CRP Academy ( WBCS / UPSC ) @crpacademyofficial Channel on Telegram

CRP Academy ( WBCS / UPSC )

@crpacademyofficial


সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সর্বদা পাশে ও‌ সাথে।
❇️Join our Main Channel 👉 @Gkstudyguide

#achivers #quiz #mocktest #poll #job #gk #education #tet #psc #rail #abgari #upsc #army #police #constable

CRP Academy ( WBCS / UPSC ) (Bengali)

CRP Academy (WBCS / UPSC) হল একটি টেলিগ্রাম চ্যানেল যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতি ও গাইডেন্স প্রদান করে। এই চ্যানেলে আপনি পাবেন মকটেস্ট, জিক, পোল, চাকরির সম্পর্কিত তথ্য, শিক্ষা, এবং আরও অনেক কিছু। যারা WBCS এবং UPSC পরীক্ষার জন্য তৈরি হতে চান তাদের জন্য এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যানেলে যোগ দিতে আপনাকে হবে কেবলমাত্র @crpacademyofficial হ্যান্ডেলটি সার্চ করে যোগ দেওয়া। সবকিছুর একসাথে পাওয়ার জন্য এখনই যোগ দিন এই উপকারপ্রাপ্ত চ্যানেলে।

CRP Academy ( WBCS / UPSC )

06 Jan, 02:16


💝 Study Material পেতে এবং মকটেস্ট দিতে আমাদের Telegram-এ যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন👇
https://tx.me/Gkstudyguide

💖 Whatsapp Channel👇
https://whatsapp.com/channel/0029VaSzYXmF1YlThb4K2b18

CRP Academy ( WBCS / UPSC )

04 Jan, 01:56


ভারতে প্রথম পুরুষ 👤

ভারতের প্রথম প্রধানমন্ত্রী ———————————– পন্ডিত জহরলাল নেহেরু
ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ———————— ড: রাজেন্দ্র প্রসাদ
নোবেল জয়ী প্রথম ভারতীয় ——————————– কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি —————- উমেশ চন্দ্র বন্দোপাধ্যায়
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ——- বদরুদ্দীন তায়েবজি
ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি —————————- ড: জাকির হুসেন
ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ——————– লর্ড উইলিয়াম বেন্টিক
ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় —————————– লর্ড ক্যানিং
স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ——————– লর্ড মাউন্টব্যাটেন
স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ——————— সি. রাজাগোপাল আচারি
ভারতে প্রথম ছাপাখানা শুরু করছিল ———————– জেমস হিকি
প্রথম ভারতীয় I . C . S ————————————– সত্যেন্দ্রনাথ ঠাকুর
মহাশূন্যে প্রথম ভারতীয় ————————————— রাকেশ শর্মা
সময়ের আগেই পদত্যাগকারী প্রথম ভারতের প্রধানমন্ত্রী ———— মোরারজি দেশাই
ভারতের সেনাবাহিনীর প্রথম ভারতীয় সর্বাধিনায়ক ————————— জেনারেল কারিয়াপ্পা
প্রথম সেনাবাহিনীর প্রধান ————————————– জেনারেল মহারাজা সিংজি
ভারতের প্রথম ফিল্ড মার্শাল ———————————– S . H . F মানেকশ
পদার্থবিজ্ঞানে নোবেল বিজেতা প্রথম ভারতীয় ————— সি. ভি. রমন
ভারতরত্ন পাওয়া প্রথম ভারতীয় —————————— সি. রাজাগোপাল আচারি
ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় ——————— মিহির সেন
জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় ———————- শ্রী শঙ্কর কুরুপ
লোকসভার প্রথম স্পিকার ————————————– গনেশ বাসুদেব মাভলঙ্কার
স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি —————————- ড: রাধা কৃষ্ণন
ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী ————————————– আবুল কালাম আজাদ
ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ————————————– সর্দার বল্লভ ভাই প্যাটেল
ভারতের প্রথম বিমান বাহিনীর প্রধান ———————— সুব্রত মুখার্জি
ভারতের প্রথম নৌ-বাহিনীর প্রধান ————————— ভাইস অ্যাডমিরাল আর. ডি. কাটারি
প্রথম পরমবীরচক্র প্রাপক ————————————- মেজর সোমনাথ শর্মা
প্রথম প্রধান নির্বাচন কমিশনার ——————————- সুকুমার সেন
প্রথম ম্যাগসেসে পুরস্কার প্রাপক ——————————- আচার্য বিনোবা ভাবে
ঔষধে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় বংশদ্ভুত ———- হরগোবিন্দ খুরানা
ভারত ভ্রমনকারী প্রথম চীনা পর্যটক ————————— ফা-হিয়েন
প্রথম স্ট্যালিন পুরস্কার প্রাপক ———————————- সাইফুদ্দিন কিচলু
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে প্রথম পদত্যাগকারী ——————- শ্যামাপ্রসাদ মুখাৰ্জী
ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশী ——————————— খান আব্দুল গফ্ফর খান
অর্থনীতিতে প্রথম নোবেল প্রাপক —————————— অমর্ত্য সেন
সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি ————————- বিচারপতি হীরালাল জে. কানিয়া।
💝 Study Material পেতে এবং মকটেস্ট দিতে আমাদের Telegram-এ যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন👇
https://tx.me/Gkstudyguide

