Islam Insight @islam_insight Channel on Telegram

Islam Insight

@islam_insight


Media & News Agency


Facebook: https://www.facebook.com/insightislam5

Youtube: youtube.com/@IslamInsight1

Twitter: twitter.com/islaminsight1

Telegram: https://t.me/Islam_insight

Instagram: instagram.com/islam_insight1/

Islam Insight (English)

Welcome to Islam Insight, your go-to source for all things related to media and news within the Islamic community. Our channel provides a unique perspective on current events, religious teachings, and community updates that are relevant to Muslims around the world. Stay informed and connected by following us on our various social media platforms, including Facebook, YouTube, Twitter, Telegram, and Instagram. From insightful articles to engaging videos, Islam Insight offers a diverse range of content to cater to the interests and needs of our followers. Whether you're looking for spiritual guidance, educational resources, or simply want to stay updated on the latest news, Islam Insight is here to provide you with the information you seek. Join our community today and embark on a journey of learning, reflection, and connection within the global Islamic community.

Islam Insight

12 Jan, 17:51


শেখের বেটি রেহানাও চুরি - বাটপারির দিক থেকে কম ছিল না !!

Islam Insight

12 Jan, 17:40


🚨হত্যার ভয় দেখিয়ে অসহায় মুসলিম মেয়েকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করল উগ্র হিন্দু যুবক, থানায় অভিযোগ দেওয়ায় বাড়িঘরে অগ্নিসংযোগ।

🔴 দিনাজপুরের চিরিরবন্দর থানার রাণীরবন্দরের ১নং নশরতপুর ইউনিয়ন এর বশির মেম্বার পাড়ায় মাহফুজা আক্তার (১৫) নামের এক অসহায় মুসলিম মেয়েকে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে একই গ্রামের রুকন পাল (৩৫) নামের এক হিন্দু যুবক।

🔴 মাহফুজা আক্তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন ভয় ভীতি এবং তার মাকে মারার হুমকি দেখিয়ে জোরপূর্বক শারীরিক নির্যাতন করে রুকন পাল (কালু)।

🔴 ধর্ষণের পর হুমকি-ধামকি ও শারীরিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে গত ১৪ ডিসেম্বর ২০২৪ থানায় একটি ধর্ষণ মামলা করে মাহফুজা। এরই জের ধরে গত চলতি মাসের ৭ জানুয়ারি মাহফুজার বাড়ির চতুর্দিক খড় দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে এই পুরো মুসলিম পরিবারকে পুরিয়ে মারার চেষ্টা করে রুকন পাল (কালু)।

🔴 আশ্চর্যজনক হলেও সত্য, ঘটনার প্রায় ১ মাস কেটে গেলেও এখন পর্যন্ত এই ভয়াবহ অপরাধের দায়ে হিন্দু যুবককে আটক করেনি পুলিশ। অন্যদিকে অপরাধী ও তার সহযোগীরা এখনো ঐ মুসলিম মেয়ে ও তার পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিয়েই চলেছে।

Courtesy: Doam বাংলা

Islam Insight

12 Jan, 16:56


হায়াতুত তাহরীর আশ শাম এর "আমর বিল-মারুফ ওয়া নাহি আনিল-মুনকার" বিভাগের মহিলা সদস্যদের দামেস্কের পার্ক এবং অন্যান্য পাবলিক এলাকায় মুসলিম মহিলাদের হিজাব-নিকাব পরার দাওয়াহ দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে সদস্যরা পার্কে থাকা বোনদেরকে দাওয়াহ দিচ্ছেন।

Islam Insight

12 Jan, 15:23


৬. শান্তি ও স্থিতিশীলতার অভাবঃ
ইনসাফহীনতা সমাজে এমন একটি পরিবেশ সৃষ্টি করে, যেখানে মানুষের মধ্যে ক্রোধ, ক্ষোভ এবং প্রতিশোধের মানসিকতা বৃদ্ধি পায়। এতে সামাজিক শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট হয়।

৭. নৈতিকতা ও মূল্যবোধের পতনঃ

ইনসাফের অভাবে সমাজের মানুষ সত্যের পথে থাকার পরিবর্তে অন্যায়, মিথ্যা এবং দুর্নীতিতে লিপ্ত হয়। যেমন ফ্যাসিষ্ট হাসিনা রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে দুর্নীতি, প্রতারনা, জুলুমের রাজ্যে পরিনত করেছিলো যার প্রভাব আমাদের সবার জীবনে পড়েছিলো।

৮. ভবিষ্যৎ প্রজন্মের উপর প্রভাবঃ
ইনসাফহীন পরিবেশে বড় হওয়া শিশুরা ন্যায়বিচার ও সৎ পথে চলার গুরুত্ব বুঝতে পারে না। এতে ভবিষ্যৎ প্রজন্মও অন্যায় ও অবিচারের পথ ধরে। ফলে এর থেকে তৈরী হয় দিশেহারা প্রজন্ম যারা জানতে পারেনা রাসুলের আদর্শ, ইসলামের সৌন্দর্য ও বিচারব্যবস্থা।

৯. পরিবেশের বিপর্যয়ঃ

আমাদের চারপাশে যে বিপর্যয় দেখাতে পাই, ভূমিকম্প, বন্য, খরা,দাবানল, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদি সবই আমাদের হাতের কামাই। এব্যাপারে আল্লাহ সুবহানাহু তা'য়ালা বলেন, “মানুষের কৃতকর্মের দরুন জলে-স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে; যাতে ওদের কোন কোন কর্মের শাস্তি ওদেরকে আস্বাদন করানো হয়। যাতে ওরা (সৎপথে) ফিরে আসে। (সূরা রুমঃ ৪১)”

🔴তাই আসুন সকলেই আসুন কুরআন এবং সুন্নাহের পথে নিজেকে বিলিয়ে দিয়ে আল্লাহর জমীনে ইনসাফ কায়েমের কাফেলায় যুক্ত হই। ভবিষ্যত প্রজন্ম যেন ইনসাফের ছায়াতলে যুক্ত হতে পারে সে আঙ্গিকে কাজ করার এবং সবাইকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কাফেলায় যুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমীন।🔴

Islam Insight

12 Jan, 15:14


ইনসাফ কি ?
মানুষের মৌলিক অধিকারের অন্যতম একটি হলো ইনসাফ। ধর্ম – বর্ণ, জাত – পাত সকলের অধিকার এটি। আমরা যদি আরো গভীরভাবে চিন্তা করি, তাহলে বুঝতে পারবো মানবজাতির কল্যাণ প্রতিষ্ঠা করতে ইনসাফ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পবিত্র কুরআনে আল্লাহ তা’য়ালা বলেন, “হে ঈমানদারগণ, তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও আল্লাহর সাক্ষীরূপে, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে কিংবা বাবা-মা ও আত্মীয়স্বজনের বিরুদ্ধে হয়।(সুরা আন-নিসা : ১৩৫)”


ইনসাফ না থাকলে যা হয়ঃ
রাষ্ট্রে ইনসাফ বা ন্যায়বিচার না থাকলে বিভিন্ন রকমের সমস্যা ও ক্ষতি সৃষ্টি হয়, যা ব্যক্তি, পরিবার,পরিবেশ এবং সমাজের স্থিতিশীলতাকে বিনষ্ট করে। ইনসাফহীনতা রাষ্ট্রে অন্যায়, জুলুম, এবং বিভেদ দিন দিন বাড়তেই থাকে। রাষ্ট্রীয়ভাবে ইনসাফ প্রতিষ্ঠা না হলে হিংসা বাড়ে, অনৈতিকতা ও বিশৃঙ্খলা ছড়ায়, জনগণ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। শুরু হয় ত্রাসের রাজত্ব। সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য বাড়ে, সামাজিক ন্যায়বিচার ভূলুণ্ঠিত হয়, ভিক্ষাবৃত্তি ও চুরি-ডাকাতি বৃদ্ধি পায়। এছাড়াও সুদখোরদের আবির্ভাব ঘটে যারা সামান্য কিছু টাকাও সুদ ছাড়া ধার দিতে চায় না।

নিম্নে ইনসাফের অভাবের ফলে সমাজে সৃষ্ট সম্ভাব্য ক্ষতির দিকগুলো তুলে ধরা হলো:

১. সামাজিক বিশৃঙ্খলা ও অস্থিরতাঃ
ইনসাফহীন সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়ায় জুলুম, শোষণ, এবং বৈষম্য বাড়ে। এতে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা মানুষের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে।

২. অবিচার ও শোষণ বৃদ্ধিঃ
যেখানে ইনসাফ নেই, সেখানে দুর্বল ও নিরীহ মানুষ নিপীড়িত হয় এবং শক্তিশালী ও ক্ষমতাবানরা অন্যায়ভাবে প্রভাব বিস্তার করে। ধনীরা ধনী হতে থাকে, গরীবেরা শোষিত হতে থাকে। এর ফলে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন হয়।

৩. বিচার ব্যবস্থাঃ
কুরআনই একমাত্র ইনসাফের চাবিকাঠি। আমরা যদি কুরআন দিয়ে বিচার না করি তাহলে আমরা রাষ্ট্রের প্রতিটি মানুষ ইনসাফ থেকে বঞ্চিত হবো। কারণ আল্লাহ কুরআন নাযিল করেছেন, আমাদের পথের প্রতিটি বিষয় কুরআনের উপর ন্যাস্ত করার জন্য। আল্লাহ তা'য়ালা কুরআনে বলেন, “যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না, তারা কাফির,ফাসিক,যালেম। (সূরা আল-মায়েদা, আয়াত: ৪৪-৪৭)"

৪. নেতৃত্বের অপব্যবহারঃ
কুরআন সুন্নাহর জ্ঞানে যোগ্য ব্যক্তি না থাকায় ইনসাফহীন রাষ্ট্রে নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। সেইসাথে ক্ষমতার অপব্যবহার হয় এবং নেতৃত্ব মানুষের কল্যাণের বদলে নিজেদের স্বার্থে কাজ করে।

৫. অপরাধের বিস্তারঃ
কুরআনের আইন না থাকায় অপরাধীরা যোগ্য শাস্তি পায় না, যা অপরাধ প্রবণতাকে উৎসাহিত করে। এতে রাষ্ট্রে অপরাধের মাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে।

Islam Insight

12 Jan, 12:37


🔴 সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দ্বিতীয়বারের মতো আগামী ১৪ জানুয়ারি থেকে আরো ৬০ দিন বাড়ানো হয়েছে। রোববার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এমন তথ্য পাওয়া গেছে।

🔴 এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন। এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে ৬০ দিনের জন্য অর্পণ করা হয়।

Islam Insight

12 Jan, 12:27


গাজায় সন্ত্রাসী ইসরাইলের গণহত্যার প্রতিবাদে কানাডাতে স্থানীয় জনগণ বিক্ষোভ সমাবেশ করেছে।

Islam Insight

12 Jan, 09:10


🔴 গতকাল রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩টি হলে একযোগে কোরআন পুড়ানো হয়েছে। ভিডিওতে "শহীদ জিয়াউর রহমান হল" মসজিদের ২টি পোড়া কোরআন শরীফ।

🔴 কে বা কারা সুপরিকল্পিতভাবে পবিত্র কুরআন শরীফে আগুন লাগিয়েছে তা দ্রুত খুঁজে বের করা জরুরী। বাংলার জমিনে এসব কুলাঙ্গারদের জায়গা হবে না।

Islam Insight

12 Jan, 07:13


খাবার রান্না করার জন্য যুদ্ধবিধ্বস্ত গাজার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঠ সংগ্রহ করছে গাজার শিশুরা।

Islam Insight

12 Jan, 06:55


নিপাহ ভাইরাস থেকে সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক করুন।

Islam Insight

11 Jan, 16:54


🔘 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (গাজা)

সন্ত্রাসী নেতানিয়াহু এখনো তাদের বন্দিদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি।

🔴 শ্যারন, যিনি ২০২৩ সালের নভেম্বরের বন্দি বিনিময়ে মুক্তি পেয়েছিলেন, তিনি তার স্বামী ডেভিডের অবস্থা জানতে চেয়েছিলেন। ডেভিড এখনও মুজাহিদদের হাতে গাজায় বন্দি।

আল-কাসসাম ব্রিগেট বলেছে: "ডেভিড হয়তো মারা গেছেন অথবা আহত বা সুস্থ আছেন। কিন্তু সন্ত্রাসী নেতানিয়াহু এখনো তাদের বন্দিদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি।"

Islam Insight

11 Jan, 15:28


🔴 ভারতে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা খৃষ্টান সম্প্রদায়ের মানুষদের লক্ষ্য করে গোমূত্র ছিটাচ্ছে!!

