মজার ব্যপার হচ্ছে, বিগত কয়েক বছরের কয়েক হাজার স্টুডেন্টের সাথে deal করার অভিজ্ঞতা বলে, পরীক্ষা আপনি দিবেন এটা নিশ্চিত।
প্রফের আগে দিনে ১০/১২ ঘন্টা পড়াশোনা করার অভ্যাস আপনাদের অনেক পুরনো।
ম্যাথ, সায়েন্স, ইংরেজি আর বাংলা ব্যাকরণের বেসিক নলেজ থাকায় এই বিষয়গুলোতে খুব একটা বেগ পেতে হবে না।
সাহিত্য, জিকে, কম্পিউটারে ও আইসিটিতে একটু সময় দিলেই প্রিলি পাশ করা আপনাদের জন্য কঠিন কিছু না।
যে ৪/৫ মাস সময় আছে সেটাকে কাজে লাগাতে পারলে ভালো কিছু হবে ইন শা আল্লাহ।
শেষ সময়ে আপনাদের ভোগান্তি কমাতে যেকোনো টপিকের ৮০ থেকে ৯০ ভাগ পড়া ক্লাসেই কাভার করা হয়।
ক্লাস শেষে টপিকটি লেকচার বুক থেকে পড়ে এক্সাম দিলেই যেকোনো টপিকের উপর একটা সলিড প্রস্তুতি হয়ে যাবে।
আর যেকোনো সমস্যায় থাকছে ২৪/৭ টেলিগ্রাম সাপোর্ট।
বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন https://wa.me/+8801329672054