লেখালেখির আড্ডাখানা @lekhalekhi Channel on Telegram

লেখালেখির আড্ডাখানা

@lekhalekhi


লেখালেখির আনন্দে ভেসে যাই নব উচ্ছ্বাসে।

লেখালেখির আড্ডাখানা (Bengali)

লেখালেখির আড্ডাখানা হল একটি আওয়ামী টেলিগ্রাম চ্যানেল, যা লেখনী ও পাঠকদের জন্য একটি স্থান প্রদান করে যেখানে তারা তাদের লেখা, কবিতা, অনুভূতি ইত্যাদি শেয়ার করতে পারেন। এই চ্যানেলে সাধারণভাবে সৃষ্টিকৃত লেখা, কবিতা, গল্প, ব্যংগ, রচনা সম্পর্কে আলোচনা হয়। চ্যানেলটি 'lekhalekhi' নামে পরিচিত। তার মাধ্যমে লেখনীরা নতুন সৃষ্টিকর্মীদের সাথে যোগাযোগ করতে এবং তাদের লেখার জন্য প্রোত্সাহন প্রদান করতে পারেন। এই চ্যানেলে যারা যোগ দিতে চান বা থাকেন, তারা নিবন্ধন করতে এবং তাদের চিন্তা, লেখা বা অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। এটি প্রতিদিন সহজেই লেখা, কবিতা পড়া এবং আলোচনা করার দ্বারা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তাই, আপনি যদি লেখনী বা অতীতে আপনার লেখা, কবিতা, অভিজ্ঞতা শেয়ার করার ক্ষেত্রে আনন্দ পান এবং নতুন সৃষ্টিকর্মীদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে 'লেখালেখির আড্ডাখানা' চ্যানেলটি আপনার জন্য একটি আদর্শ স্থান হতে পারে।

লেখালেখির আড্ডাখানা

21 Feb, 15:20


জানো তো আমার একটা তুমি আছে,
তার আবার ঠোঁটের কোণায় রাগ আছে, অভিমানের পাহাড় আছে, কান্না ঝুলি আছে, বকবকামির ভান্ডার আছে, তার মনের আবার অনেকটা ভালোবাসা আছে, আমার একটা তুমি আছে।।

লেখালেখির আড্ডাখানা

20 Feb, 15:54


✷⁠‿⁠✷ মা মানে কি জানো..!

𝟏. মা_মানে_মমতার_মহল"....😘

𝟐. মা_মানে_পিপাসার_জল"....💦

𝟑. মা_মানে_ভালবাসার_সিন্ধু"....❤️

𝟒. মা_মানে_উত্তম_বন্ধু"....🤱🏻

𝟓. মা_মানে_ব্যাথার_ঔষুধ"....🍼

𝟔. মা_মানে_কষ্টের_মাঝে_সুখ"....🤗

𝟕. মা_মানে_চাঁদের_ঝলক"....

৪. মা_মানে_স্বর্গের_মালিক"....🕊️

লেখালেখির আড্ডাখানা

20 Feb, 09:02


লেখালেখির আড্ডাখানা pinned «https://whatsapp.com/channel/0029Vb6SbD4DDmFMCstDgD3R»

লেখালেখির আড্ডাখানা

19 Feb, 14:33


চলো এভাবেই রয়ে যাই! পাওয়া না পাওয়ার ভিঁড়ে না হারিয়ে এভাবে জিতে যাই,ভয় যেন হয় আমাদের মুখের হাঁসি,যদি স্বপ্ন ধরা না দেয় চলো স্বপ্নের দেশে দুজনে হাত ধরে ঘুরে আসি! সত্যি "জীবন" আমরা তোমাকে বড্ডো ভালোবাসি! ☘️💚

লেখালেখির আড্ডাখানা

19 Feb, 11:00


https://whatsapp.com/channel/0029Vb6SbD4DDmFMCstDgD3R

লেখালেখির আড্ডাখানা

18 Feb, 12:39


আমার হিয়া মাঝে রইবে তুমি,
রইবে মোর জীবন জুড়ে।

কেয়া

লেখালেখির আড্ডাখানা

17 Feb, 16:39


হারিয়ে যাবো ওই নীল আকাশে মেঘেদের গায়ে।

গগন

লেখালেখির আড্ডাখানা

16 Feb, 14:51


সময় কি তাড়াতাড়ি বইয়ে যা তাই না,
এইতো সেদিনের কথা ছোটো সোনা মায়ের কোল আলো করে এলো, আজ দেখো দেখতে দেখতে সে সোনা কত বড়ো হয়ে গেলো। নিজের পায়ের তলার মাটিটা একটু শক্ত করার জন্য কত লড়াই চালাচ্ছে।

স্বরূপ

লেখালেখির আড্ডাখানা

15 Feb, 13:44


ভালোবাসা যদি আকাশ ছুঁয়,
হৃদয় তখন মনে স্পর্শ করে।

হৃ

লেখালেখির আড্ডাখানা

14 Feb, 14:39


হয়তো তাকে আর গোলাপ দেওয়া হলো না, হয়তো তাকে আর দেখতেও পাবো না, সে হয়তো চলে গেলো না ফেরার দেশে, শুধু সে বলে গেলো খেয়াল রেখো আমার পরিবারের সকলের এই বলে চির বিদায় নিলো সে।

সৈনিক স্ত্রী
( ১৪ ফ্রেব্রুয়ারি ২০১৯ )

লেখালেখির আড্ডাখানা

14 Feb, 01:35


কে বলে প্রেম করলেই শুধু উইশিং করা যায় ?

আমি বলি বোকা সবাই ,
শুধুই বোঝার ভুল ,
প্রেম করলেই কি উইশিং করা ,
বন্ধুত্ব তেই গরমিল ?
মোদের মাঝে সবই চলে ,
ভালোবাসা ও দাবি ,
জোরকরে বকেদেওয়া , বা না মানলেই আড়ি ,
ইমোশনাল কানেকশন , কাটা যায় না ,
এখনকার প্রেম তো দুইদিনও টেকেনা ,
রোজি মোদের উৎসব , চাইনা কোনো দিন ,
বন্ধুত্বতেও আমরা পালি প্রেমিক -প্রেমিকার দিন , 🌹 ডেতে গোলাপ দি ,
প্রপোজ ডেতে ডাকি ,
চকলেট 🍫 খাই এ ,
টেডি 🧸 বলে ডাকি ,
প্রমিস ডেতে প্রমিজ করি একসাথে চলার ,
আনন্দতে জড়িয়ে ধরে ,কিস দিয়ে আবার ,
আত্মিকতা আসল কথা , জুড়ি মেলা ভার ,
বন্ধুত্বতেও ভ্যালেনটাইন'স ডে পালন চলে আবার ,
সাহস থাকে আপত্তি করেই দেখো ,
বন্ধুত্বএর হবে না কিছুই ,
,শুধুই নিজের টুথ কে সামলে রেখো..

হ্যাপি ভ্যালেনটাইন'স ডে ....