🔴 আরএসএস সন্ত্রাসীদের হাতে যে মুসলিমসহ কেউ ই যে নিরাপদ নয়, তা এখন প্রমাণিত

Islam Insight

11 Jan, 12:06


🔴 ১৯৭৪ সালের দুর্ভিক্ষ চলাকালীন নভেম্বর মাসের দুই তারিখ রংপুর জেলার একটি রিলিফ ক্যাম্পে ধারণকৃত ভিডিও।

🔴 বাংলাদেশের প্রথম স্বৈরাচার শেখ মুজিব যখন ক্ষমতায় ছিল ১৯৭৪ সালের সেপ্টেম্বরে সরকারিভাবে বাংলাদেশে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল। এতে ৩০ হাজার লোক মারা গেছে মর্মে সরকারিভাবে নিশ্চিত করা হয়েছিল। তবে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে মতভেদ আছে। তবে বেশির ভাগই একমত যে দুর্ভিক্ষের আগে বা পরে ক্ষুধা বা সে-সংক্রান্ত কারণে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে। এরা অবৈধভাবে ক্ষমতা দখল করে এতবেশি লুটপাট ও অর্থপাচার করেছিলো যে শেষপর্যন্ত দেশে দুর্ভিক্ষ দেখা দেয়।

Islam Insight

11 Jan, 11:19


মজলুম বোন ড. আফিয়া সিদ্দিকীর মুক্তির দাবিতে পিটিশন করা হয়েছে। ১০ লক্ষ স্বাক্ষরের টার্গেট পূরণ করতে আরও ১ লাখ ৭৫ হাজার স্বাক্ষর দরকার, রবিবারের মধ্যে। পিটিশনের লিংক কমেন্টে। সবাই মিলে চেষ্টা করলে কাজটা খুব একটা কঠিন হবে না ইন শা আল্লাহ।

Petition Link:
https://www.change.org/p/free-dr-aafia-siddiqui-a-call-for-justice-and-clemency

Islam Insight

11 Jan, 10:45


🚨 সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর !

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট স্বৈরাচার বাশার আল-আসাদের অনুগত ও তথ্যদাতা সরকারি এক কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শুক্রবার আসাদের অনুগত ওই কর্মকর্তাকে মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয় বলে যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

সংস্থাটি বলেছে, সিরিয়ার বর্তমান সরকারের প্রশাসনের সংশ্লিষ্ট সেনারা দেশটির স্থানীয় একজন সন্ত্রাসী কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদের অনুগত ও তথ্য পাচার করার অপরাধে এই সন্ত্রাসীর মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সেনারা শুক্রবার সকালে স্বৈরাচার আসাদে ঘনিষ্ঠ অনুগতদের একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। মৃত্যুদণ্ড কার্যকর করা আসাদের অনুগত ওই কর্মকর্তার নাম মাজেন কেনেহ।

তারা আরো জানিয়েছে, খুনি মাজেন কেনেহের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত নিরাপত্তা প্রতিবেদন লেখার অভিযোগ তোলা হয়েছিল। যে প্রতিবেদনের জেরে দেশটির অনেক যুবককে আসাদের শাসনামলে কারাগারে নির্যাতনের শিকার হতে হয়েছিলো।

🔴সিরিয়ার মুজাহিদীনরা ক্ষমতায় আসার এক মাসের মাথায় একজন অপরাধীর মৃত্যুদন্ড প্রকাশ্যে কার্যকর করলো, অথচ দুঃখের বিষয় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এখনো আওয়ামী সন্ত্রাসীদের একজনেরও বিচার করতে পারলো না। আমরা দ্রুত খুনি হাসিনা ও তার দোসরদের শাস্তি কার্যকর করতে অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। 🔴

Islam Insight

11 Jan, 09:57


পৃথিবীতে যেন জাহান্নাম নেমে এসেছে, আগুনের ভয়ে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক আর লস অ্যাঞ্জেলেস থেকে হাজারো মানুষ গাড়িতে পালিয়ে যাচ্ছে।

আজ চতুর্থ দিনের মত জ্বলছে!

Islam Insight

11 Jan, 09:28


দায়িত্ব পালনরত অবস্থায় গাজার বীর সাংবাদিক সাঈদ আবু নাবহান (রাহি.) এর শাহাদাতের হৃদয়বিদারক প্রথম মুহূর্ত...

Islam Insight

11 Jan, 09:22


🔘 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার একটি মার্কিন সেনাঘাঁটিতে অজ্ঞাত ব্যক্তিরা ঢুকে তিনটি হামভি, ১৮টি বেয়নেট এবং মেশিনগানের সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে।

Islam Insight

11 Jan, 09:16


🔘 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক

ইরান একটি অত্যাধুনিক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে।

২০২৪ এর অক্টোবরে সন্ত্রাসী ইসরায়েলের উপর হামলায় এ ঘাঁটি ব্যবহার করেছিল ইরান।

Islam Insight

11 Jan, 08:58


🚨 একজন সম্ভাবনময়ী তরুণের যোগ্যতাকে মূল্যায়ন না করে তা নষ্ট করার অপচেষ্টা করলো ইসলামবিরোধী এনজিও ব্র্যাকের প্রতিষ্ঠান বিকাশ।

🚫 বড় প্রজেক্ট তৈরি করার পর প্রাপ্য টাকা না দিয়ে হয়রানি করে একজন মেধাবী তরুণের ক্যারিয়ার ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে বিকাশ।

🔴 ব্র্যাক বা বিকাশ কখনোই এদেশে মুসলিম মেধাবী তরুণদের কোন উদ্যোগ ভালোভাবে গ্রহণ করেনি। নিজেদের স্বার্থ উদ্ধারের নামে জনসাধারণের মাঝে পশ্চিমা অপসংস্কৃতি প্রবেশ করিয়ে নৈতিকতা ও মূল্যবোধ ধ্বংস করাই ছিলো তাদের উদ্দেশ্য।

তারা এখনো এসব কাজ করে যাচ্ছে। তাই আমাদের উচিত পশ্চিমা এনজিওদের প্রকল্প বাস্তবায়িত হতে না দেয়া এবং এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।

সেই মেধাবী তরুণের সাথে বিকাশের প্রতারণার গল্প পড়ুন: https://www.facebook.com/share/p/1M6rCd6phE/

Islam Insight

11 Jan, 08:24


🔴 পিলখানা হত্যাকাণ্ডের মূল কো-অর্ডিনেটর ভারতের প্রাক্তন IFS কর্মকর্তা ভীনা সিক্রি। ২০০৯ সালের পিলখানা হত্যাযজ্ঞের সময় তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্বরত ছিলো।

🚫 বিশ্বস্ত গোয়েন্দা সূত্র এবং একাধিক ভারতীয় অভ্যন্তরীণ সোর্স মারফতে জানা যায়, পিলখানা হত্যাকাণ্ডের প্রায় দেড় সপ্তাহ আগ পর্যন্ত তাপস ও নানক এই কুলাঙ্গার মহিলার সাথে ঢাকা শহরের গুলশান, বারিধারা এবং ধানমন্ডির বিভিন্ন গোপন স্থানে কমপক্ষে ১২ বার বৈঠক করে।

🔴 তৎকালীন এই ভারতীয় হাই কমিশনারের বাংলাদেশি পার্সোনাল সিম কার্ডের কল লিস্ট এবং কমিউনিকেশন ডেটা থেকে কনফার্ম যে, হত্যাকাণ্ডের আগের দিন সে তৎকালীন প্রধানমন্ত্রী খুনি হাসিনার সাথে তিনবার এবং ঘটনার দিন সাতবার ফোনে কথা বলে।

🔴২০০৯ সালের সেই ভয়াল দিনে পিলখানার অভ্যন্তরে হিন্দিভাষী এজেন্টদের বাংলাদেশে প্রবেশ, অপারেশন পরিচালনা এবং নিরাপদে দেশ ত্যাগের পুরো কার্যক্রম মেজর জেনারেল (অবঃ) তারেক সিদ্দিকের মাধ্যমে ডিরেক্টলি তদারকি ও সমন্বয় করেছিলো এই ভীনা সিক্রি।

অথচ দুঃখজনক ব্যাপার এই যে, আজ পর্যন্ত এই কুলাঙ্গারের নাম কোথাও উঠে আসে নি! অথচ এই কুলাঙ্গার ই ছিলো পিলখানা হত্যাকাণ্ডের মূল সমন্বয়ক!!

Islam Insight

07 Jan, 16:40


🚨 ভারতে গুঁড়িয়ে দেয়া হলো সম্রাট আওরঙ্গজেবের বাসভবন ‘মুবারক মঞ্জিল’: মুসলিম সভ্যতার নিদর্শন মুছে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্র মোদি সরকারের!

🔴 মাত্র তিন মাস আগে গত সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক ঐতিহ্যবাহী ও সংরক্ষণযোগ্য স্থাপত্যের তালিকাভুক্ত বলে ঘোষণা দেয়া সম্রাট আওরঙ্গজেবের বাসভবন গুড়িয়ে দিলো হিন্দুত্ববাদী মোদি সরকার। গত ০৩ জানুয়ারি এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটায় আগ্রার হিন্দুত্ববাদী প্রশাসন। ঐতিহাসিক ভবনটি গুড়িয়ে দেওয়ার পর সেখান থেকে ১০০ টিরও বেশি ট্রাক্টর দিয়ে ভেঙে ফেলা কংক্রিট সরিয়ে ফেলা হয়েছে।

🔴 ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, "গত তিন মাস আগেই ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ ঐতিহাসিক এই স্থাপনাটি সংরক্ষণের আদেশ করে। কিন্তু সে আদেশের কোনও তোয়াক্কা না করে ভেঙে ফেলা হল ঐতিহাসিক মুসলিম স্থাপনাটি।"

🔴 স্থানীয় মুসলিমদের প্রবল বিরোধিতা সত্ত্বেও স্থানীয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতেই একটি বিল্ডার কোম্পানি ঐতিহসিক ভবনটি গুড়িয়ে দেয়। স্থানীয় বাসিন্দা কাপিল বাজপেয়ী হতাশা প্রকাশ করে জানিয়েছে, "ভাঙা শুরু করার সময় আমরা একাধিক অভিযোগ দিয়েছি। কিন্তু সেসকল অভিযোগের তোয়াক্কা না করেই ইতিমধ্যে স্থাপনাটির ৭০ শতাংশ ভেঙে ফেলা হয়েছে।"

🔴 মুবারক মঞ্জিলে অবস্থিত মার্বেল ফলক এবং আর্কিবল্ড ক্যাম্পবেল কার্লাইলের ১৮৭১ সালের প্রতিবেদনের মতো ঐতিহাসিক নথিপত্র স্থাপনাটির গুরুত্বের সাক্ষী বহন করে। সম্রাট আওরঙ্গজেব সমুগড়ার যুদ্ধে জয় লাভ করার পর ঐতিহাসিক এই স্থাপনাটি নির্মাণ করেছিলেন। আওরঙ্গজেব ছাড়াও এখানে ছিলেন সম্রাট শাহজাহান এবং শাহ শুজা।

🔴 স্কটিশ ইতিহাসবিদ ডালরিম্পল একে 'দেশটি নিজেদের আবেদনই ধ্বংস করছে' বলে অভিহিত করেছেন। ১৮৭১ সালে আর্চিবাল্ড ক্যাম্পবেল উল্লেখ করেন মোবারক মঞ্জিল সুরম্য চৌকাণা আয়তাকার ১৭১ ফুট দৈর্ঘ্য ও ৮৪ ফুট প্রস্থের এক দালান। প্রতিটি কোণায় অষ্টভুজাকৃতির একটি মিনার তিন তলা ভবনকে ছাড়িয়ে উঠেছে। কারুকাজ করা পিলারের বারান্দা আর ভবনের পশ্চিমাংশে তিনি মসজিদ থাকার কথাও উল্লেখ করেছিলেন।

আমাদের চোখের সামনে একের পর এক ইতিহাসকে নাই করে দেওয়া হচ্ছে। মোবারক মঞ্জিল বিচ্ছিন্ন কোনও ঘটনা না। একে একে সুলতানি ও মোঘল শাসনের ইতিহাসের সাথে সম্পৃক্ত মনুমেন্টগুলোকে হয় মন্দির দাবি করা হচ্ছে নতুবা ভেঙে ফেলা হচ্ছে। একটা সম্প্রদায়কে শেষ করে দিতে চাইলে প্রথম ধাপ তার ইতিহাসকে ধ্বংস করে দেওয়া। উগ্র হিন্দুত্ববাদের উথান ঘটিয়ে মুসলিমদের নিশ্চিহ্ন করে দেওয়ার রাজনীতির অংশ এটি।

Islam Insight

07 Jan, 16:30


🔴 জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খুনি হাসিনাসহ ৯৭ জন সন্ত্রাসীর পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজ (৭ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবুল কালাম।

🔴 তিনি বলেন, " এদের মধ্যে গুমের সঙ্গে জড়িত অভিযোগে ২২ জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। ই-পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে এসএমএস পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ সহায়তা করবে বলে আশা করছে সরকার।"

🔴 তিনি আরো বলেন, "পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। অফিসের পাশে কিছু দোকানকে ঘিরে দালালচক্র গড়ে ওঠে। এখন থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে পাসপোর্ট আবেদনের ব্যবস্থা করা হবে।"

Islam Insight

07 Jan, 15:54


১৯৭১ সালে ভারতের সাথে করা সেই সাত দফা চুক্তি সমপর্কে দেশের অনেক মানুষ এখনো ক্লিয়ার কোন ধারনা নেই। এই সেই সাত দফা চুক্তি যা সই করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম। যে চুক্তি বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল যুদ্ধ চলাকালীন সময়ে। স্বৈরাচার মুজিব সেই চুক্তি বাস্তবায়ন করে যাচ্ছিলো বলেই তার জীবনে ৭৫ আসতে বাধ্য হয়েছে।

