারণ তাহলে তাদের ভণ্ডামি প্রকাশিত হয়ে যাবে।

Stillness Muslim

05 Nov, 06:27


ঘরে স্ত্রীর সঙ্গে প্রেমিক, দুজনকেই কোপালেন স্বামী!

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। স্ত্রীকেও কুপিয়ে জখম করেছেন। সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া এলাকার আজিজুল হকের বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আজিজুল পলাতক রয়েছেন।


নিহত প্রেমিকের নাম আশরাফুল ইসলাম (৩০)। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার পলিবটতলী গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে এবং ওই গ্রামের এসএস ফ্যাশন নামক একটি কারখানার পরিচালক।

আহত তাসলিমা খাতুন (২৮) আজিজুল হকের স্ত্রী। তিনি আশরাফুলের পরিচালনাধীন এসএস ফ্যাশন কারখানায় শ্রমিকের কাজ করতেন। অভিযুক্ত আজিজুল হক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।

Stillness Muslim

05 Nov, 04:24


ভার‌তের কথিত ধর্মীয় স্বাধীনতা!

Stillness Muslim

02 Nov, 03:53


📌Bhagwalovetrap 📌
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকে অভিযোগ করেছেন এখানে মুস"লিম মেয়েদের ফোর্স করা হয় কা"ফেরদের সাথে সম্পর্কে যেতে।এই পোস্টটা তার বাস্তব প্রতিফলন।

উগ্র হি"ন্দুত্ববাদী মা"লাউন শু"য়োরের বাচ্চা আরিয়ান অর্নব।খাইরুন খুশি নামে একটা মুস"লিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন ভোগ করে যাচ্ছে।এ ঘটনায় তার মু"সলিম নামধারী বন্ধু ও বান্ধবী গুলো এতটা সহায়তা করছে যে ওরা নিজেদের বাসায় তাদের রুমডেটের জায়গা করে দেয়।নিজেরা মেয়েটাকে ম"ন্দিরে নিয়ে হি"ন্দু বানিয়ে কা"ফেরের হাতে তুলে দিতেও প্রচুর আগ্রহী।আমি এ পোস্টে কারো হেদায়েতের জন্য করছিনা।তাই ভাষার দিকটা মাফ করবেন।এই নামধারী মু"সলিম শু"য়োরের বাচ্চা ছেলে মেয়ে গুলোর কমেন্ট আর আচরণ দেখে পরে আমার সমালোচনা করবেন।ওয়াল্লাহি মাথা ঠিক রাখা কঠিন।

এই মা"লাউনের ঘনিষ্ঠ সহযোগী লিখন সরকার জয়।যে ধারাবাহিক মুসলিম মেয়েদের টার্গেট করে এবং অন্যান্য হি"ন্দু ছেলেদের ও সহায়তা করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি একজন মুস"লিম ভাই ও নাই?যে এসব কা"ফের এবং লেবাসধারী হিজা"বি বে"শ্যা ও কু"লাঙ্গার মুস"লিম ছেলেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করবেন।এই উ"গ্র হি"ন্দুত্ববাদী ২ শু"য়োরের বাচ্চাকে ধরতে আপনারা এগিয়ে আসুন।

আরিয়ান অর্নব
মাইক্রোবায়োলজি ১৪ ব্যাচ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

খাইরুন খুশি
বাসা: বগুরা,পুলিশ লাইন স্কুল ও সরকারি আজিজুল হক কলেজ বগুরা থেকে পড়ছে।

আরেক মা"লাউন
লিখন সরকার জয়

ও ট্র‍্যাপে পরা মেয়ে আফরিন কাজি

তাদের আইডি কমেন্ট বক্সে দেওয়া হলো

Stillness Muslim

28 Oct, 16:51


কিছুক্ষণ আগে সালভো শহরে মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ

Stillness Muslim

28 Oct, 16:51


ইয়েমেনি সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত "টার্ন ইওর ফেস" কৌশলের সময় ফিলিস্তিনি পতাকা উপস্থিত থাকে এবং সমুদ্রে এবং স্থলে চারটি বড় আক্রমণের মোকাবিলা করে।

Stillness Muslim

27 Oct, 03:15


হিজ বুল্লাহ উত্তর ইস রায়েলের ২৫টি গ্রামের ইসরা য়েলি নাগরিকদের অবিলম্বে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করে একটি ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওটির শেষে হিজ বুল্লাহর পক্ষ হতে হিব্রু ভাষায় বলা হয়েছে,

“এই বিবৃতিতে উল্লেখিত বসতির সকল বাসিন্দাকে অবিলম্বে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। এসব বসতি এখন শত্রু সামরিক বাহিনীর ঘাঁটি ও অবস্থানস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে, যারা লেবাননের ওপর হামলা চালাচ্ছে।
তাই এসব স্থান এখন ইসলামিক রেজিস্ট্যান্সের বিমান ও ক্ষেপণাস্ত্র বাহিনীর বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।”

