🚨 US Election
🗓️ Date: 5 November, 2024
💡 ইতিমধ্যেই, আপনারা সকলেই USA (যুক্তরাষ্ট্রের) প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে অবগত রয়েছেন। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই আমরা জানতে পারবো, কে হতে যাচ্ছে পরবর্তী ৪ বছরের জন্য, নতুন প্রেসিডেন্ট। যেহেতু যুক্তরাষ্ট্র পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং বড় অর্থনীতির দেশ, তাই এই নির্বাচন সকল ধরনের ট্রেডিং এর ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট দেখাতে পারে। নির্বাচন সম্পর্কিত কিছু নির্দেশনা দিচ্ছি, আশা করছি এগুলো আপনার ট্রেডিং সেটাপে কাজে আসবে।
⏰ Time: ইতিমধ্যেই নির্বাচনের ভোট গ্রহন চলছে এবং বাংলাদেশ সময় মধ্যরাত অর্থাৎ, ৬ নভেম্বর ভোর (৪/৫ঃ০০ মিনিট) থেকে ভোটের ফলাফল আসতে শুরু করবে। ৬ নভেম্বর সকাল ১১ঃ০০ মিনিট এর পর থেকে আশা করছি, আমরা নিশ্চিতরূপে জানতে পারবো, কে হতে যাচ্ছে পরবর্তী প্রেসিডেন্ট।
নির্দেশনা সমুহঃ
1️⃣ কমোডিটি এসেটসমুহ যেমনঃ গোল্ড, জ্বালানি তেল, সিলভার ইত্যাদিগুলোতে যারা ট্রেড করেন, তাদের ঝুঁকির পরিমাণ সবথেকে বেশী। কেননা এই এসেটগুলোতে মুলত ফান্ডামেন্টাল ইমপ্যাক্ট সবথেকে বেশী হতে থাকে। আপনি যদি এই এসেটের ট্রেডার হয়ে থাকেন, তাহলে কোনও অবস্থায় এন্ট্রি ওপেন রেখে ঘুমাবেন না! হয় এন্ট্রি ক্লোজ করে ফেলবেন কিংবা বিপরীত দিকে এন্ট্রি গ্রহন করে হেজ (Hedge) করে ফেলবেন। মনে রাখবেন। আজ রাত ০৩ঃ০০ মিনিটের আগেই, আপনাকে সিদ্ধান্ত গ্রহন করতে হবে, কি করবেন।
2️⃣ যারা USD সম্পর্কিত কারেন্সি পেয়ারে ট্রেড করেন যেমনঃ EUR/USD, GBP/USD ইত্যাদি, তারা নিজেদের এন্ট্রি লটের আকার আনুপাতিক হারে কমিয়ে রাখুন। বড় লট কিংবা ভলিউমে এন্ট্রি গ্রহন করতে যাবেন না। এতে করে ব্যালেন্স স্টপ-আউটও হয়ে যেতে পারে।
3️⃣ JPY এবং CHF কারেন্সি পেয়ারগুলো নিউজের কারনে অস্বাভাবিক মুভমেন্ট দেখাতে পারে। এমনকি হটাত করেই, চার্টে প্রাইস গ্যাপও দেখতে পারেন। এই কারেন্সি পেয়ার দুইটিতে ট্রেডিং করতে সতর্কতা অবলম্বন করাই উত্তম।
4️⃣ রাত ০৩ঃ০০ মিনিটের পর থেকেই, একে একে বিভিন্ন রাজ্যের (state) এর নির্বাচনী ফলাফল আসতে শুরু করবে। তখন খেয়াল করে দেখবেন, ফলাফলের পাল্লা কার দিকে বেশী হয় এবং সেই হিসাবে মার্কেটের রি-অ্যাকশন কোনদিকে হতে থাকে। যেমন ধরুন, New York রাজ্যের ফলাফলে Kamala Harris (Democrat) প্রার্থী জয়ী হলেন। তখন দেখবেন ডলার ইনডেক্স (DXY) কি ধরনের মুভমেন্ট করছে? পজিটিভ নাকি নেগেটিভ। এতে করে আপনি কিছুটা হলেও ধারনা করতে পারবেন, নিরবাচনে কে বিজয়ী হলে, ডলারের জন্য ভালো হবে কিংবা খারাপ হবে। আশা করছি বোঝাতে পেরেছি।