Islam Insight

07 Jan, 14:53


আল - কাসসামের ব্রিগেডের মুজাহিদ শহীদ জাফর আহমাদ রহঃ

আল্লাহ সুবহানাহু তা'য়ালা ভাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

Islam Insight

07 Jan, 14:39


🔘 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক

জাবালিয়ায় মুজাহিদদের হাতে নিহত হওয়া নাহাল ব্রিগেডের এই সন্ত্রাসী শূকর সেনার ছবি প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী।

Islam Insight

07 Jan, 13:31


🚨 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (গাজা)

আল-কুদস বিগ্রেডের মুজাহিদগণ আল-আকসা শহীদ ব্রিগেডের সঙ্গে মিলে "নেতজারিম" অক্ষে সন্ত্রাসী ইসরাইলের "মালাকা" সামরিক ঘাঁটিতে 107 M.M রকেট এবং মর্টার শেল দিয়ে হামলা চালিয়েছেন।

Islam Insight

07 Jan, 13:01


🔴 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (গাজা)

গাজার আরেকটি হৃদয়বিদারক দৃশ্য 💔

একজন ফিলিস্তিনি মাটিতে পড়ে থাকা খাবারের অবশিষ্টাংশ সংগ্রহ করছেন ক্ষুধা মেটানোর জন্য। সন্ত্রাসী ইসরায়েলের ক্ষুধাযুদ্ধের নির্মম বাস্তবতায় ফিলিস্তিনিদের দুর্দশার এই করুণ চিত্র ফুটে উঠেছে।

হে আল্লাহ ! আপনি ছাড়া আর কেউ নেই তাদেরকে সাহায্য করার, আপনিই তাদেরকে উদ্ধার করুন, ইয়া রাব্ব, আমিন।

Islam Insight

07 Jan, 12:04


🚨 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (সিরিয়া)

সিরিয়ার বিদ্যুৎ সংকট সমাধানে কাতার ও তুরস্কের সহায়তার ঘোষণা

🚫 সিরিয়ার বিদ্যুৎ সংকট নিরসনে কাতার ও তুরস্ক বিদ্যুৎ উৎপাদনকারী দুটি জাহাজ সরবরাহের উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, জাহাজ দুটি মিলিতভাবে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে, তবে এই সরবরাহ কতদিন চলবে তা এখনও নির্ধারিত হয়নি।

🔹 বিদ্যুৎ সংস্থার মহাপরিচালক খালেদ আবু দাই বলেন, "যুদ্ধের সময় অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয়েছে। পুনর্গঠনে আমরা কাজ করছি।" বর্তমানে দিনে মাত্র ২-৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হলেও সরকার দুই মাসে তা ৮ ঘণ্টায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র মানবিক সহায়তার লক্ষ্যে ছয় মাসের জন্য কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। তবে, বিদ্যমান নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা হয়নি।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) পুনর্গঠনে সহায়তা বাড়াচ্ছে। তাদের সভাপতি মিরজানা স্পোলজারিক জানান, "$১০০ মিলিয়নের বরাদ্দ ছাড়িয়ে আমরা আরও কাজ করব, তবে যন্ত্রাংশ আমদানিতে নিষেধাজ্ঞা বাধা সৃষ্টি করছে।"

সোর্স: আল-মায়াদিন

Islam Insight

07 Jan, 11:31


🚨 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (গাজা)

জাবালিয়ার পশ্চিমে সন্ত্রাসী ইসরাইলী বহিনীর উপর দুর্দান্ত অভিযান চালিয়ে তাদের যানবাহনগুলো ধ্বংস করার অসাধারণ ভিডিও প্রকাশ করেছেন আল-কাসসাম ব্রিগেডের বীর মুজাহীদগণ।

Islam Insight

07 Jan, 09:26


মুজাহিদীনদের হাতে আরো এক শূকর ছানা নিহত।

Islam Insight

07 Jan, 09:22


🔴 জুলাই বিপ্লবে আহত ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই বিপ্লবের আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেয়া হবে। পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে।

Islam Insight

01 Jan, 12:30


"আল্লাহ যাকে চান, সম্মানিত করেন এবং যাকে চান, অপমানিত করেন।"

- সুরা আনআম (৬:১২৪)

Islam Insight

01 Jan, 12:20


🔴 দুর্নীতি দমন কমিশন (দুদক) ফ্যাসিস্ট আওয়ামী-লীগের দোসর সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে।

বুধবার ঢাকার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলা করেন। অভিযোগে বলা হয়, মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে আনিসুল হক বিভিন্ন সময়ে ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এছাড়াও, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে।

🚫 দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, আনিসুল হকের ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৬৬৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে তিনি এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয়। মামলাটি তদন্তাধীন এবং এর মাধ্যমে নতুন তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

Islam Insight

01 Jan, 11:46


কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধাদের সাথে সংঘর্ষে দুই ভারতীয় সন্ত্রাসী সেনা হরিকৃষ্ণ থোরি ও সঞ্জয় গুর্জর নিহত হয়েছে।

Islam Insight

01 Jan, 08:24


🔴 টেকনাফে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান: বনবিভাগের ১৮ শ্রমিক মুক্ত।

টেকনাফের গভীর পাহাড়ে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করা হয়েছে বনবিভাগের ১৮ শ্রমিককে। র‍্যাবের নেতৃত্বে চালানো অভিযানে ড্রোন ব্যবহার করে খোঁজ মেলে অপহৃতদের। ড্রোনের শব্দে ঘাবড়ে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে পালালে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়।

🚫 এ অভিযানের সূত্রপাত হয়, যখন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড়ে গাছের চারা রোপণের সময় শ্রমিকরা অপহৃত হন। রাতেই মুক্তিপণ হিসেবে ১৮ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।

🚫 টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হচ্ছে। তবে এখনও আরও ৯ জন অপহৃতের সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে অভিযান চলছে।

Islam Insight

01 Jan, 07:41


🔴 চীনের সাইবার হ্যাকিংয়ে যুক্তরাষ্ট্রের গুরুতর অভিযোগ

সম্প্রতি মার্কিন সরকার অভিযোগ করেছে, চীনের সঙ্গে যুক্ত হ্যাকাররা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থা এবং টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ চালিয়েছে। এই আক্রমণের লক্ষ্য ছিল অর্থ মন্ত্রণালয়, প্রেসিডেন্টের প্রচারণা কার্যক্রম এবং বড় টেলিকম প্রতিষ্ঠানগুলো।

🚫মূল বিষয়গুলো এক নজরে

- অর্থ মন্ত্রণালয়: হ্যাকাররা গোপন নথি এবং কর্মচারীদের ডেটাতে প্রবেশ করেছে।

- টেলিকম প্রতিষ্ঠান: AT&T এবং Verizon-সহ ৯টি বড় টেলিকম কোম্পানি
আক্রমণের শিকার।

- দীর্ঘ পরিকল্পনা: চীন গত ১৪ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক লক্ষ্যবস্তুতে নজর রাখছে।

🚫 অভিযুক্ত হ্যাকার গ্রুপগুলো

- সাল্ট টাইফুন: টেলিকম সেক্টরে আক্রমণের জন্য পরিচিত।
- ভল্ট টাইফুন: গুরুত্বপূর্ণ অবকাঠামোতে প্রবেশের চেষ্টা।
- জিরকোনিয়াম: বিদেশি সমালোচক এবং রাজনৈতিক ব্যক্তিদের নজরদারিতে সক্রিয়।

🚫 হ্যাকাররা যেসব উল্লেখযোগ্য তথ্য নিয়েছে

- প্রেসিডেন্ট প্রচারণার তথ্য চুরি।
- আইন প্রয়োগকারী সংস্থার ডেটাবেস হ্যাক।
- লক্ষাধিক আমেরিকানের ব্যক্তিগত তথ্য চুরি।

🚫 পশ্চিমা দেশের প্রতিক্রিয়া

- মার্কিন যুক্তরাষ্ট্র: সাত চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা।
- যুক্তরাজ্য: চীন টেলিকমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা।
- জাতীয় নিরাপত্তা হুমকি: চীন টেলিকমকে বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অন্যদিকে চীন এইসব অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। তাদের দাবি, "চীন কোন দেশে সাইবার আক্রমণের বিরোধী এবং তারা কোন রাজনৈতিক গোষ্ঠীর প্রচারের অংশ হতে চায় না।"

Islam Insight

01 Jan, 07:19


মুজিব পরিষদের নেতার মুখে এমন কথাই তো মানায়।

Islam Insight

01 Jan, 06:32


৫১ সেকেন্ডের একটি ভিডিও যখন শক্তিশালী বার্তা বহন করে।

ইনশাআল্লাহ, আমরা প্রতিটি অন্যায়ের প্রতিশোধ নেব

Islam Insight

28 Dec, 10:17


এরপরও যারা ফ্যাসিস্ট আওয়ামী-লীগের পূর্ণবাসন করতে চায় তারা আসলে মানুষ নামের কলঙ্ক।

Islam Insight

28 Dec, 09:15


🚨 নগরজুড়ে দখলদারদের থাবা, রুখবে কে?

ঢাকা নগরীর খাল, পার্ক, ফুটপাত, ওভারব্রিজ, এমনকি পাবলিক টয়লেটও দখলদারদের হানার শিকার। গত ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নতুন দখলদারিত্বে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

পার্ক ও টয়লেট দখল:
পুরান ঢাকার নবাব সিরাজউদ্দৌলা পার্কে রেস্টুরেন্ট নির্মাণের পাশাপাশি পাবলিক টয়লেটও দখল হয়েছে। একই অবস্থা শহীদ বুদ্ধিজীবী খালেক সরদার পার্কসহ দক্ষিণ সিটির বিভিন্ন পার্কের। সিক্কাটুলি পঞ্চায়েত কমিটির আওতায় থাকা টয়লেট এখন বিএনপির সমর্থকদের নিয়ন্ত্রণে।

ফুটপাত ও ফ্লাইওভার দখল:
গুলিস্তান, শান্তিনগর থেকে বাবুবাজার পর্যন্ত ফুটপাত এবং ফ্লাইওভারের নিচের অংশ দোকান দিয়ে দখল করা হয়েছে। দখলদারদের অনেকেই বিএনপি নেতাকর্মী বলে অভিযোগ উঠেছে।

খাল দখল:
রামচন্দ্রপুর ও সুতিভোলা খালসহ অনেক খাল দখল হয়ে গেছে। এসব জায়গায় গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। মোহাম্মদপুরের স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে এসব দখলের অভিযোগ রয়েছে।

সিটি করপোরেশনের ভূমিকা:
উচ্ছেদ অভিযানের পরও পুনরায় দখলের শিকার হয়েছে সিটি করপোরেশনের জায়গা। দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার ফারাবী জানিয়েছেন, পুলিশি সহায়তা না পাওয়ায় নিয়মিত অভিযান ব্যাহত হচ্ছে।

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু জানান, দখলদারদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি অভিযোগ করেন, বিএনপিকে ছোট করতে রাজনৈতিক উদ্দেশ্যে এসব বিষয় জড়ানো হচ্ছে।

Islam Insight

28 Dec, 08:56


ফার্স্ট ট্র্যাক সার্ভিস চালু: যাত্রী ভোগান্তি কমাতে কাস্টমসের যুগান্তকারী উদ্যোগ

🚫 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের শুল্ক সংক্রান্ত ভোগান্তি কমাতে চালু হয়েছে ‘ফার্স্ট ট্র্যাক সার্ভিস’। এ সেবার মাধ্যমে এখন থেকে অতিরিক্ত শুল্কযোগ্য পণ্য বিমানবন্দর থেকেই তাৎক্ষণিকভাবে বা ২১ দিনের মধ্যে শুল্ক পরিশোধ করে খালাস করা যাবে।

🔴 আগে যাত্রীদের জব্দ পণ্য ছাড়ানোর জন্য কাস্টমস হাউজে গিয়ে বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন হতে হতো। সময়ক্ষেপণ ও দালালদের হয়রানি ছিল নিয়মিত ঘটনা। নতুন ব্যবস্থায় এসব ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে।

ঢাকা কাস্টম হাউজের যুগ্ম-কমিশনার আল আমীন বলেছেন, এটি কাস্টমসের ইতিহাসে যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগ প্রবাসী ও যাত্রীদের জন্য ইতিবাচক।

ঢাকা কাস্টম হাউজের কমিশনার মোবারা খানম বলেছেন, এই সেবার মাধ্যমে যাত্রীদের সেবা নিশ্চিত করা হবে, অথচ রাজস্ব আদায় ঠিকই বজায় থাকবে।

Islam Insight

28 Dec, 08:36


🚨 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (গাজা)

সন্ত্রাসী ইসরাইলি বাহিনী উত্তর গাজার আবাসিক ভবন ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের মাধ্যমে একাধিক ভবন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।

Islam Insight

28 Dec, 08:23


খুনি হাসানিরা অর্থপাচারের ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন দিয়েছে!

