সমরাঙ্গন - Channel @somoranggon1 Channel on Telegram

সমরাঙ্গন - Channel

@somoranggon1


Welcome to সমরাঙ্গন Official Channel. 🇧🇩

আপনারা যারা channel এ join করলেন, তারা chat group এও join করেন যেনো পোস্টে comment & chat করতে পারেন,নিচে click the link.

https://t.me/somoranggonchat

সমরাঙ্গন - Channel (Bengali)

সমরাঙ্গন - Channel এ আপনাদের স্বাগতম! এটি একটি অফিশিয়াল চ্যানেল, যেখানে আপনি বাংলাদেশি সংগীত, সিনেমা, প্রযুক্তি এবং আরও অনেক কিছুতে আলোচনা করতে পারবেন। এই চ্যানেলে join করার মাধ্যমে আপনি গ্রুপের মধ্যেও যোগদান করতে পারবেন, যাতে আপনি পোস্টে মন্তব্য এবং চ্যাট করতে পারবেন। আরও নতুন এবং মজাদার বিষয়ের জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। https://t.me/somoranggonchat

সমরাঙ্গন - Channel

19 Nov, 11:31


নিউক র‍্যাংকিং ২০২৪

সমরাঙ্গন - Channel

17 Nov, 06:30


https://www.bbc.com/bengali/articles/cj9n88nmx24o

সমরাঙ্গন - Channel

14 Nov, 18:52


https://www.prothomalo.com/world/usa/uey1kw0rn6

সমরাঙ্গন - Channel

03 Nov, 23:07


https://www.bbc.com/bengali/articles/cjr47dq12ywo

সমরাঙ্গন - Channel

03 Nov, 17:14


🇮🇷🇮🇱 ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান: ইরান তার নিরাপত্তার ওপর কোনোরকম ছাড় দিবে না এবং হামলার প্রতিউত্তর দিতে ছাড়বে না।

ইসরায়েল যদি যুদ্ধবিরতি মেনে নিয়ে তার আচরণ পুনর্বিবেচনা করে এবং এই অঞ্চলে নিপীড়িত ও নিরপরাধ মানুষ হত্যা বন্ধ করে, তাহলে এটি ইরানের ইসরাইলের প্রতি মনোভাব পরিবর্তন করবে ।

সমরাঙ্গন - Channel

17 Oct, 15:09


হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার আসলেই নিহত হয়েছেন। ছবিগুলো বিভৎস হলেও আপনাকে ভালো করে চেহারা, দাড়ি, বিশেষ দাঁতের দিকে তাকালে কনফার্ম হতে পারবেন।

তবে বিমান হামলা নাকি ট্যাংক হামলা সেটি এখনো পরিষ্কার নয়। এ পর্যন্ত যেসব খবর পাওয়া গেছে তার সারমর্ম হলো:

ইসরায়েলি সেনারা রাফাহর 'তেল সুলতান' এলাকায় টহলের সময় তিনজন হামাস সদস্যের সঙ্গে গুলি বিনিময় শুরু করে। এসময় ফায়ার সাপোর্ট দিতে এগিয়ে আসে মারকাভা ট্যাংক। পরপর দুটো শেল ছোড়া হলে ভবনটি প্রায় ধসে পড়ে। ইসরায়েলি সেনারা মৃতদেহগুলো পরীক্ষা করতে গেলে দেখতে পায়, তাদের মধ্যে একজনের চেহারা হুবহু ইয়াহিয়া সিনওয়ারের মতো। দ্রুত লাশের
ডিএনএ টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়।

সেখান থেকে কনফার্ম হয় যে তিনি শহীদ হয়েছেন। তবে ইসরাইল ও হামাস -- কেউই এখনো অফিসিয়াল বিবৃতি দেয় নি। যার ফলে বিভিন্ন মিডিয়ায় পরস্পর বিরোধী কথা শোনা যাচ্ছে।

আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নিক, আমিন

সমরাঙ্গন - Channel

14 Oct, 08:27


যুক্তরাষ্ট্রের এক ব্যাটারি THAAD এন্টি ব্যালাস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম ইসরায়েলের মোতায়েন করেছে।