Stillness Muslim

11 Oct, 03:21


পূজা মণ্ডপে লক্ষ্মীপুরের গান 😎

Stillness Muslim

10 Oct, 22:18


জামালখান ওয়ার্ড যুবলীগের লোকাল নেতারা অবস্থান নিয়েছে মন্দিরের পাশে, আর ছাত্রলীগের কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত সূত্র জানিয়েছে এখানে প্রায় সবাই ছাত্রলীগ/যুবলীগের পরিচিত মুখ।

Stillness Muslim

10 Oct, 22:18


ছাত্রলীগ/যুবলীগের নেতা-কর্মীরা যখন নতুন নতুন জয় শ্রীরাম আর হরে হরে কৃষ্ণ, হর হর মহাদেব বলে তখন মুখ ফসকে জয় বাংলাও একটু বলে ফেলতেছে 😁

Stillness Muslim

10 Oct, 17:29


বাঙালি যখন হেলিকপ্টার বানায়, আমি তখন খুবই আগ্রহ নিয়ে ব্যাপারটা দেখি।

প্রথম হেলিকপ্টার বানাতে দেখি বছর দশেক আগে। খুলনা বা বাগেরহাট বা অন্য কোনো প্রত্যন্ত এক গ্রামে, এক কিশোর হেলিকপ্টার বানিয়েছেন। সেটা নিয়ে লোকাল মিডিয়ায় তখন সাংঘাতিক হৈ চৈ। একটা টেম্পুর মাথায় সিলিং ফ্যান উল্টা করে লাগানো হয়েছে। সুইচ দিলে সেই সিলিং ফ্যান ঘুরছে। টেম্পুর গায়ে লাগানো হয়েছে বাংলাদেশ বিমানের লোগো। লোগোর পাশে পরিষ্কার লেখা : বাংলাদেশ হেলিকপ্টার, মেকার: হানিফ।

হাজার হাজার মানুষ সেটা দেখতে এসেছে। সাংবাদিকরা আবেগঘন গলায় সেই হেলিক্পটারের বর্ণনা দিচ্ছে। ফেসবুকে সেই ভিডিও শেয়ার দিচ্ছেন লাখ খানেক মানুষ। সবার কথা একটাই, বাঙালি আসলে মেধাবী। শুধু বাংলাদেশে জন্মানোর কারণে তার মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না। ইউরোপ আমেরিকা হলে এই বাঙালি ফাটিয়ে দিতো।

সর্বশেষ হেলিকপ্টার বানানো দেখলাম দিন তিনেক আগে। স্টিলের রড দিয়ে হেলিকপ্টারের মতো একটা বডি বানানো হয়েছে। মাথার উপর দুই ব্লেডের পাখা। হেলিকপ্টারের মেকার নিজেই পাইলটের সিটে বসে সুইচ দিয়ে পাখা চালু করলেন। হাজার হাজার মানুষ হাততালি দিলো। সাংবাদিক জিজ্ঞাসা করলেন, হেলিকপ্টারে বসার সিট একটা কেন?

পাইলট কাম হেলিকপ্টার মেকার উত্তর দিলেন, টাকার অভাবে একটা সিট রাখছি। সরকারি সাহায্য পেলে দশ সিট বসাতে পারবো।

ভিডিওতে হাজারো বাঙালির কমেন্ট, ইউরোপ আমেরিকা হলে ... শুধু বাংলাদেশ বলে আমরা আগাতে পারছি না ...

তবে এবার নতুন ধরণের কিছু কমেন্ট চোখে পড়লো। একজন লিখেছে, প্রায়ই দেখি আপনারা হেলিকপ্টার বানান। কিন্তু এইসব হেলিকপ্টার উড়ে না ক্যান? বিষয়টা কী?

আসল প্রশ্ন এটাই। হেলিকপ্টার উড়ে না ক্যান। দেখতে হেলিকপ্টারের মতো, উপরে পাখাও ঘুরে, বডির গায়ে বাংলা ও ইংরেজিতে লেখা হেলিকপ্টার। তবুও কেন এইসব হেলিকপ্টার উড়ে না ???

বাংলাদেশে যখন কেউ সংস্কারের কথা বলে, তখন আমার এইসব হেলিকপ্টারের কথা মনে পড়ে।

সংস্কারের কথা প্রথম জোরেশোরে শুনি এক এগারোর সময়। দেশে ব্যাপক সংস্কার আনা হবে। বিচার বিভাগ পৃথক হবে। স্বাধীন জুডিশিয়াল হবে। হ্যান হবে, ত্যান হবে। শেষমেষ যেটা হলো, সেটা হচ্ছে একটা হেলিকপ্টার। বাংলা হেলিকপ্টার। এই বস্তুর ঘুরন্ত পাখা আছে, বডি আছে এমনকি লেখাও আছে যে এই যন্ত্রটি হেলিকপ্টার। কিন্তু এটি উড়ে না।

আমাদের অনেকেরই ধারণা, সিস্টেম বদলালেই বোধহয় পরিবর্তন আসে। কিন্তু বাংলাদেশে আমরা যারা বড় হয়েছি, তারা জানি, শুধু সিস্টেম দিয়ে কোনো পরিবর্তন আসে না। ভালো সিস্টেমের মধ্যে ভালো মানুষ, যোগ্য মানুষ, সৎ, বুদ্ধিমান ও দরদী মানুষ দরকার।