Bapon roy

লেখালেখির আড্ডাখানা

13 Feb, 15:56


যে জন মোরে বেসে ছিলো ভালো,
সে জন মোর রইলো না কালো।

আলো

লেখালেখির আড্ডাখানা

12 Feb, 14:09


আমরা মানুষরা কী অদ্ভুত তাই না!
কখনো নিজেদের কাজের জন্য নিজেরাই হাসি কখনো বা কাঁদি।

মন

লেখালেখির আড্ডাখানা

11 Feb, 12:41


বাঁধবো তারে ভালোবাসায়
গড়বো নতুন ঘর
সারাজীবন আগলে রাখবো এই আমি চাই।

তম

লেখালেখির আড্ডাখানা

11 Feb, 06:46


Promise Day তে

প্রমিস'টা না হয় নিজে'র সাথে হোক অল্পতে কখনো ভেঙে পড়বো না যা হয়েছে হয়েছে, নিজেকে স্ট্রং হতে হবে নিজেকে নিজের ভালো থাকার দায়িত্ব নিতে হবে পরিবারের সবার খেয়াল রাখতে হবে প্রতিষ্ঠিত হতে হবে, অনেক স্বপ্নপূরন বাকি।🤍

লেখালেখির আড্ডাখানা

10 Feb, 14:28


সে কী দিন ছিলো
হারিকেনের আলোতে গল্পের পড়া ছিলো, মোমবাতির আগুনে হাতে আঙ্গুল এপার ওপার করা ছিলো, বসন্তে কোকিলের ডাক ছিলো, শরতের সকালে শিউলি ফুল ছিলো সবকিছু কেমন জানি হারিয়ে গেলো।

অতীত

লেখালেখির আড্ডাখানা

10 Feb, 14:28


মা কেন নির্লজ্জ-বেহায়া, অংক-ইংরেজি বোঝেনা; আর বলে মিথ্যে কথা !...

১ টা রুটি চাইলে ২ টো নিয়ে আসে।

কোথাও যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়।

মা ইংরেজিও বোঝে না,
I hate u বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়।

মা মিথ্যেবাদী,
না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে।

মা বোকা,
সারাজীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পিছনে কাটিয়ে দেয়।

মা চোর,
বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়।

মা নির্লজ্জ,
মাকে কতবার বলি আমার জিনিষে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।

মা বেহায়া,
আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।

মায়ের কোন কমনসেন্স নেই,
আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা এতো খাবার কম কেন? এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এতো খাওয়ার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া ছেলে।

মা কেয়ারলেস,
নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশিতে তাঁর দিনটা যেন ওলটপালট হয়ে যায় ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে।

মা আনস্মার্ট,
অনেকের মায়ের মতো করে মা দামী দামী শাড়ি পড়ে না। ভ্যানিটিব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায়না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় পুরোনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়।

মা স্বার্থপর,
নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।

পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাঁদের এত কষ্ট দেই। তবুও তাঁদের পরিবর্তন হয়না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তাঁরা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো আল্লাহুর কাছে আমাদের জন্য প্রার্থনা করে।

সারাজীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে 'মা' ডাক শুনতে চান। তাঁরা কতো নির্বোধ তাই না😥😥
আসুন যাদের মা বেঁচে আছেন তাদের কে সন্মান করু। মায়ের নিঃস্বার্থ ভালোবাসাকে মূল্যয়ন করুন। যাদের মা মারা গেছেন তাদের জন্য নিয়মিত দোয়া করেন। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা। আমিন।।।

মা ছাড়া দুনিয়া অন্ধকার!
লেখা ও ছবিঃ Faisal Khan

লেখালেখির আড্ডাখানা

09 Feb, 15:27


তুমি রইলে রয়ে যেও
না হয় চলে যেও।

প্রেমি

লেখালেখির আড্ডাখানা

08 Feb, 16:19


উরুসন্ধির সন্ধিক্ষণের ,
বীর্য্য সহ হাইমেন এ ,
সিক্ত বংশদণ্ড ....
একাগ্রচিত্ত উন্মত্ত ,
মুহূর্ত অতিক্রান্ত ,
অবলীলায় সাবালক অথবা নাবালক ,
মত্ত , শারীরিক ধ্বংসলীলায় ,
স্বেচ্ছায় সহমরণ , অনিচ্ছায় ধর্ষণ ,
কখনো দেহসৌন্দর্য্য জীবিকার অঙ্গ ,
দূরাভাষে দুর্বিসাসে , কতশত মৌমাছি আসে ,
নেশাতুর পিপীলিকা সদ্যোজাত পাখনা নিয়া ,
যৌবনের অগ্নিকুন্ডে জীবন সপেঁ .

Bapon roy

লেখালেখির আড্ডাখানা

08 Feb, 14:12


হারিয়ে যাচ্ছে সব কিছু,
হারিয়ে যাচ্ছো তুমি ও ,
নদীর স্রোতে হারিয়ে গেলাম আমিও।

খেয়া

লেখালেখির আড্ডাখানা

06 Feb, 05:03


সে কী দিন ছিলো।

সন্ধ্যা বেলায় লোডশেডিং ছিলো, কত কত বই ছিলো, কালবৈশাখী ঝড় ছিলো , ভাইবোনের খুনসুটি ছিলো, হারিকেন জ্বেলে ঠাম্মা দিদুনের কাছে ভূতের গল্প শোনা ছিলো, মিষ্টি মধুর বাতাস ছিলো, ভূতের ভয় ছিলো আরো কত কিছুই স্মৃতি ছিলো যা সময়ের সাথে হারিয়ে গেছে।

মায়া

লেখালেখির আড্ডাখানা

06 Feb, 03:54


ফাঁকি

রোজই ভাবি কালকে পড়া
আজকে শুধু খেলা
দিনের পর দিন চলে যায়
সকাল সন্ধ্যে বেলা
রাতের পর রাত চলে যায়
মাসের পর মাস
সামনে দেখি পরীক্ষাটা
গলায় লাগায় ফাঁস
সরস্বতী মা কে যে তাই
প্রাণের দায়ে ডাকি
পাশ করিয়ে দাও মা এবার
আর দেবো না ফাঁকি।
......... 🙏..........

গদাধর মন্ডল

লেখালেখির আড্ডাখানা

04 Feb, 15:58


ভালো লাগে তোমার সাথে হাতে হাত রেখে হাঁটতে।

প্রেম

লেখালেখির আড্ডাখানা

03 Feb, 09:01


দিগন্তের দিকে চায় হা রইলাম আমি
তোমার পথ চেয়ে

অভি

লেখালেখির আড্ডাখানা

02 Feb, 08:31


সত্যি মানুষের হাতে কাজ কত সুন্দর তাই না।
এই জিনিসটা না দেখলে বিশ্বাস করতে পারতাম না।

ক্ষুদিরাম সর্দ্দার

লেখালেখির আড্ডাখানা

01 Feb, 16:44


হয়তো এবার পুজোতে দুজনের বেড়োনো হবে না, তবে ভিডিও কলে দুজন দুজনের সাথে ঠাকুর দেখবো হাতটা না হয় তুমি হয়ে ফোনটা ধরবে। তাহলেই হবে আমার।

মেহু

লেখালেখির আড্ডাখানা

31 Jan, 15:58


জানেন তো ভালোবাসাটা হচ্ছে আসলে ম্যাগনেট এর মতো।
ম্যাগনেট যেমন দুটো একই প্রান্ত একদিকে রাখারে দুজনের অভিকর্ষ হয়, তেমনি ভালোবাসার মানুষ দুটো যদি একই কাজের মধ্যে থাকে তাহলে তাদের মধ্যে অভিকর্ষের সৃষ্টি এটা নিশ্চিত। মানে সে আর তুমি যদি একই বিষয় নিয়ে কাজ করো তাহলে অভিকর্ষের সৃষ্টি হবে, সেখান থেকে ঝামেলা তারপর ছাড়াছাড়ি।

কিন্তু ম্যাগনেটের যদি দুটো দিক আলাদা হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণের সৃষ্টি হবে। মানে সে আর তুমি যদি দুজনে দুটো আলাদা মেরুর মানুষ সে কম কথা বলে আর তুমি বেশি কথা বলো বা সে ইঞ্জিনিয়ার আর তুমি মেডিকেল এর সাথে যুক্ত। তখন কোনো ঝগড়া মারামারি ঝামেলার সৃষ্টি হবে না কারণ দুজনেই তার অপর দিকের মানুষটার কর্মের বিষয় সম্পর্কে অবগত না, তখন দেখবে সে যেটা বলছে সেইটাই ঠিক।


আমি তো ব্যক্তিগত ভাবে চাই আমার জীবন সঙ্গি হবে বিপরীত মেরুর মানুষ।

দিয়া

লেখালেখির আড্ডাখানা

31 Jan, 09:16


তোমার নামটা যদিও জানা হয়নি আজ
আবার যদি দেখা হয় কোনো দিন মনে করে তোমার নামটা জেনে নেবো।
কী বলবে তো ?

