স্বাধীন বাংলাদেশ ২.০ @bdreform Channel on Telegram

স্বাধীন বাংলাদেশ ২.০

@bdreform


লিংকটি শেয়ার করে সাথে থাকুন

স্বাধীন বাংলাদেশ ২.০ (Bengali)

স্বাধীন বাংলাদেশ ২.০ চ্যানেলটি একটি সমাজসেবা চ্যানেল, যেখানে আপনি বাংলাদেশের স্বাধীনতা ও প্রগতির বিষয়ে সম্পূর্ণ তথ্য পাবেন। এই চ্যানেলে বিভিন্ন সামাজিক সমস্যা, নীতিমালা ও পরিবর্তনের আলোচনা করা হয়। এখানে সকলের মতামত এবং পরামর্শ গ্রহণ করা হয়, যাতে সমাজের উন্নতি ও পরিবর্তনে অংশগ্রহণ করা যায়। এই চ্যানেলে বাংলাদেশের প্রগতিশীল সমাজ গঠনে আপনিও যোগদান করতে পারেন। তাছাড়া, নীতিমালা ও কানুন সম্পর্কে জানতে এই চ্যানেলটি অনেকভালো স্তব্দভাবে একটি প্রাথমিক উপায়। আপনি যদি আমাদের সমাজের উন্নতি এবং পরিবর্তনে অংশগ্রহণ করার ইচ্ছুক হন, তাহলে 'স্বাধীন বাংলাদেশ ২.০' চ্যানেলটি আপনার জন্য একটি আদর্শ স্থান হয়ে উঠতে পারে।

স্বাধীন বাংলাদেশ ২.০

06 Feb, 14:34


মনে আছে? জামায়াত বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে বুলডোজার চালিয়েছিলো আওয়ামী লীগ

স্বাধীন বাংলাদেশ ২.০

05 Feb, 03:18


মৃণাল - হাসিনা সরকার যেভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করতো

২০১৯ সালে ঢাকা সাভারের ঘটনা।
পাত্রী : আমি এই বিয়েতে রাজি। আমার বিয়ে বন্ধ করবেননা।
ম্যাজিষ্ট্রেট : না। এ বয়সে বিয়ে নয়। বরং, তুমি প্রেম করবা।
লাইলি-মজনু প্রেম করেছে। তুমিও করবা!

স্বাধীন বাংলাদেশ ২.০

04 Feb, 09:00


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে সাম্প্রদায়িক সংহিসতায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেছে গণঅভ্যুত্থানের পর গত সাড়ে চার মাসে দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ২৩ জন হত্যার শিকার হয়েছেন।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এই দাবিকে অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয় এবং উল্লিখিত ২৩টি হত্যাকাণ্ডের তালিকা সংগ্রহ করে। ওই তালিকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পুলিশের কাছে পাঠিয়ে প্রতিটি ঘটনার প্রকৃত কারণ ও গৃহীত আইনি ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়।
পুলিশ সদর দপ্তর থেকে প্রতিটি ঘটনা সম্পর্কে বিস্তারিত জানায়। উল্লিখিত ২৩টি ঘটনার ২২টির প্রাথমিক কারণ সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গৃহীত হয়েছে। তবে একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
যে ২২টি ঘটনার বিস্তারিত ইতোমধ্যে জানা গেছে তার মধ্যে একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক নেই। হত্যাকাণ্ডের মধ্যে সর্বোচ্চ সাতটির সঙ্গে চুরি ও দস্যুতার সম্পর্ক রয়েছে, চারটিতে ব্যক্তিগত ও পারিবারিক কলহের ঘটনা জড়িত, তিনটি ক্ষেত্রে জেনারেল ক্রাইম যেমন ধর্ষণ, অতিরিক্ত মদ পানে মৃত্যু এবং বিদ্রুপ মন্তব্য করা নিয়ে দুই পক্ষের মারামরি থেকে মৃত্যু, দুইটি দুর্ঘটনা জনিত মৃত্যু, দুইটি ব্যবসায়িক শত্রুতার জেরে মৃত্যু, একটিতে স্থানীয়দের সংঘাতে মৃত্যু, একটি জমিজমার বিরোধ সংক্রান্ত ঘটনায় মৃত্যু, একটি আত্মহত্যার ঘটনা এবং একটি মৃত্যুর প্রকৃত কারণ এখনো না জানা গেলেও এটা নিশ্চিত হওয়া গেছে যে সেখানে কোনো সাম্প্রদায়িক সংঘাতের বিষয় নেই।
এই তালিকায় এমন ব্যক্তিও রয়েছেন যিনি গত বছরের জানুয়ারি মাসে একটি ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ডিসেম্বর মাসে হাসপাতালে মারা যান।
এই প্রত্যেকটি ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে আইনি পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এই ২৩ ঘটনার দুটোতে যেখানে আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা রয়েছে সেই দুটি পুলিশ ইতোমধ্যে তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। অপর ২১টি তদন্তাধীন মামলায় ইতোমধ্যে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৭ জন নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কোনো ধরনের সংহিসতাকেই সমর্থন করে না। একই সঙ্গে এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচারকে উদ্বেগজনক বলে মনে করে অন্তর্বর্তী সরকার।
এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচরণা দেশের সার্বিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সূত্রপাত ঘটাতে পারে বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকার সকল পক্ষকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায়।

