বাংলাদেশ অগ্নিবীর

@agniveerbd


বাংলাদেশ অগ্নিবীর
আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল বেদের ও বৈদিক শিক্ষার প্রচার এবং সমগ্র বিশ্বকে আর্যত্বের পথে উন্নীত করা।
💓ও৩ম্ কৃণ্বন্তো বিশ্বমার্যম্ 💓

বাংলাদেশ অগ্নিবীর

23 Oct, 06:38


পুলিশের এসআইয়ের ৮৫০ জনে সংখ্যালঘু ছিলেন ৯৯ জন, ১১.৬৫%। এদের ৯৩ জনকেই অব্যহতি দেয়া হয়েছে, যা সংখ্যালঘুর ৯৩.৯৪%। ২৫২ জন অব্যহতিপ্রাপ্তের ভেতরে ৩৬.৯% সংখ্যালঘু। সংখ্যালঘুদের সরিয়ে এই বৈষম্যের কারণ কী?

বাংলাদেশ অগ্নিবীর

22 Oct, 19:42


▪️বর্তমান পরিস্থিতে সনাতনীদের জন্য পূজ্যপাদ আচার্য আনন্দ পুরুষার্থী-এর নির্দেশনা 🙏

আচার্যকৃপাধন্য সকল উপনীত ও বেদব্রত দীক্ষিতদের অবশ্য পালনীয় ও প্রচার করা কর্তব্য ।

বাংলাদেশ অগ্নিবীর

22 Oct, 13:10


https://youtu.be/PGx-IWA8HJs?si=K3KmfkeS3_hLd5_F

বাংলাদেশ অগ্নিবীর

22 Oct, 11:37


▪️আজকের বেদবাণী 🙏

১। নীহারেণ প্রাবৃতা জল্প্যা চ
ঋগ্বেদ ১০.৮২.৭
অজ্ঞানী এবং বাকসংযম-বিহীন মানব ঈশ্বরকে লাভ করতে পারে না।

২। ধর্ম প্র যজা চিকিত্বঃ
ঋগ্বেদ ৩.১৭ ৫
হে জ্ঞানী! তুমি ধর্মের আচরণ করো।

© বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখা

বাংলাদেশ অগ্নিবীর

22 Oct, 09:33


আপনার কি অগ্নিবীরকে নিয়ে প্রশ্ন - শঙ্কা - বিভ্রান্তি রয়েছে
তবে আসুন অগ্নিবীরের যে কোন শাখায় বা স্বাধ্যায়ে । মূল শাস্ত্র নিয়ে প্রকাশ্য আলোচনায় আমরাও আগ্রহী । মিথ্যাচারে নয়, আলোচনায় হোক সত্যের প্রকাশ ।

বাংলাদেশ অগ্নিবীর

21 Oct, 18:45


রামায়ণ মহাভারত নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিয়ো সিরিজের EMPIRE তৈরি করে রেখেছে অগ্নিবীর 🔥
কারো প্ররোচনার ফাঁদে পা দেওয়ার আগে অগ্নিবীর সম্পর্কে অনুগ্রহ পূর্বক একটু রিসার্চ করে নিবেন ৷ এসব নোংরা মিথ্যা প্রচার রুখে দিন

বাংলাদেশ অগ্নিবীর

20 Oct, 09:06


বীর ভগৎ সিং দ্বারা তার গুরু আচার্য উদয়বীর শাস্ত্রীকে উপহার দেওয়া 'প্রেম' নামক পুস্তকের উপহার পৃষ্ঠা । উল্লেখ্য আচার্য উদয়বীর শাস্ত্রী আর্যসমাজের প্রথিতযশা ষড়দর্শন ভাষ্যকার ছিলেন ।