💖 Whatsapp Channel👇
https://whatsapp.com/channel/0029VaSzYXmF1YlThb4K2b18

CRP Academy ( WBCS / UPSC )

07 Dec, 02:27


🔰 বৌদ্ধ ও জৈন ধর্ম সম্পর্কে আলোচনা

জৈন ধর্মঃ
1) জৈন ধর্মের প্রথম তির্থঙ্কার হলেন ঋষভদেব।
2) জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক হলেন পার্শ্বনাথ বা পরেশনাথ।
3) জৈন ধর্মের প্রধান প্রতিষ্ঠাতা হলেন মহাবীর । ইনি হলেন 24 তম তির্থঙ্কর।
4) তির্থঙ্কর শব্দের অর্থ = মুক্তির পথ নির্মাতা।

মহাবীর:
বাল্যকালের নাম - বর্ধমান

পিতার নাম - সিদ্ধার্থ

মায়ের নাম - ত্রিশালা

স্ত্রী - যশোদা

কন্যা সন্তান - প্রিয় দর্শনা

জামায় - জামেল, প্রথম শীর্ষ।

1) মহাবীর জন্মগ্রহণ করে খ্রিস্টপূর্বাব্দ 599 এ।

2) 30 বছর বয়সে তিনি সংসার ধর্ম ত্যাগ করেন।

3) 72 বছর বয়সে পরলোকগমন করেন ।

4) এই সময় জৈন ধর্ম দুই ভাগে বিভাজিত হয়।

a) মহাবীরের ন্যায় নগ্নতাকে যারা গ্রহন করে তারা হলেন - দিগম্বর ।

b) পার্শনাথের ন্যায় শ্বেতবস্ত্র পরিধানকে যারা গ্রহণ করে তাদের বলা হত শ্বেতাম্বর।

5) পার্শনাথের চারটি মূলনীতি চতুর্যাম নামে পরিচিত ।
যেগুলি হল।

a) অহিংসা।

b) সত্যবাদিতা।

c) চুরি না করা।

d) এবং অনাসক্তি।

7) মহাবীর পার্শনাথের চতুর্যাম এর সঙ্গে আরও একটি নীতি সংযুক্ত করেন- ব্রহ্মচার্য। এই 5 টি নীতিকে একসঙ্গে বলা হয় পঞ্চ-মহাব্রত।

8. মুক্তি লাভের জন্য মহাবীর ত্রিরত্ন সাধনার পরামর্শ দেন । যেমন

a. প্রকৃত ভক্তি বা সৎ বিশ্বাস।

b. যথার্থ জ্ঞান।

c. সাম্যক আচারণ।

9. আত্মার উন্নতি বিধান এবং পরিশেষে আত্মার পুনর্জন্ম জন্য নির্বাণ লাভ হলো জৈন ধর্মের অন্যতম আদর্শ।

10. মহাবীরের মূল ধর্ম উপদেশ চোদ্দটি খন্ডে বিভক্ত এবং এগুলি "পূর্ব "নামে পরিচিত।
💥 Join Telegram👉 https://tx.me/Gkstudyguide
বৌদ্ধধর্ম -

গৌতম বুদ্ধ:
1) গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুতে জন্ম গ্রহণ করেন ।

2) তার জন্ম হয় 563 খ্রীষ্টপূর্বাব্দে ।

3) পিতার নাম- শুদ্ধদন।

মায়ের নাম -মায়া দেবী

> বাল্য নাম - গৌতম, সিদ্ধার্ত

> স্ত্রী - গোপা/ বিম্বা /যশোধারা /সুভদ্রকা।

> বিমাতা ও মাসি গৌতমি জন্মকালে মা মারা গেলে তিনি লালন-পালন করেন।

4) 29 বছর বয়সী সংসার ধর্ম ত্যাগ করেন যা মহাবিনিষ্ক্রমণ নামে পরিচিত।

5) যে গাছের নিচে তিনি দিব্য জ্ঞান লাভ করে সেই গাছটির নাম হল বোধিদ্রুম এবং স্থানটির নাম হল বোধগয়া।

