SAIF - সাইফ

@saifvaiya


আমার শেষ নিঃশ্বাসের আয়োজন যেন হয় তীব্র বারুদের টুকরো আগুন...

SAIF - সাইফ

24 Oct, 05:03


প্রতিবছর ঢাকায় বাইতুল মুকাররমে একটা ইসলামী বইমেলা হয়, আপনি কি এটা জানেন? আচ্ছা জানেন ভালো কথা। কিন্তু অন্য একটা বিষয় আছে যেটা আপনি জানেন না। সেটা হলো, এর আগের বইমেলা হতো বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে। সেখানে একেবারেই অল্প স্পেস থাকতো।

আর ইসলামী ফাউন্ডেশন একটা সিন্ডিকেট হয়ে গেছিল। এজন্য সেই ছোটোখাটো স্পেসের বইমেলায় ভালো ভালো প্রকাশনী স্টল পেত না। হকার, সিন্ডিকেটের সাথে ভালো দহরম মহরম আছে এমন লোকেরা স্টল পেত। আর যেহেতু জায়গা কম, তাই গোছালো কোনো মেলা হতো না।

কিন্তু এবার বইমেলা হচ্ছে বাইতুল মুকাররমের পূর্ব গেইটে। সেখানে অনেক বড় স্পেস। বিশাল জায়গা। আবার সেই ইসলামী ফাউন্ডেশনের সিন্ডিকেটের হস্তক্ষেপও রুখে দিয়েছেন সৃজনশীল প্রকাশক ভাইয়েরা। এজন্য এবারের বইমেলাটা হচ্ছে আসল বইমেলার মতোই।

এখানে মা-বোনদের জন্য আলাদা কর্ণার আছে। পূর্ণ পর্দার ব্যবস্থা রয়েছে সেখানে। বাচ্চাদের জন্য আনন্দের নানা উপকরণ আছে। লেখক কর্ণার আছে। আপনার প্রিয় লেখককে সেখানে পাবেন। সাজানো হয়েছে অনেক সুন্দর করে পুরো মেলা। কুইজ টুইজও হবে মাঝেমধ্যে, বই পুরষ্কারও থাকবে৷ স্টল পেয়েছে ৭০+ সৃজনশীল প্রকাশনী। তারা এবার স্পেশাল ডিসকাউন্টও দিচ্ছে বইয়ে।

---

আচ্ছা এগুলোও যখন জেনে ফেলেছেন, তখন আপনি যদি এবার ইসলামী বইমেলায় না যান, তাহলে কিন্তু খুউউব অন্যায় হয়ে যাবে। এটা আমাদের মেলা। আমাদেরকেই প্রচার করতে হবে। মিডিয়া দেখবেন একুশে মেলা যেমন প্রচার করে, এটার ক্ষেত্রে তার উল্টো।

তাই নিজে যাব, বন্ধুবান্ধব, কাজিন, কলিগদের নিয়ে যাব, বই কিনব, ঘোরাঘুরি করব, ছবি তুলে পোস্ট করব। মেলা শুরু হয়েছে গতকাল। চলবে বিশদিন। আপনি কবে যাচ্ছেন, জানাবেন কিন্তু!

---

ইসলামী বইমেলা ২০২৪
বাইতুল মুকাররম পূর্ব গেইট

SAIF - সাইফ

24 Oct, 04:31


ছাত্রলীগের প্রতি!

বিষয়টি অপমান, আক্ষেপ বা প্রতিহিংসার জায়গা থেকে বিবেচনা না করে রহমানের পক্ষ থেকে তাওবাহ, ইসলাহ ও পরিশুদ্ধির বিরাট সুযোগ হিসেবে দেখুন!
যে কোন ওয়াসিলাতেই হউক আল্লাহ তায়া'লা যদি কাওকে আঞ্চলিক ও বৈশ্বিক জালেমের সহযোগী হওয়া থেকে বাচিয়ে দেন, নিঃসন্দেহে তা রহমানের দয়ারই একটি অপার অংশ।

তাই বুদ্ধিমান ব্যক্তির উচিৎ রহমানের কৃতজ্ঞ হওয়া।
প্রদত্ত সুযোগকে মূল্যায়ন করা।
এবং সময়কে কাজে লাগানো।

Abu Taw Haa Muhammad Adnan

SAIF - সাইফ

23 Oct, 18:35


সারাজীবন জামায়াত-শিবিরকে জঙ্গীর তকমা দিয়েছ, অথচ সময়ের ব্যাবধানে আজ তোমরা জঙ্গী হিসেবে নিষিদ্ধ হয়েছো..!