Terminal High Altitude Area Defense (THAAD) হল একটি মার্কিন মিসাইল ডিফেন্স সিস্টেম যা ছোট, মিডিয়াম এবং লংরেঞ্জ ব্যালিস্টিক মিসাইলগুলোকে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি মিসাইলগুলোকে তাদের শেষ পর্যায়ে (re-entry phase) আঘাত করে ধ্বংস করে। এটি এক্সপ্লোসিভের বদলে কাইনেটিক কিলের মাধ্যমে ধ্বংস করে বিধায় নিউক্লিয়ার মিসাইল নিরাপদে ইন্টারসেপ্ট করা যায়।

থ্যাডের ক্ষমতা:
* অপারেশনাল রেঞ্জ: ২০০ কিলোমিটার
* উচ্চতা: ১৫০ কিলোমিটার
* সর্বোচ্চ গতি: ১০ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা (ম্যাক ৮.২)

সাধারণত ছয়টি লঞ্চার দ্বারা গঠিত হয় একটি ব্যাটারি। প্রতিটিতে আটটি ইন্টারসেপ্টর মিসাইল থাকে। তারমানে মোট ৪৮টি মিসাইল। সম্ভবত ইরান ও হিজবুল্লাহর আগের হামলাগুলো ঠেকাতে গিয়ে ইসরাইলের নিজস্ব ব্যালাস্টিক মিসাইল Arrow ও David Sling সিস্টেমে ইন্টারসেপ্টর মিসাইলের স্টক কমে এসেছে।

ইসরাইল যদি ইরানে হামলা করে, তবে আবারো ব্যালাস্টিক ও হাইপারসনিক মিসাইল হামলা চালাবে ইরান। সেক্ষেত্রে
ইসরাইলকে প্রটেকশন দিবে THAAD।

সমরাঙ্গন - Channel

09 Oct, 09:25


মানবাধিকারের রক্ষকদের বাণী

সমরাঙ্গন - Channel

07 Oct, 11:55


গত বছরের ৭ অক্টোবরের হামাসের হামলা সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই । প্রত‍্যেকের একান্ত নিজস্ব মতামত । আগামীকাল দুপুর ১২ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু ছাড়া কোন কিছু পোস্ট না করার অনুরোধ জানাচ্ছি ।

সমরাঙ্গন - Channel

05 Oct, 22:30


🇮🇱🏴‍☠🇱🇧 🇵🇸 বৈরুতের দাহেহকে লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলা ।

ইসরাইল বৈরুতে তার হামলা জোরদার করছে, লেবাননের রাজধানীতে যুদ্ধ বিমানের বোমা হামলার খবর পাওয়া গেছে।

বৈরুতের দক্ষিণ শহরতলির আল-লায়লাকি, আল-তাহউইতা, বুর্জ আল-বরাজনেহ এবং হারেত হরিক অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং আল মানার টিভি চ্যানেলের ভবন ছিল প্রধান লক্ষ্যবস্তু ছিল।

সমরাঙ্গন - Channel

13 Aug, 07:29


হিব্রু চ্যানেল 13: রাজনৈতিক অভিজ্ঞরা আশংকা করছে যে ইরানি হামলা আগামী কয়েক দিনের মধ্যে ঘটবে। প্রতি কয়েক ঘণ্টায়, ইসরায়েলী জনসাধারণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা আপডেট করা প্রয়োজন কিনা তা নির্ধারণ করতে নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে একটি নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন রিপোর্ট তৈরী করা হয়।

সমরাঙ্গন - Channel

13 Aug, 07:18


হিব্রু সংবাদপত্র "ইসরায়েল হায়ম" - ইয়েহুদা শ্লেজিংগার: "ইসরায়েলের" জনগণ, যারা দুই সপ্তাহ ধরে চাপের মধ্যে রয়েছে, তারা তাকিয়ে আছে , ঐক্যবদ্ধ ও সমন্বিত নেতৃত্ব দেখার জন্য।পরিবর্তে, তারা "নেতানিয়াহু" এবং "গ্যালান্ট"-এর মধ্যে কলহের সাক্ষী রয়েছে। যা ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতির কারণ হচ্ছে।

সমরাঙ্গন - Channel

13 Aug, 05:59


ব্রিটেন ইউক্রেনের কুর্স্ক অঞ্চলে হামলার জন্য স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেছে বলে,দ্যা টেলিগ্রাফ রিপোর্ট করেছে।

জেলেনস্কি এখন রাশিয়ার গভীরে ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়ার জন্য ব্রিটেনের উপর চাপ সৃষ্টি করেছেন।

