ANS radioএ এন এস রেডিও @ansradio Channel on Telegram

ANS radioএ এন এস রেডিও

@ansradio


মুসলিম উম্মাহ্ সমসাময়িক বিশ্বস্ত সংবাদ গুলো জনসাধারণদের মাঝে পৌছে দেওয়াই আমাদের লক্ষ্য
https://youtube.com/@GM-ji5uz1my7l?si=CdpyA42VYS9xOmZ0

ANS radioএ এন এস রেডিও (Bengali)

এন এস রেডিও একটি অভিনম্র বাংলা চ্যানেল, যা সবচেয়ে গরিব প্রতিদিনের জীবন থেকে শিখতে প্রস্তুত। চ্যানেলটির প্রধান উদ্দেশ্য হল শিক্ষা, বিনোদন, ও সংস্কৃতির বিভিন্ন দিকগুলি নিয়ে মানুষকে সচেতন করা। এটি গতির অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে ব্যক্তিরা প্রকৃত জীবনে চ্যালেঞ্জ এবং সমস্যা সম্মুখীন হয়ে তাদের জীবনের উপায় অন্যের সাথে ভাগ করতে পারে। ANS radioএ এন এস রেডিও চ্যানেল একটি সমৃদ্ধ সমাজ সংস্থা, যা মানুষকে একটি নতুন দিকে পাঠিয়ে দেয়। সকলেরি জন্য এই আত্মীয় চ্যানেলটি সহায়ক।

ANS radioএ এন এস রেডিও

12 Jan, 05:33


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর ভয়াবহ দাবানলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আকাশজুড়ে কালো ধোঁয়ার আস্তরণ, চারদিকে সাইরেনের শব্দ আর আতঙ্কিত মানুষের ছুটোছুটি।

হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অজানা গন্তব্যের পথে। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে সবকিছু, ফায়ার সার্ভিসের হেলিকপ্টার ও দমকল বাহিনীর অবিরাম চেষ্টা সত্ত্বেও নিয়ন্ত্রণে আসছে না আগুন।

এই ভয়াবহ পরিস্থিতি দেখে অনেকে বলছেন, এটি যেন প্রকৃতির চরম প্রতিশোধ। গত এক বছরে গাজার মানুষের ওপর চালানো অন্যায়ের ফলাফলই যেন আজ যুক্তরাষ্ট্রের ভোগান্তি হয়ে দেখা দিয়েছে। গাজায় ইসরায়েলের আগ্রাসনে গত এক বছরে যুক্তরাষ্ট্র দিয়েছে ২২০০ কোটি ডলারের সামরিক সহায়তা। সেই সঙ্গে বিপুল অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক পাঠানো হয়েছে ইসরায়েলে। ক্ষমতা ছাড়ার আগে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে আরও ৮০০ কোটি ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

ANS radioএ এন এস রেডিও

12 Jan, 05:33


ফিলিস্তিনের সমর্থকরা বলছেন, গাজার মানুষের আর্তনাদ আকাশে পৌঁছেছে। যারা গাজাকে পোড়াতে চেয়েছিল, তারাই আজ দাবানলে পুড়ছে। তাদের মতে, আল্লাহ তা'আলা ছাড় দেন, কিন্তু ছাড়েন না। লস অ্যাঞ্জেলেসের এই দৃশ্য অনেকটাই গত এক বছরে গাজার সঙ্গে মিলে যায়—ভস্মীভূত ঘরবাড়ি, ধ্বংসস্তূপ আর মানুষের অসহায়তা।

মানব ইতিহাসে বারবার দেখা গেছে, যারা অন্যায় ও আগ্রাসনের পথে হেঁটেছে, তাদের শেষ পরিণতি হয়েছে ধ্বংস। আজকের যুক্তরাষ্ট্রের বিপর্যয় সেই কথাই যেন নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে।

ANS radioএ এন এস রেডিও

11 Jan, 05:33


উম্মাহর বোন ড. আফিয়া সিদ্দিকীর জন্য এগিয়ে আসুন।
আমাদের বোনের মুক্তির দাবিতে দশ লাখ সাক্ষর প্রয়োজন।
ড. আফিয়ার আইনজীবী আগেও এভাবে অনেককে মুক্ত করেছেন, তিনি আশাবাদী আফিয়াকেও একসময় মুক্তি দেওয়া হবে।
দশ লাখ সাক্ষর পূরণ করতে আরও ১ লাখ ৭৫ হাজার সাক্ষরের প্রয়োজন।
রবিবারের মধ্যে এই বাকি সাক্ষর গুলো পূর্ণ করতে হবে।

আমি ইতিপূর্বে মনে করেছিলাম ও বলেছিলাম সাক্ষরের বিষয়টি শুধু পাকিস্তানের নাগরিকদের জন্য প্রযোজ্য,
বহির্বিশ্বের সাক্ষর কাজে দিবে না, সেটা আমার বুঝার ভুল ছিল, আমি সকলের নিকট আন্তরিক ভাবে ক্ষমাপার্থী, আল্লাহ আমাকে ক্ষমা করুক।

মুহতারাম মুফতি তাকী উসমানী সাহেবও সবাইকে সাক্ষর করতে বলেছেন,
আল ফিরদাউস মিডিয়া ও মুহতারাম আসিফ আদনান ভাইও পোস্ট করেছেন।
সবাই এগিয়ে আসুন, উম্মাহর বোনের জন্য।

এটা সবাই প্রচার করুন, হাইলাইটস করুন, এটা নিয়ে সবাই কথা বলুন,
অন্তত দশ-বিশ জনকে হলেও পোঁছে দিন।
মেসেঞ্জারে পোঁছে দিন, সেলেব্রিটিদের আইডিতে গিয়ে লিংক সহ কমেন্ট করুন।
আল্লাহ আমাদের ক্ষমা করুক, আমাদের বোনের মুক্তি তরান্বিত করুক।
©

https://www.change.org/p/free-dr-aafia-siddiqui-a-call-for-justice-and-clemency?fbclid=IwY2xjawHu1yJleHRuA2FlbQIxMQABHUsLTk2DgLLKTQfETWPan_F0BzshM4ggYYAluiC_vUpOljbxHde6ZIZX4A_aem_SZNlY2zgkRhKIFTcvJT9tQ

ANS radioএ এন এস রেডিও

04 Jan, 12:00


নেত্রকোনা পৌরশহরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী মিছিল করায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) একটি ঝটিকা মিছিল বের করে তারা।

গ্রেপ্তাররা হল নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চিন্ময় সরকার, সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার, সদস্য স্নিগ্ধ বণিক বিশাল, লোকমান হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জয় সাহা ও সদস্য রাহুল রায়।

পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, গ্রেপ্তাররা শুক্রবার সকালে শহরের ছোটবাজার এলাকার আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে কয়েক মিনিটের ঝটিকা মিছিল করে শহীদ মিনারের দিকে যায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় তারা। পরে ভিডিও ফুটেজ দেখে দুপুরের দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

ANS radioএ এন এস রেডিও

01 Jan, 15:33


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

الحمد لله رب العالمين والصلاة والسلام على نبيه الأمين وعلى آله وصحبه أجمعين

সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাদেরকে হিদায়াত দান করেছেন। অসংখ্য দুরুদ ও সালাম নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা হিদায়াতের সন্ধান পেয়েছি।

আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি, ইউটিউবের পাশাপাশি আমরা অন্যান্য সোস্যাল মিডিয়াগুলোতেও আপনাদের সামনে আমাদের কন্টেন্টগুলো নিয়ে হাজির হওয়ার নিয়ত করেছি।
ফেসবুক, টুইটার, টেলিগ্রামে Ummah Network এর আইডি ও পেজগুলোতে এখনই যুক্ত হয়ে নিন ইনশাআল্লাহ্‌। আপনার শুভাকাংখী, বন্ধুদেরকে জানিয়ে দিন যাতে তারাও যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ্‌। এই আইডিগুলো ছাড়া Ummah Network এর অন্য কোন আইডি/পেজ/একাউন্ট নেই।

ফেসবুকঃ https://www.facebook.com/UmmahNetworkTA/
টুইটারঃ https://x.com/UmmahNetworkTA
টেলিগ্রামঃ https://t.me/UmmahNetworkTA

যেসব শুভাকাংখী ভাইয়েরা পূর্বে Ummah Network নামে তাদের আইডি/পেজের কার্যক্রম পরিচালনা করেছেন তাদের প্রতি সবিনয়ে অনুরোধ করছি, মেহেরবানী করে আপনারা আপনাদের পেজ বা আইডির নামগুলো পরিবর্তন বা ইডিট করে নেয়া সার্বিকভাবে কল্যাণকর হবে ইনশাআল্লাহ্‌। এতে করে কোনটি আসলে উম্মাহ নেটওয়ার্কের একাউন্ট তা বুঝতে সবার জন্য সহজ হবে ইনশাআল্লাহ্‌।

এতদিন পর্যন্ত যারাই তাদের সময় ও কাজের মাধ্যমে উম্মাহ নেটওয়ার্কের প্রচার, প্রসারে ভূমিকা রেখেছেন তাদের শুকরিয়া আদায় করছি, এবং সামনের দিকগুলোতেও আপনারা আমাদের পাশে থেকে দ্বীনের প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা রাখবেন এই আশা রাখছি ইনশাআল্লাহ্‌। আল্লাহ তায়ালা তাওফিক দিন। আমিন।

ANS radioএ এন এস রেডিও

30 Dec, 16:49


ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আমিরুল মুমিনিন হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ দেশটিতে ভবন নির্মাণ এবং প্রতিবেশীর দিকে জানালা রাখার বিষয়ে পাঁচ দফার একটি নির্দেশনা জারি করেছেন।

এই আদেশ অনুযায়ী, যদি কেউ তার মালিকানাধীন জমিতে বা রাস্তার পাশের কোনো জায়গায় ভবন নির্মাণ করেন, তবে তাকে প্রতিবেশীর দিকে এমন কোনো জানালা স্থাপন করতে নিষেধ করা হয়েছে, যার মাধ্যমে প্রতিবেশীর ঘর দেখা যাবে।

এছাড়াও, যারা পূর্বেই প্রতিবেশীর দিকে জানালা রেখেছেন, তাদেরকে মানব উচ্চতার সমান একটি দেয়াল বা অন্য কোনো উপায় অবলম্বন করে প্রতিবেশীর ক্ষতি দূর করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

২৯ ডিসেম্বর, আফগান গণমাধ্যম হুররিয়াত রেডিও-এ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আমিরুল মুমিনিন কর্তৃক জারিকৃত এই নির্দেশনাটি আফগানিস্তানের পৌরসভা ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে যে, প্রশাসন ভবন নির্মাণ প্রকল্পের উপর নজরদারি করবে এবং আদেশের লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

ANS radioএ এন এস রেডিও

30 Dec, 16:49


এতে আরও বলা হয়, আফগানিস্তানের সাধারণ জনগণ ইমারতে ইসলামিয়ার এই আদেশকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, প্রতিবেশীর ঘরের দিকে জানালা রাখা একটি সামাজিক সমস্যায় পরিণত হয়েছে, যা সমাজে অশান্তি এবং সংঘর্ষ সৃষ্টি করতে পারে।

ANS radioএ এন এস রেডিও

28 Dec, 17:20


এর আগে উত্তর গাজার বেইত লাহিয়া এলাকার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালানোর কথা স্বীকার করেছে দখলদার ইসরায়েলের সন্ত্রা*সী বাহিনী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার সর্বশেষ পরিচালিত হাসপাতালটিতে হা*মলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। হাসপাতালের অপারেটিং রুম ও জরুরি বিভাগ ধ্বংস হয়ে গেছে। হাসপাতালের সকল রোগী ও কর্মীসহ আনুমানিক ৩৫০ জনকে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। এতে গাজার উত্তর অঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্রটির সব চিকিৎসা সুবিধা বিচ্ছিন্ন হয়ে গেছে।

হাসপাতালের একটি সূত্রের বরাতে আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী হাসপাতালের চিকিৎসা সুবিধার বিভিন্ন অংশে আগুন দেওয়ায় হাসপাতালের অন্তত পাঁচজন কর্মী পু*ড়ে মারা গেছেন।

হাসপাতাল পু*ড়িয়ে দেওয়ার এ ঘটনাকে ‘সুস্পষ্ট যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হা*মাস। বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে সংগঠনটি বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশের আশ্রয়-প্রশ্রয়ে গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত করছে দখলদার ইসরায়েলি সরকার। এসব দেশ চলমান এই গণহ*ত্যার অংশীদার।’

এদিকে কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও জর্ডান। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

ANS radioএ এন এস রেডিও

28 Dec, 17:20


ইসরায়েলি সন্ত্রা*সী বাহিনীর অভিযানে ফিলিস্তিনের উত্তর গাজার শেষ হাসপাতালটির কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। ২৭ নভেম্বর, শুক্রবার হাসপাতালটিতে এ অভিযান চালানো হয়। এর আগে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হা*মলায় হাসপাতালটির কিছু অংশে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ‘২৭ নভেম্বর, শুক্রবার সকালে চালানো আগ্রা*সনে উত্তর গাজার সর্বশেষ বড় স্বাস্থ্য স্থাপনা কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। প্রাথমিক খবরে এ অভিযানে হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয়েছে।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াসহ হাসপাতালটির কয়েক ডজন কর্মীকে আটক করে একটি তদন্তকেন্দ্রে নিয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

