বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি

@teambnp


বিএনপি করতে কলিজা লাগে, বর্তমানে যারা বিএনপি করে তারা সময়ের সাহসী সন্তান!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি

04 Oct, 20:36


Channel photo updated

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি

04 Oct, 20:36


ফুটবলের ফ্ল্যাগ সমস্যা নাই,
৬ রঙের ফ্ল্যাগ সমস্যা নাই,
কালেমার ফ্ল্যাগ ভেরি ভেরি সমস্যা!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি

04 Oct, 20:35


মাত্র একটি কালিমায় তাদের ঘুম ভেঙে যায়।

আল্লাহ আমাদেরকে সেই কালো পতাকা বাহিনীর অন্তর্ভুক্ত করুন যার ব্যাপারে রাসুল বলে গেছেন -আমিন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি

30 Sep, 17:20


শুধু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে কাজ হয়নি কেন? বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রয়োজন হলো কেন?

উত্তর খুঁজুন!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি

30 Sep, 17:18


চাকরিতে বয়স ৩৫ করার দাবিকারীদের অধিকাংশ ছাত্রলীগ! কী বুঝলেন...? পেছনে কলকাঠি কাদের হাতে?

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি

25 Sep, 14:54


২৪ এর জুলাই গণ অ°ভ্যুত্থানের নিহত ব্যক্তিদের তালিকা করার জন্য সরকার এই সাইট বানিয়েছে। এখানে জে°ন্ডার সিলেকশন অপশনে মেইল, ফিমেল, অন্যান্য-এর পাশাপাশি ‘ট্র‍্যাশগন্ডার’ ও রেখেছে৷ পশ্চিমা প্র-ভুদের এ°জেন্ডা বাস্তবায়ন শুরু হয়ে গেছে দেশে।

অপরদিকে, ব্রাক প্রতিনিয়ত লে•সবি•য়ান, গে ও সম•কামি•তা নিয়ে নানা প্রোগ্রাম করে যাচ্ছে! আমাদের সমাজ ও পরিবার ধ্বং-সের জন্য তারা কাজ করে যাচ্ছে! অনতিবিলম্বে ব্রাকের সকল কার্যক্রম নি°ষিদ্ধ ঘোষণা করতে হবে, নয়তো এটার চরম মূল্য দিতে আমাদের! পুরো একটা প্রজন্মকে ধ্বং-সের চেষ্টা চলছে!

সরকার আমাদের সাধারণ ধর্মপ্রাণ মুসলমান জনগণের উপর পশ্চিমা মূল্যবোধ চাপিয়ে দিতে চাইছে৷ সামনে আরও এরকম অনেক ইস্যু আসবে। এরচে কঠিন পরিস্থিতি আসবে। শক্ত হাতে মোকাবেলা করতে হবে। আমরা কোনোভাবেই পশ্চিমা মূল্যবোধ চাপিয়ে দিতে দেব না।

ভার°তের দা°সত্ব থেকে মুক্ত হয়েছি, আমেরিকার দা°সত্ব করার জন্য নয়! হায় শরী°য়ত! হায় খেলা°ফত! এ জাতি যদি এখনো এটার মর্ম না বুঝে!!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি

25 Sep, 13:40


দেখেন পার্বত্য অঞ্চলে বিশৃঙ্খলার উস্কানি কোথা থেকে আসে। পার্বত্য অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হওয়ার আগপর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে। কত বড় সাহস!

😡😡😡😡

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি

18 Sep, 19:11


এটা আসিফের ২০১৯ সালের আজকের দিনের ঘটনা। ১৮ সেপ্টেম্বর ঢাবির বিজনেস ফ্যাকাল্টিতে আমাদের প্রোগ্রাম ছিলো। সেখানে অতর্কিত হামলা করেছিলো ছাত্রলীগ। আহত হয় আসিফ মাহমুদ সহ আরো অনেকেই। পরে আসিফকে মেডিকেলে ভর্তি করানো হয়। সেই ঘটনায় শাহবাগ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করতে গেলে পুলিশ আসিফের মামলা নেয় নাই।

আসিফরা কেউ হুট করে উড়ে এসে জুড়ে বসে চেয়ারে বসে নাই। দীর্ঘ সংগ্রাম, হামলা-মামলা সব সহ্য করেই রেসে টিকে ছিলো। এরপরও হতাশ হয়ে মাঠ ছাড়ে নাই। আসিফ, নাহিদ দুইজনেই বেশ কয়েকবার ছাত্রলীগের হামলায় আহত হয়েছিলো।

যারা মাঠে ভয়কে জয় করে টিকে থেকেছে, দিন শেষে তারা হতাশ হয়নি।

- বাকি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি

18 Sep, 19:09


আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই থেকে যে সাংবাদিকরা জুলাই মাসে টাকা পেয়েছেন তাদের তালিকা:

কে কত পেয়েছেন!

