মুহিউস সুন্নাহ @mohiussunnah Channel on Telegram

মুহিউস সুন্নাহ

@mohiussunnah


সুন্নাহ জিন্দাকারী🌸

মুহিউস সুন্নাহ (Bengali)

মুহিউস সুন্নাহ নামক চ্যানেলটি একটি সুন্নাহ জিন্দাকারী চ্যানেল। এই চ্যানেলে আপনি ইসলামের সুন্নাহ বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য এবং নির্দেশনা পাবেন। এখানে আপনি ইসলামের জীবনযাপন, নামাজ, রোজা, হাদিস, কুরআন, ও অন্যান্য সকল ধর্মিক বিষয়ে জানতে পারবেন। মুহিউস সুন্নাহ চ্যানেলটি ইসলামের মূল সিদ্ধান্ত এবং সুন্নাহ প্রকাশে গুরুত্ব দেয়। তাই, এই চ্যানেলটি যারা শুধুমাত্র সঠিক ধর্মীয় তথ্য ও নির্দেশনা চায়, তাদের জন্য এটি একটি অত্যন্ত উপকারী মাধ্যম।

মুহিউস সুন্নাহ

27 Nov, 10:02


❝ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট না থাকার আরেকটি ধরন হলো, ধর্মনিরপেক্ষতাবাদের দাওয়াত দেওয়া, রাষ্ট্রকে দ্বীন থেকে আলাদা করার প্রতি আহ্বান করা।❞
.
~ শাইখ মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ [হাফি.]
.
[ অন্তরের আমল: ২/২৮, অনু: আব্দুল্লাহ ইউসুফ, রুহামা পাবলিকেশন, এপ্রিল ২০১৯ ঈ.] p: 886

মুহিউস সুন্নাহ

23 Oct, 02:15


রিজিকের ৭টি দরজা

১) সালাত:

যে রাস্তাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বস্তুগত ও অবস্তুগত উভয় রকমের রিজিক পৌঁছান, তার মধ্য থেকে এক নম্বর হলো নামাজ। নামাজের মাধ্যমে এবং নামাজের দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক পৌঁছান। [সূরা ত্বহা, ১৩২]

২) তাকওয়া:
অর্থাৎ, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার ভয়ে ইসলামের বিধিবিধানকে শক্তভাবে মেনে চলা। হালাল-হারামগুলো বেছে চলা, আল্লাহকে হাজির-নাজির মনে করা যে, আল্লাহ আমার সামনে উপস্থিত, আমি কীভাবে গুনাহ করতে পারি। [সূরা তালাক, ২-৩]

৩) তাওয়াক্কুল:

আল্লাহর ওপর ভরসা করা। অনুকূল হোক বা প্রতিকূল, বিপদে হোক, আনন্দে হোক—সর্বাবস্থায় আল্লাহর ওপর আস্থা রাখা, ভরসা করা, নির্ভর করা। পরিপূর্ণভাবে আল্লাহর ওপর নির্ভর করা যে, আল্লাহ আপনিই করবেন; আমার কোনো শক্তি নেই, ক্ষমতা নেই; আপনিই করেন, আপনিই করবেন।

৪) ইসতিগফার:

প্রতিদিন বেশিব এশি আল্লাহর কাছে তাওবা করা, ক্ষমা চাওয়া। এর মাধ্যমে রিজিক আসে। হাদীসে এসেছে, 'যে ব্যক্তি বেশি বেশি ইসতিগফার করবে, আল্লাহ তাকে সব সঙ্কট থেকে উত্তরণের পথ বের করে দেবেন।' [হাকিম, ৭৬৭৭]

৫) কামাইয়ের চেষ্টা:
যেটা আমরা করি এবং রিজিকের তালাশ বলতে শুধু এটাই বুঝি ও বোঝাই। কুরআনে এসেছে, 'অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো।' [সূরা জুমা, ১০]

৬) আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা:
একটি হাদীসে এসেছে: 'যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে।' [বুখারী, ৫৯৮৫]

৭) বিবাহ করা:

কুরআনে এসেছে, 'তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও...তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন।" [সূরা নূর, ৩২]

হাদীসে এসেছে, 'বিবাহের দ্বারা রিজিক তালাশ করো।' [আল-মাকাসিদুল হাসানাহ, ১৬২]