ANS radioএ এন এস রেডিও

28 Dec, 10:54


ভারতে মুয়াজ্জিনকে কু#পিয়ে হ*ত্যা করলো উগ্রবাদী হিন্দুরা | আল ফিরদাউস | Al Firdaws

ANS radioএ এন এস রেডিও

27 Dec, 08:34


Reality check BD
কথিত "সত্যের" পেছনের সত্যের খোঁজে
ভাইদের নতুন চ্যানেল সবাই যুক্ত হোন এবং শেয়ার করুন
https://t.me/realitycheckbd1

ANS radioএ এন এস রেডিও

22 Dec, 18:57


❝হে আরবরা, হে মুসলিমরা, এই শিশুদের দোষ কি?❞

গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় খেলার সময় বিমান হামলা চালিয়ে এই ৪ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরাইল।

ANS radioএ এন এস রেডিও

21 Dec, 14:26


ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর পাঁচ বছরেও এর বিচার পায়নি ভুক্তভোগীর পরিবার। ২০১৯ সালের ১ ন‌ভেম্বর প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলো’র অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনকে অভিযুক্ত করা হয়। পরে কিশোর আলোর সম্পাদক ও লেখক আনিসুল হককে অব্যাহতি দিয়ে অন্য ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

আলোচিত এ মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়। তবে আসামিপক্ষের আবেদনে এ মামলাটির বিচার কার্যক্রম উচ্চ আদালতে আটকে যায়। এতে এ ঘটনার পাঁচ বছর পার হলেও ভুক্তভোগী পরিবার বিচার পায়নি।

এ মামলার অন্য আসামিরা হলো প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার, নির্বাহী শুভাশীষ প্রামাণিক, কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, ডেকোরেশন ও জেনারেটর সরবরাহকারী প্রতিষ্ঠানের জসীম উদ্দিন, মোশাররফ হোসেন, সুজন ও কামরুল হাওলাদার। আসামিদের সবাই জামিনে রয়েছে।

ANS radioএ এন এস রেডিও

21 Dec, 14:26


এ বিষয়ে বাদীর আইনজীবী মোহাম্মদ ওমর ফারুক আসিফ বলেন, ‘মামলাটির বিচার কার্যক্রমে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। আমি জজ কোর্টের অংশটুকু দেখি। এ ছাড়া কিছু জানি না।’

২০১৯ সালের ১ ন‌ভেম্বর ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যু হয়। এরপর ৬ নভেম্বর নাইমুল আবরা‌রের বাবা ম‌জিবুর রহমান প্রথম আলো সম্পাদক ও প্রকাশক এবং কি‌শোর আলোর প্রকাশক ম‌তিউর রহমা‌নের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ পরিপ্রেক্ষিতে আদালত শিক্ষা‌র্থী নাইমুল আবরারের মরদেহ দ্রুত কবর থে‌কে তু‌লে ময়নাতদ‌ন্তের নি‌র্দেশ দেয়। একই স‌ঙ্গে এ ঘটনায় হওয়া অপমৃত্যুর মামলার স‌ঙ্গে নতুন মামলা একীভূত ক‌রে তদন্ত ক‌রে মোহাম্মদপুর থানার ও‌সিকে প্র‌তি‌বেদন দাখিলের নি‌র্দেশ দেয়। তদন্ত শেষে ২০২০ সালের ১৬ জানুয়ারি প্রথম আলো সম্পাদকসহ ১০ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেন রাজধানীর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিম।

প্রতিবেদনে নাইমুল আবরার নিহত হওয়ায় কিশোর আলো কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করা হয়।

পরে ওই বছরের ১২ নভেম্বর প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয়। তবে একই সঙ্গে কিশোর আলোর সম্পাদক ও লেখক আনিসুল হককে মামলা থেকে অব্যাহতির আদেশ দেয়। এই অভিযোগ গঠনের বৈধতা নিয়ে ও মামলা বাতিল চেয়ে ২০২০ সালের ৬ ডিসেম্বর হাইকোর্টে আবেদন করে প্রথম আলো সম্পাদক। মামলা বাতিল চেয়ে প্রথম আলো সম্পাদকের করা আবেদনের শুনানি নিয়ে ওই বছরের ১৩ ডিসেম্বর বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ২১ ডিসেম্বর আপিল বিভাগে আবেদন করেন। পরে ২৩ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আনা আবেদনে ‘নো অর্ডার’ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট। এতে মামলাটির কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট বিভাগ যে আদেশ দিয়েছে, তা আপিল বিভাগেও বহাল থাকে।

মামলার অভিযোগে বলা হয়, সঠিকভাবে বিদ্যুতের ব্যবস্থাপনা না করে এ রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এতে নিরাপত্তামূলক ব্যবস্থা করা হয়নি। ঘটনা ঘটার পর রেসিডেনশিয়াল মডেল কলেজ ক্যাম্পাসের উল্টোপাশের সোহরাওয়ার্দী হাসপাতালে রাহাতকে না নিয়ে উদ্দেশ্যমূলকভাবে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তৃপক্ষ ভুক্তভোগীর বাবা মজিবুরকে কিছু জানায়নি। তার বন্ধু ও সহপাঠীর মাধ্যমে ছেলের মৃত্যুর সংবাদ জানতে পারেন। অথচ আনুমানিক ৩টার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ৪টা ১৫ মিনিটে ইউনিভার্সেলে ভর্তি করা হয়, ৪টা ৫১ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ANS radioএ এন এস রেডিও

19 Dec, 10:19


বৈশ্বিক ইসলামি প্রতিরোধ বাহিনী আল-কায়ে@দার আরব উপদ্বীপ শাখা আনসা*রুশ শরি*য়াহ্ কর্তৃক দুই পৃষ্ঠার একটি বিবৃতিতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবর্তন মন্ত্রীর শাহা*দাতে শোক প্রকাশ করা হয়েছে। শহিদ মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি ছিলেন মহান মু@জা*হিদ নেতা শাইখ জালালুদ্দিন হক্কানি রহিমাহুল্লাহ্'র ভাই, যাকে সম্প্রতি রাজধানী কাবুলে সন্ত্রা*সী গোষ্ঠী আ*ই*এস একটি আত্ম*ঘাতী বো&মা হাম&লার মাধ্যমে শ&হিদ করেছে।

প্রতিরোধ বাহিনী আন@সারুশ শরি*য়াহ্ তার বিবৃতির শুরুতে হামদ ও সালাতের পর, সারা বিশ্বের মুসলিম উম্মাহ, মু@জাহি&দিন বিশেষ করে আফগান জি&হাদে পাহাড়সম দৃঢ়তার অধিকারী মহান মু@জাহি&দ নেতা শাইখ খলিলুর রহমান রহিমাহুল্লাহ্'র শাহা*দাতে সমবেদনা জানায়।

ANS radioএ এন এস রেডিও

19 Dec, 10:19


এরপর শাইখের জি&হাদী জীবনের সংক্ষিপ্ত ইতিহাস উল্লেখ করে বলা হয়, বিশ্বব্যাপী আল্লাহ'র রাহে জি&হাদের ভালবাসার জন্য পরিচিত একটি প্রাচীনতম পরিবার হচ্ছে হাক্কানী পরিবার। এই পরিবারেরই মহান নেতা শাইখ জালালুদ্দিন হাক্কানীর ভাই ছিলেন শ&হিদ খলিলুর রহমান, যিনি আফগান জি&হাদে তাঁর ভাই জালালুদ্দিন হাক্কানীর বিশ্বস্ত সঙ্গী ছিলেন। এই মহান নেতাদের কয়েক দশকের জি&হাদ ও সংগ্রামের মাধ্যমে আল্লাহ তাআ'লা সোভিয়েত ইউনিয়ন এবং তারপর আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা ক্রুসেডার দখলদার বাহিনীকে পরাভূত করেন। তাঁরা অবিচলতার মাধ্যমে শত্রুর বিরুদ্ধে জি&হাদের ময়দানে মু@জাহি&দদেরকে অবিচলতার সবক শিখিয়েছেন। সেই সাথে শত্রুদেরকেও মুসলিমদের গর্ব এবং সাহস সম্পর্কে পাঠ শিখিয়েছেন। ফলে আমেরিকা বাধ্য হয়েছিল খলিলুর রহমান হাক্কানীকে তাদের কথিত কালো তালিকায় রাখতে এবং তার সম্পর্কে তথ্য সরবরাহের জন্য পুরস্কার ঘোষণা করতে।

এরপর আ*ইএস*কে পশ্চিমা শক্তির গোপন হাত হিসাবে বর্ণনা করে বলা হয়, মহান রব্বুল আলামীন দখলদারিত্বের পুরো সময় ধরেই হাক্কানীকে হানাদার কাফেরদের হাত থেকে রক্ষা করেছিলেন। শুধু রক্ষাই করেন নি বরং তাদের হাতে কুফ্ফার বাহিনীকে হ&ত্যা এবং শোচনীয় পরাজয় নিশ্চিত করেছেন। কিন্তু গোমরাহী ও অন্তরে প্রলোভন চেপে বসা খারিজিরা (আই&এস) আমেরিকানদের হ&ত্যা করার পরিবর্তে ঐসমস্ত মহান মু@জাহি&দ নেতা ও আফগান মুসলমানদের লক্ষ্যবস্তু করতে শুরু করেছে, যারা ইতিপূর্বে ইসলামের ঘোরতর শত্রুদের পরাজিত করেছেন। আর এই লক্ষ্যে খারেজিরা মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থানে বো&মা হা*মলা শুরু করে। মূলত এমন কর্মের মাধ্যমে আই&এস হানাদারদের ভূমিকা গ্রহণ করেছে।

বিবৃতিতে কয়েকটি হাদিসের উদ্ধৃতি এনে খারেজী এই গোষ্ঠীর বিরুদ্ধে একটি গুরুতর লড়া*ইয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলা হয়, এই ধরনের লোকদের (আই&এস) সাথে আইনগত দায়িত্ব হল তাদের হ*ত্যা করা এবং নির্মূল করা। কারণ তারা এই সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় ফেতনা এবং একটি মহামারী।

বিবৃতির একেবারেই শেষাংশে উল্লেখ করা হয় যে, আল্লাহ তাআ'লা যেনো শ*হীদদের কাতারে মু@জা&হিদ নেতা শাইখ খলিলুর রহমান হাক্কানিকে কবুল করেন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। হাক্কানি পরিবার এবং বাকি আফগানদের হৃদয়কে সবর, জি&হাদ ও শাহা&দাতের ভালোবাসা দ্বারা পরিপূর্ণ করে দেন, তারা যা হারিয়েছে তার চেয়ে উত্তম কিছু তাদেরকে দান করেন।

ANS radioএ এন এস রেডিও

19 Dec, 10:19


পাকিস্তান ভিত্তিক সশ*স্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী তেহওরিক-ই-তাল@বান পাকিস্তানের মু&জাহি&দিনরা, গত নভেম্বর মাসে দেশটির ২৩টি জেলা জুড়ে সামরিক বাহিনীর বিরুদ্ধে ২০৭টি অভিযান পরিচালনা করছেন।

সম্প্রতি টি*টি*পির অফিসিয়াল উমর মিডিয়া ২০২৪-এর নভেম্বরে পাকিস্তান জুড়ে দলটির মু@জাহি&দদের পরিচালিত অপারেশনের একটি ইনফোগ্রাফি রিপোর্টে প্রকাশ করেছে। এতে নিশ্চিত করা হয়েছে যে, মু@জাহি@দিনরা পাকিস্তানের ১০ প্রদেশের ২৩টি জেলায় পশ্চিমা সমর্থিত পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে ২০৭টি পৃথক অপারেশন পরিচালনা করছেন। এরমধ্যে শুধু খাইবার পাখতুনখোয়া অঞ্চলের ১৭টি জেলাতেই মু@জাহি@দিনরা ১৯৮টি অভিযান পরিচালনা করেছেন। ফলে মু@জাহি@দিনরা তাদের সর্বমোট অভিযানের দুই-তৃতীয়াংশই পরিচালনা করছেন দক্ষিণ ওয়াজিরিস্তান, উত্তর ওয়াজিরিস্তান এবং খাইবারে।

ANS radioএ এন এস রেডিও

19 Dec, 10:19


ইনফোগ্রাফি তথ্য অনুযায়ী, মু@জাহি@দদের এসকল অভিযানে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত আড়াই শতাধিক সদস্য হতাহত হয়েছে। এদের মধ্যে নিহত হয়েছে ১৩৪ জন এবং আহত হয়েছে ১১২ জন। এছাড়াও মু@জাহি@দদের হাতে বন্দী হয়েছে সামরিক বাহিনীর আরও ৬ সদস্য। আর মু@জাহি@দদের হাম*লায় সামরিক বাহিনীতে হতাহত এই সদস্যদের মধ্যে সেনা সদস্য রয়েছে ৯৩ জন, পুলিশ ও সিটিডি সদস্য রয়েছে ৮১ জন, এফসি সদস্য রয়েছে ৬৯ জন এবং গোয়েন্দা সংস্থা সদস্য রয়েছে ৭ জন।

