আমার জামাত-থিসিস (২০২৪)
[এই কথাগুলা আমি নানান সময়ে নানান জনরে বলছি, তো, লেইখাও রাখা যাইতে পারে বইলা ভাবলাম…]
১. কোন গারমেন্টেসের ছরমিক’রে জামাত সার্পোট করতে দেখছেন? কাজের বুয়া, রিকশার ড্রাইভার, ডেইলি লেবার? মানে, এইরকম ‘অশিকখিত’ ‘গরিবদের’ মধ্যে জামাতের সার্পোটার নাই - এইটা আমার কথা না, থাকতে তো পারেই, কিনতু এইরকমের ঘটনাগুলা মেবি কম-ই, এবং এইভাবে উনারা নিজেদেরকে ব্রান্ডিং করেন না, জামাত হইতেছে শিকখিত, মধ্যবিত্ত, ইসলামি-কালচারের লোকজনের দল… উনাদের ইকনোমিক ইসট্রাকচারটার কারনে উনারা বাম দলগুলার চাইতে একটু বেশি ছড়ানো, কিনতু কম-বেশি একই ক্লাসেরই জিনিস
২. কিনতু কিছু এলাকায় তো উনারা ইলেকশন জিততে পারেন, কিছু জায়গায় উনাদের শক্ত ঘাঁটি আছে, তো, অইসব জায়গাতে আমি ধারনা করি, উনারা বিএনপি-আওমি লিগের মতোই, আলাদা কোন সিগনিফিকেন্স নাই, তাদেরও চাঁদাবাজি ও সিন্ডিকেট থাকার কথা… মানে, যেই আইডিওলজিকাল ও অরগানাইজেশনাল সেটিং আছে সেইটা যতক্ষন ছোট-দল হিসাবে আছেন ততক্ষন এফেক্টিভ থাকে, যখনই বড়-দলের মতো হইতে পারেন তখন বড়-দলের মতোই ফাংশন করেন বা করবেন
৩. যেহেতু লেলিনিস্ট একটা ফর্মে উনারা অপারেট করেন, উনারা তো কখনোই বড়-দল হইবেন না! বরং আইডিয়া'টা হইতেছে ১০%-১৫% পিপলের সার্পোট নিয়া উনারা বিপ্লব করবেন, কিনতু এখন তো বিপ্লব করা পসিবল না! যার ফলে উনারা যেইটা করেন পাওয়ার-স্ট্রাকচারের ভিতরে ঢুইকা, সেই জায়গাগুলারে কব্জা করার ট্রাই করেন (মিলিটারি, সরকারি অফিস, ভারসিটি, পত্রিকা, শিল্প-সাহিত্যিক…), যারা বা যেইসব জায়গা ক্ষমতারে অপারেট করে, সেইখানে নিজেদের লোকজন সেট করেন… বিপ্লব না করতে পাইরা বিপ্লবের কন্সপিরেসি করেন
৪. যেই কারনে জামাত'রে সবসময় ক্ষমতার আশে-পাশে পাইবেন, ১৯৯১-এ তারা বিএনপি'র সাথে ছিলেন ১৯৯৬-এ আওমি-লিগের সাথে ছিলেন, এবং যখনই ক্ষমতার জায়গাগুলা থিকা দূরে থাকছেন বিপদে পড়ছেন… এইটা উনাদের পলিটিকাল স্ট্রাটেজিই না, সারভাইবালের কোর ঘটনা; এখন ২০২৪-এ ইনটেরিম গবমেন্টের আমলা ও ইসটুডেন্টদের সাথে থাকতেছেন…
