Abdul Malek @abdulmalek026 Channel on Telegram

Abdul Malek

@abdulmalek026


প্রচার কর যদি একটি মাত্র আয়াতও হয়। ( বুখারী - ৩৪৬১)

ফেসবুক পেইজ - https://www.facebook.com/abdulmalek026

টেলিগ্রাম চ্যানেল -
https://t.me/abdulmalek026

ইউটিউব চ্যানেল -
https://youtube.com/@abdulmalek026

পিন্টারেস্ট আইডি - https://pin.it/7noqRu2

Abdul Malek (Bengali)

আপনি কি আল-কুরআন এবং হাদিস থেকে অনুদিত দ্বীনি সত্যের প্রচার এবং বিস্তার করার জন্য খোঁজ করছেন? তাহলে 'Abdul Malek' চ্যানেলটি আপনার জন্য একটি উত্তম নির্বাচন হতে পারে। এই চ্যানেলে আপনি পুরাতন এবং সত্য ইসলামী ধারণাগুলি অনুসরণ করতে পারবেন। 'Abdul Malek' এর মূল লক্ষ্য হল সত্যের সাথে সত্যের পথ দেখানো।nnআপনি 'Abdul Malek' চ্যানেলে যোগ দিতে পারেন এবং আপনার মন্তব্য ও ধারণা শেয়ার করতে পারেন। চ্যানেলে প্রতিদিন নতুন আয়াত এবং হাদিস একত্রিত করা হয় যা আপনার আত্মার শান্তি এবং আলোচনার সুযোগ সৃষ্টি করে। এছাড়াও, 'Abdul Malek' চ্যানেলে আপনি প্রচেষ্টা করে আরও নতুন ইসলামিক জ্ঞান অর্জন করতে পারেন।nnআপনি 'Abdul Malek' চ্যানেলে জয়েন করতে পারেন এবং আপনার আলোচনা এবং ধারণা শেয়ার করতে পারেন অন্য আলোচকদের সঙ্গে। তাহলে, এখনই 'Abdul Malek' চ্যানেলে যোগ দিন এবং দ্বীনি জ্ঞানের জন্য প্রস্তুত থাকুন!

Abdul Malek

11 Feb, 16:03


Don't Forget it!

Abdul Malek

10 Feb, 14:08


যেসব লোক স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি তারাই তোমাদের মধ্যে অতি উত্তম। 🌺

Abdul Malek

05 Feb, 15:09


আজকের রাত রেহান আহসান, আবরার ফাহাদ, আবু সাঈদ, আসহাবুল ইয়ামীন, আর ৫-ই মে-র শহীদের জন্য...

রাহিমাহুমুল্লাহ!

Abdul Malek

04 Feb, 17:01


📍
এক ভাইয়ের কমেন্ট —

ভিক্টোরিয়া কলেজ রোড। আজকে নামাজের টাইমে ৭.৪৫ থেকে গানের আওয়াজ অস্বাভাবিক ভাবে বেড়ে যায়। আমরা এখনো সত্যিই সংখ্যালঘু, নিজ ধর্ম ও পালন করতে পারি না।

শহরের মেইন রোডের মুখগুলো পিকআপ বসিয়ে, জোরে জোরে গান আর নাচ। সাথে পিকআপের মাথায় বসে এভাবে গেরুয়া পতাকা উত্তোলন করতেছিল।

Abdul Malek

04 Feb, 17:01


⚠️ Music Alert

(ভিডিওর সত্যতার জন্য সাউন্ড অফ করা হয়নি)
.
ভিডিওটি ডারতের ভেবে ভুল করবেন না, এটা বাংলাদেশের ভিডিও।

স্থানঃ কান্দিরপার,কুমিল্লা (কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মসজিদের সামনে)। শহরের মেইন রোডের মুখগুলো পিকআপ বসিয়ে, জোরে জোরে গান আর নাচ। এমনকি নামাজের সময়ও গান বন্ধ করা হয়নি।
.
সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব শুধুই মুসলিমদের তাইনা?

