Fatih News24. @fatihnews24 Channel on Telegram

Fatih News24.

@fatihnews24


সত্যে বলিষ্ঠ

Fatih News24 (Bengali)

Fatih News24 চ্যানেলটি একটি অত্যন্ত বিশেষ ও জনপ্রিয় টেলিগ্রাম চ্যানেল। এই চ্যানেলে আপনি প্রধানত নতুন ও দর্শনাধীন সংবাদ, খবর আর তথ্য পেতে পারবেন। fatihnews24 একটি সার্ভিস-ফোকাসড চ্যানেল, যা আপনাকে সর্বশেষ সংবাদের এবং তথ্যের সারমর্ম সরবরাহ করতে মোটিভেট করবে। চ্যানেলটির এই বিশেষতা উচ্চ মানের সংবাদ প্রদান করা এবং শ্রেণীবদ্ধ ও নির্ভুল তথ্য নিয়ে মানুষকে আপডেট করা। fatihnews24 চ্যানেলে যোগ দিন এবং সামান্য মূল্যে সর্বশেষ সংবাদ এবং তথ্য পেতে শিখুন!

Fatih News24.

07 Jan, 06:59


তবে এর জন্য দু’টি শর্ত আছে:
১. যৌতুক নেওয়া যাবে না।
২. ধার্য্য দেনমোহর সম্পূর্ণ আদায় করতে হবে।

আমি সত্যিই তাদের এই উদ্যোগের প্রশংসা করছি। যারা এমন একটি বিয়ে করতে চান, তাদেরকে রেজিস্ট্রেশনের জন্য উৎসাহিত করছি।

যোগাযোগের জন্য: 01841040549
রেজিস্ট্রেশনের লিংক: কমেন্টে দেওয়া হয়েছে।

আমাদের উচিত এমন ভালো উদ্যোগগুলো সবার কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাদের এই মহৎ প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের সমাজকে আরও সহজ ও সুন্দর করে তুলুন। আমিন।

(আপনারা চাইলে এই উদ্যোগের বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারেন।)

— আরিফ ইবনে হাসান

Fatih News24.

07 Jan, 06:59


🔴 বিশেষ

আজ ফেসবুকে এমন একটি উদ্যোগ দেখে মনটা ভরে গেল। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে তারা বিয়েকে সহজ এবং সুন্নাহসম্মত করার জন্য অসাধারণ পদক্ষেপ নিচ্ছে।

আমাদের সমাজে দেনমোহরের বিশাল অঙ্ক এবং যৌতুকের চাপে অনেক পরিবার বিয়েকে কঠিন করে তুলছে। কিন্তু এই ফাউন্ডেশন দেখিয়ে দিচ্ছে, বিয়ে সহজ এবং সুন্নাহ অনুযায়ী করাও সম্ভব।

যা যা তারা দিচ্ছে:
১. বর-কনের জন্য বিয়ের পোশাক।
২. কনের সাজসজ্জার সকল সামগ্রী।
৩. বিবাহ রেজিস্ট্রির খরচ।
৪. বর-কনের ১০০ জন অতিথির জন্য খাবারের ব্যবস্থা।
৫. কমিউনিটি সেন্টার ভাড়া।
৬. প্রয়োজনে পরবর্তী কাউন্সেলিং সেবা।
৭. কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজ!

বিয়ের তারিখ: ১৮ জানুয়ারি ২০২৫
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১০ জানুয়ারি ২০২৫

Fatih News24.

06 Jan, 17:39


🔴 একটি সুসংবাদ

বরকতময় মাস রজবের ইনতেজারে ছিলাম! একটা বিশেষ কারণে। অনেক আগেই প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু বরকতময় একটা সময়ের অপেক্ষা...

সুসংবাদটা দিয়েই দিই। বলেছিলাম আদীব হুজুরের পূর্ণ ৩০ পারা কুরআন তরজমা প্রকাশিত হবে। কিন্তু বলা হয়নি কবে প্রকাশিত হবে। এ মাসেই ইনশাআল্লাহ সেই সুন্দর মুহূর্তটি আসছে, পূর্ণ কুরআন তরজমা আদীব হুজুরের কলমে প্রকাশিত হবে। সব কাজ শেষ হয়ে গেলেও হুজুর রজবের অপেক্ষা করছিলেন। তারপর...

আল্লাহ কবূল করুন, মাকবূল করুন, আমীন!

-AlFatih Muhammad

Fatih News24.

06 Jan, 07:01


🔴 বিশেষ সংবাদ

সংস্কার কাজের জন্য জানুয়ারীর 1তারিখ থেকে 2মাস তায়েফের রিং রোড বন্ধ থাকবে। বিকল্প রাস্তা হচ্ছে বাসে যাওয়ার রাস্তাটি। সেটা একটু দীর্ঘ পথ। সুতরাং যারা তায়েফের রিং রোডের সৌন্দর্য দেখার উদ্দেশ্যে তায়েফ যাবেন,তারা বুঝে শুনে যাবেন। হয়তো রমজানে আবার খুলে দিবে,অথবা রমজানের পর। আর বিকল্প পথ যেহেতু একটু দীর্ঘ,তাই খরচও কিছুটা বেশি আসতে পারে। তবে কথা হচ্ছে, যদি বিকল্প পথেই যেতে হয় তাহলে বাসেই কম টাকা খরচ করে যেতে পারেন।

Fatih News24.

06 Jan, 04:04


🔴

১/ মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি হাসিনা ও বেগম খালেদা জিয়া।
০২/ মুক্তিযুদ্ধে নি*হতের সংখ্যা ৩ লাখ আনুমানিক।
০৩/ বুদ্ধিজীবীদের হ*ত্যা করেছিলো ভা/রতীয় বাহিনী।
০৪/ ভারত তৎকালীন ১৬ হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায় বাঁধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করে।
০৫/ জহির রায়হান ও শহিদুল্লাহ কায়াসারকে হ**ত্যা করেছিলো মুজিব।
০৬/ মুক্তিযুদ্ধে ২ লক্ষ মা বোনের ইজ্জৎ লুট হয়েছিলো এইটা একটা মিথ্যা প্রচারণা।
০৭/ বিপ্লবী সিরাজ সিকদারকে পরিকল্পনা করে হ**ত্যা করে মুজিব।
০৮/ কথা আর কাজে কোন মিল ছিলোনা মুজিবের৷
০৯/ মুজিব হ**ত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ।
১০/ জি/য়া বিপ্লবি'দের সাথে থাকার জন্য কোরআন শরিফ ছোঁয়ে প্রতিজ্ঞা করে পরবতী তে তা ভ*ঙ্গ করে।

বাণীতে: মেজর ডালিম
তারিখ: জানুয়ারি ০৫, ২০২৫ ইং
(সাংবাদিক ইলিয়াসের ইউটিউব চ্যানেলের লাইভে)

Fatih News24.

05 Jan, 18:43


লে শাহবাগী...🤣

Fatih News24.

