স্কুল অফ সিরাত @siraterpathshala Channel on Telegram

স্কুল অফ সিরাত

@siraterpathshala


সিরাতের পাঠশালা (Bengali)

সিরাতের পাঠশালা চ্যানেলটি ইসলামিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ রক্ষা করে। এই চ্যানেলে আপনি কুরআন শরীফ, হাদিস, নবী মুহাম্মদ (সা:) এর জীবনী এবং ইসলামিক শিক্ষার বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করতে পারবেন। এই চ্যানেলে রয়েছে বিভিন্ন স্পেশাল সিরিজ, লাইভ সেশন এবং আলোচনা সেশন। nnসিরাতের পাঠশালা চ্যানেলে যোকারী আপনি ইসলামিক শিক্ষা প্রাপ্ত করতে পারবেন এবং আপনার ধর্মীয় জ্ঞান প্রসারিত করতে পারবেন। আপনার প্রশ্নগুলির জবাব খুঁজতে এবং আপনার আধ্যাত্মিক জীবনে একটি নতুন দিক দেওয়ার জন্য সিরাতের পাঠশালা চ্যানেলটি সমর্থন করে।

স্কুল অফ সিরাত

16 Jan, 16:44


রেইনড্রপসের সীরাহর ২য় ব্যাচের রেজিস্ট্রেশন শুরু করতে চাচ্ছি। রেজিস্ট্রেশন ফি নির্দিষ্ট না। যে যত পারেন নিজের বিবেক অনুযায়ী দিতে পারেন। সর্বনিম্ন ৫০ টাকা থেকে। এটা নেয়া হবে পারিশ্রমিক হিসেবে। কোন পুরুষ্কারের ব্যবস্থা থাকবে না। আজ থেকেই রেজিস্ট্রেশন শুরু। রেজিস্ট্রেশন চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
প্রজেক্টে অংশ নিতে নগদ, রকেট বা বিকাশ করুন নিচের নাম্বারে।
01796060459 Bkash
01796060459 Nagad
017960604596 Rocket

সর্বনিম্ন ৫০ টাকা এবং এর উপরে যার যত সামর্থ্য আছে দিয়েন। বুঝতেই পারছেন এটা প্রায় ১৩০+ পরীক্ষার প্রজেক্ট। যে টাকা নেয়া হবে সেটা পারিশ্রমিক হিসেবে নেয়া হবে। আমি চাই সবাই এই সীরাহটি পড়ুক। সবাই রাসুল সাঃ কে ভালোভাবে জানুক।

রেজিস্ট্রেশন শুরুঃ ১৬ জানুয়ারি ২০২৫
রেজিস্ট্রেশনের লাস্ট ডেইটঃ ২৫ জানুয়ারি ২০২৫

স্কুল অফ সিরাত

13 Jan, 03:16


https://www.facebook.com/share/r/19338MBPqF/

স্কুল অফ সিরাত

12 Jan, 00:00


পশ্চিমে হিজাব পরে কোথাও চাকরি করতে গেলে তারা যখন আপত্তি করে না, তখন অনেকেই ভাবে, “They respect us, they respect our values.” কিন্তু ব্যাপারটা মোটেও এমন না।

বিশেষ করে যখন তারা এই হিজাবিদেরকে স্পেস দেয় তখন এই হিজাবিরা ওদের প্রতি সর্বোচ্চ আনুগত্য দেখায়। এজন্য তারা জানে, পরিচয়ে মুসলিম হলেও এদের সাথে আদতে তাদের কোনো আদর্শিক সংঘাত নেই। এরা ফান্ডামেন্টাল মুসলিম না। ওদের অনেকেই জানে, ফান্ডামেন্টাল মুসলিম ঘরের মেয়েরা বাইরে এসে পুরুষের সাথে চাকরি করবে না।

বাহ্যিকভাবে হিজাবি এসব মহিলাদেরকে এরা মডারেট মুসলিম হিসেবেই এক্সেপ্ট করে। যাদের জ্ঞান আরো গভীর, ওরা এসব হিজাবিদেরকে দেখে অবাক হয়, বিলিয়ন ডলারের মডারনাইজেশন প্রজেক্টের ফলাফল চোখের সামনে দেখে গর্ববোধ করে। তখন হিজাবীরা ভাবে ওরা আমাদের প্রতি সন্তুষ্ট। অথচ আল্লাহ আযযা ওয়া জাল বলেন, “তুমি তাদের ধর্ম অনুসরণ না করা পর্যন্ত তোমার প্রতি সন্তুষ্ট হবে না।” [সূরা আল-বাকারাহ, আয়াত ১২০]

তারা জানে, হিজাব পরে এতদূর আসলেও এরা তাদের পারপাসই সার্ভ করবে। যদি সেটা না হয়, তবে কে সত্যবাদী? আল্লাহ সুবহানু ওয়া তা‘আলা, নাকি সেই হিজাবিরা, যারা দাবি করে তারা সেখানে স্বাধীনতা পায়, তাদের উপর ন|স|র|রা সন্তুষ্ট? নিঃসন্দেহে আল্লাহ তা’আলা অন্তরসমূহের ব্যাপারে সম্যক অবগত।

তাহলে প্রতারক কে? কারা বিভ্রান্ত? নিশ্চয়ই তারা, যারা সেখানে গিয়ে দেখে তাদের বোন আফিয়া সিদ্দিকী ফাক্কাল্লাহু আসরাহ কোনো অপরাধ ছাড়াই বছরের পর বছর কারাগারে বন্দি আছে অথচ তারা স্বাধীনভাবে, মুক্ত হয়ে চলাফেরা করছে। তাদের সাথে মজলুম বোন আফিয়ার পার্থক্য তাহলে অবশ্যই আছে?

পার্থক্য কোথায়? জবাবটাও বলে দিই। পার্থক্য আদর্শে, ঈমানে। কেউ ঈমান বিসর্জন দিয়ে খুশি তো কেউ ঈমান আঁকড়ে ধরে মজলুম।
আপনিই বলুন, তাহলে কে সফল? কারা সফল?
মেরাজ আহমেদ ভাই

স্কুল অফ সিরাত

11 Jan, 05:21


https://chng.it/btv8Bg5fmN

স্কুল অফ সিরাত

11 Jan, 05:19


৩০শে মার্চ ২০০৩, পাকিস্তান। করাচী এয়ারপোর্টের দিকে ছুটে চলা ট্যাক্সিটার পেছনে বসা চারজন যাত্রী। একজন মা এবং তাঁর তিন সন্তান। তিন জনের মধ্যে সবচেয়ে বড় ৬ বছর বয়েসী আহমাদ, তারপর ৪ বছরের মারইয়াম, সবার ছোট সুলাইমান। ওর বয়স ছয় মাস।
.
ট্যাক্সির ভেতর মা-র সাথে আহমাদের তুমুল তর্ক চলছে। আহমাদের ইচ্ছে ছিল ট্রেনে চড়ে করাচী থেকে ইসলামাবাদ যাবার। এই ইচ্ছার পেছনে থমাস দা ট্যাংক কার্টুনের একনিষ্ঠ ভক্ত হওয়াটা সম্ভবত বড় একটা কারণ। কিন্তু মা ঠিক করেছেন ইসলামাবাদ যাওয়া হবে প্লেনে করে। তাই আহমাদ বেশ ক্ষুব্ধ।
.
তর্ক চলার সময় হঠাৎ ভোজবাজির মতো ওদের ট্যাক্সিকে চারপাশ থেকে ঘিরে ধরলো কয়েকটা গাড়ি। টেনেহিচড়ে ওদের নামানো হল ট্যাক্সি থেকে। সুলাইমান ওর মা-র কোলে। আহমাদ আর মারইয়াম তখন চিৎকার করে কান্না করছে। জোর করে ওদের বসানো হল একটা গাড়ির ব্যাকসিটে। গাড়িটা চলতে শুরু করার পর পেছনের জানালা দিয়ে তাকিয়ে আহমাদ দেখলো সুলাইমানের ছোট্ট শরীরটা মাটিতে পড়ে আছে। ওর চারপাশে রক্ত।
.
এই চারজন মানুষের কোন খোঁজ পাওয়া যাবে না পরের পাঁচ বছর। তারপর কাবুলের এক কিশোর সংশোধানাগারে পাওয়া যাবে আহমাদকে। গলায় রহস্যময় কলার লাগানো অবস্থায় এক নির্জন ভোরে মরিয়মকে পাওয়া যাবে করাচীর রাস্তায়। ওদের হতবিহবল, বিধ্বস্ত ও মূমুর্ষু মা নিজেকে আবিস্কার করবেন টেক্সাসের ফোর্ট ওয়ার্থের এক জেলে। যেখানে ৮৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে তাকে। আর ঘটনার ২০ বছর পরও খোঁজ পাওয়া যাবে না ছোট্ট সুলাইমানের। ফোর্ট ওয়ার্থের জেলে বন্দী তিন সন্তানের এই মায়ের নাম ড. আফিয়া সিদ্দীকী।
.
আফিয়ারা তিন ভাইবোন। বড় ভাই মুহাম্মাদ আর্ক্টিটেক্ট। হিউস্টনের বেশিরভাগ মসজিদের ডিসাইন তাঁর করা। বোন ফৌজিয়া পড়াশোনা করেছেন হার্ভাডে। একসময় ছিলেন জন হপকিন্স ইউনিভার্সিটির নিউরোবায়োলজির হেড। সবার ছোট আফিয়া গ্র্যাজুয়েট করেছেন এমআইটি থেকে, তারপর ব্র্যান্ডেইস ইউনিভার্সিটি থেকে নিউরোসায়েন্সের ওপর পিএইচডি। এমআইটি থাকা অবস্থায় কাজ করেছেন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ ও বুদ্ধিজীবি নৌম চমস্কির সাথে। তবে আফিয়ার মূল আগ্রহ ছিল শিক্ষা নিয়ে। বিশেষ করে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে নিজ উদ্যোগে ভালোরকমের গবেষণা করেছিলেন তিনি।
.
ওয়ার অফ টে-র-রের সেই দিনগুলোতে সন্দেহভাজন ‘সন্ত্রাসীদের’ ধরিয়ে দেয়ার জন্য বিপুল পরিমাণ পুরস্কার ঘোষণা করে মার্কিনীরা। সেই সুযোগে পাকিস্তানের ‘মহান ইসলামী’ শাসকগোষ্ঠী ও আর্মি বিভিন্ন আরব ও পাকিস্তানী নাগরিকদের ধরে মার্কিনীদের কাছে বিক্রি করতে থাকে। এগুলো কোন ষড়যন্ত্র তত্ত্ব না কিন্তু। খোদ পারভেজ মোশাররফ, সেই সময়কার পাক প্রেসিডেন্ট, নিজের আত্মজীবনীতে মার্কিনীদের কাছে মুসলিমদের বিকিকিনির বিষয়টা স্বীকার করেছে গর্বের সাথে।
.
এই বিকিকিনির ফাঁদে পড়ে যান আফিয়া। ‘সন্ত্রাসী’ হবার অভিযোগে তাঁকে খুজতে শুরু করে অ্যামেরিকা। যেহেতু আফিয়া উচ্চশিক্ষিত এবং দীর্ঘ সময় অ্যামেরিকাতে থাকার অভিজ্ঞতাসম্পন্ন প্র্যাকটিসিং মুসলিম; তাই মার্কিনিদের ধারণা হয় আফিয়া নিশ্চয় অত্যন্ত উচ্চ পর্যায়ের ‘সন্ত্রাসী’দের সাথে মিলে কাজ করছে। পুরস্কারের কথা শোনামাত্র লোভে উদগ্রীব হয়ে ছুটে আসে পাক শাসকগোষ্ঠী এবং আর্মি।
.
বলা হয়ে থাকে ৫০ হাজার ডলারের বিনিময়ে আফিয়াকে মার্কিনীদের কাছে বিক্রি করা হয়। এ টাকার প্রায় পুরোটাই যায় পাকিস্তানের ‘মহান ইসলামী’ আর্মির পকেটে। যাদের মতো ভালো মুসলিম বাহিনী পৃথিবীতে নাকি আর একটাও নেই।
.
করাচী থেকে কিডন্যাপ করার পর আফিয়াকে নিয়ে যাওয়া হয়ে আফগানিস্তানের কুখ্যাত বাগরাম কারাগারে। পৃথিবীর বুকে প্রায় এক টুকরো নরকে পরিণত হওয়া বাগরামে বন্দীদের ওপর চালানো হতো চরম পর্যায়ের টর্চার। সেই বাগরামেও আফিয়ার জন্য ছিল ‘বিশেষ ট্রিটমেন্ট’। বাগরাম থেকে মুক্ত হওয়া অনেকে পরে জানাবে প্রতি রাতে এক নারীর আর্তচিৎকার শোনার কথা, এই নারীই ছিলেন আফিয়া সিদ্দিকী।
.
আফিয়া যখন বাগরামে নির্যাতিত হচ্ছেন ঠিক সেই সময়টাতে আহমাদকে কাবুলের এক কিশোর সংশোধনাগারে পাঠিয়ে দেয়া হয়। ৬ বছরের আহমাদকে বলা হয়, এখন থেকে ওর নাম ‘আলী’। নিজের আসল পরিচয় কাউকে জানালে, ওকে স্রেফ মেরা ফেলা হবে। অন্যদিকে ৪ বছরের মারইয়ামকে দুই মার্কিন নাগরিকের কাছে দত্তক হিসেবে দেয় মার্কিন সরকার।
.
২০০৮ সালে আফিয়াকে বাগরাম থেকে ছেড়ে দেয়া হয়। বলা হয় গজনীতে গেলে মেয়ে মারইয়ামকে তিনি পাবেন। ৫ বছরের ভয়ঙ্কর নির্যাতন সহ্য করা, সন্তান হারানোর ভয়ে পাগলপারা আফিয়া ঐ অবস্থাতেই ছুটে যান গজনীতে। কিন্তু তাঁকে কিডন্যাপ ও বিক্রি করা ‘মহান পাক’ আর্মি, সেই সময়কার আফগান গোয়েন্দাবাহিনীর সাথে মিলে শেষ একটা চাল চালে। তারা অ্যামেরিকানদের জানায় খুব শীঘ্রই আফিয়া নাকি গজনীর গভর্নরের ওপর আত্মঘাতী হামলা চালাতে যাচ্ছেন।