Abdul Malek

03 Feb, 13:54


দ্বিধাহীন কাছে আসার ফলাফল:
📍 Masum Billah Joy

Abdul Malek

02 Feb, 08:28


ইসলাম গ্রহণ করেছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) জুমুআর নামাজের পর রাজধানীর দারুস সালাম শাহী মসজিদে তিনি শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

Video - t.me/doamuslimsbangla

Abdul Malek

02 Feb, 08:12


জাতি হিসেবে অনেক নির্লজ্জ আমরা! মাত্র "এক কাপ চায়ের" জন্য নিজেদের ঈমান বিক্রি করে দিতে প্রস্তুত হয়ে যাই। লজ্জা এ জাতির জন্য, মন থেকে ঘৃণা সেসব মোড়লদের প্রতি যারা মাজলুমকে তাঁর প্রাপ্য না বুঝিয়ে দিয়ে জা*লি*মের সাথে আঁতাত করে বেড়াচ্ছে।

Abdul Malek

30 Jan, 14:57


আমাদের পতাকা; আমাদের কালেমা একটাই!
আমাদের শ-রীয়|হ; আমাদের দ্বীন একটাই!

মুস'আব ইবনে উমাইর (রাদিআল্লাহু তা'আলা আনহু) সেই পতাকা, সেই দ্বীনের জন্য নিজে শ-হীদ হয়েছে তবুও সেই পতাকাকে মাটিতে পড়তে দেয়নি।

আমাদের মুক্তিও একমাত্র মুস'আব ইবনে উমাইর (রাদিআল্লাহু তা'আলা আনহুর) দেখানো পথেই সম্ভব!

Abdul Malek

29 Jan, 16:28


পেইজে ফলোয়ারের অভাব নাই, কিন্তু একটা মন্তব্য করার জন্য কেউ নাই। 🥹💔

Abdul Malek

27 Jan, 04:21


ছবিগুলো আজকের। নারী অধিকার নিয়ে যারা কথা বলেন, তারা চুপ। কারণ এই নারীরা মাদ্রাসা শিক্ষিকা।
.
সেই একই ইউনিফর্ম, একই স্টাইল, একই বাহিনী...
হাসিনা পালিয়েছে, কিন্তু বাহিনী আগের মতোই আছে...
.
(মাদরাসা শিক্ষকদের আন্দোলনে ফ্যা*সি*বা*দি কায়দায় পুলিশের হামলা)

Abdul Malek

25 Jan, 17:00


চশমার ভালো মানের ফ্রেম এবং লেন্স অনলাইন বা অফলাইনে কোথায় পাবো। কুমিল্লা জেলায় বা ঢাকাতে। একটু জানাবেন ইনশাআল্লাহ।

Abdul Malek

25 Jan, 14:54


বারান্দায় কাপড় শুকোতে দেয়া

বারান্দায় কাপড় শুকোতে দেয়া আমাদের মা-বোনদের নিত্যদিনের অভ্যাস। বিশেষত শহুরে ফ্ল্যাটে বারান্দা ছাড়া উপায়ও নেই যেন। তবে এ ক্ষেত্রে অনেকেই মস্তবড় ভুলটি করে বসেন। শহরের ঘিঞ্জি এলাকায় তারা বারান্দায় কাপড় শুকোতে দিয়ে রাখেন, এমনকি পরিধেয় বিশেষ পোশাকটিও তারা বারান্দায় উন্মুক্তভাবে রোদে দেন। এতে কিছু সমস্যা হতে পারে।

যেমন আশেপাশের ফ্ল্যাট থেকে এসব কাপড়ের দিকে লোলুপ দৃষ্টি দেয়া হয়। এরপর এটা সীমা ছাড়িয়ে ইভটিজিংয়ে পরিণত হয়। ইভটিজিং না হলেও দুশ্চরিত্র ব্যক্তিরা এসব কাপড় দেখেই অনেক মাপজোখ করে ফেলে। এরপর থেকে অসৎ উদ্দেশ্যে বারবার উঁকিঝুঁকি মারতে থাকে।

এ জন্য উত্তম হলো, বারান্দায় বড় কাপড় দিয়ে পর্দা লাগিয়ে দেয়া। কমপক্ষে গাঢ় কালারের নেট-জাতীয় পর্দা হলেও লাগিয়ে নেয়া যেতে পারে। এরপর বারান্দায় কাপড় শুকানো। অথবা বারান্দায় দুই স্তর করে রশি লাগানো। সামনের দিকে পুরুষদের কাপড় দিয়ে ভেতরের দিকে মহিলাদের কাপড় শুকাতে দেয়া। এতে করে বাইরে থেকে শুধু পুরুষদের কাপড়গুলোই দেখা যাবে।