05 Jan, 18:43


❤️‍🔥❤️‍🔥

Fatih News24.

05 Jan, 17:35


সালাম আপনাকে!

Fatih News24.

05 Jan, 17:34


১৯৭৫ সালে বাংলাদেশের তৎকালীন স্বৈরশাসক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মূল করে বাংলাদেশকে মুক্তিদানে মেজর ডালিম গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

সেনা অভ্যুত্থানের সময় মেজর ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নিয়ে ঘোষণা দেন—
"আমি মেজর ডালিম বলছি; স্বৈরাচারী শেখ মুজিব ও তার দুর্নীতিবাজ সরকারকে হত্যা করা হইয়াছে। খন্দকার মোশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। এখন হতে সারাদেশে সামরিক আইন জারি করা হলো।"

১৯৯৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে মৃত্যুদণ্ড দিলেও তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তবে ২০২১ সালের ৬ই জুন তৎকালীন সরকার শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় শরিফুল হক ডালিমসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে।


প্রায় তিন দশক ধরে আত্মগোপনে থাকার পর আজ সাংবাদিক ইলিয়াস হোসাইনের অনলাইন লাইভ-টকশোতে যুক্ত হলেন মেজর ডালিম।

Fatih News24.

03 Jan, 18:24


দিলকাশ!

Fatih News24.

03 Jan, 18:21


বিধ্বস্ত জনপদে প্রাণের আওয়াজ...

Fatih News24.

03 Jan, 17:40


🔴
নিজের স্বপ্নকে ইমেজিন করুন। স্বপ্ন তৈরি করুন। গোল সেট করুন। কাঙ্খিত স্বপ্নটি হতে পারে সাধ্যের বাইরে, বাহ্যিক অসম্ভব কিংবা বাস্তবতার বিপরীত! তবুও স্বপ্ন দেখা অব্যাহত রাখুন। কেননা আল্লাহর নিআমত অফুরন্ত। লিমিটেশন নেই। শেষ হয়ে যাওয়ার ভয় নেই। আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ও তাওয়াক্কুল রাখুন। চেষ্টা করুন স্বপ্নের অগ্রযাত্রায়, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। স্বপ্ন যেন স্বপ্নই না রয়ে যায়, সেজন্য আল্লাহর নুসরাতের প্রত্যাশা করুন। লিমিটেইশন, আনসাপোর্ট কিংবা শূণ্য হাতের দিকে তাকিয়ে স্বপ্ন দেখার মাঝে সংকীর্ণতা করবেন না। কেননা আপনার সীমাবদ্ধতা যেখানে শেষ, সেখানেই আল্লাহর সাহায্য শুরু মাত্র!
স্বপ্ন হতে হবে হযরত জাকারিয়া আ. এর মত। যিনি ৯০+ বছরের বৃদ্ধ প্রৌঢ় ও তার স্ত্রী ৮৫+ বছর বয়সে বার্ধক্যজনিত লিমিটেইশন থাকা সত্ত্বেও সন্তান লাভের স্বপ্ন দেখেছেন। দুআ করেছেন। আল্লাহ তায়ালা অসম্ভবকে বাস্তবতার রুপ দিয়েছেন। আপনার কাছে যেটা অসম্ভব, আল্লাহর কাছে সেটা ক্ষুদ্রতর স্বাভাবিক। তাই স্বপ্নকে বড় করে দেখুন, আল্লাহর নূসরতের অপেক্ষা করতে থাকুন।

— মাইন্ড ট্রেইনার হাফেজ সাবিত রায়হান

Fatih News24.

03 Jan, 17:09


🔴 সাময়িক

আমাদের পরিচিত দীর্ঘদিনের চেনা একজন হাফেজ মাওলানা ভাই আছেন, যিনি মাসনা করতে আগ্রহী। উনি পেশায় ব‍্যবসায়ী ।প্রথম স্ত্রী রাজি আছেন।মাসিক ইনকাম ১০-১৫ লাখ টাকা মাশাআল্লাহ!

পাত্রের বয়স- ২৮
বিয়ের পর মাসনাকে ঢাকাতে রাখবেন। দুই স্ত্রী দুই জায়গায় রাখবেন।ইনসাফের সাথে রাখার ব‍্যাপারে খুবই সতর্ক মাশআল্লাহ!

আগ্রহী অবিবাহিতা/ডিভোর্সি/বিধবা বোন/অভিভাবক যোগাযোগ করতে পারেন ইনবক্সে ইনশাআল্লাহ বায়োডাটা সহ।

- নাজনীন আমাতুল্লাহ

Fatih News24.

03 Jan, 11:11


🔴

বিদ্রোহী কবি
কাজী নজরুল ইসলামকে 'জাতীয় কবি' হিসেবে রাষ্ট্রীয় ঘোষণা করা হলো।

Fatih News24.

01 Jan, 17:27


উলামায়ে কেরাম বলেছেন, আশহুরে হুরুমের এই বৈশিষ্ট্য রয়েছে যে, এসব মাসে ইবাদতের প্রতি যত্নবান হলে বাকি মাসগুলোতে ইবাদতের তাওফীক হয়। আর আশহুরে হুরুমে কষ্ট করে গুনাহ থেকে বিরত থাকতে পারলে অন্যান্য মাসেও গুনাহ পরিহার করা সহজ হয়।-আহকামুল কুরআন, জাসসাস ৩/১১১; মাআরিফুল কুরআন ৪/৩৭২

তাই আশহুরে হুরুমের অন্তর্গত রজব মাসের মর্যাদা রক্ষায় সচেষ্ট হওয়া উচিত।

তবে স্মরণ রাখা উচিত যে, শরীয়তের পক্ষ থেকে এ মাসের জন্য বিশেষ কোনো নামায, বিশেষ কোনো রোযা বা বিশেষ পদ্ধতির কোনো আমলের হুকুম দেওয়া হয়নি। তাই বাজারের অনির্ভরযোগ্য বই-পুস্তকে রজব মাস উপলক্ষে বিশেষ নামায ও রোযার যেসব কথা পাওয়া যায় তা সবই ভিত্তিহীন। এ ধরনের মনগড়া আমল দ্বারা এ মাসের ফযীলত লাভ করা সম্ভব নয়। রজব মাসের বরকত ও ফযীলত হাসিল করার জন্য অন্যান্য মাসে পালনীয় ফরয ইবাদতগুলো যথাযথভাবে পালন করতে হবে এবং নফল ইবাদত বেশি বেশি করতে হবে।

Fatih News24.