বাংলাদেশ অগ্নিবীর

19 Oct, 10:02


🔥 হে মানব ! যজ্ঞ যেখানেই হবে সেখানেই যাও - মুক্তির আহ্বানে সাড়া দাও 🖤

▪️ অনিমন্ত্রিতো ন গচ্ছেত যজ্ঞং গচ্ছেত্তু দর্শকঃ ।
মহাভারত অনুশাসন পর্ব ১০৪.১৪২

🎙️ বিনা নিমন্ত্রণে মানুষ কোথাও যাবে না, কিন্তু যজ্ঞ দেখতে মানুষ যেন বিনা নিমন্ত্রণে হলেও যায় ।

বাংলাদেশ অগ্নিবীর

19 Oct, 03:37


আপনিও কি যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসারী?
তবে দেখুন তো আপনি তাঁর পরামর্শ মেনে চলেন কি না!

বাংলাদেশ অগ্নিবীর

18 Oct, 17:20


🔥🕉 ❝ আর্ষ জ্যোতি - ৮ম সংখ্যা ❞ [জুলাই-সেপ্টেম্বর] 🕉 🔥

বাংলাদেশ অগ্নিবীরের ত্রৈমাসিক অনলাইন পত্রিকার ৮ম সংখ্যার শুভ প্রকাশ আজ হলো । বিষয়সূচি যুক্ত করা হলো । → পত্রিকার পৃষ্ঠা সংখ্যা - ১৫১ → পিডিএফ আকার - ২.৪ এমবি

→ লিংক - https://drive.google.com/file/d/1I1Eted1W1EsOy7VivXj8v9KZF1mHJL8y/view?usp=drive_link

বাংলাদেশ অগ্নিবীর

17 Oct, 18:51


কলিযুগ বা বর্তমান যুগে কি মানুষের বুদ্ধি কম? এজন্য কি তারা বেদ আদি ইত্যাদি গ্রন্থ ধারণ করে রাখতে পারবেনা? এটা কিছু মানুষের হাস্যকর যুক্তি!

ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়ার মতে, মানুষের মস্তিষ্ক অনেক তথ্য একসাথে প্রায় ৫ বার মনে রাখতে পারে। বিজ্ঞানীদের মতে, মস্তিষ্কের ধারণ ক্ষমতা ৩ থেকে ১০০০ টেরাবাইট বা (২দশমিক ৫ পেটাবাইট/১০ লক্ষ গিগাবাইট) পর্যন্ত হয়ে থাকে ৷

ব্রিটেন এর জাতীয় আর্কাইভস এ গত ৯০০ বছরের ইতিহাস লিপিবদ্ধ করা আছে। যার সম্পূর্ণটা যদি আপনি জানতে চান, তা আপনার মস্তিষ্কের মাত্র ৭০ টেরাবাইট যায়গা নিবে।

তাই হাস্যকর যুক্তিতে ভুলে যাবেন না আপনার ক্ষমতা ৷ শাস্ত্রচর্চা করুন... নিজেকে অর্জুন করে তুলুন ৷ তাহলে শ্রীকৃষ্ণ হবে আপনার সারথি...

© বাংলাদেশ অগ্নিবীর ৷

বাংলাদেশ অগ্নিবীর

17 Oct, 15:15


সমসাময়িক প্রসঙ্গ - অগ্নিবীর ও সাকারবাদ

বেদে প্রতিমাপূজা নাই, পুরাণাদিতে আছে। অগ্নিবীর বৈদিক সংগঠন, আমরা যোগ, ধ্যান, সন্ধ্যা উপাসনাদি বৈদিক চর্চায় বিশ্বাসী।বৈদিক ও পৌরাণিক উপাসনার কনসেপ্টের ভেতরে পার্থক্য থাকলেও তা একান্তই নিজস্ব ধারণা এবং এর জন্য প্রাচীনকাল থেকেই আমাদের বিদ্বানগণ বিতর্ক, শাস্ত্রার্থ ইত্যাদির মাধ্যমে শাস্ত্রীয় মতভেদ সমাধান করেছেন। তবে বৈদিক ও পৌরাণিক উভয়ই আমাদের সনাতন ইতিহাসের অংশ এবং আর্যসমাজ ও অগ্নিবীর যেকোনো পরিস্থিতিতেই সনাতন সমাজকে বৌদ্ধিক ও ভৌতিক সকল প্রকার আগ্রাসন থেকে রক্ষা করার চেষ্টা করবে। এখানে যে-ই ঈর্ষা কিংবা অক্ষমতাবশত বিভেদের অগ্নি প্রজ্জ্বলিত করতে চাইবে সে নিজেই ভস্মীভূত হবে।