কাপড় শুকানোর পর রশিতে তা ফেলে না রাখা। অনেকেই একদিন গোসল করে কাপড় শুকাতে দেয়ার পর পরদিন গোসলের সময় রশি থেকে কাপড় আনতে যান। আবার কেউ কেউ ছাদেও সারারাত ধরে কাপড় ফেলে রাখেন। এতেও বদজিনের আছর পড়ার সমূহ আশঙ্কা থাকে।

এ ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাপড় পরার সময় সব সময় বিসমিল্লাহ বলে পরা। পোশাক-আশাক খোলা ও পরিধানের সময় দুআ পড়া। এবং নিরাপত্তার দুআসমূহের ওপর আমল করা।
.
বই : পর্দা গাইডলাইন
লেখক : মাওলানা তানজীল আরেফীন আদনান
উমেদ প্রকাশ থেকে প্রকাশিত

Abdul Malek

23 Jan, 08:03


এই জমিন আমাদের
এ ভূমি ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না
আমরা মরবো, কিন্তু লড়বো
শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও।

এ ভূমির ছোট্ট শিশুরাও জানে, তাদের বাঁচতে হবে লড়াই করে। ধ্বংসস্তুপের মাঝেও তাই তারা হতোদ্যম হয়ে বসে থাকে না, প্রস্তুতি নেয় পরবর্তী যুদ্ধের।

এইসব ছবিগুলো সামনে আসলে হতাশা কেটে যায়,
ছোট্ট জীবন, কেটে যাবে
তেলাপোকার মতো নয়, সিংহের মতো বাঁচতে হবে।

Abdul Malek

21 Jan, 14:55


ওরা হাসতে জানে

Abdul Malek

17 Jan, 15:38


চুপ থাকা পরিশ্রমহীন ইবাদাত 🌺

Abdul Malek

16 Jan, 04:26


ধরে নিলাম যুদ্ধবিরতী দূর্বলের জন্য বিজয় নয়; তবে শক্তিধরের জন্য নিশ্চিত পরাজয় ৷

মুমিনের বিজয় কিংবা শাহাদাত; পরাজয় নেই ৷

-হাসান বেরুনী হাফি.

Abdul Malek

15 Jan, 16:04


গুরুত্বপূর্ণ কিছু কথা। 💌

Abdul Malek

15 Jan, 00:43


ফজরের নামাজ শেষে ❤️‍🔥

Abdul Malek

14 Jan, 15:28


আমার কাজের সাফল্য তো আল্লাহরই পক্ষ হতে। 💚💌

Abdul Malek

09 Jan, 12:47


Eye soothing, Alhamdulillah!

আল্লাহর আগুনে আব্বোর ঘর পুড়ছে 🔥

Abdul Malek

09 Jan, 12:17


আপনি এই শহরটাকে গ|জ| ভাবলে ভুল করবেন। অশ্লীলতার রাজধানী ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস দাবানলে পুড়ছে।

Abdul Malek

08 Jan, 04:51


কী ক্রোধ!
যেন প্রতিশোধ নিচ্ছে!

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। তিনি গুড ফর নাথিং একজন মানুষ।

Abdul Malek

07 Jan, 13:47


“আমি মেজর ডালিম বলছি...”

মেজর শরিফুল হক ডালিম, বীর উত্তমের ঐতিহাসিক সেই ঘোষণা। খুনি মুজিবকে উৎখাত করে এই বীর যোদ্ধা বেতারে এই ঘোষণা দিয়েছিল।

Abdul Malek

05 Jan, 16:31


মেজর ডালিম ❤️‍🔥

Abdul Malek

05 Jan, 15:46


তা*ও/হী/দ যাদের থেকে প্রচার হয়, আল্লাহ তাদের সবাইকে কবুল করুন।

Abdul Malek

04 Jan, 14:06


আপনারাও এমন হলে দ্রুত আত্মার চিকিৎসা করুন!

Abdul Malek

03 Jan, 15:44


আরিফ বিন হাবিব হাফিঃ এর সাহসী উচ্চারণ!
সাহস নিয়ে শুরু করুন একদিন সবাই বলবে। 🔥

Abdul Malek

03 Jan, 06:01


হৃদয় পাথরের মতো কঠিন হয়ে গেছে, তাই এই দৃশ্যগুলো আর প্রভাব ফেলে না! 💔

Abdul Malek

03 Jan, 03:46


দেখুন ভিডিও টা...
কুখ্যাত সিদনায়া কারাগারে কী নি//র্ম*মভাবে শ*হী/দ করা হতো!