01 Jan, 17:27


🔴

আজ মাগরিব থেকে শুরু হল আরবী রজব মাস। রজব মাসের পর শাবান, তারপরেই রামাদান। আল্লাহ তাআলা বারো মাসের মধ্যে চারটি মাসকে ‘আশহুরে হুরুম’ তথা সম্মানিত ঘোষণা করেছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস বারোটি আসমানসমূহ ও জমিন সৃষ্টির দিন থেকে। সুতরাং তোমরা এই মাসসমূহে নিজেদের প্রতি অত্যাচার করো না।’-সূরা তাওবা : ৩৪

এই চারটি সম্মানিত মাসের একটি হল রজব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বারো মাসে বছর। তার মধ্যে চারটি মাস সম্মানিত। তিনটি ধারাবাহিক : যিলকদ, যিলহজ্ব, মহররম আর চতুর্থটি হল রজব, যা জুমাদাল উখরা ও শাবান মাসের মধ্যবর্তী মাস।’-সহীহ বুখারী ২/৬৭২

Fatih News24.

01 Jan, 17:04


🔴

বার চান্দের আমল শিরোনামের বেশ কয়েকটি পুস্তিকায় নিম্নোক্ত কথাকে হাদীস হিসেবে উল্লেখ করা হয়েছে-

"من أدرك شهر رجب فاغتسل في أوله وأوسطه وآخره، خرج من ذنوبه كيوم ولدته أمه.

যে ব্যক্তি রজব মাস পেয়ে তার প্রথম তারিখ, পনের তারিখ এবং শেষ তারিখে ইবাদতের নিয়তে গোসল করবে সে ব্যক্তি গোনাহ হতে সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তানের মত বিমুক্ত হয়ে যাবে।”

এটি একটি ভিত্তিহীন বর্ণনা। নির্ভরযোগ্য কোনো সূত্রে তা পাওয়া যায় না। এটি মূলত শিয়াদের থেকে আমাদের সমাজে প্রসিদ্ধ হয়েছে।

এটি একটি ভিত্তিহীন কথা।

Fatih News24.

31 Dec, 17:28


২০২৫ মুক্তি আনুক গাজায়..

Fatih News24.

31 Dec, 17:21


আমাদের থার্টি ফার্স্ট নাইট

Fatih News24.

31 Dec, 14:41


নতুন বছরের পয়গাম

Fatih News24.

27 Dec, 05:12


আফগানিস্তান। কী অপরূপ।

Fatih News24.

27 Dec, 05:06


🔴

মনমোহন সিং পরলোকে

Fatih News24.

27 Dec, 04:34


🔴

এক সেন্ট্রি ছিল চরম নি*র্দয়। একদিন দূর থেকে খাবার ছুড়ে মারলো সেলের মধ্যে। আমাদের কাছে পৌঁছুনোর আগে ফ্লোরে পড়ে গেল অর্ধেকের বেশি। এই যে ফ্লোরে পড়ে গেল, এর শাস্তিও ভোগ করতে হলো আমাদেরকে। গায়ের জামা খুলে খালি গায়ে সেই তরকারির উপর গড়াগড়ি খেতে বাধ্য করা হলো। এরপর সে অবজ্ঞার সুরে বলল, 'তোরা তো বেশ শক্তিশালী আছিস। এই খাবার না খেয়ে ডাস্টবিনে ফেলে দিতে পারিস।' আসলে আমাদের সে উপায় ছিল না। খাবারের উপর গড়াগড়ি খাওয়ার কারণে সেগুলো বেশিরভাগই ফ্লোরে লেপ্টে গিয়েছিল। আমাদের রক্ত-বমিও মিশে একাকার হয়ে গিয়েছিল খাবারে। তবুও দু’হাতে জড়ো করে উঠিয়ে খেতে বাধ্য হলাম। অনেক সময় গায়ের জামা খুলে ফ্লোরে চেপে ধরে ঝোলগুলো শুসে নেওয়ার চেষ্টা করতাম। কিছুটা ঝোল উঠে আসলে কারও মুখে নিঙড়ে দিতাম। সামান্য এক টুকরো খাবার ফেলে দেওয়ার মতো অবস্থাও আমাদের ছিল না।

Fatih News24.

19 Dec, 13:07


🔴

রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষগুলোকে নির্মমভাবে হ ত্যা কারী খু নি দের বিরুদ্ধে মামলা হয়েছে ,বিস্তারিত আসছে ইনশাআল্লাহ।

Fatih News24.

19 Dec, 12:17


🔴

কায়রোতে মিলিত হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

Fatih News24.

19 Dec, 12:15


🔴 ফুটেজ

আহমদ আল-শারা এবং তার কমান্ডাররা আলেপ্পো অভিযানের আগে একটি তাঁবুতে পরিকল্পনা করছিলেন।

Fatih News24.

17 Dec, 07:57


চট্টগ্রাম টু পাকিস্তান নৌপথ যাওয়ায় সম্ভবনা !
পাকিস্তান ট্যুর!
ভ্রমণ প্রেমীদের জন্য খুব শীঘ্রই সুখবর আসতে পারে ।
শীঘ্রই চালু হতে পারে পানিপথে বাংলাদেশের চট্টগ্রাম টু পাকিস্তান করাচি ভ্রমণ!
যাওয়া আসা মিলে ভাড়া আনুমানি সর্বনিম্ন ভাড়া হতে পারে ১০১৬০ টাকা!

Fatih News24.

10 Dec, 10:47


🔴

ইসরাইলের ইতিহাসের সবচেয়ে বড় বিমান অভিযান সিরিয়ায়

ইসরাইল ইতিহাসের সবচেয়ে বড় বিমান অভিযান চালিয়েছে এবং আজ রাতে সিরিয়ার ২৫০টি স্থানে বোমাবর্ষণ করেছে।

সিরিয়ার সাগর, আকাশ ও স্থল উপাদান, ক্ষেপণাস্ত্র ডিপো এবং সামরিক উৎপাদন কেন্দ্রে আঘাত হেনেছে।

এটা স্পষ্ট যে কেউ ইসরায়েলকে সিরিয়ার সামরিক উপস্থিতি সম্পর্কে সমস্ত গোয়েন্দা তথ্য দিয়েছে।

বাশার আসাদ প্রশাসন এই তথ্য ইসরায়েলে স্থানান্তর করেছে বলে দাবি করা হয়।

তা হলে সিরিয়ায় নতুন যুদ্ধ ফ্রন্ট খুলছে ইসরাইল।

গোলানের কিছু এলাকা প্রকাশ্যে দখলও করেছে ইসরাইল। দৃশ্যত এখন ইসরাইল সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র উত্তরে পিকেকে/ওয়াইপিজি দিয়ে আক্রমণ করছে। তারা দক্ষিণ দিক থেকে বোমাবর্ষণ শুরু করে।

সমগ্র অঞ্চলে সর্বাত্মক প্রতিরোধ এবং যুদ্ধ শুরু হতে পারে।

তাদের সমস্যা মোটেও আসাদ সরকার ছিল না।
তারা সিরিয়ার জনগণের বিপ্লবকে শ্বাসরোধ করার চেষ্টা করছে।

সিরিয়ার বিপ্লবীদের পুরানো শাসক ক্যাডারদের বিশ্বাস করা উচিত নয়। অত্যধিক সহনশীলতার ফলে বিশ্বাসঘাতকতা হয়।

— মাসুম খলীল

Fatih News24.