ষোল বছর পর আবারো সংস্কার শব্দটা উজ্জ্বল হয়ে জাতির সামনে এসেছে। এবার নাকি আমূল সংস্কার হবে। এরই দুই মাস পার হয়েছে। স্বীকার করতে দ্বিধা নেই, আমি এবারো জোরেশোরে একটা হেলিকপ্টারের নির্মাণের আয়োজন দেখছি। আমি দুঃখিত এই কথাটি বলার জন্য। সত্যি দুঃখিত।

আপনাদের নিয়ত নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনারা আন্তরিকতা নিয়েও আমার কোনো দ্বিধা নেই। আপনাদের অনেককেই আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি।

শুধু এই পছন্দের তাগিদে বলি। আর হেলিকপ্টার বানায়েন না।

এই দেশের মানুষরা ক্লান্ত। তারা সত্যিকারের ম্যাজিক চায়। সত্যিকারের হেলিকপ্টার চায়, যেটা সত্যি সত্যি উড়ে।

This country needs to fly.

- Ashif Entaz Rabi

Stillness Muslim

09 Oct, 05:19


কুষ্টিয়ায় সাদিকুর রহমান আজহারী সাহেবের মাহফিলে কি হয়েছিল আজকে?

Stillness Muslim

09 Oct, 05:19


কুষ্টিয়ার দৌলতপুরে বিশিষ্ট আলেমেদ্বীন সাদিকুর রহমান আল আজহারীর মাহফিলে বিএনপি সমর্থিত সাবেক চেয়ারম্যান বিল্লাল তার দলবল নিয়ে স্টেজে উঠে এভাবে মাইক কেড়ে নিয়ে বিভিন্ন হুমকিমূলক বক্তব্য দেয়। এছাড়াও একপর্যায়ে তার সন্ত্রাসী বাহিনী এভাবে মাহফিলের ব্যানার ছিঁড়ে ফেলে। তার সন্ত্রাসী বাহিনীকে এসময় মারমুখী ও উদ্ধত আচরণ করতে দেখা যায়।

পরবর্তীতে সাদিকুর রহমান আল আজহারীর ওপর হামলার চেষ্টা করে সন্ত্রাসীরা। এছাড়াও মাহফিলে আগত সাধারণ শ্রোতাদেরকে বেধড়ক মারধর করে বিল্লালের সশস্ত্র বাহিনী।

এই সন্ত্রাসীর বিরুদ্ধে বিএনপি এখন দলগত ভাবে কি সিদ্ধান্ত নেয় দেখা যাক। আর এভাবে একটি তাফরীরুল কুরআন মাহফিলে সন্ত্রাসী কার্যক্রম করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

Stillness Muslim

09 Oct, 04:08


ডিবি হারুনকে আমেরিকায় পালানোর সুযোগ করে দেয়া হইসে শুনলাম যদিও নিশ্চিত না।

আওয়ামী লীগকে অফিসিয়ালি বিচার করা তো হইতেসেই না, উলটা নিরাপদে পালানোর ব্যবস্থা করার মাধ্যমে পুরাপুরি ইনট্যাক্ট রাখা হইতেসে।

এই মধ্যস্থতায় আপনার আমার অনেক পিও স্যার ও পিও নেতা আছেন বইলা শুনতেসি। সবই শোনা কথা, শোনা কথার গোনা দোষ।

Stillness Muslim

07 Oct, 03:30


আজ ঐতিহাসিক ৭ই অক্টোবর।

অপারেশন আল-আকসা ফ্লাড (তুফান আল-আকসা) এর বর্ষপূর্তি।
এটি ছিলো শত বছর ধরে ফিলিস্তিনি মাজলুম বন্দী জনগণের এক অত্যাশ্চর্য প্রতিরোধী অভিযান!
যেদিন বিশ্বের সর্ববৃহৎ কারাগার গাজা উপত্যকার কাঁটাতার ডিঙিয়ে দখলদার ইসরায়েল এবং পুরো পৃথিবীর সামরিক শক্তির বিরুদ্ধে এককভাবে লড়াই শুরু করেছিলো ফিলিস্তিনি মাজলুম জনতা। যাদের তুলনা শুধুমাত্র স্বয়ং তারাই!
mh/1

Stillness Muslim

06 Oct, 04:09


GAZA NOW টিভির প্রতিষ্ঠাতা ও পরিচালক ফিলিস্তিনি সাংবাদিক 'মোস্তফা আয়েশের' পুরো পরিবারকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে দখলদার ইসরায়েল।

গতরাতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো উপর্যুপরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মোস্তফা আয়েশের ছয় তলা বাড়িটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়।
-
Gaza Now হলো সারা বিশ্বে দখলদার ইসরায়েলের সন্ত্রাসবাদ ও অপরাধ প্রকাশের একটি গ্রহণযোগ্য টিভি প্ল্যাটফর্ম।
mh/2

Stillness Muslim

30 Sep, 03:14


যুদ্ধবিধ্বস্ত গাজার বর্তমান চিত্র।💔