বাংলাদেশ অগ্নিবীর @agniveerbd Channel on Telegram

বাংলাদেশ অগ্নিবীর

@agniveerbd


বাংলাদেশ অগ্নিবীর
আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল বেদের ও বৈদিক শিক্ষার প্রচার এবং সমগ্র বিশ্বকে আর্যত্বের পথে উন্নীত করা।
💓ও৩ম্ কৃণ্বন্তো বিশ্বমার্যম্ 💓

বাংলাদেশ অগ্নিবীর (Bengali)

বাংলাদেশ অগ্নিবীর চ্যানেলটি একটি বৈদিক শিক্ষা ও প্রচার চ্যানেল। এখানে আমরা বেদের ও বৈদিক শিক্ষার প্রচার করে সমগ্র বিশ্বকে আর্যত্বের পথে উন্নীত করার চেষ্টা করি। আমাদের লক্ষ্য হল আর্যত্বের মূল মেরুদণ্ডে সমগ্র মানবজাতিকে সংচারিত করা। এই চ্যানেল সাধারণ মানুষের মধ্যে বৈদিক ধর্ম ও সাহিত্যের প্রচার-প্রসারে সহায়ক কাজ করছে। এটি অগ্নিবীর নামে পরিচিত একটি চ্যানেল, যা মানবতা ও বৈদিক শিক্ষার প্রচারে জোট আবাস করে।

বাংলাদেশ অগ্নিবীর

18 Jan, 05:56


▪️ যজ্ঞ মাহাত্ম্য

বিধিবৎ পাবকং হুত্বা ব্রহ্মলোকে নরাধিপ
মহাভারত অনুশাসনপর্ব ৭৫।১৯

যে মানব নিয়মানুসারে যজ্ঞে আহুতি দেয় সে মুক্তি লাভ করে

বাংলাদেশ অগ্নিবীর

16 Jan, 06:54


📌 প্রণামী: ১২০ টাকা
🚚 কুরিয়ার চার্জ: ৬০ টাকা
১ কপি কুরিয়ার চার্জসহ দাম ১৮০ টাকা
২ কপি কুরিয়ার চার্জসহ দাম ৩০০ টাকা
৩ কপি কুরিয়ার চার্জ সহ দাম ৪২০ টাকা
৪ কপি কুরিয়ার চার্জ সহ দাম ৫৪০ টাকা
৫ কপি কুরিয়ার চার্জ সহ দাম ৬৬০ টাকা
(৫ এর অধিক হলে ফোন করে প্রণামী জেনে নিন)

বাংলাদেশ অগ্নিবীর

15 Jan, 14:45


সামান্য একটা নিরামিষ হোটেল
আপনাদের হাত থেকে রেহাই পাই না,
কেমন শান্তিতে বিশ্বাসী আপনারা ??

তাও রাজধানী
মালিবাগ
ঢাকার অবস্থা।

© অভিষেক পাল

বাংলাদেশ অগ্নিবীর

15 Jan, 04:57


যখন ভারতের উত্থানের ইতিহাস লেখা হবে, তখন দিগম্বর সন্ন্যাসী দয়ানন্দ সরস্বতীকে সর্বোচ্চ আসন দিতে হবে ।

- আচার্য যদুনাথ সরকার [দয়ানন্দ স্মৃতি, পৃষ্ঠা ৯]

বাংলাদেশ অগ্নিবীর

14 Jan, 12:04


পৌষ সংক্রান্তি
বুড়ির ডাবুর, সুন্দরবন৷

বাংলাদেশ অগ্নিবীর

14 Jan, 05:46


আজকের বেদবাণী

বাংলাদেশ অগ্নিবীর

11 Jan, 05:25


কেন আমরা যজ্ঞে আহুতিতে বলি 'ইদন্ন মম' = 'ইদং ন মম' ?

দ্ব্যক্ষরস্তু ভবেন্মৃত্যুস্ত্র্যক্ষরং ব্রহ্ম শাশ্বতম্ । মমেতি চ ভবেন্মৃত্যুর্ন মমেতি চ শাশ্বতম্ ॥
মহাভারত শান্তিপর্ব ১৩.৪
অর্থাৎ, ২ অক্ষর 'মম=আমার' মৃত্যুর কারণ আর ৩ অক্ষর 'ন মম= আমার নয়' এমন ভাবনাই ব্রহ্ম লাভের কারণ ।

প্রতিদিন অগ্নিহোত্রের আহুতি দেওয়ার সময় 'ইদং ন মম' = এই কোন কিছুই আমার না, সবই ভগবানেরই দান, এই ভাবযুক্ত বিধান এ কারণেই ঋষিরা ও মহর্ষি দয়ানন্দ সরস্বতী দিয়েছেন।

বাংলাদেশ অগ্নিবীর

10 Jan, 16:52


📖 দেবনাগরী বর্ণমালা ও সংস্কৃত শিক্ষার অনন্য পথপ্রদর্শক- #বৈদিক_আদর্শলিপি 📖
বাংলাদেশ অগ্নিবীরের স্বাধ্যায় প্রকাশনী নিয়ে এলো এক অভিনব প্রয়াস—"দেবনাগরী বর্ণমালা, সংস্কৃত শিক্ষা ও শিশুতোষ বেদসার"।
এই বইটি শিশু-কিশোরসহ যে কোনো পাঠকের জন্য প্রস্তুত, যারা দেবনাগরী লিপি ও সংস্কৃত ভাষার প্রতি আগ্রহী। এটি কেবল ভাষা শেখার একটি বই নয়, বরং আমাদের প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি ও জ্ঞানের মূলধারার সঙ্গে পরিচিত হওয়ার এক অসাধারণ মাধ্যম।
বইটির বিশেষত্ব:
1️⃣ দেবনাগরী বর্ণমালা শিখতে ধাপে ধাপে নির্দেশনা
2️⃣ প্রাথমিক স্তরের সংস্কৃত ব্যাকরণ
3️⃣ শিশুদের জন্য সহজ ও আকর্ষণীয়ভাবে বেদমন্ত্রের ব্যাখ্যা।
4️⃣ শিক্ষার পাশাপাশি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগরণ
কেন পড়বেন এই বইটি?
◾️দেবনাগরী লিপি ও সংস্কৃত ভাষা শেখার সঠিক ভিত্তি গড়ে তুলতে।
◾️শিশুদের সহজভাবে ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে।
◾️প্রাচীন জ্ঞান ও সংস্কৃতিকে জীবনের সঙ্গে সংযুক্ত করতে।
📌 প্রণামী: ১৫০ টাকা
🚚 কুরিয়ার চার্জ: ৬০ টাকা
🎁 প্রি-বুকিং করলে বিশেষ ছাড়: মাত্র ১০০ টাকা! (১৫ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত)
১৫ জানুয়ারির মধ্যে অর্ডার করলে:
১ কপি কুরিয়ার চার্জসহ দাম ১৬০ টাকা
২ কপি কুরিয়ার চার্জসহ দাম ২৬০ টাকা
৩ কপি কুরিয়ার চার্জ সহ দাম ৩৬০ টাকা
৪ কপি কুরিয়ার চার্জ সহ দাম ৪৬০ টাকা
৫ কপি কুরিয়ার চার্জ সহ দাম ৫৬০ টাকা
(৫ এর অধিক হলে ফোন করে প্রণামী জেনে নিন)
বিস্তারিত তথ্য ও অর্ডারের জন্য ভিজিট করুন: https://bit.ly/agniveeradarshalipiorder

বাংলাদেশ অগ্নিবীর

09 Jan, 18:12


🔥 Proud to be Sanatani 🔥

বাংলাদেশ অগ্নিবীর

09 Jan, 13:07


“ আমি একটা কথা পরিষ্কার বলতে চাই যে, হিন্দু মৌলবাদ বলে কিছু নেই, যা আছে তা হল বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া।
গুজরাটের কথাই ধরা যাক। গোধরাতে শবরমতী এক্সপ্রেসে ভ্রমণরত তীর্থযাত্রীদের জীবন্ত পোড়ানো না হলে তো আর গুজরাট দাঙ্গা শুরুই হত না, নয় কি ? গোধরার পরে যে সব হৃদয়বিদারক ঘটনাবলী ঘটেছে তার প্রতিবাদে এগিয়ে গিয়েছেন হিন্দু সমাজকর্মীরাই । যেমন শ্রীমতী তিস্তা শীতলাবাদ, উচ্চপদস্থ হিন্দু পুলিশ অফিসাররা, যেমন শ্রী সঞ্জীব ভাট, পুলিশের ডিরেক্টর জেনারেল সি আর বি শ্রীকুমার । শাসক বিজেপি সরকারের বিরুদ্ধে নানাবতী কমিশনে তার সাক্ষ্য দিয়েছেন। বিচারাধীন বিষয় বলে আজ অবধি তিনি তার পেনশনটুকু‌ও পান নি।
এই সব প্রতিবাদী পুলিশ কর্মচারীরা তাদের সম্পত্তির অধিকার হারিয়েছে, সঞ্জীব ভাট তার চাকরি হারিয়েছে, শীতলাবাদের উপর আক্রমণ আসে অহরহ।
ভারত মুসলমান দেশ হলে কয়জন মুসলমান অফিসার তাদের জীবিকা এবং প্রতিপত্তিকে বিপন্ন করে হিন্দুদের পাশে দাঁড়াত ? মুসলমানদের এইগুলি নিয়ে ভাবা ভীষণ প্রয়োজন। "

ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আর্কিওলজিস্ট‌ শ্রদ্ধেয় স্যার‌ K. K. Muhammed প্রণীত‌ " An Indian I Am " গ্রন্থ হতে উদ্ধৃত ।

বাংলাদেশ অগ্নিবীর

09 Jan, 09:15


যখন পোস্টার-ব্যানার কথা বলে...

সোর্স: https://www.bd-pratidin.com/chittagong-pratidin/2025/01/09/1070903

বাংলাদেশ অগ্নিবীর

07 Jan, 07:55


বিনয়ী নম্র ভদ্র পরোপকারী সদালাপী ব্যবসায়ী সুদেব হালদার (২৬ )পিতা -সুবোধ হালদার, গ্রাম - বেতরা, ঝালকাঠি সদর। তাকে (সুদেব)গতকাল রাতে বাড়ি ফেরার পথে কে বা কারা খুন করে রামপুর ব্রিজের কাছে ফেলে রেখে যায়।

বাংলাদেশ অগ্নিবীর

07 Jan, 07:19


১৯৭১ সালে যখন নিকৃষ্ট পাকিস্তানী বাহিনী আর রাজাকার আলবদররা ভয়াবহ হ*ত্যাযজ্ঞ লুট ধ-র্ষ-ণ চালিয়েছিল,তখন এই বিভীষিকাময় মহূর্তের ছবিটিতে আছেন ৯৯ বছরের একজন সনাতনী বৃদ্ধা এবং তার ৭৯ বছর বয়সী সন্তান। ৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালীন (অক্টোবর ৭১) সীমান্ত সংলগ্ন বনগাঁও এলাকা দিয়ে ভারতের বাগদা(Bagda)'য় প্রবেশের মুহূর্তে photographer সন্তোষ বসাক এই দুর্লভ ছবিটি তুলেন।

বসাক সেই লোকটিকে জিজ্ঞেস করেছিলো, 'কে এই বৃদ্ধা মহিলা? ' উত্তরে লোকটি জানায়, "ইনি আমার মা। আমার মা এখনো একটি শিশুর মতো। তিনি ঠিকমতো হাঁটতেও পারেন না। এই অবস্থায় আমি তাকে ছেড়ে কিভাবে যাই ?"

মা নো॑ বধীঃ পি॒তরং॒ মোত মা॒তরং॒
যজুর্বেদ ১৬।১৫

মাতার স্থান ঈশ্বরের পরেই।তিনি জাগ্রত দেবতা ।সন্তানের কর্তব্য হলো মাকে শ্রদ্ধা ভক্তি,সম্মান ও সেবা করা।মা দু:খ কষ্টপান এমন কাজ কোন সন্তানের করা উচিত নয়

এই ছবিটি পরবর্তীতে World Press Photo 1972 পুরস্কার লাভ করে।

যারা মুক্তিযুদ্ধের মতো পৃথিবীর ঘৃণ্যতম হ*ত্যা ধর্ষ*ণগুলোকে হাসিমুখে ক্যালকুলেশনের বাহানা ধরে তারা আর যাইহোক মানুষ নয় এদের সাপোর্ট লক্ষ কোটি হলেও এদের মারাত্মক অসুস্থ বলবো আমি।

বাংলাদেশ অগ্নিবীর

06 Jan, 17:18


'১৯৭১ সালে ডিসেম্বরে যশোর ক্যান্টনমেন্টের পাশে ছাপরি ঘর থেকে কিছু নারী উলঙ্গ অবস্থায় রাস্তায় বেরিয়ে পড়েন। তারা বিশ্বাস করতে পারছিলেন না তাদের দেশ স্বাধীন হয়েছে কিংবা তারা মুক্তি পেয়েছে। উল্লেখ্য, তারা দীর্ঘ ৯ মাস পাকিস্তানি মিলিটারিদের কাছে বন্দী অবস্থায় ধ*র্ষিত ও নির্যাতিত হয়েছিলেন'

- মুক্তিযুদ্ধ আর্কাইভ।

বাংলাদেশ অগ্নিবীর

06 Jan, 09:56


শাখারী পট্টির এক বাড়ি থেকে অপরূপ সুন্দরী একটি মেয়ের লাশ তুলে আনা হলো মেয়েটির স্তন ছিঁড়ে ফেলা হয়েছে! যৌনাঙ্গ সম্পূর্ণ রূপে থেতলানো!
মুখ বাহু উরুতে জমাট বাঁধা রক্ত! সমস্ত শরীরে কামড়ের চিহ্ন। আরমানিটোলার এক বাড়িতে দশ এগারো বছরের এক ফুটফুটে মেয়ে। মেয়েটির সম্পূর্ণ শরীর ক্ষতবিক্ষত। মেয়েটিকে ধর্ষণ শেষে দুদিক থেকে পা ধরে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের কোনো কক্ষেই লাশ ছিলোনা! কেননা ২৫শে মার্চ রাতেই হলে অবস্থানরত ছাত্রীদের পাকিরা তুলে নিয়ে যায়!
.
এসময় তারা হলের চারতলার ছাদে গিয়ে দেখতে পান সেখানে অনেকগুলো ছাত্রীর লাশ ছড়ানো ছিটানো! তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। যৌনাঙ্গে বেয়নেট ঢুকিয়ে হত্যা করা হয়েছে।এদের কারো পরনে কোনো কাপড় ছিলোনা! তাদের আশেপাশে দুএকটা সেলোয়ার কামিজ পরে ছিলো।

ঘরে ঢুকে দেখি,একি দৃশ্য।ও আল্লাহ,এমন দৃশ্য দেখার আগে কেনো আমার দুটি চোখ অন্ধ করলে না আল্লাহ। মেয়ের সামনে মাকে ধর্ষণ। কয়েকটি পাগলা কুত্তা আমার মাকে ও বড় বোনটিকে খাচ্ছে কামড়ে কামড়ে। এক পলক তাকানোর পর আর তাকাতেই পারছি না। তখন গায়ের জোরে একটা চিৎকার করলাম। সঙ্গে সঙ্গে আমার হাত মুখ বেঁধে ঘরের এক কোনায় ফেলে রাখলো। তারপর ঠিক আমার পায়ের কাছে মাকে এনে শুইয়ে দিয়ে একেবারে উলঙ্গ করে ফেলে। তারপর আর বলতে পারছি না। এসব দৃশ্য আমাকে দেখতে হচ্ছে। আমি যখনই চোখ বন্ধ করে রাখতাম,তখনই তাদের হাতের ধারালো একটি অস্ত্র দিয়ে চোখের চারপাশে কেটে দিত। এভাবেই চলল মায়ের ওপর সারারাত নির্যাতন।আর কিশোর হয়ে আমাকে তা দেখতে হয়েছে। রাত ভোর হয় হয় - এমন সময় তারা চলে গেছে, মা ততক্ষণে মৃত। যাবার সময় সঙ্গে নিয়ে গেল আমার অর্ধ মৃত রক্তাক্ত বোনটিকেও " -- কিশোর শফিকুরের নিজের বয়ান।

ধর্ষিত নারীদের প্রায় সবারই ছিল ক্ষত-বিক্ষত যৌনাঙ্গ। বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ছিড়ে ফেলা রক্তাক্ত যোনিপথ, দাঁত দিয়ে ছিড়ে ফেলা স্তন, বেয়োনেট দিয়ে কেটে ফেলা স্তন-উরু এবং পশ্চাৎদেশে ছুরির আঘাত নিয়ে অর্জিত স্বাধীনতা আটকা পরেছে ২ জন ধর্ষিত মেয়েকে নিয়ে তাচ্ছিল্যভরা হাসিতে।

আমার দশম শ্রেনীর স্টুডেন্ট বলেছে, ৭১ এ আপনিও ছিলেন না আমিও ছিলাম না। সেই হিসাব বাদ। এখন বর্তমান নিয়ে হিসাব হবে।

অভিবাদন নতুন বাংলাদেশ 👏

© শরিফুল ইসলাম

বাংলাদেশ অগ্নিবীর

06 Jan, 06:47


▪️হিতোপদেশ - নারায়ণ পণ্ডিত

বাংলাদেশ অগ্নিবীর

06 Jan, 04:02


আধুনিক ভারতের‌ কপিল‌ খ্যাত, সাহিত্যবাচস্পতি‌, বিদ্যাবাচস্পতি, বিদ্যাভাস্কর‌, বেদরত্ন‌, ন্যায়-বৈশেষিক‌, সাংখ্য-যোগতীর্থ‌, বেদান্তাচার্য, শাস্ত্রশেবধি পূজ্য‌ আচার্য‌ উদয়বীর জীর‌ জন্মদিবসে তাঁহার চরণে শত-সহস্র প্রণাম জানাই

https://arsa-parampara.blogspot.com/2023/01/blog-post_19.html?m=1

বাংলাদেশ অগ্নিবীর

05 Jan, 16:38


সূত্র: https://ekattor.tv/country/barishal/73920/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8%E0%A6%93-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%81

বাংলাদেশ অগ্নিবীর

04 Jan, 17:44


▪️ সারাদেশে সংখ্যালঘু নির্যা-তনের আরো ৪টি ঘটনা

বাংলাদেশ অগ্নিবীর

04 Jan, 08:50


▪️ আমার গুরু সোয়ামি চ্যাটজিপিটানন্দ - সর্বঘটের কাঁঠালি কলা

বাংলাদেশ অগ্নিবীর

03 Jan, 05:06


আজকের বেদবাণী

বাংলাদেশ অগ্নিবীর

02 Jan, 04:04


চতুর্বেদ ভাষ্যকার,‌ আধ্যাত্মিক শিরোমণি পণ্ডিত হরিশরণ জীর জন্মদিবসে তাঁর চরণে সশ্রদ্ধ প্রণাম ।

পণ্ডিত হরিশরণ জী অত্যন্ত অধ্যবসায়ী, স্বাধ্যায়শীল এবং মেধাবী বিদ্যার্থী ছিলেন । অগাধ পাণ্ডিত্য ছিল তাঁর । বেদ-প্রবচন এবং স্বাধ্যায়‌ই তাঁর জীবনের‌ পরম লক্ষ্য‌ ছিল‌ ।

মহান এই বিদ্বানের চরিতাখ্যান পড়ুন আমাদের ব্লগে
https://arsa-parampara.blogspot.com/2022/12/blog-post_8.html?m=1

বাংলাদেশ অগ্নিবীর

01 Jan, 17:32


ব্রেকিং নিউজ!!!!