🚫 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সচিবালয়ে আগুন ছিল গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের অর্থপাচারের ফাইলসহ গুরুত্বপূর্ণ নথি ধ্বংস করতেই এই আগুন দেওয়া হয়েছে।

🔴 শনিবার সকালে রংপুরের মিঠাপুকুরে নিহত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের বাড়ি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, "নয়ন জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন, তাতে তার জীবন চলে গেছে। সরকারকে এক মাসের মধ্যে তার বোনকে চাকরি দিতে হবে।"

অর্থপাচারের ঘটনায় আরও অনেক কিছু ধামাচাপা দিতে সচিবালয়ের নয় তলায় আগুন লাগানো হয়েছে। ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেলেও আমলাতন্ত্র তাদের তোষামদ করছে।

Islam Insight

28 Dec, 08:05


🚨 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (গাজা)
ব্রেকিং...

সন্ত্রাসী ইসরাইলি বাহিনী উত্তর গাজায় গতকাল আটক করা প্রায় ৪০০ জনকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে চিকিৎসা কর্মীরাও রয়েছেন।

-আল-জাজিরা

Islam Insight

28 Dec, 06:29


যুক্তরাষ্ট্রে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগ খুনি হাসিনা-জয়ের বিরুদ্ধে

এফবিআই জানিয়েছে, হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে ৩০ কোটি ডলার (৩৬০০ কোটি টাকা) যুক্তরাষ্ট্রের ব্যাংকে পাচারের প্রমাণ মিলেছে। কেইম্যান দ্বীপপুঞ্জ ও হংকংয়ের ব্যাংক ব্যবহার করে এই অর্থ নিউ ইয়র্ক, ওয়াশিংটন ও লন্ডনের ব্যাংকে স্থানান্তর করা হয়।

🚫 ৭ বিলিয়ন ডলার আত্মসাৎ এবং রূপপুর প্রকল্প থেকে ৫ বিলিয়ন ডলার চুরির অভিযোগে পৃথক তদন্ত চলছে।

🚫 ২০২৩ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে খুনি হাসিনা ও শেখ রেহানা ভারতে পালান কিন্তু তার আগে ২০০৯-২০২৩ মেয়াদে ফাসিস্ট আওয়ামী শাসনে বছরে ১৬ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে অর্থনৈতিক শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে।

এই ছিল খুনি হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী-লীগের উন্নয়নের নমুনা।

Islam Insight

28 Dec, 03:41


🔴 দেশে কি হচ্ছে তা নিয়ে প্রথম মালুর কোনো মাথা ব্যথা নেই তাদের মাথা ব্যথা হলো দেশের কোনো প্রতিষ্ঠান,রাস্তা ইত্যাদি থেকে হাসিনা বা মুজিবের নাম কেটে দেয়া হলো কিনা এই বিষয় নিয়ে।

এই দালালদের এখনও স্বভাব ঠিক হয়নি।

Islam Insight

30 Nov, 14:55


🚨 সশস্ত্র হামলার ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস !!

⭕️ প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার প্রকাশিত এক ডকুমেন্টারিতে বাংলাদেশকে অস্থিতিশীল করার এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য তুলে ধরেছেন। তিনি দাবি করেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্নার নেতৃত্বে একটি সশস্ত্র গেরিলা হামলার পরিকল্পনা চলছে।

🔴গোপন বৈঠক ও ষড়যন্ত্রের ছক :

ইলিয়াসের তথ্যমতে, আওয়ামী লীগ, ইসকন এবং ভারতীয় গোয়েন্দারা যৌথভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা করছে। গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায়, ৪০টি হোয়াটসঅ্যাপ গ্রুপে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চলছে। এতে শীর্ষস্থানীয় নেতাদের সম্পৃক্ততা স্পষ্ট।

🔴 জেড.আই খান পান্নার ভীতি জাগানো মেসেজ :

প্রাপ্ত চ্যাট মেসেজে পান্না উল্লেখ করেন, "অল্প কয়দিন জেলে থাকলেও ৩০ তারিখের পরে পুরস্কার পাবা।" অন্য মেসেজে আরও বলা হয়, "নিজেদের বাড়িঘরে আগুন দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করা উচিত ছিল।

🔴সশস্ত্র প্রস্তুতি ও সামরিক বিভাগের বিভাজন

ইলিয়াস দাবি করেন, দেশজুড়ে ১০টি বিভাগে গেরিলা বাহিনী গঠন করা হয়েছে। ৫,০০০ অস্ত্র ও একে-৪৭ রাইফেলসহ পুলিশ ও আনসারের মিশ্রণে ১,৭০০ গেরিলা প্রস্তুত।

🔴দেশবাসীর প্রতি সতর্কবার্তা

ইলিয়াস হোসেন সতর্ক করে বলেন, "শত্রু আমাদের ঘরের কোণেই।"রাষ্ট্রদ্রোহীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানিয়ে তিনি বলেন, "দেশপ্রেমিক সেনাবাহিনী ও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।"

Islam Insight

30 Nov, 13:55


🔴 উগ্রবাদী ইসকনের চিন্ময়কাণ্ডে ৬১৬ জনের বিরুদ্ধে মামলা

⭕️ চট্টগ্রামে সন্ত্রাসী চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১১৬ জনের নাম উল্লেখ করে আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওই ঘটনায় পুলিশের ওপর আক্রমণের অভিযোগে তিনটিসহ মোট চারটি মামলা দায়ের করা হলো।

Islam Insight

30 Nov, 13:18


🔴 আহত শিক্ষার্থীদের হাতে গণপিটুনি খেলেন প্রাক্তন মন্ত্রী আসাদুজ্জামান নূর

⭕️ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে সাবেক ফ্যাসিস্ট আওয়ামী মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম আহত শিক্ষার্থীদের হাতে গণপিটুনি খেয়েছেন। ছাত্রআন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীরা আজ দুপুরে তাদের থেরাপি নিতে আসার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন।

⭕️ তাদের উপস্থিতি দেখেই শিক্ষার্থীরা সন্ত্রাসী ও ছাত্র হত্যাকারী বলে চিৎকার শুরু করেন। মুহূর্তেই কয়েকজন শিক্ষার্থী এগিয়ে গিয়ে আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমামকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Islam Insight

30 Nov, 12:54


পশ্চিম তীরে দখলদার ইসরাইলিদের বাসে মুজাহিদীন কর্তৃক শুটিং অপারেশন! ৯ সন্ত্রাসী আহত।

Islam Insight

30 Nov, 12:42


বাংলাদেশে ততাকথিত "হিন্দু নির্যাতন" প্রতিবাদে আমেরিকায় বিক্ষোভ, যেখানে ভারতীয়দের পাশাপাশি জায়নিস্ট ইহদিরাও অংশ নেয়।

⭕️ এদের মিথ্যাচারিতা দেখুন, যেখানে প্রতিনিয়ত গাজা এবং ভারতে মুসলিমরা শহীদ হচ্ছেন, ততাকথিত অভিযানের নামে মুসলিমদের বাড়ি-ঘর ভেঙ্গে দেয়া হচ্ছে। মুসলিমদের পবিত্ৰ স্থান মসজিদ গুলোকে শহীদ করে দেয়া হচ্ছে অথচ সেসব দেশের লোকেরাই এখন বাংলাদেশে ততাকথিত "হিন্দু নির্যাতন" প্রতিবাদে আমেরিকায় বিক্ষোভ করছে।

যে দেশে ৯৩% এর উপরে মুসলিম সেখানে উগ্র হিন্দুদের কর্তৃক মুসলিম আইনজীবীকে জবাই করা হলো আর এখন তারাই কিনা বলছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত ? তাহলে আসল নির্যাতিত কারা ?

Islam Insight

30 Nov, 10:25


সন্ত্রাসী ইস্কনের দ্বিচারিতা !

Islam Insight

30 Nov, 09:40


🔴 পরিবর্তন হচ্ছে সদ্য নির্মিত বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নাম

⭕️ টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উত্তরে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন সরকার। তবে দেশের এই দীর্ঘতম রেল সেতুর নাম কী হবে তা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

⭕️ ২০২৫ সালের জানুয়ারিতে উদ্বোধনের আগেই নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উদ্বোধনের প্রথম বছর ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। এতে ক্রসিংয়ের সমস্যা হবে না, ফলে সময় সাশ্রয় হবে ২০ থেকে ৩০ মিনিট।

এভাবেই বাংলাদেশ থেকে ফ্যাসিস্টদের সকল স্মৃতিচিহ্ন মুছে দিতে হবে।

Islam Insight

30 Nov, 09:27


অনেক মুসলিম দেশে ভারতের চেয়েও কম মূল্যে ভালো চিকিৎসাসেবা পাওয়া যায়। তাই কলকাতার হাসপাতালের তথাকথিত ভুয়া ডাক্তারদের সেবার কোনো দরকার নাই।

Islam Insight

30 Nov, 09:23


বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর মেইন গেইট।

Islam Insight

30 Nov, 08:50


⭕️ খুনি হাসিনার আমলে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত সিটিটিসির তথাকথিত জঙ্গি নাটকের আদ্যোপান্ত।

⭕️ দেশের বিভিন্ন স্থানে এভাবেই নিরপরাধ আলিম - উলামা ও সাধারণ মানুষকে জঙ্গি বানিয়ে তাদেরকে হত্যা করতো সিটিটিসি।

Islam Insight

30 Nov, 08:32


⭕️ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি (৪৭ ব্যাটালিয়ন) ভারত থেকে অবৈধভাবে আনা ১৪টি মহিষ এবং ১২ লাখ টাকার কোকেন জব্দ করেছে। মহিষগুলোর বাজারমূল্য আনুমানিক ২৮ লাখ ১০ হাজার টাকা। তবে অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানের বিবরণ:

* বৃহস্পতিবার রাত ৭টা: ডিগ্রিরচর সীমান্ত থেকে ৯টি ভারতীয় মহিষ উদ্ধার।
* শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা: একই এলাকা থেকে আরও ৫টি মহিষ জব্দ।
* শুক্রবার সন্ধ্যা ৬টা: আতারপাড়া এলাকা থেকে ২৪০ গ্রাম কোকেন উদ্ধার।
* ৪৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানিয়েছেন, বিশেষ টহল দলের মাধ্যমে এসব উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যসমূহের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।


⭕️ সীমান্তে অবৈধ চোরাচালান এবং মাদক প্রবাহ হিন্দুত্ববাদী ভারতের এক ধরনের আগ্রাসী কৌশল। হিন্দুত্ববাদী ভারতের এসব কর্মকাণ্ড বাংলাদেশের অর্থনীতি ও সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাদক ছড়িয়ে দিয়ে তরুণদের বিপথে পরিচালিত করার চেষ্টাও এর অংশ।

⭕️ ৪৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানিয়েছেন, সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ টহল দল এইসব উদ্ধার করেছে। তবে সীমান্তে এসব চোরাচালান পুরোপুরি বন্ধ করতে জনগণের সহযোগিতা প্রয়োজন।

Islam Insight

30 Nov, 06:56


হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসন থামাতে বাংলাদেশের সাধারণ জনগণের দাবি !

Islam Insight

30 Nov, 06:50


⭕️ ইসকন যে কোন জঙ্গি সংগঠনের চেয়েও ভয়ঙ্কর আইনজীবীর বক্তব্য তিনি বলেন, "আদালতের ভিতরে জবাই করে একজন পাবলিক প্রসিকিউটরকে হত্যা করার এমন নজির এর পূর্বে কেউ দেখেনি।"

🔴 এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে।

Islam Insight

30 Nov, 06:34


এক নজরে - কেন হিজবুল্লাহর সাথে জায়নবাদীর চুক্তি দখলদার ইসরাইলের জন্য একটি বড় পরাজয় !!

Islam Insight

30 Nov, 06:08


যেভাবে স্বৈরাচারের পুনর্বাসন হয়...

Islam Insight

30 Nov, 05:52


সব রসূনের কোয়া এক। দিনশেষে এরা আমার আপনার আসল শত্রু ! ইসলামের শত্রু !

Islam Insight

30 Nov, 05:40


🔴 উগ্র ইসকন সমর্থক কর্তৃক আইনজীবী সাইফুল হত্যা: মামলা করলেন তার বাবা

⭕️ সন্ত্রাসী চিন্ময় দাসকে আটক করাকে নিয়ে উগ্র ইসকন সদস্য কর্তৃক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ৩ দিন পর মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের কোতোয়ালী থানায় নিহত সাইফুলের পিতা জামাল উদ্দীন বাদী হয়ে এ মামলা করেন।

⭕️ মামলার আসামিরা হলেন- কোতোয়ালী থানাধীন বান্ডেল রোড সেবক কলোনি এলাকার বাসিন্দা চন্দন, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস ও রাজীব ভট্টাচার্য্য।

⭕️ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।’

এদিকে, আদালত এলাকায় হামলার ঘটনায় খানে আলম নামে একজন বাদী হয়ে ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে। দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছে।

Islam Insight

27 Nov, 19:27


🚨 ভারতে পালানোর সময় চিন্ময়ের ঘনিষ্ট ইসকন সদস্য আটক !

