কৌতুক বাংলার হাসি @jokes_bangla Channel on Telegram

কৌতুক বাংলার হাসি

@jokes_bangla


বাংলা কৌতুক
হাসুন প্রান ভরে
মন ভাল রাখুন

কৌতুক বাংলার হাসি (Bengali)

কৌতুক বাংলার হাসি নামক টেলিগ্রাম চ্যানেলটির মূল উদ্দেশ্য হল বাংলা ভাষার ভাষিক ভাবে মানুষকে হাসিতে সমৃদ্ধ করা। এই চ্যানেলে আপনি বিভিন্ন ধরনের মজার উদ্ধৃতি, কৌতুক, প্রজনন কাহিনী এবং পরিহাস পাবেন। 'jokes_bangla' হল এই চ্যানেলের ব্যবহারকারীর নাম। তারা দিনে দিনে বিভিন্ন ধরনের মুখোমুখি মজার অনুভব ভাগাভাগি করে দেয় চ্যানেল সদস্যদের সাথে। চ্যানেলটির বর্ণনাও মোটামুটি এমন সেরা মজার উদ্ধৃতি, কৌতুক এবং পরিহাসের ঝাঁপ দেয়নি। আপনি যদি সময় কাটাতে বা দু: খিত হাসির অভাব দূর করতে চান, তাহলে 'কৌতুক বাংলার হাসি' চ্যানেলটি আপনার জন্য একটি আদর্শ স্থান হতে পারে। অতএব, সবাইকে 'কৌতুক বাংলার হাসি' চ্যানেলে যোগ দিতে এবং মন মেলানো সতর্কতার সহজপ্রাপ্য মজা উপভোগ করতে অনুরোধ করা হচ্ছে।

কৌতুক বাংলার হাসি

24 Nov, 03:01


এক দুষ্ট ছেলে থানায় ফোন করেছে।
- এইটা কি পুলিশ স্টেশন?
- হ্যাঁ।
- আপনি কি পুলিশ?
- হ্যাঁ।
- আপনার থানায় বাথরুম আছে?
- হ্যাঁ।
- আপনার বাথরুমে কমোড আছে?
- হ্যাঁ, আছে।
- তাহলে কমোডের মধ্যে মাথা ঢুকাইয়া বইসা থাকেন। এই বলে ছেলেটি ফোন কেটে দিল।
কিছুক্ষণ পর পুলিশ নাম্বার বের করে কলব্যাক করল। ছেলেটির বাবা ফোন ধরল।
পুলিশ অভিযোগ করল, আপনার ছেলে আমাকে কমোডে মাথা ঢুকিয়ে বসে থাকতে বলেছে।
- কতক্ষণ আগে বলেছে?
- এই ধরেন ১০ মিনিট।
- তাহলে এখন মাথা বের করে ফেলেন।

কৌতুক বাংলার হাসি

23 Nov, 03:00


কোন দেশের পুলিশের দক্ষতা কেমন সেই নিয়ে কয়েক দেশের পুলিশের উচ্চ পর্যায়ের আলোচনা চলছে।
জাপানী পুলিশ : যে কোন ঘটনা কে ঘটিয়েছে সেটা জানতে আমাদের ৭২ ঘন্টা সময় লাগে।
বৃটিশ পুলিশ : আরে দূর আমরা দুনিয়ার সেরা পুলিশ । অন্যায় কারীকে চিনতে আমাদের সর্বোচ্চ ২৪ ঘন্টা সময় লাগে ।
আমেরিকার পুলিশ : আমারাও ২৪ ঘন্টার মধ্যে যে কোন ক্রিমিনালকে পাকড়াও করতে পারি।
বাংলাদেশের পুলিশ : আমাদেরকে না জানিয়ে কোন ঘটনাই ঘটে না।

কৌতুক বাংলার হাসি

22 Nov, 01:08


চোর ধরে নিয়ে যাওয়ার সময় হঠাৎ বাতাসে পুলিশের টুপি উড়ে গেল।
চোর: স্যার, আপনি অনুমতি দিলে আমি এক দৌড়ে আপনার টুপিটা এনে দিতে পারি।
পুলিশ: আমাকে বোকা পেয়েছ? তুমি টুপি আনার নাম করে দৌড়ে পালাতে চাও, তা কি আমি বুঝি না ভেবেছ? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আমি টুপিটা নিয়ে আসছি!