মৌলভীবাজার বড়লেখা উপজেলায় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে জাকির হোসেন টিপু নামের যুবক হিন্দু সেজে হরেকৃষ্ণ জপতে জপতে মন্দিরে ঢুকে উপসনার ভান করে প্রতিমার কাছে গিয়ে প্রতিমা ভাংচুর করা শুরু করেন।

শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভূর সেবাশ্রমের সভাপতি কৃপাসিন্ধু দত্ত ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “সকালে এক যুবক ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ’ নাম জপতে জপতে মন্দিরে প্রবেশ করেন। তিনি উপসনার ভান করে মূল মন্দিরে যান। এরপর প্রথমে কাঠের বিগ্রহ এবং পরে সিমেন্টের বিগ্রহ ভাঙচুর শুরু করেন।

বাধা দিলে তিনি পূজারি লীলা রাণী দত্তকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে আহত করেন। পরে বিগ্রহের গায়ে থাকা অলঙ্কার এবং প্রণামি বাক্স ভেঙে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন মন্দিরে থাকা লোকজন তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় তিনি ইট দিয়ে ঢিল ছুড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান।”

পূজারি লীলা রাণী দত্ত বলেন, সকালে তিনি মন্দিরে পূজায় ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ করে এক যুবক ‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ’ বলে মন্দিরে প্রবেশ করেন। স্নান করে এসেছেন কিনা জানতে চাইলেই তাকে ধাক্কা দিয়ে ফেলে মন্দিরের প্রতিমা ভাঙচুর শুরু করে। প্রতিমার গায়ের অলঙ্কার এবং প্রণামি বাক্স ভেঙে টাকা-পয়সাও নিয়ে যায়।

ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের কাছ থেকে মন্দির থেকে নেওয়া তিন হাজার ২২০ টাকা, রুপার তৈরি দুই জোড়া নুপুর ও দুইটা হাতপাট্টা উদ্ধার করা হয়েছে।

নিজেরা নিজেদের উপাসনালয়ে হামলা করে হিন্দুদের নাম দেয়া, নিজেরা প্রতিমার পায়ে নিজেদের ধর্মগ্রন্থ রেখে হিন্দুদের নাম দেয়া, হিন্দু সেজে ডাকাতি করতে গিয়ে ধরা খাওয়ার পর এবার হিন্দু সেজে মন্ত্রজপ করতে করতে উপাসনার ভান করে প্রতিমা ভাংচুর করা, আরও কি নিচে নামা সম্ভব!

https://bangla.bdnews24.com/samagrabangladesh/9b5431d19ed4?fbclid=IwY2xjawHiWJ9leHRuA2FlbQIxMQABHQszrvKSB4jvCpuvIZ8w7PS5LR4MAJ10W9VV9Cvgm9xQC-nr11lagVJy_Q_aem_mMpE7Kxh3CmYJx7EQOliQg

বাংলাদেশ অগ্নিবীর

01 Jan, 12:04


আজ ০১/০১/২০২৫ইং
শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম আদিত্যের মহাল গাজিটেকা,বড়লেখা, আখড়ায় আজ সকাল আনুমানিক ৭.৩০ মিনিটের সময় হামলা ও ভাংচুর করা হয়।।

বাংলাদেশ অগ্নিবীর

31 Dec, 17:52


চলে এলো জানুয়ারি মাসের ব্রহ্মোপাসনা পঞ্জি।
সূর্য সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা, বাংলাদেশ-এর স্থানীয় মান অনুযায়ী সমস্ত সময় নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ অগ্নিবীর

31 Dec, 15:33


উৎসবের অতিরিক্ত আয়োজন
না হোক কারও ক্ষতির কারণ!

বাংলাদেশ অগ্নিবীর

31 Dec, 11:06


বেদ পড়ার অধিকার কি সবার আছে ? অধিকারী - অনধিকারীর জটিলতাভেদ

🎙️ মুনি সত্যজিৎ 🙏

বাংলাদেশ অগ্নিবীর

31 Dec, 07:47


Using 2 by 2 table The results for the risk of rejection are as follows:

Risk of rejection for Hindus/Buddhists: 27.73%
Risk of rejection for Muslims: 5.37%
Risk ratio (RR): 5.17
This indicates that Hindus/Buddhists are approximately 5.17 times more likely to face rejection compared to Muslims.

বাংলাদেশ অগ্নিবীর

31 Dec, 07:46


গত ১৫ই অক্টোবর, ৪৩ তম বিসিএস-এর গেজেট প্রকাশিত হয়। আজ, ৩০শে ডিসেম্বর নতুন করে গেজেট প্রকাশ করা হয়। এতে দেখা যায়, নতুন করে ১৬৮ জনকে বাদ দেওয়া হয়েছে।এই ১৬৮ জনের মধ্যে ৭১ জন হিন্দু বা বৌদ্ধ। অর্থাৎ, বাদ পরা মানুষের শতকরা ৪২.২৬% সংখ্যালঘু সম্প্রদায়ের।

পরবর্তীতে আমরা টপ ছয়টি ক্যাডার বিবেচনায় এনেছি। সেগুলো হলো: এডমিন, পুলিশ, ফরেন, অডিট, ট্যাক্স, এবং কাস্টম। এখানেও একই ধরনের চিত্র দেখা যায়।

এই ছয়টি ক্যাডারে নতুন করে বাদ পড়েছে ৪৮ জন, যার মধ্যে ১৯ জন সংখ্যালঘু। শতকরা হিসাবে এটি ৩৯.৫৮%।
এর মধ্যে সংখ্যালঘুদের বাদ পড়ার হার যথাক্রমে:
এডমিনে - ৩৪.৬১%
ফরেনে - ৬৬.৬৬%
পুলিশে - ১২.৫%
অডিটে - ১০০%
ট্যাক্সে - ৭১.৪৩%
কাস্টমসে - ৩৩.৩৩%

যদি আমরা নতুন এবং পুরাতন গেজেটের তুলনামূলক বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে পুরাতন গেজেটে ২০৬৪ জনের মধ্যে ২৫৬ জন সংখ্যালঘু ছিলেন, অর্থাৎ ১২.৪%।
সেটা নতুন গেজেটে কমে দাঁড়িয়েছে ৯.৭৫% (১৮৯৬ জনের মধ্যে ১৮৫ জন)।

আবার পুরাতন গেজেটে যেখানে সংখ্যালঘু ছিল ১২% এর মত, সেখানে তাদের বাদ পড়ার হার ৪২% এরও বেশি নতুন গেজেটে

যেভাবে আমরা স্টাডিটি করি:
১. আমরা দুইজন ব্যক্তি (একজন মুসলিম এবং একজন নন-মুসলিম) স্বাধীনভাবে নতুন গেজেটের সাথে পুরাতন গেজেটে মাইনরিটি ক্যাডারদের সংখ্যা গণনা করি।
২. মাইনরিটি ক্যাডারদের শনাক্ত করার জন্য আমরা সারনেম বা টাইটেলের উপর নির্ভর করি।
৩. কিছু কিছু নাম দুই ধর্মের মানুষেরই হতে পারে। তাই আমরা দুইজনের গণনার গড়কে ফাইনাল রেজাল্ট হিসাবে ধরি। উদাহরণস্বরূপ, পুরাতন গেজেটে প্রথমজন মোট মাইনরিটি পান ২৫৮ জন, দ্বিতীয়জন পান ২৫৪ জন। তাই আমরা ২৫৬-কে ফাইনাল রেজাল্ট হিসাবে ধরি।
৪. সংখ্যায় খুব কম হওয়ায় আমরা চাকমা সহ ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোকে গণনার বাইরে রাখি।

References:
পুরাতন গেজেট লিস্ট - https://images.prothomalo.com/prothomalo-english/2024-10-15/iima4v5s/43rd_BCS_Gazette.pdf
নতুন গেজেট লিস্ট - https://www.mopa.gov.bd/site/view/bcs_recruit/43rd

বাংলাদেশ অগ্নিবীর

29 Dec, 15:24


মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থার পক্ষ থেকে শ্রীমঙ্গলের ৩০০টি পরিবারের মাঝে প্রয়োজনীয় উপহার বিতরণ কর্মসূচি
মানবতার সেবায় নিবেদিত মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা শ্রীমঙ্গলের পাত্রখোলা চা বাগানের প্রায় ৩০০ পরিবারের মাঝে প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেছে।
এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি পরিবারকে প্রদান করা হয়েছে:
৫ কেজি চাল
১ কেজি ডাল
১ কেজি আলু
১ কেজি আটা
১ প্যাকেট লবণ
সংস্থার এই মহৎ কার্যক্রম চা বাগানের শ্রমজীবী মানুষদের দৈনন্দিন জীবনে সামান্য হলেও সহযোগিতা করতে পেরেছে। আমরা বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ সমাজের সব স্তরের মানুষের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে দিতে সাহায্য করবে।
মানুষের পাশে দাঁড়ানোর এই যাত্রায় সংস্থার সাথে যারা যুক্ত আছেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একসাথে আমরা একটি সুন্দর, মানবিক সমাজ গড়ে তুলতে পারব।
মানবতার সেবায় আমাদের পথচলা অবিরাম।
মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা

বাংলাদেশ অগ্নিবীর

29 Dec, 04:03


আম্বেদকরের মতে প্রথমে শূদ্ররাই ব্রাহ্মণদের ওপর অত্যাচার করেছিলো

❝ শূদ্ররা ব্রাহ্মণদের ওপর নির্যাতন ও অত্যাচার করেছিলো.. যার ফলে ব্রাহ্মণরা শূদ্রের প্রতি প্রতিশোশ হিসেবে তাদের উপনয়ন দেওয়া বন্ধ করে দেয় ❞

- ড. বি.আর. আম্বেদকর
সূত্র: বাবাসাহেব ড. আম্বেদকর সম্পূর্ণ বাঙ্ময়, খণ্ড ১৩, পৃষ্ঠা ১৬১

বিদ্র: আমরা এই অনুমান সঠিক মনে করিনা, শুধুমাত্র আম্বেদকরের নাম দিয়ে অন্ধবিরোধের বিপক্ষে প্রদর্শিত

বাংলাদেশ অগ্নিবীর

28 Dec, 18:29


টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা ডাকাতদলের ৮ নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন সুরত মিয়া (৩৮), তাসলিমা (৩২), মো. সেলিম সরকার (৩৭), আসমা বেগম (৩০), মোছা. আলেয়া (৩৭), সোনিয়া আক্তার (২১), মোছা. রিফা আক্তার (২৬), আকলিমা বেগম (৪০), সেলিনা বেগম (৩২) ও জুলেখা বেগম (৩১)।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, গ্রেপ্তাররা গাজীপুরের সালনা থেকে শুক্রবার রাতে একটি হায়েস গাড়ি নিয়ে মির্জাপুরের সোহাগপুরে এসে একটি হিন্দু বাড়িতে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল।

ডাকাতদলের নারী সদস্যরা শাখা-সিঁদুর পরে সনাতন ধর্মাবলম্বী সাজছিল। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএমএস দোহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের ব্যবহৃত হায়েস গাড়িটিও জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মনির হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা করেছেন।

পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন বাড়িতে ডাকাতির আগে নানা তথ্য সংগ্রহ করে নিজেদের প্রস্তুত করে নেয়। পরে কৌশলে বাড়িতে ঢুকে ডাকাতি করে চলে যায়। ডাকাতদলের নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

https://www.kalerkantho.com/online/country-news/2024/12/28/1462365

বাংলাদেশ অগ্নিবীর

28 Dec, 05:38


▪️ধর্ম আসলে কী ? ধর্মের স্বরূপ
🎙️ড. প্রশান্ত আচার্য

সম্পূর্ণ ভিডিয়ো - https://youtu.be/jKL5P-QwWpA?si=Dzz-iTAlu_zrSlGl

বাংলাদেশ অগ্নিবীর

27 Dec, 17:30


নড়াইলে হিন্দু ধর্মাবলম্বী নারী ইউপি সদস্য বাসনা মল্লিক (৪৬) কে ধর্ষণ ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের ছেলের দাবি, ধর্ষণের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। একইসঙ্গে দিয়েছিল হুমকি-ধমকিও। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

নিহতের ছেলে ও স্বজনরা দাবি করেন, নড়াইল সদরের একটি ইউনিয়নের সংরক্ষিত নির্বাচিত সদস্য ছিলেন তিনি। গত বুধবার বিকালে টিসিবির মালামাল দিয়ে বাড়ি ফেরার পথে রাজিবুল নামে একজন তাকে ফোন দিয়ে পাওনা টাকা নিতে ডাকে। সেখানে যাওয়ার পর উসমান মিয়া ও রাজিবুলসহ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। পরে তারা দুই লাখ দাবি করে। তিনি লোকজনকে জানাবে বললে হুমকি-ধমকি এবং মুখে বিষ ঢেলে দেয়। বাড়ি ফিরে তিনি ভয়ে কাউকে কিছু বলেননি। অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ছেলের কাছে নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। এরপর ময়নাতদন্ত শেষে বিকালে চারটার দিকে তার লাশ নিয়ে যান স্বজনরা।

বাংলাদেশ অগ্নিবীর

27 Dec, 11:35


জানতে হবে ইতিহাস - পর্ব ৮

ধর্ম ত্যাগ না করাতে প্রাণ দিয়েছিলো দুই ভাই

১৭০৫ সালে বজির খান শিখদের ১০ম গুরু গোবিন্দ সিংকে আটক করতে গিয়ে তার দুই ছেলে ফতেহ্ সিং (৬ বছর) ও জোরাবর সিংকে (৯ বছর) বন্দী করে। বজির খান ও কাজী তাদের নানা প্রশ্ন করলে তারা দৃঢ়চিত্তে জবাব দেয় । বজির খান দুই ভাইকে ইসলাম গ্রহণ করতে বলে । কিন্তু দুই ভাই তাতে অস্বীকৃতি জানায় । ২৬ই ডিসেম্বর বজির খান তাদের জীবিতাবস্থায় ইটের দেওয়াল গেঁথে অবরুদ্ধ করেন ও অজ্ঞান হয়ে গেলে তাদের সেখানে থেকে বের করে নিয়ে শিরশ্ছেদ করে হত্যা করে ।

বাংলাদেশ অগ্নিবীর

27 Dec, 11:34


🏴আজ শিখদের ১০ম গুরু শ্রী গোবিন্দ সিংজীর দুই পুত্র ফাতেহ্ সিং এবং জোরাবর সিংহ এর বলিদান দিবস।
যারা ধর্ম ও আদর্শ রক্ষায় হাসিমুখে মৃত্যুকে গ্রহণ করেছিলেন। তখন তাদের বয়স যথাক্রমে ৬ এবং ৯ বছর ছিলো।

◾️বজির খান যখন গুরু গোবিন্দ সিংজীকে ধরতে পারে নি তখন সে তাঁর মাতা ও ২ পুত্রকে গ্রেফতার করে তার দরবারে ডাকান। সেখানে সিংহের ন্যায় গোবিন্দ সিংজীর দুই পুত্র দাঁড়িয়ে থেকে বজির খান ও তার কাজীর করা প্রত্যেক কথা ও প্রশ্নের দৃঢ়ভাবে খণ্ডন ও উত্তর দেন। এরপর বজির খান তাঁদের নিজের সম্প্রদায় গ্রহণ করতে বললে তারা কঠোর ভাবে মানা করেন এবং এর পর বজির খান মৃত্যু হিসেবে জীবন্ত ইটের দেয়ালে পুঁতে ফেলার হুকুম দেয়।
🔴শেষ সময়েও বজির খান ফাতেহ্ সিং ও জোরাবর সিং কে নিজ সম্প্রদায় গ্রহণ করলে তাঁদের ছেড়ে দেয়ার কথা বললেও ফাতেহ্ সিং ও জোরাবর সিং গর্জন করে বলেছিলেন,
"জো বোলে সো নিহাল
সৎ শ্রী অকাল"

এরপর দেয়াল ভেঙে গেলে ২ পুত্রকে জল্লাদ গলা কে*টে হ*ত্যা করে।

এভাবেই আমারা রক্তক্ষয়ী ইতিহাসের মধ্য দিয়ে আজও সনাতন ধর্মকে টিকিয়ে রেখেছি।

আমি যিশু পূজারীদের জিজ্ঞেস করতে চাই তারা গতকাল যে মন্দিরে যীশুপূজা এবং যীশুর মিথ্যা মহিমা মণ্ডন করেছে তাদের কেউ কি আজ এই দুই বীর পুত্রের বিষয়ে প্রবচন দিয়েছে বা তাদের বলিদান দিবস পালন করেছে ?