Abdul Malek

01 Jan, 03:22


এই সমাজ মুন!ফি*কের সমাজ
মুফতি হারুন ইজহার হাফিঃ

Abdul Malek

31 Dec, 17:27


২০২৪ সালে আমাদের কাজ নিয়ে আপনার যেকোন পরামর্শ কিংবা অভিযোগ, জানাতে পারেন এখানে ⤵️
https://hushup.app/abdulmalek026

Abdul Malek

31 Dec, 16:32


আমি মুসলিম থার্টি ফার্স্ট নাইট আমার জন্য না। 💥
Credit - @rida048

Abdul Malek

31 Dec, 15:18


নববর্ষের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নেই, এটা অগ্নিপূজকদের কাজ!
শায়খ আহমাদুল্লাহ হাফিঃ 🌺

Abdul Malek

31 Dec, 03:41


❤️‍🔥💥

Abdul Malek

31 Dec, 00:39


ফজরের নামাজ শেষে ❤️‍🔥

Abdul Malek

30 Dec, 15:22


ঐ মোল্লারা অ//*স্ত্র ধারণ করে সম্মানিত..
আর আমরা অ//*স্ত্র বিক্রি করে জায়নামাজ ক্রয় করে লাঞ্চিত।

Abdul Malek

30 Dec, 03:43


সেরা! ❤️‍🔥💥

Abdul Malek

29 Dec, 15:56


আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা সবাই, আশা করি আল্লাহর অশেষ দয়া ও রহমতে ভালো আছেন।

এই পুরো মাস আমার এক্টিভিটি একদমই কম পেইজ এবং টেলিগ্রাম বা যতগুলো প্লাটফর্ম আছে সবগুলোতে। আর নিয়মিত হতে পারবো কিনা জানি না। এর কয়েকটি কারণ আছে তারমধ্যে অন্যতম একটি কারণ হলো "মানসিক ভাবে সুস্থ না আমি"। ব্যক্তিগত, পারিবারিক সবমিলিয়ে আসলে একাকার অবস্থা। যাইহোক দু'আ করবেন আমার জন্য।

আমার দ্বারা কন্টিনিউ পোস্ট করা সম্ভব হচ্ছে না কোনোভাবেই। অনেক চেষ্টা করি কিন্তু হচ্ছে না। " ধৈর্য" শব্দটা অনেক ছোট কিন্তু তা সবাই সহ্য করতে পারে না। রবের দিকে তাকিয়ে আছি ইনশাআল্লাহু বিইযনিল্লাহ তিনিই উত্তম পরিকল্পনাকারী।

কথাগুলো বলার কোনো ইচ্ছে ছিল না, অনেকেই ইনবক্সে ম্যাসেজ করে বলেছেন নিয়মিত পোস্ট করি না কেনো, সেজন্য বলা। ভুলগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। পারলে আমি অধমের জন্য একটু দু'আ করবেন।

সবার কি অবস্থা জানাবেন ইনশাআল্লাহ 🌺

Abdul Malek

28 Dec, 16:00


প্ল্যান ক্রেশ করার ভিডিওটা যখন প্রথমে দেখছি ভাবছি হয়তো কেও জীবিত নেই আর.... কিন্তু..

তোমার রবের রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন।"
— (সূরা আয-জুমার, ৩৯:৫৩)

Abdul Malek

27 Dec, 08:09


জুলাই স্মৃতি...
লোকেশন - যাত্রাবাড়ী

Abdul Malek

26 Dec, 14:22


CHRISTMAS TREE!

The reality they don't want to show...

Abdul Malek

04 Dec, 15:28


মুসলিমদের পছন্দের লোগো ❤️‍🔥💔

Abdul Malek

04 Dec, 02:59


নাম হয়ে যাবো মোর ল!*শ।

Abdul Malek

03 Dec, 15:41


আহ! 💔

Abdul Malek

03 Dec, 00:30


হয় শ*রীয়াহ নয় শা*হাদাত।

ফুলস্টপ.

Abdul Malek

02 Dec, 02:09


অন্তরের ধুলোকে পরিস্কার করে দেয়। 💚

Abdul Malek

01 Dec, 14:35


টাকা ছাড়া দুনিয়ায় আপনি মূল্যহীন বস্তু!