-Chief Adviser GOB

স্বাধীন বাংলাদেশ ২.০

30 Jan, 16:21


দেখুন বিপ্লবী সরকার গঠন হলে কিভাবে সুন্দর করে সাজানো যায়। সিরিয়ায় নতুন পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ বিষয় গুলো বাংলাদেশের জন্যে খুবই জরুরি ছিলো।

১. সিরিয়ায় আসাদের দল নিষিদ্ধ।

২. সিরিয়ার আসাদের সংবিধান নিষিদ্ধ

৩. সিরিয়ার সব সরকারী সিকিউরিটি বাহিনী বিলুপ্ত

৪. সিরিয়ার সব সশস্ত্র গ্রুপ বিলুপ্ত, সবাইকে সেনা বাহিনীতে এক ছাতার নিচে নিয়ে আসা হয়েছে

৫. সিরিয়ার প্রেসিডেন্ট এখন থেকে আহমেদ সারা

স্বাধীন বাংলাদেশ ২.০

30 Jan, 16:09


অধিকাংশই বিএনপির

স্বাধীন বাংলাদেশ ২.০

29 Jan, 11:19


গত ছয় মাসে বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমলনামা-

স্বাধীন বাংলাদেশ ২.০

27 Jan, 14:48


আমরা আগে কত ভালো ছিলাম

স্বাধীন বাংলাদেশ ২.০

08 Jan, 00:30


৫ অগাস্টের পর সীমান্ত হত্যা

* ১৩ আগস্ট ২০২৪ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আবদুল্লাহ (বয়স ৩৫) শিবগঞ্জের নজরুল ইসলামের ছেলে।

* ০২ সেপ্টেম্বর ২০২৪ মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে স্বর্ণা দাস (বয়স ১৪)

* ০৯ সেপ্টেম্বর ২০২৪
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে জয়ন্ত কুমার সিংহ (বয়স ১৫)

* ০৮ অক্টোবর ২০২৪
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে কামাল হোসেন (বয়স ৩২)

* ৪ ডিসেম্বর ২০২৪
সিলেট কোম্পানীগঞ্জ সংলগ্ন ভারত সীমান্তে আশরাফ উদ্দিন (বয়স ৬৫)

*  ৬ ডিসেম্বর ২০২৪ পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্তে আনোয়ার হোসেন (বয়স ৩৫)

