ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation @intifadafoundation Channel on Telegram

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation

@intifadafoundation


মাসজিদে আকসা ও ফিলিস্তিন মুক্তির সংগ্রামে সংহতি, জনমত সংগ্রহ ও সহযোগিতা প্রেরণ

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation (Bengali)

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation হল একটি টেলিগ্রাম চ্যানেল যেখানে মাসজিদে আকসা ও ফিলিস্তিন মুক্তির সংগ্রামে সংহতি, জনমত সংগ্রহ ও সহযোগিতা প্রেরণা নিয়ে কাজ করে। এই চ্যানেলে আপনি পেতে পারবেন তাজা ও গুরুত্বপূর্ণ তথ্য ফিলিস্তিন মুক্তির সংগ্রাম সম্বন্ধে। সংগ্রহ করা তথ্যগুলি আপনার সাথে ভাগ করার সুযোগ থাকবে এবং আপনার জ্ঞান এবং সম্প্রেষণ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। চ্যানেলে যোগদান করে ফিলিস্তিন মুক্তির সংগ্রামে অংশগ্রহণ করুন এবং এই মোকাবিলায় আপনার সহায়তা প্রকাশ করুন।

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation

12 Jan, 14:54


গাজ্জায় প্রচন্ড শীত তার ওপর বৃষ্টিপাত, মাজলুমদের এই কঠিন সময়ে আপনাদের পাশে দাড়ানো জরুরী।
আমরা ইতিমধ্যেই ৮ হাজার ডলার ব্যয়ে দক্ষিণ গাজ্জার ৮০ টি পরিবারের শিশুদের শীতের পোশাক উপহার দিতে পেরেছি।
আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করুন।

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation

29 Dec, 05:18


আস সালামু আলাইকুম
আসছে ২৫-৩১ শে জানুয়ারি ২০২৫ , ৫ম আন্তর্জাতিক কুদস সপ্তাহ

গাজ্জায় চলমান গণহত্যা বন্ধ ও মসজিদে আকসার মুক্তিতে বৈশ্বিক সংহতি প্রকাশের পাশাপাশি বাংলাদেশে জায়নবাদী আগ্রাসন বিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী আলোচনাসভা, সেমিনার, মানববন্ধন সহ নানা রকম প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা হচ্ছে।
আপনার ক্যাম্পাসে যদি আয়োজন করতে চান অথবা আয়োজনে শরীক হতে চান আমাদের সাথে যোগাযোগ করুন।
নিম্নোক্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিন।

https://chat.whatsapp.com/Jna6v1wUlb8ILt4wXtXPJ1
আপনাদের ভাই
মুহাইমিনুল হাসান রিয়াদ
কান্ট্রি কো-অর্ডিনেটর: ফিলিস্তিন ওলামা পরিষদ
প্রেসিডেন্ট: ইন্তিফাদা ফাউন্ডেশন।

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation

23 Nov, 13:09


ফিলিস্তিন ওলামা পরিষদের আমীর শাইখুল হাদীস আল্লামা ড. নাওয়াফ তাকরুরী সাহেবকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে আসছি কয়েক বছর আগ থেকে।
আলহামদুলিল্লাহ
দীর্ঘ প্রতীক্ষার পর গত রমজান মাসে আমরা এদেশে স্বাগত জানাই।
তাদের নিরাপত্তা জনিত কারণে কোন পাবলিক আয়োজন করি নি এবং সফরকে ঘরোয়া পরিসরে রাখা হয়েছিল।
কিছু স্মৃতি আপনাদের সাথে আজ শেয়ার করলাম।

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation

23 Nov, 13:07


ফিলিস্তিন ওলামা পরিষদের আমীর শাইখুল হাদীস আল্লামা ড. নাওয়াফ তাকরুরী সাহেবকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে আসছি কয়েক বছর আগ থেকে।
আলহামদুলিল্লাহ
দীর্ঘ প্রতীক্ষার পর গত রমজান মাসে আমরা এদেশে স্বাগত জানাই।
তাদের নিরাপত্তা জনিত কারণে কোন পাবলিক আয়োজন করি নি এবং সফরকে ঘরোয়া পরিসরে রাখা হয়েছিল।
কিছু স্মৃতি আপনাদের সাথে আজ শেয়ার করলাম।