চট্টগ্রামের মিরসরাইয়ের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আশীষ পুরোহিত নামের এক ব্যক্তি বিজিবি-৪ এর হাতে আটক হয়েছেন। তাকে তল্লাশি করে তার কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, ভারতীয় আধার কার্ড এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আশীষ পুরোহিত মিরসরাইয়ের অলিনগর সীমান্ত দিয়ে কলকাতায় প্রবেশের চেষ্টা করছিলেন। সন্দেহজনক আচরণের কারণে স্থানীয়রা তাকে আটক করে বিজিবিকে খবর দেয়। স্থানীয়দের দাবি, আটক ব্যক্তি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ঘনিষ্ঠ হতে পারেন, কারণ তার মোবাইলে চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে অন্তরঙ্গ ছবি পাওয়া গেছে।
#JusticeForShaheedAlif #BanISKCON #BanRSS

Islam Insight

27 Nov, 19:17


বুয়েটের পর এবার চুয়েটেও জামাই বাবুকে স্বসম্মানে মাড়ানো হচ্ছে।
#JusticeForShaheedAlif #BanISKCON #BanRSS

Islam Insight

27 Nov, 19:09


মামলা করবে আইনজীবী শহীদ সাইফুল ইসলামের পরিবার।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় কোতোয়ালী থানায় পুলিশ তিনটি মামলা দায়ের করেছে।

মামলাগুলোয় ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১,৪০০ জনকে আসামি করা হয়েছে। সংঘর্ষে পুলিশের ১২ সদস্য আহত এবং ২০টি গাড়ি ভাঙচুর হয়। হামলার ঘটনায় ২৭ জন গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে ২০ জন পুলিশের ওপর হামলায় এবং ৭ জন সাইফুল হত্যায় জড়িত বলে শনাক্ত হয়েছে।

শহীদ সাইফুল ইসলাম আলিফকে বুধবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ফারেঙ্গা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়।
#JusticeForShaheedAlif #BanISKCON #BanRSS

Islam Insight

27 Nov, 18:56


সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের ড্রোন ইউনিট আল-শাহীন ব্রিগেডও এই অভিযানে অংশ নিচ্ছে।

Islam Insight

27 Nov, 18:50


🚨 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (সিরিয়া)

আবারও উত্তপ্ত সিরিয়া! বাশার আল আসাদের আগ্রাসনের জবাব দিতে বিদ্রোহী যোদ্ধারা আলেপ্পোর দিকে অগ্রসর হচ্ছে।

Islam Insight

27 Nov, 18:37


#JusticeForShaheedAlif #BanISKCON #BanRSS

Islam Insight

27 Nov, 18:09


এই হল "প্রথম মালু"র নিউজ হেডলাইন...⁩

Islam Insight

27 Nov, 17:55


🚨 ব্রেকিং

⭕️ আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় উগ্রবাদী হিন্দু নেতা এবং চলমান তথাকথিত হিন্দু আন্দোলনের প্ল্যাটফর্ম "বাংলাদেশ সনাতন জাগরন ঐক্যজোটের" সন্ত মহারাজ স্বরুপ দাশ গ্রেপ্তার হয়েছে।

Islam Insight

27 Nov, 17:42


🔴 আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক।

⭕️ শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭:৩০ মিনিটে আমাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।

- Khan Talat Mahmud Rafy

Islam Insight

27 Nov, 17:38


তরবারি বিক্রি করে আমরা জায়নামাজ কিনে নিয়েছি, ইজ্জত লুঠ হচ্ছে আর আমরা দু'আ করেই চলছি!

- আল্লামা ইকবাল (রাহি.)

Islam Insight

27 Nov, 17:27



Islam Insight

27 Nov, 17:21


এরাই হলো বাংলাদেশের আসল হিন্দু। কারণ সাধারণ হিন্দুরাও চায় ইসকন সন্ত্রাসীদের বিচার হোক। বাকি যাদের দেখবেন হিন্দু ধর্মের দোহাই দিয়ে ইসকন ইসকন করছে তাদের বুঝে নিবেন যে এরাই আসলে ধর্মকে পুঁজি বানিয়ে অন্য স্বার্থ হাসিল করতে চায়।

Islam Insight

27 Nov, 16:43


শিশু যৌন নির্যাতনকারী, বাংলাদেশের ইসকন থেকে বহিষ্কৃত, ভারতের 'র' এর এজেন্ট চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) এর আদ্যোপান্ত।

Islam Insight

27 Nov, 16:04


🔴 ট্রাক ড্রাইভার আটক⁩

Islam Insight

27 Nov, 15:53


🚨🚨

⭕️ শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়।

⭕️ ষড়যন্ত্রের উপরে ষড়যন্ত্র। এর আগেও র' অনেক বড় বড় আলিম বুদ্ধিজীবীদেরকে গাড়িচাপা দিয়ে হত্যা করেছে। আমরা মুসলিমরা এখনও ধৈর্য ধারণ করে সহমর্মিতার পরিচয় দিচ্ছি। এরপরও কি করে ইসকন এদেশে নিষিদ্ধ না হয়ে থাকতে পারে? অবিলম্বে সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করে এদেশ থেকে ওদেরকে বিতাড়িত করতে হবে।

Islam Insight

27 Nov, 15:44


🔘 আফগানিস্তানে মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগে শরীয়াহ শাস্তি কার্যকর

⭕️ আফগানিস্তানের উত্তরের প্রোয়ান প্রদেশে মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগে শরীয়াহ আইনের অধীনে এক ব্যক্তির বিরুদ্ধে শাস্তি কার্যকর করা হয়েছে। আফগানিস্তানের সুপ্রিম কোর্ট একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ৮০ চাবুক মারার শাস্তি কার্যকর হয়েছে।

⭕️ বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ইসা খান আবদুর রজাক নামক অপর এক ব্যক্তির বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনেন। তবে, অভিযোগ প্রমাণের জন্য প্রয়োজনীয় সাক্ষী বা প্রমাণ দাখিলে তিনি সম্পূর্ণ ব্যর্থ হন। দীর্ঘ তদন্ত শেষে প্রমাণিত হয় যে, এটি একটি ভিত্তিহীন অভিযোগ।

Islam Insight

19 Nov, 11:38


🔘 আওয়ামী ফ্যাসিবাদের দোসর - পরাগের বট সাম্রাজ্য

⭕️ বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী সরকার ভিন্নমত দমনে বরাবরই সোশ্যাল মিডিয়া নজরদারি ও কণ্ঠরোধের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। এর প্রধান হাতিয়ার ছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (NTMC), আর এই কাজে তাদের সহায়তা করেছে টেক গার্লিক, যার কর্ণধার ওবায়দুর রহমান পরাগ।

🔴"ডট কম" টুল: জনগণের কণ্ঠরোধের মেশিন

টেক গার্লিকের তৈরি "ডট কম" টুল ব্যবহার করে সরকারের জন্য সুনির্দিষ্ট কীওয়ার্ড মনিটরিং, ফেক আইডি ও বট আইডির মাধ্যমে সমালোচনার জবাব দেওয়া এবং সমালোচনামূলক পোস্ট মুছে ফেলা সম্ভব হতো। এতদিন পরাগের মতো লোকেদের সাহায্যেই আওয়ামী লীগ ভিন্নমতকে চেপে ধরত।

🔴 পরাগের উত্থান এবং বট সাম্রাজ্য

ওবায়দুর পরাগ শুধু সরকারের কাজেই থেমে থাকেনি। বড় বড় প্রতিষ্ঠানের জন্যও সে "কমিউনিটি ম্যানেজমেন্ট" নামে বট সার্ভিস সরবরাহ করেছে। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের সমালোচনা করেন, মুহূর্তেই বট আইডি থেকে আপনার বিরুদ্ধে মন্তব্য আসতে শুরু করবে। এভাবেই পরাগের টিম ব্র্যান্ড ইমেজ রক্ষা করত।

কিন্তু তার মূল কাজ ছিল ভিন্নমতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আওয়ামী লীগের ফ্যাসিবাদী দমন-পীড়নের অস্ত্র হিসেবে "ডট কম" সরাসরি ব্যবহার করা হয়েছে। ফেসবুক, টুইটার, ইউটিউব সবখানেই এই নজরদারি চালিয়েছে তারা। ভিন্নমত দমনের এই কাজের পুরস্কার হিসেবে শেখ হাসিনার কাছ থেকে স্মার্ট বাংলাদেশ ২০২৩ পুরস্কার লাভ করে।

🔴 পলায়ন এবং প্রত্যাবর্তনের প্রস্তুতি

৫ই আগস্ট সরকারের পতনের পর, পরাগ দেশ ছেড়ে জাপানে পালায়। কিন্তু বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সে আবার দেশে ফিরে এসে পুরনো প্রজেক্ট পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছে।

পরাগের মতো খুনি হাসিনার দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে ফাসিস্ট আওয়ামী দোসরদের মুখোশ উন্মোচন করার। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের কাছে কখনো মাথা নত করবে না ইনশাআল্লাহ।

Islam Insight

19 Nov, 10:39


🚨 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (আরাকান)

আজ তাদের জীবনের প্রতিটি মুহূর্ত শুধুই বেঁচে থাকার লড়াই❗️

🚫 অক্টোবর ২০২৩ থেকে সন্ত্রাসী আরাকান আর্মি (AA) রোহিঙ্গা মাজলুমদের বিরুদ্ধে এক নির্মম সন্ত্রাসী অভিযান চালিয়ে আসছে। বুথিডং, রাথিডং এবং পুরো আরাকান জুড়ে এই সহিংসতার ফলে আর্টিলারি হামলা, নির্মম অভিযান ও নিরবচ্ছিন্ন সহিংসতায় ২ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। হাজার হাজার মুসলিম শহীদ হয়েছেন এবং অসংখ্য মুসলিম আহত হয়েছেন।

🔹 কিন্তু এগুলো কি কেবল সংখ্যা? না, এগুলো ভেঙে যাওয়া জীবন, ছিন্নভিন্ন পরিবার এবং অপূর্ণ স্বপ্নের করুণ দলিল।

🔴একটি করুণ বাস্তব দৃশ্য কল্পনা করুন: মা আর তার ছোট ছোট সন্তানরা অরণ্যের মাঝে অস্থায়ী বিছানায় শুয়ে আছেন। একসময় তাদের ছিল ঘর, পরিবার, স্বপ্ন। আজ তাদের জীবনের প্রতিটি মুহূর্ত শুধুই বেঁচে থাকার লড়াই।

🔴এরপরও বিশ্ববাসী যদি এই গণহত্যার প্রতি অন্ধ দৃষ্টিতে থাকে, তবে মাজলুমদের এই দুর্দশা আরও গভীর হবে। মানবতা তার নীরবতার জন্য চিরকাল অপরাধবোধে ভুগবে।

তাই, এই মুহূর্তেই আমাদের এগিয়ে আসতে হবে। একসঙ্গে দাঁড়িয়ে নির্যাতিতদের পাশে থেকে তাদের জন্য সুবিচার নিশ্চিত করতে হবে।

আরাকানের রোহিঙ্গা মুসলিমদের খবরাখবর জানতে Islam Insight কে ফলো করে রাখুন।

Islam Insight

19 Nov, 08:05


🔘 ইসলাম ইনসাইট ll আন্তর্জাতিক (গাজা-ইসরাইল যুদ্ধ)

🔴 তুরস্ক থেকে হামাসের প্রতিনিধিদের বিতাড়নে যুক্তরাষ্ট্রের চাপ, কিন্তু আসল সন্ত্রাসী কারা?

🔴 যুক্তরাষ্ট্রের কড়া সতর্কবার্তা তুরস্ককে

⭕️ যুক্তরাষ্ট্র সম্প্রতি তুরস্ককে কঠোরভাবে সতর্ক করেছে, হামাস নেতাদের জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করা বন্ধ করার জন্য। তাদের দাবি, সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হামাসের নেতাদের একটি গুরুত্বপূর্ণ মিত্র রাষ্ট্রের শহরে আরামদায়ক জীবনযাপন নাকি অগ্রহণযোগ্য।

⭕️ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, “হামাসের কিছু নেতা যুক্তরাষ্ট্রে অভিযুক্ত, এবং আমরা মনে করি তাদের আমাদের হাতে তুলে দেওয়া উচিত। তুরস্কের মতো মিত্র রাষ্ট্রে তাদের কোনোভাবেই থাকা উচিত নয়।”

🔴 গাজার গণহত্যা: ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের ভূমিকা

কিন্তু এই প্রেক্ষাপটে এখন বড় প্রশ্ন উঠছে আসল সন্ত্রাসী কে? বিশ্ববাসী প্রতিদিন গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার চিত্র দেখছে। বোমা বর্ষণের লক্ষ্যবস্তু হয়ে উঠছে হাসপাতাল, স্কুল, এমনকি আশ্রয়কেন্দ্র। শিশুর কান্না আর ধ্বংসস্তূপে পরিণত গাজার প্রতিটি কোণই প্রমাণ দিচ্ছে মানবতার বিপর্যয়ের।

এই নারকীয় তাণ্ডবের পেছনে সন্ত্রাসী ইসরায়েলকে সরাসরি সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তারা শুধু অস্ত্র সরবরাহই করছে না, বরং বৈশ্বিক মঞ্চে একতরফা সমর্থনের মাধ্যমে দখলদার ইসরায়েলের এই আগ্রাসনকে বৈধতা দিচ্ছে।


তবে তুরস্ক বলছে, হামাসের নেতারা মাঝে মাঝে তুরস্ক সফর করলেও এখানে তাদের স্থায়ী রাজনৈতিক কার্যালয় নেই।

🔴কে আসল অপরাধী?