* ১৮ ডিসেম্বর ২০২৪
যশোরের শার্শা উপজেলার সীমান্তে সাবু হোসেন (বয়স ২৮), জাহাঙ্গীর হোসেন (বয়স ৩৩) ও সাকিবুল ঢালীর (বয়স ৩০)

* ২৩ ডিসেম্বর ২০২৪
মৌলভীবাজার বড়লেখায় চা শ্রমিক গোপাল বাক্তি।

* ০৭ জানুয়ারী ২০২৫
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত জহুর আলী (বয়স ৬০)।

#SaveBangladesh #IndiaOUT

স্বাধীন বাংলাদেশ ২.০

07 Jan, 05:36


চাঁন্দাবাজির লিমিট নাই বুঝলাম কিন্তু শহীদ নিয়ে ধান্দাবাজির একটা লিমিট থাকা উচিৎ!

এই গভীর রাতে আরেকটা খবর দেই! জুলাই আন্দোলনে ছাএদল প্রকাশিত শহীদ তালিকায় আমার উপজেলার এই ছেলের নাম আসছে!

এবার একটু খোলাসা করি! এই ছেলে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান! কিন্তু সে কেমন শহীদ সে বিষয়টা একটু বলি! পুরা জুলাই আন্দোলনে চাটখিলে শুধু ১৮ জুলাই একটা মিছিল হইছিলো এছাড়া আর কিছুই হয়নি। ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট হাসিনা পালানোর পর চাটখিলে একটা বিজয় মিছিল হইছিলো। বিজয় মিছিল শেষে কোন প্রকার উস্কানি ও কারণ ছাড়াই একদল পাবলিক থানায় অ্যাটাক করে! অবস্থা দেখে পুলিশ আগেই থানা ছেড়ে পালিয়ে যায়। লুটপাট করতে করতে এই কথিত শহীদসহ কয়েকজন থানার অস্ত্র লুট করে এবং লুটকৃত অস্ত্র টেস্ট করতে গিয়ে নিজেই নিজের ***য়া মেরে দেয়! এখন সে ছাএদলের বীর শহীদ! 🫠

কমেন্টস বক্সে নিউজের লিংক দেয়া হলো।

-হাসান মুহাম্মদ মেহেদি

স্বাধীন বাংলাদেশ ২.০

07 Jan, 03:09


কী আশ্চর্য মিল। পঁচাত্তরের বিপ্লব যাদের ক্ষমতায় নিয়ে এসেছিল তারাই সবার আগে বিপ্লব আর বিপ্লবীদের অস্বীকার করেছিল। চব্বিশের বিপ্লব আবার তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসছে যারা সবার আগে এই বিপ্লব আর বিপ্লবীদের প্রতিপক্ষ বানিয়ে নিয়েছে। পঁচাত্তরের ফ্যাসিস্টকে পুনর্বাসিত করা হয়েছিল এই বিপ্লবীদের ফাঁসিতে ঝোলানোর জন্য। চব্বিশের ফ্যাসিস্টকেও পুনর্বাসিত করা হবে আজকের বিপ্লবীদের ঝোলানোর জন্য।

তবে ব্যক্তিগতভাবে আমার দু:খটা ভিন্ন। পঁচাত্তরের এই বিপ্লবী সন্তর্পণে যখন ঘুরে বেড়াতেন বদনভুবনে তখন ট্যাম্পুবাদীদের প্রতি তার কঠোরতাকে মেনে নিতে পারিনি। আরেক বিপ্লবীর সহোদরা তো এখনো আছেন এখানেই। এই ট্যাম্পোবাদীদের পক্ষ নিয়ে কত উত্তপ্ত কূটতর্ক হলো তার সাথেও। নিজের অদূরদর্শীতার জন্য আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী।

তবে ট্যাম্পোবাদীরা মনে হয় এখনো টের পাচ্ছেন না গতরাতে আরেকটা নীরব রক্তপাতহীন অভ্যুত্থান ঘটে গেছে বদনভুবনে। আরেকটা খুন হয়ে গেছে॥