কিছু প্রশ্নের উত্তর ও প্রতিপ্রশ্ন -

১। অগ্নিবীর পুরাণের ঐতিহাসিক ভাগ স্বীকার করে। কিন্তু পুরাণে দেবতা বা ইষ্টের নামে সাম্প্রদায়িক বিভক্তি ও অস্থিতিশীলতা মানে না। প্রতিটি সম্প্রদায় হোক ইস্কন - রামকৃষ্ণ মিশন - সৎসঙ্গ সবার মধ্যে অসংখ্য গুরুতর মতভেদ ও বক্তব্য আছে যা জনসমাজে আলোচনা করা বিভেদ বাড়ানো বৈ কমাবে না যা এখন অপ্রয়োজনীয়। তাহলে শুধুমাত্র অগ্নিবীরকে লক্ষ্য করে এসব মতামত দেওয়া কী ষড়যন্ত্র নয়?
২। অগ্নিবীর ব্রহ্মবাদী। তাই সাকারবাদ মানে না, কিন্তু অগ্নিবীরের সিদ্ধান্তই হলো দার্শনিক সিদ্ধান্ত তার স্থানে। কিন্তু সনাতনের স্বার্থে সর্বত্র ঐক্যবদ্ধ।
১ ও ২ নং পয়েন্ট যেহেতু দার্শনিক ও শাস্ত্রীয় বিষয়ে তাই এই বিষয়ে সংগঠন বনাম সংগঠন শাস্ত্রার্থ করা যায়। এতে মনোমালিন্য বা বিদ্বেষের কিছু নেই। কিন্তু জল্প বা বিতণ্ডাতে রত থাকলে তা অসম্ভব৷
৩। চিন্ময়কৃষ্ণ দাসের বিষয়ে বক্তব্য তার নিজের সংগঠন ইস্কন থেকেই তার বক্তব্যের কোন দায় নেওয়া যাবে না বলে অস্বীকার করা হয়েছে। বর্ডারে স্বর্ণা হত্যাসহ কিছু মিসগাইডেড ইনফরমেশন থাকায় শেয়ার করা হয়নি। না অগ্নিবীর এখানে নিজেদের বক্তব্যই শেয়ার করেছে যে তাদের ব্যক্তিগত লাভ হবে বা তাদের নেতা হওয়ার বাসনা বিদ্যমান।
৪। অগ্নিবীর সমস্ত আন্দোলন ও সভা-সমাবেশের বিবৃতি ও আহ্বান প্রচার করেছে যা অনলাইনে সহজপ্রাপ্য। তাদের সদস্যরাও যুক্ত। অগ্নিবীর সেখানে কখনোই আলাদা করে নিজেদের নাম বা খ্যাতি চায়নি। এখন যদি এই সাধুত্বকে কেউ দুর্বলতাভাবে তবে তার মেধাগত ত্রুটি আছে বলেও ধরে নিতে হবে নতুবা খ্যাতির মোহে সে উন্মত্ত। কিন্তু সে অধম বলে আমরা উত্তম কেন হবো না?