সমরাঙ্গন - Channel

13 Aug, 05:57


হিব্রু সংবাদপত্র "Yedioth Ahronoth" - Yossi Yehoshua: এই মুহুর্তে, বিরোধ শুধুমাত্র "ইসরায়েল" এবং হামাসের মধ্যে নয়, বরং "ইসরায়েল" এর মধ্যেও রয়েছে। মাত্র গতকাল, প্রধানমন্ত্রী "বেঞ্জামিন নেতানিয়াহু" এবং যুদ্ধমন্ত্রী "ইয়োভ গ্যালান্ট" এর মধ্যে সম্পর্কের গুরুতর অবনতি হয়েছে, তারা প্রায় হাতাহাতির পর্যায়ে পৌছায় গিয়েছিল।

সমরাঙ্গন - Channel

14 Jul, 07:53


নিউইয়র্কের সিরাকিউস হ্যানকক আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বিমানের মধ্যে আকাশে সংঘর্ষ হতে হতে বেচে যায়।

আমেরিকান এয়ারলাইনসের CRJ-900LR বিমানটি অবতরণ বাতিল করতে বাধ্য হয়েছিল যখন ডেল্টা এয়ারলাইনসের CRJ-900LR উড্ডয়নরত বিমানটি কাছাকাছি চলে আসে।তখন মধ্য-আকাশের সংঘর্ষের সতর্কতা অ্যালার্ম বেজে ওঠে।

দুটি বিমান একে অপরের থেকে মাত্র 700 ফুটের মধ্যে এসেছিল।

বিমান দুটি সংঘর্ষ এড়ানোর পরে এফএএ তদন্ত শুরু করেছে।

সমরাঙ্গন - Channel

19 Jun, 05:13


উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন কয়েক ঘন্টার একটি গোয়েন্দা মিশন সফলভাবে সম্পন্ন করে । ড্রোনটি ইসরায়েলি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত বেসামরিক স্থাপনার উপর দিয়ে যায় ও বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করেনি বলে জানা যায়। এমনকি তারা আদৌ ড্রোনটিকে ডিটেক্ট করতে পেরেছে কি না তা নিশ্চিত নয়। সমগ্র ইসরায়েল জুড়ে এ ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইসরায়েলের নৌ ঘাঁটি, সমুদ্র বন্দর, তেল সংরক্ষণাগার, অস্ত্র নির্মাণ ও পরীক্ষণ প্রতিষ্ঠান, বিভিন্ন ইউনিটের সদরদপ্তর, একাধিক আয়রন ডোম ও ডেভিড স্লিং স্যাম লঞ্চার ইত্যাদির উপর দিয়ে উড়ে যাওয়ার অংশ বিশেষ ভিডিওতে দেখতে পাবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিজবুল্লাহ ড্রোনটির ভিডিও ইন্টারনেটে লাইভস্ট্রিম করেছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

সমরাঙ্গন - Channel

19 Jun, 04:58


শিয়া সুন্নী নিয়ে যারা মারামারি ফাটাফাটি করতে চান তাদের জন্য এই গ্রুপ না। যেকোন কিছু পোস্ট করার আগে দয়া করে বুঝে শুনে পোস্ট করুন। বিরোধ যে পোস্টটি নিয়ে সেটি রিমুভ করা হয়েছে। অবশ্যই পোস্টটি অতিরন্জিত। পোস্টটিকে ঘিরে করা সমস্ত কমেন্ট রিমুভ করা হয়েছে।

সমরাঙ্গন - Channel

14 Jun, 14:48


সাল ২০০৮, সেন্ট মার্টিন থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে কোরিয়ান অয়েল রিগ এর পাশে পজিশনে বাংলাদেশ নৌবাহিনীর দুটি শিপ।

তখন বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা অমিমাংসিত থাকায়, এখানে কোরিয়ান কোম্পানীকে রিগ স্থাপনের অনুমতি দেওয়ায় মিয়ানমার এর চরম বিরোধীতা করে। দুইদেশের উত্তেজনা ব্যাপক আকার ধারন করে, বাংলাদেশ দুটি যুদ্ধজাহাজ পাঠায়, মিয়ানমারের জবাব হিসেবে। ২-৯ নভেম্বর টানা আটদিন দুইদেশের যুদ্ধজাহাজ গুলো মুখোমুখি অবস্থান করে, এরপর মিয়ানমার তাদের শিপ উইথড্র করে ফেরত চলে যায়।

আজ ২০২৪ এ এসে, প্রায় ৬ দিন হয়ে যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন। দ্বীপের কাছে মিয়ানমারের জাহাজ দেখা যাচ্ছে, আতঙ্কিত দ্বীপবাসী৷ রসদ, চাল-ডাল সবই ফুরিয়ে আসছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের পরিনাম ভুগছে সেন্ট-মার্টিনের জনগন। আমাদের নৌবাহিনীর কি এখন উচিত নয় ২০০৮ সালের মতো আবারো একটি শক্ত পদক্ষেপ নেওয়া?