Abdul Malek

30 Nov, 08:35


মুমিন কখনো অশ্লীলভাষী হয়না।

Abdul Malek

30 Nov, 00:28


শামের বিজয় উম্মাহর বিজয়।
আল্লাহ্‌, এ বিজয় স্থায়ী করুন।

Abdul Malek

29 Nov, 17:44


আলহামদুলিল্লাহ আ'লা কুল্লি হাল। বিজয়ের ধারা অব্যাহত থাকুক, দু'আয় রাখবেন ভাইদেরকে। 💚🌺

Abdul Malek

29 Nov, 17:19


ইয়া শ!*ম! ইয়া হ!*লব! সামনের পথ আqসা...। বিইযনিল্লাহ। ইয়া রব এই বিজয়কে দীর্ঘস্থায়ী করুন।

Abdul Malek

29 Nov, 14:37


ম*ন্দির নয়, যেনো অ/*স্ত্রের গোডাউন!
ভিডিও লিঙ্ক কমেন্টে ⤵️

Abdul Malek

29 Nov, 05:46


"আমার আব্বু শহরে" শ* হীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের রাজকন্যা। 💔

Abdul Malek

28 Nov, 15:22


কথা দিনের মত একদম পরিষ্কার। ❤️‍🔥

Abdul Malek

21 Nov, 14:14


Alhamdulillah done
পরের জেনারেশন এর কথাতো একটু চিন্তা করবেন

Abdul Malek

21 Nov, 06:11


এভাবেই চলছে।
.
বিএনপি এবং জামাআত রাজনৈতিক কারণে আ’ওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায়।
.
ড. ইউনুস আর এনজিওবাগী উপদেষ্টা পরিষদ দল হিসেবে আওয়ামী লীগের শা’স্তির ব্যবস্থাই বাদ দিয়ে ফেলেছে।
.
আর ছাত্রদের রেটোরিকে যদিও আ’ওয়ামী জা’হেলিয়াত উৎখাতের কথা আছে, কিন্তু তাদের কথার সাথে কাজের মিল নেই।
.
এক দিকে জুলাইকে ক্যাশ করে অন্যদিকে জুলাইকে হজম করার প্রক্রিয়া চলছে।
.
আজ কার কী ভূমিকা, বিষয়গুলো সবাই দয়া করে খেয়াল রাখবেন। ইতিহাসের স্বার্থে, আগামীর দেনাপাওনার হিসেব মেলানোর স্বার্থে।

– আসিফ আদনান

Abdul Malek

21 Nov, 03:13


নারী ফিতনা 💔

Abdul Malek

20 Nov, 02:15


গতরাত মা দারিপুরের শশিকর কলেজে নামাজের জায়গায় আজানের জন্য মাইক লাগাতে গেলে আবারো এলাকার হি ন্দু রা বাঁ ধা দেয়। এমনকি তারা বলছে কলেজের মসজিদটি তারা ভে ঙে দিবে। শুধুমাত্র এই ইস্যুটিকে কেন্দ্র করে কিছুদিন আগে তারা স্কুলের সবগুলো মুসলিমকে পি টিয়ে হাত-পা ভে ঙে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলো। এতকিছুর পরও তারা থামছেনা। তাদের যুক্তি হল এটা হি ন্দু এলাকা। এখানে আজান, নামাজ কিছুই হতে পারবেনা। কতটা ঘৃ ণা মুসলিদের প্রতি তাদের চিন্তা করুন!!! অথচ এদেশের সর্ববৃহৎ হাটহাজারি মাদ্রাসায় পাশেই কোনরকম সমস্যা ছাড়াই মন্দিরে পূজা হচ্ছে দশকের পর দশক ধরে। অথচ মাদ্রাসা ওয়ালারা চাইলে মা টির সাথে তা মি শিয়ে দিতে পারে।

গতকাল যারা মসজিদে মাইক লাগাতে গিয়েছিল তাদের গায়ে হাত দেওয়া ব্যতিত সকল ধরনেরে বা জে ব্যবহার এলাকার হি ন্দু রা করেছে। তাদের অব রুদ্ধ করে রাখে একরকম। বের হওয়ার মূল গেট আটকে দেয়। গেইটের তালা খুলে তাদের বের হতে হয়েছিলো। এই ঘটনা যতই পর্যবেক্ষণ করছি ততই অবাক হচ্ছি। মনে হচ্ছিল একটুকরো ভা র ত মাদারীপুরের ডাসার উপজেলায় নিয়ে আসা হয়েছে।