স্কুল অফ সিরাত

11 Jan, 05:19


.
একে তো নাচুনে বুড়ি, তার ওপর ঢোলের বাড়ি…এ খবর পাবার পর মার্কিনীরা পারলে রেড অ্যালার্ট জারি করে। দেখামাত্র তারা গুলি চালায় আফিয়ার ওপর। কিন্তু তারপর হতাশ হয়ে আবিস্কার করে আফিয়ার কাছে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ কিছুই নেই। ‘দুঃখজনক’ভাবে গুলি খাবার পরও বেঁচে গিয়ে মার্কিনীদের জন্য পরিস্থিতি আরও জটিল করে তোলেন আফিয়া।
.
মানবাধিকার ও ন্যায়বিচারের মহান অগ্রপথিক অ্যামেরিকা তখন নতুন এক গল্প ফাঁদে। বলে: ‘সন্দেহভাজন’ আফিয়াকে মার্কিনীরা গজনীতে বন্দী করে। সুস্থ অবস্থায়। ভয়ঙ্কর বন্দী হওয়া সত্ত্বেও তাঁকে হ্যান্ডকাফ পরানো হয়নি। এ সুযোগ কাজে লাগিয়ে এক সেনার বন্দুক কেড়ে নিয়ে এলোপাথাড়ি গুলি করে পালানোর চেষ্টা করেন তিনি। তাঁকে থামাতে বাধ্য হয়ে মার্কিনীরাও গুলি করে। এতেই আফিয়া আহত হন। তবে ‘সৌভাগ্যবশত’ আফিয়ার ‘এলোপাথাড়ি’ গুলিতে কোন মার্কিনী আহত হয়নি।
.
আফিয়ার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। আর এ অভিযোগেই নিউইয়র্কের এক কোর্টের রায়ে তাঁকে ৮৬ বছরের কারাদণ্ড দেয়া হয়। সেই থেকে ড. আফিয়া সিদ্দীকী বন্দী টেক্সাসের ফোর্ট ওয়ার্থে। মজার ব্যাপার হল এ মামলায় আফিয়ার বিরুদ্ধে আগেকার সেই ‘সন্ত্রাসবাদ’-এর কোন অভিযোগ আনা হয়নি। হয়তো অভিযোগ আনা হলে তা প্রমান করতে হবে, আর এসব অভিযোগ প্রমান করা সম্ভব না জেনেই এমন সিদ্ধান্ত নেয় মার্কিন সরকার।
.
বহু কাঠখড় পুড়িয়ে, কিডন্যাপ হবার বিশ বছর পর অল্প কিছুদিন আগে আফিয়ার সাথে দেখা করার সুযোগ পেয়েছেন তাঁর বোন ড. ফৌজিয়া এবং আইনজীবি ক্লাইভ স্মিথ। ক্লাইভ স্মিথ সম্প্রতি একটি পডক্যাস্ট ড আফিয়া সিদ্দীকীর কেইস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ওপরের লেখার তথ্যগুলো সেই আলোচনার থেকে নেয়া। মূল পডক্যাস্টের লিঙ্ক কমেন্ট দেয়া হল। আলোচনাটুকু শোনার জন্য আমি জোরালোভাবে সবাইকে অনুরোধ করবো।
.
আফিয়ার আইনজীবি ক্লাইভ স্মিথ এর আগে গুয়ানতানামো বে-র অনেক বন্দীদের নিয়ে কাজ করেছেন এবং এসব বন্দীদের অনেকে আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছেন। তিনি আশাবাদী এক সময় না এক সময় আফিয়াও মুক্তি পাবেন। আমরা আশা করি আল্লাহ অতি দ্রুত সেই দিনটি নিয়ে আসবেন। মহান আল্লাহ মুসলিম বন্দীদের কল্যাণময় মুক্তি ত্বরান্বিত করুন। আমাদের অক্ষমতা, অকর্মণ্যতা ও গাফেলতি ক্ষমা করুন।
.
ড. আফিয়া সিদ্দিকীর মুক্তির দাবিতে পিটিশন করা হয়েছে। ১০ লক্ষ স্বাক্ষরের টার্গেট পূরণ করতে আরও ১ লাখ ৭৫ হাজার স্বাক্ষর দরকার, রবিবারের মধ্যে। পিটিশনের লিংক নিচে

স্কুল অফ সিরাত

09 Jan, 12:33


আসসালামু আলাইকুম। আমাদের মুসলিম এক্সপ্রেসের সবচেয়ে ট্রেন্ডি প্রোডাক্ট এই স্মার্ট ট্যাব ৷ আপনার সন্তান, ছোটো ভাই বা বোন অথবা স্টুডেন্টদের জন্য পারফেক্ট উপহার...

বিশেষ ছাড়ে 8.5" সাইজের ট্যাবটি পাচ্ছেন মাত্র ১৯০ টাকায়, আর 12" সাইজের বড় ট্যাবটি পাচ্ছেন ৩২০ টাকায়।

আমাদের কে মূল্য জানার জন্য ইনবক্স করতে হবে না। আমরা ট্রান্সপ্যারেন্ট বিজনেসে বিশ্বাস করি। আমাদের সকল প্রোডাক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট - muslimexpress.com.bd

স্কুল অফ সিরাত

09 Jan, 08:10


স্কুল অফ সিরাত pinned «https://muslimexpress.com.bd/ আপনারা আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন।»

স্কুল অফ সিরাত

09 Jan, 08:07


https://muslimexpress.com.bd/
আপনারা আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন।

স্কুল অফ সিরাত

02 Jan, 01:18


https://youtu.be/cTzq8b9IbBA?si=i85AJDjhAR7hvhJu

স্কুল অফ সিরাত

01 Jan, 03:40


https://telegra.ph/%E0%A6%AE%E0%A6%9C%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A1%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%9B-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%A4-%E0%A6%B9%E0%A7%9F-%E0%A6%A4%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%B8-%E0%A6%B9%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%9B-%E0%A6%AF%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%AF-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%A7-%E0%A6%B2%E0%A7%9C%E0%A6%9B-%E0%A6%A4%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%95%E0%A6%87-%E0%A6%9C%E0%A6%99%E0%A6%97-%E0%A6%A4%E0%A6%95%E0%A6%AE-%E0%A6%A6%E0%A6%9A%E0%A6%9B-12-28

স্কুল অফ সিরাত

28 Dec, 12:19


শুরু হলো স্কুল অফ সিরাত কর্তৃক আয়োজিত "১০০ দিনে সিরাত পাঠ প্রজেক্ট" এর ২য় ব্যাচের রেজিষ্ট্রেশন!!!
------------------------------------------------------
“১০০ দিনে সিরাত পাঠ প্রজেক্ট” একটি সেল্ফ স্টাডি প্রজেক্ট। এই প্রজেক্টের অধীনে ১০০ দিনে সম্পূর্ন সিরাত পাঠ করার একটি চ্যালেঞ্জ দেওয়া হবে এবং একইসাথে পড়ার গতিবিধি/অগ্রগতি ট্র্যাক করা হবে।
এই প্রজেক্টে তাওহীদ প্রকাশনীর আর-রাহীকুল মাখতূম (মোহরাঙ্কিত জান্নাতি সুধা) বইটি ব্যবহার করা হবে। বইটি মোট ৫৫৬ পৃষ্ঠার। এর মধ্যে মূল পড়া শুরু ৩৪ পৃষ্ঠা থেকে। সেই হিসেবে মোট পড়তে হবে ৫২৩ পৃষ্ঠা। অর্থাৎ, ১০০ দিনে ৫২৩ পৃষ্ঠা পড়তে হবে। দিনে গড়ে ৫ পৃষ্ঠার অল্পকিছু বেশি।

এখন আমাদের কাজ কি? এই প্রজেক্টের অধীনে আমাদের কাজ হচ্ছে আপনার পড়ার গতিবিধি/অগ্রগতি ট্র্যাক করা। কিভাবে ট্র্যাক করবো? আমরা আপনাকে ১০০ দিনের একটি রোডম্যাপ দিয়ে দিবো। আপনি সেই রোডম্যাপ অনুযায়ী প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বেন। এরপর প্রতিদিনের সিলেবাসের উপর আমরা প্রতিদিন পরীক্ষা নিবো। মানে ১০০ দিনে ১০০ টা পরীক্ষা নিবো। যাতে করে আপনার দিনের পড়া দিনে কমপ্লিট হয়।
(বিঃদ্রঃ প্রতি শুক্রবার বন্ধ থাকবে)
.
প্রতিদিনের পরীক্ষার রেজাল্ট পরীক্ষা দেওয়ার সাথে সাথেই দেওয়া হবে। এতে করে আপনি নিয়মিত আপনার পড়ার গতিবিধি+অগ্রগতি ট্র্যাক করতে পারবেন। প্রতিদিন পরীক্ষা নেওয়ার ফলে প্রতিদিন পড়ার একটা চাপ থাকবে। যেহেতু প্রশ্ন ২৪ ঘণ্টা অ্যাভেইলেবল থাকবে তাই ২৪ ঘণ্টার মধ্যে পড়ে পরীক্ষা না দিলে আপনি সেদিনের পরীক্ষা মিস করবেন। ফলে মোট নাম্বারে অন্যদের তুলনায় পিছিয়ে পড়বেন। যার সর্বশেষ পরিণতি হলো নিজেকে ফাঁকি দেওয়ার পাশাপাশি আপনি ১ম, ২য় ও ৩য় পুরস্কার থেকে বঞ্চিত হবেন।
.
১ম পুরস্কারঃ ১৫০০ টাকা সমমূল্যের বই
২য় পুরস্কারঃ ১০০০ টাকা সমমূল্যের বই
৩য় পুরস্কারঃ ৫০০ টাকা সমমূল্যের বই

১০০ দিনের এই প্রজেক্টে অংশগ্রহণের জন্য আপনাকে খুবই সামান্য পরিমাণ রেজিষ্ট্রেশন ফি প্রদান করতে হবে।
রেজিষ্ট্রেশন ফিঃ ১৩০ টাকা মাত্র!
গড়ে ১টি পরীক্ষার ফি মাত্র ১.৩ টাকা। সস্তার চেয়েও সস্তা !!!
রেজিষ্ট্রেশনের লাস্ট ডেইটঃ ০৭ জানুয়ারি, ২০২৫
কার্যক্রম শুরুঃ ০৯ জানুয়ারি, ২০২৫
.
প্রজেক্টে অংশ নিতে ১৩০ টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করে নাম্বার এবং ট্রানজেকশন আইডি পেইজে মেসেজ করলে রেজিষ্ট্রেশন আইডি এবং প্রাইভেট গ্রুপের লিংক দিয়ে দেওয়া হবে।
.
বিকাশঃ 01796060459 (সেন্ড মানি)
রকেটঃ 017960604596 (সেন্ড মানি)
নগদঃ 01796060459 (সেন্ড মানি)
তিনটাই পার্সোনাল নাম্বার। তাই সেন্ড মানি করুন।

স্কুল অফ সিরাত

27 Dec, 23:51


https://www.facebook.com/profile.php?id=100091876208699&mibextid=ZbWKwL
আপনারা ফলো করতে পারেন ভাইকে।আশা করি উপকৃত হবেন।