বাংলাদেশ অগ্নিবীর

26 Dec, 14:01


ঈশ্বর কি ত্রিকালদর্শী - ভবিষ্যৎদ্রষ্টা

🎙️ আচার্য অংকিত প্রভাকর

বাংলাদেশ অগ্নিবীর

25 Dec, 17:13


⏹️ খ্রীস্টান মিশনারি থেকে আর্য সমাজের প্রচারক

আজ থেকে প্রায় ১৪২ বছর আগে, ১৬ই আগস্ট ১৮৮২ তারিখে আমেরিকার ফিলাডেলফিয়া শহরের এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে একটি শিশুপুত্র জন্ম নেয়। তার নাম রাখা হয় স্যামুয়েল ইভান স্টোক্স। উচ্চবিত্ত পরিবারের সন্তান স্যামুয়েলের পড়াশোনা শুরু হয় নামী দামী স্কুলে। তবে ছোটবেলা থেকেই স্যামুয়েল আধ্যাত্মিক প্রকৃতির ছিলেন, ফলে তার বাবা-মা তাকে কনভেন্ট স্কুলে পাঠান, যেখানে এক পাদ্রী বাইবেল এবং খ্রিস্টান মিশনারীদের কার্যকলাপের বিষয়ে তাকে পড়াতে শুরু করেন।

স্যামুয়েলের বয়স ২০/২১ হওয়ার পর, চার্চের আদেশে স্যামুয়েল ভারতে আসেন। তাকে ভারতে খ্রিস্টান মিশনারীর প্রচার এবং প্রসার করতে আদেশ দেয়া হয়েছিল। ১৯০৩ সালে, ২১ বছর বয়সে স্যামুয়েল বম্বে শহরে আসেন। তখন ভারতে মিস্টার এবং মিসেস কার্লটন কুষ্ঠ রোগ নিয়ে গবেষণা এবং কুষ্ঠ রোগীদের সেবা করছিলেন। স্যামুয়েলও তাদের সঙ্গে যোগ দেন এবং কুষ্ঠরোগীদের সেবা করতে শুরু করেন। এই সেবার আড়ালে ধর্মান্তকরণের কাজও চলত। আজও যেমন খ্রিস্টান মিশনারীরা বিভিন্ন অনুদান ও সাহায্যের বিনিময়ে বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীকে ধর্মান্তরিত করে; ব্রিটিশ ভারতে এই হার ছিলো আরো অনেক বেশি।
কিছুদিন এখানে কাজ করার পর, গরম আবহাওয়ার কারণে স্যামুয়েল হিমাচল প্রদেশে চলে যান। সেখানে গিয়ে এক চার্চে গিয়ে থাকতে শুরু করেন। এবং সেখানেও স্যামুয়েল সহজ সরল হিমাচলবাসীদের মধ্যে খ্রিস্টমত প্রচার ও ধর্মান্তরকরণ শুরু করেন।

১৯১২ সালে, স্যামুয়েলের বয়স যখন ৩০, তিনি একজন ধর্মান্তরিত ভারতীয় খ্রিস্টান নারী অ্যাগনেসকে খ্রিস্টান রীতিতে বিয়ে করেন এবং হিমাচলে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন। প্রথমে এই বিয়ে তার পরিবার মেনে নেননি, কারণ স্যামুয়েল ছিলেন পারিবারিক ব্যবসার একমাত্র উত্তরাধিকারী। কিন্তু স্যামুয়েলের জেদের কাছে হার মেনে, তার পরিবার ১৯১২ সালে হিমাচলের সিমলার বারোবাগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ২০০ একর আয়তনের চা বাগান কিনে তাকে বিয়ের উপহার হিসেবে দেন। স্যামুয়েল সেই চা বাগানটিকে পরে আপেলের বাগানে রূপান্তরিত করেন। ১৯১৬ সালে তিনি আমেরিকা থেকে উৎকৃষ্ট ও উচ্চ ফলনশীল জাতের আপেলের বীজ এনে হিমাচলে তার বাগানে চাষ শুরু করেন। তাঁর হাত ধরেই প্রথম হিমাচলে আপেলের চাষ শুরু হয়। আজ হিমাচলকে ভারতের 'Apple Bowl' বলা হয়, তার পুরো কৃতিত্ব স্যামুয়েল ইভান স্টোক্স বা সত্যানন্দ স্টোক্সেরই।

তবে কাহিনী এখানেই শেষ নয়। বরং এটি তাঁর জীবনযাত্রার প্রারম্ভমাত্র। সে সময় দেশে প্লেগ মহামারী চলছিল এবং এই রোগ এতটাই ভয়ঙ্কর ছিল যে আক্রান্ত হলে পরিবারও তাদের ছেড়ে চলে যেত। কিছু গ্রামে রোগীদের সংখ্যা বেড়ে গেলে সুস্থ গ্রামবাসীরা রোগীদের সঙ্গে আগুন লাগিয়ে গোটা গ্রাম জ্বালিয়ে দিয়ে অন্যত্র চলে যেত। এই পরিস্থিতিতে আর্যসমাজ এগিয়ে আসে এবং অত্যন্ত সক্রিয়ভাবে প্লেগ রোগীদের সেবা করতে থাকে। আর্য সমাজের একজন সন্ন্যাসী পণ্ডিত রুলিয়া রাম প্লেগ রোগীদের সেবা করতেন এবং তাদের সারিয়ে তুলতেন। পণ্ডিত রুলিয়া রামের সেবা তৎপরতা মিশনারীদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই সময় স্যামুয়েল ইভান স্টোক্স পণ্ডিত রুলিয়া রামের সাথে পরিচিত হন এবং তার সেবা নিষ্ঠা দেখে তিনি সত্যের উপলব্ধি করেন। স্যামুয়েল বুঝতে পারেন যে, সেবা মানে কুসংস্কার বা স্বার্থের কারণে মানুষকে ধর্মান্তরিত করা নয়, বরং মানবকল্যাণই সেবার মূল উদ্দেশ্য।

পণ্ডিত রুলিয়া রামের সাথে নিয়মিত যোগাযোগের কারণে স্যামুয়েল সনাতন ধর্মের বিষয়ে গভীর আগ্রহী হয়ে ওঠেন। এভাবে তিনি আর্য সমাজের সংস্পর্শে আসেন এবং পরবর্তীতে আর্যসমাজের মাধ্যমে তৎকালীন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের সাথে যুক্ত হন। উল্লেখ্য একমাত্র আমেরিকান হিসেবে স্যামুয়েল ইভান স্টোক্স ভারতীয় স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন। তাঁর এই ভূমিকা ব্রিটিশদের জন্য বিরাট অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। স্বাধীনতা আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণের জন্য ব্রিটিশ সরকার তাঁকে গ্রেফতার করে এবং কারাদন্ডে দণ্ডিত করে। কিন্তু এই কারাবাসই স্যামুয়েলের জীবনে একটি নতুন মাত্রা যোগ করে।

জেলে গিয়ে স্যামুয়েল পরিচিত হন আর্যসমাজের মহান বিভূতি লালা লাজপত রায়ের সাথে। লালা লাজপত রায় তাঁকে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর গ্রন্থ "সত্যার্থ প্রকাশ" পড়তে দেন। এই গ্রন্থের মাধ্যমে স্যামুয়েলের ধর্মীয় চিন্তাধারায় এক গভীর পরিবর্তন আসে , তিনি সনাতন ধর্মের মাহাত্ম্য ও খ্রিস্টমতের অসাঢ়তা উপলব্ধি করতে পারেন। যার ফলে তাঁর জীবন সম্পূর্ণ পাল্টে যায়। তিনি বেদ, উপনিষদ এবং মনুস্মৃতি অধ্যয়ন করেন সাথে সংস্কৃত ভাষাও শিখতে শুরু করেন। এরপর তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আত্মনিয়োগ করেন।

বাংলাদেশ অগ্নিবীর

25 Dec, 17:13


১৯৩২ সালে স্যামুয়েল ইভান স্টোক্স চার্চ, খ্রিস্টধর্ম এবং মিশনারী কাজ থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে সনাতন ধর্ম গ্রহণ করেন। তিনি নিজের নাম রাখেন সত্যানন্দ স্টোক্স। তার স্ত্রী অ্যাগনেসের নাম হয় প্রিয়া দেবী। তাঁদের ছয় সন্তানের নাম হয় প্রীতম স্টোক্স, লালচন্দ স্টোক্স, প্রেম স্টোক্স, সত্যবতী স্টোক্স, তারা স্টোক্স এবং সাবিত্রী স্টোক্স।

সত্যানন্দ নিজ আঙ্গিনায় আর্য-সমাজ মন্দির প্রতিষ্ঠা করেন। সেই মন্দিরের কাঠের স্তম্ভে বেদ, উপনিষদ এবং শ্রীমদ্ভগবদ্গীতার বহু মন্ত্র-শ্লোক খোদাই করেন। আজও হিমাচলে সেই মন্দিরের স্তম্ভে খোদাই করা মন্ত্র-শ্লোকগুলি দেখা যায়। এই মন্দির নির্মাণের জন্য তৎকালীন ব্যবসায়ী যুগলপ্রকাশ বিড়লা ২৫,০০০ টাকা দান করেন। সেই মন্দিরটি পরমজ্যোতি মন্দির বা অনন্তপ্রকাশ মন্দির নামে পরিচিত।

সত্যানন্দ স্টোকস ১৯৪৬ সালের ১৪ই মে ইহলোক ত্যাগ করেন। তাঁর মহান কৃতিত্বের জন্য হিমাচল প্রদেশ ও ভারতীয় ইতিহাসে তাঁকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক

বাংলাদেশ অগ্নিবীর

25 Dec, 02:37


শ্রীমৎ‌ মহর্ষি স্বামী দয়ানন্দ জী‌ তাঁর রচিত‌ অমরগ্রন্থ‌ সত্যার্থ প্রকাশের ১৩তম সমুল্লাসে‌ খ্রিষ্ট-মত‌ খণ্ডন করেন এবং বিস্তৃত‌ পর্যালোচনা‌ করেন । মহর্ষি তাঁর জীবদ্দশায় সমগ্র‌ ভারতের‌ বিবিধ‌ স্থানে‌ বিখ্যাত‌ পাদরিদের‌ সহিত‌ বাইবেল‌ নিয়ে শাস্ত্রার্থ‌ করেছেন এবং খ্রিষ্টমত‌ খণ্ডন করেছেন অতি প্রবলভাবে । এছাড়া বিভিন্ন স্থানে বিখ্যাত‌ প্রবচন‌ সভাতেও তিনি খ্রিষ্ট-মত‌ খণ্ডন করে চূর্ণ-বিচূর্ণ‌ করেন ‌ ।

এছাড়াও আর্যসমাজের ইতিহাসে খণ্ডন পরম্পরা এখনো অব্যাহত রয়েছে । এই নিবন্ধে পূর্ব বিদ্বানদের খণ্ডন ও সমালোচনাত্মক সাহিত্য নিয়ে আলোচনা পাবেন

https://arsa-parampara.blogspot.com/2023/10/blog-post_23.html?m=1

বাংলাদেশ অগ্নিবীর

24 Dec, 17:16


যিশু খ্রিস্টকে শ্রদ্ধা জানানোয় দায় সনাতনীদের নেই। তবুও কেউ চাইলে নৈতিকতার দৃষ্টিতে শ্রদ্ধাজ্ঞাপন করতে পারে, যা একান্তই নিজস্ব স্বাধীনতা, কিন্তু সেই শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে যদি তাকে ‘ভগবান’ সম্বোধন করা হয়, যদি তাঁর পূজাবিধি রচনা করা হয়, তবে তা অবশ্যই অশাস্ত্রীয়। যিনি বেদকে মান্য করেননি, ভারতীয় ষড়দর্শন অনুসারে তিনি নাস্তিক বলে গণ্য হন। পৃথিবীতে প্রচুর নাস্তিক বিজ্ঞানী রয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু কখনোই ‘ভগবান’ বলব না এবং সেই বিজ্ঞানীর মূর্তি বানিয়ে তার পূজাবিধি রচনা করে মন্ত্রপাঠ করে নমঃ নমঃ বলে তার চরণে পুষ্পাঞ্জলি দিব না।
আমি যিশু খ্রিস্টকে আমার মন্দির-প্রাঙ্গনে তখনই নিয়ে আসব যখন আমার মন্দিরের শ্রীকৃষ্ণকে চার্চে পূজিত হতে দেখব। সত্যিটা হলো, এটা কখনোই সম্ভব না। আমার মন্দির-প্রাঙ্গনে যিশু খ্রিস্টকে যতই পূজার্চনা করি না কেন, আমার মন্দিরের শ্রীকৃষ্ণকে কখনোই চার্চে স্থান দেওয়া হবে না। কেন দেওয়া হবে না সেই বিতর্ক তোলা রইলো। তবে যে বিষয়টি আমাদের মনে রাখা দরকার তা হলো, যত বড় মহাপুরুষই হোন না কেন, যে ব্যক্তি কোনো দিন বেদের অনুশাসন মান্য করেনি, তাকে মন্দিরে পূজা করলে যে অর্থ প্রকাশ পায় তা হলো, সেই ব্যক্তির অনুসারীদের করুণার পাত্র হতে চাওয়া এবং তাতে কখনোই সনাতন ধর্মের গৌরব বৃদ্ধি পায় না।

বাংলাদেশ অগ্নিবীর

24 Dec, 13:58


জানুন - জানান
https://youtu.be/xOvbcGve51M?si=iPJLNVpoBDqEQFX9

বাংলাদেশ অগ্নিবীর

24 Dec, 10:14


অগ্নিবীর বাণী -

ঈশ্বর সর্বত্রই আছেন । আমাদের সবার মাঝেই । এই জগতের এমন কোনো জায়গা নেই যেখানে ঈশ্বর ব্যাপ্ত নন । দুধের মাঝে চর্বিকণা ব্যাপ্ত হয়ে থাকে । কিন্তু দুধ থেকে সেই চর্বিকে আলাদা করে মাখন বানাতে হলে দুধকে মন্থন করতে হয় । সেরূপ আমাদের ইন্দ্রিয়কেও ধ্যান , যোগ , সৎকর্ম প্রভৃতি দ্বারা ক্রমে ক্রমে মন্থন করলেই আমরা মনের মাঝে ব্যাপ্ত ঈশ্বরকে উপলব্ধি করতে পারব ।

বাংলাদেশ অগ্নিবীর

23 Dec, 05:13


শুদ্ধি আন্দোলনের অগ্রনায়ক স্বামী শ্রদ্ধানন্দ সরস্বতী - আব্দুল রশিদের হামলার পর নিথর দেহ

এই হ-ত্যাকণ্ডের পর আব্দুল রশিদকেই গান্ধী পরবর্তীতে ভাই বলে সম্বোধন করেছিলো আর স্বামী শ্রদ্ধানন্দ সনাতন ধর্মে যে যবনদের ফিরিয়ে আনছেন তার নিন্দা করেছিলো ।

তৎকালীন সময়ের‌ বিভিন্ন তথ্য‌ অনুযায়ী জানা যায় পূজ্য পণ্ডিতপ্রবর‌ স্বামী শ্রদ্ধানন্দ জী মাত্র ২ বছরে ২ লাখের‌ অধিক ই*স*লাম মতাবলম্বী এবং প্রায়ঃ‌ ১ লাখ খ্রিষ্ট মতাবলম্বীকে‌ শুদ্ধি যজ্ঞের মাধ্যমে সনাতন বৈদিক ধর্মে ফিরিয়ে‌ এনেছিলেন ।

বাংলাদেশ অগ্নিবীর

22 Dec, 15:28


▪️যজ্ঞ - দান - তপস্যা কখনোই ত্যাজ্য নয়

যজ্ঞদানতপঃকর্ম ন ত্যাজ্যং কার্য্যমেব তৎ ।
যজ্ঞো দানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম্ ।। গীতা ১৮.৫
অনুবাদঃ যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম ত্যাজ্য নয়, তা করাই কর্তব্য । যজ্ঞ, দান ও তপস্যা বিদ্বান্‌দেরও চিত্তশুদ্ধিকর । ৫

বাংলাদেশ অগ্নিবীর

22 Dec, 03:19


আজকের বেদবাণী

ন বা উ সোমো বৃজিনং হিনোতি
অথর্ববেদ ৮.৪.১৩
পরমেশ্বর পাপীকে কখনো এগোতে দেন না ।

বাংলাদেশ অগ্নিবীর

21 Dec, 14:44


পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সর্ববৃহৎ দুই ইতিহাস আশ্রিত মহাকাব্য মহাভারত ও রামায়ণের আরবি অনুবাদ প্রকাশিত হলো অনুবাদক Abdullah Al Baroun ও প্রকাশক Abdul Lateef Al Naseif এর হাত ধরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুয়েত সফর উপলক্ষে এই দুইটি মহাগ্রন্থ গত দুইবছর ধরে অনুবাদ করে সফরের সময়ে প্রকাশ করল কুয়েত।

অনুবাদক Abdullah Al Barouin বলেন," এই অসামান্য গুরুত্বপূর্ণ গ্রন্থ দুইটি অনুবাদ করতে আমার ২ বছর সময় লেগেছে যা মোটেও সহজ কোন বিষয় ছিলনা। আমি আশা করি এই গ্রন্থদ্বয়ের যে মূল্য আমি অনুভব করেছি তা আরবরাও অনুভব করবে।"

অভিনন্দন আরব, সর্বশ্রেষ্ঠ দুই মহা ইতিহাস গ্রন্থ, বিশ্বের প্রাচীনতম সমৃদ্ধ সভ্যতাকে, তাদের অনুপম সংস্কৃতিকে, উপমহাদেশকে জানার দ্বার খুলে গেলো আপনাদের সামনে আরও বিস্তৃতভাবে। এই দুই মহাগ্রন্থ আপনাদের করবে আলোকিত ও মহিমান্বিত।

বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক

বাংলাদেশ অগ্নিবীর

06 Dec, 14:45


আপনাদের প্রদত্ত ২,২২,৫০০ টাকা চা-শ্রমিকদের জন্য বরাদ্দ হলো।
আমাদের প্রাথমিক সিদ্ধান্ত অনুসারে, শ্রীমঙ্গলের পাত্রখোলা চা বাগানের শ্রমিকদের 5Kg চাল, 1kg ডাল, 2Kg আলু, 1L তেল ও ঠাণ্ডার ঔষধ দেওয়া হবে।

বাংলাদেশ অগ্নিবীর

06 Dec, 03:59


প্রধান উপদেষ্টার সাথে ধর্মীয় নেতাদের বৈঠকে আট দফা, সম্মিলিত সনাতন জাগরণ জোট ও চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি নিয়ে ইতিবাচক বক্তব্য দিচ্ছেন বিশিষ্ট দার্শনিক ও চিন্তক ফরহাদ মজহার। এই ব্যাপারে ইতোপূর্বে সম্মিলিত জোট এবং বাংলাদেশ অগ্নিবীরের সাথে তাঁর গঠনমূলক আলোচনা হয়েছে। তাঁর এই অবস্থানকে আমরা সর্বাত্মক সাধুবাদ জানাই।

দুঃখের বিষয় যে, রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি ও রমনা হরিচাঁদ মন্দিরের প্রতিনিধির মুখে একবারও আন্দোলন, আট দফা নিয়ে একটি বক্তব্যও শোনা গেলো না।

বাংলাদেশ অগ্নিবীর

05 Dec, 17:43


🔥 চলে এসেছে অগ্নিবীর পরিচালিত সনাতন ধর্ম শিক্ষা "স্বাধ্যায়" এর ১১ম ব্যাচ ‼️

🕉 বিষয়সমূহঃ
১. ধর্মতত্ত্ব [ ধর্ম , সনাতন ধর্ম , অন্যান্য মতবাদ কি ধর্ম হতে পারে, বেদ ও বৈদিক শাস্ত্র পরিচয় , বেদ কি ঈশ্বর প্রদত্ত , বেদের অর্থ ]
২. ব্রহ্মতত্ত্ব [ ব্রহ্ম কি আছেন , ব্রহ্ম কেমন, ব্রহ্ম - ঈশ্বর ও অন্যান্য নামের কি তাৎপর্য, সকল মতবাদের সৃষ্টিকর্তা কি একই রকম বৈশিষ্ট্যের ]
৩. বৈদিক দর্শন [ ৬ দর্শন পরিচয়, জীবাত্মা তত্ত্ব, ব্রহ্ম - জীবাত্মা - প্রকৃতি = পরস্পর সম্পর্ক ও দার্শনিক বিচার ]
৪. পঞ্চমহাযজ্ঞ ও ১৬ সংস্কার [ পরিচয়, গুরুত্ব ও বিধিবিধান ]
৫. বৈদিক বিজ্ঞান [ পদার্থ, শিল্প, জ্যোতিষ, জীববিজ্ঞান, শারীরশাস্ত্র ইত্যাদি ]
৬. বৈদিক জীবনবিধান [ সমাজ - ব্যক্তি - রাষ্ট্র ,নারী - শিশু - পুরুষ সবার কর্তব্য, আহারবিধি, হিংসা-অহিংসা ইত্যাদি ]
৭. ইতিহাস পাঠ [ রামায়ণ ও মহাভারত ]
৮. বেদ ও সনাতন সমাজ , সর্বধর্ম সমন্বয়ের অসারতা , সনাতন সমাজের ঐক্যসূত্র
[ ক্লাস হবে প্রতি শনিবার রাত ৯:০০ টায়। শুরু হবে আগামী ২১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ] বিস্তারিত ও ভর্তির প্রক্রিয়া - https://www.facebook.com/share/p/1D8DDJpZDd/