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation

18 Oct, 17:56


ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহানায়ক ইয়াহিয়া সিনাওয়ার রহ. এর গায়েবানা জানাজা ও জায়নবাদ এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation

18 Oct, 17:39


আসুন জিহাদ বিল মালে অংশ গ্রহণ করি।

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation

18 Oct, 12:35


আল-কাসাম ব্রিগেডস:

- আমাদের নেতা "আবু ইব্রাহিম" এর যাত্রা ছিল একটি সম্মানজনক জিহাদি যাত্রা, যে সময়ে তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং এর সামরিক ও নিরাপত্তা ব্যবস্থার প্রতিষ্ঠাতা প্রজন্ম থেকে ছিলেন, তারপর তিনি তার যৌবনের ফুলকে বন্দী হিসেবে উৎসর্গ করেছিলেন। "ওয়াফা আল-আহরার" চুক্তিতে মাথা উঁচু করে মুক্তি পাওয়ার আগে বিশ বছরেরও বেশি সময় ধরে কারাগার দখল করে এবং জেল থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে তিনি জিহাদের যাত্রা চালিয়ে যাওয়া ছাড়া আর কিছু করতে অস্বীকার করেন এবং বিশ্রামের স্বাদ গ্রহণ করেননি। তাই তিনি তিনটি অঞ্চলে আন্দোলনের সামরিক কাজ তদারকি করেন এবং আরব জেরুজালেমের পথে প্রতিরোধ ফ্রন্টকে একত্রিত করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তারপর তিনি গাজায় আন্দোলনের নেতৃত্ব দেন যাতে তার নেতৃত্বের সময়কাল একটি গুণগত পরিবর্তন গঠন করে। তার ওকালতি, রাজনৈতিক এবং সামরিক যাত্রায় যা "আল-আকসা বন্যা"-এ পরিণত হয়েছিল

- জাতীয় সম্পর্ক এবং যৌথ প্রতিরোধের পথে, এর আগে তিনি মহান নেতা ইসমাইল হানিয়েহের শাহাদাতের পর দেশে-বিদেশে আন্দোলনের নেতৃত্ব দেন।

- প্রতিরোধের দলগুলো, হামাসকে তাদের কেন্দ্রে রেখে, যখন তারা ফিলিস্তিনি জনগণের সংগ্রামের ইতিহাসে এবং আমাদের জাতির পথ চলার এই মহান এবং নির্ণায়ক যুদ্ধে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন তারা জানত যে মুক্তির মূল্য অনেক বেশি, এবং সকলেই জনগণ তাদের দখলদারদের হাত থেকে মুক্ত হওয়ার আগেই তা পরিশোধ করেছিল। তারা তাদের জনগণের হৃদয়ে বলিদানকারীদের পদমর্যাদার অগ্রগতির জন্য প্রস্তুত ছিল, তাই তারা নেতা এবং সৈন্যদের উপস্থাপন করেছিল, শত্রুর কাছে বশ্যতা স্বীকার করতে বা আমাদের জনগণের ন্যায়সঙ্গত অধিকার লুণ্ঠন এবং অন্যায়ের বিষয়ে নীরব থাকতে অস্বীকার করেছিল।

- ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের জিহাদ থামবে না, শেষ জায়নবাদীকে সেখান থেকে বিতাড়িত করা হবে এবং আমাদের সকল বৈধ অধিকার পুনরুদ্ধার করা হবে। এর সর্বোত্তম প্রমাণ হল যে আমাদের জনগণ "আল-আকসা বন্যা" যুদ্ধের এক বছর পরেও ভেঙ্গে পড়েনি বা আত্মসমর্পণ করেনি, তারা প্রচুর মূল্য পরিশোধ করা সত্ত্বেও এবং নৃশংস ইহুদিবাদী গণহত্যার অপরাধ সত্ত্বেও।

এই অপরাধী শত্রুর ভ্রম হয় যদি সে মনে করে যে সিনওয়ার, হানিয়াহ, নাসরুল্লাহ, আল-আরৌরি এবং অন্যান্যদের মতো প্রতিরোধের মহান নেতাদের হত্যা করে সে প্রতিরোধের শিখা নিভিয়ে দিতে পারে বা পিছু হটতে বাধ্য করতে পারে। বরং আমাদের জনগণের ন্যায়সঙ্গত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে এবং বৃদ্ধি পাবে। শহীদ হওয়া আমাদের নেতাদের সর্বোচ্চ আকাঙ্ক্ষা, এবং তাদের রক্ত ​​হবে একটি আলোকবর্তিকা যা মুক্তির পথ আলোকিত করবে এবং একটি আগুন যা হানাদারদের পুড়িয়ে দেবে।