তার মানে বিয়ের মাধ্যমে রিজিক আসে। তাহলে দেখুন, রিজিকের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ৭টি দোকান দিয়েছে; কিন্তু আমি দোকান খোলা রেখেছি শুধু একটি। কেবল ব্যবসা আর চাকরির দোকান। একটিমাত্র দোকান খোলা রেখে বলছি, 'আল্লাহ, আমার অভাব দূর হয় না, আমার অভাব দূর করে দিন; আল্লাহ, আপনি আমার রিজিকে বরকত দান করুন, আমার রিজিক বাড়িয়ে দিন।' বাকি ছয়টি দোকান বন্ধ রেখে আমি বলছি, আমার রিজিকের অভাব দূর হয় না!

[শামসুল আরেফীন শক্তি হাফি.]

মুহিউস সুন্নাহ

21 Sep, 11:52


ভাই বায়তুল মোকাররম নিয়ে ক্যাচাল আপাতত বাদ দেন। এই কমিটি নিয়ে গবেষণা করুন। লিখুন। প্রতিবাদ করুন।

আপনার সন্তান কী পড়বে, কীভাবে পড়বে তা ঠিক করবে বাম ও সেক্যুলাররা? এই কমিটিতে একজনও ইসলামপন্থী রাখার গরজ অনুভব করলেননা শিক্ষা উপদেষ্টা?

শহীদদের কবরের ঘাস এখনো শুকায়নি। এরই মধ্যে স্বপ্ন হাইজ্যাক করার উদ্যোগ নিয়ে নিলেন? তাহলে শাহরিয়ার কবিরের দোষ কি? তাকেও কমিটিতে রাখা হোক।

মুহিউস সুন্নাহ

21 Sep, 07:49


এই কমিটিতে একজনও ইসলামপন্থী নেই। সেকুলার আর বামরা মিলে ঠিক করবে আপনার সন্তান কী পড়বে!
এখানে কিছু ইসলামপন্থী শিক্ষাবিদ এবং দু'একজন আলেম থাকা জরুরি ছিলো।
রক্ত দেয় ইসলামপছন্দ জনতা, ফল খায় রাম বাম ও মহফুজ-মজহাররা।
- ডাঃ মেহেদী হাসান

মুহিউস সুন্নাহ

21 Sep, 04:49


পাহাড়ে থাকেন কয় বছর ধরে ভাইজান ? আমি বান্দরবানে থাকি আজ ১৬ বছর হলো ! আমার বাবা আছেন ৩৩ বছর (শিক্ষক)। আমার আত্মীয় কয়েক প্রজন্ম ধরে পাহাড়ে থাকে (খাগড়াছড়িতে, রাঙ্গামাটিতে)। আমার দাদা (ফরেস্ট অফিসার), বড় চাচার কাজ (গাছ ও বাঁশ ব্যবসা) পাহাড়েই ছিল সবসময়ই।

বাংলাদেশ আর্মি সশস্ত্র পাহাড়িদের সাথে না পারার (বরং বলা উচিত, এখনো নির্মূল করতে না পারার) মূল কারণ পাহাড়িদের ফিজিক্যাল এবিলিটি, ট্রেইনিং স্কিল বা অন্যকিছু না। কারণ হলো অভিযান শুরু হলে দেশীয় সুশীলরা ওদের হয়ে কান্না শুরু করে দেয়, অভিযান বন্ধ করতে দেশের ওপর বৈশ্বিক চাপ আনার ব্যবস্থা করে–যাতে রাষ্ট্রপ্রধান ও সেনাপ্রধান চাপে পড়ে অভিযান উইথড্র করে, আর সবচেয়ে বড় কারণ–তারা সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যেতে পারে নির্দ্বিধায়, সেজন্য ! এই কথাটা আমাকে খোদ পার্বত্য অঞ্চলে কর্মরত ছিলেন এমন আর্মির অফিসার বলেছেন।