বাংলাদেশ অগ্নিবীর

05 Dec, 16:56


বাংলাদেশ অগ্নিবীর আয়োজিত বিশেষ লাইভ

সনাতনীরা ঐক্যবদ্ধ কেন নয় ? কীভাবে হবে ?
কেন এতো জেনে-বুঝে-সংগঠন করেও সনাতনীরা দুর্বল, গোড়ায় গলদটা কোথায় ?

https://www.facebook.com/BangladeshAgniveerOfficial/videos/1643421519934357/?mibextid=rS40aB7S9Ucbxw6v

বাংলাদেশ অগ্নিবীর

05 Dec, 14:21


একসময় বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছিল কোভিড ১৯। দেশে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষার অভাবে মারা যাচ্ছিল অসংখ্য মানুষ। তাদের আত্মীয়স্বজনরা প্রতিবাদ সভা করল, অস্বীকারের গহীন সাগরে ডুবন্ত সরকারের কাছে দাবী করল পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার। তখন আপনি পাপোস দে ওরফে ঢুঁষান্ত সাহা স্ট্যাটাস দিলেন-

"আমি একজন বাংলাদেশের নাগরিক, আমার কখনও কোভিড হয়নি, আশা করি ভবিষ্যতে হবেওনা। তাই কোভিডকে নিয়ে কেউ রাজনীতি করলে আমাকে তাতে কেউ ব্যবহার করবেন না।"

তাহলে আপনি বুঝবেন আপনি চরম অপদার্থ, মূর্খ, স্বার্থপর, তেলবাজ একজন লোক যার মনে অন্যের কষ্ট নিয়ে এতটুকু সহানুভূতি নেই। কেউ কি বলেছে বাংলাদেশের যত লোক আছে সবার ই কোভিড হয়েছে? তাহলে অনেক মানুষের এমন একটা মনোকষ্টের সময়ে কেন আপনি আগ বাড়িয়ে "আমার কখনও কোভিড হয়নি" বলে জোকারি করছেন? আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? এতটা কমনসেন্সের অভাব নিয়ে আপনি তো জুতা সেলাই করারও যোগ্য নন। জুতা সেলাই করা অনেক জটিল একটা ক্রাফট, এটার জন্য অনেক মেধা লাগে, তা আপনার নেই। আপনার বিশ্ববিদ্যালয়ে নিয়োগ কীভাবে হয়েছে তা নিয়েই সন্দেহের অবকাশ আছে। এতটা ইনসেন্সিটিভ প্রতিবন্ধী মানুষ কীভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়? আপনার কোভিড হয়নি দেখেই কি হাজার হাজার লোকের কোভিড হওয়া মিথ্যা হয়ে যায়?

গত কয়েকদিনের ভিতর দেশব্যাপী বেশ কয়েকটি জায়গায় ধর্মীয় কারণে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ভাংচুর করা হয়েছে, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে তাদের দোকানপাট ও ঘরবাড়িতে। সেসব ঘটনার ছবি, ভিডিও ইত্যাদি আপনারা ইতিমধ্যেই দেখেছেন। শুধু সনাতনী কেন, যে কোন সম্প্রদায়ের বিবেকবান মানুষের ই এসব দেখে লজ্জিত ও ব্যথিত হবার কথা।

ধরুন আপনার বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলায়, আপনি অনেক অবস্থাসম্পন্ন পরিবারের একজন সদস্য। সমাজের উঁচুতলায় আপনার বসবাস। আপনার পার্শ্ববর্তী দোয়ারাবাজার উপজেলায় গতকাল রাতেই ভাংচুর হয়েছে হিন্দু মন্দির, বাড়িঘর, লুটপাট হয়েছে দোকান। ভয়ে অনেক হিন্দুরাই রাতে গ্রাম ছেড়ে পালালো। তার আগে এরচেয়েও বড় হামলা হয়েছিল আপনার পার্শ্ববর্তী আরেক উপজেলা ধর্মপাশায়। অনেক হিন্দু সে সময় দেশান্তরি হয়েছিল।

ভয়াবহ হামলার রাতের পরদিন ই আপনি স্ট্যাটাস দিলেন- "আমার উপরে কখনও সাম্প্রদায়িক কারণে কোন অন্যায় হয়নি, ভবিষ্যতেও হবেনা, আমাকে কেউ রাজনীতিতে ব্যবহার করবেন না।" আপনি কি বুঝতে পারছেন আপনি কতটা অমানবিক, নির্লজ্জ একটা মানুষ? এই দেশে আপনার জেলার সম্পূর্ণ বিপরীত এক প্রান্তে কোন এক কোণায় মন্দির ভাংলে সেটাও কি আপনার উপরেও আক্রমণ নয়? নাকি আপনার ঘরের মন্দিরে হামলা না হলেই বাকী অনেক জায়গায় মন্দিরে হামলা হলেও আপনার একটুও অপমান লাগেনা? এতটা আত্মসম্মানহীনতার সাথে কীভাবে দিন কাটান আপনারা! হামলা কি শারীরিকভাবে শুধু নিজের উপরেই হতে হয়? হামলা কি শুধুই শারীরিক হয়?

১৮ বছরের বালক হৃদয় রবিদাসকে অহিন্দু মেয়ের সাথে প্রেম করার অপরাধে গত মাসের ১৮ তারিখ যখন পিটিয়ে হত্যা করা হলো তা কি আপনারও অনুভব হয়নি? উৎসব মণ্ডলকে যখন হিন্দু হওয়ায় পিটিয়ে প্রায় মেরে ফেলা হলো সে আক্রমণ কি আপনার সম্মানের উপরেও আক্রমণ নয়? যদি না হয়, তবে নিজেকে মানুষ বলা বন্ধ করুন, মানুষের সাথে পশুর পার্থক্য এখানেই যে মানুষের সম্মানবোধ আছে, পশুর তা নেই। আর কোন পশুর কথায় হিন্দু সমাজের কিছুই যায় আসেনা।

© বাংলাদেশ অগ্নিবীর

বাংলাদেশ অগ্নিবীর

05 Dec, 11:59


কক্সবাজার পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতির বক্তব্য - আন্দোলনে যারা নামবে তাদের চিহ্নিত করে পদক্ষেপ নিতে বলেছে পুলিশকে

বাংলাদেশ অগ্নিবীর

05 Dec, 02:52


▪️ আসছে "স্বাধ্যায় ১১ ব্যাচ" । ঠিক আজ রাত ১১টায়..

বাংলাদেশ অগ্নিবীর

04 Dec, 17:51


সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ মিছিল

বাংলাদেশ অগ্নিবীর

04 Dec, 16:24


বাংলাদেশী সনাতনীরা দেশপ্রেমের লিটমাস টেস্টে উত্তীর্ণের প্রতিদান কী পেলো? দোয়ারাবাজারে সংখ্যালঘুদের বাড়িঘর, দোকান নির্বিচারে ভাঙ*চুর ও লুট*পাট এবং নীলফামারীতে নতুন করে সংখ্যালঘুদের ঘরে অগ্নি*সংযোগ?

সারা বিশ্বে নানা মহলের ভূরাজনৈতিক তৎপরতায় যখন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বিশ্বব্যাপী সাড়া ফেলেছে, জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক কমিশনে এই নিয়ে কথা হচ্ছে, ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক হচ্ছে, ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা দেয়া হচ্ছে, সংখ্যালঘু নির্যাতনের প্রকৃত ঘটনাকে নিজ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে প্রতিবেশী দেশ ভারত বিশ্বব্যাপী বাংলাদেশের ইমেজ নষ্ট করছে, মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিদিনের ব্রিফিংয়ে মুখপাত্র বারবার বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বলছেন, ভবিষ্যৎ কেবিনেটের একটা বড় অংশ ইতোমধ্যেই সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টাকে সিপিডির মতো উন্নয়ন সহযোগীদের দ্বারে গিয়ে বলতে হচ্ছে, "আপনারা আন্তর্জাতিক সংগঠন, আপনারা সারা বিশ্বে বলুন বাংলাদেশে আসলে কিছুই হচ্ছে না"; এই সময়ে এসে ভারতীয়দের দ্বারা বাংলাদেশের পতাকা ও দূতাবাস অবমাননায় এদেশের সর্বস্তরের দেশপ্রেমিক সনাতনীরা প্রতিবাদে মুখর হয়ে উঠেছে এবং বাংলাদেশ অগ্নিবীর থেকেও শাস্ত্র থেকে দেশপ্রেমের কথা বলা হয়েছে, নিজ দেশের স্বার্থকে প্রাধান্য দেয়া উৎসাহিত করা হয়েছে।

প্রশ্ন জাগে যে, এর মূল্য হিসেবে সনাতনীরা কী পেলো?

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সনাতনীদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে নির্বিচার লুট*পাট ও ভাঙ*চুর, নীলফামারীর ডিমলা উপজেলায় নতুন করে সনাতনীদের বাড়িতে অগ্নি*সংযোগ।

প্রসঙ্গত , সুনামগঞ্জের দোয়ারা বাজারে ‘ধর্ম অবমাননা’র অভিযোগ তুলে সংখ্যালঘুদের মন্দির, শতাধিক বাড়িঘর, দোকানে হাম*লা, ব্যবসা প্রতিষ্ঠান লুট*পাট হয়েছে। দোয়ারাবাজার উপজেলা সদরে অবস্থিত কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের সাধারণ সম্পাদক খোকন রায় বলেছেন, “লোকনাথ মন্দিরে ভা*ঙচুর করা হয়েছে। মন্দিরের মালামাল লু*ট করা হয়েছে। মন্দিরের অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারে থাকা হিন্দু সম্প্রদায়ের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানেও হাম*লা, ভাঙ*চুর করা হয়েছে।”

উনি আরো বলেন, “উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গুরু দে’র বাড়ি, পরিবারিক মন্দিরসহ আশপাশের আরও ১০টি বাড়িঘরে লু*টপাট করা হয়েছে। এ ছাড়া উপজেলার মংলাগাঁও এবং ননিগাঁও পূর্ব হাঁটিতেও লু*টপাট হওয়ার খবর পেয়েছি।”
আবার, গতকাল সন্ধ্যা ৭ টায় নীলফামারীর ডিমলা উপজেলার ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নে সংখ্যালঘুদের নতুন খড়ের গাদায় আ*গুন লাগানো হয়েছে। আগু*নে ঘর পুড়ে আনুমানিক প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশের সনাতনীরা দুই পক্ষের ভূরাজনৈতিক খেলার ফুটবলে পরিণত হয়েছে। এক পক্ষ বাংলাদেশের সনাতনীদের প্রকৃত কল্যাণের কথা চিন্তা না করে, তাদের ব্যবহার করে বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষিতে কী করে বাংলাদেশকে অপমান ও মর্যাদা ক্ষুণ্ন করা যায়, সেই চক্রান্তে লিপ্ত। আরেক পক্ষ, "সনাতনীদের ওপর কোনো অত্যা*চার-ই হচ্ছে না, সব-ই গুজব" এরকম ঘৃণ্য অপপ্রচার করে তলে তলে রাষ্ট্রযন্ত্রকে সনাতনীদের ওপর অত্যা*চারের অস্ত্র হিসেবে ব্যবহার করতে ব্যস্ত। তাদের মতে, সনাতনীদেরকেই প্রতিনিয়ত নিজেদের দেশপ্রেম প্রমাণ করে যেতে হবে। কিন্তু দেশপ্রেমিক সনাতনীরা নির্যাতিত ও আক্রান্ত হলেও তারা কোনো ব্যবস্থা নেবে না, বরং নীরব দর্শকের ভূমিকা অথবা বৈশ্বিক অতিউৎসাহী ভূমিকাকে কেন্দ্র করে পুরো সনাতনীদের নির্যাতনের ঘটনাকেই আইওয়াশ হিসেবে দেখানোতে ব্যস্ত থাকবে। এই দুই পক্ষের যাঁতাকলে পিষ্ট হয়ে সনাতনীরা আজ বিভ্রান্ত, হতাশ।

তাই, অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার সহ সব পক্ষের কাছে আমাদের এই আহ্বান থাকবে যে, সনাতনীরা প্রকৃতই বাংলাদেশের প্রতি অনুগত এবং দেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদাই অগ্রগামী। কাজেই, আপনারা বাংলাদেশের সনাতনীদের রক্ষা করুন, নির্যা*তন, অত্যা*চার বন্ধ করুন, নিরীহ নির্যা*তিতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিন। দল-মত নির্বিশেষে সব সনাতনীর ম্যানিফেস্টো ৮ দফাকে মেনে নিয়ে একাত্মতা পোষণ করে আলোচনায় বসুন। সনাতনীরা অকৃতজ্ঞ নয়, আপনারা সনাতনীদের পাশে থাকলে, তারা সারাজীবন আপনাদের পাশে থাকবে।

বাংলাদেশ অগ্নিবীর

04 Dec, 15:45


আপনার প্রকৃত বন্ধু কে ?
ন স সখা যো ন দদাতি সখ্যে সচাভুবে সচমানায় পিত্বঃ । অপাস্মাৎপ্রেয়ান্ন তদোকো অস্তি পৃণন্তমন্যমরণং চিদিচ্ছেৎ ॥
ঋগ্বেদ-১০।১১৭।৪
[১] (স সখা ন)=সে বন্ধু নয়, (য়ঃ)=যে (সখে) তার বন্ধুর জন্য,(সচাভুবে)= সবসময় পাশে থাকা মানুষের জন্য, সুখ-দুঃখে সাহায্যকারী এবং (সচমানায়) সেবায় নিয়োজিত ব্যক্তির জন্য( পিত্বঃ ন দদাতি) অন্ন প্রদান করে না। যখন আমাদের প্রয়োজন ছিল, তখন সেই বন্ধু আমাদের সাহায্য করেছিল, কখনো আমাদের ছেড়ে যায়নি। কিন্তু আজ হঠাৎ তার অন্নের প্রয়োজন হলো, আর আমরা তার থেকে মুখ ফিরিয়ে নিলাম, তাকে অন্ন দিলাম না এবং তাকে অভুক্ত অবস্থায় মরতে দিলাম—এটা কি বন্ধুত্ব হতে পারে? এর চেয়ে বড় শত্রুতা এবং অকৃতজ্ঞতা আর কিছু হতে পারে না।
[২] বেদ বলে (অস্মাৎ) এর থেকে (অপ প্রেয়াৎ) দূরে সরে যাওয়াই উচিত। (তৎ ওকঃ ন অস্তি) এটি আর ঘর থাকে না। (পৃণন্তম্) যিনি অন্নাদি দান করেন, (অন্যম্) অন্যকে (অরণং চিৎ) এমনকি পরকেও (ইচ্ছেৎ) -ক্ষুধার্তকে অন্ন দানকারী, অপরের ঘরকেও নিজের ঘর করে নেয়। কিন্তু যে অন্ন দান করে না, তার নিজের ঘরও পর হয়ে যায়।

বাংলাদেশ অগ্নিবীর

04 Dec, 14:02


পাকিস্তানি, ব্রয়লার, লেয়ার, সোনালীসহ সব মুর/গীদের প্রতি উৎসর্গকৃত

বাংলাদেশ অগ্নিবীর

04 Dec, 10:12


আমি শ্রী বানোয়াট চৌধুরী, আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক‌। আমি কখনো ডেঙ্গুতে আক্রান্ত হই নি, বা আমার আত্মীয় বা পরিচিত কেউ কখনো অতীতে ডেঙ্গুতে আক্রান্ত হয় নি, এখনও আক্রান্ত নেই, ভবিষ্যতেও হবার সম্ভাবনা কম। অতএব, বাংলাদেশে ডেঙ্গু বলে কোনো রোগ নেই, সবই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য হীন চক্রান্ত ও অপপ্রচার। তাই ডেঙ্গু রোগ আছে বলে এডিস মশাদের ব্যবহার করে কেউ রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করবেন না। ডেঙ্গু দূরের জন্য সরকারি অর্থ ব্যয় করে এডিস মশা নিধনে ওষুধ দেয়ার দাবী সম্পূর্ণ অযৌক্তিক ও ষড়যন্ত্র প্রণোদিত। আপনাদের যাদের ডেঙ্গু হয় নি, তারা সবাই এই পোস্টটি দিন, এটা হতো খুব উপযুক্ত প্রোটেস্ট ক্যাম্পেইন এই সময়ে।

(বিঃদ্রঃ উপরোক্ত ঘটনার সাথে অতীত, বর্তমান, ভবিষ্যতের কোনো ব্যক্তি বা ঘটনার মিল থাকলে তা নিতান্তই কাকতালীয়)

বাংলাদেশ অগ্নিবীর

04 Dec, 02:32


বাংলাদেশ অগ্নিবীর আয়োজিত বিশেষ লাইভ -

সনাতনীরা ঐক্যবদ্ধ কেন নয় ? কীভাবে হবে ?
কেন এতো জেনে-বুঝে-সংগঠন করেও সনাতনীরা দুর্বল, গোড়ায় গলদটা কোথায় ?