যুক্তরাষ্ট্র হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তুরস্ককে চাপে ফেলতে চাইছে। কিন্তু বিশ্বমঞ্চে আজকের প্রশ্ন গাজার শিশু, নারী, ও সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী ইসরায়েলের গণহত্যার পৃষ্ঠপোষকতা করছে কে? সবারই জানা যে অস্ত্র সরবরাহ আর একতরফা সমর্থন দিয়ে ইসরায়েলকে এই হত্যাযজ্ঞ চালানোর শক্তি জুগিয়ে যাচ্ছে এই জালিম যুক্তরাষ্ট্র।

Islam Insight

19 Nov, 07:23


🚨 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (ফিলিস্তিন)

🔻জেনিনে দখলদার ইসরাইলী সন্ত্রাসীদের সাথে আল-কুদস ব্রিগেড মুজাহিদীনদের তীব্র লড়াইয়ে অবতীর্ণ হওয়ার মুহূর্তগুলো⁩
🔥🔥

Islam Insight

19 Nov, 06:39


🔴 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক

তেল আবিবে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার সময় সন্ত্রাসী শূকরদের অবস্থা
🤣

Islam Insight

19 Nov, 05:42


🚫 হাসিনার নতুন ফোনালাপ: দেশের বিরুদ্ধে বিদেশে অপপ্রচারের নির্দেশ।

খুনি হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের ষড়যন্ত্র থেমে নেই , যার প্রমাণ এই ফোনালাপ।

Islam Insight

19 Nov, 05:06


🔴 ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিচার ছাড়া নির্বাচন নয় - হাসনাত আব্দুল্লাহ

⭕️ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিচার শেষে ছাত্র-জনতা সিদ্ধান্ত নেবে, তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি না। পটুয়াখালীর দশমিনায় জুলাই আন্দোলনে নিহত জিহাদ মোল্লার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

⭕️ হাসনাত জানান, আহতদের পুনর্বাসনের জন্য ফান্ড গঠন করা হয়েছে, তবে পদক্ষেপ এখনো অপ্রতুল। সরকার স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে ৯ লাখ কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে, যেখানে আহতদের অগ্রাধিকার দেয়া হবে। বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

⭕️ জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু ভোটের অধিকারের জন্য নয়, পুরো রাজনৈতিক ও বিচারব্যবস্থা সংস্কারের জন্য। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিচার ছাড়া নির্বাচনকে স্বাগত জানানো হবে না। প্রয়োজন হলে গণতান্ত্রিক উপায়ে তা প্রতিহত করা হবে।

Islam Insight

19 Nov, 04:30


🔴 উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল গ্রেফতার

🚫 সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Islam Insight

19 Nov, 04:19


قَدۡ اَفۡلَحَ الۡمُؤۡمِنُوۡنَ ۙ﴿۱﴾ الَّذِیۡنَ هُمۡ فِیۡ صَلَاتِهِمۡ خٰشِعُوۡنَ ۙ﴿۲﴾

ঐ সকল মুমিনরা সফল, যারা তাদের সালাতে বিনয়-নম্র।
— সূরা মু'মিনূন, আয়াত : ১-২

সালাতে বিনয় হচ্ছে সফলতা লাভে আগ্রহী মুমিনের প্রথম গুণ। “খুশূ” এর আসল মানে হচ্ছে, স্থিরতা, অন্তরে স্থিরতা থাকা; অর্থাৎ ঝুঁকে পড়া, দমিত বা বশীভূত হওয়া, বিনয় ও নম্রতা প্রকাশ করা। ইবন আব্বাস বলেন, এর অর্থ, ভীত ও শান্ত থাকা।
[ইবন কাসীর]

মুজাহিদ রাহি. বলেনঃ দৃষ্টি অবনত রাখা। শব্দ নিচু রাখা। [বাগভী] “ খুশূ এবং খুদূ” দুটি পরিভাষা। অর্থ কাছাকাছি। তবে খুদূ কেবল শরীরের উপর প্রকাশ পায়। আর খুশূ মন, শরীর, চোখ ও শব্দের মধ্যে প্রকাশ পায়।

পূর্ণাঙ্গ খুশূ হচ্ছে, অন্তরে বাড়তি চিন্তা-ভাবনা ইচছাকৃতভাবে উপস্থিত না করা এবং অঙ্গ-প্রত্যঙ্গেও স্থিরতা থাকা; অনর্থক নড়াচড়া না করা। বিশেষতঃ এমন নড়াচড়া, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম সালাতে নিষিদ্ধ করেছেন। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ

إِنَّ الرَّجُلَ إِذَا قَامَ يُصَلِّي أَقْبَلَ اللَّهُ عَلَيْهِ بِوَجْهِهِ حَتَّى يَنْقَلِبَ أَوْ يُحْدِثَ حَدَثَ سُوءٍ

সালাতের সময় আল্লাহ তা'আলা বান্দার প্রতি সৰ্বক্ষণ দৃষ্টি নিবদ্ধ রাখেন যতক্ষণ না সে অন্য কোন দিকে দৃষ্টি না দেয়। তারপর যখন সে অন্য কোন দিকে মনোনিবেশ করে, তখন আল্লাহ্ তা'আলা তার দিকে থেকে দৃষ্টি ফিরিয়ে নেন।
[ইবনে মাজাহঃ ১০২৩]

আল্লাহ তা’আলা আমাদেরকে সালাতে পূর্ণ মনোযোগী হওয়ার তাওফিক দান করুন। আমিন⁩

Islam Insight

18 Nov, 20:12


🔴 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক⁨

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় ১০০টি রকেট নিক্ষেপ করেছে। এর মধ্যে কিছু রকেট ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আটকানো হয়েছে।

🚫 ইসরায়েলের জরুরি সেবার কর্মীরা জানিয়েছে, উত্তর ইসরায়েলে একজন ৬৫ বছর বয়সী মহিলাসহ দুজন সামান্য আহত হয়েছেন। মহিলার ঘাড়ে শেল শ্রাপনেলের আঘাত লেগেছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

🔹সেনাবাহিনী জানিয়েছে, দুপুর ৩টা (জিএমটি ১৩:০০) পর্যন্ত "লেবানন থেকে হিজবুল্লাহর নিক্ষিপ্ত প্রায় ৬০টি রকেট ইসরায়েলে প্রবেশ করেছে।"

🔴পরে তারা জানায়, “পশ্চিম গ্যালিলি অঞ্চলে বিকেল ৩:০৯ থেকে ৩:১১ পর্যন্ত সাইরেন বাজানোর পর, প্রায় ৪০টি রকেট লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছে।”

ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত একজন নারী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জরুরি সেবা বিভাগ জানিয়েছে।

সোর্স: aljazeera⁩

Islam Insight

18 Nov, 20:08


🚨 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক

হিজবুল্লাহর রকেট হামলার পর তেল আবিবে বিদ্যুৎ বিপর্যয়

ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন জানিয়েছে, একটি উচ্চ ভোল্টেজ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঐ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।


🚫হামলায় বনে ব্রাক এবং রামাত গান এলাকায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর, একটি উচ্চ ভোল্টেজ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে ওই এলাকার কিছু রাস্তার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে।

🔴বিবৃতিতে আরও জানানো হয়েছে, “কোম্পানির কর্মীরা নেটওয়ার্ক মেরামত এবং বাসিন্দাদের জন্য বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে।”

সোর্স: aljazeera

Islam Insight

18 Nov, 19:41


হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে যাওয়ার পরে পালানোর চেষ্টা করার সময় একজন সন্ত্রাসী ইসরায়েলি বসতি স্থাপনকারী একটি গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলো 🤣🤣

Islam Insight

18 Nov, 19:25


হিজবুল্লাহর হামলায় হতাহতদের স্থানান্তর করছে ইসরাইল 🔥🔥

Islam Insight

18 Nov, 19:19


হিজবুল্লাহর হামলায় তেল আবিব জ্বলছে

Islam Insight

18 Nov, 19:14


🚨 তেল আবিবের হায়ালন মলের কাছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে জানা গেছে। এতে একজন গুরুতর সহ 4 জন আহত হয়েছে।

সোর্স: Middle East Spectator

Islam Insight

08 Nov, 18:29


🚨 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক

চলমান যুদ্ধের কারণে সন্ত্রাসী ইসরায়েল তার প্রায় দুই ডিভিশন সেনা হারিয়েছে

🔹ইসরায়েলি সংবাদপত্র "মা'রিভ"-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধের কারণে ইসরায়েল তার প্রায় দু'টি ডিভিশনের মতো সেনাবাহিনী হারিয়েছে এবং বর্তমানে কয়েক হাজার সেনার অভাব অনুভব করছে। ইসরায়েল বর্তমানে সাতটি ফ্রন্টে যুদ্ধ করছে যেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির পাশাপাশি নতুন সেনাদেরও প্রয়োজন দেখা দিয়েছে।

🚫প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকার সম্প্রতি এমন একটি আইন পাস করেছে যা ধর্মপ্রাণ ইহুদি সম্প্রদায় (হ্যারেদিম) সদস্যদের সেনাবাহিনী থেকে অব্যাহতি দিয়েছে, যারা সাধারণত সেনাবাহিনীতে কাজ করেন না। অন্যদিকে, নিয়মিত সেনাদের সেবার মেয়াদ বাড়ানো এবং রিজার্ভ সৈন্যদের ওপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে, যা সামরিক বাহিনীর ওপর চাপ সৃষ্টি করছে।

🔴সামরিক সংকটের পাশাপাশি ইসরায়েল রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটেও পড়েছে। প্রতিবেদনে প্রধানমন্ত্রী সন্ত্রাসী নেতানিয়াহুর নেতৃত্বকে এই সংকটের জন্য দায়ী করা হয়েছে। নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের পরিবর্তে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অভিজ্ঞতাহীন কাটজকে নিয়োগ দিয়েছেন, যা ইরানের সম্ভাব্য হুমকির প্রেক্ষাপটে বিতর্কের সৃষ্টি করেছে।

অর্থনৈতিক দিক থেকে দেশটির ঋণমান হ্রাসের ঝুঁকিতে রয়েছে। সেইসাথে বাজেট ঘাটতি বেড়েই চলেছে, এবং খরচ নিয়ন্ত্রণে পাঁচটি মন্ত্রণালয় বন্ধের সুপারিশ করা হয়েছে। বিশ্লেষক বেন কাস্পিটের মতে, এই পদক্ষেপগুলো ইসরায়েলের কৌশলগত অবস্থাকে আরও দুর্বল করছে এবং শুধুমাত্র নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা হিসেবেই বিবেচিত হচ্ছে।

"চ্যানেল ১৩"-এর এক জরিপে ৫২% মানুষ মনে করেন যে সন্ত্রাসী নেতানিয়াহুর নেতৃত্ব ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে।

সুত্র : আল-মায়াদিন টিভি

Islam Insight

08 Nov, 17:49


🔘 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (গাজা)

🚨 ইসরাইলী সংসদে নতুন আইন: ১৪ বছরের কম বয়সী ফিলিস্তিনি শিশুদেরও কারাভোগ করতে হবে !

⭕️ সন্ত্রাসী ইসরাইল সরকার একটি নতুন আইন পাস করেছে যা ১৪ বছরের কম বয়সী ফিলিস্তিনি শিশুদের কারাভোগের বৈধতা দেয়। এই আইন অনুযায়ী যদি কোনো ফিলিস্তিনি শিশুর বিরুদ্ধে হত্যা বা হত্যাচেষ্টার অভিযোগ দায়ের হয়, তবে আদালত ১৪ বছরের কম বয়সী শিশুদেরও কারাগারে আটক রাখার আদেশ দিতে পারবে।

⭕️ অথচ জাতিসংঘের প্রস্তাব এবং আন্তর্জাতিক চুক্তি শিশুদের কারাবাস নিষিদ্ধ করা সত্ত্বেও বর্তমানে ২৭০ এরও অধিক নিরপরাধ ফিলিস্তিনি শিশু ইসরায়েলি কারাগারে আটক রয়েছে !!