লেখালেখির আড্ডাখানা

31 Jan, 01:44


উন্নত দুই স্থূল শিখরের মাঝে ,
প্রশস্ত গিরিখাদ ,
ক্ষুদার্থ ৩২ পাটির গুটিকতো অগ্রজ ,
খেলায় মত্ত তোমায় নিয়ে,
পড়ে একা লবনাক্ত গভীর হ্রদ ,
ফণা ঘুরে ফেরে , গভীর হতে গভীরতর গুহায় ,
উষ্ণ লাভা বেরিয়ে আসে , তর্জনী ও অনামিকার ব্যস্ততা ,
লেলিহান উত্তেজনার পারদ ,
সুষুম্না কান্ড লণ্ডভণ্ড ,
কক্কাই কাঁদে একা ,
মধ্যযুগের উদ্দামতা উরুসন্ধির মাঝে ,
আদমের আপেল মুখ লুকিয়ে বাঁচে ,
এ এক বড়ো জ্বালা,
কখন যে ওঠে ঝড় ,
সাইকোলজি সব যেন গড়বড়

Bapon roy

লেখালেখির আড্ডাখানা

30 Jan, 16:01


কাউকে ভালোবাসতে হলে কিসের এতো ভাবনা চিন্তা? যাকে মনে ধরে তাকে হুটহাট একদিন দুপুরের উত্তপ্ত রৌদ্র দাঁড়িয়ে বলে দিবেন আমি আপনাকে ভালোবাসি, দূর থেকে দেখা মাত্রই যার জন্য বুকের ভেতরটা মুচর দিয়ে উঠে তাকে একদিন শীতের সকালে চাদরে জড়িয়ে দিয়ে বলবেন আমি তোমাকে ভালোবাসি।

ভেবে চিন্তে ষড়যন্ত্র করা হয়! ভালোবাসতে হয় দেখা মাত্রই।❤️🫶

লেখালেখির আড্ডাখানা

30 Jan, 04:30


এই হাতটা ধরার মতো কোনো মানুষকে আর পেলাম।
যে এই স্বরস্বতী পূজতে এই হাতটা ধরে ঠাকুর দেখতে বেড়বে অঞ্জলী দেবে।


দোয়েল

লেখালেখির আড্ডাখানা

29 Jan, 15:09


তোমার সঙ্গে ঘর বাঁধবো,
গড়বো নতুন সংসার।
নব আলো সাথে নিয়ে
এগোবো নতুন পথ।

লেখালেখির আড্ডাখানা

28 Jan, 16:30


কতদিন অয় আমি ভালা নাই!


আইচ্ছা,
একটা কতা কইমু?
আমি ম*ইরা গেলে কি তুমি কান্দিবা?কাইন্দা বুক ভাসাইবা-

এমন বাঁইচা থাইকাও ম*ইরা যাওনের মতো যন্ত্রণা আমি আর কয়দিন পাইমু?কও...

তুমি ছাড়া আমার জগত সংসার সব ছারখার অইয়া গেছে!আমি হাসবার পারি না,খালি কান্দন আহে!


বাঁইচা থাকতে একবার কাছে আইলা না! তয় ম*ইরা গেলে শেষ দেহ্যা দেহনের লাইগ্যা আসবা তো?
আমার গতরের কাছে বইয়া কাইন্দা বুক ভাসাইবা তো?
ফ্যালফ্যাল কইরা চাইয়া থাকবা তো আমার ম*রা মুহের দিকে?
না কান্দিলে আমি ক্যামনে বিশ্বাস করুম?তুমি আমারে ভালাবাসতা।হ,সত্যিই মন থাইকা ভালাবাসতা–!!😄💔

লেখালেখির আড্ডাখানা

28 Jan, 14:32


ফুল মানে ভালোবাসা,
আর ভালোবাসার প্রতীক হলো সেই ফুল।

গ্রুপের সকল সদস্যদের জন্য এই ফুল গুলো রইলো

লেখালেখির আড্ডাখানা

18 Jan, 15:50


ভালোবাসো অকারণে ,
দোষ গুন্ ভুলে ,
কোনো আশা না করে ,
পথে যাও চলে ,
ঝগড়া ও রাগ ,
হলেও ভুলে গিয়ে দূরেতেই থাক ,
বন্ধু বান্ধব হলে , ছেড়ে দিও তাকে ,
বিশ্বাস ই মুক্তি, বিশ্বাস ই শক্তি ,
এই জোরে তাই সম্পর্ক থাকে ,
জোরকরে ভালোলাগা ,ভালোবাসা নয় ,
ভালোবাসার পূর্ণতা যে সার্থত্যাগেই হয় ,
শারীরিক মায়ামোহ ক্ষনিকের জয় ,
ফলপ্রাপ্তিতে কর্তব্বতে রয় ,
জীবন যাপন করো সহজ -সরল ভাবে ,
আপন কর্মছাড়া কিবা হবে,
নামযশ ক্ষনিকের যেন ,
যতই হোক প্রিয় ,
প্রাণ গেলে নিজদেহ ও ,
বডি বলে যেন ,
স্বার্থপর দুনিয়ায় কেহ আপন নয় ,.
নিজের ছায়াও কিন্তু আলোতেই রয় ,
মূর্খ হয়ে শুধুই মায়াতেই ছুটি ,
জীবনের সুসময়কে নিজেরাই লোভের মোহতে লুটি ...

বাপন রায়

লেখালেখির আড্ডাখানা

18 Jan, 13:46


আমার তুমিটা যেমন কল্পনাতে সুন্দর, ঠিক তেমনি বাস্তবেও সুন্দর।
আমার তুমিটা বড্ড ভালো বড্ড ভালোবসো আমাকে দূরে গেলে বকা দাও কাছে থাকলে একজন বাবার মতো করে আগলে রাখো।
আমার তুমিটাকে না আমি বড্ড ভালোবাসি।


অনেকটা ভালোবাসা রইলো তোমার জন্য প্রিয়। ❤️


ঐশাম্বী

লেখালেখির আড্ডাখানা

18 Jan, 10:48


শুকনো পাতা
ঘরের মধ্যে ঘুর ঘুর করে ঘুরছে
একটু উড়ছে একটু গড়াচ্ছে
তার আর কোথাও যাওয়ার নেই।

প্রদ্বীপ

লেখালেখির আড্ডাখানা

17 Jan, 14:26


অদ্ভুত একটা মানুষ জুটেছে আমার কপালে, যার ওপর রাগ করেও থাকতে পারি না, আবার দূরে সরে যেতেও পারি না।

লেখালেখির আড্ডাখানা

16 Jan, 15:53


আজকের লেখা আমার ভাইয়ের জন্য

বড়ো আদরের, ভালোবাসার, স্নেহে মানুষ তুমি।
তুমি আমার সুপার হিরো, তুমিই আমার জান।
রাগ, ঝগড়া, মারামারি, অভিমান করবো তোর সাথে।
আদর করে আগলে রাখবো আমার হৃদয় জুড়ে।

I love you my brother 😎

লেখালেখির আড্ডাখানা

15 Jan, 15:43


আজ তোমার কাঁধে মাথা রেখে
অনেকটা সময় কাটালাম।
তোমার হাতে হাত রেখে চললাম অনেকটা পথ।
আজকের বিকালটা অনেকটা মধুর হয়ে থাকে আমাদের জীবনে।