SAIF - সাইফ

23 Oct, 17:08


তারা কি জানে না, সাত মিনিট আজ সাতকোটি মানুষে পরিণত হয়েছে। তবু্ও যদি খেলতে চায়, তাহলে বলে দিও— টিএসসির খোলা আকাশের নিচে আমরা আছি সাত হাজার বছর পর্যন্ত।

SAIF - সাইফ

23 Oct, 16:58


ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। গেজেটও জারি হয়েছে।

SAIF - সাইফ

23 Oct, 12:52


উসামা থেকে ইয়াহিয়া সিনওয়ার
হাতে বিজয়ের তলওয়ার

বুরহান ওয়ানী থেকে ইসমাইল হানিয়া
জান্নাতে উড়ছেন শাহাদাতের পতাকা নিয়া

উমার, খালিদ শুনবেন
তাদের রক্তমাখা গাঁথা

সেই ক্ষণে
এক কোনে
তাদের কিচ্ছা
শোনার ইচ্ছা

করবে কি রব্ব পূরণ
করি তারই স্মরণ।

SAIF - সাইফ

23 Oct, 12:49


শুনলাম চুপ্পুর খবর রবিবার
অপেক্ষা শুধু..

SAIF - সাইফ

23 Oct, 10:02


বাস্তবতা

SAIF - সাইফ

23 Oct, 08:33


আসিফ নজরুলের মত বাম-রাম উপদেষ্টা থেকে শিক্ষা নিতে পারি যে বিগত দিনের ফ্যাসিস্ট ও কিলারের জম, মজলুম মাহমুদুর রহমান স্যার ব্যতীত অন্য কারো উপর আস্থা রাখতে পারিনা সদ্য হতে যাওয়া শুন্য পদে। শুন্য পদে পরিক্ষিত যোগ্য ব্যক্তি হিসেবে আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক গ্রহণ যোগ্য ও অগ্রাধিকার পাপ্য। তাছাড়া ই'ন্ডি'য়া'র দাসত্ব থেকেও এ দেশ কে মুক্ত করতে উনার বিকল্প আপাতত কেউ নেই।

Channel IR

SAIF - সাইফ

23 Oct, 08:32


রাষ্ট্রপতি অপসারণে সর্বশেষ আপডেট 🚨

যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ উপদেষ্টারা একত্রিত হয়ে বৈঠক করছেন,আশা করা যাচ্ছে বিকালের মধ্যেই একটা সিদ্ধান্ত আসবে।

SAIF - সাইফ

23 Oct, 08:30


দুদকের মামলায় খালাস বাবর, ৮ বছরের সাজা বাতিল হাইকোর্টে।

SAIF - সাইফ

23 Oct, 08:29


প্রসংগ : জরায়ু ক্যান্সারের টিকার
--++
আমার সন্তানকে অদরকারী ভ্যাক্সিন নিতে দেইনি। ওদেরকে কোভিডের টিকাও  নিতে দেয়নি, যদিও স্কুল থেকে দিতে বলেছিল। যারা সুস্থ স্বাভাবিক লাইফস্টাইলে অভ্যস্ত হবে  তাদের জরায়ুর টিকা দেয়া আছে বলে মনে করি না।

ইদানিং টিকার নামে অনেক বাড়াবাড়ি চলতেছে।

বলে রাখা ভাল, বাংলাদেশের জরায়ু ক্যান্সার নিয়ে আমার একটি কম্প্রিহেনসিভ রিভিউ পেপার আছে, সেখানে টিকার কথাও আছে।

জরায়ু ক্যান্সার নিয়ে অনেক ব্যবসা, অনেক কাহিনী রয়েছে।

জরায়ুর ক্যান্সার প্রতিরোধ করা তুলনামূলক সহজ। প্রাক-ক্যান্সার স্টেজ থেকে ক্যান্সার হতে প্রায় ১০ বছর সময় লাগে। তাই ৩০ বছরের পর থেকে  জরায়ুর খুব সহজ একটা স্ক্রিনিং টেস্ট করা হলে প্রতিরোধ করা যায়।

জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে এইচপিভি ভাইরাস রিস্ক ফ্যাক্টর। এই ভাইরাস এইডস এর  মত ছড়ায়। এই ভাইরাস টেস্ট করে পাওয়া গেলেও ৯০% ক্ষেত্রে ক্যান্সারে কনভার্ট হয় না।

বিশ্বে শুধু মাত্র এই জরায়ু ক্যান্সারের জন্য HPV টেস্টে এক বিলিয়ন ডলার অপচয় বলে তা নিয়ে পেপার প্রকাশিত হয়েছে।  আমাদের প্রকাশিত রিভিউ পেপারে এসব তথ্য রয়েছে।

বয়স্ক মানুষের এই টিকা কোন কাজে লাগে না। বয়;সন্ধিকালীন সময়ে কিশোরীদের দিতে হয়।