- Kai Kaus

স্বাধীন বাংলাদেশ ২.০

06 Jan, 02:30


০১/ মুজিব হত্যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জড়িত।
০২/ মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা ৩ লাখ আনুমানিক।
০৩/ বুদ্ধিজীবীদের হ**ত্যা করেছিলো ভারতীয় বাহিনী।
০৪/ ভারত তৎকালীন ১৬ হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায় বাঁধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করে।
০৫/ জহির রায়হান ও শহিদুল্লাহ কায়াসারকে হ**ত্যা করেছিলো মুজিব।
০৬/ মুক্তিযুদ্ধে ২ লক্ষ মা বোনের ইজ্জৎ লুট হয়েছিলো এইটা একটা মিথ্যা প্রচারণা।
০৭/ বিপ্লবী সিরাজ সিকদারকে পরিকল্পনা করে হ**ত্যা করে মুজিব।
০৮/ কথা আর কাজে কোন মিল ছিলোনা মুজিবের৷
০৯/ মুজিব হ**ত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ।
১০/ মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি হাসিনা ও খালেদা।

বাণীতে: মেজর ডালিম
তারিখ: জানুয়ারি ০৫, ২০২৫ ইং (সাংবাদিক ইলিয়াসের ইউটিউব চ্যানেলের লাইভে)


https://www.youtube.com/live/UFMuU-9w4jM?si=kwqUlx27920LocS5


বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর উত্তম) এর বদৌলতে যে সত্য ইতিহাসগুলো জাতি অর্ধ শতাব্দী বছর পর জানলো:

১. মুজিব নিজে স্বয়ং ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলির দায়িত্বভার দিলেন।
২. মুজিবের ভাষনে নয় মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিলো এবং আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়ার ডাকে।
৩. মুক্তিযুদ্ধে সর্বমোট শহীদের সংখ্যা ৩০ লক্ষ নয়, ৩ লক্ষ।
৪. মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা ২ লক্ষ নয় বরং আরো অনেক অনেক কম কারণ ডালিম সাহেব বলেছেন উনি মাত্র দুইজন ধর্ষিতা নারীকে পেয়েছেন।
৫. মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাইনি।
৬.ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে।
৭. মুজিব হ'ত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জড়িত ছিলেন।
৮. কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেন। (কিন্তু তার বদলে) তিনি ক্ষমতা সুসংহত করতে ৪০০০ লোককে মৃত্যুদন্ড দিয়েছিলেন।
৯. বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো ভারতীয় বাহিনী।
১০. ভারত তৎকালীন ১৬ হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাঁধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করে।
১১. জহির রায়হান ও শহিদুল্লাহ কায়াসারকে হত্যা করেছিলো মুজিব।
১২. মুক্তিযুদ্ধে ২ লক্ষ মা বোনের ইজ্জৎ লুট হয়েছিলো এইটা একটা মিথ্যা প্রচারণা।
১৩. বিপ্লবী সিরাজ সিকদারকে পরিকল্পনা করে হত্যা করে মুজিব।
১৪. কথা আর কাজে কোন মিল ছিলোনা মুজিবের৷
১৫. মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ।
১৬. মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি হাসিনা ও খালেদা।