প্রেয়ালি

লেখালেখির আড্ডাখানা

14 Jan, 16:29


তোমার মনে আছে আমাদের দেখা হওয়ার দিনটার কথা, কীভাবে জেনো হঠাৎ আমাদের দেখা হয়েছিলো শীতের সেই পরন্তু বিকালে।

শ্রেয়ালিনী

লেখালেখির আড্ডাখানা

13 Jan, 14:55


সে পেরেছিল ভুলে থাকতে , তাই আমিও ফিরিয়েছি মুখ। ভালোবাসা যেখানে মূল্যহীন সেখানে বিচ্ছেদেই হোক সুখ!!🙂❤️‍🩹

★RH RAKIB★

লেখালেখির আড্ডাখানা

13 Jan, 14:55


সেদিন আমিও বোধহয় তোমার অনুভবে পড়েছিলাম।
তাইতো আজ অন্য কাউকে তোমার সাথে আমি সহ্য করতে পারি না।

কলকা

লেখালেখির আড্ডাখানা

12 Jan, 13:47


আমার আমিটা তোমার কাছে না হয় আমার কাছে অনেক দামি।

তাইতো তুমি ছেড়ে চলে গেলো আজও আমি আগের মতোই আছি।

দেবসী

লেখালেখির আড্ডাখানা

11 Jan, 16:29


একদিন তুমি নিজে থেকেই বলবে, হয়তো গোপনে নয়তো প্রকাশ্যে.! ওর মত যত্ন করে আর কেউ কোনো দিন ও ভালোবাসেনি..!🖤

★RH RAKIB★

লেখালেখির আড্ডাখানা

11 Jan, 15:14


জীবনে অনেক ভালো খারাপ, ওঠা নামা আসবে তা দেখে কখনো দিনো ভেঙে পড়বে না, তুমি যদি খারাপ দেখে ভেঙে পড়ো মাথা দাঁড়াতে না পারো তাহলে তুমি তোমার জীবনে কখনোই উচ্চতার শিখলে পৌছাতে পারবে না।
আমি আমার জীবনে সেটা অনুভব করছি।

হিয়া

লেখালেখির আড্ডাখানা

10 Jan, 15:34


আমার ভালোবাসাটা ছিলো তোমার হৃদয় ছুঁয়ে। আর তুমি ভালোবেসে ছিলে আমার শরীর টাকে।

ঈশা

লেখালেখির আড্ডাখানা

10 Jan, 02:46


প্রয়োজন আর প্রিয়জনের মাঝে ,
নিজেই হারিয়ে গেছি ,
নিজের মনকে অজান্তেই ,
নিজেই ঠকিয়ে গেছি ,
ভালোবাসার মানে খুঁজতেই ,
আজও শিখিনি কিছুই ,
ভালোবাসা আর ভালোলাগার গোলোক ধাঁধাঁয় ,ঘুরেছি রাত দিন শুধুই ....

Bapan roy

লেখালেখির আড্ডাখানা

09 Jan, 14:31


গল্পের শহরের আমি আজ একা।
আমার তুমিটা যে আজ অনেক দূরে,
দূর হতে বহু দূরে

লেখালেখির আড্ডাখানা

08 Jan, 13:26


2025 সালটা আমার জন্য অনেকটা ভালো সময় আর ভালো কিছু পাওয়া নিয়ে আসেছে।

দিয়া

লেখালেখির আড্ডাখানা

07 Jan, 14:19


আজও আমি তোমার প্রিয়তমা হয়ে আছি,
শুধু তুমি টা আর আমার নেই।

ধৃ

লেখালেখির আড্ডাখানা

05 Jan, 15:23


সেই ধ্রুব তারাটাও আজ তার স্থান পরিবর্তন করেছে,
আর তুমি তো মানুষ মাত্র
তোমার স্থান পরিবর্তনটা তো স্বাভাবিক।

দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

04 Jan, 13:46


গল্প আমার অল্প
তাও ফোরায় না সে বছর ভোর
কার সাথে করবো গল্প
এই যে আমার গল্প বড্ড অল্প।

স্মৃতিকণা

লেখালেখির আড্ডাখানা

31 Dec, 15:08


2025 সালে আবারও অগ্নিকার কারণ এবারেও তোমার হাতটা আমি ছাড়বো না। কিন্তু ঝগড়াটা করবো তোমার সাথে।

লেখালেখির আড্ডাখানা

31 Dec, 13:44


আমার 2024 সালটা খুব ভালো কেটেছে যা না পাওয়া জিনিস ছিলো সবই পেয়েছি। শুধু মাঝে আমাদের একজন কাছে মানুষকে হারিয়েছি সেটা বাদ দিয়ে খুব খুব ভালো কাটলো এই বছরটা। জানি 2025 সালটাও ভালো কিছু নিয়ে আসবে।

লেখালেখির আড্ডাখানা

30 Dec, 14:53


আমার হসপিটাল জীবনের আরো গল্প যদি তোমরা শুনতে চাও তবে কমেন্ট করো

লেখালেখির আড্ডাখানা

30 Dec, 14:50


নমস্কার আমি দিয়া ঘোষ ।
নতুন করে আর আমার পরিচয়টা দিলাম না।
আজ সোজা তোমাদের গল্প বলি।

আজকের গল্পের নাম অসমাপ্ত জীবন
ছেলেটির বয়স তখন ২৬ বছর মা বাবার একমাত্র সন্তান মানসিক ও শারীরিক ভাবে প্রতিবন্ধী হওয়ার কারণে তার বিবাহ ও হয়নি। ছোটো থেকে ২০২৪ পর্যন্ত তার মা তার সাথে থাকা এবং তার সমস্ত কাজ করে দিতো। বর্তমানে সে নিউমোনিয়া অক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় বেশ কিছু দিন সে, হাসপাতালে ভর্তি ও থাকে। কিন্তু শেষ রক্ষাটা আর হলো না। পৃথিবীর সব মায়া কাটিয়ে সেও চলে গেলো ওই তারাদের দেশে। তার মৃত্যু পর তার মা বাবা কেমন জানি শোকস্তব্ধ হয়ে পড়েছিলো। দুটি পাথরের মতো তারা বসেছিলেন তাদের ছেলের মৃত্য দেহ অক্ষরে। হাসপাতাল কর্তৃপক্ষের ততপরতায় তাদের দুজনকে পুরুষ ও মহিলা বিভাগে ভর্তি করা হয়, এবং তাদের অন্য বাড়ির লোকে খবর ও দেওয়া হয়।


*** আসলে কি বলুন তো সন্তান যেমনি হোক না কেনো মা বাবার কাছে হয়ে সন্তান এইটাই আসল পরিচয়। তার পরিচয় দিলেন এই দম্পতি। ***
যাইহোক ঈশ্বরের কাছে সেই ছেলেটির আত্মার শান্তি কামনা করি।

লেখালেখির আড্ডাখানা

30 Dec, 14:19


স্বপ্ন থেকে আকাশ ছোঁয়া,
বড়ো হয়ে হবো আমি ডাক্তার।
কিন্তু টাকা পয়সার অভাবে কত শত স্বপ্ন এইভাবে নষ্ট হয়ে যায়।

পিউ

লেখালেখির আড্ডাখানা

29 Dec, 15:02


প্রত্যেকেই চাই জয়ী হতে,
নিজও নিজও গল্পে।

দিয়া

লেখালেখির আড্ডাখানা

29 Dec, 08:45


প্রেম মানে হৃদয়ের টান…!
প্রেম মানে একটু অভিমান।
দুটি মনের একটি আশা,
তারই নাম ভালোবাসা!