হে ভাইয়েরা এতকিছু দেখার পরেও কি আপনারা ব সে থাকবেন? আপনাদের মসজিদ ভে ঙ্গে দেওয়ার প্রকাশ্যে হু মকি দেওয়া হচ্ছে। তারপরও কি আপনারা নিরবতা পালন করবেন? মা দারীপুরের মুসলিম দের এক মুষ্টি পানিতে ডুবে ম রে যাওয়া উচিত।
হে মা দারিপুরবাসী, আপনারা যদি এদের বি রু দ্ধে ক ঠো র থেকে ক ঠো র পদক্ষেপ নিতে না পারেন, তাহলে আমাদের বলুন। ইনশাআল্লাহ আমরাই সেখানে গিয়ে তাদের এই হে ডা ম গিরী দেখিয়ে দিবো ইনশাআল্লাহ।

Abdul Malek

19 Nov, 16:35


আপনার একজন প্রিয় শায়খের নাম বলে যান, যার কথা শুনলে রবের কথা স্মরণ হয় এবং আখেরাতের কাজে মগ্ন থাকার ইচ্ছে জাগে।

Abdul Malek

19 Nov, 14:24


সবচেয়ে বিশ্বাসী ডায়েরী হলো জায়নামাজ 💚🌺

Abdul Malek

19 Nov, 01:46


জান্নাতি ফুল 💚🌸

Abdul Malek

18 Nov, 14:51


ছাত্রজীবনে বিয়ে করে ভুল করেছে, এমনটা আমি পাইনি। 💥❤️‍🔥

Abdul Malek

12 Nov, 14:43


হে আল্লাহ, আপনিই আমার শক্তির উৎস ও সাহায্যকারী 💚🌺

Abdul Malek

12 Nov, 02:37


মধু খাচ্ছো? খাও, জীবন দিলাম ফাও।

Abdul Malek

11 Nov, 14:14


Loud & Clear ❤️‍🔥

Abdul Malek

11 Nov, 08:50


পারলে উনার প্রশ্নের উত্তর দে....!

Abdul Malek

11 Nov, 05:41


হিরো আলমকেও উপদেষ্টা হিসেবে দেখতে চাই! 🔥

Abdul Malek

11 Nov, 02:27


র’*ক্ত দিবে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা, আর দেশ চালাবে শা/হবাগী, ক*ও*মে লূ*ত এক্টিভিস্টরা!

Abdul Malek

10 Nov, 16:07


মুসলিমদের প্রাণের কোনো মূল্য নেই এদেশে! 💔

Abdul Malek

10 Nov, 14:17


শরয়ী পর্দা শুধু নেকাবের নাম নয়। 💚🌺

Abdul Malek

10 Nov, 12:35


সত্য খবর বের করার অ*প*রাধে মেটা একাউন্ট অফ করে দেয়!

Abdul Malek

10 Nov, 01:37


মুনতাহা আর বেঁচে নেই 💔

Abdul Malek

09 Nov, 14:55


এই শীতে কিছু চাই না, খালি এক্কান বউ হলেই হবে!

Abdul Malek

09 Nov, 02:39


বিয়ের কার্ডে লিখে দিবেন....

Abdul Malek

09 Nov, 00:12


ফজর রবের সাথে অফুরন্ত ভালোবাসার নাম 🌺

Abdul Malek

08 Nov, 07:55


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💚🌺

Abdul Malek

07 Nov, 17:28


তবে রাবিশ কুনো পশ্ন করবেন্না !

এখানে না করতে পারলে হুঁশে করেন ⤵️

Abdul Malek

07 Nov, 13:45


চোখের প্রশান্তি 💚🌺

Abdul Malek

07 Nov, 09:46


কত ভাবে সমক| ম প্রমোট করা হচ্ছে একবার কি ভেবে দেখেছেন?

Abdul Malek

07 Nov, 04:30


আল্লাহ তাআ'লা উত্তম পরিকল্পনাকারী।
আমাদের কল্যাণ কোথায় আছে?! -আল্লাহই তা ভালো জানেন। তাওয়াক্কলতু আলাল্লাহ।

Abdul Malek

26 Oct, 14:31


কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা ভ!তী*য় গে!য়ে*ন্দ! সংস্থার সুস্পষ্ট এ*জে* ন্ট!