৫. কিনতু উনাদের জন্য অবশ্যই সবচে ট্রিগারিং পয়েন্ট হইতেছে ১৯৭১; কিছু কিছু পলিটিকাল ভুল আসলে শুধু মাফ চাওয়ার বা মাফ করার জিনিস না, যেইটা অনেকে ভুল করেন বইলা আমি মনে করি, ১৯৭১ সালের জামাতের ‘রাজনৈতিক ভুল’ শুধুমাত্র একটা ভুল না, একটা গনহত্যায় সার্পোট দেয়াটা তাদেরকে হিস্ট্রিকালি এমন একটা জায়গায় নিয়া গেছে, যেইখান থিকা পলিটিকালি রিভাইব করা পসিবল না… বাংলাদেশের মানুশ ১৯৭১ সালে গনহত্যা সার্পোট করার জন্য জামাত'রে মাইনা নিতে পারার কোন কারন আসলে নাই; উনারা এই নিয়া চুপ থাকতে পারেন, মাফ চাইতে পারেন, কিনতু মানুশের মেন্ডেট পাইতে পারেন - এইটা একটা পসিবলিটি হিসাবে আমি দেখি না, কিছু হিস্ট্রিকাল ভুল খালি ‘ভুল’ না, এইটা বিয়ন্ড পলিটিকস
৬. তো, যেই কারনে উনাদের মেইন ক্লেইম দেখবেন পারসোনাল জায়গাগুলা - সৎ, মেধাবি, ভালো-মানুশ… এই জায়গাটাতে আমি পুরান বামদের বেপারেও বলছি, কেউ পারসোনাল লাইফে ভালো-মানুশ বইলাই তার চিন্তা ও পলিটিকাল পজিশন ঠিক - এইটা কোন যুক্তি হইতে পারে না! ‘ভালো মানুশ’ হওয়াটা মিনিমাম একটা সোশাল কোয়ালিটি হওয়া উচিত, কেউ ভালো-মানুশ হবেন, অন্যের ক্ষতি করবেন না - এইটা আমাদের এক্সপেক্টশন, কিনতু কেউ এইরকম বইলা তার পলিটিকাল পজিশনও ভালো - এইটা ভুল-চিন্তা বরং, আমাদের উচিত হবে এই জায়গাগুলারে আলাদা কইরা লোকেট করতে পারা
৭. আমারে ভুল বুইঝেন না, এই ভালো-মানুশি অবশ্যই খারাপ কিছু না, বরং একটা বেয়ার মিনিমাম রিকোয়ারমেন্ট হওয়া উচিত, কিনতু সেইটারে একটা আপার-ক্লাস বা শিকখিত traits (বৈশিষ্ট্য) হিসাবে মার্ক করার ঘটনা ঘটে, যেইখানে বামপন্থি রাজনীতি করা যদি হয় ব্রাহ্মণ্যবাদ, জামাত হইতে পারাটা হইতেছে আশরাফ-মুসলমান হইতে পারা, এসথেটিকালি এইটা কাছাকাছি জিনিসই, এবং যেইটা প্রিসাইজলি আমাদের কালচারাল ফাইটের জায়গাটা বইলা আমি মনে করি
৮. মানে, একটা ‘বাঙালি’ (আরো প্রিসাইজি বললে কলোনিয়াল, নেশনাল, ব্রাহ্মণ্যবাদ, হিন্দুত্ববাদ…) কালচারাল-পলিটিকাল জায়গার বদলে একটা ‘ইসলামি’ (প্রি-কলোনিয়াল, প্যান-ন্যাশনাল, আশরাফি, অভিজাত) কালচার-পলিটিকাল জায়গাতে অপারেট করাটা সেইম লেভেলের বেইজেই আমাদেরকে ফিরায়া নিয়া যাবে… এসথেটিকালি এই রিস্কটাও আছে
৯. যার ফলে, আমি মনে করি আওমি-বাকশালি আমলে তাদের জুলুম-নিযার্তনের কথা মনে রাইখাও বলা যায়, জামাত এমন একটা পলিটিকাল পার্টি যারা ১৯৭১ সালে জাইনা-শুইনা মানুশ খুন করা'রে সার্পোট করছিল, এবং মোটামুটি বেশিরভাগ সময়েই ক্ষমতার কাছাকাছি থাকতে চাওয়া শিকখিত মিডল ক্লাসদের দল, যারা এসথেটিকালি ইসলামি-আভিজাত্যরেই প্রেফার করে, আর এই বেইজটারে যদি আমরা বাংলাদেশের মানুশের পক্ষে ইনডিয়ান হেজিমনির এগেনেস্টের পলিটিকাল চয়েস হিসাবে কন্সিডার করি, সেইটা ভুল ডিসিশান-ই হবে