লেখালেখির আড্ডাখানা

28 Dec, 14:14


প্রেমিক হয়েও হলো না প্রেমিক
বাসলো না মোরে ভালো।
বাস্তবের কাছে হেরে গেলে আমাদের ভালোবাসা গুলো।


দিয়া

লেখালেখির আড্ডাখানা

27 Dec, 12:55


“ফুল যদি পারে ভালোবাসা শিখাতে,
চাঁদ যদি পারে রাতকে জাগাতে।
মেঘ যদি পারে বৃষ্টি ঝড়াতে..
তবে! তুমি কি পারোনা..
আমায় আপন করে নিতে।”

লেখালেখির আড্ডাখানা

26 Dec, 14:53


প্রিয়জন যদি থাকে পাশে,
মনে হয় পৃথিবীর সব সুখ আমারি কাছে ।
ভালোবাসা বুঝি তখনি সত্যি হয় ,
যখন ভালোবাসার মানুষটি মনের মত হয় ।
এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,

ধৃতিকা

লেখালেখির আড্ডাখানা

25 Dec, 14:26


মনে রেখো, একটা ভালো বন্ধু সেই হয় ,
যে তোমার জীবনে ভালো সময় নিয়ে আসে।
যে তোমার হাতটা সারা জীবন ধরার জন্য আসে।
যে তোমার সমস্ত সুখ দুঃখের সাথী হয়ে আসে।

দিয়া

লেখালেখির আড্ডাখানা

24 Dec, 14:20


মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দুয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ভালবাসে। ___ হযরত আলী (রাঃ)

লেখালেখির আড্ডাখানা

24 Dec, 00:57


ভাসিয়ে দেওয়া প্রাণভোমরা , কূলে এসে মিলায়,প্রাণের পরশ পাবার আশায় ,
অপেক্ষাতে প্রহর কাটে ,তপ্ত রোদের কোলে ,
কখন এসে জলদেবী নেবে কোলে তুলে ,
ভেসে ভেসে জন্ম নেবে , একটি ছোট্ট প্রাণ ,
এমন করেই মাতৃহারা হাজার হাজার সন্তান।

বাপন রায়

লেখালেখির আড্ডাখানা

23 Dec, 15:46


একই ঠান্ডা।
মহা ঠান্ডা।।
হাত পা জমে যাওয়া ঠান্ডা।।।
একটু গরম হতে ঢুকতে হয় লেপের ভেতর।।।।
দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

23 Dec, 11:48


"ভালোবাসা শুধু একটি অনুভূতি নয়, এটি একটি উন্মাদনা,
একটি শক্তি যা বিশ্বকে হীরার মতো উজ্জ্বল করে তোলে।"

অনিমেষ রায়

লেখালেখির আড্ডাখানা

21 Dec, 16:20


oii শুন !!
হ্যাঁ তোকেই বলছি সব সময়
হাসবি হাসলে তোকে হেব্বি cute লাগে

লেখালেখির আড্ডাখানা

20 Dec, 11:44


হাই, আমি দিয়া ঘোষ।
বর্তমানে স্বাস্থ্য কর্মীর প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রী । আজ আমি আমার ৬ মাস হাসপাতালে কাজের অভিজ্ঞতার কথা বলছিস।
আমি যখন হাসপাতালে প্রশিক্ষণ নিতে যেতাম তখন বহু অভিজ্ঞতা করেছি ভালো খারাপ উভয় অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। কিছু ভালো মানুষের ভালো ব্যবহার পেয়েছি আবার কিছু খারাপ ব্যবহার ও পেয়েছি।
সালটা ছিলো ২০২৪ জুন মাস তখন আমি ও আমার সহপাঠী একই সাথে মহিলা বিভাগে প্রশিক্ষণ নিতাম।তখন আমার সহপাঠীর দায়িত্ব পরে সমস্ত রোগীর তাদের রক্তের নমুনা সংগ্রহ করা। সেই মত ও তার কাজ শুরু করে এবং সেই সময় আমি নতুন রোগীকে চিকিৎসা প্রদান করছিলাম। আমার সহপাঠী সমস্ত রোগীর রক্তের নমুনা সংগ্রহ করতে পারলেও একজন ৪৫ - ৫০ বয়সী ভদ্র মহিলার শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করতে ব্যর্থ হয় বহু চেষ্টা পরো সেই পরে না তারপর অবশ্য ওই ভদ্র মহিলা ও তার স্বামীকে আমার সহপাঠী আমার কাছে এলে আমি বহু চেষ্টার পর খুব অল্প পরিমাণে রক্তের নমুনা সংগ্রহ করতে পারি যা দিয়ে ওনার সমস্ত রক্তের পরিক্ষা হতো না। নিরুপায় হতে আমি ও আমার সহপাঠী নার্স দিদি দের কাছে সাহায্য চাইতে যায়।

হ্যাঁ! এই কথা শুনে সবাই বলবে যে তাতে কী হয়েছে?
এখানে গল্পটা খুব সাধারণ একটা গল্প কিন্তু এর মধ্যে যেই ভদ্র মহিলা রোগগ্রস্ত ছিলেন তার শরীরের ঠিক যতবার ছিঁচ ফোটানো হয়ে ছিলো ঠিক ততবার তার স্বামী কাঁদে ছিলেন শেষে তো আমাদের কে বলে ছিলেন যে আমার স্ত্রী কে ছেড়ে দিন ওর শরীরের আর আপনারা ছিঁচ ফোটাবেন না। দয়া করুন।।

হ্যাঁ। কথা বলতে এখনকার ওই মিথ্যে ভালোবাসার দুনিয়া প্রথম আবার আমি সত্য কারের ভালোবাসা দেখলাম সেই ব্যক্তির চোখের জল দেখে কোথাও আমাদের সকলের চোখের কোণে জল চলে এসেছিলো।

এই ভাবেই বেঁচে থাকুক পৃথিবীর সত্য কারের ভালোবাসা গুলো।

লেখালেখির আড্ডাখানা

19 Dec, 16:13


মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দুয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ভালবাসে। ___ হযরত আলী (রাঃ)

লেখালেখির আড্ডাখানা

18 Dec, 13:37


আচ্ছা!
উকুন কেনো সারা শরীরে হয় না?
আর মশা কেনো মাথা হয় না?

কেউ বলতে পারবেন। দেখুন এই দুটো ব্যক্তির কাজ তো একই সেই রক্ত খাওয়া।

লেখালেখির আড্ডাখানা

17 Dec, 12:47


রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও
সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে!

লেখালেখির আড্ডাখানা

17 Dec, 09:15


ভালোবাসা হলো গভীর ক্ষত ,
গভীর হতে গভীরতর ,
প্রলেপ বিহীন জ্বালা ,

সার্থত্যাগের অছিলায় ,
মনের কোণে স্মৃতি থেকে যায় ,
শুন্যতায় গ্রাস করে খায় ,

জোনাকিরা তখন আলো জ্বালায় ,
শেষ সম্বল গভীর নেশায় ,
পথভোলা পথিক তখন এক পেশায় ,

অন্যজনে যদিও একথা জানে ,
একটুখানি সমবেদনার টানে ,
পরজীবী হয়ে নতুনের গানে ,,

আবার স্বপ্ন দেখি ,
ভালোবাসা তখন মিশরীয় মমিতে ,
নেয় যেন বিশ্রাম এক দামি ,

নতুনের জয়ে ,নবআনন্দতে ,
পুর্নজন্ম খানি ,
সবর্হেকে প্রিয় , নিজের জীবনের মূল্যবোধ ,
আর প্রিয় যেন একমাত্র আমি ,

বাপন রায়

লেখালেখির আড্ডাখানা

16 Dec, 14:44


তারা সত্যিই খুব ভাগ্যবান যারা নিজের
ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে পারে!

দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

15 Dec, 11:06


মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চিনুন,
কারণ চিনি আর নুনের রং একই হলেও,
… কিন্তু এদের স্বাদ আলাদা।

লেখালেখির আড্ডাখানা

15 Dec, 11:06


“তুমি” জানতে চাও আমার প্রিয় মানুষটি কে?
তাহলে প্রথম শব্দটি আবার পড়!

লেখালেখির আড্ডাখানা

14 Dec, 16:20


আমার হৃদস্পন্দনের একমাত্র কারণ
তুই!

লেখালেখির আড্ডাখানা

13 Dec, 10:26


আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না, কারন আমি যখন কাঁদি তখন সেও কাঁদে আমি যখন হাসি সেও হাসে।

দিয়া

লেখালেখির আড্ডাখানা

12 Dec, 13:46


“হয়তো সময় যাবে থেমে,
হয়তো সুর্য যাবে ডুবে,
হয়তো কেউ রবে না পাশে,
ভয় পেয় না তুমি হবেনা একা,
হাত বাড়ালেই পাবে তুমি
তোমার বন্ধুর দেখা।”


দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

11 Dec, 07:33


আমি কি কাউকে আই লাভ ইউ বলেছি?
কারো সাথে 𝙍𝙚𝙡𝙖𝙩𝙞𝙤𝙣𝙨𝙝𝙞𝙥 𝙎𝙩𝙖𝙩𝙪𝙨 দিয়েছি?
তবুও একদল লোক বলবে
আমি নাকি প্রেম করি।

𝕯𝖎𝖞𝖆

লেখালেখির আড্ডাখানা

10 Dec, 06:45


গোপন কথা গোপন প্রেম ,
কেউবা খেলে আজব গেম ,
সবাই তো জেতেনা , আজব এই ছলনা,
জীবনের আসল স্মৃতি ,
খেলার ছলে বেপরোয়া গতি ,
দেহে তখন জৈবিক মতি ,
বয়সের সন্ধিক্ষণে ,
আঘাতের ঘরে , বেদনায় ভোরে ,
সুস্থ বিশ্বাস ভাঙি , অতঃপর সকলি পর ,
অবিস্বাসে বিস্বাসে মনের দ্বন্ধ্য ,
ভালোকে আপন করি নিয়া সন্দেহ ,
কষ্ট পাইলেও প্রথম প্রেমই শ্রেয়

𝘽𝙖𝙥𝙖𝙣 𝙍𝙤𝙮

লেখালেখির আড্ডাখানা

09 Dec, 14:02


তুই তার প্রেমেতে অন্ধ,
আমি তোর প্রেমেতে
সীমাবদ্ধ।

দিয়া

লেখালেখির আড্ডাখানা

08 Dec, 14:22


তুমি অন্যান্য কাউকে ভালোবেসে আমার হাত ছেড়ে দিয়েছো তাতে আমার অবশ্য কিছু আসে যায় না কিন্তু সেই প্রেমিকায় তোমার হাত ছেড়ে দেবে সেদিন হয়তো সেই দিন আর তুমি আমাকে কাছে পাবে না।

ধৃতিকা

লেখালেখির আড্ডাখানা

05 Dec, 11:59


তুমি আসবে বলে আমাই অপেক্ষায় রেখে চলে গেলে।

দিয়া

লেখালেখির আড্ডাখানা

04 Dec, 13:06


সময়টা এমন যাচ্ছে যে
কারণে অকারণে মন খারাপ লেগেই থাকে!!

Dhritika

লেখালেখির আড্ডাখানা

03 Dec, 12:02


শুনেছি ভালােবাসার রাস্তায়
নাকি ভীষণ যন্ত্রণা থাকে!!
তাই ভাবছি ঐ রাস্তায়
একটা ঔষধের দোকান খুলবাে।

কৃত্রিম

লেখালেখির আড্ডাখানা

02 Dec, 11:54


মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো !
কষ্ট মানুষ কে পরিবর্তন করে,
আবার কষ্ট মানুষ কে শক্তিশালী করে ।

প্রিয়াঙ্কা

লেখালেখির আড্ডাখানা

01 Dec, 11:16


হাই 👋

আমি দিয়া ঘোষ, বর্তমানে লেখালেখি আড্ডাখানার এডমিন।
আমার এই গ্রুপের সকল সদস্যদের কাছে থেকে একটা জিনিস জানার ছিলো?

“ আচ্ছা মৃত্যু কাকে বলে? "
আপনাদের সকলের অভিমত ব্যক্ত করবেন। 🙏🙏

লেখালেখির আড্ডাখানা

30 Nov, 14:14


এমনিতেই আমাকে কেউ পাত্তা দেয় না
তার উপর আমার আবার বস্তা ভর্তি রাগ।

ধৃতিকা

লেখালেখির আড্ডাখানা

29 Nov, 16:09


সময়ের সাথে চলা মানুষগুলো মূল্যবান ও মূল্যহীন হয় সময়ের সাথেই ,
যৌক্তিকতা যখন ছিল ,সবাই সাথেই ছিল ,
কখন যে কার অন্তরালে থাকা আত্মিকতার গভীরতা কমে গিয়ে ,
সময়ের উপরে দোষারোপে আর সময় হয় না ,এ বড়োই কঠিন সময় , ধরা ও যায় না একে ,
সম্পর্কে সমীকরণ মূল্যহীন হয় চাওয়া ও পাওয়ার মাঝে ,
সময়ের কাছেই যে কখন প্রিয়জন ও প্রয়োজনের মাঝের ব্যাবধান কমা ও বাড়া করে , কেউ হয় শুধুই প্রয়োজন, প্রিয়জন থেকে , তা বোঝা বাহুল্য ,
সময় ই চিনিয়ে যায় যেন " সময় কে ও সময় দিতে হয় "
এ যেন এক আড়ালযুদ্ধ , সামনে শত্রুপক্ষ কিন্তু সেই সবার উপরে ,
নিয়তির হাত ধরে কালের চক্রাকারে ,চলে যাওয়া বিন্দু বিন্দু সিসিরকোনাসম কুয়াশা কুহেলি ,
অনুভূতির অনুভবে সময়ের অন্তরালে , ঘটে যাওয়া ছন্দপতন ,
আর সময়ের বুকেই বিলীন।

বাপন রায়

লেখালেখির আড্ডাখানা

29 Nov, 03:33


যতো ভালবাসা পেয়েছি,
তোমার কাছ থেকে। দুষ্টু এই মন চায়,
আরো বেশি পেতে।কি জানি,
তোমার মধ্যে কি আছে।কেনো যে এ মন চায়,
তোমাকে আরো বেশি করে কাছে পেতে॥


𝘿𝙝𝙧𝙞𝙩𝙞𝙠𝙖

লেখালেখির আড্ডাখানা

28 Nov, 05:47


যে মানুষটা মান অভিমান
নানান কথার ছলে,
খবর নিতো রোজ।
তাকে আজও ভুলা যায়নি,
কেবল ঠিকানা হারিয়ে সে নিখোঁজ।

লেখালেখির আড্ডাখানা

27 Nov, 02:18


স্বপ্ন ঘেরা মেঘের কোলে আমার যাওয়া আসা
শিশির ভেজা দেখিনা বায়ু আমার ভালোবাসা
নদীর পাড়ে শান্ত বিকেল শীতল করে মন
আর কেউ নয় সেই আমি, তোমার আপনজন ।