রিপোর্ট অনুযায়ী, টি*টি*পি কর্তৃক নভেম্বরে পাকিস্তান জুড়ে সবচাইতে বেশি হা*মলা ও হতাহতের ঘটনা ঘটেছে ডিআই-খান প্রদেশে, অঞ্চলটিতে মু@জাহি@দিনরা সর্বোচ্চ ৯৫টি হা*মলা চালিয়েছেন। এক্ষেত্রে ৪৬টি হামলার মাধ্যমে দ্বিতীয় অবস্থানে রয়েছে বান্নু প্রদেশ আর ৩৪ হা*মলার ঘটনার মধ্য দিয়ে তৃতীয় অবস্থানে আছে পেশোয়ার প্রদেশ।

সূত্র অনুযায়ী, মু@জাহি@দিনরা ৮৮টি স্থানে তাদের এই অপারেশনগুলোতে সর্বাধিক ব্যবহার করেছেন স্নাইপার ও লেজারগান অ*স্ত্র। মু@জাহি@দদের হাম*লার ধরনের মধ্যে আরও রয়েছে ৪১টি গেরিলা আক্র*মণ, ৩১টি অতর্কিত আক্রমণ, ১৮টি গ্রেনেড ও বো*মা বিস্ফো*রণ, ১৫টি পাল্টা আক্র*মণ, ১০টি প্রতিরক্ষামূলক অভিযান এবং ৪টি টার্গেট কিলিং অপারেশন।

মু@জাহি@দিনরা এসকল অভিযান শেষে শত্রু বাহিনী থেকে গনিমত হিসাবে অর্জন করেছেন ৫টি পিস্তল, ৬টি ক্লাশিনকোভ, ১৫টি র*কেট, ১টি র*কেট লঞ্চার এবং ১টি স্নাইপার অ*স্ত্র। এছাড়াও মু@জাহি@দিনরা ধ্বংস করেছেন শত্রু বাহিনীর ২টি ট্যাংক, ৩০টি সামরিক গাড়ি, ৪৬টি সিসিটিভি ক্যামেরা, ৪টি সামরিক পোস্ট এবং ৬টি নজরদারি ড্রোন।

ANS radioএ এন এস রেডিও

18 Dec, 20:29


আল-কা@য়েদা আরব উপদ্বীপ শাখা আন@সারুশ শরি*য়াহ্ নিশ্চিত করেছে যে, দলটির মু@জাহি@দিনরা ইয়েমেনের আবিয়ান রাজ্যে আরব আমিরাত সমর্থিত দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল বাহিনীর বিরুদ্ধে ৩টি সফল অভিযান পরিচালনা করছেন।

দলটির অফিসিয়াল আল-মালাহিম মিডিয়া সূত্রে জানা গেছে, মু@জাহি@দিনরা তাদের এই অভিযানগুলোর প্রথমটি পরিচালনা করছেন গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার। আবিয়ান রাজ্যের মুদিয়া জেলার আল-কাসারা এলাকায় অবস্থিত মিলিশিয়া বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক স্না*ইপার শু*টার মু@জাহি*দ বিভিন্ন দিক থেকে স্না*ইপার রাই*ফেল দ্বারা হাম*লাটি পরিচালনা করেন। এতে সংযুক্ত আরব-আমিরাত সমর্থিত দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল মিলিশিয়া বাহিনীর বেশ কিছু সৈন্য হতাহত হয়।

ANS radioএ এন এস রেডিও

18 Dec, 20:29


এমনিভাবে গত ১৭ ডিসেম্বর, মুদিয়া জেলায় আমিরাতের অনুগত মিলিশিয়া বাহিনীর একটি অবস্থান লক্ষ্য করে সফল ড্রোন হাম*লা চালান মু@জাহি@দিনরা। সামরিক অবস্থানটিতে মু@জাহি@দদের ড্রোন বোমা হাম*লার ফলে কতক শত্রু সৈন্য হতাহত হয়।

এদিন মুদিয়া জেলায় দক্ষিণী মিলিশিয়া বাহিনীর একটি সমাবেশস্থল লক্ষ্য করে অতর্কিত গেরিলা আক্র*মণ চালান মু@জাহি@দিনরা। এতে শত্রু বাহিনীর অন্তত ১ সৈন্য নিহত এবং আরও ২ সৈন্য আহত হয়। বাকিরা মিলিশিয়া সদস্যরা সামরিক অবস্থান ছেড়ে পালিয়ে যায়।

ANS radioএ এন এস রেডিও

16 Dec, 15:36


কেনিয়ায় একটি সামরিক কনভয়ে অতর্কিত হাম*লার ঘটনায় দেশটির অন্তত ২৪ সেনা হতাহত হয়েছে বলে জানা গেছে।

আঞ্চলিক সংবাদ মাধ্যম শাহা&দাহ এজেন্সির তথ্যমতে, গত ১৫ ডিসেম্বর রবিবার সকালে কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মান্দিরা রাজ্যে এই হাম*লার ঘটনা ঘটেছে। সূত্রমতে, কেনিয়ান ক্রুসেডার বাহিনীর কনভয়টি যখন ওয়াজির অঞ্চল ছেড়ে মান্দিরা শহরের দিকে যাচ্ছিল, তখন প্রতিরোধ বাহিনী হারা@কাতুশ শা@বাব মু&জাহি@দিনরা কনভয়টির গতিরোধ করতে প্রথমে একটি শক্তিশালী আইইডি বিস্ফো*রণ ঘটান। এতে সেনাদের বহনকারী একটি সামরিক যান ধ্বংস হয় এবং কতক সৈন্য হতাহত হয়। এরপর কনভয়টির সাথে যুক্ত অন্য সৈন্যদের টার্গেট করে মু&জাহি@দিনরা গু*লি চালাতে শুরু করেন।

প্রতিরোধ বাহিনী হারা@কাতুশ শা@বাব আল-মু&জাহি@দিনের সামরিক মুখপাত্র হাম*লার ফলাফল নিয়ে প্রাথমিক এক বিবৃতিতে জানিয়েছেন যে, মু&জাহি@দদের উক্ত অভিযানে কেনিয়ান বাহিনীর অন্তত ২৪ সৈন্য হতাহত হয়েছে এবং বস্তুগত প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে কেনিয়ান বাহিনীর এই অভিযানে তাদের হতাহত হওয়া সেনাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে হেলিকপ্টারের সাহায্য নিয়েছে।

ANS radioএ এন এস রেডিও

13 Dec, 18:00


🔴 গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একদল বেসামরিককে লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলা, বাচ্চা-শিশুসহ বেশকয়েকজন হতাহত।

ANS radioএ এন এস রেডিও

13 Dec, 17:56


🚨 LGBTQ ইস্যুতে নমনীয় অবস্থান নেয়ার অঙ্গীকার করেছে সৌদি আরব, ২০৩৪ বিশ্বকাপে সমকামী সমর্থকদের জন্য নিরাপদ পরিবেশ দিতে প্রতিশ্রুতিবদ্ধ বিন সালমান!

সৌদি আরব ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে। বিশ্বকাপ উপলক্ষে 'এলজিবিটিকিউ' (LGBTQ) ইস্যুতেও নমনীয় অবস্থান নেয়ার অঙ্গীকার করেছে সৌদি আরব। ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্বকাপে এলজিবিটিকিউ সমর্থকদের ‘সুরক্ষা ও স্বাগত’ জানানোর ব্যাপারে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে (FA) নিশ্চয়তা দিয়েছে সৌদি আরব।

যেটির মাধ্যমে পবিত্র ভূমিতে সমকামীদের প্রবেশাধিকার নিশ্চিত করলো বিন সালমান প্রশাসন।

ANS radioএ এন এস রেডিও

13 Dec, 09:20


এবার পণ্যবাহী ট্রাক তৈরি করল ইমারতে ইসলামিয়া আফগানিস্তান | আল ফিরদাউস | Al Firdaws

ANS radioএ এন এস রেডিও

12 Dec, 16:49


সারাবিশ্বের চোখ যখন সিরিয়ার দিকে তখন গাজায় একের পর এক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল,এবার গাজায় ত্রাণকর্মী ও শিশুসহ ৩৫ জনকে হত্যা করেছে ইসরাইল।

ANS radioএ এন এস রেডিও

12 Dec, 16:49


শুকর বাশার সরকার বন্দী নারীদের নির্যাতন করে, শরির থেকে জামা চিনিয়ে নিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ভিডিও প্রকাশ পেলো।
কত নিকৃষ্ট পশু ছিলো কাফেরদের গোলাম শুকর বাশার সরকার।

ANS radioএ এন এস রেডিও

12 Dec, 12:50


দামেশকের উমাইয়া মসজিদ থেকে ফিলিস্তিনিদের প্রতি একজন সিরিয়ান যোদ্ধার বার্তা || আমরা আসছি হে কুদ্‌স !

ANS radioএ এন এস রেডিও

11 Dec, 20:29


🔴সাঈদনায়া কারাগার থেকে মুক্তি পাওয়া এই সিরীয় নারী নিষ্ঠুর আসাদ সরকারের নির্মম নির্যাতনের ফলে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন।

ANS radioএ এন এস রেডিও

30 Nov, 13:26


পূর্ব আফ্রিকা ভিত্তিক আল-কা#য়েদা শাখা হারাকাতুশ শা*বাব আল-মুজা#হিদিন গত বুধবার সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ২টি পৃথক অভিযান পরিচালনা করছেন। এতে শত্রু বাহিনীর অন্তত ২৩ সৈন্য নিহত এবং ৪১ সৈন্য আহত হয়েছে।

শা*হাদাহ এজেন্সির তথ্যসূত্রে জানা যায়, শা*বাব মু*জাহি#দিনরা গত ২৭ নভেম্বর বুধবার, প্রথম অভিযানটি পরিচালনা করেন রাজধানীর ত্রেদেশী এলাকায়। অভিযানটি মোগাদিশু সরকারের গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত সামরিক বাহিনীর একটি সাঁজোয়া যান লক্ষ্যবস্তু করে আইইডি বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়েছে। এতে সাঁজোয়া যানটি ধ্বংস হয়ে যায়, ফলশ্রুতিতে শত্রু বাহিনীর ৫ সদস্য নিহত এবং আরও ৮ সদস্য আহত হয়।

ANS radioএ এন এস রেডিও

30 Nov, 13:26


হারাকাতুশ শা*বাব মু*জাহি#দিনরা এদিন তাদের দ্বিতীয় সফল অভিযানটি পরিচালনা করেন রাজধানীর উত্তরে হাওদালী শহরের আল-ওয়াকিয়াহ এলাকায়। অভিযানটি মোগাদিশু সেনাবাহিনীর একটি সামরিক অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে। আশ-শা*বাব জানায়, সামরিক এই অবস্থান থেকে শত্রু বাহিনী কিছুদিন ধরেই মু*জাহি#দদের নিয়ন্ত্রিত হাওদালী শহরের উপকণ্ঠে হামলার চেষ্টা করছিল। ফলে মু*জাহি#দিনরা শত্রুর এমন প্রচেষ্টার প্রতিক্রিয়া জানাতে সামরিক অবস্থানটিতে ভারী অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত আক্রমণ চালান।

ফলশ্রুতিতে শত্রু বাহিনীর ৩য় ব্রিগেডের ২৩তম ব্যাটালিয়নের কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ নুর গোদার সহ অন্তত ১৫ সৈন্য নিহত হয়। এসময় উচ্চ পদমর্যাদার ৪ কর্মকর্তাসহ অন্তত ৩৩ সৈন্য আহত হয়। এছাড়াও মু*জাহি#দিনরা শত্রু অবস্থান থেকে অসংখ্য অস্ত্র, সামরিক সরঞ্জাম ও বিভিন্ন গোলাবারুদ গনিমত লাভ করেন।

ANS radioএ এন এস রেডিও

30 Nov, 09:30


সশস্ত্র ইসলামি প্রতিরোধ দলগুলো গতকাল থেকে রাশিয়া ও ইরান সমর্থিত আসাদ সরকারি বাহিনীর বিরুদ্ধে রদ্দুল উদওয়ান নামে নতুন একটি অপারেশন শুরু করেছেন। প্রথমে অভিযানটি আলেপ্পোর পশ্চিমাঞ্চলে শুরু হলেও আজ সকাল থেকে অভিযাটি আলেপ্পোর উত্তর এবং ইদলিব সিটির পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইদলিবের দক্ষিণ অঞ্চলে বেসামরিকদের উপর রুশ ও আসাদ বাহিনীর হামলা বৃদ্ধির প্রতিক্রিয়ায় এই অভিযানটি শুরু করেছেন মু*জাহি#দিনরা।

