•
"দুর্নীতি নির্মূল করার জাঁকালো ঘোষণা সত্ত্বেও, আওয়ামী লীগের নেতারা এবং সরকারে অধিষ্ঠিত ব্যক্তিরা এমন প্রবল উৎসাহে দুর্নীতিমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়লেন, যা ১৯৪৭-এর পর থেকে, মুসলিম লীগ রাজত্বে হোক বা আবু হোসেন সরকার মন্ত্রিসভার সময়ে হোক, কখনো পূর্ব পাকিস্তানে দেখা যায়নি। শেখ মুজিবুর রহমান, দুর্নীতি দমনমন্ত্রী হয়েও, খুবই অশোভনভাবে স্বয়ং দুর্নীতিতে মদত দিয়েছিলেন এবং সংক্ষিপ্ততম সময়ের মধ্যে যথেষ্ট অর্থসম্পদ রোজগার করেছিলেন। অচিরেই তিনি ধানমন্ডি আবাসিক এলাকায় একটা বড় বাড়ি তৈরি করেছিলেন এবং সেটা আদতে, দুর্নীতির এক স্মারক। অল্প সময়ের মধ্যে, এই এলাকাটি আওয়ামী লীগ কলোনীতে পরিণত হয়। আওয়ামী লীগের প্রায় সকল নেতাই সেখানে বাড়ি তৈরি করে উঠে গিয়েছিলেন।"
/বদরুদ্দীন উমর,
বাংলাদেশের অভ্যুদয়, ১ম খন্ড
পূর্ব পাকিস্তানের ইতিহাস ১৯৪৭ - ১৯৫৮ (২০২২) পেইজ ৩৮১।
~ Imrul Hasan