এক সময় রাজা-মহারাজারা সিংহাসনে বসে রাজত্ব করতেন, আর আজ আধুনিক রূপে করপোরেট, রাজনীতিক এবং প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী জনগণকে নিয়ন্ত্রণ করছে। তারা কখনও খোলস পাল্টিয়ে, কখনও ভিন্ন ভোল ধরে, নিজেদের প্রতিষ্ঠা করে রাখে। সাধারণ মানুষের অধিকার আর চাহিদা তাদের ক্ষমতার খেলায় স্রেফ এক ভরকেন্দ্র মাত্র।
এই দুষ্ট চক্রকে ভাঙতে যুগে যুগে তিনটি জিনিস মূলমন্ত্র হিসেবে কাজ করেছে:
১। সচেতনতা – সত্যকে জানা ও সঠিক তথ্যকে ছড়িয়ে দেওয়া।
২। সঠিক ও বলিষ্ঠ নেতৃত্ব – যারা জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে নেতৃত্ব দেন।
৩। সামগ্রিক সংগ্রাম – যেখানে সকল শ্রেণির মানুষ একত্রিত হয়ে ন্যায় ও অধিকার আদায়ে এক কণ্ঠে সোচ্চার হয়।
- সরোয়ার