৫ই ডিসেম্বর, বৃহস্পতিবার, রাত ১০:৩০-এ বাংলাদেশ অগ্নিবীর পেইজে

বাংলাদেশ অগ্নিবীর

03 Dec, 15:56


শান্তিপূর্ণ মানববন্ধনে গিয়ে হাড় ভে*ঙে আহত ঠাকুরগাঁওয়ের একজন নিরীহ বেদ প্রচারক আচার্য সুশীল আর্য
আচার্য সুশীল আর্য ঠাকুরগাঁও অঞ্চলের একজন বৈদিক প্রবচনকারী ও বক্তা। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণ মানববন্ধন হয়, সুশীল আর্য মত পথের ঊর্ধ্বে গিয়ে সেখানে অংশগ্রহণ করেন। ঠাকুরগাঁওয়ের সেই শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচীতে আক্র*মণ শুরু হলে একজন ইসকন সদস্যকে বাঁচাতে গিয়ে তিনি আহত হন, বাম পায়ের টিবিয়া ফিবুলা দুইটি হাড় ভে*ঙে যায় এবং ওনার অপারেশন করে প্রায় ৮-৯ মাস শয্যাশায়ী থাকতে হবে।
আশ্চর্যজনকভাবে নিরপরাধ ও আক্রান্ত এই মানুষটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, তার নামে মামলা দায়ের হয়। পরবর্তীতে গতকাল তিনি জামিন পেয়েছেন এবং বর্তমানে দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মত পথের ঊর্ধ্বে থেকে আরেকজন নিরপরাধের ন্যায্য বিচারের দাবীর জন্য নিজে গুরুতর আহত হওয়ার ত্যাগ স্বীকার করে তিনি আর্যত্বের সর্বোচ্চ পরিচয় দিয়েছেন বলে আমরা মনে করি এবং তাঁর এই আত্মত্যাগকে শ্রদ্ধা করি।
© বাংলাদেশ অগ্নিবীর

বাংলাদেশ অগ্নিবীর

03 Dec, 14:48


আপনি আক্রান্ত হননি, হবেন না খুবই সুখের কথা । প্রথম প্যারা শুরু করলেন আপনি নিজে হননি, দ্বিতীয় প্যারায় বক্তব্য শেষ করলেন আমাকে এর পর ব্র‍্যাকেট দিয়ে 'আমাদের' লিখে । আপনি সর্ব সনাতনীর প্রতিনিধি ? তাহলে একা নিজেকে দিয়ে সবাইকে কীভাবে জাস্টিফাই করেন ? আপনি সমস্ত সেসব নির্যাতিত সনাতনীদের হারানোর অভিযোগকে চাপা দিলেন শুধুমাত্র সামান্য খ্যাতির লোভে ।

সমস্যা নেই, আপনার মতো মানুষ(?) আরো আছে । আপনাকে দোষ দেই না । শুধু রইলো সমস্ত নির্যাতিত সনাতনীদের পক্ষ থেকে ঈশ্বরের কাছে অভিযোগ আর একদলা থুথু ।

বাংলাদেশ অগ্নিবীর

03 Dec, 08:03


চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মামলার জামিন শুনানিতে যাওয়ার সময় এডভোকেট রিগ্যান আচার্যের উপর হামলা, তিনি গুরুতর আহত হন, তার চেম্বার ধূলিসাৎ করে দেওয়া হয়েছে ।

বাংলাদেশ অগ্নিবীর

03 Dec, 05:49


চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী উপস্থিত না হতে পারার কারণে ১মাস পিছিয়ে গেলো জামিন শুনানি - পরবর্তী তারিখ ২.১.২০২৫ ।

বাংলাদেশ অগ্নিবীর

01 Dec, 15:49


আপনাদের প্রদত্ত সহায়তায় চা-শ্রমিকদের জন্য আমরা ১,২৫,০০০+ টাকা উত্তোলন করতে পেরেছি।
যদি আরো কেউ তাদের জন্য আর্থিক সহায়তা পাঠাতে চান তবে নিচের পার্সোনাল নম্বরে বিকাশ/রকেট/নগদের মাধ্যমে সেন্ডমানি করে টাকা পাঠাতে পারবেন। নমস্কার।
01724723502 (Tusar Kanti Sarker)
01786659164 (Dipangkar Singha Deep)

আমরা সনাতনীদের পাশে যদি না দাঁড়াই তবে কেন অনুতাপ করবো কদিন পরে যে অন্যরা এই সুযোগ নিয়ে তাদের বিভ্রান্ত করছে । যদি সনাতনকে বাঁচাতে হয় তবে অবশ্যই সবাইকে এগিয়ে আসতে হবে । নিজে দান করুন ও অন্যকেও উৎসাহিত করুন ।

সার্বিক তত্ত্বাবধানে - মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা - Maharshi Dayananda Charitable Trust

বাংলাদেশ অগ্নিবীর

01 Dec, 08:59


▪️ ডিসেম্বর মাস, অনেকে নানা বিষয়ে লিখছেন, ভাবলাম আমিও কিছু লিখি আপনাদের জন্য

এখন আমরা বেশ একটা কঠিন সময় পার করছি। তবে এই কঠিন সময়টা আমাদের জন্য একটা শিক্ষাভ্রমণের মতো । হয়তো এই অবস্থাটা কখনোই একেবারে দূর হবে না, তবে এই সময়ে অনেক কিছুই আমাদের চারদিকে দেখে বোঝা উচিত - শেখা উচিত - চেনা উচিত । কী সেগুলো ?

- চিনে রাখুন আপনার আশেপাশে কে সত্য জানতে চায়, আগ্রহী ও প্রচার করে আর কে মিথ্যা প্রচার করে । হতে পারে তা আপনার প্রতিবেশী / বন্ধু / শিক্ষক / যে কেউ ।
- সনাতনীদের মধ্যে কারা এই দুঃসময়ে ঠিক কথা বলছেন। কে নিজের মতে অন্ধ আর কে বা তৈলবাজিতে ব্যস্ত, কোন ব্যক্তি/সংগঠন/গোষ্ঠী আপনার পাশে এসে দাঁড়াচ্ছে আর কারা গাঁ বাঁচিয়ে চলছে
- কে আপনার বিপদের সময়ে মানুষকে ভুল তথ্য দিচ্ছে, ভুল তথ্য দিয়ে আনন্দিত হচ্ছে, আবার আপনার প্রিয়জনদের মধ্যেই কারা এসব ভুল তথ্য অবিবেচকের মতো ছড়াচ্ছে
- কে আপনি এতোদিন অজ্ঞ ছিলেন তাতে খুশি ছিলো, আপনি নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়াতে আপনার প্রতি বিরূপ হয়েছে
- কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে কে আপনাকে ধর্মীয় কারণে বাঁকা চোখে দেখছে, আপনাকে দমিয়ে রাখতে পারলেই খুশি হয় কারা ?
- কাদের আপনি আইডল ভাবতেন, শিক্ষিত - বুদ্ধিজীবী বিচক্ষণ ভাবতেন ও অনুসরণ করতেন আজ সস্তা খ্যাতির জন্য নিজেদের বিবেকবোধ মনুষ্যত্ব তারা বিকিয়ে দিয়েছে।
- কারা নামে মাত্র শিক্ষিত হলো 'মানুষ' হতে পারেনি, দেখেও না দেখার ভান করে থাকে; স্বার্থপরের মতো আপনার বিপক্ষে কথা বলে

দেখুন - ভাবুন - চিনে রাখুন । সর্বোপরি শিক্ষা নিন এসব থেকে । অনেক তো ইতিহাস থেকে মুখ ফিরিয়ে চললেন, লাভ হলো কি ? কিছুই না । এরপরেও যদি না শিখেন তবে আপনাদের দূর থেকেই নমস্কার ।

বাংলাদেশ অগ্নিবীর

30 Nov, 18:25


চলে এলো ডিসেম্বর মাসের ব্রহ্মোপাসনা পঞ্জি।
সূর্য সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা, বাংলাদেশ-এর স্থানীয় মান অনুযায়ী সমস্ত সময় নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ অগ্নিবীর

30 Nov, 18:22


https://www.agniveerbangla.org/2024/11/blog-post_30.html

বাংলাদেশ অগ্নিবীর

30 Nov, 06:42


ভয়েস অব আমেরিকার সংখ্যালঘুরা সুখে থাকার জরিপে কারা ভোট দিয়েছে ?

জরিপে অংশ নিয়েছে ১০০০ জন
আগের থেকে এখন সংখ্যালঘুরা সুখে আছে মনে করে ৬৪.১%
৬৪.১% এর মধ্যে ৯২.৭% মুসলিম
৫০০জন পুরুষ ৫০০ জন নারী ৫০০-৫০০
৫০%+ ব্যক্তির বয়স ৩৫+, ২৫০+ ব্যক্তি শহরে থাকেন
৯২.৭% মুসলিমদের মধ্যে মাত্র ১৩.৯% মনে করেন অন্তর্বর্তী সরকারের অধীনে অবস্থা আরও খারাপ হয়েছে সংখ্যালঘুদের
৭.৩% অমুসলিমদের ৩৩.৯% মনে করেন তাদের নিরাপত্তা কমেছে।

অর্থাৎ মাত্র ১০০০ জনের জরিপ যাতে আবার ৯২.৭% অহিন্দু তাদের মত অনুযায়ী হিন্দুদের ভালো থাকার সত্যতা যাচাই চলছে

বাংলাদেশ অগ্নিবীর

29 Nov, 19:11


শুধু মাত্র আজকের ঘটনা💔 (২৯-১১-২৪ইং)
১.পাথরঘাটা শান্তেশ্বরী মাতৃ মন্দির হা:মলা
২.পাথরঘাটা জগদ্বন্ধু আশ্রম হা:মলা
৩.হবিগঞ্জে হিন্দু দোকানে হা;মলা
৪.ভৈরব ইসকন মন্দির, কিশোরগঞ্জে হা:মলা
৫. আদিনাথ ব্রহ্মচারী গ্রে:ফতার ৷
৬.রঙ্গনাথ দাস গ্রে:ফতার ৷ শেষ ছবি - কালীগাছ, হবিগঞ্জে হিন্দু দোকানে হামলা (আহত)

বাংলাদেশ অগ্নিবীর

16 Nov, 18:46


আমার শ্রীকৃষ্ণকে নিয়ে “হা রা ম জা দা” টাইপের এরুপ অপশব্দের এই গানটির লেখক হিসেবে যে দুজনের নাম দেখানো হয় তার কোনটিই সঠিক নয় ৷ এতে স্পষ্ট যে এই গান উদ্দেশ্য প্রণোদিতভাবে শ্রীকৃষ্ণকে কলঙ্কিত করতে তৈরি করা হয়েছে ৷

সনাতনী সাবধান ❗️
আর যারা এত অপমানজনক শব্দ থাকার পরও এ গানটা বেশ আনন্দের সুরে গাচ্ছেন তাঁদের প্রতি ধিক্কার ৷

বাংলাদেশ অগ্নিবীর

16 Nov, 17:35


© মিমাস্ত্র । পেইজ লিংক - https://www.facebook.com/profile.php?id=61568222104934&mibextid=ZbWKwL

বাংলাদেশ অগ্নিবীর

16 Nov, 15:58


❝ সময়ের মূল্য তখন বোঝা যায় যখন একজন মৃত ব্যক্তিকে দেখে চিকিৎসক বলেন, যদি আমাকে ৪ মিনিট আগে ডাকতে তাহলে হয়তো এ মারা যেতো না, এখন সহস্র অর্থ ব্যয় করেও তাকে জীবিত করা যাবে না ❞

- মহর্ষি দয়ানন্দ সরস্বতী [জীবনচরিত, পৃ০ ৪৯৬]

বাংলাদেশ অগ্নিবীর

16 Nov, 14:58


▪️ অগ্নিবীরের কেন্দ্রীয় সংগ্রহশালায় আরো ৩টি গ্রন্থ - তোরাহ, তানাখ ও বাইবেল 🔥

তোরাহ ও তানাখ মূলতঃ ইহুদীদের গ্রন্থ, দুটোই এখানে আছে একটি ইংরেজি অনুবাদ আরেকটি হিব্রুসহ ইংরেজি অনুবাদ । আর বাইবেল খ্রিষ্টানদের । বাইবেলের অনুবাদের হেরফের নিয়ে প্রচুর সমালোচনা বিদ্যমান । কিং জেমস ভার্সন সেদিক দিয়ে বলা যায় অন্যতম প্রাচীন ইংরেজি অনুবাদ । স্বাভাবিকভাবেই অত্যন্ত ক্লিষ্ট অনুবাদ, ইংরেজি গাঠনিক দিয়ে দিয়ে প্রাচীন, তবে তুলনামূলক নির্ভরযোগ্য । আমাদের কাছে এই অব্দি প্রকাশিত সব প্রকাশনীর ও সব জায়গার অনুবাদ বিদ্যমান ।

বাংলাদেশ অগ্নিবীর তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে চর্চা করা এদেশের সব থেকে অগ্রগামী সনাতনী সংস্থা । আশা করি আমাদের আলোচনা আরো সমৃদ্ধ হবে সামনে থেকে ।

বাংলাদেশ অগ্নিবীর

16 Nov, 02:32


▪️আমাদের কার উপাসনা করা উচিত

বাংলাদেশ অগ্নিবীর

15 Nov, 14:10


এই বৈষম্যের সর্বোচ্চ সমাধান চাই 🙏

বাংলাদেশ অগ্নিবীর

15 Nov, 13:50


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দিরের অভাবে খোলা আকাশের নিচে প্রার্থনা করছেন সনাতনী শিক্ষার্থীরা 😔

১৯ বছর পূর্ণ করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা পায়নি একটি কেন্দ্রীয় মন্দির বা প্রার্থনাকক্ষ । নতুন ক্যাম্পাসের কথা বলা হলেও তা দূরবর্তী ও প্রাপ্তি কবে হবে তা অনিশ্চিত । এমতাবস্থায় নূন্যতম অস্থায়ী মন্দির বা প্রার্থনাকক্ষ দিতে না পারা প্রশাসনিক ব্যর্থতা ও উদাসীনতার পরিচয় ।

আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই ।

বাংলাদেশ অগ্নিবীর

15 Nov, 03:37


▪️ মানুষের কর্তব্য কী হওয়া উচিত

বাংলাদেশ অগ্নিবীর

14 Nov, 16:47


😎 খেলা হবে... অগ্নিবীর কী এবার চিনিয়ে দেবো 🔥
অপেক্ষা করুন ও আমাদের পাশেই থাকুন

বাংলাদেশ অগ্নিবীর

14 Nov, 14:00


বাংলাদেশ অগ্নিবীর কী চায়?

বাংলাদেশ অগ্নিবীরের মূলনীতি

অগ্নিবীর বৈশ্বিক মানবতা ও ভ্রাতৃত্ববোধে বিশ্বাসী এবং জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গের ভিত্তিতে যে কোনো ধরনের বৈষম্যকে প্রত্যাখ্যান করে। অগ্নিবীর "বসুধৈব কুটুম্বকম্" সভ্যতার গর্বিত উত্তরসূরী, আমরা এক জাতি, এক পরিবার ও এক মানবতার ধর্মে বিশ্বাসী এবং সেটি হল এক ও অদ্বিতীয় বৈদিক ধর্ম যা সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখে, যার অনুপ্রেরণা এক ও অদ্বিতীয়, নিরাকার, সর্বব্যাপক, জগতের প্রাণিমাত্রের পরম আশ্রয় পরমেশ্বর (যত্রবিশ্বমভবত্যেকনীড়ম্। যজু ৩২)।

১. অগ্নিবীর বৈদিক মানবতার ধর্মে বিশ্বাসী, যা পবিত্র বেদে বর্ণিত হয়েছে এবং যা শান্তি, সহিষ্ণুতা, একতা, সত্যবাদিতা ও সততাকে সমর্থন দেয়। কেউ যদি আমাদের সাথে দ্বিমত হয়, তবে তার সাথে শাস্ত্রীয় ও যৌক্তিক আলোচনার ভিত্তিতে আমরা ঐকমত্যে আসাতে বিশ্বাসী; অর্বাচীন বাক্যালাপ কিংবা ভয়ভীতি প্রদর্শনে নয়। যদিও আজ পর্যন্ত বৈদিক মানবতাবাদের ত্রুটি কেউ প্রমাণ করতে সক্ষম হয় নি।

২. অগ্নিবীর পবিত্র বেদ ও বৈদিক শাস্ত্রে বিশ্বাসী যা মানবজাতির প্রথম ও একমাত্র গ্রন্থ যা ঈশ্বরের প্রেরণায় প্রাপ্ত। অগ্নিবীর অন্য কোনো গ্রন্থকেই ঐশ্বরিক বলে বিশ্বাস করে না এবং এর পেছনে যথেষ্ট যুক্তি আছে বলেই তা করে না।

৩. তবে অগ্নিবীর কাউকে অন্ধভাবে বেদ গ্রহণ করতে বাধ্য করে না, কেননা এটি বেদের মৌলিক নীতির বিরুদ্ধে। বেদকে ঐশ্বরিক গ্রন্থ হিসেবে মানা সিদ্ধান্ত হবে, পূর্বনির্ধারিত অন্ধ বিশ্বাস নয়; এটাই বেদের নীতি। তাই বেদকে ঐশ্বরিক হিসেবে বিশ্বাস করে না, এমন লোকদেরও আমরা সমানভাবে মহৎ ও পুণ্যবান মনে করি, যদি তারা সৎ ও চরিত্রবান হয় এবং "শুধু সত্যকে স্বীকার আর মিথ্যাকে প্রত্যাখ্যান" এই নীতিতে বিশ্বাসী হয়।

৪. অগ্নিবীর ঈশ্বর উপাসনা ও আধ্যাত্মিক উন্নতির জন্য যোগের অষ্ট নিয়মে বিশ্বাসী।

যম- অহিংসা, সত্য, চুরি না করা, অপরিগ্রহ, ব্রহ্মচর্য।
নিয়ম - চিন্তা এবং মনের শুচিতা, সন্তোষ, ঈশ্বর প্রণিধান, তপ এবং স্বাধ্যায়।

আসন - দীর্ঘ সময়ের জন্য ধীরভাবে মনঃসংযোগ ক্ষমতা।

প্রাণায়াম- শ্বাস প্রক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ আনা।

প্রত্যাহার - বাহ্যিক বিষয় হতে ইন্দ্রিয় ও মনের সংযোগ বিচ্ছিন্ন করা।
ধারণা – ঈশ্বর ধারণায় মনোনিবেশ।

ধ্যান- ধারাবাহিকভাবে ঈশ্বর চিন্তায় মনোযোগী হওয়া।

সমাধি – ঈশ্বরকে নিজের মাঝে উপলব্ধি করা।

৫. অগ্নিবীর জ্ঞানভিত্তিক বিবর্তন পদ্ধতিতে বিশ্বাস করে এবং জোরপূর্বক বিশ্বাস ও অন্ধবিশ্বাসের পরিণতি সর্বদা বিপরীত ও অনাকাঙ্ক্ষিতই হয় বলে মনে করে। সেহেতু অগ্নিবীর এর পদ্ধতি হল সৎ এবং শান্তিপূর্ণ উপায়ে জ্ঞান এবং মানসিক সচেতনতার বিস্তার।

৬. অগ্নিবীর বিশ্বাস করে যে, "নারীরা পুরুষদের চেয়ে তুলনামূলক অযোগ্য এবং নারীদের পুরুষদের তুলনায় স্বল্প অধিকার প্রাপ্য"- এরূপ যারা বিবেচনা করে, তারা বেদবিরুদ্ধ মানসিকতা লালন করে এবং মানবতার সর্ববৃহৎ শত্রু।

৭. অগ্নিবীর সম্পূর্ণরূপে সেসব বিকৃতমস্তিস্কদের বিরুদ্ধে, যারা জন্মভিত্তিক বর্ণপ্রথা এবং যোগ্যতাবিহীন বংশপরম্পরার ভিত্তিতে নির্ধারিত গুরুবাদে বিশ্বাস করে এবং এর মাধ্যমে বৈষম্যের সৃষ্টি করে। অগ্নিবীর পবিত্র বেদ বর্ণিত কর্ম ও গুণভিত্তিক শ্রমবিভাজন তথা বর্ণাশ্রম ধর্মে বিশ্বাসী। মানবসৃষ্ট ভ্রান্ত, অমানবিক জন্মভিত্তিক বর্ণপ্রথায় নয়।

৮.অগ্নিবীর দৃঢ়ভাবে বিশ্বাস করে 'মাতৃবৎ পরদারেসু' অর্থাৎ শুধুমাত্র নিজ স্ত্রী (একজন) ছাড়া সকল নারী মাতৃস্বরূপ। যে সকল প্রতিষ্ঠান বা অনুষ্ঠান নারীদের ভোগপণ্য হিসেবে উপস্থাপন করে, আমরা তাদের দৃঢ়ভাবে বিরোধিতা করি।