Islam Insight

08 Nov, 17:38


🚨 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (গাজা)

🔻 দেখুন সন্ত্রাসী ইসরাইলের ট্যাংক উড়িয়ে দেওয়ার ক্ষেত্রে হামাস মুজাহিদীনদের কি অসধারণ দক্ষতা ! ❤️❤️

Islam Insight

08 Nov, 17:18


🔘 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (আরাকান)

নির্যাতিত রোহিঙ্গা মুসলিমরা আর শরণার্থী হিসেবে থাকতে চায় না। তারা চায় দ্রুত নিজ ভূমিতে ফিরে যেতে। আরাকানকে একটি নিরাপদ ভূমি হিসেবে দেখতে চায় তারা।

রোহিঙ্গাদের জন্য নিরাপদ আবাসভূমি গড়তে আরাকানকে সন্ত্রাসী আরাকান আর্মি মুক্ত এলাকা করতে হবে। সেইসাথে ক্যাম্পে ও আরাকানে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য জরুরী ভিত্তিতে মানবিক সহায়তা পাঠাতে হবে।⁩

Islam Insight

08 Nov, 16:49


🔘 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (গাজা)

আমস্টারডামে ঘটনার প্রেক্ষিতে গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করেছে ।

আজ সকালে গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী সিরিজ বোমা বিষ্ফোরণ ঘটিয়ে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করেছে। এই পদক্ষেপটি আমস্টারডামে সাম্প্রতিক ঘটনার প্রতিক্রিয়া হিসেবে নিয়েছে, যেখানে ইসরায়েলি ফুটবল ভক্তদের সাথে সহিংস সংঘর্ষ হয়েছিল।

ইসরায়েলি সেনারা একটি বিবৃতিতে বলেছে, “আমরা এই বিস্ফোরণটি মাকাবি তেল আবিবের সমস্ত ভক্তদের উৎসর্গ করছি।”

Islam Insight

08 Nov, 16:17


🔴 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক

গাজায় সেনাদের থাকার কোন কারণ নেই : গালান্ট

🚫 ইসরায়েলি বন্দীদের পরিবারের সাথে কথা বলতে গিয়ে, ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ট নিশ্চিত করেছেন যে গাজায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি কেবল নেতানিয়াহুর ইচ্ছার কারণে, রাজনৈতিক উদ্দেশ্যের কারণে নয়।

🔴 গাজায় আটকে পড়া ইসরায়েলি বন্দীদের পরিবারের সামনে গালান্ট জানিয়েছেন যে ইসরায়েলি দখলদার বাহিনী (আইওএফ)-এর সেখানে থাকার আর কোনো যৌক্তিক কারণ নেই।

🔹 গালান্ট ও আইডিএফ প্রধান হারজি হালেভি নেতানিয়াহুর দাবির বিরোধিতা করে জানান, গাজায় অবস্থান করায় সৈন্যদের জীবনের "অনিশ্চিত ঝুঁকি" তৈরি হচ্ছে।

গালান্ট বন্দীদের মুক্তি নিশ্চিত করতে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিলে যুদ্ধবাজ নেতানিয়াহু তাকে বরখাস্ত করেছেন।

সুত্র : আল-মায়াদিন টিভি

Islam Insight

08 Nov, 15:55


🔘 ইসলাম ইনসাইট - ওয়ার এনালাইসিস

🔴 এবার ইরান সন্ত্রাসী ইসরাইলের উপর চতুরদিক থেকে আক্রমনের জন্য ইরাকে তার প্রক্সি বাহিনীগুলোর কাছে সরাসরি ইরানের তৈরি শত শত উন্নতমানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ শুরু করেছে

🚫 ইরান এখন সন্ত্রাসী ইসরায়েলকে ঘিরে চারদিক থেকে আঘাত হানার পরিকল্পনায় এক নতুন মাত্রা যোগ করেছে। তারা ইরাকে থাকা তাদের মিত্র বাহিনীর কাছে নিজেরদের তৈরি শত শত উন্নতমানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ শুরু করেছে। এই সরবরাহকে "কৌশলগত মজুদ" হিসেবে উল্লেখ করা হচ্ছে, যা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো প্রতিশোধমূলক আক্রমণ এবং দীর্ঘমেয়াদি যুদ্ধের সময় ব্যবহার করা হবে।

আঞ্চলিক শক্তি বিস্তারের নতুন ধাপ

ইরান দীর্ঘদিন ধরে ইরাকের শিয়া মিলিশিয়া এবং অন্যান্য প্রক্সি গ্রুপের মাধ্যমে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। এবার এই নতুন মজুদ ইরানকে যুদ্ধক্ষেত্রে আরও দ্রুত ও শক্তিশালী প্রতিক্রিয়ার সুযোগ করে দেবে। মূলত ইরান যেকোনো আঘাতের জবাবে তাৎক্ষণিক প্রতিশোধ নিতে এবং যুদ্ধ দীর্ঘায়িত হলে টিকে থাকতে সক্ষম হতে চাইছে।

সামরিক ভারসাম্যে পরিবর্তন আনার লক্ষ্য

এই পদক্ষেপ ইরানের একটি দীর্ঘমেয়াদি কৌশলের অংশ, যেখানে তারা মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য নিজেদের পক্ষে আনতে চায়। ইরানের প্রক্সি বাহিনীগুলো ফ্রন্টলাইনে থেকে দখলদার ইসরায়েলের উপর ক্রমাগত চাপ বজায় রাখবে, যা ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।

কৌশলগত আধিপত্যের প্রস্তুতি

ইরান এই মজুদ কেবলমাত্র সামরিক শক্তি দেখানোর জন্য করছে না। এটি এক জটিল পরিকল্পনার অংশ, যার লক্ষ্য প্রতিরক্ষা শক্তি বাড়ানো এবং আঞ্চলিক আধিপত্য নিশ্চিত করা।

এটি স্পষ্ট যে, ইরান চারদিক থেকে আক্রমণ বা প্রতিরক্ষার মাধ্যমে তাদের সামরিক ক্ষমতা সুসংহত করতে চাইছে, যা প্রতিরোধ করা সন্ত্রাসী ইসরায়েলের জন্য পূর্বের চেয়ে কয়েকগুন কঠিন হবে।

Islam Insight

08 Nov, 15:40


🔘⁩ ⁨ইসলাম ইনসাইট ll আন্তর্জাতিক

🚨 রাশিয়া - ইউক্রেন যুদ্ধঃ ৯৮৭তম দিনের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ!


🔴 রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান বাহিনী ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের ক্রেমিনা বালকা গ্রামটি দখল করেছে।

🔴 ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে রাশিয়ার গাইডেড বোমা হামলায় চারজন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে। হামলায় বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং একটি অঙ্কোলজি সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।

🔴 ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, "ড্রোন হামলার সময় রাশিয়া উত্তর ইউক্রেনের জাইটোমির অঞ্চলে একটি জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। হামলায় তিনজন আহত হয়েছে।"

🔴 ভূপাতিত ড্রোনগুলির টুকরোতে কিয়েভে কমপক্ষে দুইজন আহত এবং ১০ টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসাথে একটি মেডিকেল সেন্টার, ব্যবসায়িক কেন্দ্র এবং অ্যাপার্টমেন্ট ব্লক সহ-দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় একজন ব্যক্তি আহত হয়েছে। সেখানে একটি ১১ তলা বিল্ডিং, গাড়ি এবং একটি গ্যাস পাইপ রাশিয়ান ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

🔴 ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে, তারা সারা দেশে রাশিয়ার ১০৬ ড্রোনের মধ্যে ৭৪টি ভূপাতিত করেছে এবং আরও ২৫টি ড্রোন তাদের অবস্থান থেকে হারিয়ে গেছে।

🔴 পুতিন ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, তবে ইউক্রেন নিয়ে দাবিতে কোনো পরিবর্তন নয়: ক্রেমলিন।

🔴 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত, তবে মস্কোর দাবিগুলো অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন।

Islam Insight

08 Nov, 13:29


🚨 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (গাজা)

গাজার উত্তর-পশ্চিমে আল-খাজানদার এলাকার কাছাকাছি একটি ইহুদিবাদী "মারকাভা" ট্যাঙ্ককে ধ্বংস করার মনমুগ্ধকর ভিডিও প্রকাশ করেছে আল - কাসসাম ব্রিগেড 🔥🔥

Islam Insight

08 Nov, 13:11


⭕️ স্ক্রিনশটে যার পোস্ট ও ছবি দেখতে পাচ্ছেন তার নাম প্রত্যয় রায় চৌধুরী। সিলেটের মেজরটিল্লায় থাকা এই ইসকনের সদস্য সমন্বয়ক সারজিস আলমকে হত্যা করবে বলে ফেসবুকে পোস্ট দেয়। এর কারণ, সমন্বয়ক সারজিস ভাই নাকি জঙ্গিদের সাপোর্ট করেন !!!

⭕️ এই মালাউন বাংলাদেশে বসে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, এজন্য ব্যাপকভাবে কাজ করছে। এমনকি একটা মুসলিম মেয়ের জীবন ও নষ্ট করেছে এই কুলাঙ্গার।

তার নাম্বার: +8801745448023

আইডি:
https://www.facebook.com/prottoy.roychowdhury?mibextid=ZbWKwL


⭕️ সারজিস আলমকে হত্যার হুমকি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে উসকানীমুলক মন্তব্য অবস্থানের কারণে এই কুলাঙ্গারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

Islam Insight

08 Nov, 12:25


৭০.৮০ দশকে ইসকন পরিচালিত বোডিং স্কুলগুলোতে শিক্ষার্থী যৌন এবং শারীরিক নির্যাতনের কারণে ৪০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে ৭৯ জন বাদী হয়ে মামলা করে।

সেই মামলায় ইসকন সাড়ে ৯ মিলিয়ন ডলার দিয়ে লস এঞ্জেলসে নিজেদের দেউলিয়া ঘোষণা করে।

তথ্যসূত্র : লস এঞ্জেলস টাইমস
প্রকাশ : ২৬ জুন ২০০৫

Islam Insight

08 Nov, 12:08


বর্তমানে ভারতের প্রদেশ হায়দ্রাবাদ ১৯৪৭ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত স্বাধীন ছিল।
আয়তনে বাংলাদেশের চেয়ে বড় - ৮২,৬৯৮ বর্গমাইল।
খনিজ সম্পদে ভরপুর - কয়লা, সোনা, লোহা, হীরা সবই ছিল।
কৃষি সম্পদের মধ্যে চাল, গম, জওয়ার, বজরা, তিল, তিসি, ভুট্টা।
ছিল নির্বাচিত গণতান্ত্রিক সরকার।
নিজস্ব আইন আদালত ছিল। বিচার ব্যবস্থা ছিল।
নিজস্ব মুদ্রা ছিল, সেনাবাহিনী ছিল, হাইকোর্ট ছিল, ছিল শুল্ক বিভাগ।
নিজস্ব বিশ্ববিদ্যালয় ছিল।

⭕️ ১৯৪৭ সালে স্বাধীনতা ঘোষণার পর থেকেই ভারত হায়দ্রাবাদ দখলের পায়তারা করে। এর ভেতরে প্রশিক্ষণপ্রাপ্ত অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিয়ে অস্থিরতা সৃষ্টি করা হয়। রামানন্দ তীর্থ নামক জনৈক কংগ্রেস নেতা ধর্মকে অবলম্বন করে দেশে আইন অমান্য আন্দোলন শুরু করলেন। হায়দ্রাবাদ সরকার ধর পাকড় শুরু করলে তিনি ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে এ্যাকশন কমিটি তৈরি করলেন। সেই এ্যাকশন কমিটির লোকজন দলে দলে হায়দারাবাদে ঢুকে পড়ে মুসলমানদের হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ এবং সীমান্তরক্ষীদের সাথে খন্ড যুদ্ধে লিপ্ত হলো। দেশটার কংগ্রেস এবং কম্যুনিষ্টরা এক হয়ে রাজতন্ত্র উচ্ছেদের নামে দেশে সশস্ত্র বিদ্রোহ শুরু করে দিল। যা ইতিহাসে 'তেলেঙ্গানা বিদ্রোহ' নামে চিরকুখ্যাত হয়ে আছে।

⭕️ পরিস্থিতি এমনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল যে বিদ্রোহীরা পুলিশ দিয়ে ঠেকানো সম্ভব ছিল না, কারণ তাদের হাতে ছিল ভারী যুদ্ধাস্ত্র যা ভারত থেকে সরবরাহ করা হচ্ছিল। তারা একের পর এক গ্রাম দখল করে সেখান থেকে মুসলমানদের উচ্ছেদ করতে লাগলো, খাজনা আদায় করতে লাগলো। এরকম এক নাজুক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার সেনাবাহিনী তলব করলেন।

⭕️ সেখানেও দেখা গেল পুলিশের মতই অস্ত্র সংকট রয়েছে। কারণ বিদ্রোহীদের হাতে ছিল অনেক উন্নত যুদ্ধাস্ত্র। এহেন পরিস্থিতিতে মুসলিম সংগঠনগুলোর বসে থাকার উপায় ছিল না। তারা আক্রান্ত মুসলিম জনগণকে সংগঠিত করে, আত্মরক্ষামূলক অস্ত্র ট্রেনিং দিয়ে তাদের প্রতিরোধ বাহিনী হিসেবে গড়ে তুললেন।

⭕️ বিখ্যাত কাসিম রিজভী কলেজ ছাত্রদের নিয়ে গড়ে তুললেন এক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনী, যাদের নাম রাখা হলো ‘রেজাকার’ অর্থ্যাৎ স্বেচ্ছাসেবক। দেখতে দেখতে ঝড়ের দ্রুততায় স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগ দেবার জন্য জনগণ এগিয়ে আসতে লাগলো। সীমান্ত এলাকায় তারা প্রতিরোধ বুহ্য রচনা করে ভারতীয় অনুপ্রবেশ স্তব্ধ করে দিতেও সক্ষম হলো।

⭕️ কিন্তু মিথ্যা কথা এবং প্রোপাগান্ডায় দক্ষ ভারত স্বেচ্ছাসেবক বাহিনীর নামে খুন, লুট আর কল্পিত অত্যাচারের গল্প তৈরি করে, রং ছড়িয়ে তাদের প্রচার মাধ্যমগুলোর মধ্যে প্রচার করে, দেশময় আতঙ্ক ছড়াতে লাগলেন। তারা প্রচার করতে লাগলো, ভারত হায়দ্রাবাদ আক্রমণ করলে স্বেচ্ছাসেবক বাহিনী হিন্দুদের কচু কাটা করবে।