শাস্ত্রীয়ভাবে বিবাদের বিষয় শাস্ত্রীয়ভাবেই আলোচনা করা শ্রেয়। সনাতনীদের এই দুঃসময়ে যারা প্রকাশ্যে দ্বন্দে লিপ্ত তাদের উদ্দেশ্য ও মানসিকতা কতটা সৎ তা বিবেচনা আপনার।

[ প্রসঙ্গতঃ এই বিবাদে আমরা কোন সময় নষ্ট করবো না ]

বাংলাদেশ অগ্নিবীর

17 Oct, 09:52


২ দিনের ইদের ছুটি দিল ১১ দিন৷ কিন্তু ৫ দিনের পূজার ছুটি দিল মাত্র ২ দিন৷
আমরা অন্যের সাথে তুলনা করতে চাই না৷ তবে যখন বৈষম্য করা হয়, তখন আঙুল দিয়ে দেখিয়ে দিতেই হয়৷

সূত্র: https://www.prothomalo.com/bangladesh/d0uaueadxh

বাংলাদেশ অগ্নিবীর

17 Oct, 09:24


নেই কাজ তো খই ভাজ -

বাংলাদেশ অগ্নিবীর

17 Oct, 08:31


মহাভারত পরম সত্য‌ ইতিহাস

প্রত্নতাত্ত্বিক প্রমাণের সময়সীমা নির্ণয়ে হেরফের হয়, পাণ্ডুলিপির পাঠ‌ উন্মোচনে‌ও অনেক সময় দ্বিমত‌ থাকে‌ ।
কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল এভিডেন্স সবচেয়ে নিখুঁত ।
গাণিতিক প্রক্রিয়া‌র কখন‌ও দ্বিমত বা হেরফের হয় না ।

বাংলাদেশ অগ্নিবীর

17 Oct, 03:51


▪️সনাতন ধর্মে নারী 🙏

বাংলাদেশ অগ্নিবীর

16 Oct, 17:28


প্রণামরত বঙ্গবধূ, চাঁদের গায়ের শোণিত কালি,
কোজাগরীর গ্রহণ জানে ছেচল্লিশের নোয়াখালী😢

১৯৪৬ সালে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন নোয়াখালীতে হিন্দুদের ওপর যে নারকীয় অত্যা*চার চালানো হয়েছিল তা আজ‌‌ও শিহরিত করে আমাদের। নোয়াখালী গণহ*ত্যায় প্রায় ৫,০০০ হিন্দুকে হ*ত্যা, অগণিত হিন্দু মা বোনকে ধর্ষ*ণ ও হাজার হাজার হিন্দুকে ধ*র্মান্তরিত হতে বাধ্য করা হয়েছিল।

নোয়াখালী দাঙ্গা ছিল স্থানীয় অহি*ন্দুদের দ্বারা সংঘটিত এক ধারাবাহিক হত্যাযজ্ঞ, হিন্দু নারী ধর্ষ*ণ, নারী ও অল্প বয়স্ক মেয়েদের অপ*হরণ,‌ হিন্দু সম্পদ লুট-ধ্বং*স-অ*গ্নিসংযোগ। প্রায় ২০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে চলে এই তাণ্ডব ।

রামগঞ্জ, বেগমগঞ্জ, রাইপুর, লক্ষ্মীপুর, ছাগলনাইয়া, নোয়াখালী জেলার সন্দ্বীপ পুলিশ স্টেশন এবং হাজিগঞ্জ, ফরিদ্গঞ্জ, ত্রিপুরা জেলার চাঁদপুর, লাকসাম ও চৌদ্দগ্রাম পুলিশ স্টেশন এবং আরও অন্যান্য এলাকা।

বাংলাদেশ অগ্নিবীর

15 Oct, 19:34


একের পর এক সনাতন ধর্ম অবমাননা সর্বস্তরে চলছেই .. 'Hindus Are MC' লেখা হলো স্ক্রিনে

↗️স্থান: মাদারিপুর সদর, মাদারিপুর ; পুরান বাজার ,মুচিবাড়ীর মোড়।

3,737

subscribers

1,448

photos

201

videos