আহমেদ জোবায়ের             সময় টিভি              ২ লাখ।
মোজাম্মেল বাবু                  একাত্তর টিভি           ২ লাখ।
ফারজানা রুপা                   একাত্তর টিভি            ১ লাখ।
শাকিল আহমেদ                 একাত্তর টিভি            ১ লাখ
শ্যামল দত্ত                        ভোরের কাগজ           ২ লাখ
প্রভাষ আমিন                     এটিএ নিউজ            ২ লাখ।
জাহেদুল আহসান পিন্টু    ডিবিসি টিভি              ২ লাখ
মাসুদ কার্জন                     ডিবিসি টিভি          ৮০ হাজার

এই সকল সাংবাদিকদেরকে মাসিক ভিত্তিতে কেনো আওয়ামী লীগের কথিত গবেষণা প্রতিষ্ঠান সিআরআই থেকে অর্থায়ন করা হতো,সেটা সবাই জানে।

এ তালিকা দুদক ও গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কাছেও রয়েছে। সবশেষ জানতে পেরেছি, সিআইআইয়ের ব্যাংক একাউন্টসহ নানা একাউন্ট খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট-বিএফআইইউ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি

18 Sep, 18:52


রাজশাহীতে সেনাবাহিনীর প্যারেডে অন্যান্য শ্লোগানের পাশাপাশি তারা উচ্চকিত কণ্ঠে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণাস্বরূপ "আল্লাহু আকবার" শ্লোগান দেয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি

15 Sep, 19:03


এই দেয়ালটা বলে দিচ্ছে,সেসময় কী নৃশংসতা ঘটিয়েছিলো স্বৈরাচারীরা😶

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি

14 Sep, 20:48


সীমান্তে দুইজন সনাতন বিজিবির হাতে গুলিতে নিহতের ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী ইস্কন নেতার উস্কানীমূলক বক্তব্য।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি

14 Sep, 19:58


cripto currency marketig
কাজ কোরতে চাইলে আমার এই চেনেলে জয়েন হোয়ে জান

https://t.me/teamyeasin_official

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি

14 Sep, 19:56


মারা গেলে আমার লাশটা ফেলে যাস না .... 

অত:পর পুলিশের গুলিতে লাশ হয়েই  বাড়িতে ফিরেছে সিদ্ধিরগঞ্জের পারভেজ।।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি

13 Sep, 11:50


চব্বিশের স্বাধীনতা পুনরোদ্ধারে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। নিতান্তই দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালবাসার সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে তারা নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলেছিল।

তাই নতুন বাংলাদেশে তাদের এমন হাসিমাখা মুখ দেখে তাদের সাথে সাথে আমরাও আনন্দিত হই। খুনি হাসিনার রেখে যাওয়া জঞ্জাল সব জায়গা থেকেই পরিস্কার করা হোক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি

13 Sep, 11:48


নতুন
আইন বানাতে হবে। পুরাতন আইনে আইনসিদ্ধ দেখলে হবেনা।

এইটা রেভেলুশানারি পিরিয়ড। এই সময়কে সেই ভাবে ডিল করতে হবে।

৩। জেলায় জেলায় বিশেষ ট্রাইবুনাল করে, আওয়ামি দুর্নীতির বিচার করা প্রয়োজন। এই ট্রাইব্যুনাল করলে, প্রতিটা এলাকায় আপনি অভিজোগ পাবেন যে, কীভাবে কত লক্ষ লক্ষ মানুষকে লুট করা হয়েছে।

শেখ হাসীনা, দরবেশ বাবা,বা এস আলমের মত হাই প্রফাইল ক্রাইম গুলোর জন্যে আলাদা কোর্ট হবে। বাংলাদশের প্রথাগত প্রক্রিয়ায় এদের বিচার করা মানে এদের মুক্তি প্রদান। কারন, আপনি জেভাবেই সাজাননা কেনো, মামলা প্রক্রিয়ার দুর্বলতায় এরা মুক্তি পাবে।

তাছাড়া পুলিশ বা প্রসিকিউশান অফিসাদের অধিকাংশই আওয়ামি লীগ, ফলে এই লোক গুলোকে দিয়ে এখন যেভাবে এইটা সেইটা ধারায় শত শত মামলা দিচ্ছে তা আওয়ামি লীগকে ইতোমধ্যেই মুক্তি দিচ্ছে, বা তাঁদেরকে অপরাধির বদলে আন্তর্জাতিক বিশ্বের চোখে ভিক্টিম হিসেবে চিহ্নিত করছে।

১/১১ এর সময়ে যেভাবে দুর্নীতি দমনের স্পেশাল ট্রাইবুনাল করা হয়েছিল,মেকশিফট ক্যাম্পের মাধ্যমে কোর্ট স্থাপন করা হয়েছিল। সেই একই ভাবে আওয়ামি লীগের এমপি, নেতা ও তাঁদের পরিবারদের বিচারে এই ভাবে স্পেশাল ক্যাম্প স্থাপন করে তাঁদের বিচার করতে হবে।