৯. আমরা বেদের ভ্রান্ত, অশুদ্ধ ভাষ্য-ব্যাখ্যাকে অগ্রহণযোগ্য মনে করি এবং আর্ষ পরম্পরার মহর্ষি-বিদ্বানগণ সমর্থিত, বেদাঙ্গের প্রমাণাশ্রিত, রূপসমৃদ্ধ বেদ ভাষ্য- ব্যাখ্যা অনুসরণ করি।

১০. অগ্নিবীর বদ্ধ মানসিকতায় বিশ্বাসী নয়, এবং কোনো মানবীয় মতকে চূড়ান্ত বলে মনে করে না। মানবীয় সকল মতের সমীক্ষা একমাত্র ঈশ্বরের বাণী বেদ দ্বারাই হতে পারে। তাই অগ্নিবীর সর্বদাই বেদ ও বৈদিক শাস্ত্রের আলোকে আলোচনা ও শাস্ত্রার্থের মাধ্যমে সত্য গ্রহণ করতে প্রস্তুত। সত্য গ্রহণের ক্ষেত্রে বেদের সিদ্ধান্তই চূড়ান্ত এবং অভ্রান্ত‌; তবে অন্যান্য মার্গকেও আমরা সন্মান করি ও ভ্রাতৃসুলভ বলে মনে করি।

১১. সমালোচনা অর্থই ঘৃণা নয়। আমরা এমনকি আমাদের পিতা-মাতার সাথেও কোনো বিষয়ে বিতর্ক করতে পারি। কিন্তু তার মানে এই নয় যে, আমরা তাঁদের ঘৃণা করি। তাই প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আমাদের বেদের আদর্শভিত্তিক বক্তব্যসমূহকে নিন্দা বা ঘৃণার চোখে না দেখে যৌক্তিকতার চোখে দেখার আহ্বান জানাই। বৈদিক সত্যের শুভ্র সৈনিক অগ্নিবীরেরা কোনো প্রকারেই কারো সাথে অশালীন তর্ক, অযৌক্তিক বাক্যালাপ, কারো মতকে কুৎসিতভাবে আঘাত করতে উৎসাহিত করে না; বরং শান্তি ও যুক্তিপূর্ণ সুন্দর আলোচনায় উৎসাহ প্রদান করে মাত্র।

বাংলাদেশ অগ্নিবীর

14 Nov, 14:00


১২. সর্বশেষে অগ্নিবীর কোনো বদ্ধ সংগঠন নয়, বরং এটি একটি উন্মুক্ত ধারণা। আপনি যদি বৈদিক যৌক্তিকতার মতে বিশ্বাসী হন ও বাংলাদেশ অগ্নিবীর এর মূলনীতির অনুসারী হন, তবে আপনিও একজন অগ্নিবীর! আমরা সকলে অহিংস হই, আমরা একে অপরের শত্রুভাবাপন্ন না হই, আমরা সকলের কল্যাণ কামনা করি, আমরা সকলকে নিজ পরিবারের সদস্য মনে করি। শান্তি, সহিষ্ণুতা এবং পারস্পরিক সহযোগিতা হোক আমাদের অস্ত্র।

বাংলাদেশ অগ্নিবীর

14 Nov, 13:06


Channel photo updated

বাংলাদেশ অগ্নিবীর

14 Nov, 13:04


আপনি কি জানেন ?

পৃথিবীতে লোহার অধিকাংশই ভূগর্ভে বিদ্যমান। পৃথিবীতে লোহার পরিমাণ মোট ভরের ৩২-৩৫%, ভূত্বকের ভরের ৫% এবং এটি ভূত্বকের চতুর্থ সর্বাধিক থাকা উপাদান। আমাদের সনাতন ধর্ম এই বিষয়ে জানাচ্ছে -

তে বা অয়স্ময়ীমেবেমামকুর্বত - ঐতরেয় ব্রাহ্মণ ১.২৩[৪.৬]
অয়স্ময়ীম্ অস্মিন্ - কৌষীতকি ব্রাহ্মণ ৮.৮

অর্থাৎ, এই পৃথিবী লৌহযুক্ত ও লৌহময় ভাগ পৃথিবী মধ্যে বিদ্যমান ।

আসুন সনাতন ধর্মকে জানি ।

© বাংলাদেশ অগ্নিবীর

বাংলাদেশ অগ্নিবীর

14 Nov, 10:41


▪️চার বেদের গুজরাটি ভাষায় অনুবাদক
পণ্ডিত দয়ালমুনি আজ পরলোক গমন করেছেন 🙏

ও৩ম্‌ প্রেহি প্রেহি পথিভিঃ পূর্ব্যেভির্যত্রা নঃ পূর্বে পিতরঃ পরেয়ুঃ ।

উভা রাজানা স্বধয়া মদন্তা যমং পশ্যাসি বরুণং চ দেবম্ ॥

 [ঋগ্০ ১০।১৪।৭]

ভাবার্থঃ হে জীবাত্মা ! যে পথে আমাদের পূজ্য পিতৃপুরুষগণ [বিদ্বান মানবগণ] গিয়েছেন, তুমিও সেই পথে গমন করো এবং গমন করে প্রসন্নভাবে মুক্ত জীবাত্মা ও ঈশ্বর উভয়কে দেখো।

© বাংলাদেশ অগ্নিবীর

বাংলাদেশ অগ্নিবীর

14 Nov, 07:14


ব্রেকিং: আমেরিকার জাতীয় গোয়েন্দা বিভাগের নতুন প্রধান (Director of National Intelligence) হলেন তুলসী গ্যাবার্ড।🔥

বাংলাদেশ অগ্নিবীর

14 Nov, 03:27


আমরা কাদের থেকে দূরে থাকবো ?

মা নো নিদে চ বক্তবেঽর্যো রন্ধীররাব্ণে।
ত্বে অপি ক্রতুর্মম ॥
অথর্ববেদ ২০.১৮.৫

হে সর্বাধিপতি পরমেশ্বর! তুমি আমাদের নিন্দুক, কৃপণ, বাচাল, রূঢ়ভাষীর অধীন কোরো না। আমার কর্ম ও বুদ্ধি তোমার প্রতিই সমর্পিত।

বাংলাদেশ অগ্নিবীর

13 Nov, 15:55


🔥 নারায়ণগঞ্জেও আছি আমরা, চলছে অগ্নিবীরের সনাতন ধর্ম প্রচার 🔥

যুক্ত হতে যোগাযোগ করুন বাংলাদেশ অগ্নিবীর, ঢাকা শাখা পেইজে ।

🕉️ 🙏

বাংলাদেশ অগ্নিবীর

13 Nov, 09:13


ঐক্যবদ্ধ হও.... 🔥 সম্ভাষণে বলো - নমস্কার 🙏

বাংলাদেশ অগ্নিবীর

12 Nov, 16:01


তুমি ধর্মপ্রেম ও সাহসের কথা বলো
আমি পর্বত শৃঙ্গে ও৩ম্ নাম গেঁথে এসেছি 🙏🔥
🔥 কাশ্মীরের পর্বত শিখরে ওঙ্কার 🔥
ভারতের কাশ্মীরের লাদাখ অবস্থিত ৬৪০০ মিটার উঁচু Kang yatse-1 নামক পর্বত শৃঙ্গে আর্যসমাজের বীর তরুণ পর্বতারোহী সন্দীপ আর্য ওঙ্কার ধ্বজ উত্তোলন করেন ।
পরমাত্মা সনাতনকে প্রতিটি স্থলে সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত করার শক্তি প্রদান করুন আমাদের ।
বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক

বাংলাদেশ অগ্নিবীর

12 Nov, 13:29


অনলাইনের তথাকথিত সেলিব্রিটি কাফি। তার অনেক কথাবার্তায় ঘৃণ্য সাম্প্র-দায়িকতার প্রমাণ দিয়েছিল। পাহাড়িদের উপর হামলায় পাহাড়িদের নিয়ে নোংরা ও অত্যন্ত বাজেভাবে মন্তব্যও করেছিল সে ৷

আজ এই পোস্টের মাধ্যমে মা কালী প্রতিমার জিহ্বাকে নোংরা শব্দের সাথে তুলনা করে সনাতন ধর্মীয় দেব দেবীদের নিয়ে কুরুচিপূর্ণ ও ধর্ম অবমাননা মুলক ছবি আপলোড করে নিজের উ:গ্রতা প্রদর্শন করলো কাফি ৷

আমরা এর সঠিক বিচার চাই...

বাংলাদেশ অগ্নিবীর

12 Nov, 10:03


এসো... ❤️
পবিত্র বেদের পথে ৷৷

বাংলাদেশ অগ্নিবীর

11 Nov, 15:25


এক হই 🔥
"সংগচ্ছধ্বং সংবদধ্বম্, সংবো মনাংসি জানতাম ।
দেবাভাগং যথাপূর্বে, সংজানানা উপাসতে"।। ২।।
পদার্থঃ- (সংগচ্ছধ্বম্) তোমরা সকলে এক সঙ্গে মিলিয়া চল (সংবদধ্বম্) একসঙ্গে মিলিয়া আলোচনা করো (বঃ মনাংসি) তোমাদের মন (সংজানতাম্) উত্তম সংস্কারযুক্ত হউক (পূর্বে) পূর্বকালীন (সংজানানা দেবাঃ) মহাজ্ঞানী পুরুষেরা (যথা) যেমন (ভাগম্) কর্তব্য কর্ম (উপ-আসতে) করিয়াছেন । ঋগ্বেদ ১০/১৯১/২
বঙ্গানুবাদঃ- হে মনুষ্য! তোমরা একসঙ্গে চল, একসঙ্গে মিলিয়া আলোচনা করো, তোমাদের মন উত্তম সংস্কারযুক্ত হউক। পূর্বকালীন জ্ঞানী পুরুষেরা যেরূপ কর্তব্য কর্ম সম্পাদন করিয়াছেন তোমরাও সেইরূপ করো ।

বাংলাদেশ অগ্নিবীর

11 Nov, 12:18


আজকের নিবন্ধ - https://www.agniveerbangla.org/2024/11/blog-post_11.html?m=1

বাংলাদেশ অগ্নিবীর

11 Nov, 07:28


🙏 যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা ফিরে পেলাম সনাতন ধর্মের অগ্রদূত স্বরূপ 'বাংলাদেশ অগ্নিবীর' 🙏
মিথ্যা মতা.দ.র্শের একটি প্রতীক হলো ছলনা করে সত্যকে পরাজিত করতে চাওয়া। কিন্তু মহাভারতের সেই চিরন্তন বাণী-
"সত্যের জয় আর অসত্যের পরাজয় অবশ্যম্ভাবী। মিথ্যার জয় যদি কখনও হয়ও তা সাময়িক, অবশেষে সত্যর ই জয় হয়।"
আমাদের পেজের নামে হুবহু ক্লো.ন পেজ খুলে কয়েকদিন ধরে আমাদের সব পোস্ট কপি করে তারা ছদ্মবেশ ধরে তারাই বাংলাদেশ অগ্নিবীর পেজ। আমাদের পেজটিকেই তারা রিপো.র্ট করে তাদের পেজের ক্লোন পেজ হিসেবে। ফেসবুক কর্তৃপক্ষ তাতে বিভ্রান্ত হয়ে আমাদের পেজ সাস.পে.ন্ড করে। তখন বাংলাদেশ অগ্নিবীরের প্রতি সবার ভালোবাসা আবারও প্রমাণ করে সনাতনী সাই.বার সৈনি.করা এগিয়ে আসেন সাথে সাথে।
বাংলাদেশ অগ্নিবীরের অফিসিয়াল পেইজটি ফিরে পেতে সার্বিক কর্মকাণ্ডে ছিলেন শ্রী শুভ দাস দাদা এবং শ্রী নীরব কুমার দাস দাদা, শ্রী টিম্পল পাল দাদা।
বাংলাদেশ অগ্নিবীরের অফিসিয়াল পেইজটি ফিরে পেতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রী Shuvo Da । পেইজ যখন সা;স্পে:ন্ড হয় তখন দাদার সাথে দ্রুত যোগাযোগ হয় । তিনি প্রসেস ও সামগ্রিক বিষয় দেখভাল করে বিবেচনা করে উচিত সিদ্ধান্ত নেন যার ফলে পেইজের যেসব অনাকাঙ্খিত ত্রুটি ছিলো প্রদর্শন করেন । যার ফলে সামনে থেকে পেইজকে আরো নির্বিঘ্নে ও সনাতনের কল্যাণে নিয়োজিত করা সুবিধাজনক হবে । তাই শুভ দাদাকে বিশেষ ধন্যবাদ আমাদের পক্ষ থেকে ।
এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন শ্রী Nirob Kumar Das যিনি আদ্য সময় থেকেই পারিপার্শ্বিক পরিস্থিতি, কী করণীয়, কী কী হয়েছে এই বিষয়ে অপরিসীম শ্রম প্রদান করেছেন। শ্রী Timpol Paul দাদা সমন্বয়ন সাধন ও আনুষঙ্গিক কার্য নির্বাহ করে কাজে গতি প্রদান করেছেন । শুভদার সাথে যোগাযোগ করে সার্বিক বিষয়টি পরিচালনা ও তত্ত্বাবধান করেছেন ।
আমাদের প্রিয় দাদারা যদি পেইজটি বিপদা;পন্ন হওয়ার পর থেকেই এতোটা সহযোগিতা না করতেন তাহলে হয়তো আমাদের পেইজটি আর ফিরে পাওয়া হতো না । ধন্যবাদ ও কৃতজ্ঞতা যতই দেবো ততোই কম হয়ে যাবে সত্যি বলতে । ঈশ্বর আপনাদের প্রতি কৃপা বর্ষণ করুন এবং সনাতনের কল্যাণে আপনারা সর্বদাই সচেষ্ট থাকবেন এই কামনা আমরা করি । পাশাপাশি সকল সনাতনীদের কাছে অনুরোধ থাকবে তারা যেন দাদাদের অনুসরণ করেন এবং যে কোন প্রয়োজনে তাদের সাহায্য প্রার্থনা করেন । ঈশ্বর সকলের মঙ্গল করুন ।



বাংলাদেশ অগ্নিবীরের অফিসিয়াল পেইজটি ফিরে পেতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রী শুভ দাস দাদা [ https://www.facebook.com/Shuvodasofficialpage?mibextid=ZbWKwL ] , সার্বিক সহযোগিতায় ছিলেন শ্রী নিরব কুমার দাস [ https://www.facebook.com/nirobkumardas192003?mibextid=LQQJ4d ] ও শ্রী টিম্পল পাল [ https://www.facebook.com/mark.timpol.officials ] দাদা । 




ও৩ম্ শান্তি শান্তি শান্তি ।

বাংলাদেশ অগ্নিবীর

10 Nov, 18:22


"Big Fan Of Hindus" In White House: Donald Trump's 2016 Speech Goes Viral After Election Victory - Republican presidential candidate Donald Trump has declared victory over Democratic rival, Kamala Harris. Trump swept through the Battleground states to be projected as the next President of the United States. Soon after he declared victorious, a host of world leaders offered their congratulations to Donald Trump. Meanwhile an old video of Donald Trump calling himself a fan of India and Hindu has gone viral.

বাংলাদেশ অগ্নিবীর

10 Nov, 09:23


অহ ধীতিমশ্যাঃ
ঋগ্বেদ ২.৩১.৭
হে মানব! ধৈর্য ধারণ করো।

বাংলাদেশ অগ্নিবীর

10 Nov, 02:46


ন জাতু কামান্ন ভয়ান্ন লোভাদ্ধর্মং জহ্যাজ্জীবিস্যাপি হেতোঃ ॥
মহাভারত উদ্যোগ পর্ব ৪০.১২

কামনা, ভয়, লোভ এমনকি প্রাণভয়েও কখনো ধর্ম ত্যাগ করবে না ।

বাংলাদেশ অগ্নিবীর

09 Nov, 16:38


শিবাজীর সেনাপতি আবাজী সোনদেব কল্যাণ প্রদেশ অধিকার করিবার সময় মুল্লা আহমেদর সুন্দরী তরুণী পুত্রবধূকে বন্দী করিলেন এবং শিবাজীর নিকট ভোগের উপহার-স্বরূপ পাঠাইয়া দিলেন। কিন্তু শিবাজী বন্দিনীর দিকে একবারমাত্র চাহিয়া বলিলেন–
“আহা! আমার মা যদি এর মত হইতেন, তবে কি সুখের বিষয় হইত! আমার চেহারাও খুব সুন্দর হইত।”
এইরূপে মেয়েটিকে মা বলিয়া ডাকিয়া আশ্বস্ত করিয়া তাহাকে বস্ত্র অলঙ্কার- সমেত বিজাপুরে তাহার শ্বশুরের নিকট সসম্মানে পাঠাইয়া দিলেন। সেই যুগে ইহা এক নূতন ঘটনা- শুনিয়া সকলে আশ্চর্য্য হইল।
(শিবাজী- যদুনাথ সরকার, পৃষ্ঠা নং: ৩০)

বাংলাদেশ অগ্নিবীর

09 Nov, 16:09


🔥 ধর্ম ত্যাগ সম্পর্কে কী বলে মহাভারত

ন জাতু কামান্ন ভয়ান্ন লোভাদ্ধর্মং জহ্যাজ্জীবিস্যাপি হেতোঃ॥(মহাভারত উদ্যোগ পর্ব ৪০.১২)
👉 কামনা, ভয়, লোভ এমনকি প্রাণভয়েও কখনো ধর্ম ত্যাগ করবে না ।

© বাংলাদেশ অগ্নিবীর

বাংলাদেশ অগ্নিবীর

09 Nov, 02:32


অজাতো হ বৈ তাবৎপুরুষো যাবন্ন যজতে
জৈমিনীয় উপনিষদ্‌ ব্রাহ্মণ ৩.৩.৪.৮
- যতক্ষণ পর্যন্ত একজন মানুষ যজ্ঞ না করে ততক্ষণ পর্যন্ত তার প্রকৃত জন্ম হয় না

বাংলাদেশ অগ্নিবীর

08 Nov, 19:15


মণিপুরের মুদ্রায় জয় শ্রী রাম

মণিপুরের রাজা গরীব নেওয়াজ (রাজত্বকাল ১৭০৯–৪৮ খ্রিষ্টাব্দ) কর্তৃক প্রচলিত মুদ্রা ৷ মুদ্রাটির এক দিকে নাগরী লিপিতে "জে শ্রী রাম" (জয় শ্রীরাম) মুদ্রিত রয়েছে৷

এই আর্যাবর্তের রন্ধ্রে রন্ধ্রে জয় শ্রী রাম 🔥

বাংলাদেশ অগ্নিবীর

08 Nov, 15:59


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকটা গুজব নিউজ বের হয়েছিলো এর মানে কি আন্দোলন সম্পূর্ণটা গুজব হয়ে গিয়ে ছিলো? তখন দাবী করা হয়েছিলো দেশে নাকি র এজেন্ট এলোপাতাড়ি গু*লি করতেছে এটা গুজব ছিলো কিন্তু এরমানে তো এটা না যে ছাত্রদের উপর গু*লি চলে নাই।

একটা আন্দোলন, হামলা নিয়ে গুজব ছড়তেই পারে কিন্তু সেই গুজবের উপর ভিত্তি করে যদি সম্পূর্ণ আন্দোলন বা হামলাকে মিথ্যা বানিয়ে ফেলেন তাহলে খারাপ লাগলেও বলতে হয় আপনাদের মাথায় গোবর ছাড়া কিছু নাই।

ধন্যবাদ।

বাংলাদেশ অগ্নিবীর

02 Nov, 14:31


'জয় শ্রীরাম' বিজেপি বা বাব.রি কাণ্ডের আগে সনাতন ধর্মে কি ব্যবহার হতো না

১৮৭০ সালে অক্ষয়কুমার দত্ত প্রণীত ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় প্রথম খণ্ড, পৃষ্ঠা নং ২৭ ও ১৮৬১ সালে H.H. Wilson রচিত Religious sects of Hindus বইতে শ্রী সম্প্রদায়ের উপশাখা ১৪ শতকের রামানন্দী সম্প্রদায়ের অভিবাদন শব্দরূপে 'জয় শ্রীরাম' উল্লেখ পাওয়া যায় । নিশ্চয়ই ৬-৭শ বছর আগে রাজনৈতিক কারণে এই শব্দগুচ্ছ তৈরি হয়নি, কিংবা অক্ষয় কুমার দত্ত বা উলসনকেও কেউ টাইমমেশিনে গিয়ে জানিয়ে আসেনি । তাই “ 'জয় শ্রীরাম' আধুনিক রাজনৈতিক উদ্ভাবন ” - এটি সম্পূর্ণ ভুল বক্তব্য ।

© বাংলাদেশ অগ্নিবীর

বাংলাদেশ অগ্নিবীর

01 Nov, 19:08


জয় শ্রীরাম 🔥 ছিলো, আছে, থাকবে...