কৌতুক বাংলার হাসি

21 Nov, 02:07


একবার এক চোর রাতের বেলা নারকেলগাছে উঠেছে। উদ্দেশ্যে কী, সেটা তো আর বলে দিতে হবে না। তো নারকেল নিচে ফেলতেই জোরে শব্দ হলো। সেই শব্দে গৃহস্থ মানে গাছের মালিক গেল জেগে। চিত্কার করে জানতে চাইল, ‘কে রে?’
গাছের ওপর থেকে চোরটা উত্তর দিল, আমি মতিন।
: ওইখানে কী করিস?
: ঘাস কাটি।
: ওই ছাগল, নারকেলগাছে কি ঘাস আছে নাকি?
: নাই দেইখ্যাই তো নেমে আসতেছি।

কৌতুক বাংলার হাসি

20 Nov, 02:07


পাহারাওলা-

এতো রাতে পাকে ঘরেছেন কেন কৈফিয়ৎ দিন ?


ব্যক্তি-

তাই যদি দেবার থাকতো, তাহলে কি আর আমি এতক্ষণ বাইরে থাকি । তাহলে তো কখন আমি বাড়ীতে আমার স্ত্রীর কাছেই চলে যেতে পারতুম।

কৌতুক বাংলার হাসি

19 Nov, 01:05


: নাইট র্গাড হিসেবে আপনার বিশেষ যোগ্যতা কি?
: আমি স্যার অল্প গোলমালেই জেগে উঠতে পারি।

কৌতুক বাংলার হাসি

18 Nov, 01:05


বিমানবাহিনীতে একটি ইন্টারভিউ।
-সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী- এই তিনটির মধ্যে বিমানবাহিনীকে পছন্দ করলে কেন?
-একমাত্র বিমানবাহিনীর যোদ্ধারাই পালানোর সময় ঘন্টায় ৫০০ মাইল বেগে পালাতে পারে।

কৌতুক বাংলার হাসি

17 Nov, 01:04


-বলুন তো, কাজুবাদাম আর স্বামীর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কী?
-কাজুবাদাম চিবানো হয় পকেটে টাকা থাকলে, স্বামীকে চিবানো হয় টাকা না থাকলে

কৌতুক বাংলার হাসি

16 Nov, 01:04


ম্যানেজারঃ আসলে আমরা দেখলাম, এই মুহূর্তে আমাদের আর কারও সাহায্যের প্রয়োজন নেই, তাই আপনাকে নিতে পারছি না?
চাকরিপ্রার্থীঃ তাহলে তো স্যার এই পোস্টে আমি আমার চেয়ে আর কাউকে যোগ্য দেখছি না। আমি আমার জীবনেও কাউকে সাহায্য করিনি।

কৌতুক বাংলার হাসি

15 Nov, 01:03


ইন্টারভিউ দিতে এসেছে এক চাকরিপ্রার্থী।
: আপনার বয়স কত?
: ত্রিশ বছর।
: আপনি কত বছর চাকরি করেছেন?
: পঁয়ত্রিশ বছর।
: এটা কী করে সম্ভব?
: ওভারটাইম করেছি, স্যার।

কৌতুক বাংলার হাসি

14 Nov, 01:03


এক সত্যবাদী যুবক ইন্টারভিউ বোর্ডের প্রশ্নের উত্তরে বলল, চশমাসহ আমার ওজন একশ বাইশ পাউন্ড। বোর্ডের চেয়ারম্যান বললেন, চশমাসহ ওজনের দরকার কী?
যুবক চশমার মোটা কাচের দিকে ইশারা করে বলল, চশমা খুলে ফেললে যে আমি ওজনের স্কেলটা পড়তে পারি না।

কৌতুক বাংলার হাসি

13 Nov, 01:03


সাংবাদিক: লোকজন খেতে পায় না, আর আপনি দুধভর্তি সুইমিং পুলে গোসল করেন?
সেরা ধনী: কী করব বলেন...গরুগুলো সব খাটো খাটো...একটার নিচেও দাঁড়াতে পারি না।

কৌতুক বাংলার হাসি

12 Nov, 01:02


ইন্টারভিউ বোর্ডে সর্দারজিকে প্রশ্ন করলেন এক প্রশ্নকর্তা, ‘কল্পনা করো তো, তুমি একটা ২০ তলা বাড়ির ১৫ তলায় আছ। এমন সময় ভীষণ আগুন লেগে গেল। সবাই ছোটাছুটি শুরু করল। তুমি কী করবে?’
সর্দারজি: আমি কল্পনা করা বন্ধ করব!

কৌতুক বাংলার হাসি

11 Nov, 01:02


ক্যাপ্টেন: সৈনিক, আপনি কি সাঁতার জানেন?
সৈনিক: জানি, স্যার।
ক্যাপ্টেন: কোথায় সাঁতার শিখলেন?
সৈনিক: পানিতে স্যার।

1,072

subscribers

238

photos

1

videos