এই আলাপটা করলে, অনেকেই ভয় পান এই বলে যে, ১/১১ রিপিট করা যাবেনা। ১/১১ এর সম্পর্কে ভুল রিডিং এই সব ধারনার পেছনে দায়ী। ১/১১ এর অপরাধ ছিল, পলিটিকাল স্যাটেল্মেনট, ব্যাল্যান্স অফ পাওয়ার ও জন সমর্থন বাদে মাইনাস টু করা। বাংলাদেশের ১০ বছর ধরে গণতন্ত্র ধ্বংস কারি ও ১০০০ নারী পুরুষ ও শিশুর হত্যাকারি আওয়ামি লীগকে বিচারের বিষয়ে পূর্ণ জন সমর্থন রয়েছে।
এইটা এখুনি করতে হবে।

এদেরকে বিশেষ ট্রাইবুনালে দ্রুত বিচারের আয়তায় না এনে, বাংলাদেশের দীর্ঘ সুত্র রেল গাড়ি ধমাধম বিচার প্রক্রিয়াই বিচার করলে , আওয়মি লীগ ফেরত আসবে।
৪। গণতন্ত্র হত্যার অপরাধে ২০১৪ থেকে নমিনেশান নেওয়া সকল আওয়ামি লীগ এমপির তিন টার্ম পর্যন্ত নির্বাচন নিষেধাজ্ঞা দিতে হবে।

নিশ্চয়ই এইটার জন্যে আইন নাই, তবে, আইন বানান।

এই আওয়ামি লীগ তিন টা নির্বাচন করেছে, আমাদের পারটিসিপেসন বাদে, এখন তাঁদেরকে নির্বাচন থেকে বাতিল করার আইন তৈরি করেন। আওয়ামি লীগকে নিষিদ্ধ করে কোন লাভ হবেনা। আওয়ামি লীগ অন্য নামে ফেরত আসবে।
কিন্তু আওয়ামি ক্ষমতা কাঠামোকে যদি আমরা নিষিদ্ধ করি, তারা ফেরত আসতে পারবেনা। এরা পরিবার কেন্দ্রিক দল, প্রতিটা কন্সটিটিউনেসিতে যদি পরিবার গুলোকে আমরা আইন করে, রাজনীতি থেকে বাহিরে রাখতে পারি, তবে, আওয়ামি ক্ষমতা কাঠামো দুর্বল হবে।

৫। সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদিচি, জাতীয় কবিতা পরিষদ টাইপের সাংস্কৃতিক ফ্যাসিস্টদের অর্থের সুত্র চেক করা এবং তাঁদেরকে চেজ করার কাজটা অনৈতিক মনে হইলেও অনৈতিক না।

এই ফ্যাসিস্ট কাঠামো শেখ হাসিনার ক্ষমতার পাটাতহ্ন নির্মাণ করেছে। তাঁদের ফিনান্সিয়াল নেটওয়ার্ক ট্র্যাক করে দেখেন, এরা বিভিন্ন ভাবে আওয়ামি লুটপাটের অংশ ছিল। এদেরকে দৌড়ের উপরে রাখলে, এরা সামনে এসে বিষের ছোবল দিতে ভয় পাবে।

ঘাতক দালাল নির্মূল কমিটি যে টেমপ্লেট ব্যবহার করে যুদ্ধাপরাধীদের সেই করেছে, সেই একই প্রক্রিয়ায় আমাদের আওয়ামী ফ্যাসিস্ট দের পেছনে লেগে থাকতে হবে। ঘাতক দালাল রা কে কোথায় বই বানাতে হবে এবং তাদের বিরুদ্ধে একটি সাংস্কৃতিক লড়াই জারি রাখতে হবে ।

শেখ হাসীনা মোটেও কোন দুর্বল বা ডাম্ব শাসক ছিলনা। সে মোটেও শুধু মাত্র ভয় বা অস্ত্র দিয়ে শাসন করে নাই।

সে বিভিন্ন খাতে এই ভাবে বিভিন্ন ভাবে চাপ তৈরি করেছে। এইটা লুজ করলে, আরেকটা টাইট করেছে। আমাদেরকে একই ভাবে বিভিন্ন মুখী চাপ তৈরি করতে হবে ।একটা লুজ হলে আরেকটা টাইট দিতে হবে ।
এই স্টেপ গুলো আওয়ামি লীগের আর্থিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পাটাতনটাকে ভেঙ্গে দেবে।

এই গুলো যদি না করেন , তবে, বিভিন্ন ভাবে আওয়ামি লীগ ফেরত আসবে, যার ফলে এক দিন হাসিনা ঠিকই চট করে ঢুকে পড়বে।

অনেকেই ভেবে ভেবে বের করতেছেন নির্বাচনের পর বিএনপি একক আধিপত্য কীভাবে কাউন্তার দেবেন । তারা ধরেই নিয়েছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট নেটওয়ার্ক নির্মূল হয়ে গেছে,

সরি ডারলিং, বাংলাদেশের মানুষের মুক্তির প্রধান প্রতিপক্ষ এখনও আওয়ামি লীগ ও শেখ হাসীনা।

তাঁদেরকে ক্ষমতা কাঠামো ভাঙ্গার জন্যে কিছুই করা হয় নাই।
তাঁদের বিষদাত যদি এখনই না ভেঙ্গে দেন, শেখ হাসীনা ফেরত আসবে।

~ Zia Hassan