আর আর্মি সদস্যের পেটে চর্বি জমার কথা যারা বলছেন কমেন্টে, পাহাড়ে আর্মি ট্রেইনিং কতটা কঠিন হয় তা হয়ত আপনি কখনো দেখেননি ! ভূড়ি সামান্য বেড়ে গেলে তা কমানো পর্যন্ত তাদের অভিযানে নেওয়া হয় না। সশস্ত্র পাহাড়িদের সবচেয়ে বড় এডভান্টেজ হলো ভারত আমাদের বন্ধুরাষ্ট্র নয় তাই ভারত তাদের সবধরণের সশস্ত্র কার্যক্রমে প্রত্যক্ষ মদদ দেয় ; এছাড়া বাকি সব এডভান্টেজের আলাপ ফালতু। আমি উভয়কে সরাসরি দেখেছি, মুখোমুখি হয়েছি তাই জানি।

- Dilshad Mahmud Mahdi

মুহিউস সুন্নাহ

21 Sep, 01:48


মিরপুর ১ থেকে বাজার করে ফেরা পথে সো কল্ড আশেকে রাসুলদের গাড়িসহ মিছিল দেখলাম। গাড়িতে গান বাজছে। অধিকাংশ আশেকদের দাড়ি নেই, আচরণ উইয়ার্ড।

সাহাবাদের কাউকে টাইম মেশিন দিয়ে নিয়ে আসার কোন ব্যবস্থা থাকলে এই অবস্থা দেখে কেঁদে দিতেন বলে আমার বিশ্বাস। - মাহবুবুর রহমান

মুহিউস সুন্নাহ

20 Sep, 18:47


লেখক, প্রকাশক ও সাধারণ পাঠক সমাজের পক্ষ থেকে আজকে বাইতুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন চত্বরে একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। দাবি ছিল ইসলামী ফাউন্ডেশনের আমূল সংস্কার ও ফ্যাসিবাদী লীগ আমলাদের অপসারণ।

কিন্তু শান্তিপূর্ণ এই কর্মসূচীতে গিয়ে আমাদের সম্মানিত ভাইয়েরা চরম অপমান, মিথ্যাচার ও অন্যায়ের শিকার হয়েছেন। মুফতি নুরুজ্জামান নুমানি নামে এক লোক আমাদের ভাইদেরকে লীগের দালাল ও চোর বলে প্রতিহত করার কথা বলে উপস্থিত পুলিশ প্রশাসনকে। এই ব্যাপারে পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হলে জানা যায়, ড. খলিলুর রহমান মাদানি সাহেবের নির্দেশে তিনি এই কাজ করেছেন।

এরপর ধর্মউপদেষ্টা সাহেবের কাছে আমাদের ভাইদের আলোচনার জন্য ডেকে নিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তার উপস্থিতিতে ফাউন্ডেশনের কর্মকর্তারা আমাদের ভাইদের জঙ্গী, লীগের দালাল ইত্যাদি বলে হুমকি ধমকি দিয়েছে। উপদেষ্টা সাহেব যেন এসবের সাথে সম্মতই ছিলেন। দু:খের সাথে বলতে হচ্ছে, বিগত মাসের কর্মকাণ্ডে বুঝার উপায় পাচ্ছি না তিনি আমাদের উপদেষ্টা হলেন নাকি কেবল অন্য কোন গোষ্ঠীর।

আমরা এই পুরো ঘটনাবলীর তিব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমরা মনে করছি, এখন আর কোন প্রকার আপোষের সুযোগ নেই। ফাউন্ডেশনের সংস্কারের দাবিতে আমাদের তীব্র আন্দোলনে নামা ছাড়া আর কোন সমাধান নেই। - ইফতেখার সিফাত

মুহিউস সুন্নাহ

20 Sep, 17:06


ইজরায়েল সেনাবাহিনী হিজবুল্লার এই বিশেষ কমান্ডারকে হত্যার ঘোষণা করেছে।

মুহিউস সুন্নাহ

20 Sep, 08:12


😶 😶 😶 😶

মুহিউস সুন্নাহ

20 Sep, 06:10


৫ই আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদের দালালী করে যাওয়া ব্যক্তি নতুন বাংলাদেশের শিল্পকলা একাডেমির দায়িত্বে থাকতে পারে না।

হঠান, নইলে পস্তাবেন।

মুহিউস সুন্নাহ

02 Sep, 00:04


একটা আন্দোলনের নেতৃত্ব দিয়ে তারা একটা দেশের সংবিধান প্রণয়ন করতে পারা ডিজার্ভ করে বলে মনে করে, অথচ এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, যিনি বাতাস থেকে দশ মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দিলে আমরা কেউ বাঁচবো না, তাঁর প্রণীত আইন অনুসারে শাসন এর কথাকে তারা বলে উগ্রবাদ ?