স্কুল অফ সিরাত

27 Dec, 06:12


সৌদি এখন পাবলিক জায়গায় ক্রিসমাস গাছ স্থাপন করা হচ্ছে। অন্যদিকে, মসজিদের লাউডস্পিকার বন্ধ করার এবং শব্দের অজুহাতে মসজিদগুলোকে সীমাবদ্ধ করার পর, এখন সেই একই জায়গায় অন্য এক ধর্মের রীতি হিসেবে ক্রিসমাস গাছ স্থাপন করা হচ্ছে, যা 'খোলামেলা'তা ও উদারতার নামে করা হচ্ছে।

এগুলো তো সবচেয়ে বড় শিরক কিন্তু মাদখালিদের চোখে এগুলো পরে না।

স্কুল অফ সিরাত

26 Dec, 15:25


তোমরা জেনে রাখো।
যতই নথিপত্র পুড়িয়ে ফেলো। যতই বিশেষ ক্ষমতায় পার পেয়ে যাও৷

আখিরাতে পালাবোর পথ নেই৷ তোমার সমস্ত আমল নামা সেদিন তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে।

সেদিন আফসোস করে বলবে কি সেই আমল নামা। যেখানে আমার ক্ষুদ্র জিনিস ও বাদ যায়নি আবার বড় জিনিস ও বাদ যায়নি৷

প্রতিটি জুলুম ও দুর্নীতির বিচার হবে সেদিন।
যেদিন এই ভার বহন করার ক্ষমতা তোমার নাই৷

স্কুল অফ সিরাত

25 Dec, 02:03


খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরাজয়ের মুল কারন আমাদের চিন্তাভাবনা এক উম্মাহ কেন্দ্রিক না হয়ে জাতীয়তাবাদ কেন্দ্রিক হয়ে গেছে। যতদিন জাতীয়তাবাদের এই নিকৃষ্ট সীমানাকে আমরা মন থেকে মুছে ফেলতে না পারব ততদিন আমরা পরাধীনই থাকব। আর এই জাতীয়তাবাদকে জিইয়ে রাখার জন্য কা*ফি*র*রা তৈরি করেছে বিভিন্নধরনের খেলা। এগুলোর মাঝে ক্রিকেট, ফুটবল অন্যতম। তাই জাতীয়তাবাদকে মন থেকে মুছে ফেলতে চাইলে এসব খেলাকেও আমাদের মন থেকে ঘৃণা করতে হবে ( শারিরীক কসরতের জন্য ৩০ মিনিট বা ১ ঘন্টা ফুটবল বা ক্রিকেট খেলা যেতে পারে, কিন্তু আন্তর্জাতিক নাম দিয়ে যেগুলো খেলা হয় সেগুলোকে মন থেকে ঘৃণা এবং বয়কট করতে বলছি)।

স্কুল অফ সিরাত

23 Dec, 09:43


কেমন ছিলেন আমার নেতা?

হযরত আনাস বিন মালেক (রাঃ) হতে বর্নিত,

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝারী আকৃতির ছিলেন। বেশী লম্বা ছিলেন না, বেশী খাটো ছিলেন না। তার শরীর ছিল আকর্ষণীয়। তার চুল বেশী কোকড়ানো বা একেবারে সোজা ছিল না। তিনি ছিলেন গৌরবর্ণ বিশিষ্ট। পথ চলার সময় তিনি সামনের দিকে কিছুটা ঝুঁকে চলতেন।

মুসনাদ এ আবু ইয়ালা-৩৮৩২।।
শরহে সুন্নাহ -৩৬৪০।।

স্কুল অফ সিরাত

21 Dec, 00:51


*❝সাইয়িদুল ইস্তিগফার❞* শব্দ ভেঙ্গে ভেঙ্গে বাংলা অনুবাদ৷ by Samsul Bin Nurul Amin
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
❐ সাইয়িদুল ইস্তিগফার, বাক্যঃ- ০১

❞اَللّٰهُمَّ أَنْتَ رَبِّيْ❝

🔸আল্লা-হুম্মা (اَللّٰهُمَّ) হে আল্লাহ!
🔸আনতা (أَنْتَ) আপনি, তুমি৷
🔹রব (رَب) রব, প্রতিপালক, প্রভু, পালনকর্তা৷
🔹ই (ي) আমার৷
🔸রব্বী (رَبِّيْ) আমার রব, আমার প্রতিপালক, আমার পালনকর্তা, আমার প্রভু৷

❞اَللّٰهُمَّ أَنْتَ رَبِّيْ❝

উচ্চারণঃ- আল্লা-হুম্মা আনতা রব্বি৷

অনুবাদঃ- হে আল্লাহ! আপনি আমার রব৷
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
❐ সাইয়িদুল ইস্তিগফার, বাক্যঃ- ০২

❞لَا إِلٰهَ إِلَّا أَنْتَ❝

🔸লা- (لَا) না, নেই, নয়, নাই, নি [না বোধক]
🔸ইলাহ (إِلٰهَ) মাবুদ, ইলাহ, উপাস্য৷
🔸ইল্লা (إِلَّا) ব্যতীত, ছাড়া৷
🔸আনতা (أنتَ) আপনি, তুমি৷

❞لَا إِلٰهَ إِلَّا أَنْتَ❝

উচ্চারণঃ- লা- ইলা-হা ইল্লা আনতা৷

অনুবাদঃ- আপনি ছাড়া কোনো ইলাহ নেই৷
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
❐ সাইয়িদুল ইস্তিগফার, বাক্যঃ- ০৩

❞خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ❝

🔹খলাক্ব (خَلَقَ) সৃষ্টি করা [তিনি সৃষ্টি করেছেন]
🔹তা/আনতা (تَ) তুমি, আপনি৷
🔹নী (نِيْ) আমাকে৷
🔸খলাক্বতানী (خَلَقْتَنِيْ) আপনি আমাকে সৃষ্টি করেছেন৷
🔸ওয়া (وَ) এবং, ও, আর, অথচ, শপথ, কসম৷
🔸আনা (أَنَا) আমি৷
🔹আব্দ (عَبْد) গোলাম, বান্দা, দাস৷
🔹কা (كَ) তোমার, আপনার৷
🔸আব্দুকা (عَبْدُكَ) আপনার বান্দা, আপনার গোলাম৷

❞خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ❝

উচ্চারণঃ- খলাক্বতানী ওয়া আনা আব্দুকা৷

অনুবাদঃ- আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার গোলাম৷
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
❐ সাইয়িদুল ইস্তিগফার বাক্যঃ- ০৪

وَأَنَا عَلَى عَهْدِكَ،

🔸ওয়া (وَ) এবং, ও, আর, অথচ, শপথ, কসম৷
🔸আনা (أَنَا) আমি৷
💧ওয়া আনা (وَأَنَا) এবং আমি৷
🔸আলা (عَلَى) উপর, প্রতি, বিরুদ্ধে৷
🔹আহদ (عَهْد) অঙ্গীকার, চুক্তি, প্রতিশ্রুতি৷
🔹কা (كَ) তোমার, আপনার৷
🔸আহদিকা (عَهْدِكَ) আপনার (তাওহীদের) অঙ্গীকার৷
💧আলা আহদিকা (عَلَى عَهْدِكَ) আপনার (তাওহীদের) অঙ্গীকারের উপর রয়েছি, আপনার সঙ্গে কৃত অঙ্গীকারের উপর রয়েছি৷
▪️ওয়া আনা আলা আহদিকা (وَأَنَا عَلَى عَهْدِكَ) এবং আমি আপনার (তাওহীদের) অঙ্গীকারের উপর রয়েছি৷ / এবং আমি আপনার সঙ্গে কৃত অঙ্গীকারের উপর রয়েছি৷

وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ

🔸ওয়া (وَ) এবং, ও, আর, অথচ, শপথ, কসম৷
🔹ওয়া‘দ (وَعْد) (জান্নাতের) প্রতিশ্রুতি, ওয়াদা, প্রতিজ্ঞা৷
🔹কা (كَ) তোমার, আপনার৷
🔸ওয়া‘দিকা (وَعْدِكَ) আপনার (জান্নাতের) প্রতিশ্রুতির৷
💧ওয়া ওয়া‘দিকা (وَوَعْدِكَ) ও আপনার (জান্নাতের) প্রতিশ্রুতির৷ ও আপনার সঙ্গে কৃত প্রতিজ্ঞার৷
🔸মা (مَا) যা, না, কি৷
🔹ত্ব‘আ (طَعَى) সক্ষম হওয়া, করতে পারা, মান্য করা৷
🔸ইস্তাত্বা’তু (اِسْتَطَعْتُ) আমি করতে সক্ষম, আমি করতে পারি৷
💧মাস্তাত্বা‘তু (مَا اسْتَطَعْتُ) যা আমি সর্বোচ্চ করতে সক্ষম [অর্থাৎ- আমার সাধ্য মতো]
▪️ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু (وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ) ও আমি আমার সাধ্য মতো আপনার (জান্নাতের) প্রতিশ্রুতির উপর রয়েছি। / ও আমি আমার সাধ্য মতো আপনার সঙ্গে কৃত প্রতিজ্ঞার উপর রয়েছি৷

❞وَأَنَا عَلَى عَهْدِكَ، وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ❝

উচ্চারণঃ- ওয়া আনা আলা আহদিকা, ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু।

অনুবাদঃ- এবং আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির উপর রয়েছি।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
❐ সাইয়িদুল ইস্তিগফার বাক্যঃ- ০৫

❞أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ❝

🔸আ‘উযু (أَعُوْذُ) আমি আশ্রয় চাই, আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি পানাহ চাই৷
🔹বি (بِ) দ্বারা, প্রতি, কাছে, সাথে, দিয়ে, নিকট, সহ৷
🔹কা (كَ) তোমার, আপনার৷
🔸বিকা (بِكَ) তোমার কাছে, আপনার কাছে৷
💧আ‘উযু বিকা (أَعُوْذُ بِكَ) আমি আপনার কাছে আশ্রয় চাই।
🔸মিন (مِنْ) হতে, থেকে, অন্তর্ভুক্ত, পক্ষ থেকে৷
🔸শাররি (شَرِّ) অনিষ্ট, ক্ষতি, কুফল৷
🔹মা (مَا) যা, না, কি৷
🔹সানা‘তু (صَنَعْتُ) আমি করেছি৷
🔸মা সানা‘তু (مَا صَنَعْتُ) যা আমি করেছি, আমার কৃতকর্ম, আমার দ্বারা সৃষ্টি হয়েছে৷
💧মিন শাররি মা সানা‘তু (مِنْ شَرِّ مَا صَنَعْتُ) আমার কৃতকর্মের অনিষ্ট থেকে৷

❞أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ❝

উচ্চারণঃ- আ‘উযু বিকা মিন শাররি মা সানা‘তু৷

অনুবাদঃ- আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
❐ সাইয়িদুল ইস্তিগফার বাক্যঃ- ০৬

❞أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ❝

🔸আবূউ (أَبُوْءُ) আমি স্বীকার করছি৷
🔹লা (لَ) জন্য, অবশ্যই, কাছে৷
🔹কা (كَ) তোমার, আপনার

স্কুল অফ সিরাত

21 Dec, 00:51


🔸লাকা (لَكَ) আপনার কাছে, তোমার কাছে
🔹বি (بِ) দ্বারা, প্রতি, কাছে, সাথে, দিয়ে, নিকট, সহ৷
🔹নিইমাত (نِعْمَت) নিয়ামত, অনুগ্রহ
🔹কা (كَ) তোমার, আপনার৷
🔸বিনি‘মাতিকা (بِنِعْمَتِكَ) আপনার অনুগ্রহের প্রতি, আপনার নিয়ামতের প্রতি৷
🔹আলা (عَلَی) উপর, প্রতি, বিরুদ্ধে৷
🔹ই (ي) আমার৷
🔸আলাইয়্যা (عَلَيَّ) আমার উপর, আমাকে৷
▪️আবূউলাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা (أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ) আমি আপনার কাছে স্বীকার করছি আমার উপর আপনার নিয়ামতের প্রতি৷ / আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি৷

❞أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ❝

উচ্চারণঃ- আবূউলাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা৷

অনুবাদঃ- আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি৷
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
❐ সাইয়িদুল ইস্তিগফার বাক্যঃ- ০৭

❞وَأَبُوْءُ بِذَنْبِيْ❝

🔸ওয়া (وَ) এবং, ও, আর, অথচ, শপথ, কসম৷
🔸আবূউ (أَبُوْءُ) আমি স্বীকার করছি৷
🔹বি (بِ) দ্বারা, প্রতি, কাছে, সাথে, দিয়ে, নিকট, সহ৷
🔹যানব/যুনূ-ব (ذَنْبِ) পাপ, গুনাহ্, অপরাধ৷
🔹ই (ي) আমার৷
🔸বিযাম্বী (بِذَنْبِيْ) আমার পাপ, আমার অপরাধ৷