স্থানীয় সূত্রগুলো জানায়, মু*জাহি#দিনরা নতুন এই অপারেশন শুর পর থেকে আজ ২৮ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত আলেপ্পো সিটির পশ্চিমাঞ্চলের ২৪৫ বর্গকিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন। মু*জাহি#দিন কর্তৃক বিজিত এই এলাকার মধ্যে রয়েছে ৩২টি গ্রাম, আসাদ রেজিমেন্ট-46 ঘাঁটি এবং ৬টি কৌশলগত পয়েন্ট। কৌশলগত পয়েন্টের মধ্যে রয়েছে দামেস্ক টু আলেপ্পো M5 মহাসড়ক, যা আসাদ বাহিনীর সরবরাহের প্রধান মাধ্যম। বর্তমানে আলেপ্পো সিটির কেন্দ্র থেকে মু*জাহি#দিনরা মাত্র ১.৯ কিলোমিটার দূরে শত্রু বাহিনীর বিরুদ্ধে যু*দ্ধরত অবস্থায় আছেন।

ANS radioএ এন এস রেডিও

30 Nov, 09:30


অপারেশন রুমের সামরিক কমান্ডারের দেওয়া বিবৃতি অনুযায়ী, এ পর্যন্ত আসাদ বাহিনীর কাছ থেকে মুক্ত করা বসতিগুলি এক লাখেরও বেশি বাস্তুচ্যুত সিরিয়ানদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার পথ প্রশস্ত করবে। সেই সাথে উত্তর-পশ্চিম সিরিয়ার মানবিক সংকট কিছুটা কমিয়ে আনবে।

এদিকে আলেপ্পোর দিকে মু*জাহি#দদের অগ্রগতি আরও ফলপ্রসু করতে ইদলিব সিটির পূর্বাঞ্চলেও হামলা জোরদার করেছেন মু*জাহি#দিনরা। বিশেষ করে ইদলিবের M5 মহাসড়ক সংলগ্ন এলাকাগুলোতে মু*জাহি#দিনরা এই অভিযান তীব্র করেছেন। সেই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ শহর সারাকিব শত্রু মুক্ত করতে আজ দুপুরের পর থেকে শত্রু অবস্থানগুলো লক্ষ্য করে ভারী আক্রমণ শুরু করেন মু*জাহি#দিনরা।

আজ সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত, মু*জাহি#দিনরা ইদলিব সিটির পূর্বাঞ্চলে শত্রু বাহিনী থেকে ৩২.১ কিলিমিটারেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন। নিয়ন্ত্রিত এলাকার মধ্যে রয়েছে ত্রানবা, জাববাস, দাদিখ এবং কাফর বাতিহ গ্রাম। আর গুরুত্বপূর্ণ শহর সারাকিব নিয়ন্ত্রণ নিতে শহরের উপকন্ঠে নুসাইরি বাহিনীর সাথে তীব্র লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। সেই সাথে আলেপ্পোর সাথে দামেস্ককে সংযুক্ত করার গুরুত্বপূর্ণ এম-৫ হাইওয়েটি মু*জাহি#দিনরা নিয়ন্ত্রণে নিয়েছেন।

উল্লেখ্য যে, এম-৫ (M5) হাইওয়েটি এই অঞ্চলের সবচাইতে গুরুত্বপূর্ণ মহাসড়ক। হাইওয়েটি সিরিয়ার রাজধানী দামেস্ক, হোমস, হামা এবং আলেপ্পো সহ প্রধান শহরগুলিকে তার সাথে সংযুক্ত করেছে। বর্তমানে ইদলিব ও আলেপ্পোর ৪টি এলাকা বিজয়ের মধ্য দিয়ে হাইওয়ের উপর নিয়ন্ত্রণ নিয়েছেন মু*জাহি#দিনরা।

ANS radioএ এন এস রেডিও

28 Nov, 08:35


পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে একটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। বিক্ষোভের সময় নামাজ আদায় করতে থাকা এক নিরস্ত্র ও শান্তিপূর্ণ নাগরিককে একটি শিপিং কনটেইনার থেকে ফেলে দেয় পাক আধা-সামরিক বাহিনীর সৈন্যরা, যার ফলে ওই ব্যক্তি মারা যায়।

ANS radioএ এন এস রেডিও

28 Nov, 08:35


গত ২৭ নভেম্বর এ ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি বিক্ষোভের সময় কোনও ধরনের সহিংসতার সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি কনটেইনারের ওপর নামাজে নিমগ্ন ছিলেন। এমন সময় দু'জন পাক সেনা তাকে ঘিরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়, পরে আরও দু'জন সেনা সদস্য কনটেইনারে উঠে ওই ব্যক্তির কাছে আসে এবং তাকে নির্মমভাবে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেয়। এ ঘটনার পর ওই ব্যক্তি গলায় গুরুতর আঘাত পেয়ে মারা যান।

উল্লেখ্য যে, পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। হাজার হাজার সমর্থক ইমরান খানের কারাবাসকে অবৈধ আখ্যা দিয়ে তাকে মুক্তির দাবিতে বিক্ষোভে নেমেছেন। বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীদের ওপর দেশটির পুলিশ, সেনা ও আধাসামরিক বাহিনীর ব্যাপক হামলা চালিয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৬ জন বিক্ষোভকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ANS radioএ এন এস রেডিও

28 Nov, 08:35


সিরিয়ার সশস্ত্র ইসলামি প্রতিরোধ দলগুলো আলেপ্পোর পশ্চিমাঞ্চলে রাশিয়া এবং ইরান-সমর্থিত আসাদ সরকারের বিরুদ্ধে নতুন করে বড়ধরণের সামরিক অপারেশন শুরু করেছে। ২০২০ সালের পর আসাদ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ দলগুলোর এখন পর্যন্ত এটিই সবচাইতে বড় সামরিক অপারেশন।

স্থানীয় সূত্রমতে, গত ২৭ নভেম্বর বুধবার দুপুরে প্রতিরোধ দলগুলো "রদ্দুল উদওয়ান" নামে নতুন একটি সামরিক অপারেশন ঘোষণা করেছে। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ট্যাংক, সাঁজোয়া যান আর ভারী সব যু*দ্ধাস্ত্র নিয়ে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে শত শত মু*জাহি#দিন, যারা আলেপ্পোর পশ্চিমাঞ্চলের একাধিক ফ্রন্টে আসাদ বাহিনীর অবস্থানগুলোতে একযোগে হা*মলা চালাতে শুরু করেন।

নতুন এই অপারেশন শুরুর মাত্র ৭ ঘন্টার মধ্যে মু*জাহি#দিনরা আলেপ্পোর পশ্চিমাঞ্চলের ১৪০ বর্গকিলোমিটার এলাকা শত্রু মুক্ত করতে সক্ষম হয়েছেন। সেই সাথে আলেপ্পো সিটির কেন্দ্রের দিকে ১০ কি.মি. এরও বেশি অগ্রসর হয়েছেন। রিপোর্ট লেখাকালীন সময়ে মু*জাহি#দরা আলেপ্পোর কেন্দ্রস্থলে পৌঁছাতে আর মাত্র ৫ কি.মি. পথের দুরত্ব রয়েছে। প্রতিরোধ যো*দ্ধারা তাদের এই অগ্রগতির মাধ্যমে ৪টি গুরত্বপূর্ণ ও কৌশলগত শহর সহ ১৯টি গ্রাম শত্রু মুক্ত করেছেন।

ANS radioএ এন এস রেডিও

28 Nov, 08:35


আর এসময়ের মধ্যে মু*জাহি#দিনরা শত্রু বাহিনীর ৫টি ট্যাঙ্ক, ১টি বিএমপি গাড়ি এবং ১টি ক্ষেপণাস্ত্র ডিপোর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। সেই সাথে মু*জাহি#দিনরা আসাদ সরকারি বাহিনীর ৬ সদস্যকে আটক করেছেন। বাকি শত্রু সৈন্যদের হ*ত্যা এবং আহত করে তাড়াচ্ছেন মু*জাহি#দিনরা।

"রদ্দুল উদওয়ান" অপারেশন রুমের সামরিক কমান্ডার হাসান আব্দুল গনির করা একটি টুইটার/এক্স বার্তা থেকে জানা যায়, প্রতিরোধ যো*দ্ধারা বিজয়ের এই ধারাবাহিকতায় আলেপ্পোর পশ্চিমাঞ্চলে ইরান এবং রাশিয়ান-সমর্থিত আসাদ সরকারের ৪৬তম রেজিমেন্টের পুরো ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন। শত্রু বাহিনীর এই ঘাঁটি ও এলাকাটি আসাদ বাহিনীর বৃহত্তম ও কৌশলগত এলাকাগুলির একটি। এখান থেকেই শত্রুরা মুক্ত অঞ্চলগুলিতে সর্বাধিক হত্যা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত, এটি ছিল আসাদ বাহিনীর ভারী অস্ত্র এবং কামিকাজে ড্রোন হামলার কেন্দ্র। তাই এলাকাটি বিজয়কে প্রতিরোধ যো*দ্ধাদের আলেপ্পো বিজয়ের একটি সূচনা পয়েন্ট হিসাবে বিবেচনা করেন কমান্ডার হাসান আব্দুল গনি।

ANS radioএ এন এস রেডিও

28 Nov, 06:45


ভারতীয় বিএসএফ এর গুলিতে আহত দুই বাংলাদেশী | আল ফিরদাউস | Al Firdaws

ANS radioএ এন এস রেডিও

27 Nov, 11:55


সূত্রটি আরো যোগ করেছে যে, কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মান্দিরা রাজ্যের আইলওয়াক জেলায় মুজা#হিদিনরা উক্ত অভিযানটি চালিয়েছেন। অভিযানটি কেনিয়ান সেনাবাহিনীর একটি সামরিক কনভয় লক্ষ্য করে চালানো হয়েছিল। ফলশ্রুতিতে ১৮ শত্রু সেনা হতাহত হওয়া ছাড়াও শত্রু বাহিনীর একটি ভারী সাঁজোয়া যান ধ্বংস এবং অন্য একটি যান ক্ষতিগ্রস্ত হয়।

ANS radioএ এন এস রেডিও

19 Nov, 19:51


তেহরিক তালেবান পাকিস্তান) কর্তৃক এতিম ও বিধবাদের অনুদান দেওয়ার দৃশ্য।
ওয়েব সাইট লিঙ্ক
https://umnews.net

ANS radioএ এন এস রেডিও

19 Nov, 19:40


মুষ্টিমেয় মুজাহিদদের অভিযানে অন্তত ২৮ জায়োনিস্ট সৈন্য হতাহত: ধ্বংস ৬টি সাঁজোয়া যান আল ফিরদাউস Al Firdaws

ANS radioএ এন এস রেডিও

18 Nov, 18:19


মালি সোমালিয়ার সংবাদ পাবেন
http://t.me/Ez_z_aaaa_bot

ANS radioএ এন এস রেডিও

18 Nov, 18:11


নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পলাতক জঙ্গীদের নেতৃত্বে নতুন রাজনেতিক দলের আত্মপ্রকাশ
Al Firdaus news
দেশে ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামে নতুন এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। শেখ মুজিবের সম্মান সমুন্নত রাখা, স্বাধীনতা ও সংবিধান সুরক্ষিত রাখা এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে গণমাধ্যমের বরাতে জানা গেছে। গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ-আদনান অন্তরের নেতৃত্বে এই সংগঠন যাত্রা শুরু করেছে।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানী ঢাকার উত্তরার একটি রেস্টুরেন্টে গোপনীয়তার সঙ্গে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

ওই অনুষ্ঠানের কয়েকটি ছবি এবং সংগঠনটির ঘোষণাপত্রসহ বিভিন্ন তথ্য প্রকাশ করেছে কালেরকণ্ঠ।

‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ সংগঠনটির ঘোষণাপত্র ও লক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এটি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠনে ছাত্রলীগের আবরণে কাজ শুরু করতে যাচ্ছে।

সংগঠনের মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা। মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শেখ মুজিবের কথিত সম্মানকে সমুন্নত রাখা।

‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছে আল রিয়াদ-আদনান অন্তর। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণা অনুযায়ী, সংগঠনটির মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মূখপাত্র হিসেবে কাজ করবে হুমায়ুন কবির জয়।
এদের মধ্যে চেয়ারম্যান অন্তরের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে। বাকীদের পরিচয় জানা যায়নি।

অন্তর টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের ১ নম্বর ব্লকের ভান্ডারী গলির বাবুল মিয়ার ছেলে। সে গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গীর ৪৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিল। ২০১৮ সালে ইয়াবাসহ টঙ্গীর কলেজগেট থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয় সে। পরে র‍্যাব বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে। এরপর ছাত্রলীগ থেকে বহিষ্কার হয় আল রিয়াদ-আদনান অন্তর।
৫ আগস্টের পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জঙ্গীরা আত্মগোপনে থাকার সুযোগে অন্তর কোথাও কোথাও নিজেকে গাজীপুর মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে পরিচয় দিয়ে আসছিল।
https://alfirdaws.org/2024/11/18/73742/
তথ্যসূত্রঃ
১.নিষিদ্ধ ‘ছাত্রলীগের আদলে’ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
– https://tinyurl.com/p4pnu2u8