বাংলাদেশ অগ্নিবীর

01 Nov, 18:24


কানাডার পার্লামেন্টের সামনে ও৩ম্ নাম সম্বলিত সনাতনী ধ্বজে জয়ধ্বনি করলেন M.P Chandra Arya ৷ এই পতাকা আমাদের গৌরব

নভেম্বর মাসকে “হিন্দু হ্যারিটেজ মান্থ” হিসেবে উল্লেখ করেছেন তিনি ৷ তাঁর ফেসবুক পোস্ট

We raised the Hindu flag with our sacred symbol Aum on parliament hill grounds to mark the beginning of the Hindu Heritage Month this November.

As mentioned when I raised the flag for the first time in 2022, a new era for Hindus in Canada has begun.
We are one the most educated and successful community in Canada making solid and positive contribution to Canadian society and economy.
While we Hindus are punching above our weight in every sector of Canadian society, we are underrepresented in the political sphere. I again call on my fellow Hindus to get more involved in our democratic process.
Happy Hindu Heritage Month!

বাংলাদেশ অগ্নিবীর

01 Nov, 04:31


▪️ শুভ দীপাবলি - বঙ্গবন্ধু হল, চুয়েট 🙏

বাংলাদেশ অগ্নিবীর

01 Nov, 03:37


দীপাবলির শুভেচ্ছা জানিয়েছে বিখ্যাত মহাকাশ গবেষণা সংস্থা 'NASA' 🙏

বাংলাদেশ অগ্নিবীর

31 Oct, 19:18


চলে এলো নভেম্বর মাসের ব্রহ্মোপাসনা পঞ্জি।
সূর্য সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা, বাংলাদেশ-এর স্থানীয় মান অনুযায়ী সমস্ত সময় নির্ধারণ করা হয়েছে।
ব্রহ্মোপাসনা পঞ্জি ডাউনলোডের লিংক (পিডিএফ)-
https://drive.google.com/file/d/1FIRCZji-nIQ14ScHLAGpiOQhlAvC5xPt/view?usp=sharing

বাংলাদেশ অগ্নিবীর

31 Oct, 14:09


চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, অজয় দত্ত সহ অন্যান্য সকলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি ৷
সারাদেশ থেকে সর্বস্তরের সনাতনীরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচীর ডাক দিয়েছে ৷ নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদে সোচ্চার হন

বাংলাদেশ অগ্নিবীর

31 Oct, 13:10


ভগবৎপাদ, পরমহংস, যোগিবর, বেদার্থোদ্ধারক, বেদার্থশৈলীর পুনঃপ্রবর্তক, কুসংস্কার-তিমিরনাশক, ব্রহ্মবিদ্যাস্নাতক, অবৈদিকমত বিধ্বংসক, বাল্যবিবাহ নিরোধক, বিধবাবিবাহ-প্রচারক, নারীশিক্ষাসমর্থক, গুরুকুলীয় শিক্ষা পথপ্রদর্শক, আর্য সংস্কৃতি পুনঃস্থাপক, দলিতোদ্ধারক, আদিত্য ব্রহ্মচারী, অজ্ঞানভ্রঞ্জক, স্বরাজ্যপ্রেমী, স্বাধীনতার উদ্‌ঘোষক, বিপ্লবী মুক্তিকামী প্রেরক, ঐক্যবাদী, গোরক্ষক, অস্পৃশ্যতানিবারক, বৈদিক সংস্কৃতির প্রচারক, দয়াসাগর, সর্বত্যাগী, যতিবর,  আধুনিক ভারতের পিতামত ব্রহ্মপ্রাপক ❝ শ্রীমৎ মহর্ষি দয়ানন্দ সরস্বতী❞-এর নির্বাণ দিবসে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী 🙏 https://www.agniveerbangla.org/2024/03/blog-post_5.html

বাংলাদেশ অগ্নিবীর

31 Oct, 12:14


বাংগি মি*য়ার ডাবল স্ট্যান্ডার্ড 😂
হিপোক্রেটরা যখন নীতিবাক্য বলে তখন অবস্থা এমনই হয়৷

বাংলাদেশ অগ্নিবীর

31 Oct, 11:59


▪️অগ্নিবীর ফ্যাক্টচেক: চট্টগ্রামে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগানো হয়নি ।
প্রযুক্ত ছবিতে স্পষ্ট লক্ষণীয় যে, জাতীয় পতাকার উপরে নয় বরং জাতীয় পতাকার পাশে আলাদা স্ট্যান্ডে লাগানো হয়েছে গেরুয়া পতাকা৷
কিন্তু জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগানো হয়েছে বলে একটি গুজব ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেটিকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহের নামে মিথ্যা মামলা করা হয়েছে অনেক সনাতনীদের বিরুদ্ধে।
© বাংলাদেশ অগ্নিবীর ৷

বাংলাদেশ অগ্নিবীর

31 Oct, 05:38


🪔 শুভ দীপাবলি 🪔

দীপাবলী শব্দটিকে বিশ্লেষণ করলে ❝দীপ❞ ও ❝আবলী❞ এই দুইটি শব্দ পাওয়া যায় । "দীপ" শব্দের অর্থ "প্রদীপ" আর "আবলী" শব্দের অর্থ "পংক্তি" ।

দীপাবলীর শব্দবিশ্লেষণগত দিক থেকে এটির দ্বারা সারিবদ্ধ প্রদীপ্ত দীপের আলোক উৎসব নির্দেশ করে , যা এখন পর্যন্ত পালন করা হয় । কিন্তু প্রাচীন গ্রন্থসমূহে দীপাবলীর এই নাম এবং বর্তমান উৎযাপন পদ্ধতি পাওয়া যায় না । প্রাচীন কালে এই দিনটি পালিত হলো ❝শারদীয় নবশস্যেষ্টি❞ নামে ।

এই নামটি অনেকের কাছেই নতুন । তাই এই নামের অর্থ অনেকেই বুঝতে পারছেন না । ❝নবশস্যেষ্টি❞ শব্দটিকে ভাঙলে পাওয়া যায় — নব + শস্য + ইষ্টি । "নব" অর্থ "নতুন", "শস্য" অর্থ "ফসল" আর "ইষ্টি" অর্থ "যজ্ঞ" ।

❝মনুসংহিতায় (৪।২৬)❞ নতুন ফসল ওঠার পর তা দিয়ে "নবশস্যেষ্টি" যজ্ঞ করার বিধান দেওয়া হয়েছ -
❝শস্যান্তে নবশস্যেষ্টয়া তথর্ত্বন্তে দ্বিজোঅধ্বরৈঃ❞ ।

এছাড়াও গোভিল , পারস্কর , আপস্তম্ব প্রভৃতি গৃহ্যসূত্রেও যব , মুগসহ নতুন শস্যাদি দিয়ে এসময় যজ্ঞের বিধান পাওয়া যায় ৷ আবার সনাতন ধর্মের শ্রৌত গ্রন্থসমূহে প্রতি অমাবস্যায় ❝দর্শেষ্টি❞ নামক যজ্ঞের বিধান আছে । এই শারদীয় অমাবস্যায় "দর্শেষ্টি" যজ্ঞের পাশাপাশি নতুন ফসল [ শস্য ] দিয়ে ❝নবশস্যেষ্টি❞ যজ্ঞ করারও বিধান থাকায় এই অমাবস্যা অন্যান্য অমাবস্যার তুলনায় এই আলাদা একটি গুরুত্ব লাভ করেছিল ।

উপরুক্ত আলোচনা থেকে দীপাবলীর এই তিথি আলোক উৎসব হিসেবে প্রতিষ্ঠা লাভ করার পেছনে কয়েকটি কারণ স্পষ্ট হয়ে ওঠে -

১। একই তিথিতে ❝নবশস্যেষ্টি❞ ও ❝দর্শেষ্টি❞ যজ্ঞ থাকায় প্রাচীন ভারতের প্রতি গৃহ যজ্ঞের শিখায় আলোকিত হয়ে উঠত ।
২। নতুন ফসল ঘরে ওঠায় সকলের মাঝে একটি উৎসবের আমেজ কাজ করত ৷
৩। বছরের অন্যান্য অমাবস্যার তুলনায় এই অমাবস্যা অপেক্ষাকৃত বেশি গাঢ় অন্ধকারাচ্ছন্ন হওয়ায় সেই অন্ধকারকেও দূর করার জন্য আলোর ( প্রদীপের ) ব্যবহার‌ ।
৪। শরৎ শেষে হেমন্তকে বরণ । ফলে সব কিছু মিলিয়ে প্রাচীন কাল থেকেই এই রাত্রিতে আলোক শিখাপ্রত্যেক বাড়িতে প্রদীপ্ত হয়ে উঠত ৷ তখনকার যজ্ঞকেন্দ্রিক ধর্মীয় আচার এখন আর বিদ্যমান নাই । ফলে এখন প্রতি গৃহ যজ্ঞের শিখায় উজ্জ্বল হয় না , হয় প্রদীপ শিখায় ৷ আবার তখনকার দীপাবলী আর বর্তমান দীপাবলীর লক্ষ্য ও উদ্দেশ্যও আলাদা ৷

কিন্তু এর ভেতরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে ৷ সেটা হচ্ছে সকলের মাঝে [ জ্ঞানের ] আলো ছড়িয়ে দেওয়া । তবে আমাদের শুধু প্রতীকী ভাবে প্রদীপ জ্বালিয়ে আমাদের দায়িত্ব শেষ করলে হবে না । আমাদের সমাজ থেকে কুসংস্কারের অন্ধকারকে সংস্কারের আলোক দ্বারা বিদীর্ণ করতে হবে ৷ অশিক্ষার অন্ধকারকে শিক্ষার আলো দ্বারা দূর করতে হবে ৷ অজ্ঞানতার অন্ধকারকে জ্ঞানের আলো দ্বারা দূর করতে হবে । তখনই আমাদের সমাজে প্রকৃত দীপাবলীর আদর্শ প্রতিষ্ঠিত হবে এবং স্বার্থক হবে দীপাবলী উৎসব পালন করে ৷

তবে এই দিনটি একটি মর্মান্তিক ঘটনারও সাক্ষ্য দেয় । এই দিনেই এক মহান ঋষির মৃত্যু হয়েছিলো । যিনি সর্ব প্রথম বেদের উপর করা মিথ্যাচারের জবাব দৃঢ় কন্ঠে দিয়েছিলেন । তিনি প্রায় ৫৪ টি শাস্ত্রার্থ (ধর্মীয় বিতর্ক) করেন । বিভিন্ন ধর্মের লোকের সাথে বিতর্ক করে তাদের মতকে খণ্ডন করে পবিত্র বেদের মতের স্থাপনা করেছিলেন । তিনিই লিখেছেন সেই কালজয়ী গ্রন্থ " ❝সত্যার্থ প্রকাশ❞ এই গ্রন্থের মাধ্যমে প্রায় সকল মতের খণ্ডন করে বেদের মহত্বকে তুলে ধরেছিলেন , যিনি শাস্ত্রকে অস্ত্র বানিয়ে সমাজে প্রচলিত বেদ বিরোধী কু-প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন , যিনি পবিত্র বেদের প্রকৃত অর্থ সকল স্থরের মানুষের কাছে তুলে ধরেছিলেন আর ব্জ্রকন্ঠে বলেছিলেন ❝ Back to the Vedas ❞ বেদের দিকে ফিরে এসো । তিনিই আমাদের সকলের প্রিয় " ঋষি দয়ানন্দ সরস্বতী "। তাই তার এই মহাপ্রয়াণ দিবসে তাকে জানাই শতকোটি প্রণাম । তার সাথে সাথে আসুন আমরা বেদ মন্ত্র পাঠের মাধ্যমে দিনটা উদযাপন করি আর ঈশ্বরের নিকট প্রার্থনা করি -

যন্মে ছিদ্রং চক্ষুষো হৃদয়স্য মনসো বাতিতৃন্নং বৃহস্পতির্মে তদ্দধাতু। শন্নো ভবতু ভুবনস্য যস্পতিঃ ॥
[ যজুর্বেদ ৩৬।২ ]
পদার্থ- (যত্ মে) আমার মাঝে যা (ছিদ্রং) অপূর্ণতা রয়েছে (চক্ষুষঃ) চক্ষু আদি ইন্দ্রিয়ের( হৃদয়স্য) বুদ্ধির , (মনসঃ বা) অথবা এইমনের যত (অতি তৃন্নং) দোষ বা অপূর্ণতা রয়েছে , (বৃহস্পতি) হে পরমাত্মা! (মে) আমার সেই অপূর্ণতাকে (দধাতু) পূর্ণ করো । (ভুবনস্য যঃ পতি) তিনিই সমস্ত সংসারের পালক , (নঃ) আমাদের জন্য (শম্) কল্যাণকারী (ভবতু) হোন ।

🌼শেষ করছি সেই আলোর দিকে গমনের আকাঙ্ক্ষার একটি বিখ্যাত বৃহদারণ্যক উপনিষদের শ্লোক দিয়ে -

অসতো মা সদ্গময়ঃ তমসো মা জ্যোতির্গময় ॥ মৃত্যোর্মামৃতং গময় ॥
[ বৃহদারণ্যক উপনিষদ্ ১।৩।২৮ ]
অনুবাদঃ অসত্য থেকে আমাকে সত্যে নিয়ে যাও , অন্ধকার হতে আমাকে আলোতে/জ্যোতিঃ তে নিয়ে যাও মৃত্যু হতে আমাকে অমৃতে নিয়ে যাও । জ্ঞানের আলোয় আলোকিত হোক সাবার হৃদয় , দূর হোক অজ্ঞানতার অন্ধকার ।

© বাংলাদেশ অগ্নিবীর

বাংলাদেশ অগ্নিবীর

31 Oct, 04:13


▪️কতোই রঙ্গ দেখি দুনিয়ায়...

বাংলাদেশ অগ্নিবীর

29 Oct, 04:46


সোমবার (২৮ অক্টোবর) দুপুরে কালীবাড়ি বাজারে দত্ত জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে।


দত্ত জুয়েলার্সের মালিক উত্তম দত্তের ছেলে শুভ কুমার দত্ত জানান, দুপুরে ৫ জনের একদল ডাকাত প্রাইভেটকারে করে দোকানের সামনে আসে। তারা অস্ত্রের মুখে তার বাবাকে জিম্মি করে দোকান থেকে প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা লুট করে। এরপর তারা গুলি করে এবং বেশ খুলনায় গুলি ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

বাজারের ব্যবসায়ীরা জানান, গুলি ও বোমার শব্দ পেয়ে তারা দত্ত জুয়েলার্সের দিকে এগোতে থাকলে ডাকাতরা আবারও বোমা বিস্ফোরণ ঘটায়। ডাকাতদের গাড়ির সামনে একটি বেঞ্চ ফেলে প্রতিরোধের চেষ্টা করলেও লাভ হয়নি।খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) বি এম নুরুজ্জামান জানান, খবর পেয়ে তারা ডাকাতদের আটক করার জন্য অভিযান শুরু করেন। পরে ফুলতলা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি নিজের নাম নাজিম উদ্দিন।

বাংলাদেশ অগ্নিবীর

29 Oct, 04:35


রামরাজত্ব বিষয়ে সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দুঃখ প্রকাশ করেছে

বাংলাদেশ অগ্নিবীর

29 Oct, 02:31


ফরিদপুরের হৃদয় পাল কি আরেকটি উৎসব মণ্ডল ?

ফরিদপুরের কাদিরদীর হৃদয় পালের ফেসবুক আইডি ২ বছর আগে হ্যাক হয় এবং নবী সম্পর্কিত একটি পোস্ট হয়, উন্মত্ত জনতার কথায় পুলিশ আটক করে । তখনও পুলিশ তদন্ত করে কোন সম্পৃক্ততা খুঁজে পায়নি । হৃদয় তার পর থেকে মোবাইল ব্যবহারও করতো না । একই আইডির পোস্ট দিয়ে এবার আবারও উত্তেজনার প্রেক্ষাপটে তাকে মারধর করা হয় ও সেনাবাহিনী আটক করে ।

কে কবে কোথায় কটূক্তি করেছে, তার প্রমাণ আদৌ সত্য নাকি ফাঁসানোর জন্য বানানো এসব তদন্ত না করে গণ-আক্রমণ বাংলাদেশে সনাতনীদের বিলুপ্ত করার ষড়যন্ত্র ? সনাতনীদের নিয়ে বাজে মন্তব্য করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কবে প্রশাসন ?