5️⃣ বাংলাদেশী কোনও নিউজ চ্যানেল থেকে নির্বাচনী খবর দেখার দরকার নেই। এরা ভুল-ভাল নিউজ করতে থাকে এবং সেটি রিয়েল-টাইম করতে পারেনা। পরামর্শ থাকবে, নির্বাচন সংক্রান্ত রিয়েল-টাইম আপডেট দেখার জন্য BBC, CNN, AP, New York Times, WSJ কিংবা Bloomberg এর ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট কিংবা টিভি সেটে দেখবেন। প্রতিষ্ঠানগুলো প্রতি সেকেন্ডের আপডেট প্রদান করে থাকে।
6️⃣ আজ রাত ১২ঃ০০ মিনিটের পর থেকে, নতুন করে কোনও এন্ট্রি গ্রহন না করার পরামর্শ দিচ্ছি। কেননা, এন্ট্রি গ্রহনের জন্য আপনি যত ধরনের অ্যানালাইসিসই করেন না কেন, কাজে আসবে না। মার্কেট হটাত করেই পজিটিভ কিংবা নেগেটিভ মুভমেন্ট প্রদান করতে পারে।
7️⃣ স্টপলস, পেন্ডিং অর্ডার সেট করা থেকে বিরত থাকবেন। যাদের এন্ট্রি রয়েছে, অনুগ্রহ করে রাত ০৩ঃ০০ মিনীটের আগেই, সেটি ক্লোজ কিংবা হেজ করে ফেলবেন। কোনও ধরনের স্টপলস সেট করে খুব বেশী লাভ হবে না। কেননা যদি বড় আকারের মুভমেন্ট হয়ে থাকে, তাহলে আপনার স্টপলস কিংবা পেন্ডিং অর্ডার নির্দিষ্ট প্রাইস লেভেলে এক্সিকিউট না হবারই সম্ভাবনা বেশী থাকবে।
8️⃣ নির্বাচনে কে বিজয়ী হবেন, এবং সেই অনুসারে কিভাবে ট্রেডাররা নিজেদের ট্রেডিং পজিশন পরিবর্তন করবেন, সেটি আগে থেকে নিশ্চিত হওয়া সম্ভব নয়। সুতরাং, নির্বাচনের সম্পূর্ণ ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কিছুই বলা যাবেনা। বাংলাদেশ সময় ৬ নভেম্বর ১১/১২ টার দিকে সম্পূর্ণরূপে আমরা জানতে পারবো, পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছে এবং সেই মোতাবেক ট্রেডারদের রি-অ্যাকশনও তখন দেখতে পাবো। তাই পরামর্শ থাকবে, নতুন করে এন্ট্রি গ্রহন না করে, আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা করবেন।
⚠️ নির্বাচনের কারনে যেকোনো কিছুই হতে পারে, তাই নিজের ট্রেডিং ব্যালেন্সের সুরক্ষা প্রদানের জন্য, ৬ নভেম্বর দুপুর পর্যন্ত ট্রেডিং না করাই হবে বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, ব্যালেন্স থাকলে, সারা বছরই ট্রেড করতে পারবেন। অন্যদিকে, ব্যালেন্স শেষ হয়ে গেলে, আর কিছুই করার থাকবে না।
আপডেটটি ভালো লেগে থাকলে, অনুগ্রহ করে রিয়েক্ট করার মাধ্যমে ফিডব্যাক প্রদান করবেন। 👍/👎
Good Luck!