ANS radioএ এন এস রেডিও

18 Nov, 18:09


আফগানিস্তানে চীনা ব্যবসায়ীর ইসলাম গ্রহণ
Al Firdaus news
আফগানিস্তানের উত্তরাঞ্চলের বালখ প্রদেশে এক চীনা ব্যবসায়ী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই চীনা ব্যবসায়ীর নাম ছিল ওয়াং ফিকি, তবে ইসলাম গ্রহণের পর তাকে ‘আবদুল্লাহ মুহাম্মদ’ নাম দেওয়া হয়েছে। আফগানদের ভালো আচরণ, নীতি-নৈতিকতা ও সহনশীলতায় প্রভাবিত হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার ঘোষণা দেন।

গত ১৭ নভেম্বর আফগান গণমাধ্যম হুরিয়াত ডট নেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এখন থেকে তিনি ইসলামের আলোকেই জীবন যাপন করতে চান। জানা যায়, বর্তমানে তিনি আফগানিস্তানে মুসলিমদের কল্যাণে দেশটির বলখ প্রদেশে কিছু শিল্প-কারখানা স্থাপন করতে আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে অনেক বিদেশি ইসলাম গ্রহণ করেছেন। এবং আফগানিস্তানে বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে ইসলাম গ্রহণের প্রক্রিয়া দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এ ঘটনার কয়েক দিন আগেও কন্দাহারে এক বিদেশি নাগরিক ইসলাম গ্রহণ করেছেন।

তথ্যসূত্র:
1. بلخ کې یو چینایي سوداګر مسلمان شو
– https://tinyurl.com/3s9p5euw

ANS radioএ এন এস রেডিও

14 Nov, 11:08


টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মুসলিমদের হালাল খাবার প্রস্তুত থাকবে না। কেউ হালাল খাবার চাইলে তাকে টিকিট বুকিংয়ের সময় হালাল খাবারের জন্য অর্ডার করতে হবে।

গত ১০ নভেম্বর(রবিবার) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, খাবারগুলোর সাথে দেয়া হবে হালাল সার্টিফিকেট। এর আগে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ‘হিন্দু মিল’ ও ‘মুসলিম মিল’ নামে আলাদা খাবারের ব্যবস্থা থাকত।

এখন ধর্মভিত্তিক আর খাবার দেবে না এয়ার ইন্ডিয়া। মুসলিম যাত্রীরা হালাল খাবার চাইলে তাদেরকে আগে থেকেই হালাল খাবার বুকিং দিতে হবে। এই খাবারে এমওএমএল নামে বিশেষ স্টিকার থাকবে।

ANS radioএ এন এস রেডিও

12 Nov, 06:27


কাশ্মীরে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ভারতীয় বাহিনীর ৪ সেনা হতাহত আল ফিরদাউস Al Firdaws

ANS radioএ এন এস রেডিও

09 Nov, 11:34


দাওয়াতের বিষয়বস্তু:পর্ব-৩

আমেরিকা, ইসরাইল, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, চীন ও ভারতসহ অন্য সকল কুফরী শক্তি বিশ্বব্যাপী মুসলিমদেরকে যে জুলুম ও নির্যাতন করেছে এবং করে চলেছে—সত্য ও বস্তুনিষ্ঠ ইতিহাসের ভিত্তিতে তার ঘটনা-পরিক্রমা তাদের সামনে তুলে ধরা। আমাদের মুসলিম দেশসমূহের শাসকগোষ্ঠীও যে এক্ষেত্রে মুসলিমদের পরিবর্তে কাফেরদেরকে সাহায্য করছে; এরা যে মুসলিমদের জান-মাল ও ইজ্জত-আব্রু রক্ষাকারী নয়, বরং তাদের রক্তপিয়াসি– তথ্য প্রমাণের আলোকে তা তাদের সামনে পরিষ্কার করে তোলা। তাদের রিদ্দাহ (মুরতাদ হওয়ার বিষয়টি) বাস্তবতা ও শরয়ী দলীল-প্রমাণের আলোকে স্পষ্ট করে তোলা।

আসলি কাফের, বিশেষ করে হিন্দের হি'ন্দুত্ববাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে জি'হাদের বিষয়টিকে দাওয়াতে অগ্রাধিকার দেয়া। ক্রুসেডার-যায়নবাদী ও হিন্দু'ত্ববাদীদের অনুগত মুরতাদ শাসকদের বিরুদ্ধেও উম্মাহ’র ঈমানী চেতনা জাগ্রত করা এবং তাদের সংঘবদ্ধ করা।
মজলুম মুসলিমদের সাহায্যে উদ্বুদ্ধ করা। মজলুম মুসলিমদের জান-মাল ও ইজ্জত-আব্রু রক্ষার জন্য মুজা'হিদগণ যে আল্লাহ’র রাহে নিজেদের জান-মাল উৎসর্গ করছেন, তা স্পষ্ট করা। যাতে মুসলিমরা বুঝতে পারে- কে তাদের প্রকৃত বন্ধু আর কে তাদের শত্রু।

ANS radioএ এন এস রেডিও

07 Nov, 07:49


দাওয়াতের বিষয়বস্তুঃ-পর্ব ২

গণতন্ত্রের নোংরা ও দুর্বিষহ পরিণতি এবং তার বিপরীতে শরীয়তের সৌন্দর্য ও সুফল তাদেরকে বুঝানো। গণতান্ত্রিক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা এবং শরীয়াহ্-ভিত্তিক খিলাফাহ ও রাষ্ট্রব্যবস্থার আকাশ-পাতাল পার্থক্য মানুষের সামনে তুলে ধরা।
ইসলামী গণতন্ত্র নামক অসংলগ্ন, ভিত্তিহীন পথ ও পদ্ধতির অসারতা তুলে ধরা।

জাতীয়তাবাদের ধোঁকা ও প্রতারণা, স্বরূপ ও অসারতা উন্মোচন করা। এই জাতীয়তাবাদ যে মুসলিমদেরকে ইসলাম থেকে কুফরের দিকে নিয়ে যাচ্ছে, মুসলিম উম্মাহকে শোচনীয় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, তা পরিষ্কার করে দেয়া।

উম্মাহর বিরুদ্ধে জায়'নবাদী, ক্রুসেডার ও উ'গ্র হিন্দু'ত্ববাদীদের চক্রান্ত ও শত্রুতা সম্পর্কে সতর্ক করে তোলা। মুসলিমদের মাঝে ফুরূয়ী ইখতিলাফ বা শাখাগত বিষয়ের মতপার্থক্য বেশি আলোচনা না করে, কুরআন-সুন্নাহ এবং সাময়িক বিশ্বের বাস্তব পরিস্থিতি, তথ্য ও দৃষ্টান্তের আলোকে কাফেরদের শত্রুতা ও দুশমনির দিকগুলো তুলে ধরা।

ANS radioএ এন এস রেডিও

06 Nov, 07:31


দাওয়াতের বিষয়বস্তুঃ-পর্ব-১

তাওহীদের সঠিক ব্যাখ্যা তুলে ধরা। এ কথা পরিষ্কার করে দেয়া যে, আল্লাহই আইন প্রণয়নসহ সকল ক্ষমতার মালিক। এটি তাওহীদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সার্বভৌমত্ব একমাত্র তাঁরই এবং পারস্পরিক বিবাদমান সকল বিষয়ে তাঁর আইন ও বিধান গ্রহণ করা ঈমানের জন্য অনিবার্য শর্ত।

আল-ওয়ালা ওয়াল-বারা’র হারিয়ে যাওয়া আকীদা ফিরিয়ে আনা। উম্মাহ’র অংশ হতে পারার গৌরব ও গর্ববোধ পুনর্জীবিত করা। ইসলামী ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা। বিশ্বের সকল মুসলিম যে একটি দেহের মতো, তা সকলকে হৃদয়ঙ্গম করানো, মন ও মননে দৃঢ়ভাবে গেঁথে দেওয়া।

ANS radioএ এন এস রেডিও

03 Nov, 07:44


নিন্দনীয় ও বর্জনীয়ঃ-(৬)

তাড়াহুড়ার প্রবণতা ও অস্থির চঞ্চলতা থেকে বেরিয়ে আসতে হবে। অগ্রাধিকারনীতি, উপযোগিতা ও কার্যকারিতার ভিত্তিতে কর্ম ও পদক্ষেপ নির্ধারণ করতে হবে।
প্রতিটি পোস্ট, লেখা, শেয়ার এমনকি লাইকের আগে নিজের নিয়ত যাচাই করুন। নিজেকে প্রশ্ন করুন, কেন আপনি এই কাজটি করছেন। এটি কি শুধুই আল্লাহ্‌র জন্য? নাকি এতে নিজের কোন স্বার্থ, জেদ, অনুরাগ-বিরাগ মিশে আছে? শতভাগ আল্লাহ্‌র জন্য নয়, এমন সকল লেখা, পোস্ট, কমেন্ট থেকে বিরত থাকুন। ইনশাআল্লাহ্‌ এ নীতি অনুসরণ করলে অধিকাংশ অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর তর্ক ও আলোচনা এড়িয়ে চলা সম্ভব হবে

দাওয়াতের কেন্দ্র বানান ইসলামী আদর্শকে। তাওহিদ ও জি'হাদের আহ্বানকে। নিজের ব্যক্তিপরিচয়, ব্যক্তিগত আবেগ, পছন্দ-অপছন্দ, অনুরাগ-বিরাগ দ্বারা আপনার কলম যেন নিয়ন্ত্রিত না হয়। নিজের ব্যক্তিসত্ত্বার উপরে দাওয়াতকে অগ্রাধিকার দিতে শিখুন।
দাওয়াতের মাধ্যম হিসাবে নিষিদ্ধ ও দৃষ্টিকটু জিনিসের ব্যবহার থেকে বিরত থাকুন। যেমন, কোনো বেপর্দা নারীর ছবি, ভিডিও, বাদ্যযন্ত্রযুক্ত ভিডিও বা বক্তব্য ইত্যাদি।

ANS radioএ এন এস রেডিও

02 Nov, 07:20


নিন্দনীয় ও বর্জনীয়ঃ-(৫)

যথাসম্ভব বিতর্ক এড়িয়ে চলবেন। বিতর্ক দিয়ে মানুষের উপকার খুব কম হয়; বরং হেরে গেলে অন্তরে সুপ্ত ক্ষোভ কাজ করে, যা সত্য গ্রহণের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।
কারো সাথে বিতর্ক হলে তার সম্মান ও মর্যাদার প্রতি লক্ষ্য রাখতে হবে; তাকে হেয় প্রতিপন্ন করা বা লজ্জিত করা কখনো উদ্দেশ্য হবে না। এমনভাবে কথা বলতে হবে, যেন তার সামনে সত্য দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে যায় এবং তিনিও স্বস্তির সঙ্গে তা মেনে নিতে পারেন। আপনাকে তার ব্যক্তিত্ব ও মর্যাদার প্রতি লক্ষ্য রাখতে হবে, আপনার পক্ষ হয়ে আপনার কোনো অনুসারীও যদি তার ব্যাপারে সীমালঙ্ঘন করে, তাহলে তাকেও বারণ করতে হবে। মনে রাখতে হবে, সাধারণত কাউকে লাঞ্ছিত করে হক গ্রহণ করানো যায় না। ব্যক্তির আত্মমর্যাদাবোধ তখন হক গ্রহণের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।

আকীদা ও ফিকহের সূক্ষ্ম ও শাখাগত মতানৈক্যের ব্যাপারে জনসমক্ষে কথা বলা থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, যেসকল বিষয়ে সালাফদের মধ্যে একাধিক মতামত পাওয়া যায়, সেসব ক্ষেত্রে উম্মাহর ক্রান্তিকালে খেলাফতশূন্য এই অস্থির পৃথিবীতে কখনোই ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। উপরন্তু এসব বিষয় মুসলিমদের মাঝে বিরোধ ও বিভেদ সৃষ্টি করে। তাই সতর্কতার সঙ্গে এসব বিতর্ক এড়িয়ে চলুন। কখনো আত্মপক্ষ সমর্থন করতে হলে বা নিজের অবস্থান পরিষ্কার করতে হলে সকলের মতের প্রতি শ্রদ্ধা রেখে ইনসাফের সঙ্গে মার্জিত ভাষায় আপনার কথা উপস্থাপন করুন।

ANS radioএ এন এস রেডিও

31 Oct, 11:25


ক্ষমতাসীন বিজেপির প্রচার করা মুসলিম বিরোধী প্রোপাগান্ডার ফলে সাধারণ হিন্দুদের মাঝে ইসলাম বিদ্বেষ চরম মাত্রায় পৌঁছেছে। গরু রক্ষার নাম করে প্রকাশ্যে মুসলিমদের হত্যা করাকে স্বাভাবিক করা হয়েছে। যার ফলে বিনাবিচারে হত্যা করা হচ্ছে নিরপরাধ মানুষদের। এমনকি ইসলাম বিদ্বেষের এই বিষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি জায়গায় ছাড়িয়ে পড়েছে।

গত ২৯ অক্টোবর, শনিবার বিশ্ববিদ্যালয়ের এক কোণায় নামাজ আদায় করছিলেন এক মুসলিম নারী। নামাজ পড়ার কারণে বিশ্ববিদ্যালয়ের উগ্রবাদী হিন্দু ছাত্ররা তীব্র বিরোধিতা করে। নামাজ আদায়ের প্রতিবাদে তারা উগ্র হিন্দুত্ববাদীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়।