এর চেয়ে মুনাফিকি আর কী হতে পারে?

- সংগৃহীত

মুহিউস সুন্নাহ

28 Aug, 01:41


চরম বই-পড়ুয়া আর চিন্তাশীল মানুষকেও আমি ফেইসবুক ইউজ করার পর নষ্ট হয়ে যেতে দেখেছি। তিলে তিলে গর্দভ হয়ে উঠতে দেখেছি। কনফিডেন্স হারিয়ে ফেলতে দেখেছি, আনফোকাসড হয়ে যেতে দেখেছি।

ফেইসবুক একটা ড্রাগ, একটা নীলাভ নেশার নাম। আমি তাই ফেইসবুককে ভয় পাই। অসম্ভব ভয় পাই।

'তোমাকেই বলছি' বই থেকে।

মুহিউস সুন্নাহ

02 Jul, 01:11


আচ্ছা যদি বলি, আজ আসরের নামাজের পর পড়ন্ত বিকেলে "কান্দাহারের" এই মসজিদটির পার্শ্ববর্তী সবুজে ঘেরা টিলায় দ্বীনি মুযাকারা হবে, আপনারা সবাই বসবেন; তাহলে এমন কেউ কি থাকবে যে এই অনিন্দ্য সুন্দর পরিবেশ ছেড়ে চলে যাবে? আমার তো মনেহয় একান্ত প্রয়োজন ছাড়া কেউ যাবে না।

কী সুন্দর জায়গা!

কান্দাহার, আফগানিস্তান।

মুহিউস সুন্নাহ

01 Jul, 13:09


Surah Muhammad Ayat 04-11
Reciter : Sheikh Yasser Al-Dosari

মুহিউস সুন্নাহ

01 Jul, 08:08


মানুষের মনে আল্লাহর উপর আস্থা যত গভীর হয় মানসিক শক্তি ও স্থিরতা ততই বৃদ্ধি পায়। নিয়মিত আল্লাহর ইবাদত, দু'আ ও যিকর, কুরআন-সুন্নাহ অধ্যয়ন, মাজালিসুয যিকর ইত্যাদির মাধ্যমে আল্লাহর উপর গভীর আস্থা, বিশ্বাস, তাওয়াক্কুল, তাঁর ইলম, ইচ্ছে, রহমত, তাকদীর ইত্যাদির গভীর বিশ্বাস, আখিরাতমুখিতা অর্জনের মাধ্যমে মুমিন সকল প্রকার হতাশা ও উৎকণ্ঠামুক্ত পবিত্র জীবন লাভ করেন।

হতাশা ও উৎকণ্ঠার বিরুদ্ধে মুমিনের মনে প্রতিরোধক্ষমতা তৈরি হয়। যেকোনো দুঃখ, বেদনা, কষ্ট বা সমস্যায় মনের মধ্যে হতাশা বা উৎকণ্ঠা আকৃতি নিতে শুরু করলেই ঈমানী চেতনাগুলো আল্লাহর প্রতি সুধারণা, নির্ভরতা, ধৈর্য, কৃতজ্ঞতা, নির্লোভতা, সাওয়াব-আকাঙ্ক্ষা ইত্যাদি অনুভূতি দিয়ে দ্রুত তাকে ঘিরে ধরে, অবদমিত করে এবং নেতিবাচক অনুভূতিগুলোকেই ইতিবাচকে পরিণত করে হৃদয়কে প্রশান্তিতে ভরে দেয়৷

বইঃ রাহে বেলায়াত, পৃষ্ঠা : ৩২২

মুহিউস সুন্নাহ

13 Jun, 03:03


আফ্রিকার এই যুবক এবারে হজে এসে রওজা শরিফের সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকেন রওজা পানে। খোদ হারামাইনের অনলাইন সাইট এই ছবিটি টুইটারে প্রকাশ করেছে।

আহ, কী সেই চাহনি! কী সেই আবেগ! দীর্ঘদিন পরে হাবিবের রওজা দেখার সৌভাগ্য! কালো যুবকের হৃদয়ের সবটুকু আবেগ চোখের পানি হয়ে গলে গলে ঝরে পড়ছে!

আল্লাহ ! আমাকেও এভাবে তোমার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে কান্না করার সুযোগটুকু দিয়ো...!