Abdul Malek

26 Oct, 09:23


তাহলে এরা এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে।

Abdul Malek

26 Oct, 02:43


দুনিয়াতে এমন ভাবে থাকো যেনো, তুমি অল্প সময়ের জন্য এসেছো। একজন প্রবাসী বা মুসাফির হিসেবে।

Abdul Malek

26 Oct, 00:15


ফজরের স্নিগ্ধ বাতাসে মন ভরে যায়
আলহামদুলিল্লাহ 💚🌺

Abdul Malek

25 Oct, 14:34


হকের আওয়াজ উঠুক প্রতিটি মিম্বার থেকে! 🔥

Abdul Malek

25 Oct, 08:41


আমার রব আমার কাছে কি চান?
আবু ত্বহা মুহাম্মাদ আদনান হাফিঃ
Join - @rida048

Abdul Malek

25 Oct, 01:11


দুইদিন যেতে না যেতেই শুক্রবার!
সময়ের বরকত আমাদের থেকে কিভাবে বিদায় নিলো!

Abdul Malek

24 Oct, 14:25


বিস্তারিত পড়ুন পেইজে ⤵️

পোস্ট লিঙ্ক > https://www.facebook.com/share/p/Jz7oAnt7VUfMXxXr/

Abdul Malek

24 Oct, 12:45


জুম্মা রিমাইন্ডার
▫️সুরা কাহাফ
▫️দরুদ
▫️বেশি বেশি ইস্তেগফার
ম!জলুম উম্মাহর জন্য বেশি বেশি দু'আ করবেন।

Abdul Malek

24 Oct, 00:11


ফজরের নামাজ শেষে 🔥

Abdul Malek

23 Oct, 14:42


কতটা ক্ষোভ-দুঃখ জমা হলে মানুষ বলতে পারে এমন কথা! 💔

Abdul Malek

23 Oct, 00:30


ফজরের নামাজ শেষে 🔥

Abdul Malek

22 Oct, 12:22


ইন্ডিয়ান প্রোডাক্ট হ!র!ম
রয়েল ইনফিল্ড আরাম!

Abdul Malek

22 Oct, 02:01


বর্তমানে প্রদর্শনী, ফ্রি-মিক্সিং, অশ্লীলতা আর বেhaয়াপনার অন্যতম উপলক্ষ্য আর স্থান হলো ট্যুর এবং ট্যুর স্পট।
Join - @rida048

Abdul Malek

21 Oct, 12:12


আপনার সন্তানের নাম রাখুন ইয়াহিয়া Aস সিনoয়ার 🌺
Join - @rida048

Abdul Malek

21 Oct, 09:42


ভুলে গেছেন জুলাইয়ের ভাই-বোনদের কথা!

Abdul Malek

21 Oct, 02:45


স্ত্রীর কটু কথায় ধৈর্যধারণ করাও একটি পরীক্ষা। 💚

Abdul Malek

20 Oct, 23:54


স্নিগ্ধ ফজর
আলহামদুলিল্লাহ 💚🌺

Abdul Malek

20 Oct, 14:16


প্রশান্তি 🌺💚

Abdul Malek

20 Oct, 05:22


আপনাদের জন্য এই মাসে হাদিয়া হিসেবে রাখা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই অ*ভি*শ*প্ত রংধনু।

যা যা করতে হবে
▫️এই পোস্টে আপনার ১০জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে।
▫️পেইজে লাইক এবং আমাদের টেলিগ্রাম সাবস্ক্রাইব করতে হবে।
▫️পেইজের ১০টি পোস্টে লাইক, কমেন্ট এবং পোস্টটি শেয়ার করতে হবে।

সময়ঃ ১২-২০ অক্টোবর পর্যন্ত

⚠️ এই আয়োজন শুধুমাত্র পেইজের জন্য প্রযোজ্য হবে এবং ভাইয়েরা বোনদের ও বোনেরা ভাইদের পোস্টে কমেন্ট করবেন না। জাযাকুমুল্লাহু খাইরান 💚🌺

পোস্ট লিঙ্ক - https://www.facebook.com/share/p/qixZVh2WkDbcQYnS/