ক্যান্সার নিয়ে বিশ্বে পলিটিক্স হয়। স্তনক্যান্সারের ক্ষেত্রে দেরীতে বিয়ে, সন্তান কম নেয়া,  এবং জন্ম নিয়ন্ত্রণের সাথে ঝুকির মাত্রা বেশী।

জরায়ু মুখ ক্যান্সারের ক্ষেত্রে বলা হয় অল্প বয়সে বিয়ে, বেশী সন্তান ইত্যাদি।

বাই দ্য ওয়ে স্তন ক্যান্সার নিয়ে আমার একটা ভাল কোয়ালিটির রিভিউ পেপার আছে।

এরা বাংলাদেশের জরায়ু ক্যান্সারে ঝুকির কথা বলে, কিন্তু স্তন ক্যান্সারের কথা এড়িয়ে যায়। এখান থেকে বুঝা যায় ঘাপলা রয়েছে।

বিশ্বে জনস্বাস্থ্য নিয়ে মাত্রারিক্ত পলিটিক্স হচ্ছে যা দেখে বিরক্ত। 

~ ড সরোয়ার হোসাইন

SAIF - সাইফ

23 Oct, 04:54


চুপ্পুকে কে পদত্যাগের জন্য বেঁধে দেয়া সময় শেষ হতে মাত্র কয়েক ঘন্টা বাকি। স্থলাভিষিক্ত হোক কলম সৈনিক মজলুম সম্পাদক স্যার মাহমুদুর রহমান, নতুন নিয়োগে যেন সহস্রাধিক আহত ও শুহাদাদের প্রতিনিধিত্ব করতে ভূল না করেন। Channel IR

SAIF - সাইফ

23 Oct, 04:41


মনখারাপ হলে এদের কথা ভাবতে পারেন। সিরিয়ান পিতা-পুত্র।

SAIF - সাইফ

23 Oct, 04:41


দৃষ্টি আকর্ষণ!

-ইসলামি বইমেলায় যান। বই কিনুন, বইয়ের রিভিউ দিন। বই না কিনলেও এটলিস্ট ছবি উঠান। নিজে স্বশরীরে উপস্থিত হয়েছেন, সেটাও জানান দিন।

একুশে বইমেলার যেভাবে প্রচার-প্রসার হয়। সাম্প্রদায়িকতার ট্যাগের কারণে ইসলামি বইমেলা তেমন ছড়ায়না। বইয়ের ছবি তুলুন, নিজের ছবি দিন। বামপাড়া জ্বলুক। ইসলামি বইমেলার প্রচার হোক।

SAIF - সাইফ

23 Oct, 03:25


আমরা আমাদের জীবদ্দশায় সালাফকে পেয়েছিলাম। তারা সাওম কিংবা সালাতের মাঝে ইবাদত দেখতে পেতেন না, বরং মানুষের ব্যাপারে কথা বলা থেকে বিরত থাকার মাঝেই তারা ইবাদত পেতেন। একজন লোক যদি রাতে কিয়াম করে আর দিনে সিয়াম পালন করে কিন্তু বাক সংযত না করে, তাহলে কিয়ামতের দিন সে নিঃস্ব হয়ে যাবে!

- উমর ইবনে আব্দুল আযীয রাহিমাহুল্লাহ
সূত্রঃ ইবনু আব্দিল বারের ‘আত-তামহীদ’: ১৭/৪৪৩

আশ্বিনপুর দারুস সালাম মাদরাসা

SAIF - সাইফ

23 Oct, 03:20


যেকোন ক্ষেত্রে সফল হতে তিনটি জিনিসের দরকার :
১. দক্ষতা।
২. নিষ্ঠা।
৩. ধারাবাহিকতা।

আপনার মধ্যে কোন জিনিসটির অভাব আছে বলে মনে করেন?

SAIF - সাইফ

23 Oct, 02:21


জনতার ধাওয়া খেয়ে পালাচ্ছে পুলিশ

বঙ্গভবন এলাকা থেকে

২২/১০/২০২৪ | রাত ১১:৪০

SAIF - সাইফ

23 Oct, 02:18


বাংলাদেশ অ_খণ্ড ভাড়তের একটি অংশ। ভাড়তীয় সরকার যত দ্রুত সম্ভব সে_নাবাহিনী পাঠিয়ে বাংলাদেশ দ_খল করা উচিত। হিন্দু স্বা_মী অনিরু_দ্ধাচার্য। আমাদের শ_ত্রুর পরিকল্পনা শুনুন এবং জেগে উঠুন।

ভাড়ত আজ হোক আগামীকাল হোক, আমাদের হ_ত্যা করবে, আমাদের মা বোনের ইজ্জতে হাত দিবে। দেশে গৃহযু_দ্ধ হলে সেইদিকেই পরিস্থিতি অগ্রসর হবে।