08 Dec, 08:06


🔴

যেখানে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন।

• শুভ্র মিনার, দিমাশক, শাম।

Fatih News24.

08 Dec, 07:18


🔴

সিরিয়ার রাজধানী দামেস্ক এই মুহূর্তে সম্পূর্ণ সবুজ এবং মুক্ত।

Fatih News24.

08 Dec, 07:10


🔴

প্রায় অর্ধ শতাব্দী দুঃশাসনের পর সিরিয়ার জনগণ এখন স্বাধীন হয়েছে!
এই অশ্রু আনন্দের!
এই অশ্রু বিজয়ের!

Fatih News24.

08 Dec, 04:09


🌿 গাযযার সেই মেয়েটি ২

চার বছরের শিশু তুলিন। গাজার শিফা হাসপাতালের অদূরে হায়েনারা বিমান হামলা চালিয়ে নিষ্পাপ তুলিনকে শহীদ করে।

Fatih News24.

08 Dec, 04:07


💥

পবিত্র হল সিরিয়া, আমাদের শাম!

Fatih News24.

08 Dec, 04:00


🔴

রয়টার্স দাবী করেছে, একটি কার্গো বিমানে চেপে রাশিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাশার আল আসাদ।

Fatih News24.

07 Dec, 18:10


🔴

আসাদ সরকারের পতন অবশ্যম্ভাবী। যারা এই শাসনকে পরিত্যাগ করবে, তারা নিরাপদ।

- আবু মোহাম্মাদ আল জোলানি।
নেতা, হায়াত তাহরির আল শাম

Fatih News24.

07 Dec, 18:03


🔴

যুগে যুগে জালিমের পরিণতি

Fatih News24.

07 Dec, 17:50


🔴 ব্রেকিং

গাড়ি দিয়ে ইজরায়েলের চার সেনাকে পিষে দিয়েছে এক ফিলিস্তিনি। তারা গুরুতর আহত।

Fatih News24.

07 Dec, 17:48


🔴

বিপ্লবীদের প্রতি নসিহত।
বাশার আল আসাদের সেনাদের প্রতি  বার্তা।

Fatih News24.

07 Dec, 17:46


🔴

ভিডিওতে ঝুলতে দেখা যাচ্ছে বাশার আল আসাদের চাচাতো ভাই আমর আল আসাদকে। এদেশের জনতাও যতদিননা গণহত্যাকারীদের এমন দৃশ্য স্বচক্ষে অবলোকন করছে ততদিন তাদের প্রশান্তির ঘুম হবেনা।

Fatih News24.

07 Dec, 17:44


🔴

আসাদ বাহিনির সৈন্যরা সিরিয়ার আল-বাব থেকে দলবদ্ধভাবে ইরাকে পালিয়ে যাচ্ছে।

এখন পর্যন্ত ২০০০ জন সৈন্যের পালিয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।।

Fatih News24.

06 Dec, 06:33


এটাই হলো শিক্ষা। জালেম এবং মজলুম, এদের মধ্যে মজলুম যে-ই হোক, তার পক্ষে আমাদের থাকতে হবে। আর জালেম, সে যত বড় হোক, যত সংখ্যাগরিষ্ঠ আরও যা যা তার থাকুক, তাকে তার জুলুম থেকে বিরত থাকা, এটাই দায়িত্ব।

তথ্যসন্ত্রাস, এটাকে যদি নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে সম্প্রীতি ঠিক রাখব কী ভাবে? সম্প্রীতি যতটুকু আছে, তা-ও এখানে তথ্যসন্ত্রাস করে পেরেশানী করা হয়। এটার ব্যাপারে, তথ্যসন্ত্রাসের বিষয়ে অনমনীয় হতে হবে।

আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছিলাম, তাহ হলো, আমাদের ধর্মীয় সম্প্রীতির কথা। ধর্মকে গুলিয়ে ফেলা, এটা কিন্তু ধর্মীয় সম্প্রীতি না। ধর্মের অপব্যাখ্যা, একটা ধর্মের একটা বিষয় নাই, সেটাকে সেই ধর্মের উপরে চাপিয়ে দেওয়া হলো, অন্যদের খুশি করার জন্য নিজের ধর্মের মধ্যে বাড়ানো-কমানো হলো, এটার নাম কখনও ধর্মীয় সম্প্রীতি হতে পারে না।

প্রত্যেকটি বিষয়কে স্ব স্ব জায়গায় রাখতে হবে, স্ব স্ব জায়গায় রাখলেই তার ফায়দা আমরা পাব।

আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রব্বিল আলামীন।

(গতকাল, ৫ ডিসেম্বর, প্রধান উপদেষ্টার সাথে ধর্মীয় নেতাদের বৈঠকে মাওলানা আবদুল মালেক সাহেবের ২ মিনিট ২৯ সেকেন্ডের বক্তব্য)

Fatih News24.

06 Dec, 06:32


🔴

সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের শোকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ফিকির করবার তৌফিক দিয়েছেন। এরপর মাননীয় প্রধান উপদেষ্টাসহ বাকি সকলের শোকর আদায় করছি।

আমি সংক্ষেপে যে-কথাটা বলতে চাই।

আচ্ছা, আমার নাম আব্দুল মালেক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব এবং দেশের একটি প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া, ঢাকা; এই প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগীয় প্রধান।

যে-কথাটি আমি বলতে চাচ্ছি, সেটা হলো, সম্প্রীতি যদি আমরা চাই, আছে আল-হামদু লিল্লাহ, এটাকে যদি বাকি রাখতে চাই, তাহলে সম্প্রীতি যারা নষ্ট করে, তাদের বিষয়ে আমাদেরকে নমনীয়তার অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এখন যে সংখ্যালঘুর কথা আমরা বারবার বলছি না, ইসলামের শিক্ষা কী সে-বিষয়ে? ইসলাম বলে, যা আবু বকর রা., প্রথম খলিফা নবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি বলেছিলেন, তোমাদের মাঝে সে সবচে’ বেশি শক্তিশালী সে-আমার কাছে দুর্বল, যদি সে জালেম হয়। আর যে সবচে’ দুর্বল সে আমার কাছে শক্তিশালী, যদি সে মজলুম হয়।

Fatih News24.

05 Dec, 12:18


ইয়া রব্ব,
আপনি আমাদের সত্যিকারের বীরপুরুষদের কাতারে শামিল করুন, আমীন!

Fatih News24.

05 Dec, 12:07


প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতীয় খতিব মাওলানা মুফতি আবদুল মালেক হাফিজাহুল্লাহ ও শায়খ আহমদুল্লাহ।

Fatih News24.