ঘটনাটি ভারতের উত্তর খণ্ডের রূরকি জেলায় অবস্থিত কোয়ান্টাম বিশ্ববিদ্যালয়ে ঘটে।

এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের এক কোণায় নামাজ আদায় করছেন এক মুসলিম নারী।

নামাজ আদায়কারী ওই মুসলিম নারীর নাম পরিচয় জানা যায়নি।

ANS radioএ এন এস রেডিও

31 Oct, 11:25


এই বিশ্ববিদ্যালয়ে ইতোপূর্বে দুর্গাপূজার আয়োজন করেছিল হিন্দুরা। কিন্তু তাদের এই দুর্গা পূজা নিয়ে কোনও মুসলিম প্রশ্ন তোলেনি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছোট একটি কোণায় একাকী নামাজ পড়ার কারণে এই প্রতিবাদ উগ্রবাদী হিন্দুদের মুসলিম বিরোধী প্রোপাগান্ডার ফসল।

এর আগেও ভারতের একাধিক বিশ্ব বিদ্যালয়ে হেনস্তার শিকার হয়েছেন মুসলিম শিক্ষার্থীরা। গত ২২ অক্টোবর দিল্লির জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে মুসলিম নারী শিক্ষার্থীদের হেনস্তা করে বাজে মন্তব্য করেছিল উগ্রবাদী হিন্দুরা। মুসলিম শিক্ষার্থীরা ওই ঘটনার বিরোধিতা করলে তাদের মারধর করে বহিরাগত হিন্দুরা।

ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে তারা এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনও উত্তর প্রদান করেনি।


আরও পড়ুনঃ
https://t.me/Alfirdaws02/1427

ANS radioএ এন এস রেডিও

30 Oct, 19:33


এদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খুলতে দেওয়া হবে না।
শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক (হাফিজাহুল্লাহ)

ANS radioএ এন এস রেডিও

30 Oct, 19:00


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ৩০০ জনের পরিবারকে ১ লাখ টাকা করে মোট ৩ কোটি টাকা সহায়তা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই ৩০০ পরিবারের মধ্যে এতিম পরিবার ছিল ১০৯টি, সাধারণ পরিবার ১৮৯টি এবং হিন্দু পরিবার ২টি।

মঙ্গলবার রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের কাছে চেক হস্তান্তর করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শহিদ স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে হতাহত ও শহিদ পরিবারকে অর্থ সহায়তা করেছি।

ANS radioএ এন এস রেডিও

30 Oct, 19:00


শায়খ আহমাদুল্লাহ বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন যদি কোটি টাকার চেকও শহিদ পরিবারের হাতে উঠিয়ে দেয়- তাহলেও আপনাদের ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব নয়। যারা সন্তান, বাবা ও স্বামী হারিয়েছেন তারা অবশ্যই কষ্ট পেয়েছেন। সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন মৃত্যু অবশ্যই গর্বের; যাদের নিয়ে সবাই গর্ববোধ করেন।

অনুষ্ঠানে কয়েকটি শহিদ পরিবারের স্বজনরা তাদের অনুভূতি প্রকাশ করেন। এদের বেশ কয়েকজন ছিলেন সদ্য পিতৃহারা অপ্রাপ্ত বয়স্ক এতিম শিশু।

এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১ হাজার ৪৬৯ জনকে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা দিয়েছে।

ANS radioএ এন এস রেডিও

29 Oct, 15:38


বাংলাদেশে মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কান্ট্রি অফিস খোলার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ। এ নিয়ে স্বল্প সময়ের মধ্যে ঢাকার ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে জেনেভা। সঙ্গে ‘নতুন বাংলাদেশ’ গঠনে সরকার গৃহীত সংস্কার কার্যক্রমে সহায়তার বিশাল প্যাকেজ অফার করা হয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, তামিল বিদ্রোহের ছুতোয় শ্রীলঙ্কায় মানবাধিকারের কান্ট্রি অফিস খোলার প্রস্তাব ছিল জাতিসংঘের। এ নিয়ে ১০ বছর দেন-দরবার হয়েছে। কিন্তু কলম্বো কোনো চাপেই নতি স্বীকার করেনি। শ্রীলঙ্কায় ব্যর্থ চেষ্টার পর ভারতসহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে অফিস খোলার প্রস্তাব যায়। ট্র্যাক ওয়ান এবং ট্র্যাক টু- উভয় পন্থায় চলে দূতিয়ালি। কিন্তু না, কোনো দেশই অফিস খোলার স্থান দিতে রাজি হয়নি। তাই এবার টার্গেট বাংলাদেশ।

ANS radioএ এন এস রেডিও

29 Oct, 15:38


মঙ্গলবার (২৯শে অক্টোবর) থেকে শুরু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের ঢাকা সফর। হাই প্রোফাইল এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য হতে যাচ্ছে ওএইচসিএইচআর’র ঢাকা অফিস খোলার বিষয়টি। ২৯শে অক্টোবর সকালেই ভলকার তুর্ক ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশের মাটিতে প্রায় ৫০ ঘণ্টা কাটাবে সে। ওই সময়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের প্রায় সব উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাবাহিনী প্রধান এবং নাগরিক সমাজের বিভিন্ন স্তরে সিরিজ বৈঠক হবে তার।
ভলকার তুর্ক গণতান্ত্রিক সংস্কারের জন্য গঠিত ১০ কমিশন প্রধান এবং গুম কমিশনের সব সদস্যের সঙ্গে বসবে একটি প্রাতঃরাশ বৈঠকে। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গেও মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে তার। জেনেভাস্থ অফিস অব দ্য ইউএন হাইকমিশনার ফর হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর) এর আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- মানবাধিকার বিষয়ক হাইকমিশনার তুর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবে।

যেখানে সে সাম্প্রতিক ছাত্র-আন্দোলনে সম্পৃক্ত প্রতিবাদী শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবে। ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং কূটনৈতিক মিশনগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে। সফরের সমাপনীতে একটি সংবাদ সম্মেলনে অংশ নেবে। সংবাদ সম্মেলনটি উন্মুক্ত নয় বরং প্রবেশাধিকার রয়েছে এমন মিডিয়ার প্রতিনিধিরাই তাতে ঢুকতে পারবে।

মানবাধিকার অফিসের কাজ এবং অন্যান্য প্রসঙ্গ:

১৯৯৩ সালে জেনেভায় অফিস অব দ্য ইউনাইটেড ন্যাশন্স হাই কমিশনার ফর হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর)-এর কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ১৭টি দেশে ওএইচসিএইচআর কান্ট্রি অফিস খুলতে পেরেছে। ব্যাংককসহ কিছু জায়গায় লিমিটেড স্কেলে তাদের রিজিওনাল অফিস রয়েছে। কান্ট্রি অফিস রয়েছে এমন দেশ হলো- বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, গুয়েতেমালা, গায়েনা, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেঙিকো, নাইজার, ফিলিস্তিন, সিরিয়া, সুদান, তিউনিসিয়া এবং ইয়েমেন।

পর্যালোচনায় দেখা যায়, কোনো না কোনো সংকটে রয়েছে এমন দেশেই ওএইচসিএইচআর কান্ট্রি অফিস খুলতে পেরেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত মাসে ঢাকায় মানবাধিকার অফিস খোলার প্রস্তাব আসে। অবিশ্বাস্য দ্রততায় এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া পাঠায় জেনেভা। প্রস্তাবে বলা হয়, সবকিছু ঠিক থাকলে অক্টোবরে ভলকার তুর্কের সফরে খসড়া চুক্তিটি সই হতে পারে। প্রস্তাবে আরও বলা হয়, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস চালু হলে সেটি মানবাধিকার সমুন্নত ও বিকাশের স্বার্থে নীতি প্রণয়ন, বাস্তবায়ন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহায়তা করবে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, অফিস খোলার চুক্তির খসড়ায় জাতিসংঘের প্রতিনিধিদের অবাধে বিভিন্ন জায়গায় যাওয়া এবং প্রয়োজনীয় তথ্য পাওয়া নিশ্চিত করার কথা বলা হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে কোনো গ্রেপ্তার, আটক এবং জেরা করার প্রক্রিয়ায় ওএইচসিএইচআর প্রতিনিধিদের অবাধে প্রবেশাধিকার দিতে হবে।

প্রস্তাবে সায় নয় যে কারণে:

সেগুনবাগিচার দায়িত্বশীল প্রতিনিধিরা জানিয়েছেন, ওএইচসিএইচআর-এর প্রস্তাবটি আত্মঘাতী। এটি গ্রহণ করলে এবং তাদের অফিস খোলার চুক্তি সই করলে ভবিষ্যতে রাষ্ট্র হিসাবে বাংলাদেশের বড় ধরনের বিপদে পড়তে হবে।

প্রথমত এ অঞ্চলের অন্য দেশগুলো বাংলাদেশের ওপর চাপ তৈরি হতে পারে। কারণ দক্ষিণ এশিয়ার অনেক দেশেই ওএইচসিএইচআর-এর অফিস খোলার প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে ৩৬ জুলাইয়ের অভ্যুত্থানের পর থেকে স্বার্থান্বেষী নানা গোষ্ঠী সক্রিয়। ওএইচসিএইচআর-এর প্রস্তাব এসেছে ৫ই আগস্টের এক মাসের মাথায় এবং তা পারসু হচ্ছে নানাদিক থেকে। বাংলাদেশে জাতিগত কোনো সংঘাত হয়নি যে, এখানে জাতিসংঘের মানবাধিকার অফিস খুলতে হবে- এমন মন্তব্য করে এক কর্মকর্তা বলেন, সংঘাতপ্রবণ দেশগুলোতে ওএইচসিএইচআর-এর অফিস রয়েছে।

তাছাড়া ওই অফিসের বিরুদ্ধে দুনিয়ার দেশে দেশে সমকামিতার মতো মানবতাবিরোধী বিষয় প্রমোট করার অভিযোগ রয়েছে। সমকামিতা সব ধর্মে নিষিদ্ধ। অফিস খুলে এটি প্রমোশনের সুযোগ দিলে সরকার বাংলাদেশের সর্ব ধর্মের ধর্মভীরু মানুষের ক্ষোভের মুখে পড়বে। ফলে নেতিবাচক ধারণা সৃষ্টির এমন আশঙ্কাকে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক প্রেক্ষাপট থেকে দেখাটা সমীচীন বলে মনে করছে সেগুনবাগিচা।

বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর সব সময় দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত হয়। দাতা সংস্থাগুলো ওএইচসিএইচআরকে যেকোনো দেশের অভ্যন্তরীণ নীতি প্রণয়নে প্রভাব সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ফলে একটি দেশের কোনো নীতি যখন দাতা দেশগুলোর বিপক্ষে যায়, তখন তারা মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ওএইচসিএইচআর এর মাধ্যমে।

ANS radioএ এন এস রেডিও

29 Oct, 15:38


জাতিসংঘে কাজ করছেন এমন একাধিক কূটনীতিক জানান, জাতিসংঘের মানবাধিকার অফিস কখনো কখনো এমন এজেন্ডার বিকাশে কাজ করে থাকে যেগুলো সর্বজনীন নয়। যেমন তারা সমকামীদের অধিকার প্রতিষ্ঠা, সমন্বিত যৌন শিক্ষার বিকাশে কাজ করে যা অনেক দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতার পরিপন্থি। নাম প্রকাশ না করার শর্তে সাবেক একজন কূটনীতিক বলেন, কিছু স্পর্শকাতর পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে জাতিসংঘের মানবাধিকার অফিস কাজ করে। অথচ চুক্তি করা বা অফিস স্থাপনের অনুমতি দেয়ার পর তাদের বিরুদ্ধে কোনো দেশই ব্যবস্থা নিতে পারে না। এটি করলে উভয় সংকট তৈরি হয়।

ANS radioএ এন এস রেডিও

29 Oct, 06:31


নিন্দনীয় ও বর্জনীয়ঃ-(২)

তা'গুতি শাসনব্যবস্থার অধীনে থাকার ফলে অনিচ্ছাসত্ত্বেও অনেককে অনেক কাজ করতে হয়; কিছু ক্ষেত্রে হয়তো তাদের ওজর গ্রহণযোগ্য, আবার কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। যেসব ক্ষেত্রে তাদের ওজর গ্রহণযোগ্য নয়, সেসব ক্ষেত্রে দালিলিকভাবে মতভিন্নতা হতে পারে। কিন্তু তাদের নামোল্লেখ করে জনসমক্ষে আক্রমণাত্মক সমালোচনা করা বা মন্দ ভাষায় গাল'মন্দ করা না উম্মতের জন্য কল্যাণকর আর না জি'হাদের জন্য। এসব কাজের মাধ্যমে আমাদের থেকে সম্মানিত উলামাদের দূরে সরে যাবেন। তাঁদেরকে যারা ভালোবাসে, তারাও জি'হাদি মানহাজের বিরুদ্ধে চলে যাবেন। উম্মাহর এই ক্রান্তিলগ্নে কুফফারগোষ্ঠী এটাই চায়।