তারিখ: জানুয়ারি ০৫, ২০২৫ ইং

স্বাধীন বাংলাদেশ ২.০

06 Dec, 06:41


দেশের সবচাইতে প্রমিনেন্ট দুই ছাত্রসংগঠন কে দাওয়াত না দিয়ে ঐক্যের ডাক ছাত্রদলের!
সম্প্রতি ছাত্রদলের বিভিন্ন কার্যক্রম বিএনপিকেও বিব্রত করছে।
ঐক্য প্রসঙ্গে ছাত্রদলের সাম্প্রতিক অবস্থান -
- বৈষম্যবিরোধী আন্দোলনের আহবানে ছাত্র সংহতি সপ্তাহ : ছাত্রদল কোনো কর্মসূচি পালন করেনি।
- শিবিরের সকল ছাত্র সংগঠনকে দাওয়াত গ্রহণ করেনি ছাত্রদল।
- ৩০ সংগঠন নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের বৈঠক। ছাত্রদল প্রোগ্রামে যায়নি।
- ৩০ ছাত্র সংগঠন দ্রুত ছাত্রসংসদ এর দাবিতে ঐকমত্য। - ছাত্রদল দ্রুত নির্বাচন চায় না।
- বিএনপি সংস্কার এর আগে নির্বাচন চায়। ছাত্রদল সংস্কারের পরে নির্বাচন চায়।

স্বাধীন বাংলাদেশ ২.০

30 Nov, 16:14


এই তিনজন সমন্বয়ক! যারা ৫ই আগস্ট ছাত্রদের প্রতিনিধি হিসেবে বঙ্গভবন থেকে ছাত্রদের উদ্দেশ্যে ছাত্রদের শান্তির বার্তা বিলাচ্ছিলেন।

এই সমন্বয়কদের জীবন প্রথম এবং জীবনের শেষ একবারই দেখেছিলাম।
যে কথা বলতেছে সে একজন বাটপার, তাকে কান ধরে উঠবস করানো হইছিলো হাসপাতালে দাদাগিরি করার জন্য।

স্বাধীন বাংলাদেশ ২.০

30 Nov, 16:14


কথা তো একই!

স্বাধীন বাংলাদেশ ২.০

30 Nov, 16:14


এরা কারা ছিল সেদিন? এসব ভুয়া সমন্বয়কদের কারা নিয়ে গিয়েছিল?

স্বাধীন বাংলাদেশ ২.০

26 Nov, 08:27


১৯৮৯ সালের ৭ নভেম্বর। অন্যান্য দিনের মতো কর্মব্যস্ততা শুরু হয়েছে ঢাকা সরকারি আলিয়ায়। সকাল ১০টায় ছাত্রাবাসে ফি জমা দিতে যান ছাত্রশিবিরের কর্মী আলিয়া মাদ্রাসার কামিল ২য় বর্ষের ছাত্র মুহাম্মদ আব্দুল খালেক। সেদিন সিট রেন্ট হিসেবে ৪৫৭ টাকা জমা দেওয়ার সময় শিক্ষকদের সামনেই ছাত্রদল তাঁর উপর আক্রমন শুরু করে। জীবন বাঁচানোর জন্য তিনি দৌড়ে মাদ্রাসা সংলগ্ন একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। ছাত্রদল তাকে ধাওয়া করে ১/২ উর্দু রোডের একটি বাড়ির সিড়িতে ধরে ফেলে এবং উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। ছুরিকাঘাতে নিস্তেজ হয়ে যাওয়ার পর তাকে ফেলে রেখে চলে যায়। আশেপাশের লোকজন তাকে মিটফোর্ড হাসাতালে (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

বায়তুল মোকাররমে আব্দুল খালেকের প্রথম জানাজা হয়। জানাজায় ইমামতি করেন জামায়াতের তৎকালীন সেক্রেটারী মাওলানা মতিউর রহমান নিজামী। জানাজায় বক্তব্য রাখেন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ ইউনুস শিকদার, জামায়াতের সহকারী সেক্রেটারী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এবং শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম মুকুল। ২য় জানাজা হয় রায়পুর আলিয়া মাদ্রাসায়। চাঁদপুরের ফরিদগঞ্জের নিজ গ্রাম আলোনিয়ায় তাঁর সর্বশেষ জানাজায় ইমামতি করেন আওলাদে রাসূল সাঃ মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আল মাদানী।

পরবর্তীতে আব্দুল খালেকের খুনের সাথে জড়িত ২০ জনের নামে থানায় মামলা করা হয়। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করেনি।