03 Dec, 17:49


🔴

পৃথিবীর সেরা পুষ্টিগুণ সম্পন্ন ফল খেজুর দিয়ে তৈরি হল কোমল পানীয়। স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে সৌদি আরবের একটি কোম্পানি এই উদ্যোগ নিয়েছে। মিলাফ কোলা নামে এই কোমল পানীয় সৌদির বাছাই করা খেজুর থেকে তৈরি হয়েছে। অতিরিক্ত সুগার বর্জন করে সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। কোম্পানিটি জানিয়েছে বিশ্বের সবার কাছে খেজুরের স্বাদ ও পুষ্টিগুণ পৌঁছে দিতে এই প্রয়াস। ইতিমধ্যে স্থানীয়দের কাছে জনপ্রিয়তা লাভ করেছে মিলাফ কোলা।

আপনি কবে ট্রাই করবেন মিলাফ কোলা?!

Fatih News24.

30 Nov, 17:23


🔴

মডারেট ইসলাম প্রমোট করছেন?

আমরা বুকটান করে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। সমুদ্রের ফেনার মতো ভাসিয়ে দিব বি ইযনিল্লাহ!

— মাওলানা রেজাউল করিম আবরার

Fatih News24.

30 Nov, 17:22


উমাইয়া মসজিদ, আলেপ্প, সিরিয়া।

মুক্তিকামীরা মসজিদটি নাপাক শিয়াদের থেকে মুক্ত করলো।

Fatih News24.

30 Nov, 16:57


🔴 #EXCLUSIVE

আলেপ্পো বিমানবন্দর এবং কুওয়েরেস এয়ারবেস উভয়ই এখন সিরিয়ার মুজাহিদদের দ্বারা নিয়ন্ত্রিত।

আসাদ সরকার এবং YPG/PKK বাহিনী তাদের অবস্থান থেকে পিছু হটছে।

Fatih News24.

30 Nov, 16:55


🔴 #BREAKING

আলেপ্পো শহরের দখলকৃত সরকারি ভবনের ভেতর থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে,
মুজাহিদ বাহিনী তাহরির আল-শামের (HTS) এক অপারেশন কমান্ডার ঘোষণা করছেন, আলেপ্পোর পর তাদের পরবর্তী লক্ষ্য হলো হামা শহর।

Fatih News24.

30 Nov, 16:51


🔴

ইসলামাবাদে ইমরান খান সমর্থকদের শান্তিপূর্ণ প্রতিবাদে গুলি, ১২ নিহত, শতাধিক আহত।

সম্প্রতি  পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমরান খানের সমর্থকরা সামরিক বাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ এবং তাদের নির্বাচিত প্রধানমন্ত্রীকে কারাগারে রাখার প্রতিবাদে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।  এই সমাবেশে  পাকিস্তানি নিরাপত্তা বাহিনী গুলি চালালে ঘটনাস্থলেই ১২ জন নিহত  এবং শতাধিক ব্যক্তি আহত হয়।

Fatih News24.

30 Nov, 16:49


🔴 ব্রেকিং

ট্রাম্প তার অভিষেকের আগেই গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি চায়।

Fatih News24.

30 Nov, 16:48


নরকের কীট গ্রেফতার

Fatih News24.

30 Nov, 16:43


বলেন তো কোথায়?

Fatih News24.

30 Nov, 16:41


🔴

আলেপ্পোর গভর্নরের প্রাসাদে সিরিয়ান মুজাহিদদের অবস্থান গ্রহণ।

Fatih News24.

30 Nov, 16:40


🔴

আলেপ্পোর সামরিক হাসপাতালের ডাক্তারদের সাথে দেখা করে মুজাহিদ বাহিনী।

তাদের সম্পুর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়ে সেনারা হাসপাতাল ত্যাগ করে।

Fatih News24.

30 Nov, 04:24


🔴

একটি ঈর্ষান্বিত মৃত্যু

বয়স্ক একজন হাজী সাহেবা। বাইতুল্লাহকে কাছ থেকে বারবার দেখার লোভ তার অনেক বেশি। তাই ওমরায় গিয়ে ক্লক টাওয়ারে ফাইভ-স্টারে হোটেল নিয়েছিলেন, যেন প্রতিটি মূহুর্ত জানালা দিয়ে দেখতে পান কালো গিলাফের প্রিয় ঘরকে।

এবার ওমরাহ করতে এসেছিলেন মেয়ে ও মেয়ের স্বামীর সাথে। বয়সের কারণে আগে থেকেই নানা অসুস্থতা ছিল তার। সফরে এসে সে অসুস্থতা আরও বেড়ে যায়। তবে খোশ নসীব ছিল তার‌। জানালার পাশে বসে বাইতুল্লাহ দেখতে দেখতে রবের ডাকে সাড়া দিলেন তিনি। সুন্দর একটি মৃত্যু হলো তার। ঈর্ষান্বিত মৃত্যু!
আহ! এমন সৌভাগ্য হয় কয়জনের!

আল্লাহ তাআলা আমাদেরকেও এমন মৃত্যু দান করুন।

Fatih News24.

30 Nov, 03:46


কান্দাহার, আফগানিস্তান

Fatih News24.

30 Nov, 03:44


ছবি কথা বলে

Fatih News24.

29 Nov, 18:10


🔴

সিরিয়ার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জুলানি আলেপ্পো পৌঁছেছেন।

Fatih News24.

29 Nov, 18:09


🔴

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জন্য নিম্নমানের শেল সরবরাহ অব্যাহত রয়েছে।

পশ্চিমারা ইউক্রেনীয়দের নিম্নমানের গোলাবারুদ সরবরাহ করে।  পশ্চিমাদের দেওয়া নিম্নমানের শেলগুলি কেবল নিক্ষেপের সময়ই নয়, অনেকক্ষেত্রে পরিবহনের সময়ও বিস্ফোরিত হয়।

Fatih News24.

29 Nov, 18:04


🌿 বিশেষ

সিরিয়ায় আলেপ্পো আবারও জয় করল মুসলিমরা, আলহামদুলিল্লাহ,এ বিজয় আরও অনেক বিজয়ের বার্তা দেয়,আবারও বিশ্বে কুরআনি শা স ন ফিরে আসবে ইনশাআল্লাহ!

— মাওলানা রফিকুল ইসলাম মাদানী

Fatih News24.

29 Nov, 18:01


🌿 সম্পাদকীয়

হে শাম! তুমি আমাদের হৃদয়ের সর্বোচ্চ চূড়ায় রয়েছো। তোমার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর পবিত্র যবানে তোমার নাম উচ্চারণ হয়েছে বারবার। তোমার বুকেই নামবেন সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাম। তোমার বুকেই থাকবেন পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ সন্তানেরা। তোমার বুকেই আমাদের চূড়ান্ত বিজয়ের লড়াই শুরু হবে ইনশাআল্লাহ। সেই পবিত্র কাফেলায় থাকার জন্যই তো আমাদের এত মেহনত, এত আয়োজন আর এত দুআ। তাই আল্লাহর শত্রুদের থেকে তোমার ভূমি পবিত্র হওয়া জরুরি।

শুধু আলেপ্পো নয়, পুরো শাম জুড়ে ধ্বনিত হোক তাওহীদের একচ্ছত্র ধ্বনি।

— মাওলানা তানজীল আরেফিন

Fatih News24.