উল্লেখ্য RAND কর্পোরেশন তাদের বিভিন্ন প্রতিবেদনে জি'হাদ ও মুজা'হিদিনের সাথে উলামায়ে কেরামের বিভাজন সৃষ্টির কথা এনেছে। দুঃখজনক ব্যাপার হল, আমাদের অবুঝ ভাইয়েরা এমন কাজ করে ফেলছেন যার ফলে শত্রুর লক্ষ অর্জিত হচ্ছে। আল্লাহ্‌ তাআলা সকলকে হেফাজত করুন।
-মুহতারাম আবু আসাদুল্লাহ আল হিন্দী

ANS radioএ এন এস রেডিও

28 Oct, 05:44


বহুমুখী হুমকির মুখে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী আল ফিরদাউস Al Firdaws

ANS radioএ এন এস রেডিও

27 Oct, 12:09


দাওয়াতের ভাষা ও পদ্ধতিঃ-(৬)

অন্যদের ভালো গুণগুলো অস্বীকার করা বা এড়িয়ে যাওয়া যাবে না। সেগুলো স্বীকার করতে হবে। প্রশংসা করতে হবে। ঐকমত্যের জায়গা ও মতবিরোধের জায়গা পরিষ্কার করে দিতে হবে।
শুধু ‘দুঃখ-কষ্ট, পরাজয়-নির্যাতন, বিধান-নির্দেশ’—এগুলোই যেন দাওয়াতের মূল প্রতিপাদ্য না হয়; বরং ‘বিজয়, সাহসিকতা, আল্লাহ্‌র নুসরাত, শাহাদতের মর্যাদা, জান্নাতের পুরস্কার’, এগুলোই হোক দাওয়াতের প্রথম ধাপ। সুসংবাদ শুনিয়ে মানুষকে কাছে আনার চেষ্টা করুন। হাদীসে এসেছে, ‘সহজ করো; কঠিন করো না। সুসংবাদ দাও; আতঙ্কিত করো না।’
আলোচনা শুধু আকীদা ও জি'হাদ-কি'তালের মাঝে সীমাবদ্ধ রাখবেন না। পাশাপাশি আমল, আখলাক, তাযকিয়াতুন নফস, তিলাওয়াত ইত্যাদির প্রতি গুরুত্বারোপ করুন।

এমন ব্যাপারে আলোচনা করুন যে ব্যাপারে আপনার ভিত শক্ত, যে ব্যাপারে আপনার পর্যাপ্ত ইলম ও অধ্যয়ন আছে। আপনার দাওয়াত স্পষ্ট ও শক্তিশালী হওয়া উচিৎ। তবে আপনার আলোচনায় অহংকার যেন না থাকে। যে বিষয়ে জানা নেই, সে ব্যাপারে চুপ থাকা ও অজ্ঞতা স্বীকার করা প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য।
সত্যপথ চিনেছেন এ জন্য অহংকার না করে আল্লাহ্‌র উদ্দেশে বিনয়ী হন। যাদের উদ্দেশ্যে লিখছেন, তাদের জন্য হাত তুলে আল্লাহ্‌র কাছে দুয়া করুন। হয়তো আপনিও একদিন ওই ভাইয়ের চেয়ে কম বুঝতেন, আল্লাহ্‌ তা’আলা আপনার প্রতি রহম করেছেন। এমনও তো হতে পারে, অন্য কোনো বিশেষ আমলের কারণে আল্লাহর দৃষ্টিতে আপনার তুলনায় তার মর্যাদা বেশি বা ভবিষ্যতে আল্লাহ্‌ তা’আলা তার মর্যাদা আপনার চেয়েও অনেক বেশি বৃদ্ধি করে দেবেন।

ANS radioএ এন এস রেডিও

26 Oct, 16:57


এক রাতে ডেপুটি কমান্ডারসহ ২৪ ইসরায়েলি সন্ত্রাসী হতাহত আল ফিরদাউস Al Firdaws

ANS radioএ এন এস রেডিও

26 Oct, 07:18


দাওয়াতের ভাষা ও পদ্ধতিঃ- (৫)

দাওয়াতের কেন্দ্র হবে মৌলিক বিষয়গুলো। আল্লাহ্‌ তা’আলার বিধান প্রতিষ্ঠা, মুসলিম ভূমিগুলোর পুনরুদ্ধার, পবিত্র স্থানসমূহের সুরক্ষা, ধর্মনিরপেক্ষতাবাদের হিংস্র ছোবল থেকে মুক্তি ইত্যাদি। প্রাসঙ্গিক ও দূরবর্তী ইস্যুতে যাব না। এটাই শুরু থেকে ইমা'রাতে ইসলামিয়্যার মূলনীতি। যার ফলাফল আলহামদুলিল্লাহ্‌ আমাদের চোখের সামনে।
দলিলের ক্ষেত্রে কোরআন-সুন্নাহ ও ইমামদের মত উল্লেখ করার পর সাধ্যমতো আঞ্চলিক হকপন্থী উলামাদের উদ্ধৃতি অধিক পরিমাণে বর্ণনা করার চেষ্টা করুন।

দাওয়াতের ভাষা হবে সহজ, সাবলীল, সকলের বোধগম্য। মানুষকে তাদের ভাষা দিয়ে বোঝাতে হবে। এমন পরিভাষা ব্যবহার থেকে বিরত থাকুন, যা তাদের কাছে দুর্বোধ্য বা যা শুনতে তারা অভ্যস্ত না।
অনেক সময় সত্যকে প্রমাণিত ও প্রতিষ্ঠিত করার জন্য বিতর্ক, সমালোচনা ও পর্যালোচনার প্রয়োজন হয়। সেক্ষেত্রেও কথা বলতে গিয়ে শরয়ী সীমারেখা ঠিক রাখতে হবে। দলিলভিত্তিক শালীন পর্যালোচনা করতে হবে।

ANS radioএ এন এস রেডিও

25 Oct, 11:59


দাওয়াতের ভাষা ও পদ্ধতিঃ- (৪)

তুমি এমন করো, তারা কেন এমন করে’—এভাবে তুমি/তারা বলে সম্বোধন না করে নিজের দিকে নিসবত করে সম্বোধন করার চেষ্টা করুন। ‘আমি এমন করি, আমরা কেন এমন করছি’। দাওয়াতের এই পন্থাও কোরআনে বর্ণিত আছে।
দাওয়াতের সূচনা হোক এমন বিষয় থেকে, যে ব্যাপারে তিনি সহজেই আপনার সাথে একমত হবেন। উদাহরণস্বরূপ, আপনি দ্বীন প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে কথা বলতে চাইলে শুরুতে দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে তার সঙ্গে আলোচনা করুন। যদি জি:হাদ নিয়ে কথা বলতে চান, তাহলে শুরুতে মুসলিমদের বিরুদ্ধে কুফফারগোষ্ঠীর অবর্ণনীয় জুলুম-নির্যাতন নিয়ে এবং আমাদের ওপর জুলুম প্রতিরোধ করার আবশ্যকীয়তা তথা প্রতিরক্ষামূলক জি:হাদের গুরুত্ব নিয়ে আলোচনা করুন। জি:হাদের ময়দান নিয়ে কথা বলতে চাইলে শুরু করুন আফগানের রণাঙ্গন নিয়ে। জি:হাদের সঙ্গে নামধারী মুসলিমদের নীতিবর্জিত আচরণ নিয়ে কথা বলতে চাইলে শুরু করুন তালি:বানের ইমারাত প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে, যে ব্যাপারে উলামাগণ একমত ছিলেন।

ANS radioএ এন এস রেডিও

24 Oct, 08:17


দাওয়াতের ভাষা ও পদ্ধতিঃ- (৩)

দাওয়াতের ভাষা হবে হেকমতপূর্ণ; তবে তাতে চাটুকারিতা থাকবে না। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যাই বলা হবে। অসত্যকে মেনে নেওয়া যাবে না, সত্যকেও চেপে যাওয়া যাবে না।
আপনার সম্বোধন যেন তাকে আপন করে নেয়। আপনার ব্যাপারে তাকে ভাবতে বাধ্য করে। ‘প্রিয় ভাই!’, ‘সম্মানিত ভাই!’, ‘জনাব’, ‘মুহতারাম!’, ‘আমি আপনার কল্যাণকামী, বিরোধী বা শত্রু নই’—এভাবে সম্বোধন করে, বিনীতভাবে কথা বলুন। আপনি তাকে সম্মান দিন; যদিও তার কোনো আচরণ আপনাকে কষ্ট দেয়। দাওয়াতের ক্ষেত্রে কাফিরদের উদ্দেশে নবীগণ (আলাইহিমুস সালাম)-এর সম্বোধনগুলো লক্ষ করতে পারেন, কুরআন-সুন্নাহর পাতায় পাতায় যা বর্ণিত হয়েছে। এর মধ্যেই রয়েছে একজন দাঈর জন্য উত্তম পাথেয়। আপনার সম্বোধিত ব্যক্তি তো একজন মুসলিম ভাই, যিনি অন্য অনেক দিক থেকে আপনার-আমার চেয়েও উত্তম হতে পারেন। তার পরিণাম আমার-আপনার চেয়েও অনেক ভালো হতে পারে।

ANS radioএ এন এস রেডিও

23 Oct, 07:01


দাওয়াতের ভাষা ও পদ্ধতিঃ-(২)

দাওয়াতের ভাষা হবে অত্যন্ত নম্র, স্থান-কাল-পাত্র উপযোগী। আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলা যাবে না। দাওয়াত উপস্থাপনের ক্ষেত্রে রুক্ষতা বা বিদ্রূপমূলক সমালোচনার পন্থা গ্রহণ করা যাবে না। কারও আস্থা ও ভালোবাসার জায়গায় অনর্থক আঘাত করে তার অন্তর আকৃষ্ট করা যায় না। দাওয়াতের শব্দচয়ন ও উপস্থাপনা হবে হৃদয়স্পর্শী; যা অন্তর ছুঁয়ে যায়, যা পাষাণ হৃদয় বিগলিত করারও সক্ষমতা রাখে। মনে রাখতে হবে, আল্লাহ্‌ তা’আলা জানতেন, ফেরআউন ঈমান আনবে না; তবুও তিনি মুসা ও হারুন আলাইহিমুস সালাম-কে তার সঙ্গে নম্র ভাষায় কথা বলতে নির্দেশ দিয়েছিলেন। আপনি মুসা-হারুন আলাইহিমুস সালামের সমপর্যায়ের নন, আর আপনি যাকে দাওয়াত দিচ্ছেন, সে-ও ফেরাউনের মতো পাপিষ্ঠ নয়; বরং সে তো একজন মুসলিম, আপনার ভাই।

ANS radioএ এন এস রেডিও

22 Oct, 06:10


দাওয়াতের ভাষা ও পদ্ধতিঃ-(১)

হৃদয়ে উম্মতের প্রতি দরদ ও ব্যথা থাকা প্রয়োজন। সকল মুসলিমের কল্যাণকামী ও হেদায়াত প্রত্যাশী হওয়া জরুরী। কোনো মুসলমান ভাই যদি আপনার বিরুদ্ধে বলে এবং সত্যকে না চেনে, তবুও তার প্রতি অন্তরে ঈমানী সম্প্রীতি ও হিতকামনা জাগ্রত রাখা। এক্ষেত্রে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-সহ অন্যান্য নবীগণ আমাদের জন্য উত্তম আদর্শ।

ANS radioএ এন এস রেডিও

21 Oct, 18:07


আমাদের প্রাণপ্রিয় দর্শক শ্রোতাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে,

আপনাদের প্রিয় আল ফিরদাউসের ইউটিউব চ্যানেলটিকে আবারো রিমুভ করে দিয়েছে ইউটিউব কতৃপক্ষ। যেটি পাঞ্জেরী নামে ছিলো।

আমরা এতে মোটেও বিচলিত বা হতাশ নই আলহামদুলিল্লাহ্‌। বরং আমাদের কার্যক্রমে আমরা আরো উজ্জীবিত হই, নতুন নতুন পথ আমাদের সামনে উন্মুক্ত হয় আলহামদুলিল্লাহ্‌।

আমাদের নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে সাবক্রাইব করে রাখার অনুরোধ করছি। তারা আমাদের উপর ত খরগহস্ত হবে, আমরা আরো দ্বিগুণ উজ্জীবনী শক্তি নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ্‌। আমাদেরকে আপনাদের দুয়ায় শামিল রাখবেন ইনশাআল্লাহ্‌।

লিঙ্কঃ https://www.youtube.com/@AlFirdaws_News

ANS radioএ এন এস রেডিও

21 Oct, 07:37


সোমালিয়ার রাজধানী মোগাদিশু এবং মাদক অঞ্চলে অশ-শা#বাবের ২টি পৃথক অপারেশনে ৬ বুরুন্ডিয়ান সেনা সহ অন্তত ১৮ মিলিশিয়া হতাহত হয়েছে।