6) বৌদ্ধধর্মে প্রথম 5 জন শীর্ষ পঞ্চ ভিক্ষু নামে পরিচিত ।

7) তাদের মূল উদ্দেশ্য ছিল দুঃখের হাত থেকে মানুষকে মুক্তি প্রদান করা ।

8) গৌতম বুদ্ধ দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য আটটি মার্গের কথা বলেন যা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত । যথা -

a) সৎ বাক্য

b) সৎকার্য

c) সৎ জীবিকা

d) সৎ চেষ্টা

e) সৎ চিন্তা

f) সৎ চেতনা

g) সৎ সংকল্প

h) সৎ দৃষ্টি।

9) বৌদ্ধদের ধর্মগ্রন্থ ছিল ত্রিপিটক ।
যা সূত্র পিটক বিনয় পিটক ও অভিধম্ম পিটক নিয়ে গঠিত। এগুলি প্রাচীন পালি ভাষায় রচিত ।
10) বৌদ্ধধর্ম দুই ভাগে বিভক্ত মহাযান ও
হীনযান ।
💥 Join Telegram👉 https://tx.me/Gkstudyguide
বৌদ্ধ সম্মেলন
===========
প্রথম বৌদ্ধ সম্মেলন
1) অজাতশ্ত্রুর সময় রাজগৃৃহে হয় ।
2) গৌতম বুদ্ধের বাণী বিনয় পিটক ও সুত্র পিটক সংকলিত হয়।

দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন
1) কালাশোক বা কাকবর্ণের সময় বৈশালীতে অনুষ্ঠিত হয়।
2) বৌদ্ধদের দ্বিবিভাজন থেরবাদি ও মহাসংঘবাদিতে।

তৃতীয় বৌদ্ধ সম্মেলন

1) অশোকের সময় পাটলিপুত্রে।
2) অভিধর্ম পিটক সংকলিত হয়।

চতুর্থ বৌদ্ধ সম্মেলন

1) কনিষ্কের সময়ই কাশ্মীরে মতান্তরে জলন্ধর।

2) বৌদ্ধধর্ম হীনযান ও মহাযান দুটি শাখায় বিভাজিত হয়।
💝 Study Material পেতে এবং মকটেস্ট দিতে আমাদের Telegram-এ যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন👇
https://tx.me/Gkstudyguide

💖 Whatsapp Channel👇
https://whatsapp.com/channel/0029VaSzYXmF1YlThb4K2b18

CRP Academy ( WBCS / UPSC )