লেখালেখির আড্ডাখানা

26 Nov, 10:47


সব কিছুই বদলে গেছে
বদলে গেছি আমি
আবেগ এর মাঝে ডুবেছিলাম
বাস্তবতায় ছিলে তুমি।

লেখালেখির আড্ডাখানা

24 Nov, 14:15


লেখালেখির আড্ডাখানা pinned «মাত্র ৮ মাসে আমাদের এই গ্রুপে ২০০০ জন নতুন সদস্য যোগদান করছেন তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এই ভাবে আমাদের পাশে থাকবেন ৩০০০ থেকে যেনো আমরা ৩০০০০০ পৌঁছাতে পারি এই কামনা করি । পাশে থাকুন ভালোবেসে। নতুন নতুন ছন্দ নিয়ে।। দিয়া»

লেখালেখির আড্ডাখানা

24 Nov, 14:15


মাত্র ৮ মাসে আমাদের এই গ্রুপে ২০০০ জন নতুন সদস্য যোগদান করছেন তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এই ভাবে আমাদের পাশে থাকবেন ৩০০০ থেকে যেনো আমরা ৩০০০০০ পৌঁছাতে পারি এই কামনা করি ।

পাশে থাকুন ভালোবেসে।
নতুন নতুন ছন্দ নিয়ে।।

দিয়া

লেখালেখির আড্ডাখানা

24 Nov, 05:16


একটি গাছে দুটি পাখি বেঁধেছিলো বাসা। সারাজীবন থাকবে বলে মনে ছিলো আশা। হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিলো বাসা। সেদিন থেকে হারিয়ে গেলো পাখির ভালোবাসা।

দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

23 Nov, 07:18


কিছু কথা অব্যক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে। শুধু এই দিন সব ভুলিয়ে দেয়।

লেখালেখির আড্ডাখানা

21 Nov, 14:07


Hmm তোমাকেই বলছি তোমার নাম্বার টা দাও তো,
কি caller tune দিয়েছো শুনবো।

দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

20 Nov, 09:27


আমিও তোমার প্রেমে পড়ে ছিলাম,
তুমিও হয়তো আমার প্রেমে পড়েছিলে,
না হয় অন্য কারো প্রেমে।

দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

19 Nov, 04:39


অহংকার তারাই করে,
যারা হঠাৎ এমন কিছু
পেয়ে যায়। যা পাওয়ার
যোগ্যতা আদৌ তাদের
ছিল না।।
--+--APJ Abdul Kalam

লেখালেখির আড্ডাখানা

19 Nov, 02:01


তোমার জন্য পাল্টে গিয়ে দেখি ,
তুমি ই পাল্টে গেছো ,
আমি পথ ভোলা পথিক এখন ,
ঠিকানা ও ভুলেছে মন ,
তুমি আর নেই আপনজন ,
শুধুই ভুলেতে ভরা এই জীবন

বাপন রায়

লেখালেখির আড্ডাখানা

18 Nov, 08:08


...বিচার চাই...

জেগেছে আজ জনজোয়ার নেমেছে পথের পর।
বিচার চাই বিচার চাই সবার একই স্বর।।
উচ্চ-মধ্য নিম্নবিত্ত ছেড়ে যে যার কর্ম।
দুর্নীতি বিরোধী আন্দোলন এটাই এখন ধর্ম।।
ছাত্র যুব নারী পুরুষ সবাই এখন ক্ষিপ্ত।
অপরাধী সাজা পেলে তবেই হবে তৃপ্ত।
গুন্ডামি আর দাদাগিরি চলবে নাকো আর।
সু শাসন দাবি সবার দেশ দেখবে চমৎকার।।
ধর্ষক খুনী ফাঁসি কাঠে চোরের কারাবাস।
কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে আশ্বাস।।
পথ দেখাবে সোনার বাংলা আইন যখন কড়া।
শান্তিতে থাকবে সভ্য সমাজ অপরাধী ছাড়া।।
দুর্নীতি আর দাঙ্গাবাজ সবাই যখন জব্দ।
দেশের মানুষ খুশি হবে শুনবে হাসির শব্দ।।

গদাধর মন্ডল

লেখালেখির আড্ডাখানা

17 Nov, 08:08


তুমি আজ অন্য কারো গল্পের সম্রাট
আর আমি আমার গল্পের রাজরানী। 🥰🥰

কৌসন

লেখালেখির আড্ডাখানা

16 Nov, 06:41


সব গল্পের Happy ending হয় না,
কিছু কিছু গল্পের শেষ পাতাটাই থাকে না।

দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

15 Nov, 06:33


দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

14 Nov, 15:01


কিছু গল্প অল্পতেই ফুরিয়ে যায়।

ধৃতা

লেখালেখির আড্ডাখানা

13 Nov, 14:03


খেলার ছলে জীবন গড়ি
তোমায় নিয়ে স্বপ্ন দেখি।

প্রিয়

লেখালেখির আড্ডাখানা

12 Nov, 12:51


আপন খেয়াই চলতে চলতে একদিন
ঠিক নিজের লক্ষে পৌছে যাবো।
সেইদিন সকলে তোমার চলার পথকে
অনেকে অনুসরণ করে চলবে।

দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

11 Nov, 13:58


কী জানি
কোনো আমার মনে হয় আমি মারা যাবো খুব তাড়াতাড়ি।

দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

07 Nov, 13:35


গল্পরা দেয় উঁকি
মোর জীবন খাতায়
সুখ - দুঃখ, হাসি - কান্না
লেখে গল্পের গায়।

সৌনক

লেখালেখির আড্ডাখানা

06 Nov, 15:48


কল্পনার বাতাস ঘিরে সারা জীবন থেকো তুমি প্রিয়।

দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

05 Nov, 13:30


একটা একটা করে নিজের ও মা বাবার সব স্বপ্ন পূরণ করবো।
বাবা ও মায়ের একটা আজ একটু হলেও পূরণ করেছি।

দিয়া

লেখালেখির আড্ডাখানা

04 Nov, 15:15


লক্ষ মানুষের মাঝে তুমিই সেই প্রিয় মানুষ।
দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

03 Nov, 14:44


হাজার মানুষের কাছে থেকে অপমানিত হওয়ার পরও।
নিজের কাজে টিকে থাকা মানে সেই কাজের প্রতি থাকে সেই মানুষটার অসম্ভব ভালোবাসা।

দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

02 Nov, 14:21


আকাশে লক্ষ লক্ষ তারা রয়েছে তাও আমার সেই ধ্রুবতারাকেই পছন্দ,
পৃথিবীতে অসংখ্যক মানুষ রয়েছে তাও আমার তোমাকেই পছন্দ।
কেনো জানো?
কারণ তুমি সেই ধ্রুবতারার মতো উজ্জ্বল এক তারা যাকে দেখলে মন ভোরে যায়।

দিয়া

লেখালেখির আড্ডাখানা

01 Nov, 14:34


আজ সবাই নিজের নিজের কাজে ব্যস্ত।
কারো জন্য কারো সময় নেই ।

লেখালেখির আড্ডাখানা

31 Oct, 14:57


আমি আমার জীবনের চারটে বাধিয়ে রাখার মতো ভাই পেয়েছি।
আর তোমরা কে কী পেয়েছো বাধিয়ে রাখার জন্য?