❞وَأَبُوْءُ بِذَنْبِيْ❝

উচ্চারণঃ- ওয়া আবূউ বিযাম্বী।

অনুবাদঃ- এবং আমি স্বীকার করছি আমার অপরাধ।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
❐ সাইয়িদুল ইস্তিগফার বাক্যঃ- ০৮

❞فَاغْفِرْ لِيْ❝

🔹ফা (فَ) অতঃপর, সুতরাং, কাজেই, ফলে, অতএব, তবে, তখন, তাহলে৷
🔹গফারা (غَفَرَ) ক্ষমা করা [তিনি ক্ষমা করেছেন]
🔹ইগফির (اِغْفِرْ) আপনি ক্ষমা করুন, তুমি ক্ষমা কর৷
🔸ফাগফির (فَاغْفِرْ) অতএব আপনি ক্ষমা করুন।
🔸লী/নী (لِيْ) আমাকে৷
▪️ফাগফির লী (فَاغْفِرْ لِيْ) অতএব আপনি আমাকে ক্ষমা করুন।

❞فَاغْفِرْ لِيْ❝

উচ্চারণঃ- ফাগফির লী৷

অনুবাদঃ- অতএব আপনি আমাকে ক্ষমা করুন।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
❐ সাইয়িদুল ইস্তিগফার বাক্যঃ- ৯

❞فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ❝

🔹ফা (فَ) অতঃপর, সুতরাং, কাজেই, ফলে, অতএব, তবে, তখন, তাহলে৷
🔹ইন্না (إِنَّ) নিশ্চয়, কেবল, প্রকৃতপক্ষে, নিশ্চয়ই৷
🔹হু (هُ) তিনি, আপনি৷
🔸ফাইন্নাহূ (فَإِنَّهُ) নিশ্চয় আপনি, কারন! নিশ্চয়ই আপনি৷
🔹লা- (لَا) না, নেই, নয়, নাই, নি [না বোধক]
🔹গফারা (غَفَرَ) ক্ষমা করা [তিনি ক্ষমা করেছেন]
🔹ইয়াগফিরু (يَغْفِرُ) তিনি ক্ষমা করে/করবে৷
🔸লা ইয়াগফিরু (لَا يَغْفِرُ) তিনি ক্ষমা করে না, ক্ষমা করতে পারে না৷
🔹যানব/যুনূ-ব (ذَنْبِ) পাপ, গুনাহ্, অপরাধ৷
🔸যুনূবা (الذُّنُوْبَ) গুনাহ্ সমূহ, পাপরাশি, পাপ সমুহ, অপরাধ সমুহ৷
🔸ইল্লা (إِلَّا) ব্যতিত, ছাড়া (আর কেউ)৷
🔸আনতা (أَنْتَ) তুমি, আপনি৷

❞فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ❝

উচ্চারণঃ- ফাইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা৷

অনুবাদঃ- নিশ্চয় আপনি ছাড়া আর কেউ পাপসমূহ ক্ষমা করে না।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
❐ সাইয়িদুল ইস্তিগফারঃ [01-03-2024]

❞اَللّٰهُمَّ أَنْتَ رَبِّيْ، لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ، وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوْءُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ❝

উচ্চারণঃ- আল্লা-হুম্মা আনতা রব্বি, লা ইলা-হা ইল্লা আনতা৷ খলাক্বতানী ওয়া আনা ‘আব্দুকা, ওয়া আনা ‘আলা ‘আহদিকা, ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু। আ‘উযু বিকা মিন শাররি মা সানা‘তু, আবূউলাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী। ফাগফির লী, ফাইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা৷

অনুবাদঃ- হে আল্লাহ! আপনি আমার রব৷ আপনি ছাড়া কোনো ইলাহ নেই৷ আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার গোলাম৷ আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি এবং আমি স্বীকার করছি আমার অপরাধ। অতএব আপনি আমাকে ক্ষমা করুন, নিশ্চয় আপনি ছাড়া আর কেউ পাপসমূহ ক্ষমা করে না।
▂▂▂▂▂▂▂
❐ ফজিলতঃ

🔹শাদ্দাদ ইবনু আউস (রাঃ) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি দিনে (সকালে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ ইসতিগফার পড়বে আর সন্ধ্যা হবার আগেই সে মারা যাবে, সে জান্নাতী হবে। আর যে ব্যক্তি রাতে (প্রথম ভাগে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ দু‘আ পড়ে নেবে আর সে ভোর হবার আগেই মারা যাবে সে জান্নাতী হবে।
[সহিহ বুখারীঃ ৬৩০৬, ৬৩২৩ (ই-ফা) ৫৮৬৭]

[নোটঃ- কোন হাদিসে, ওয়া আবূউ লাকা বিযাম্বী এসেছে, আবার কোন হাদিসে ওয়া আবূউ বিযাম্বী এসেছে, এর যে কোন একটা পড়লেই হবে৷]
▂▂▂▂▂▂▂

স্কুল অফ সিরাত

15 Dec, 07:43


সংসারে সুখী হওয়ার মুলমন্ত্র

আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল। কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেকেই বদলে যাবে। তার আচরণ, কথার টোন অটোম্যাটিক পরিবর্তন হবে। নারী শক্তিশালী কেউ না, সে শক্ত হতে গেলে ভেঙে যাবে। প্যাচাতে গেলে কেটে যাবে। সে মূলত কোমল, পানির মতো তরল। এতটাই কোমল যে, তার পরশে পৃথিবীর সবচে শক্ত পুরুষও গলে যেতে বাধ্য।

কখনো সংসারে অমিল দেখা দিলে একবার নিজেকে যাচাই করুন। দেখুন, আপনার আচরণ নারীসুলভ আছে কি না। আপনি কারো শখের নারী হওয়ার আগে ভাবুন, কারো শখের হওয়ার মতো করে তাকে ভালোবাসতে পারছেন কি না। তালাক হয়ে যাবে; সবাই উপস্থিত, সালিশ চলছে। তখনও কোনো স্ত্রী ‘নারী’ হয়ে উঠলে, কোমল স্বরে একবার পুরুষকে চাইলে, স্বামীর পাহাড়সম রাগ নিমিষেই বরফশীতল পানি হয়ে যায়। এটাই দাম্পত্যের রসায়ন। স্বামী-স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ এর মূল কারণ বোঝে না।

সেজন্য বলি, সমস্যা হলেই মায়ের কাছে ফোন নয়। আপনার পুরুষকে বুঝুন। সে বাহিরে থাকে, টাকা ইনকাম করে। বহুরকম লোকজনের সাথে তার উঠাবসা, লেনদেন। কোনো কারণে তার মেজাজ বিক্ষিপ্ত হতে পারে। নারীর কাজ যত কঠিনই হোক, সে সমাজ ফেস করে না। ফলে নিজেকে সংযত ও নিয়ন্ত্রিত রাখা তার পক্ষে সম্ভব। তাই, আপনার পুরুষ বাইরে থেকে এলে তার যত্ন নিন। চেহারা ফ্যাকাশে দেখলে তখনই কী হয়েছে জিজ্ঞেস না করে তাকে পানি দিন। বলুন একটু গোসল করে আসেন খাবার দিই। পরে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন কী হলো।

পুরুষ কখনো জেতে কখনো ঠকে। তার জেতাটা যেমন ইনজয় করেন, ঠকাটাও মেনে নিন। সে কোথাও লস করেছে মানেই তাকে বকাঝকা করবেন, এমন নয়। হেরে যাওয়ার অনুভব তারও আছে। বরং সাপোর্ট দিন। সহজ করুন। সময় বুঝে পরামর্শ দিন। এই যে ম্যানেজ করার ব্যাপার, এটা নারীদের আছে। আম্মাজান খাদিজার কথা ভাবুন। কীভাবে নবুওয়াতের প্রথম আগমন তিনি সামাল দিয়েছেন। নবিজির কথাটা মনে করুন, খাদিজা! আমি বোধহয় মারা যাব, কে আমাকে বিশ্বাস করবে? খাদিজা শান্ত গলায় নবিজির বুকের বোঝা নামিয়ে দিলেন। তাঁর প্রশংসা করলেন। ব্যক্তিগত আমল উল্লেখ করলেন। কেন খাদিজা সর্বশ্রেষ্ঠ, এই এক ঘটনা তার উপযুক্ত প্রমাণ।

ঠিক এজন্যই নারী সুকুন, নারী শান্তি, নারী পুরুষের মোহ। যে নারীর কণ্ঠ পুরুষের চেয়ে উঁচু, চলাফেরা অতি-আধুনিক, পুরুষোচিত, সে নারী ময়ূর থেকে কাক হতে চায়। নিজের মোহনীয় সৌন্দর্য ছেড়ে বিদঘুটে হতে চায়। এমন নারী যত সুন্দরীই হোক, তার সংসার হয় না। হলেও মরচে ধরে যায়। বাচ্চাকাচ্চা বা সামাজিকতার জন্য কোনরকম টিকে থাকে। একে জীবন বলে না, বলে ঘানি টেনে যাওয়া। সুতরাং নারী, আপনি বরং নারীই হোন। কোমল হোন, শান্ত হোন। নরম হোন, সুকুন হোন। দেখবেন পাথরের মতো পুরুষও, আপনার ফোঁটা ফোঁটা ভালোবাসার সামনে নিজেকে বিলিয়ে দিতে বাধ্য হবে।

-সাদিক ফারহান হাফি.

স্কুল অফ সিরাত

14 Dec, 05:22


এই চ্যানেলের পুরাতন মেম্বাদের বলছি, সিরাতের পাঠশালার বর্তমান পরিচালকের সাথে আমার যে ঝামেলা বা দ্বন্দ আছে সেটার বিচার ইনশাআল্লাহ পরকালেই হবে।বিচারক হিসেবে আল্লাহ কতই না উত্তম। এর উপর আর কোন কথা হতে পারে না। আপনারা আমাদের মাঝের প্রকৃত ঘটনা জানেন না। তাই আপনারা তার কথা বিশ্বাস করে অন্য কাউকে দোষী মনে করে নিজের পরকালকে ক্ষতির মধ্যে ফেলবেন না। জাজাকাল্লাহ খাইরান।

স্কুল অফ সিরাত

04 Dec, 13:59


১৮০ টাকার অফারের মেয়াদ কমিয়ে আগামী পরশু পর্যন্ত করা হলো।

স্কুল অফ সিরাত

30 Nov, 02:30


https://www.facebook.com/share/p/14pwMmhr1o/

স্কুল অফ সিরাত

29 Nov, 02:15


“স্কুল অফ সিরাত” আপনাদের জন্য এইবার নিয়ে এসেছে রেইন্ড্রপসের দুই খন্ডের সীরাহ বইটির উপর ১৫০ দিন ব্যাপি একটি সেলফ স্টাডি প্রজেক্ট।