বাংলাদেশ অগ্নিবীর

28 Oct, 15:44


🔥ওঙ্কারের পতাকার সম্মান রক্ষায় প্রাণ দিয়েছিলো যে দম্পতি...🔥

যায় যদি যাক প্রাণ
ওঙ্কারের পতাকা হবে না ম্লান

হায়দ্রাবাদের উসামাবাদ, বর্তমান ধারাশিবে যখন রাজাকারদের তৎপরতা চরম পর্যায়ে ছিলো তখন রাজাকারদের কালেক্টর হায়দারী ২জন পাঠান ও ১জন মুসলমান কন্সটেবল নিয়ে ৬ই মে, ১৯৪৮ সালে শ্রী কিশনরাও টেকের ইটের বাড়িতে এসে বললো, 'তোমার বাড়িতে 'ওঙ্কার' পতাকা উড়ছে, এখনই এটা নামাও, নাহলে গুলি করে উড়িয়ে দেবো '।
শ্রী কিশনরাও এগিয়ে এসে বুক চিতিয়ে বললেন, 'দরকারে আমি মরে যাবো তবুও এই পতাকা নামাবো না '। মুখ থেকে শব্দ বের হতে না হতেই হায়দারী পকেট থেকে পিস্তল বের করে কিশনরাওয়ের বুকে গুলি করলো। কিশনরাও ঢলে পড়লেন মাটিতে।রক্তে ভেসে যেতে লাগলো তার বাড়ির উঠোন। হায়দারী পাশের ঘরে ঢুকলো আর কে আছে দেখতে। এদিকে গুলির শব্দ শোনামাত্র তার পত্নী গোদাবরী দেবী ঘরের দেয়ালে ঝুলন্ত বন্দুক হাতে নিয়ে বের হয়ে এলেন। মাটিতে নিজের স্বামীকে রক্তরঞ্জিত দেহে পড়ে থাকতে দেখে একাই ৩ কন্সটেবলকে গুলি করে উড়িয়ে দিলেন। পাশের ঘরে ছিলো হায়দারী। সে ৩জন কনস্টেবলকে মারা যেতে দেখে গোদাবরী দেবীকে পেছন থেকে গুলি চালিয়ে হত্যা করে। এরপর সম্পূর্ণ বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়।

শ্রী কিশনরাও টেকে ও তার ধর্মপত্নী শ্রীমতি গোদাবরী বাঈ এভাবেই নিজের জীবন দিয়েও 'ওঙ্কার'-এর পতাকার অপমান হতে দেননি ।


© বাংলাদেশ অগ্নিবীর

বাংলাদেশ অগ্নিবীর

28 Oct, 13:12


সনাতন ধর্মে বউদির মর্যাদা - বৈদিক শাস্ত্রের আলোকে

সনাতন ধর্মে বউদিকে মায়ের মতো সম্মান দেওয়া হয়েছে। ভগবান মনু তাঁর মনুস্মৃতিতে বলেছেন,

ভ্রাতুর্জ্যেষ্ঠস্য ভার্যা যা গুরুপত্ন্যনুজস্য সা ।
যবীয়সস্তু যা ভার্যা স্নুষা জ্যেষ্ঠস্য সা স্মৃতা॥
মনুস্মৃতি ৯।৫৭

অর্থাৎ, বড় ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের কাছে [অর্থাৎ দেবরের কাছে] গুরুপত্নীর মতো পূজনীয়া, আর ছোট ভাইয়ের স্ত্রী বড় ভাইয়ের কাছে [ অর্থাৎ ভাসুরের কাছে ] পুত্রবধূর মতো সম্মাননীয়া।

তাই আসুন, সনাতন ধর্মের প্রচার ও প্রসার করি । পারিবারিক দৃঢ় বন্ধন বজায় রাখি । কামনাযুক্ত তত্ত্ব প্রচারকারী গোষ্ঠী থেকে পারিবারিক বন্ধন বিষয়ে উপদেশ গ্রহণ থেকে বিরত থেকে সত্য সনাতন ধর্মের পথে চলি ।


© বাংলাদেশ অগ্নিবীর

বাংলাদেশ অগ্নিবীর

28 Oct, 02:38


শ্রীকৃষ্ণ কেন কর্ম করতেন? জানেন কি?

শ্রীকৃষ্ণ জীবনের প্রতিটি পদে পদে হাজারো বিপত্তি কাটিয়ে নিজের জীবন নির্বাহ করে গেছেন ৷ ধর্মপথে চলতে গিয়ে হয়েছেন বারবার বাধার শিকার, কখনো জরাসন্ধ, কখনো কংস কখনো অন্য কোন দুর্জনের ৷ সেই দুর্গম ও অভেদ্য অন্ধকারকে ভেদ করে তিনি নিজেকে পৌছে দিয়েছেন অনন্য উচ্চতায় ৷ যিনি ছিলেন সমগ্র ভারতের ধর্মসংস্থাপনকারী ৷ মহাভারতের মহানায়ক, যার ধর্মসংস্থাপন হেতু অস্ত্র তোলারও প্রয়োজন পড়েনি ৷ তিনি আমাদের আদর্শ যোগেশ্বর বীর শ্রীকৃষ্ণ 🔥

#সনাতন_গৌরব_with_অগ্নিবীর
©বাংলাদেশ অগ্নিবীর ৷

বাংলাদেশ অগ্নিবীর

23 Oct, 06:38


পুলিশের এসআইয়ের ৮৫০ জনে সংখ্যালঘু ছিলেন ৯৯ জন, ১১.৬৫%। এদের ৯৩ জনকেই অব্যহতি দেয়া হয়েছে, যা সংখ্যালঘুর ৯৩.৯৪%। ২৫২ জন অব্যহতিপ্রাপ্তের ভেতরে ৩৬.৯% সংখ্যালঘু। সংখ্যালঘুদের সরিয়ে এই বৈষম্যের কারণ কী?

বাংলাদেশ অগ্নিবীর

22 Oct, 19:42


▪️বর্তমান পরিস্থিতে সনাতনীদের জন্য পূজ্যপাদ আচার্য আনন্দ পুরুষার্থী-এর নির্দেশনা 🙏

আচার্যকৃপাধন্য সকল উপনীত ও বেদব্রত দীক্ষিতদের অবশ্য পালনীয় ও প্রচার করা কর্তব্য ।

বাংলাদেশ অগ্নিবীর

22 Oct, 13:10


https://youtu.be/PGx-IWA8HJs?si=K3KmfkeS3_hLd5_F

বাংলাদেশ অগ্নিবীর

22 Oct, 11:37


▪️আজকের বেদবাণী 🙏

১। নীহারেণ প্রাবৃতা জল্প্যা চ
ঋগ্বেদ ১০.৮২.৭
অজ্ঞানী এবং বাকসংযম-বিহীন মানব ঈশ্বরকে লাভ করতে পারে না।

২। ধর্ম প্র যজা চিকিত্বঃ
ঋগ্বেদ ৩.১৭ ৫
হে জ্ঞানী! তুমি ধর্মের আচরণ করো।

© বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখা

বাংলাদেশ অগ্নিবীর

22 Oct, 09:33


আপনার কি অগ্নিবীরকে নিয়ে প্রশ্ন - শঙ্কা - বিভ্রান্তি রয়েছে
তবে আসুন অগ্নিবীরের যে কোন শাখায় বা স্বাধ্যায়ে । মূল শাস্ত্র নিয়ে প্রকাশ্য আলোচনায় আমরাও আগ্রহী । মিথ্যাচারে নয়, আলোচনায় হোক সত্যের প্রকাশ ।

বাংলাদেশ অগ্নিবীর

21 Oct, 18:45


রামায়ণ মহাভারত নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিয়ো সিরিজের EMPIRE তৈরি করে রেখেছে অগ্নিবীর 🔥
কারো প্ররোচনার ফাঁদে পা দেওয়ার আগে অগ্নিবীর সম্পর্কে অনুগ্রহ পূর্বক একটু রিসার্চ করে নিবেন ৷ এসব নোংরা মিথ্যা প্রচার রুখে দিন

বাংলাদেশ অগ্নিবীর

20 Oct, 09:06


বীর ভগৎ সিং দ্বারা তার গুরু আচার্য উদয়বীর শাস্ত্রীকে উপহার দেওয়া 'প্রেম' নামক পুস্তকের উপহার পৃষ্ঠা । উল্লেখ্য আচার্য উদয়বীর শাস্ত্রী আর্যসমাজের প্রথিতযশা ষড়দর্শন ভাষ্যকার ছিলেন ।

বাংলাদেশ অগ্নিবীর

19 Oct, 10:02


🔥 হে মানব ! যজ্ঞ যেখানেই হবে সেখানেই যাও - মুক্তির আহ্বানে সাড়া দাও 🖤

▪️ অনিমন্ত্রিতো ন গচ্ছেত যজ্ঞং গচ্ছেত্তু দর্শকঃ ।
মহাভারত অনুশাসন পর্ব ১০৪.১৪২

🎙️ বিনা নিমন্ত্রণে মানুষ কোথাও যাবে না, কিন্তু যজ্ঞ দেখতে মানুষ যেন বিনা নিমন্ত্রণে হলেও যায় ।

বাংলাদেশ অগ্নিবীর

19 Oct, 03:37


আপনিও কি যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসারী?
তবে দেখুন তো আপনি তাঁর পরামর্শ মেনে চলেন কি না!

বাংলাদেশ অগ্নিবীর

18 Oct, 17:20


🔥🕉 ❝ আর্ষ জ্যোতি - ৮ম সংখ্যা ❞ [জুলাই-সেপ্টেম্বর] 🕉 🔥

বাংলাদেশ অগ্নিবীরের ত্রৈমাসিক অনলাইন পত্রিকার ৮ম সংখ্যার শুভ প্রকাশ আজ হলো । বিষয়সূচি যুক্ত করা হলো । → পত্রিকার পৃষ্ঠা সংখ্যা - ১৫১ → পিডিএফ আকার - ২.৪ এমবি

→ লিংক - https://drive.google.com/file/d/1I1Eted1W1EsOy7VivXj8v9KZF1mHJL8y/view?usp=drive_link

বাংলাদেশ অগ্নিবীর

17 Oct, 18:51


কলিযুগ বা বর্তমান যুগে কি মানুষের বুদ্ধি কম? এজন্য কি তারা বেদ আদি ইত্যাদি গ্রন্থ ধারণ করে রাখতে পারবেনা? এটা কিছু মানুষের হাস্যকর যুক্তি!

ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়ার মতে, মানুষের মস্তিষ্ক অনেক তথ্য একসাথে প্রায় ৫ বার মনে রাখতে পারে। বিজ্ঞানীদের মতে, মস্তিষ্কের ধারণ ক্ষমতা ৩ থেকে ১০০০ টেরাবাইট বা (২দশমিক ৫ পেটাবাইট/১০ লক্ষ গিগাবাইট) পর্যন্ত হয়ে থাকে ৷

ব্রিটেন এর জাতীয় আর্কাইভস এ গত ৯০০ বছরের ইতিহাস লিপিবদ্ধ করা আছে। যার সম্পূর্ণটা যদি আপনি জানতে চান, তা আপনার মস্তিষ্কের মাত্র ৭০ টেরাবাইট যায়গা নিবে।

তাই হাস্যকর যুক্তিতে ভুলে যাবেন না আপনার ক্ষমতা ৷ শাস্ত্রচর্চা করুন... নিজেকে অর্জুন করে তুলুন ৷ তাহলে শ্রীকৃষ্ণ হবে আপনার সারথি...

© বাংলাদেশ অগ্নিবীর ৷

বাংলাদেশ অগ্নিবীর

17 Oct, 15:15


সমসাময়িক প্রসঙ্গ - অগ্নিবীর ও সাকারবাদ

বেদে প্রতিমাপূজা নাই, পুরাণাদিতে আছে। অগ্নিবীর বৈদিক সংগঠন, আমরা যোগ, ধ্যান, সন্ধ্যা উপাসনাদি বৈদিক চর্চায় বিশ্বাসী।বৈদিক ও পৌরাণিক উপাসনার কনসেপ্টের ভেতরে পার্থক্য থাকলেও তা একান্তই নিজস্ব ধারণা এবং এর জন্য প্রাচীনকাল থেকেই আমাদের বিদ্বানগণ বিতর্ক, শাস্ত্রার্থ ইত্যাদির মাধ্যমে শাস্ত্রীয় মতভেদ সমাধান করেছেন। তবে বৈদিক ও পৌরাণিক উভয়ই আমাদের সনাতন ইতিহাসের অংশ এবং আর্যসমাজ ও অগ্নিবীর যেকোনো পরিস্থিতিতেই সনাতন সমাজকে বৌদ্ধিক ও ভৌতিক সকল প্রকার আগ্রাসন থেকে রক্ষা করার চেষ্টা করবে। এখানে যে-ই ঈর্ষা কিংবা অক্ষমতাবশত বিভেদের অগ্নি প্রজ্জ্বলিত করতে চাইবে সে নিজেই ভস্মীভূত হবে।

কিছু প্রশ্নের উত্তর ও প্রতিপ্রশ্ন -

১। অগ্নিবীর পুরাণের ঐতিহাসিক ভাগ স্বীকার করে। কিন্তু পুরাণে দেবতা বা ইষ্টের নামে সাম্প্রদায়িক বিভক্তি ও অস্থিতিশীলতা মানে না। প্রতিটি সম্প্রদায় হোক ইস্কন - রামকৃষ্ণ মিশন - সৎসঙ্গ সবার মধ্যে অসংখ্য গুরুতর মতভেদ ও বক্তব্য আছে যা জনসমাজে আলোচনা করা বিভেদ বাড়ানো বৈ কমাবে না যা এখন অপ্রয়োজনীয়। তাহলে শুধুমাত্র অগ্নিবীরকে লক্ষ্য করে এসব মতামত দেওয়া কী ষড়যন্ত্র নয়?
২। অগ্নিবীর ব্রহ্মবাদী। তাই সাকারবাদ মানে না, কিন্তু অগ্নিবীরের সিদ্ধান্তই হলো দার্শনিক সিদ্ধান্ত তার স্থানে। কিন্তু সনাতনের স্বার্থে সর্বত্র ঐক্যবদ্ধ।
১ ও ২ নং পয়েন্ট যেহেতু দার্শনিক ও শাস্ত্রীয় বিষয়ে তাই এই বিষয়ে সংগঠন বনাম সংগঠন শাস্ত্রার্থ করা যায়। এতে মনোমালিন্য বা বিদ্বেষের কিছু নেই। কিন্তু জল্প বা বিতণ্ডাতে রত থাকলে তা অসম্ভব৷
৩। চিন্ময়কৃষ্ণ দাসের বিষয়ে বক্তব্য তার নিজের সংগঠন ইস্কন থেকেই তার বক্তব্যের কোন দায় নেওয়া যাবে না বলে অস্বীকার করা হয়েছে। বর্ডারে স্বর্ণা হত্যাসহ কিছু মিসগাইডেড ইনফরমেশন থাকায় শেয়ার করা হয়নি। না অগ্নিবীর এখানে নিজেদের বক্তব্যই শেয়ার করেছে যে তাদের ব্যক্তিগত লাভ হবে বা তাদের নেতা হওয়ার বাসনা বিদ্যমান।
৪। অগ্নিবীর সমস্ত আন্দোলন ও সভা-সমাবেশের বিবৃতি ও আহ্বান প্রচার করেছে যা অনলাইনে সহজপ্রাপ্য। তাদের সদস্যরাও যুক্ত। অগ্নিবীর সেখানে কখনোই আলাদা করে নিজেদের নাম বা খ্যাতি চায়নি। এখন যদি এই সাধুত্বকে কেউ দুর্বলতাভাবে তবে তার মেধাগত ত্রুটি আছে বলেও ধরে নিতে হবে নতুবা খ্যাতির মোহে সে উন্মত্ত। কিন্তু সে অধম বলে আমরা উত্তম কেন হবো না?

শাস্ত্রীয়ভাবে বিবাদের বিষয় শাস্ত্রীয়ভাবেই আলোচনা করা শ্রেয়। সনাতনীদের এই দুঃসময়ে যারা প্রকাশ্যে দ্বন্দে লিপ্ত তাদের উদ্দেশ্য ও মানসিকতা কতটা সৎ তা বিবেচনা আপনার।

[ প্রসঙ্গতঃ এই বিবাদে আমরা কোন সময় নষ্ট করবো না ]

বাংলাদেশ অগ্নিবীর

17 Oct, 09:52


২ দিনের ইদের ছুটি দিল ১১ দিন৷ কিন্তু ৫ দিনের পূজার ছুটি দিল মাত্র ২ দিন৷
আমরা অন্যের সাথে তুলনা করতে চাই না৷ তবে যখন বৈষম্য করা হয়, তখন আঙুল দিয়ে দেখিয়ে দিতেই হয়৷

সূত্র: https://www.prothomalo.com/bangladesh/d0uaueadxh

বাংলাদেশ অগ্নিবীর

17 Oct, 09:24


নেই কাজ তো খই ভাজ -

বাংলাদেশ অগ্নিবীর

17 Oct, 08:31


মহাভারত পরম সত্য‌ ইতিহাস

প্রত্নতাত্ত্বিক প্রমাণের সময়সীমা নির্ণয়ে হেরফের হয়, পাণ্ডুলিপির পাঠ‌ উন্মোচনে‌ও অনেক সময় দ্বিমত‌ থাকে‌ ।
কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল এভিডেন্স সবচেয়ে নিখুঁত ।
গাণিতিক প্রক্রিয়া‌র কখন‌ও দ্বিমত বা হেরফের হয় না ।

বাংলাদেশ অগ্নিবীর

17 Oct, 03:51


▪️সনাতন ধর্মে নারী 🙏

বাংলাদেশ অগ্নিবীর

16 Oct, 17:28


প্রণামরত বঙ্গবধূ, চাঁদের গায়ের শোণিত কালি,
কোজাগরীর গ্রহণ জানে ছেচল্লিশের নোয়াখালী😢

১৯৪৬ সালে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন নোয়াখালীতে হিন্দুদের ওপর যে নারকীয় অত্যা*চার চালানো হয়েছিল তা আজ‌‌ও শিহরিত করে আমাদের। নোয়াখালী গণহ*ত্যায় প্রায় ৫,০০০ হিন্দুকে হ*ত্যা, অগণিত হিন্দু মা বোনকে ধর্ষ*ণ ও হাজার হাজার হিন্দুকে ধ*র্মান্তরিত হতে বাধ্য করা হয়েছিল।

নোয়াখালী দাঙ্গা ছিল স্থানীয় অহি*ন্দুদের দ্বারা সংঘটিত এক ধারাবাহিক হত্যাযজ্ঞ, হিন্দু নারী ধর্ষ*ণ, নারী ও অল্প বয়স্ক মেয়েদের অপ*হরণ,‌ হিন্দু সম্পদ লুট-ধ্বং*স-অ*গ্নিসংযোগ। প্রায় ২০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে চলে এই তাণ্ডব ।

রামগঞ্জ, বেগমগঞ্জ, রাইপুর, লক্ষ্মীপুর, ছাগলনাইয়া, নোয়াখালী জেলার সন্দ্বীপ পুলিশ স্টেশন এবং হাজিগঞ্জ, ফরিদ্গঞ্জ, ত্রিপুরা জেলার চাঁদপুর, লাকসাম ও চৌদ্দগ্রাম পুলিশ স্টেশন এবং আরও অন্যান্য এলাকা।

বাংলাদেশ অগ্নিবীর

15 Oct, 19:34


একের পর এক সনাতন ধর্ম অবমাননা সর্বস্তরে চলছেই .. 'Hindus Are MC' লেখা হলো স্ক্রিনে

↗️স্থান: মাদারিপুর সদর, মাদারিপুর ; পুরান বাজার ,মুচিবাড়ীর মোড়।

9,472

subscribers

1,744

photos

240

videos