লেখালেখির আড্ডাখানা

30 Oct, 15:35


দেখতে দেখতে সময়টা কেমন যেনো কেটে যাচ্ছে।

লেখালেখির আড্ডাখানা

29 Oct, 12:10


রোজ সকালে যার কথা ভেবে ঘুম থেকে উঠি।
সেই মানুষটা আজ অন্যান্য কারো।

দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

27 Oct, 15:49


হতো তোমাকে আর পাওয়া হবে না নিজের করে।

দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

26 Oct, 10:21


আজ প্রথম আমি আমার বাবাকে কাঁদতে দেখলাম।
বিশ্বাস করো আমি আমার চোখে জল দেখে আমিও নিজের চোখের জল ধরে রাখতে পারিনি।
তবে এটা ঠিক চোখে জল আসলেও প্রাণপণে বাবাকে চুপ করানোর চেষ্টা করেছি।
পরে বাবাকে বাগানে নিয়ে এসে জল খাইয়ে পাখার হাওয়া করে চুপ করায়।

সত্যি বাবা আজও মেনে নিতে পারিনি তোমার মেজ ভাই আর আমাদের মধ্যে নেই।
সত্যি ভগবান কী নির্দয় তাই না।

ইতি

দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

24 Oct, 13:39


আমি ছিলাম ভীষণ অভিমানী
আর তুমি ছিলে ভীষণ রাগী ।

লেখালেখির আড্ডাখানা

23 Oct, 12:02


খুব মিস করছি তোকে।
অভিমান ভুলে ফিরে আই না আমার কাছে।

দিয়া 😢

লেখালেখির আড্ডাখানা

22 Oct, 16:49


জন্ম মৃত্যু কী অদ্ভুত তাই না।
একটা মানুষ জন্ম নিতে ঠিক যতটা সময় লাগে ঠিক তেমনি একটা মানুষের মৃত্যু হতে মাত্র কিছু সময় লাগে।

দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

21 Oct, 15:07


সময়ের স্রোতে বইয়ে চলা জীবন
একটু থমকে দাঁড়াতে চাই আজ।

দৃরূপা

লেখালেখির আড্ডাখানা

20 Oct, 04:04


কখনো যদি মোর কথা মনে পড়ে,
তাহলে আবারও ফিরে আসবে মোর কাছে।

কান্না

লেখালেখির আড্ডাখানা

08 Oct, 18:12


যাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চেয়েছি,
সে যে এতো নিচ প্রকৃতির মানুষ আমি ভাবতে পারিনি।

সৌকনা

লেখালেখির আড্ডাখানা

08 Oct, 07:04


আজ শরীরটা বড্ড কান্ত।
বড্ড ইচ্ছা করছে তোমায় কাছে পেতে।
খুব ইচ্ছা করছে তোমাকে জড়িয়ে ধরতে।
একটু কাছে এসো না আমার।

প্রেমিকা

লেখালেখির আড্ডাখানা

07 Oct, 09:43


আজও গল্পের ভান্ডার তোমার জন্য পরিপূর্ণ আছে।

লেখিকা

লেখালেখির আড্ডাখানা

06 Oct, 04:18


চলো না তোমার হাতটা ধরে ঘুরে আসি দূর দেশ হতে, যেথায় মোদের কেউ চিনবে না।

স্মৃতি

লেখালেখির আড্ডাখানা

05 Oct, 10:29


হৃদয় মাঝে আজও সযত্নে তোমার জন্য রাখা আছে তোমার ঐ ভালোবাসা যে ভালোবাসা তুমি রেখে গিয়েছিলে আমার জন্যে।

ইতি

তোমার প্রিয়তমা

লেখালেখির আড্ডাখানা

04 Oct, 01:52


আমি তোমার অপেক্ষায় মরতে চাই।

লেখালেখির আড্ডাখানা

03 Oct, 03:24


লক্ষ করে দেখবে
তোমাই যে সব থেকে বেশি ভালোবাসে যে তোমার মেসেজ বা কলের অপেক্ষা করে সেই মানুষটা দিন শেষে তোমার হয় না।

লেখালেখির আড্ডাখানা

01 Oct, 15:25


একটা দীর্ঘ বিরতি।
একটা দীর্ঘ শ্বাস।
দীর্ঘ দিন পর ফিরে আসা নিজের জায়গায় নিজের কর্মে।
আপনাদের ভালোবাসার জন্য।
এই ভাবে পাশে থাকুন সকলে।

দিয়া

লেখালেখির আড্ডাখানা

11 Sep, 01:03


একটা ব্যাকডেটেড মেয়ে দরকার। যে ভালোবাসি বলার আগে তিনবার হোচট খাবে। ফেসবুকে স্ট্যাটাস দেয়ার চেয়ে চিঠিতে যে সপ্ন আঁকতে ভালবাসে। ভালোবাসার বিজ্ঞাপন করা যার ভীষণ অপছন্দ, তার প্রেমিকটি না হয় সারা পৃথিবীর থেকে লুকিয়ে থাকুক। অভিজাত রেস্তোরা তার কাছে অস্বস্তির আড্ডাখানা,কিন্তু বকুল তলায় গেলে মুখে খই ফুটে তার। চুমু খেতে চাইলে যে লজ্জায় অবনত শিরে দাড়িয়ে থাকবে, কিন্তু রাস্তা পেরোবার সময় যে ভয়ে আমার হাত খামচে ধরে ভালোবাসার তীব্রতা বুঝিয়ে দেবে। চটপট আধুনিকাদের ভিড়ে যে হবে বড্ড সেকেলে। প্রেমিকের জন্মদিনের অপেক্ষায় যে রুমালে ছবি আঁকবে। প্রেমিকের দেয়া দামি উপহার টি হাতে নিয়ে, যে নিজেকে প্রশ্ন করবে, আমি আসলে এটা দিয়ে করবটা কি? যে শুধু জানে আমি তার। অতিভালবাসায় সে যখন ছোট্ট একটা ভুল করে ফেলবে, অপরাধীর দৃষ্টি নিয়ে তখন দু চোখে প্লাবন আনবে। সেই বর্ষায় আমার বিরক্তি গলে পানি হয়ে যাবে।

লেখালেখির আড্ডাখানা

09 Sep, 00:11


একটা আগুন জ্বলছে

একটা একটা আগুন ,নিজের কাজ করছে ,
তার মতো আলো জ্বালিয়ে রেখেছে ,
উত্তাপ বাড়ছে বুকের ভিতরে ,
ঘৃণা জমেছে অনেক ,

সবাই নিজের অস্তিত্ত্বকে ক্ষুদ্র বলে চালিয়ে নিচ্ছে ,
কোথাও একটা আগুন জ্বলছে ,
শুধু মিলছে না আগুনগুলো একসাথে ,
হচ্ছে না তৈরী কোনো অগ্নিকুন্ড ,

লেখালেখির আড্ডাখানা

08 Sep, 15:37


হারিয়ে গেলে আমাই রেখে।
দূর হতে বহু দূরে

লেখালেখির আড্ডাখানা

07 Sep, 23:40


দহন

এটা কোনো মুভি নয় , জ্বলছি আমি , জ্বলছে আমার সারা শরীর , সেই জ্বালা অনেক সহজ , পবিত্র। জরায়ু কে কি কেউ জ্বালাতে পারে , যেই পবিত্র সৃষ্টিভূমি তাকে অপবিত্র Ki করা যায়।। ওরে পাপিষ্ঠ , পাষণ্ড , তোর ও তো জন্ম ওই জ্বালা থেকেই ,
এ এক এমন শক্তি যা বিশ্বব্রহ্মান্ড কে পালন করে , সৃষ্টিকর্তা কে নত করে।

জ্বলছি আমি দহন জ্বালায় এখন , সঙ্গী জঠর জ্বালা , প্রতিবাদের অগ্নি কবে উত্থিত হয়ে প্রসারিত হয়ে চিত্তশুদ্ধি করবে ! এ কোনো জাগপ্রদীপ নয় , চাপা তার বিকাশ ,চাই বিস্ফোরণে হিরোশিমা , নিশ্চহ্ন হোক সমস্ত বিকৃতমানষিকতা , শুদ্ধিকরণ হোক বেশ কিছু প্রজন্ম আর সাথে ইতিহাস হোক , সমাপ্ত হোক কোটি কোটি বোনের অত্যাচারিত দহনজ্বালা

3,282

subscribers

184

photos

1

videos