আনাস (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন,لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَّالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ- ‘তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হ’তে পারবে না, যতক্ষণ না আমি তার নিকটে সর্বাধিক প্রিয় হব তার পিতা-মাতা, সন্তান-সন্ততি ও সকল মানুষ হ’তে’।(বুখারী হা/১৫; মুসলিম হা/৪৪; মিশকাত হা/৭।)
পৃথিবীর সবকিছুর চাইতে এমনকি নিজের, নিজ পরিবারের ও সন্তান-সন্ততির চাইতেও রাসূলুল্লাহ (সাঃ)-কে সর্বাধিক ভালবাসা প্রত্যেক মুসলমানের উপর অবশ্য কর্তব্য।
আর রাসুল সাঃ সম্পর্কে ভালোভাবে না জেনে কিভাবে তাকে পরিপূর্ণরূপে ভালোবাসা যেতে পারে?
আর রাসুল সাঃ কে জানার উপায় হলো তার সংগ্রামী জীবন সম্পর্কে জানা। আর তার সংগ্রামী জীবন সম্পর্কে জানার উপায় হলো বেশি বেশি সীরাহ অধ্যায়ন করা।
এখন প্রশ্ন আসতে পারে সীরাহ কী?
সীরাহ শব্দের আক্ষরিক অর্থ হলো পথ বা রাস্তা। সীরাহ বলতে এমন একটি পথ বুঝায় যার উপর দিয়ে একজন ব্যক্তি তার জীবনভর হেটে চলে। সীরাহ বলতে শুধুমাত্র রাসুল সাঃ এর জীবনী বোঝায় না বরং তা দ্বারা যে কোন ব্যক্তির জীবণীকেই বোঝানো হয়। কিন্তু মুহাম্মাদ সাঃ এর জীবনীর সাথে সীরাহ শব্দটি এত বেশি ব্যবহার করা হয়েছে যে, সীরাহ বলতে অধিকাংশ সময় নবীজি মুহাম্মাদ সাঃ এর জীবনীকেই বোঝানো হয়।
সীরাহ অধ্যায়নের গুরুত্বঃ
রাসুল সাঃ এর জীবনকে ঘিরেই ইসলামের ইতিহাস। তার জীবন অধ্যায়নের মাধ্যমেই ইসলামের আসল ইতিহাস জানা যাবে, অর্থাৎ তার পুরো জীবনকাল হলো ইসলামের ইতিহাস জানার একটি উপযুক্ত মাধ্যম। তার জীবনের বিভিন্ন ঘটনা ও পরিস্থিতিগুলো জানা বর্তমান সময়ের দাওয়াতি কাজের জন্য খুবই জরুরি। রাসুল সাঃ এর সীরাহ অধ্যয়ন তাই নিছক একজন ব্যক্তির জীবন নিয়ে আলোচনা নয় বরং রাসুল সাঃ এর সীরাহ হলো মুসলিম জাতির ইতিহাস, দ্বীন ইসলামের ইতিহাস।
রাসুল সাঃ এর জীবনী সম্পর্কে জানার একটি ভালো মাধ্যম হতে পারে “স্কুল অফ সিরাত”। “স্কুল অফ সিরাত” আপনাদের জন্য নিয়ে এসেছে রেইনড্রপস মিডিয়া কর্তৃক রচিত দুই খন্ডের সীরাহ বইটির উপরে ১৫০ দিন ব্যাপি একটি সেলফ স্টাডি প্রজেক্ট। যারা অতি ব্যস্ততার কারনে বা অলসতার কারনে সিরাত পড়তে পারেন না তাদের জন্যই মুলত এই প্রজেক্ট ডিজাইন করা হয়েছে।
এই প্রজেক্টের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে অতিব্যস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহিণী-চাকুরীজীবী-ব্যবসায়ী-ডাক্তার-ইঞ্জিনিয়ার-আইনজীবী সকলেই অংশগ্রহণ করতে পারে। অনেকটা ম্যারাথন স্টাইলে। যতো ব্যস্ততাই থাকুক না কেনো রুটিনের মধ্যে থাকলে দিনে মাত্র ৫ পেজ পড়াই যায়। আর রুটিনের মধ্যে না থাকলে দিনে ৫ পেজ তো দূরের কথা, মাসে বা বছরেও ৫ পেজ পড়া হয় না। এটাই বাস্তবতা। রেগুলারিটি মেইনটেইন করে ধীরে ধীরে পড়ার ফলে পড়াটাও ভালো হবে।
এখন আমাদের কাজ কি? এই প্রজেক্টের অধীনে আমাদের কাজ হচ্ছে আপনার পড়ার গতিবিধি/অগ্রগতি ট্র্যাক করা। কিভাবে ট্র্যাক করবো? আমরা আপনাকে ১৫০ দিনের একটি রোডম্যাপ দিয়ে দিবো। আপনি সেই রোডম্যাপ অনুযায়ী প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বেন। এরপর প্রতিদিনের সিলেবাসের উপর আমরা প্রতিদিন পরীক্ষা নিবো। মানে ১৫০ দিনে ১৫০ টা পরীক্ষা নিবো। যাতে করে আপনার দিনের পড়া দিনে কমপ্লিট হয়।
(বিঃদ্রঃ প্রতি শুক্রবার বন্ধ থাকবে)
প্রতিদিনের পরীক্ষার রেজাল্ট পরীক্ষা দেওয়ার সাথে সাথেই দেওয়া হবে। এতে করে আপনি নিয়মিত আপনার পড়ার গতিবিধি+অগ্রগতি ট্র্যাক করতে পারবেন। প্রতিদিন পরীক্ষা দেওয়ার ফলে আপনি রাসুল সাঃ এর জীবনী আরও ভালোভাবে জানতে পারবেন। ১৫০ দিনে ১৫০ টি পরীক্ষা নেওয়ার পরে পুরো বইয়ের উপরে একটি বা দুটি বা তিনটি ফাইনাল পরীক্ষা নেয়া হবে। যার উপর ভিত্তি করেই ১ম, ২য়,ও ৩য় সহ মোট সাত জনকে পুরুষ্কারের জন্য নির্বাচিত করা হবে ইনশাআল্লাহ। ( যেহেতু প্রজেক্টে অংশগ্রহনকারীর অনেকে শেষ পর্যন্ত পরীক্ষা কন্টিনিউ করতে পারে না তাই সবগুলো পরীক্ষা শেষে ১/২/৩ টি ফাইনাল পরীক্ষা নেয়া)
১৫০ দিনের এই প্রজেক্টে অংশগ্রহণের জন্য আপনাকে খুবই সামান্য পরিমাণ রেজিষ্ট্রেশন ফি প্রদান করতে হবে।
রেজিষ্ট্রেশন ফিঃ ২০০ টাকা মাত্র!
গড়ে ১টি পরীক্ষার ফি মাত্র ১.৩৩ টাকা। সস্তার চেয়েও সস্তা !!!

রেজিষ্ট্রেশনের লাস্ট ডেইটঃ ১৫ ই ডিসেম্বর ২০২৪
কার্যক্রম শুরুঃ১৭ই ডিসেম্বর ২০২৪
.
প্রজেক্টে অংশ নিতে ২০০ টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করে নাম্বার এবং ট্রানজেকশন আইডি পেইজে মেসেজ করলে রেজিষ্ট্রেশন আইডি এবং প্রাইভেট গ্রুপের লিংক দিয়ে দেওয়া হবে।
.
বিকাশঃ 0179 60 60 459 (সেন্ড মানি)
রকেটঃ 0179 60 60 459 6 (সেন্ড মানি)
নগদঃ 0179 60 60 459 (সেন্ড মানি)
তিনটাই পার্সোনাল নাম্বার। তাই সেন্ড মানি করুন।

স্কুল অফ সিরাত

28 Nov, 08:28


রেইনড্রপসের সীরাহ ২ খন্ডের মোট পৃষ্ঠা ৭৭৪।
প্রতিদিন ৫ পৃষ্টা করে পড়লে ১৫০ দিন লাগবে আবার প্রতিদিন ৬ পৃষ্ঠা করে পড়লে ১৩০ দিন।
আপনারা মতামত দিন কয়দিনে শেষ করলে ভালো হবে।

স্কুল অফ সিরাত

27 Nov, 15:53


ইনশাআল্লাহ আমরা সামনে রেইনড্রপসের দুই খন্ডের সীরাহ নিয়ে প্রজেক্ট করতে চাচ্ছি। আশা করি আপনারা সবাই স্কুল অফ সিরাতের সাথেই থাকবেন।

বাংলা ভাষায় যত সিরাত আছে এটা সবচেয়ে বেস্ট সবচেয়ে।
জেনারেল শিক্ষিতদের জন্য আরও সবচেয়ে বেস্ট।
হাইলি রিকমন্ডেড।
ইনশাআল্লাহ আপনারা সবাই উপকৃত হবেন আশা করি।

স্কুল অফ সিরাত

26 Nov, 12:32


আসিফ আদনান ভাইয়ের টাইমলাইন থেকে নেয়া।

এই ভাইকে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আজ হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি মতে, তাকে জবাই করা হয়েছে এবং তাও পুলিশের সামনে। হ্যা, কারওয়ান বাজারে হেডম দেখানো সেই পুলিশের সামনে।
.
আল্লাহ এই ভাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন। শহীদের মর্যাদা দিন। তাকে শুধু মুসলিম হবার কারনে হত্যা করা হলো।
.
চট্টগ্রামের আইনজীবি ভাইরা থেকে শুরু করে সাধারন জনগন রাস্তায় নেমেছেন। আমি জানি কথাটা শুনতে এখন ভালো লাগবে না, তবে এখন আমাদের মুসলিমদের মাথা ঠান্ডা রাখতে হবে।
.
বিন্দুত্বব।।দীরা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কিন্তু দাঙ্গা লাগলে সরকার, মিডিয়া, সুশীল, বিপ্লবী-উপদেষ্টারা আমাকে-আপনাকেই ভিলেন বানাবে। আবার দাঙ্গার খবরকে ব্যবহার করে বহির্বিশ্বে বিন্দুত্ববাদীরা প্রচারণা চালাবে, যেগুলো হ্যান্ডেল করার ক্যাপাসিটি এই এনজিও সরকার এবং ডারতের প্রতি নতজানু নীতি গ্রহন করা ডানপন্থীদের নেই।
.
বাংলাদেশ অস্তিত্বের সংকটের মুখোমুখি। বিন্দুত্ববাদ বাংলাদেশে এতোদিন শক্তি সঞ্চয় করেছে, আজকে প্রকাশ্যে বড় আঘাত হানলো। আগামীর সংঘাতের সূচনা আজ হয়ে গেছে।
.
এই সংকট মোকাবেলা করে টিকে থাকতে হলে ইসলামের দিকে আসতে হবে। এটা মানুষকে বুঝতে হবে, সরকারকেও বুঝতে হবে। ইসলাম ছাড়া আর কোন কিছু দিয়ে, আর কোন কিছু আকড়ে ধরে এ সংঘাতের মোকাবেলা করা যাবে না।
.
বীর চট্টলাবাসী অস্তিত্ব রক্ষার এ লড়াইয়ে বিশেষ ভূমিকা রাখবে ইন শা আল্লাহ। ডারতীয় টিভিতেও ওরাচট্টগ্রাম আক্রমনের কথা বলে। আর আজ ওরা আমার ভাইকে হত্যাও করলো চট্টগ্রামে। তাই চট্টগ্রামবাসী সংকটের বাস্তবতা অনুধাবন করুন। একই সাথে আবেগকে নিয়ন্ত্রন করতে হবে। বুঝতে হবে সময় ও প্রেক্ষাপটকে।
.
বিন্দুত্ববাদ ও ডারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক কঠিন লড়াইয়ের সামনে আমরা। এখানে কাজ করতে হবে, মাথা ঠান্ডা রেখে, প্রতিশোধের আগুন বুকে সযত্নে জ্বালিয়ে রেখে, দীর্ঘমেয়াদী লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে৷ ঘটনাপ্রবাহ কোন মতেই যেন দাঙ্গার দিকে না যায়, তার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
.
আরেকটা কথা। আজকের ঘটনা লিটমাস টেস্ট। সমন্বয়ক, ছাত্র উপদেষ্টা, নাগরিক কমিটি, বুদ্ধিজীবি, ইনফ্লুয়েন্সার, 'আন্দোলনের স্টেকহোল্ডার', মিডিয়া - আজকে কোন অবস্থান নেয় তা থেকে শত্রুমিত্র বিভাজন স্পষ্ট হয়ে যাবে৷ এবার যেন আর ভুল না হয়।
.
সতর্ক থাকুন, সংকল্প করুন।
আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন।

স্কুল অফ সিরাত

26 Nov, 10:54


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসী চিন্ময়কে নিয়ে দেওয়া বিবৃতিটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ, যা দেশের সার্বভৌমত্বের জন্য একটি গুরুতর হুমকি।

(অবশেষে নিশ্চিত হওয়া গেল যে চিন্ময় আসলে কার স্বার্থে কাজ করে। এতদিন বিষয়টি নিয়ে অভিযোগ ছিল, এখন তা পুরোপুরি স্পষ্ট।)

এখন দেখার বিষয়, সরকার এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করে।

স্কুল অফ সিরাত

26 Nov, 10:51


ইসকনী মুসলিম বিষয়ে পরিস্কার বার্তা!
লিখেছেন: মাওলানা লুতফর ফরাজী

যারা নামধারী মুসলিম হবার পরও ইসকনের মতো সা ম্প্র দা য়িক হি ন্দু ত্ব বা দী সংগঠনের মিছিল মিটিং ও তাদের কার্যক্রমে অংশগ্রহণ করে তাদের বিষয়ে পরিস্কার কয়েকটি কথা জেনে রাখুন:


এ সকল লোক নতুন করে ঈমান নবায়ন ছাড়া তাদের সাথে মুসলমানদের মতো আচরণ করবেন না।

যেহেতু তারা নিজেদের হি ন্দু পরিচয় দিয়ে হি ন্দু দের মিছিলে শরীক হয়েছে, সুতরাং তাদের সাথে মুসলমানদের বিবাহ শাদী বিশুদ্ধ থাকবে না।

তাদের মৃত্যুর পর মুসলমানদের মতো জানাযা দেয়া যাবে না।

মুসলমানদের কবরস্থানে তাদের দাফন করা যাবে না।

যে নাম ধারণ করেছে তাদের মতোই মৃত্যুর পর শ্বশানঘাটে নিয়ে পুড়ানোর ব্যবস্থা করতে হবে।

যতক্ষণ পর্যন্ত খাস দিলে তওবা করে ঈমান নবায়ন না করবে ততোক্ষণ পর্যন্ত তাদের সাথে উপরোক্ত আচরণই যথার্থ ও সঠিক।