স্বাধীন বাংলাদেশ ২.০

26 Nov, 08:27


ছাত্রদলের হত্যাকান্ড-০১

স্বাধীন বাংলাদেশ ২.০

26 Nov, 08:25


বিভিন্ন সময় ছাত্রদলের হাতে শিক্ষার্থী খুন হওয়া নিয়ে আমরা একটা ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের ইচ্ছা পোষণ করেছি। বিশেষ কোনো মহল থেকে জীবননাশের চাপ না আসা পর্যন্ত আমরা এটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

বিভিন্ন সময় ছাত্রদলের হাতে শিক্ষার্থী খুন হওয়া নিয়ে আমরা একটা ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের ইচ্ছা পোষণ করেছি। বিশেষ কোনো মহল থেকে জীবননাশের চাপ না আসা পর্যন্ত আমরা এটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

বিভিন্ন সময় ছাত্রদলের হাতে শিক্ষার্থী খুন হওয়া নিয়ে আমরা একটা ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের ইচ্ছা পোষণ করেছি। বিশেষ কোনো মহল থেকে জীবননাশের চাপ না আসা পর্যন্ত আমরা এটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

Admin Panel
BanglaPolitics

স্বাধীন বাংলাদেশ ২.০

25 Nov, 16:02


”সংবিধান সংস্কারে গণমত প্রকাশ করার শেষ তারিখ আজ ২৫ নভেম্বর। আপনার গুরুত্বপূর্ণ মতামত না দিয়ে থাকলে, দ্রুতই মতামত দেন। হয়তো আর কোনদিন মতামত দেয়ার সুযোগ নাও পেতে পারেন।”

সংবিধান সংস্কার বিষয়ে আপনার মতামত জানাতে ভিজিট করুন: https://feedback.legislativediv.gov.bd/

মতামত জানানো যাবে আজ ২৫ নভেম্বর, ২০২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করে মতামত জানাতে পারেন। অথবা নিম্নোক্ত বিষয়গুলোর প্রতিও দৃষ্টিপাত করতে পারেন:

১. সংবিধানের প্রস্তাবনার ২ নাম্বার প্যারাতে ৪টি মূলনীতি (সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ) এর কথা বলা হয়েছে কিন্তু ইসলামকে যুক্ত করা হয়নি। সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে ইসলামকে সংযুক্ত করা।
২. সংবিধানের প্রস্তাবনার ৩য় প্যারাতে "সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা" কথা বাদ দিতে হবে।
৩. সংবিধানের প্রস্তাবনায় "আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস" কথা সংযুক্ত করতে হবে।
৪. সংবিধানের অনুচ্ছেদ- ৪(ক) বাদ দিতে হবে।
৫. সংবিধানের অনুচ্ছেদ-৮ থেকে "সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা" শব্দদ্বয় বাদ দিয়ে "ইসলামকে" সংযুক্ত করতে হবে।
৬.অনুচ্ছেদ-১০ এবং ১২ বাদ দিতে হবে।
৭.অনুচ্ছেদ -৫১ তে রাষ্টপতির দায়িত্বমুক্তি দিয়ে তাকে স্বাধীনচেতা করে দেওয়া হয়েছে।
অনুচ্ছেদ-২৬ কার্যকর করত ৫১ নং অনুচ্ছেদ সংস্কার করে তাকেও সকল কাজের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে।
৮. পঞ্চদশ সংশোধনিতে "তত্বাবধায়ক সরকার" বাতিলের যে সংবিধান সংশোধন করা হয়েছিলো তা বাতিল করে পুনরায় "তত্বাবধায়ক সরকার" সংযোজন করতে হবে।
৯. সংবিধানে "রাসুল (সা:)" এর অবমাননার বিরুদ্ধে শাস্তির বিধান নিয়ে আসতে হবে।