29 Nov, 17:57


🔴

মু জ.  হি দ দের আরেকটি বহর আলেপ্পোয় পৌছেছে

Fatih News24.

29 Nov, 17:55


🔴

আলেপ্পোর একজন সিরিয়ান বোনের আনন্দ উদযাপন। যিনি, শহরটি মুক্ত হওয়ার পর নিজের ঘরে ফিরছেন।

Fatih News24.

16 Nov, 08:09


🔴

আমূল পাল্টে যাচ্ছে মক্কা নগরী। পুরাতন সব হোটেল মোটেল ভেঙে ফেলা হচ্ছে। থাকবে না থ্রি, ফোর স্টার কোনো হোটেল। ফাইভ স্টারের নিচে সব হোটেল ভেঙে ফেলা হবে। এক নতুন আধুনিক নগরীতে পরিণত হবে মক্কা। সুযোগ সুবিধার সবটুকু পাবেন মুসাফির। যাতায়াত ব্যবস্থায় আসবে বৈপ্লবিক পরিবর্তন। মাতাফ পর্যন্ত চলবে মেট্রো। মাইল মাইল দূরের হোটেল থেকেও যেকোনো মুহুর্তে হারামে পৌঁছা যাবে কয়েক মিনিট খরচে।

— AlFatih Muhammad

Fatih News24.

15 Nov, 12:47


🔴 ব্রেকিং

ট্রাম্প যাদেরকে তার মন্ত্রীসভায়/প্রশাসনে নিয়োগ দিবেন বলে ঘোষণা দিয়েছেন তাদের প্রথম চিন্তা ইসরাইলের স্বার্থ রক্ষায় সচেষ্ট হওয়া।

এ কারণে কেউ কেউ বলছেন, ট্রাম্প ক্ষমতায় আসার আগে বললেন আমেরিকা ফার্স্ট আর এখন নির্বাচনে জেতার পরে হয়ে গেল ইসরাইল ফার্স্ট!

Fatih News24.

15 Nov, 12:43


🔴 ফিচার

সাউথ আফ্রিকার এক ফোটোগ্র‍্যাফার, মার্ক ডাম্বলেটনের তোলা ছবি এটা।

বাচ্চাটাকে ঘিরে বসে আছে মা, কারণ একটু আগে তাকে বাচাঁনোর জন্যেই প্রচুর লড়াই করেছে মা, যেই লড়াইয়ে তার একটি দাত ও হারিয়েছে সে।

বাচ্চাটা কিন্তু এখন কিছুই বুঝে উঠতে পারছে না, তবে একসময় ঠিকই বুঝবে, আর প্রতিদান হিসেবে সে গোটা পালকে রক্ষা করবে... ❤️

Fatih News24.

15 Nov, 12:39


🔵

ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে ট্রাম্পের ইসরায়েলকে দেয়া প্রথম প্রতিশ্রুতি:

“আমার কার্যক্রমের প্রথম দিনেই আমি ইসরায়েলে অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম প্রদানের উপর সব বাধা ও বিলম্ব বাতিল করবো।”

Fatih News24.

15 Nov, 06:37


🔵

কী সুন্দর নাসীহাহ

Fatih News24.

14 Nov, 08:22


🔵

অমুসলিম দেশের প্রতি বিদ্বেষ, মুসলিম দেশের প্রতি ভালোবাসা, টান মুমিনের বৈশিষ্ট্য। দাদাদের দেশ বয়কট করে পাকিস্তানি পণ্য দেশে আসলে, আমাদের পণ্য ওদেশে গেলে আমাদের জন্য তো বেশ আনন্দের, খুশির!

Fatih News24.

13 Nov, 03:14


মশারা সাধারণত হাওয়ায় ভেসে ভেসে যৌনক্রীয়া সম্পন্ন করে।
নারী মশার ডানা ঝাপটানোর মিষ্টি-মধুর শব্দ শুনে আকৃষ্ট হয়ে তাদের দিকে এগিয়ে যায় পুরুষ মশা। কিন্তু পুরুষ মশা বধীর হয়ে গেলে কী হবে ভাবতে পারছেন?

হ্যাঁ, তারা আর শুনতে পারবে না সঙ্গীর পাখা ঝাপটানোর শব্দ, আকৃষ্ট হবে না আর নারীর দিকে। এতে তাদের বংশ বিস্তার করার প্রবণতা কমে যাবে। ‘CRISPR-Cas9’ নামক জিন এডিটিং পদ্ধতি ব্যবহার করে মশাদের শ্রবণের অনুভূতি জাগানো ‘একটি জিনকে মডিফাই করার পর দেখা গেছে একটি পুরুষ মশা চতুর্দিকে নারী পরিবেষ্টিত পরিবেশেও নারী মশাদের দিকে ফিরেই তাকাচ্ছে না। উক্ত জিনটি হলো trpVa। উল্লেখ্য যে, এই পদ্ধতি কিন্তু রোগ সংক্রামনকারী নারী মশাদের সরাসরি মারার পদ্ধতি না। বরং জন্ম নিয়ন্ত্রণ করে সার্বিক ভাবে মশাদের বাড় বাড়ন্তপনা কমানোর পদ্ধতি।

Fatih News24.

09 Nov, 07:04


🔵

একটি কার্গো জাহাজের ফুয়েল (LNG) ট্যাংকের ভিতরের দৃশ্য!

Fatih News24.

08 Nov, 17:34


🔵

সুইডেনে অন্যরকম প্রতিবাদ

Fatih News24.

07 Nov, 07:03


🔵

তিনি ছিলেন হৃদয়ের বাদশাহ...

Fatih News24.

06 Nov, 13:48


🔵 জানা জরুরি নয়...

ট্রাম্প হতে যাচ্ছেন সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তার বয়স এখন ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শুধু তা–ই নয়, ডোনাল্ড ট্রাম্প হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে দণ্ডিত। যদিও বিশ্বজুড়ে রাজনৈতিক নেতারা নতুন প্রেসিডেন্ট-নির্বাচিতকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী হ্যারিস বা বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন কেউই ট্রাম্পের জয় নিয়ে মন্তব্য করেননি।

Fatih News24.

05 Nov, 08:26


আজকের ঐতিহাসিক মহাসমাবেশ থেকে

Fatih News24.

03 Nov, 17:34


মধু চাষের উন্নত পদ্ধতি

Fatih News24.

03 Nov, 17:33


শত বছর পেড়িয়ে গেলেও জৌলুশ হারায়নি আল হামরার। এখানেই রাজ করেছে উসমানী খেলাফত।

Fatih News24.

02 Nov, 08:48


🔴

জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের মিম্বার থেকে জাতির উদ্দেশ্যে—

Fatih News24.

01 Nov, 17:50


🔴

দুধশিশু নিয়ে হিফজ পড়ছেন এক বোন!