স্কুল অফ সিরাত

24 Nov, 14:28


সেক্যুলারদের জন্য স্বাধীনতা এসেছিল, মুসলমান এখনও আজাদী পায়নায়।

আমাদের বিপ্লব আসবেই, হয় আমিই সাক্ষ্য হবো নতুন দিনের, নয় আমার সন্তান।

আজাদী আসবেই, ইন শা আল্লাহ।

আমার দ্বীন, আমার জমীন।
বাংলাদেশের জমীনে ভারতের আধিপত্য চলবে না।

স্কুল অফ সিরাত

24 Nov, 14:26


এ পর্যন্ত অনেকগুলো আন্দোলনের মাধ্যমে লীগ ফেরার চেষ্টা করেছে, কোন আন্দোলনে গুলি চলে নাই। কিন্তু আজ শান্তিপূর্ণ কর্মসূচীকে এভাবে দমন করা হলো৷ কালচারাল জমিদারদের ক্ষমতার প্রদর্শনি এটা।
তবে এটা ওদের পতনের শুরু, ইনশাআল্লাহ। বল প্রয়োগ করে ওরা আমাদের থামাতে পারবে না। আমরা তোমাদের শত্রুতা কবুল করলাম। হয় তোমরা ধ্বংস হবা, অথবা আমরা - সে পর্যন্ত যুদ্ধ চলবে।
কালচারাল ওয়ার, অস্ত্রের যুদ্ধের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। আমাদের ঘুমানোর সময় না এখন।

স্কুল অফ সিরাত

23 Nov, 02:54


আজকে রাত ১২ টা পর্যন্ত আর রাহিকুল মাখতুমের ১০০ দিনের প্রজেক্টে রেজিষ্ট্রেশন করতে পারেন।
আগামীকাল থেকে প্রজেক্টের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।

স্কুল অফ সিরাত

22 Nov, 03:01


এই পেইজকে লাইক ফলো দিয়ে রাখতে পারেন। প্রতিনিয়ত সিরাহ নিয়ে ভালো ভালো লেখা পাবেন।

https://www.facebook.com/mbstu.seerah.circle?mibextid=ZbWKwL

স্কুল অফ সিরাত

21 Nov, 08:26


২২ ই নভেম্বর রাত ১২ টা পর্যন্ত রেজিস্ট্রেশনের লাস্ট ডেইট। ২৪ ই নভেম্বর থেকে আর রাহিকুল মাখতুমের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। তাই যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা তারাতাড়ি করে ফেলুন। জাজাকাল্লাহ খইরন।

স্কুল অফ সিরাত

19 Nov, 05:29


📢 Something Sweet and Special is Coming Soon! 🍯

Assalamualaikum dear family! At Muslim Express, we believe quality comes before everything. Alhamdulillah, our commitment is to bring you the purest, highest-quality products—not just quick profits or quantity. We're here for the long run, In Sha Allah, dedicated to ensuring you receive products that you can trust and enjoy with peace of mind.

Stay connected with us, because a brand grounded in integrity and quality is in the making—not a random trial. Your trust means everything to us.

💛 Stay tuned, stay with Muslim Express!

স্কুল অফ সিরাত

19 Nov, 05:20


https://www.facebook.com/profile.php?id=61568148086502&mibextid=ZbWKwL
আপনারা যারা বই কিনতে আগ্রহী তারা আমাদের থেকে কিনতে পারেন। বাজারের থেকে খুব কম মূল্যে বই পাবেন ইনশাআল্লাহ।
আমাদের ওয়েবসাইটের কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি শেষের দিকে।

স্কুল অফ সিরাত

15 Nov, 01:33


https://www.facebook.com/share/p/14oArhzUSf/

স্কুল অফ সিরাত

15 Nov, 01:33


শুরু হলো স্কুল অফ সিরাত কর্তৃক আয়োজিত "১০০ দিনে সিরাত পাঠ প্রজেক্ট" এর ১ম ব্যাচের রেজিষ্ট্রেশন!!!
------------------------------------------------------
“১০০ দিনে সিরাত পাঠ প্রজেক্ট” একটি সেল্ফ স্টাডি প্রজেক্ট। এই প্রজেক্টের অধীনে ১০০ দিনে সম্পূর্ন সিরাত পাঠ করার একটি চ্যালেঞ্জ দেওয়া হবে এবং একইসাথে পড়ার গতিবিধি/অগ্রগতি ট্র্যাক করা হবে।
এই প্রজেক্টে তাওহীদ প্রকাশনীর আর-রাহীকুল মাখতূম (মোহরাঙ্কিত জান্নাতি সুধা) বইটি ব্যবহার করা হবে। বইটি মোট ৫৫৬ পৃষ্ঠার। এর মধ্যে মূল পড়া শুরু ৩৪ পৃষ্ঠা থেকে। সেই হিসেবে মোট পড়তে হবে ৫২৩ পৃষ্ঠা। অর্থাৎ, ১০০ দিনে ৫২৩ পৃষ্ঠা পড়তে হবে। দিনে গড়ে ৫ পৃষ্ঠার অল্পকিছু বেশি।
এখন আমাদের কাজ কি? এই প্রজেক্টের অধীনে আমাদের কাজ হচ্ছে আপনার পড়ার গতিবিধি/অগ্রগতি ট্র্যাক করা। কিভাবে ট্র্যাক করবো? আমরা আপনাকে ১০০ দিনের একটি রোডম্যাপ দিয়ে দিবো। আপনি সেই রোডম্যাপ অনুযায়ী প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বেন। এরপর প্রতিদিনের সিলেবাসের উপর আমরা প্রতিদিন পরীক্ষা নিবো। মানে ১০০ দিনে ১০০ টা পরীক্ষা নিবো। যাতে করে আপনার দিনের পড়া দিনে কমপ্লিট হয়।
(বিঃদ্রঃ প্রতি শুক্রবার বন্ধ থাকবে)
.
প্রতিদিনের পরীক্ষার রেজাল্ট পরীক্ষা দেওয়ার সাথে সাথেই দেওয়া হবে। এতে করে আপনি নিয়মিত আপনার পড়ার গতিবিধি+অগ্রগতি ট্র্যাক করতে পারবেন। প্রতিদিন পরীক্ষা নেওয়ার ফলে প্রতিদিন পড়ার একটা চাপ থাকবে। যেহেতু প্রশ্ন ২৪ ঘণ্টা অ্যাভেইলেবল থাকবে তাই ২৪ ঘণ্টার মধ্যে পড়ে পরীক্ষা না দিলে আপনি সেদিনের পরীক্ষা মিস করবেন। ফলে মোট নাম্বারে অন্যদের তুলনায় পিছিয়ে পড়বেন। যার সর্বশেষ পরিণতি হলো নিজেকে ফাঁকি দেওয়ার পাশাপাশি আপনি ১ম, ২য় ও ৩য় পুরস্কার থেকে বঞ্চিত হবেন।
.
১ম পুরস্কারঃ ১৫০০ টাকা সমমূল্যের বই
২য় পুরস্কারঃ ১০০০ টাকা সমমূল্যের বই
৩য় পুরস্কারঃ ৫০০ টাকা সমমূল্যের বই
৯০ দিনের এই প্রজেক্টে অংশগ্রহণের জন্য আপনাকে খুবই সামান্য পরিমাণ রেজিষ্ট্রেশন ফি প্রদান করতে হবে।
রেজিষ্ট্রেশন ফিঃ ১২০ টাকা মাত্র!
গড়ে ১টি পরীক্ষার ফি মাত্র ১.২ টাকা। সস্তার চেয়েও সস্তা !!!
রেজিষ্ট্রেশনের লাস্ট ডেইটঃ ২২ নভেম্বর, ২০২৪
কার্যক্রম শুরুঃ২৪ নভেম্বর, ২০২৪
.
প্রজেক্টে অংশ নিতে ১২০ টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করে নাম্বার এবং ট্রানজেকশন আইডি পেইজে মেসেজ করলে রেজিষ্ট্রেশন আইডি এবং প্রাইভেট গ্রুপের লিংক দিয়ে দেওয়া হবে।
.
বিকাশঃ 0179 60 60 459 (সেন্ড মানি)
রকেটঃ 0179 60 60 459 6 (সেন্ড মানি)
নগদঃ 0179 60 60 459 (সেন্ড মানি)
তিনটাই পার্সোনাল নাম্বার। তাই সেন্ড মানি করুন।

স্কুল অফ সিরাত

15 Nov, 01:30


https://www.facebook.com/share/p/14oArhzUSf/

স্কুল অফ সিরাত

13 Nov, 16:58


https://youtu.be/ef3TZsuW4yI

স্কুল অফ সিরাত

13 Nov, 16:57


হাটাহাটি পা পা করে পরিপূর্ণ শরীয়াহ ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে ইমারতে ইসলামি আফগানিস্তান। তারই পদক্ষেপ হিসেবে আজকে তারা আনুষ্ঠানিকভাবে "কিসাস" বাস্তবায়ন করেছে।

পাকতিয়া প্রদেশের কেন্দ্রস্থল গারদেজ স্পোর্টস স্টেডিয়ামে লাখো মানুষের উপস্থিতিতে এই শরীয়াহ আইন বাস্তবায়ন করা হয়। "কিসাস" দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো জনতা ছুটে আসে এবং স্বচক্ষে খুনের বিচার দেখে শিক্ষার্জন করে।

অথচ আমাদের দেশে বিচার হয় গোপনে, একটা বিচার কার্যকর হতে হতে বিচারপ্রার্থী মরে তার নাতি-পুতিরা বুড়ো হয়ে যায়। যার ফলে অপরাধের শাস্তির কোনও মূল্য থাকে না। মানুষ শাস্তিকে ভয় পায় না।

অথচ ইসলামী শরীয়াহ খুব দ্রুত ন্যায়সংগত বিচার নিশ্চিত করে এবং তা জনসম্মুখে কার্যকর করে। যাতে একটি শাস্তি দেখে লাখো মানুষ সংশোধন হয়ে যায়।

হায়! এই সোনালী যুক কি আমরা ফিরে পাবো?

স্কুল অফ সিরাত

07 Nov, 11:29


আপনারা যারা সীতাকুন্ডু চন্দ্রনাথ পাহাড়ে উঠেছেন, তারা পাহাড়ের পূর্ব-দক্ষিণ এবং উত্তর পশ্চিম সাইডের মোটা গাছ গুলোকে কখনও খেয়াল করেছেন? যদি কখনও সুযোগ হয় তাহলে দেখবেন- কিছু গাছের এপাশ-ওপাশ ছিদ্র হয়ে আছে, কিছু গাছের একপাশে বেশ গভীর ক্ষত, কিন্তু অপর পাশে নেই। আপনি এই লাইনে এক্সপারটিজ হলে সহজেই ধরে ফেলবেন ক্ষতটা কিসের?

ক্ষতগুলো বুলেটের।

আমার সোর্স এতটুকু কনফার্ম করেই বলেছেন “বুলেট গুলো 12.7‌×99 অথবা 12.7×108 mm ক্যালিবারের”, যেগুলো স্নাইপার রাইফেলে ব্যবহার করা হয়।

খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবেন, বুলেটের ছিদ্র থাকা গাছগুলোর অপজিটে স্ট্রেইট ফরোয়ার্ড বা 45° কিংবা 90° এঙ্গেলে ৪০০/৬০০ মিটারের কোনো ব্যারিয়ার নেই। অর্থাৎ এখানে প্রাকটিস হয় এবং আসলেই হয়।

চট্টগ্রামের স্থানীয় যে কেউ ভাল জানবেন, রাতের বেলা এই পাহাড়ে উঠতে গেলে স্থানীয় ছেলেপেলেরা বাঁধ সাধে।

আপনারা সেনাবাহিনীর কথা বলতে পারেন। সত্যি বলতে, এদের গায়ে ফুলের টোকা দেওয়ার ক্ষমতাও সেনাবাহিনীর নেই।

এই বিষয়টা নিয়ে আগামীকাল বিস্তারিত একটা লিখা দিব ইনশাআল্লাহ। আজকের তথ্যটুকু স্মরণে রাখতে পারলে আগামীকালের লেখার সাথে অবশ্যই ডট মিলাতে পারবেন।

সাফিন রহমান

স্কুল অফ সিরাত

06 Nov, 22:49


প্রতিটি হিন্দুর স্বপ্ন এরকমই। বাংলাদেশকে অখন্ড ভারতের অংশ বানানো, মুসলিমদের কে ভারতীয় উপমহাদেশে থেকে জাতিগতভাবে নিধন করা, রাম রাজত্ব কায়েম করা। আরও অনেক। তাই কোন হিন্দুকেই ইনোসেন্ট মনে করার সুযোগ নেই। ইয়াহুদী এবং মুশরিকরাই মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ পোষণ করে।