তাদের প্রচারে আতঙ্কিত হয়ে হিন্দুরা দলে দলে ভারতে পালিয়ে যেতে লাগল। সেই সুযোগে ভারত তার স্বরে চিৎকার করতে লাগলো যে, হায়দারাবাদে হিন্দুদের জানমালের কোনো নিরাপত্তা নেই। এভাবেই সংগঠিত অপপ্রচারের মাধ্যমে হায়দারাবাদের ভাবমূর্তি নষ্ট করে তারা ভারতে সেনা অভিযানের ক্ষেত্র প্রস্তুত করতে লাগল।


⭕️ ১৯৪৮ সালের ১৩ সেপ্টেম্বর ভারতীয় বাহিনী হায়দ্রাবাদ অভিযান শুরু করে। ভারতীয় বাহিনী হায়দ্রাবাদে সেনা অভিযানের নামকরণ করেছিল ‘অপারেশন পোলো’। বিশাল ভারতীয় সৈন্যবাহিনীর সামনে টিকতে পারেনি হায়দ্রাবাদের সেনারা।

⭕️ ১৯৪৮ সালের ১৮ সেপ্টেম্বর হায়দ্রাবাদ বাহিনীর প্রধান সেনাপতি আল ইদরুস রাজধানী হায়দ্রাবাদের বাইরে গিয়ে ভারতীয় সেনাপ্রধান মেজর জেনারেল জেএন চৌধুরীর কাছে আত্মসমর্পণ করেন। এরপর হায়দ্রাবাদে মুসলিমদের ওপর চালানো হয় গণহত্যা। সেই ঘটনা আরেকদিন বলব।

এখন শুধু বলি, এই যে চট্টগ্রামের তথাকথিত দাঙ্গা, ভারতের গণমাধ্যম, টুইটার এবং বিদেশে থাকা লীগারদের মিথ্যা প্রোপাগাণ্ডার সাথে আপনারা উপরে বর্ণিত ইতিহাসের মিল পান কি?

Courtesy: শরীফ আবু হায়াত অপু ভাই

Islam Insight

08 Nov, 10:36


আপনি কি ফিলিস্তিনের রাজধানীর নাম বলতে পারেন

Islam Insight

29 Oct, 19:03


Islam Insight pinned «»

Islam Insight

29 Oct, 18:11


🔘 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক

গত এক বছরের যুদ্ধে আমাদের প্রায় ১২ হাজার সৈন্য নিহত হয়েছে, কিন্তু সেনাবাহিনী সঠিক সংখ্যাটি প্রকাশ করছে না।

🚫 সরকার যদি হানিয়া (রাহি.) এবং সিনওয়ারের (রাহি.) হত্যার প্রশংসা নিতে চায় তবে আমাদের এতো সৈন্য নিহতের দায় ও নিতে হবে।

🔹 আমাদের বন্দীরা এখনো সুড়ঙ্গে, উত্তর অঞ্চলের মানুষজন তাদের ঘরবাড়ি থেকে দূরে বসবাস করছে এসব দিকে সরকারের নজর যাচ্ছে না।

-ইয়াইর লাপিড
সন্ত্রাসী ইসরাইলের বিরোধী দলীয় নেতা

Islam Insight

29 Oct, 17:57


🚨 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (গাজা)

আমাদের এখন খাদ্য বা পানীয়ের প্রয়োজন নেই কারণ শীঘ্রই আমাদের সবাইকে হত্যা করা হবে।

🚫 আমাদের মৃতদেহ ঢেকে রাখার জন্য দয়া করে [কিছু কাফন] পাঠান যাতে আমাদের রক্ত ও ক্ষতের দৃশ্য দেখে আপনারা বিরক্ত না হন।

-গাযার স্বাস্থ্য মন্ত্রণালয়

Islam Insight

29 Oct, 17:18


🔘 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (আফগানিস্তান)

প্রথমবারের মতো কাজাখস্তানে গেল কান্দাহারের ডালিম

সম্প্রতি আফগানিস্তানের কান্দাহার প্রদেশ থেকে কাজাখস্তানের আলমাটি শহরে প্রথমবারের মতো ২৩ টন ডালিম রপ্তানি করেছে আফগান ব্যবসায়ীরা। তুরগুন্দি বন্দর দিয়ে পাঠানো এই ডালিম রপ্তানির মধ্য দিয়ে আফগানিস্তানের কৃষি পণ্য এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে এক নতুন বাজারে প্রবেশ করল।

ডালিম রপ্তানির ব্যাপারে একজন রপ্তানিকারক জানান, কাজাখস্তানে কান্দাহারের বেদানা রপ্তানি অব্যাহত থাকবে এবং এই উদ্যোগটি আফগানিস্তানের অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। এই প্রথমবারের মতো কান্দাহারের ডালিম কাজাখস্তানে পৌঁছেছে। এর মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: ইয়াকিন নেটওয়ার্ক

Islam Insight

29 Oct, 14:45


Islam Insight pinned «»

Islam Insight

29 Oct, 12:46


আওয়ামী লীগের দালালী করা এই চেয়ারম্যান ও কমিশনারদেরকেও বিচারের আওতায় আনতে হবে।

Islam Insight

29 Oct, 12:17


কিছুক্ষণ আগে হিজবুল্লাহর রকেট হামলায় একজন সন্ত্রাসী ইসরাইল সৈন্য নিহত এবং চারজন আহত হয়েছে।

Islam Insight

29 Oct, 12:15


পাসপোর্ট বাতিলের পাশাপাশি গণহত্যার দায়ে এদের সকলকে কঠোর শাস্তি দিতে হবে।

Islam Insight

29 Oct, 11:12


পাঠ্যপুস্তক থেকে এই ইসলামবিদ্বেষীর গল্প - প্রবন্ধ বাতিলসহ তার লেখা সকল বই বিক্রি নিষিদ্ধ করতে হবে। সেইসাথে এই কুলাঙ্গারকে সামাজিকভাবে বয়কট করতে হবে। চব্বিশের স্বাধীন দেশে ইসলামবিদ্বেষী লেখকদের কোনো জায়গা হবে না।

Islam Insight

26 Oct, 14:57


শত কষ্টের মাঝেও সুন্দর হাসি হাসছে এই ফিলিস্তিনি শিশুটি

ইন শা আল্লাহ এই শিশুরাই হবে সিনওয়ার রাহিমাহুল্লাহর যোগ্য উত্তরসূরী

যারা উম্মাহর জন্য রক্ত ঝরায় বুঝ হওয়ার আগেই

Islam Insight

26 Oct, 12:57


ফিলিস্তিনের কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়াকে চলমান ইসরাইলি অবরোধের মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে যে, তিনি অসহায়ভাবে দাঁড়িয়ে আছেন।

ইসরাইলিরা তাকে অনেকবার ইউরোপে পাঠিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছে কিন্তু তিনি নিজ ভূমি আর জাতি ছেড়ে অন্য কোথাও যাবেন না বলে পরিস্কার জানিয়ে দিয়েছেন।

একেই বলে ঈমানের দৃঢ়তা।

Islam Insight

26 Oct, 12:31


একনজরে আজকে ইরানে সন্ত্রাসী ইসরাইলের হামলার সংক্ষিপ্তসারঃ

— সন্ত্রাসী ইসরায়েল ইরানের তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের কিছু সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে।

— প্রায় ২০টি মিসাইল ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল।

— ইসরায়েলি সূত্র অনুযায়ী, তিন দফা হামলায় ১০০টি যুদ্ধবিমান অংশ নেয়।

– ইসরায়েল এই হামলার সময় ও স্থান ইরানকে একদিন আগেই জানিয়ে দিয়েছিলো।

– ইরান তার মাঝারি মানের এয়ার ডিফেন্স সিস্টেম এক্টিভ করেছিলো। যা বেশিরভাগ ইসরায়েলি হামলা আটকে দিতে সক্ষম হয়েছিলো।

— ইরানি সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসী ইসরাইলের আক্রমণে তাদের দুই জন সেনা নিহত হয়েছে।

Islam Insight

26 Oct, 10:12


🔘 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (আফগানিস্তান)

🚨 WHO’র সহায়তায় বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন করছে আফগানিস্তান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় দেশজুড়ে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন করছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সংস্থাটির প্রতিনিধিদের সাথে আফগান স্বাস্থ্য মন্ত্রী মাওলানা নূরে জালাল জালালীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। দেশজুড়ে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনে সহায়তা করায় তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া সরকারের পক্ষ থেকে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া বৈঠকে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সাথে কাবুল সহ মোট ১০টি প্রদেশে ক্যান্সার চিকিৎসার স্পেশালাইজড স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, অনুন্নত ও প্রত্যন্ত অঞ্চলে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, জটিল চিকিৎসা সরঞ্জাম ও অনকোলজি সেবার প্রয়োজনীয় ঔষধ ক্রয়ের বিষয়ে আলোচনা করেন। আফগান স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সমর্থনের উপর জোর দেন। আফগান স্বাস্থ্যসেবার টেকসই উন্নয়নে সকলকে ইমারাত সরকারকে সহযোগিতার আহবান জানান।

অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিগণ আফগান স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। স্বাস্থ্য প্রকল্পগুলো বাস্তবায়নে উন্নত ও শক্তিশালী অংশীদারিত্বের নিশ্চয়তার কথা জানান।

Source: RTA

Islam Insight

26 Oct, 08:16


খুনি হাসিনা ও তার বাহিনী কিভাবে বিগত ১৫ টি বছর অর্থ লুটপাট করেছে তা বুঝতে এই একটা কমেন্ট ই যথেষ্ট !

Islam Insight

26 Oct, 07:23


মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মির নিকট থেকে বাংলাদেশি দুই কিশোরকে ফিরিয়ে আনলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

⭕️ শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে বান্দরবানের ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে বিজিবি কাছে দুই বাংলাদেশি কিশোরকে আরাকান আর্মি হস্তান্তর করে।

⭕️ ফেরত দুই কিশোর হলো- টেকনাফ উপজেলার হ্নীলার পশ্চিম ফুলের ডেইল এলাকার মো. ছাবের (১৪) ও আব্দুর রহমান (১২)।

⭕️ কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানিয়েছেন, গত ১৩ আগস্ট টেকনাফের নাফ নদীতে মাছ শিকারে যায় দুই কিশোর। নাফ নদীতে মিয়ানমারের পার্শ্ববর্তী ডুবাচর দ্বীপে মাছ ধরতে যাওয়ার অপরাধে সন্ত্রাসী আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। পরে দুই কিশোরের পরিবার বিষয়টি বিজিবিকে অবহিত করলে আরাকান আর্মি সঙ্গে যোগাযোগ স্থাপন করে। সার্বক্ষণিক প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে আরাকান আর্মির নিকট হতে বাংলাদেশি দুই কিশোরকে ফেরত আনতে সক্ষম হয়।

Islam Insight

26 Oct, 05:57


🔴 ⁨ইসরায়েলের উত্তরাঞ্চলে আজ সকালে ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে।

🔴 ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূমধ্যসাগরের সাইপ্রাসের কাছাকাছি এবং এটি মূলত হাইফা ও তার আশপাশে অনুভূত হয়। এই কম্পনের ফলে এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।⁩

Islam Insight

26 Oct, 05:02


هَلۡ اَتٰی عَلَی الۡاِنۡسَانِ حِیۡنٌ مِّنَ الدَّهۡرِ لَمۡ یَكُنۡ شَیۡئًا مَّذۡكُوۡرًا

মানুষের উপর কি কালের এমন কোন ক্ষণ আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না?

اِنَّا خَلَقۡنَا الۡاِنۡسَانَ مِنۡ نُّطۡفَۃٍ اَمۡشَاجٍ ٭ۖ نَّبۡتَلِیۡهِ فَجَعَلۡنٰهُ سَمِیۡعًۢا بَصِیۡرًا

আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে, তাকে পরীক্ষা করার জন্য; এ জন্য আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন।

اِنَّا هَدَیۡنٰهُ السَّبِیۡلَ اِمَّا شَاكِرًا وَّ اِمَّا كَفُوۡرًا

আমি তাকে পথের নির্দেশ দিয়েছি; হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে।

اِنَّاۤ اَعۡتَدۡنَا لِلۡكٰفِرِیۡنَ سَلٰسِلَا۠ وَ اَغۡلٰلًا وَّ سَعِیۡرًا

আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি শেকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি।

• আল-ইনসান | আয়াত ১-৪

Islam Insight

26 Oct, 04:10


ব্রেকিংঃ পুরো ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করেছে সিনিয়র শূকর তথা নেতানিয়াহু প্রশাসন।

Islam Insight

26 Oct, 03:59


সন্ত্রাসী ইসরায়েলের প্রায় ৯৯% রকেট স্ট্রাইক ইরানি এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত করেছে অত্যন্ত সফল ভাবে।

Islam Insight

26 Oct, 03:56


ব্রেকিং...
ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে।

এটা কি আসলেই কোন অভিযান ছিল? নাকি অন্য কিছু?