Fatih News24.

01 Nov, 17:49


🔴

ময়-লার গাড়ি চালানোর চাকরি নিলেন
ডো-নাল্ড ট্রা-ম্প..! 😄

Fatih News24.

01 Nov, 14:34


🔴BREAKING

গতকাল, ৩১ অক্টোবর, ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে ৭টি ড্রোন হামলা চালিয়েছে।
আজ, বাগদাদ সময় সকাল ৬টা পর্যন্ত, মাত্র ৬ ঘণ্টার মধ্যেই তারা ইসরায়েলের বিরুদ্ধে আরও ৪টি ড্রোন হামলা চালিয়েছে।


ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনী জানিয়েছে যে, তারা ক্রমেই দখলদার ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে আক্রমণ বাড়াচ্ছে।

Fatih News24.

01 Nov, 14:32


🔴
'ইরাকি ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান।' - Axios

Fatih News24.

31 Oct, 17:37


🔴 নতুন রূপে মসজিদে কিবলাতাইন।

Fatih News24.

31 Oct, 17:18


🔴

গাজা এভাবেই আরব চাটুকারদের পিষে ফেলবে একদিন ইনশাআল্লাহ!

Fatih News24.

31 Oct, 17:16


🔴

তিনি আফগানিস্তানের একজন পূর্ণ মন্ত্রী। মাশা আল্লাহ।

Fatih News24.

31 Oct, 12:12


রক্ষনাবেক্ষণ সিস্টেম: সম্ভাব্য হুমকি থেকে রক্ষা পাওয়ার জন্য, বিমানবাহী জাহাজে বিভিন্ন রক্ষনাবেক্ষণ সিস্টেম অন্তর্ভুক্ত থাকে। এগুলোর মধ্যে অগ্রিম রাডার সিস্টেম, বিমান-বিধ্বংসী মিসাইল, এবং নিকটবর্তী প্রতিরক্ষার জন্য বিভিন্ন ধরনের বন্দুক অন্তর্ভুক্ত।

আবাসন: একটি ভাসমান শহরের মতো, বিমানবাহী জাহাজকে তার ক্রুদের জন্য বসবাস এবং কাজের স্থান প্রদান করতে হবে, যা হাজার হাজার হতে পারে। আবাসনে ঘুমানোর স্থান, খাবারের সুবিধা, মেডিকেল সেন্টার এবং বিনোদন এলাকা অন্তর্ভুক্ত, যা দীর্ঘ মিশনে কর্মীদের সুস্থতা নিশ্চিত করে।
মোটের ওপর, ফ্লাইট ডেক, হ্যাঙ্গার ডেক, প্রোপালশন সিস্টেম, রক্ষনাবেক্ষণ সিস্টেম এবং আবাসন বিমানবাহী জাহাজের গুরুত্বপূর্ণ উপাদান। এগুলি একসঙ্গে বিমানগুলি সফলভাবে লঞ্চ এবং পুনরুদ্ধার করতে, হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা দিতে এবং ক্রুর প্রয়োজন মেটাতে সহায়তা করে, যা এটিকে নৌবাহিনীর অপারেশনে একটি অপরিহার্য সম্পদ তৈরি করে

Fatih News24.

31 Oct, 12:12


🔴

সাগর দাপিয়ে বেড়ানো রণতরি বা এয়ারক্রাফট ক্যারিয়ার কিছু উপরিভাগ দেখলেও আমরা এর ভিতরের এবং নিমজ্জিত অংশের ব্যাপারে তেমন কিছুই জানি না । চলুন জেনে নেয়া যাক কিছু:

ফ্লাইট ডেক: ফ্লাইট ডেক হল জাহাজের শীর্ষে অবস্থিত বিস্তৃত, সমতল পৃষ্ঠ যেখানে বিমান উড্ডয়ন এবং অবতরণ করে। এটি শক্তিশালী উপাদান দিয়ে নির্মিত এবং এটি অত্যাধুনিক আটকানোর যন্ত্র দ্বারা সজ্জিত, যা দ্রুত আগত বিমানগুলোকে নিরাপদে থামাতে সহায়তা করে।

হ্যাঙ্গার ডেক: ফ্লাইট ডেকের ঠিক নিচে অবস্থিত, হ্যাঙ্গার ডেক একটি বড়, আবদ্ধ এলাকা যেখানে বিমান সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করা হয়। এই স্তরটি বিমান এবং ফ্লাইট ডেকের মধ্যে পরিবহনের জন্য উত্তোলন যন্ত্র দ্বারা সজ্জিত, যা কার্যকরী অপারেশনকে সহজ করে।

প্রোপালশন সিস্টেম: প্রোপালশন সিস্টেম বিমানবাহী জাহাজকে চালিত করে, যাতে এটি পানিতে নেভিগেট করতে পারে। এটি সাধারণত বড় ডিজেল ইঞ্জিন বা গ্যাস টারবাইন সহ একাধিক প্রোপেলার নিয়ে গঠিত, যা প্র所্ট গতি এবং নেভিগেশন ক্ষমতা প্রদান করে।।

Fatih News24.

26 Oct, 11:57


🔴

মুসলিম উম্মাহ আজ কেন ব্যর্থ?!
জবাব ছবিতে...

Fatih News24.

26 Oct, 11:50


🔴 ব্রেকিং

৯৩ বিলিয়ন ডলার পাচার হয়েছে গত ১৬ বছরে যা বিশ্বের প্রায় ৯০টা দেশের রিজার্ভের সমান।

Fatih News24.

26 Oct, 04:39


🔴 ব্রেকিং

দক্ষিণ লেবাননে হিযবুল্লাহর আঘাতে আরও ৫ ইসরাইলি সেনা নিহত হওয়ার কথা  আজ স্বীকার করেছে দখলদার ইসরাইল

Fatih News24.

26 Oct, 04:38


🔴 ব্রেকিং

সৌদি আরবের কাছে ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের 'BGM-71 TOW' নামক ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

Fatih News24.

26 Oct, 04:37


ব্রেকিং

লেবাননে মানবিক সহয়তার জন্য ৫০০ বিলিয়ন ইউরোর ফান্ড তুলবে ফ্রান্স ।

Fatih News24.

25 Oct, 15:02


🔴

মাওলানা আবদুল মালেক সাহেব হুজুরের ইলম, প্রজ্ঞা, তাকওয়া, বিনয় সবই প্রবাদতূল্য। বলতে পারেন পৃথিবী কয়েক শতাব্দীতে এমন একটা হীরকখণ্ড পায়।
তাঁর মত আ'লা মি'ইয়ারের শাখসিয়্যাত (উঁচুস্তরের ব্যক্তিত্ব) থাকলে সবই অনুসরণীয় ও আকর্ষণীয় হয়।
তাঁর সাদাসিধা পোশাক, মাথানিচু করে চলা, জড়োসড়ো হয়ে বসা—সবই তাঁর ব্যক্তিত্বের দ্যুতি ছড়াচ্ছে। কিন্তু এরকম ব্যক্তিত্ব, যোগ্যতা ও গ্রহণযোগ্যতা অর্জন না করে শুধু বাহ্যিক ভাবভঙ্গি কোন কাজে আসেনা। তাই তাঁর বেশভূষার অনুকরণ না করে তাঁর গুণাবলি অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করা উচিত। কেউ কেউ তাঁর অনাড়ম্বর খুতবার স্টাইল দেখে অন্যদের ধুয়ে দিচ্ছেন, তাদের বোঝা উচিত, সবাই মাওলানা আবদুল মালেক সাহেব না।

সংগৃহীত ও ঈষৎ পরিবর্তিত।

Fatih News24.