স্কুল অফ সিরাত

05 Nov, 06:36


https://www.facebook.com/share/p/tXqXf5UDsERtsSH1/?mibextid=oFDknk

স্কুল অফ সিরাত

01 Nov, 13:20


আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা এখানে আছেন আপনারা হয়তবা আর রাহিকুল মাখতুম অনেকেই পড়েছেন। শুধু আর রাহিকুল মাখতুম পড়লেই কি সিরাত জানা হয়ে যাবে? না, শুধু আর রাহিকুল মাখতুম পড়লেই আপনারা সিরাত সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে পারবেন না। সিরাত সম্পর্কে ভালো ধারনা লাভের জন্য আপনাদের কে কয়েকরকম সিরাত গ্রন্থ পড়তে হবে। তাই আপনারা সাইয়েদ আবুল হাসান নদভী কর্তৃক রচিত সিরাত গ্রন্থ "নবীয়ে রহমত" এর প্রজেক্টে অংশগ্রহন করতে পারেন। আর হ্যা আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। এই মাসের ১৫ তারিখ থেকে স্কুল অফ সিরাতের পক্ষ থেকে আর রাহিকুল মাখতুমের উপরে ১ম ব্যাচের রেজিস্ট্রেশন শুরু হবে ইনশাআল্লাহ। রেজিস্ট্রেশন ফি সস্তার চেয়ে সস্তা হবে ইনশাআল্লাহ। আর রাহিকুল মাখতুমের জন্য আপনারা আগে যত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তার চেয়ে অনেক কম ফি নেয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই স্কুল অফ সিরাতের উপরে ভরসা করতে পারেন। আপনাদের জন্য দারুন কিছু নিয়ে আসবে স্কুল অফ সিরাত। ইনশাআল্লাহ।

স্কুল অফ সিরাত

01 Nov, 02:05


স্কুল অফ সিরাত pinned «শুরু হলো স্কুল অফ সিরাত কর্তৃক আয়োজিত "৯০ দিনে সিরাত পাঠ প্রজেক্ট" এর ১ম ব্যাচের রেজিষ্ট্রেশন!!! ------------------------------------------------------ “৯০ দিনে সিরাত পাঠ প্রজেক্ট” একটি সেল্ফ স্টাডি প্রজেক্ট। এই প্রজেক্টের অধীনে ৯০ দিনে সম্পূর্ন সিরাত পাঠ…»

স্কুল অফ সিরাত

01 Nov, 02:04


শুরু হলো স্কুল অফ সিরাত কর্তৃক আয়োজিত "৯০ দিনে সিরাত পাঠ প্রজেক্ট" এর ১ম ব্যাচের রেজিষ্ট্রেশন!!!
------------------------------------------------------
“৯০ দিনে সিরাত পাঠ প্রজেক্ট” একটি সেল্ফ স্টাডি প্রজেক্ট। এই প্রজেক্টের অধীনে ৯০ দিনে সম্পূর্ন সিরাত পাঠ করার একটি চ্যালেঞ্জ দেওয়া হবে এবং একইসাথে পড়ার গতিবিধি/অগ্রগতি ট্র্যাক করা হবে।
এই প্রজেক্টে সাইয়েদ আবুল হাসান আলী নাদভী রচিত “নবীয়ে রহমত” বইটি ব্যবহার করা হবে। বইটি মোট ৫২০ পৃষ্ঠার। এর মধ্যে মূল পড়া শুরু ৪৫ পৃষ্ঠা থেকে আবার শেষের দিকে কিছু অতিরিক্ত পৃষ্টা আছে। সেই হিসেবে মোট পড়তে হবে ৪৬৩ পৃষ্ঠা। অর্থাৎ, ৯০ দিনে ৪৬৩ পৃষ্ঠা পড়তে হবে। দিনে গড়ে ৫ পৃষ্ঠার অল্পকিছু বেশি।
.
এখন আমাদের কাজ কি? এই প্রজেক্টের অধীনে আমাদের কাজ হচ্ছে আপনার পড়ার গতিবিধি/অগ্রগতি ট্র্যাক করা। কিভাবে ট্র্যাক করবো? আমরা আপনাকে ৯০ দিনের একটি রোডম্যাপ দিয়ে দিবো। আপনি সেই রোডম্যাপ অনুযায়ী প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বেন। এরপর প্রতিদিনের সিলেবাসের উপর আমরা প্রতিদিন পরীক্ষা নিবো। মানে ৯০ দিনে ৯০ টা পরীক্ষা নিবো। যাতে করে আপনার দিনের পড়া দিনে কমপ্লিট হয়।
(বিঃদ্রঃ প্রতি শুক্রবার বন্ধ থাকবে)
.
প্রতিদিনের পরীক্ষার রেজাল্ট পরীক্ষা দেওয়ার সাথে সাথেই দেওয়া হবে। এতে করে আপনি নিয়মিত আপনার পড়ার গতিবিধি+অগ্রগতি ট্র্যাক করতে পারবেন। প্রতিদিন পরীক্ষা নেওয়ার ফলে প্রতিদিন পড়ার একটা চাপ থাকবে। যেহেতু প্রশ্ন ২৪ ঘণ্টা অ্যাভেইলেবল থাকবে তাই ২৪ ঘণ্টার মধ্যে পড়ে পরীক্ষা না দিলে আপনি সেদিনের পরীক্ষা মিস করবেন। ফলে মোট নাম্বারে অন্যদের তুলনায় পিছিয়ে পড়বেন। যার সর্বশেষ পরিণতি হলো নিজেকে ফাঁকি দেওয়ার পাশাপাশি আপনি ১ম, ২য় ও ৩য় পুরস্কার থেকে বঞ্চিত হবেন।
.
১ম পুরস্কারঃ ১৫০০ টাকা সমমূল্যের বই
২য় পুরস্কারঃ ১০০০ টাকা সমমূল্যের বই
৩য় পুরস্কারঃ ৫০০ টাকা সমমূল্যের বই

৯০ দিনের এই প্রজেক্টে অংশগ্রহণের জন্য আপনাকে খুবই সামান্য পরিমাণ রেজিষ্ট্রেশন ফি প্রদান করতে হবে।
রেজিষ্ট্রেশন ফিঃ ১২০ টাকা মাত্র!
গড়ে ১টি পরীক্ষার ফি মাত্র ১.৩৩ টাকা। সস্তার চেয়েও সস্তা !!!

রেজিষ্ট্রেশনের লাস্ট ডেইটঃ ১০ নভেম্বর, ২০২৪
কার্যক্রম শুরুঃ১১ নভেম্বর, ২০২৪
.
প্রজেক্টে অংশ নিতে ১২০ টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করে নাম্বার এবং ট্রানজেকশন আইডি পেইজে মেসেজ করলে রেজিষ্ট্রেশন আইডি এবং প্রাইভেট গ্রুপের লিংক দিয়ে দেওয়া হবে।
.
বিকাশঃ 0179 60 60 459 (সেন্ড মানি)
রকেটঃ 0179 60 60 459 6 (সেন্ড মানি)
নগদঃ 0179 60 60 459 (সেন্ড মানি)
তিনটাই পার্সোনাল নাম্বার। তাই সেন্ড মানি করুন।
.
বিঃ দ্রঃ এই প্রজেক্টের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে অতিব্যস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহিণী-চাকুরীজীবী-ব্যবসায়ী-ডাক্তার-ইঞ্জিনিয়ার-আইনজীবী সকলেই অংশগ্রহণ করতে পারে। অনেকটা ম্যারাথন স্টাইলে। যতো ব্যস্ততাই থাকুক না কেনো রুটিনের মধ্যে থাকলে দিনে মাত্র ৫ পেজ পড়াই যায়। আর রুটিনের মধ্যে না থাকলে দিনে ৫ পেজ তো দূরের কথা, মাসে বা বছরেও ৫ পেজ পড়া হয় না। এটাই বাস্তবতা। রেগুলারিটি মেইনটেইন করে ধীরে ধীরে পড়ার ফলে পড়াটাও ভালো হবে।
.
সিরাত জানা প্রতিটা মুসলিমের জন্য অনেক অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাসুল সাঃ বলেছেন, “তোমাদের কেউ মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই।”
আর রাসুল সাঃ সম্পর্কে ভালোভাবে না জেনে কিভাবে তাকে পরিপূর্ণরূপে ভালোবাসা যেতে পারে?
.
কিছু কমন প্রশ্ন ও তার উত্তরঃ
১। আমার কাছে অন্য প্রকাশনীর বই আছে। এটা দিয়ে কি আমি অংশগ্রহণ করতে পারবো?
উঃ পারবেন। আমরা পিডিএফ বই দিয়ে দিবো। আপনি পিডিএফ দেখে আপনার কাছে থাকা বইয়ের সাথে টপিক মিলিয়ে পড়বেন। সমস্যা হবে না আশা করি।
২। পরীক্ষা কোথায় নেওয়া হবে? কিভাবে নেওয়া হবে? বিস্তারিত বললে ভালো হতো।
উঃ পরীক্ষা গুগল ফর্মের মাধ্যমে নেওয়া হবে। প্রতিদিন ১৫-২০ মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। প্রতিদিন রাত ১০টায় প্রশ্নপত্র আপলোড করা হবে। পরেরদিন রাত ১০টা পর্যন্ত সেই প্রশ্ন এভেইলেবল থাকবে। অর্থাৎ, ২৪ ঘণ্টার মধ্যে আপনার পছন্দমত সময়ে আপনি পরীক্ষা দিতে পারবেন।
৩। বই নেই কি করবো? কোথায় পাব? পিডিএফ আছে কি না?
উঃ আপনার পছন্দমত বুকশপ থেকে হার্ডকপি কিনতে পারেন। অথবা আমাদেরকে বললে আমরা বই কিনার লিংক দিয়ে দিবো। বইটি খুবই কমন। যেকোনো বুকশপেই খুঁজে পাবেন। আমরা নিজেরা আপাতত বই বিক্রি করছি না।
আর আপাতত যদি বই কিনতে না পারেন তাহলে আমরা গ্রুপে পিডিএফ দিয়ে দিবো। সেই পিডিএফ দিয়ে কাজ চালাতে পারেন।

স্কুল অফ সিরাত

01 Nov, 02:03


https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0mWk3JnmVrwPhZB64daH9Mq5DKg4btPJfkq9uHpuiYaa42FgFaBeyMMuoQoocvJCxl&id=100076351369435&mibextid=Nif5oz

স্কুল অফ সিরাত

30 Oct, 12:54


https://youtu.be/17VCLfkAMBA?si=YODaLOR4VRyBZEpI

স্কুল অফ সিরাত

30 Oct, 09:14


এটা আমেরিকার কোন স্কুল মনে কইরেন না,
এটা বাংলাদেশের স্কুল

স্কুল অফ সিরাত

29 Oct, 23:26


মুফতী তাকী উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন:

❝যাদের অর্থ দিয়ে ফিলিস্তিনি মুজাহিদদের পাশে দাঁড়ানোর সুযোগ রয়েছে, তাদের জন্য অর্থ দিয়ে পাশে দাঁড়ানো ফরজ।❞

সুতরাং সামর্থ্যবান কেউ পিছিয়ে থাকবেন না। সাহায্য করুন মাজলুম মুজাহিদদের। মনে রাখবেন, তারা আমাদের সকলের পক্ষ থেকে জিহাদের ফরজ দায়িত্ব আদায় করছে।

স্কুল অফ সিরাত

29 Oct, 23:26


🔻আল-কাসাম ব্রিগেডকে সমর্থন এবং দান করতে এই ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন:

[email protected]

📬 আপনার বার্তাগুলিতে আমাদের প্রতিক্রিয়া আপনার স্প্যাম বা জাঙ্ক মেল বক্সে পৌঁছাতে পারে; সাধারণ মেইলে আসবে না।

🔖 আপনার সদয় বার্তার উত্তর এক সপ্তাহের মধ্যে দেওয়া হবে। উল্লেখ্য যে, আল কাসসাম ব্রিগেডকে অনুদান দেওয়ার জন্য অন্য কোন ইলেকট্রনিক উপায় বা চ্যানেল নেই।

🚫 এসব ফেক ইমেল এবং চ্যানেলগুলির সাথে আমাদের কোন সম্পর্ক নেই: [email protected] t.me/Aymalah0123 t.me/ASD*23 +96171*512 +970594*030

: আল কাসসাম ব্রিগেড এর অফিসিয়াল মিডিয়া

স্কুল অফ সিরাত

29 Oct, 23:25


আল কাসসাম ব্রিগেড অফিসিয়ালি তাদেরকে সমর্থন এবং সাহায্য করার জন্য মেইল নাম্বার দিয়েছে। মেইল করার এক সপ্তাহ পরে জানিয়ে দেয়া হবে তাদেরকে কীভাবে সাহায্য করতে হবে। ফিরতি মেইলটি স্প্যাম বা জাঙ্ক মেইল হিসেবে আসতে পারে। সাধারণ মেইল হিসেবে না ও আসতে পারে।

তাদের মেইল👇

[email protected]