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation

18 Oct, 08:57


"হত্যা হকের জন্য কোন গ্লানি নয় বরং এটি হক প্রতিষ্ঠার প্রথম দরজা আর এ জন্যই নবীগণ শহীদ হয়েছিল কিন্তু হক মারা যায় নি"
শাইখ আব্দুল আজিজ তারিফী
#তুফানে_আকসা

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation

13 Oct, 13:35


ফিলিস্তিনি কুফিয়া নিয়ে পোস্ট করায় আমার আইডি ডিজেবল করে দেয়া হয়েছিলো- মহিউদ্দিন রনি~শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation

12 Oct, 14:09


প্রফেসর ড. আহমদ আব্দুল কাদের
মহাসচিব, খেলাফত মজলিস
[প্রথম পর্ব]

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation

10 Oct, 19:40


"বাংলাদেশে জায়নবাদী আগ্রাসনঃ আমাদের করণীয়"
বক্তব্য় রাখছেন মহিউদ্দিন রনি,
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation

10 Oct, 06:46


স্বাধীন বাংলাদেশে জায়নবাদী দৌরাত্ম্য

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation

08 Oct, 19:42


https://www.facebook.com/share/p/1DE3cAxp8p/

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation

03 Oct, 13:31


বাংলাদেশ স্বৈরাচারীর কালো থাবায় এক মিনি গাজ্জায় পরিণত হয়েছিল, অতপর স্বাধীনতা, পিছনে পিছনে ভারতের পানি সন্ত্রাস সব মিলিয়ে আমরা মসজিদে আকসার মোজাহিদদের ভুলতে বসেছি।
এইত দেখতে দেখতে তুফানে আকসার জিহাদের এক বছর পূর্তি হতে চলছে, আসুন জিহাদ বিল মালে আগের মতই অংশ গ্রহণ করি।

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation

27 Sep, 16:55


গজ্জায় চলমান গণহত্যা, অব্যহত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে জাতিসংঘের অধিবেশনে কথা বলছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation

09 Sep, 10:51


ফিলিস্তিন মুক্তি সংগ্রামে বিশ্ব ব্যাপী সংহতি প্রকাশের অন্যতম সাইন হল কুফিয়া মাফলার!
আমাদের কাছে দুই ধরনের কুফিয়া মাফলার আছে, একটি হল ফিলিস্তিনী ভাইদের তৈরি করে পাঠানো কুফিয়া মাফলার, এবং অন্যটি হল আমাদের ঢাকায় তৈরি করা কুফিয়া মাফলার।
এই মাফলারগুলোর লাভ্যাংশ গাজ্জায় পৌঁছানো হয়।
আপনার কপিটি সংগ্রহ করতে আমাদের পেইজে নক দিন অথবা যোগাযোগ করুনঃ +8801776731047 (অনলাইন+অফলাইন)
আতিকুর রহমান

ইন্তিফাদা ফাউন্ডেশন-Intifada Foundation

05 Sep, 15:22


ঢাকা টু আল-আকসা
ইনকিলাব ইন্তিফাদা

ভারত আমেরিকাসহ সকল সাম্রাজ্যবাদী শকুনদের প্রতিরোধী সাইন হল ফিলিস্তিন ও গাজ্জা।
২০২৪ এর গণঅভ্যুত্থানে অর্জিত স্বাধীনতাকে যারা আমেরিকার বলে প্রোপাগান্ডা চলায় তাদের পাল্টা জবাবেই ফিলিস্তিনের পতাকা শোভা পেয়েছে এই দ্বিতীয় স্বাধীনতা পূর্ব-উত্তর বাংলাদেশে।

স্বাধীনতার এক মাস পূর্তিতে আজোও শহীদি মার্চে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের পক্ষ থেকে জোরালো সমর্থন জানাতে ইন্তিফাদা ফাউন্ডেশন এই পতাকা প্রদর্শন করে।