22 Oct, 14:07


🔴

আপনারা কেউ চাইলে
সম্পাদক সাহেবকে একটা হাদিয়া
দিতেই পারেন!

Fatih News24.

21 Oct, 13:38


🔴

বড্ড অসময়ে দেশে আসলা
অধিকাংশ ক্রেতাই প'লা'ত'ক...

Fatih News24.

20 Oct, 14:47


🔴

যেন তিনি অনুভব করছিলেন;
সময় হয়েছে প্রিয় সঙ্গীদের সাথে মুলাকাতের!

তাই তো, শেষবারের মত নিজেকে সমর্পণ করেছেন
কুদসের পবিত্রতা রক্ষার লড়াইয়ে...

Fatih News24.

20 Oct, 14:30


🔴

একজন নেতা হয়ে ঘরে বসে থাকেননি। লড়ে গেছেন জীবনের সবটুকু দিয়ে...

Fatih News24.

20 Oct, 07:49


গাযায় পারিবারিক ফটো যেমন হয়!

Fatih News24.

20 Oct, 06:35


🔴

দেখেন তো, কিছু বুঝেন কিনা?!

Fatih News24.

19 Oct, 16:31


🔴

আমাদের মিছিল জান্নাত পর্যন্ত! আমাদের যাত্রা হাউযে কাউসারে গিয়ে থামবে! আমাদের যারা থামাতে চায়, তারাই থেমে যায়..
আমরা অনন্তাকলের মহাযাত্রী!

— AlFatih Muhammad

Fatih News24.

19 Oct, 16:30


🔴

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী:

ইসরায়েল এক বছর ধরে হামাস নেতাদের খুঁজে বের করার চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে সক্রিয় গোয়েন্দা সহায়তা পাচ্ছে। তবে ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে সেই সহায়তা ভূমিকা রাখেনি।

ইসরায়েলে হামাস নেতাদের খোঁজে যুক্তরাষ্ট্র তৈরি করেছে একটি ‘ফিউশন সেল।'

৭ অক্টোবর ২০২৩-এ হামাসের আক্রমণের পর পেন্টাগন ইসরায়েলে কমান্ডো পাঠায়, যারা জিম্মিদের উদ্ধারের বিষয়ে পরামর্শ দেয়।

জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের (JSOC) সেনাদের সঙ্গে গোয়েন্দা কর্মকর্তারাও যুক্ত হন—কিছুজন ইসরায়েলে এবং বাকিরা সিআইএর প্রধান কার্যালয়ে।

ইসরায়েল ও সিআইএ সদর দফতরের গোয়েন্দা বিশ্লেষকরা নিয়মিতভাবে তথ্য বিনিময় করেছে।

কর্তৃপক্ষ এখনো জানায়নি এই ফিউশন সেলগুলো কী ধরনের গোয়েন্দা তথ্য ইসরায়েলকে দিয়েছে।

Fatih News24.

19 Oct, 08:52


🔴

ইসরায়েলের হায়োম পত্রিকা জানাচ্ছে,
সিনওয়ারের দেহের ময়নাতদন্ত করা হয়েছে এবং তা একটি গোপন স্থানে স্থানান্তরিত করা হয়েছে।

সিনওয়ারের মৃতদেহ ভবিষ্যতে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে।

ময়নাতদন্তের ফলাফলে দেখা গেছে, সিনওয়ারকে দূর থেকে গুলি করে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

তার শরীরে একটি শেলের আঘাতের চিহ্নও পাওয়া গেছে এবং শরীরে কিছু ছররা বিদ্ধ ছিল।

Fatih News24.

19 Oct, 08:51


🔴

বিন সালমানের আসল রূপ

Fatih News24.

19 Oct, 08:38


🔴

পৃথিবীর সবচেয়ে দামী কুরসী। ছবিতে ঘরের সন্তান। এ সোফাতেই শহীদ হয়েছেন আকসার সিংহ ইয়াহইয়া সিনওয়ার রহ.

Fatih News24.

19 Oct, 08:33


🔴

শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই করে গেছেন শহীদ তামিমি! একটা প্রাণের বিনিময়ে জাহান্নামে পৌঁছে দিয়েছেন ক'টাকে।

Fatih News24.

19 Oct, 08:26


🔴

মৃত্যু তো তাদের পরম কাঙ্খিত!

Fatih News24.

19 Oct, 04:48


🔴

একজন টুইট করেছেন, সিনওয়ারের পকেটে তসবিহ, বুলেট, যিকিরের বই পাওয়া গেছে।
বিন সালমান মারা গেলে তার পকেটে কি পাওয়া যাবে?!

Fatih News24.

18 Oct, 11:49


🔴

আমাদের মসজিদগুলোতে কবে এমন দৃশ্য দেখা যাবে?!

Fatih News24.

18 Oct, 05:41


🔴

শরীরের যখম থেকে তাজা খুন ঝরছিলো! তবু দমে যাননি! বীরের মতো শাহাদাতকে আলিঙ্গন করেছেন! প্রতিনিয়ত জান্নাত যেন হাতছানি দিচ্ছিলো।

(জীবনের শেষ ছবি শহীদ ইয়াহইয়া সিনওয়ার রহ.)

Fatih News24.

18 Oct, 05:36


🔴

মিলিত হয়ে গেলেন প্রিয় নেতার সাথে!

Fatih News24.

18 Oct, 05:32


🔴

কুদসের মহান মুজাহিদ শহীদ ইয়াহইয়া সিনওয়ার রহ.

Fatih News24.

18 Oct, 05:26


🔴

হিজবুল্লাহ বলেছে, লেবাননে লড়াইয়ে দখলদার ইসরায়েলের কমপক্ষে ৫৫ জন সেনা মিহত এবং ৫০০ জন আহত হয়েছে।

এরই সাথে ইসরায়েল ২০টি মারাকাভা ট্যাঙ্ক, ৪টি সামরিক বুলডোজার, একটি সাঁজোয়া যান এবং দুটি 'হার্মিস-450' ইউএভি হারিয়েছে।

উল্লেখ্য, এই পরিসংখ্যানের মধ্যে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ফলে যে ক্ষয়ক্ষতি বা বস্তুগত ক্ষতি হয়েছে তা অন্তর্ভুক্ত করা হয়নি।