১০. অনুচ্ছেদ -৪৯ এ রষ্টপতির দন্ড মওকুফে ক্ষমতা লিমিট করতে হবে বা উক্ত অনুচ্ছেদই বাতিল করতে হবে।

১১. অনুচ্ছেদ - ৫০ সংশোধন করে রাষ্টপতি ও প্রধানমন্ত্রীর পদের মেয়াদ ৪ বছর করতে হবে।

১২.সংবিধানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখতে হবে এবং দলীয় এম.পি, মন্ত্রীদের গঠনমূলক সমালোচনার স্বাধীনতা দিতে হবে। (অনুচ্ছেদ-৭০)

স্বাধীন বাংলাদেশ ২.০

25 Nov, 15:50


ন্যাশনাল মেডিকেলে ভুল চিকিৎসার কারনে মারা যায় অভিজিৎ। এর প্রতিবাদে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেলের সামনে ২০ তারিখ বিকেলে আন্দোলন করে। তাদেরকে গিয়ে বাঁধা দেয় ছাত্রদলের পোলাপান এবং আক্রমন করে।তাই ২১ তারিখ সকালে তারা এক-দেড়শ স্টুডেন্ট নিয়ে এদিকে আসে প্রতিবাদ জানানোর জন্য। তাদেরকে পিটিয়ে পাঠিয়ে দেয় ছাত্রদলের পোলাপান।নেতৃত্বে ছিলো সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম ও সেক্রেটারি রুবেল।

মোল্লা কলেজের শিক্ষার্থীরা আবার দেড় হাজার স্টুডেন্ট নিয়ে আসে। পুলিশ ও ছাত্রদলের ছেলেরা ধোলাইখালে তাদেরকে আক্রমন করে পাঠিয়ে দেয়। পরে সকল প্রাইভেট কলেজগুলো একত্রিত হয়ে ২৪-১১-২০২৪ তারিখে আসে, তাদেরকে পুলিশ এবং ছাত্রদল উষ্কানি দিলে তারা কবি নজরুল ও সোহরাওয়ার্দীতে হামলা চালায়। আজকের এই ক্ষয়ক্ষতির দায় ছাত্রদলের।

ছাত্রদল উষ্কে দিয়ে ছাত্রদেরকে মাহবুবুর রহমান কলেজে নিয়ে আক্রমণ করেছে। শিক্ষার্থীদের জীবনের ক্ষয়ক্ষতির দায় ছাত্রদলের। প্রশ্ন থেকে যায়, ছাত্রলীগ আর ছাত্রদলের মধ্যে পার্থক্য রইলো কোথায়?

স্বাধীন বাংলাদেশ ২.০

20 Nov, 04:26


আওয়ামী লীগকে যদি আবারো নির্বাচন করার সুযোগ দেয়া হয় এক্ষেত্রে পুরো বাংলাদেশকে ভুগতে হবে।
এতে কোনো সন্দেহ নাই যে তারা পূর্বের চাইতে অধিক প্রতিশোধ পরায়ন হয়ে ফিরে আসবে এবং অন্যান্য রাজনৈতিক দলও তাদের স্পেস দিয়ে তাদের সাথে একই কাতারে দাড়িয়ে আন্দোলনকারিদের ফাসি দিবে!

আর আওয়ামী লীগের যারা সমর্থক-কর্মী তাদের মাঝে বিন্দু পরিমাণ আত্মসমালোচনা কিংবা অনুতপ্তবোধ নেই বরং তারা মনে করে আন্দোলনকারীরা আওয়ামী লীগকে হটিয়ে অন্যায় করছে এবং এর জন্য আন্দোলনকারীদের অবশ্যই শাস্তির মুখোমুখি তারা করবে।

গণ*হ*ত্যা*র সাথে সরাসরি জড়িত একটা দলকে দেশে আবারও রাজনীতি করতে যারা দিতে চায় তারা অন্তত দেশের জনগণের জন্য রাজনীতি করে না, এটা স্পষ্ট।