স্কুল অফ সিরাত

28 Oct, 15:02


https://www.facebook.com/share/p/8SZpZDDyNSE9qDvc/ ( সাহাবীদের ঈমানদীপ্ত জীবনীঃ হযরত সাঈদ ইবনে আমের রাঃ ; ২য় পর্ব )

স্কুল অফ সিরাত

28 Oct, 11:06


বিশেষ ডিসকাউন্ট ঃ স্কুল অফ সিরাত কর্তৃক আয়োজিত ৯০ দিনে সিরাত পাঠ প্রজেক্টে  ৩১ তারিখের মাঝে ২ জন একসাথে রেজিস্ট্রেশন করলে ৬০  টাকা ছাড়ে মাত্র ১৮০ টাকা । ৩১ তারিখের পরে করলে জনপ্রতি ১২০ টাকা করে।                             বিকাশঃ 0179 60 60 459 (সেন্ড মানি)
রকেটঃ 0179 60 60 459 6 (সেন্ড মানি)
নগদঃ 0179 60 60 459 (সেন্ড মানি)
তিনটাই পার্সোনাল নাম্বার। তাই সেন্ড মানি করুন।

স্কুল অফ সিরাত

28 Oct, 05:52


দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে বেসামাল আপনার প্রতিবেশী গরিবের সাহায্যে
নফল উমরাহ্'র টাকা দিয়ে দেন!
শরীআহ্ এমনটাই বলে।

Shaykh Harun Izhar Hafizahullah

স্কুল অফ সিরাত

25 Oct, 09:27


https://web.facebook.com/share/p/xnB34xZfacVnEsCe/ ( সাহাবীদের ঈমানদীপ্ত জীবনীঃ হযরত সাঈদ ইবনে আমের রাঃ ; ১ম পর্ব )

স্কুল অফ সিরাত

25 Oct, 01:40


https://web.facebook.com/share/p/zgK4cAoMaKH5Qcte/ (৩১ তারিখের মাঝে রেজিস্ট্রেশন করলে ২০ টাকা ছাড়ে মাত্র ১০০ টাকায় করতে পারবেন)।

স্কুল অফ সিরাত

25 Oct, 01:22


জানা গেছে যে সংযুক্ত আরব আমিরাত লেবাননে যে সহায়তা সামগ্রী পাঠিয়েছে তার মধ্যে লিশেনিং ডিভাইস রয়েছে। এই ডিভাইসগুলো আড়িপাতার জন্য ব্যবহৃত হয়।
যারা ভারতীয় পন্য ছাড়া কিছু বুঝেন না তাদের জন্য এখানে চিন্তার খোরাক আছে। ভারত যে তাদের পন্যের মধ্যে এরকম কিছু করে না তার কি গ্যারান্টি আছে? আসুন আমরা সবাই বিদেশী পন্য বয়কট করি (বিশেষ করে ভারতের পন্য) এবং দেশীয় পন্য ব্যবহার করি।
#UAE #LEBANON #IsraelLebanonWar

স্কুল অফ সিরাত

24 Oct, 01:49


https://web.facebook.com/share/p/zgK4cAoMaKH5Qcte/ (৩১ তারিখের মাঝে রেজিস্ট্রেশন করলে ২০ টাকা ছাড়ে মাত্র ১০০ টাকায় করতে পারবেন)।

স্কুল অফ সিরাত

23 Oct, 16:04


স্কুল অফ সিরাত pinned «শুরু হলো স্কুল অফ সিরাত কর্তৃক আয়োজিত "৯০ দিনে সিরাত পাঠ প্রজেক্ট" এর ১ম ব্যাচের রেজিষ্ট্রেশন!!! ------------------------------------------------------ “৯০ দিনে সিরাত পাঠ প্রজেক্ট” একটি সেল্ফ স্টাডি প্রজেক্ট। এই প্রজেক্টের অধীনে ৯০ দিনে সম্পূর্ন সিরাত পাঠ…»

স্কুল অফ সিরাত

23 Oct, 15:06


শুরু হলো স্কুল অফ সিরাত কর্তৃক আয়োজিত "৯০ দিনে সিরাত পাঠ প্রজেক্ট" এর ১ম ব্যাচের রেজিষ্ট্রেশন!!!
------------------------------------------------------
“৯০ দিনে সিরাত পাঠ প্রজেক্ট” একটি সেল্ফ স্টাডি প্রজেক্ট। এই প্রজেক্টের অধীনে ৯০ দিনে সম্পূর্ন সিরাত পাঠ করার একটি চ্যালেঞ্জ দেওয়া হবে এবং একইসাথে পড়ার গতিবিধি/অগ্রগতি ট্র্যাক করা হবে।
এই প্রজেক্টে সাইয়েদ আবুল হাসান আলী নাদভী রচিত “নবীয়ে রহমত” বইটি ব্যবহার করা হবে। বইটি মোট ৫২০ পৃষ্ঠার। এর মধ্যে মূল পড়া শুরু ৪৫ পৃষ্ঠা থেকে আবার শেষের দিকে কিছু অতিরিক্ত পৃষ্টা আছে। সেই হিসেবে মোট পড়তে হবে ৪৬৩ পৃষ্ঠা। অর্থাৎ, ৯০ দিনে ৪৬৩ পৃষ্ঠা পড়তে হবে। দিনে গড়ে ৫ পৃষ্ঠার অল্পকিছু বেশি।
.
এখন আমাদের কাজ কি? এই প্রজেক্টের অধীনে আমাদের কাজ হচ্ছে আপনার পড়ার গতিবিধি/অগ্রগতি ট্র্যাক করা। কিভাবে ট্র্যাক করবো? আমরা আপনাকে ৯০ দিনের একটি রোডম্যাপ দিয়ে দিবো। আপনি সেই রোডম্যাপ অনুযায়ী প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বেন। এরপর প্রতিদিনের সিলেবাসের উপর আমরা প্রতিদিন পরীক্ষা নিবো। মানে ৯০ দিনে ৯০ টা পরীক্ষা নিবো। যাতে করে আপনার দিনের পড়া দিনে কমপ্লিট হয়।
(বিঃদ্রঃ প্রতি শুক্রবার বন্ধ থাকবে)
.
প্রতিদিনের পরীক্ষার রেজাল্ট পরীক্ষা দেওয়ার সাথে সাথেই দেওয়া হবে। এতে করে আপনি নিয়মিত আপনার পড়ার গতিবিধি+অগ্রগতি ট্র্যাক করতে পারবেন। প্রতিদিন পরীক্ষা নেওয়ার ফলে প্রতিদিন পড়ার একটা চাপ থাকবে। যেহেতু প্রশ্ন ২৪ ঘণ্টা অ্যাভেইলেবল থাকবে তাই ২৪ ঘণ্টার মধ্যে পড়ে পরীক্ষা না দিলে আপনি সেদিনের পরীক্ষা মিস করবেন। ফলে মোট নাম্বারে অন্যদের তুলনায় পিছিয়ে পড়বেন। যার সর্বশেষ পরিণতি হলো নিজেকে ফাঁকি দেওয়ার পাশাপাশি আপনি ১ম, ২য় ও ৩য় পুরস্কার থেকে বঞ্চিত হবেন।
.
১ম পুরস্কারঃ ১৫০০ টাকা সমমূল্যের বই
২য় পুরস্কারঃ ১০০০ টাকা সমমূল্যের বই
৩য় পুরস্কারঃ ৫০০ টাকা সমমূল্যের বই

৯০ দিনের এই প্রজেক্টে অংশগ্রহণের জন্য আপনাকে খুবই সামান্য পরিমাণ রেজিষ্ট্রেশন ফি প্রদান করতে হবে।
রেজিষ্ট্রেশন ফিঃ ১২০ টাকা মাত্র!
গড়ে ১টি পরীক্ষার ফি মাত্র ১.৩৩ টাকা। সস্তার চেয়েও সস্তা !!!

রেজিষ্ট্রেশনের লাস্ট ডেইটঃ ১০ নভেম্বর, ২০২৪
কার্যক্রম শুরুঃ১১ নভেম্বর, ২০২৪
.
প্রজেক্টে অংশ নিতে ১২০ টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করে নাম্বার এবং ট্রানজেকশন আইডি পেইজে মেসেজ করলে রেজিষ্ট্রেশন আইডি এবং প্রাইভেট গ্রুপের লিংক দিয়ে দেওয়া হবে।
.
বিকাশঃ 0179 60 60 459 (সেন্ড মানি)
রকেটঃ 0179 60 60 459 6 (সেন্ড মানি)
নগদঃ 0179 60 60 459 (সেন্ড মানি)
তিনটাই পার্সোনাল নাম্বার। তাই সেন্ড মানি করুন।
.
বিঃ দ্রঃ এই প্রজেক্টের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে অতিব্যস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহিণী-চাকুরীজীবী-ব্যবসায়ী-ডাক্তার-ইঞ্জিনিয়ার-আইনজীবী সকলেই অংশগ্রহণ করতে পারে। অনেকটা ম্যারাথন স্টাইলে। যতো ব্যস্ততাই থাকুক না কেনো রুটিনের মধ্যে থাকলে দিনে মাত্র ৫ পেজ পড়াই যায়। আর রুটিনের মধ্যে না থাকলে দিনে ৫ পেজ তো দূরের কথা, মাসে বা বছরেও ৫ পেজ পড়া হয় না। এটাই বাস্তবতা। রেগুলারিটি মেইনটেইন করে ধীরে ধীরে পড়ার ফলে পড়াটাও ভালো হবে।
.
সিরাত জানা প্রতিটা মুসলিমের জন্য অনেক অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাসুল সাঃ বলেছেন, “তোমাদের কেউ মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই।”
আর রাসুল সাঃ সম্পর্কে ভালোভাবে না জেনে কিভাবে তাকে পরিপূর্ণরূপে ভালোবাসা যেতে পারে?
.
কিছু কমন প্রশ্ন ও তার উত্তরঃ
১। আমার কাছে অন্য প্রকাশনীর বই আছে। এটা দিয়ে কি আমি অংশগ্রহণ করতে পারবো?
উঃ পারবেন। আমরা পিডিএফ বই দিয়ে দিবো। আপনি পিডিএফ দেখে আপনার কাছে থাকা বইয়ের সাথে টপিক মিলিয়ে পড়বেন। সমস্যা হবে না আশা করি।
২। পরীক্ষা কোথায় নেওয়া হবে? কিভাবে নেওয়া হবে? বিস্তারিত বললে ভালো হতো।
উঃ পরীক্ষা গুগল ফর্মের মাধ্যমে নেওয়া হবে। প্রতিদিন ১৫-২০ মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। প্রতিদিন রাত ১০টায় প্রশ্নপত্র আপলোড করা হবে। পরেরদিন রাত ১০টা পর্যন্ত সেই প্রশ্ন এভেইলেবল থাকবে। অর্থাৎ, ২৪ ঘণ্টার মধ্যে আপনার পছন্দমত সময়ে আপনি পরীক্ষা দিতে পারবেন।
৩। বই নেই কি করবো? কোথায় পাব? পিডিএফ আছে কি না?
উঃ আপনার পছন্দমত বুকশপ থেকে হার্ডকপি কিনতে পারেন। অথবা আমাদেরকে বললে আমরা বই কিনার লিংক দিয়ে দিবো। বইটি খুবই কমন। যেকোনো বুকশপেই খুঁজে পাবেন। আমরা নিজেরা আপাতত বই বিক্রি করছি না।
আর আপাতত যদি বই কিনতে না পারেন তাহলে আমরা গ্রুপে পিডিএফ দিয়ে দিবো। সেই পিডিএফ দিয়ে কাজ চালাতে পারেন।

স্কুল অফ সিরাত

23 Oct, 00:29


ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন বলেছে:

❝আমেরিকা সৌদি আরব 🇸🇦, আমিরাত 🇦🇪 এবং বাহরাইন 🇧🇭 থেকে আমেরিকার সাথে যোগাযোগ করে। তারা আমেরিকাকে ইসরায়েলকে সমর্থন করতে বলে (এর বিনিময়ে তারা অর্থ প্রদান করবে) কারণ এটি মধ্যপ্রাচ্যের জন্য সঠিক কাজ।❞

ইজরায়েল নিজে এই কথা স্বীকার করার পর আর কী বাকি থাকে বলুন?

হায়রে গাদ্দার মুনাফিক আরব।

স্কুল অফ সিরাত

22 Oct, 00:39


স্কুল অফ সিরাত pinned «আপনারা কোন সিরাত পড়তে চাচ্ছেন?»

স্কুল অফ সিরাত

21 Oct, 13:32


https://web.facebook.com/share/p/nXqPUe7HK2z9CfFF/ ( সাহাবীদের ঈমানদীপ্ত জীবনী)

স্কুল অফ সিরাত

20 Oct, 13:25


https://web.facebook.com/share/p/yUtmqxw3fjmK6brS/