নিজ দেশের জনগনকে এই সামান্য বিপদ থেকে রক্ষা করতে না পারলে, কার জন্য ট্যাক্স দেওয়া হয়?

সমরাঙ্গন - Channel

19 May, 15:48


🇮🇷 ইরানী রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলোর মধ্যে একটি ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার ক্র্যাশ-ল্যান্ডিংয়ের স্থানে পৌঁছেছে।

সমরাঙ্গন - Channel

19 May, 14:18


ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী:

রাষ্ট্রপতির ক্রুদের সাথে আমাদের যোগাযোগ আছে যারা আবহাওয়ার কারণে প্রয়োজনীয় এবং জরুরী অবতরণ করেছিলেন (এটি দুর্ঘটনা নয়)। নিরাপত্তা দলগুলি অবতরণ স্থান সনাক্ত করতে পথে রয়েছে।

সমরাঙ্গন - Channel

16 May, 14:24


যুদ্ধ শেষে গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত শেষে উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। ওই বাহিনীতে মিসর, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও মরক্কোকে সেনা সরবরাহের প্রস্তাব দিয়েছে দেশটি। ওয়াশিংটনের ভাষ্যমতে, সংঘাত শেষে গাজায় আবার হামাসের মাথাচাড়া দিয়ে ওঠা ঠেকাতে এবং উপত্যকাটিকে নিরাপদ করতেই এমন পদক্ষেপ চায় তারা।


যুক্তরাষ্ট্র সরকারের এই প্রস্তাব মিসর, ইউএই ও মরক্কো বিবেচনা করে দেখছে বলে জানা গেছে। তবে তাদের একটি শর্ত রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, এমন কোনো প্রস্তাব বাস্তবায়নের আগে দেশ তিনটি চায়, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিক যুক্তরাষ্ট্র।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজায় শান্তিরক্ষী বাহিনীতে নিজেদের সেনাদের যুক্ত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে সৌদি আরবসহ অন্য আরব দেশগুলো। যদিও গাজায় কোনো এক ধরনের শান্তিরক্ষী বাহিনীর মোতায়েনের পক্ষে সায় দিয়েছে তারা। কারণ, সংঘাত শেষে গাজায় ইসরায়েলি বাহিনীর অবস্থানের বিকল্প কোনো বাহিনী আপাতত দেখা যাচ্ছে না।
আরও পড়ুন


গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিরোধিতা করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পশ্চিমা এক কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, এটি নিয়ে কারও সঙ্গে কথা বলতে চায় না ইসরায়েল। আর আরব দেশগুলো পশ্চিমাদের কাছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে। তবে পশ্চিমাদের মধ্যে খুব কম দেশই এই স্বীকৃতি দেওয়ার কাছাকাছি রয়েছে।

এদিকে আরব দেশগুলোকে শান্তিরক্ষী বাহিনীতে সেনা সরবরাহের প্রস্তাব দিলেও এটা পরিষ্কার যে ওই বাহিনীতে কোনো মার্কিন সেনা থাকবেন না। তাই অন্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে পড়েছে। বিষয়টির সঙ্গে জানাশোনা আছে এমন এক কর্মকতা বলেছেন, এই প্রচেষ্টার নেতৃত্ব দেবে ওয়াশিংটন। তবে তা বাস্তবায়নের জন্য অনেক কাজ বাকি।
ফিন্যান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, পরিস্থিতি অনুকূলে এলে কার্যকরী ভূমিকা পালনের আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটনের মিত্ররা।

সমরাঙ্গন - Channel

05 May, 15:18


7-9700 এবং 7-9701 সিরিয়াল নম্বর সহ রাশিয়ান অ্যাডভান্সড ট্রেনিং / লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট ইয়াক-130 মিটেনের এক জোড়া ৮ম ইসফাহান কৌশলগত বিমান বাহিনী ঘাঁটিতে ইরানী বিমান বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে।এর মানে হচ্ছে ইরান তার বিমানবাহিনীর জন্য ভালো কিছু হাতে পাচ্ছে খুবই তাড়াতাড়ী।