এজন্য এখন দেশে কারা রাজনীতি করবে আর কারা করতে পারবে না সেই ডিসিশন জনতাকেই নিতে হবে।
প্রয়োজনে আবারো রাজপথে নামতে হবে, তবে কোনো ভাবেই গণ*হ*ত্যা কারীদের রাজনীতিতে ফেরত আসতে দেওয়া যাবে না।


কারণ তাদের মধ্যে বিন্দু পরিমাণ অনুশোচনা কেউ লক্ষ করেনি, বরং তারা আরো হিংস্রতা দেখাচ্ছে অনলাইন এবং অফলাইন দুটোতেই।

- আ জ ম ওবায়দুল্লাহ

স্বাধীন বাংলাদেশ ২.০

13 Nov, 15:01


কেন এতো ঋন বুঝতে পারছেন?

স্বাধীন বাংলাদেশ ২.০

30 Oct, 03:57


হাসিনার ১ যুগের জুলুমের এভিডেন্স।
মোট 4,500+ ফাইল (6 zip files)।
অডিও, ভিডিও, ইমেজ, স্ক্রিনশট, স্ক্রিনরেকর্ড, ওয়ার্ড ফাইল, পিডিএফ।
২০০৯ এর বিডিআর হত্যাকা'ণ্ড থেকে শুরু করে ২০১৮-র নিরাপদ সড়ক আন্দোলন পর্যন্ত।

স্বাধীন বাংলাদেশ ২.০

25 Oct, 08:25


শেখ মুজিবুরের অবদান:

* যুদ্ধের সময় জনগণকে রেখে পাকিস্তানের কাছে ধরণা দিয়েছিল,নিজেকে আর পরিবারকে বাঁচাতে।
১) ক্ষমতার লোভে জাসদের ৩০ হাজার নেতাকর্মিকে গ্রেপ্তার করেছিলো।
২) সিরাজ শিকদার এর মত বিপ্লবী কে ক্রসফায়ার করে হত্যা করেছিলো।
৩) বাকশাল গঠন করেছিলো এবং সমস্ত রাজনৈতিক দল কে নিষিদ্ধ করেছিলো।
৪) অবহেলায় ১৯৭৪ এ দূরভিক্ষে ৪ লক্ষ মানুষ মারা গিয়েছিলো
৫) তার রাজনৈতিক গুরু আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কে অপমান করে দল থেকে বের হয়ে যেতে বাধ্য করেছিলেন
৬) তাজউদ্দিন আহমেদ কে প্রধানমন্ত্রী এর পদ থেকে সরিয়ে নিজেই প্রদান মন্ত্রী হয়েছিলেন
৭) সিনিয়র সব নেতার সাথে খারাপ ব্যাবহার করতেন তাদের 'তুই' বলে সম্বোধন করতো
৮) তার ছেলে শেখ কামাল ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশ চিনতে না পেরে গুলি করেছিলো
৯) তার মৃত্যুর তখনকার সাধারণ মানুষ খুশি হয়েছিলো তার দলের কোন নেতা কর্মী দেখতে আসেনি। আমেরিকার বিখ্যাত চ্যানেল নিউজ করেছিলো মনে হচ্ছে এই শহরে কিছুই ঘটেনি
১০) তার মৃত্যুর পর তখনকার মন্ত্রিপরিষদ এর স্পিকার আব্দুল মালেক উকিল বলেছিলো দেশ একটা ফেরাউন এর হাত থেকে মুক্তি পেয়েছে
১১) ক্ষমতা পাকাপোক্ত করার জন্য রক্ষি বাহিনী গঠন করেছিলো এবং দেশব্যাপী সরকার বিরোধী দের হত্যা এবং নির্যাতন করেছিলো
১২) জনগনের ত্রান-সাহায্য লুট করেছিলো

সত্য বেশিদিন দাবায় রাখতে পারবা না।