শাহাদাহ এজেন্সির তথ্য অনুযায়ী, গত ১৯ অক্টোবর শনিবার, সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কয়েকটি জেলায় দখলদার বাহিনী ও স্থানীয় মিলিশিয়াদের বিরুদ্ধে বেশ কিছু আক্রমণ চালিয়েছেন আশ-শাবাব মু*জাহি#দিন। এরমধ্যে রাজধানীর উত্তরে বালআদ জেলার উপকণ্ঠে ইয়াকলে এলাকায় সবচাইতে বেশি লড়াইের ঘটনা ঘটেছে। এলাকাটিতে দখলদার বুরুন্ডিয়ান বাহিনী ও মিলিশিয়াদের একটি যৌথ সামরিক ইউনিটের উপর হামলা চালান মু*জাহিদ#গণ। এতে ক্রুসেডার বুরুন্ডিয়ান বাহিনীর অন্তত ৩ সৈন্য এবং মিলিশিয়া বাহিনীর ২ এরও বেশি সৈন্য নিহত হয়েছে। এই অভিযানে আহত হয়েছে আরনও ৩ বুরুন্ডিয়ান ও ৩ মিলিশিয়া সদস্য।

এদিন মধ্য সোমালিয়ার মাদাক রাজ্যের হারধারী শহরেও দখলদার বুরুন্ডিয়ান বাহিনী ও মিলিশিয়াদের বিরুদ্ধে ২টি হামলা চালানো হয়েছে।

এরমধ্যে হারধারী জেলার উপকণ্ঠে ফারাহ আদান এলাকায় মু*জাহি#দিন ও মিলিশিয়া বাহিনীর মধ্যে তীব্র লড়াইয় সংঘটিত হয়ঋ। এতে মিলিশিয়া বাহিনীর অনেক সৈন্য নিহত ও আহত হয়, যাদের মধ্যে ৭ সেনার মৃতদেহ ঘটনাস্থলে ফেলে রেখেই অন্য সৈন্যরা পালিয়ে যায়।

ANS radioএ এন এস রেডিও

20 Oct, 15:56


ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হা*মাস নেতা ইয়াহইয়া সিনওয়ার রহিমাহুল্লাহ্। গত ১৬ অক্টোবর গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাতে পবিত্র ভূমির প্রতিরক্ষায় দখলদার ইসরাইলী বাহিনীর সাথে সম্মানজনক এক যুদ্ধে বীরত্বের ইতিহাস রচনার মাধ্যমে শা*হাদাত বরণ করেছেন। তাঁর এই শা*হাদাতে শোক জানিয়ে দুই পৃষ্ঠার একটি বিবৃতি প্রকাশ করেছে আল-কা#য়েদা উপমহাদেশ।

বিবৃতিটি মহান রবের প্রশংসা ও মুসলিম উম্মাহর প্রাণের স্পন্দন রাসূল মুহাম্মদ (ﷺ) এর প্রতি হামদ ও সানার মাধ্যমে শুরু করা হয়েছে। এরপর ব্যথিত হৃদয় ও অশ্রুসিক্ত নয়নে অত্যন্ত দুঃখের সাথে নির্ভীক মুজা#হিদ নেতা, হাফিজুল কুরআন ও ইসলামি প্রতিরোধ আন্দোলন হা*মাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইয়াহইয়া সিনওয়ার রাহমাতুল্লাহি আলাইহির শা*হাদাতের সংবাদে গভীর শোক প্রকাশ করে দলটি।

ANS radioএ এন এস রেডিও

20 Oct, 15:56


এসময় সমগ্র মুসলিম উম্মাহ, বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধরত বীর মু*জাহি#দিন, হা*মাস ও আল-কাস#সাম ব্রিগেডের নেতৃত্ব, এর সহকর্মী মু*জাহি#দিন, শ*হিদ সিনওয়ারের পরিবার এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমবেদনা জানায় আল-কা#য়েদা উপমহাদেশ। সেই সাথে মহান রবের কাছে ফরিয়াদ জানিয়ে বলা হয়, হে আল্লাহ! আপনি তাঁর শাহাদাতকে কবুল করুন, জান্নাতে সর্বোচ্চ আবাসস্থল দান করুন, তাকে নবীগণের সাথে এবং সিদ্দিকীন, শুহাদা ও সালিহিনদের অন্তর্ভুক্ত করুন।

এরপর ইসলামের এই মহানায়ক ও বীর মুজা#হিদ সেনাপতির শা*হাদাত সম্পের্কে বিবৃতিতে বলা হয়, নিশ্চয়ই জি*হাদি কাফেলা চলতে থাকবে, কাফের ও মুনাফিকরা পরাজিত হবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হবে- আর এটিই চিরন্তন সত্য ও অবধারিত। তাই এ পথে মুজা#হিদ নেতাদের এসকল শা*হাদাত জি*হাদি কাফেলার ইন্ধন। প্রকৃতপক্ষে, সত্য-মিথ্যার এই লড়াইয়ে সামনের সারিতে লড়াইরত অবস্থায় শ*হিদ হওয়া ইসলামের সৈনিক ও এই কাফেলার সেনাপতিদের জন্য গর্বের ও সম্মানের, এবং এই পথের ন্যায়পরায়ণতার উজ্জ্বল প্রমাণ।

ইসলামের বীর ও মু*জাহি#দিন নেতা শহিদ ইয়াহইয়া সিনওয়ার, পবিত্র আল-আকসা মসজিদ পুনরুদ্ধার এবং এই ভূমির জনগণ ও তাদের বৈধ অধিকারের জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করেছেন। তাঁর এই ত্যাগ মুসলিম উম্মাহর তরুণদের জন্য একটি মশাল।

বিবৃতিতে আরও বলা হয়, শহিদ ইয়াহইয়া সিনওয়ারের জীবনের যাত্রা ছিলো সাম্মানজনক জি*হাদি যাত্রা। তিনি দখলদার জায়োনিস্টদের কারাগারে যৌবনের ২২টি বছরের ফুল ইসলামের জন্য উৎসর্গ করেছেন। আর কারাগার থেকে মুক্তি পেয়েও তিনি বিশ্রামের স্বাদ পরিত্যাগ করেন এবং জিহাদি পথের যাত্রা অব্যাহত রাখেন। শা*হাদাতের মাধ্যমে তাঁর দীর্ঘ জিহাদি পথের সমাপ্তি মুসলিম উম্মাহকে এই আহ্বান জানাচ্ছে যে, আল-আকসার পবিত্র ভূমির পুনরুদ্ধার, মুসলিম উম্মাহর মুক্তি এবং আল্লাহর বাণী সমুন্নত করার গুণাবলী প্রতিটি মুমিনের জন্য আবশ্যক।

এরপর বার্তায় ৭ অক্টোবর থেকে গাজায় জায়োনিস্ট বাহিনীর চালানো বর্বরোচিত আগ্রাসনের ভয়াবহতার একটি চিত্র তুলে ধরে উল্লেখ করা হয় যে- ঈমান, সম্মান, জি*হাদ ও শা*হাদাতের ভূমি ফিলিস্তিনের গাজায় শহীদদের প্রকৃত সংখ্যা অনুমান করা হয় প্রায় দেড় লাখ। এদের মধ্যে যাদের মৃতদেহ শনাক্ত করা হয়েছে তাদের আনুষ্ঠানিক সংখ্যা প্রায় ৫০ হাজার।

এমন পরিস্থিতিতেও ফিলিস্তিনের সাধারণ মুসলমান থেকে শুরু করে ফিলিস্তিন জি*হাদের শীর্ষ নেতৃত্ব পর্যন্ত সবাই আল-আকসা মসজিদের মুক্তি এবং মুসলিম উম্মাহকে রক্ষার এই যু*দ্ধে সামনের সারিতে থেকে অত্যুক্তি ছাড়াই জায়োনিস্ট বাহিনীর মোকাবিলা করছেন। তাঁরা আল্লাহ ও তাঁর রাসূল ﷺ এর আনিত দ্বীনের জন্য নিজেদের কুরবান করছেন। অতএব, শরীয়াহ মোতাবেক আজকের এই পবিত্রতম জি*হাদে সমর্থন করা এবং অংশগ্রহণ করা প্রত্যেক ব্যক্তির জন্য বুদ্ধিবৃত্তিক ও নৈতিকভাবে ফরজে আইন হয়ে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিশ্চয়ই ইসলামের এই মহান ব্যক্তির পবিত্র পথের যাত্রার সমাপ্তি আমাদের চোখগুলোকে অশ্রুসিক্ত করে। কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন জাতি কখনোই তাদের শ*হিদদের শা*হাদাতে অশ্রু ঝরিয়ে তৃপ্ত হয় না। বরং তারা প্রকৃত তৃপ্তি তো তখনই হয়, যখন ক্রুসেডার ও জায়নাবাদীদের বক্ষ ছিড়ে সারা বিশ্বে ক্রুসেডার ইহুদিবাদী শত্রুর রক্তের অশ্রু ঝরানো হয়।

এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বৈধ টার্গেট পরিণত করার বিষয়ে বিবৃতিতে বলা হয়, আজ আমেরিকা ও ইউরোপীয় শাসকরা ইয়াহইয়া সিনওয়ারের শা*হাদাতকে শাইখ ও#সামা বিন লা#দেনের ররাহমাতুল্লাহি আলাইহির শাহাদাতের সাথে তুলানা করছে। তারা তাদের নেতা নেতানিয়াহুকে অভিনন্দন জানাচ্ছে। মূলত ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থকরা একই মুদ্রার আরেকটি পিঠ।

বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়ে বলা হয়, প্রথম কিবলা সমগ্র বিশ্বের মুসলমানদের একটি বৈশ্বিক ও সম্মিলিত সমস্যা, তাই আল-কুদুসের স্বাধীনতার স্বার্থে ইসরায়েল ও তাদের মিত্রদের আমাদের বৈধ টার্গেট পরিণত করতে হবে। যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেভাবে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রকে টার্গেট করাও আমাদের জন্য আবশ্যক।

সর্বশেষ বিবৃতিতে, আল্লামা ইকাবালের ২০ লাইনের একটি বিখ্যাত কবিতার মাধ্যমে শহিদ ইয়াহইয়া সিনওয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আল-কা#য়েদা উপমহাদেশ।

ANS radioএ এন এস রেডিও

20 Oct, 12:05


🔵⚪️🔘⚪️🔵

In the name of Allah The Merciful and Compassionate

#New
#As_Sahab_Subcontinent
#AQS

Statement : The Martyrdom of Mujahid Leader Yahya al Sinwar (may Allah have mercy on him)



🔵⚪️🔘⚪️🔵

ANS radioএ এন এস রেডিও

19 Oct, 10:44


বিহারে এক মুসলিম বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে উগ্রবাদী হিন্দুরা। গত ১২ অক্টোবর সিংহিয়া থানার অন্তর্গত মোরওয়াদি এলাকায় এই ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, সমস্তিপুর জেলায় সব্রতি নাদাফ নামক মুসলিম বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে গেছে।

নাদাফকে মারধর করার সময় তার পরিবার বাঁচানোর চেষ্টা করলে তাদেরকেও মারধর করে অভিযুক্ত উগ্রবাদী হিন্দুরা।

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

ANS radioএ এন এস রেডিও

18 Oct, 15:58


"মুমিনদের মধ্যে কিছু লোক আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্যে পরিণত করেছে। তাদের কেউ কেউ (শাহাদাত বরণ করে) তার দায়িত্ব পূর্ণ করেছে। আবার কেউ কেউ (শাহাদাত বরণের) প্রতীক্ষায় রয়েছে। তারা (তাদের সংকল্পে) কোনো পরিবর্তন করেনি।" [সূরা আহযাব : ২৩]
.
হে ইয়াহইয়া সিনওয়ার! জীবিত কিংবা মৃত উভয় অবস্থাতেই তুমি সম্মানিত। কারণ, আল্লাহর সাথে কৃত ওয়াদার কোনো ব্যত্যয় ঘটাওনি। আল্লাহ তোমার ওপর রহম করুন।

~জাকারিয়া মাসুদ (হাফি.)

ANS radioএ এন এস রেডিও

13 Oct, 10:43


সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে অতর্কিত আক্রমণ চালিয়েছেন মুজাহিদগণ। এতে অন্তত ২৪ সেনা নিহত এবং আরও ৯ সেনা আহত হয়েছে।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ৯ অক্টোবর রাজধানী মোগাদিশু বালাদ শহরের উপকণ্ঠে উক্ত হামলার ঘটনাটি ঘটেছে। অতর্কিত আক্রমণটি শহরের উত্তরের ইয়াকলি এলাকায় সমুদ্রতীরবর্তি সামরিক বাহিনীর একটি অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে।

ফলশ্রুতিতে পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনীর ২ অফিসার সহ অন্তত ২৪ সেনা সদস্য নিহত এবং আরও ৯ এরও বেশি সৈন্য আহত হয়েছে। সেই সাথে ধ্বংস করা হয়েছে সামরিক বাহিনীর একটি নৌযান।
এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এক সেনা সদস্য মুজাহিদদের হাতে বন্দী হয়েছে ।

ANS radioএ এন এস রেডিও

12 Oct, 06:43


হিন্দুদের পূজায় কি অংশগ্রহণ করা যাবে?

https://fatwaa.org/%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE/%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%87%E0%A6%A8/%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE/%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%82%E0%A6%9C%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%85%E0%A6%82%E0%A6%B6%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%A3/

2,232

subscribers

2,042

photos

507

videos