05 Dec, 02:26


❤️❤️ভারতের প্রাকৃতিক ভূগোল🎯

১) টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি?
উঃ লিওপারগেল।
২) পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি?
উঃ নাঙ্গা পর্বত।
৩) মধ্য হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি?
উঃ মাউন্ট এভারেস্ট।
৪) পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি?
উঃ কাঞ্চনজঙ্ঘা।
৫) পশ্চিম হিমালয় কয় ভাগে বিভক্ত ও কিকি?
উঃ ৩ ভাগে-- কাশ্মীর হিমালয়, পাঞ্জাব ও হিমাচল হিমালয়, কুমায়ুন হিমালয়।
৬) পশ্চিম হিমালয়ের প্রধান গিরিপথ গুলি কিকি?
উঃ বানিহাল, জোজিলা, পীরপঞ্জাল, কারাকোরাম।
৭) কোন দুই পর্বতশ্রেণির মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত?
উঃ জাস্কর ও পীরপঞ্জাল।
৮) কাশ্মীর হিমালয়ের প্রধান পর্বতশ্রেণি কোনটি?
উঃ জাস্কর ও পীরপঞ্জাল।
৯) পাঞ্জাব ও হিমাচল হিমালয়ের প্রধান পর্বতশ্রেণি কোনটি?
উঃ ধৌলাধর।
১০) কোন হ্রদকে কাশ্মীরের রত্ন বলা হয়?
উঃ ডাল লেক।
১১) পূর্ব হিমালয় কয় ভাগে বিভক্ত ও কিকি?
উঃ তিন ভাগে -- সিকিম-দার্জিলিংহিমালয়, ভুটান হিমালয়, অরুনাচল হিমালয়।
১২) সিকিম-দার্জিলিংহিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ কাঞ্চনজঙ্ঘা।
১৩) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ সন্দাকফু (সিকিম-দার্জিলিং হিমালয় পর্বত)।
১৪) ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ K2 বা গডউইন অস্টিন (কারাকোরাম পর্বত)।
১৫) সিকিম-দার্জিলিংহিমালয়ের প্রধান হিমবাহ কোনটি?
উঃ জেমু।
১৬) সিকিম-দার্জিলিংহিমবাহের প্রধান গিরিপথ গুলি কিকি?
উঃ নাথুলা, বুমলা।
১৭) ভুটান হিমালয়ের প্রধান পর্বতশ্রেণি কোনটি?
উঃ মাসাংকিংডু।
১৮) ভুটান হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ চমোলারী।
১৯) ভুটান হিমালয়ের প্রধান গিরিপথ গুলি কিকি?
উঃ লিংসিলা, ইউলিলা।
২০) অরুনাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ নামচারবাওয়া।
💥 Join Telegram👉 https://tx.me/Gkstudyguide
ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।
প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন
মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন?
উত্তরঃ ২০০১ সালে ।
প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব
পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্টা
করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ে
র নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects
Agency Network)
প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
প্রশ্নঃ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
প্রশ্ন: Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: ১৯৯৮ খ্রিঃ
প্রশ্ন: PC-তে সর্বপ্রথম operating
system,ব্যবহার করা হয় কবে?
উত্তর: ১৯৭১ খ্রিঃ
💥 Join Telegram👉 https://tx.me/Gkstudyguide
»»»ইতিহাস«««
*নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
-কেশবচন্দ্র সেন
*আনন্দমঠ এর রচয়িতা কে?
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
*পথের দাবী কে রচনা করেন?
-শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
*বর্তমান ভারত কে রচনা করেন?
-স্বামী বিবেকানন্দ
*ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে?
-উমেশচন্দ্র বন্দোপাধ্যায়
*কলকাতা মেডিকাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
-1835সালে
*কবে বঙ্গভঙ্গ রদ হয়েছিল?
-1911সালে
*ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কবে স্থানান্তর করা হয়?
-1911সালে
*গদর দল কে প্রতিষ্ঠা করেন?
-লালা হরদয়াল
*মুসলিম লিগ কবে প্রতিষ্ঠিত হয়?
-1906সালে
*জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
-1945সালে
*মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
-1938সালে
*আন্দামান দ্বীপপুঞ্জর সুভাষচন্দ্র বসু কী নামকরণ করেছিলেন?
-শহিদ দ্বীপ
*ক-টি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়?
-তিনটি
*ভারতীয় জাতীয় সংগীতের রচয়িতা কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর
*বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
-1802 খ্রি
*অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
-রণজিত সিং ও লর্ড মিন্টো(1809)
*কবে বাংলায় দ্বৈতশাসনের অবসান ঘটে
-1772খ্রি
*রেগুলেটিং আইন কবে পাস হয় ?
-1773খ্রিঃ
*স্বতবিলোপ নীতি কে প্রবর্তন করেন?
-লর্ড ডালহৌসি
*কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
-1784খ্রিঃ
*কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়?
-1793খ্রিঃ
*কবে মহাবিদ্রোহ শুরু হয়?
-1857খ্রিঃ
*ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয় ?
-সাঁওতাল বিদ্রোহ
*ফরাজি আন্দোলনের প্রবর্তক কে?
-হাজী শরিয়ত উল্লাহ
*বারাসাত বিদ্রোহ এর নেতা কে?
-তিতুমির
*আমিনি কমিশন কে গঠন করে?

CRP Academy ( WBCS / UPSC )

05 Dec, 02:26


-ওয়ারেন হেস্ট
💝 Study Material পেতে এবং মকটেস্ট দিতে আমাদের Telegram-এ যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন👇
https://tx.me/Gkstudyguide

💖 Whatsapp Channel👇
https://whatsapp.com/channel/0029VaSzYXmF1YlThb4K2b18

CRP Academy ( WBCS / UPSC )

01 Dec, 02:45


🔰 WB CONSTABLE&SI SPECIAL

১।ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট খনি অঞ্চল কোনটি পালামৌ খনি অঞ্চল।

২। কালিকটের বর্তমান নাম কী – কোঝিকোড়।

৩। প্রথম কোন কোম্পানি ভারতে রেল-ইঞ্জিন তৈরি করে – টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমােটিভ কোম্পানি।

৪। রাগী উৎপাদনে ভারতে প্রথম স্থানে আছে ‘কোন রাজ্য – কর্ণাটক।।

৫। স্বাধীনতার আগে একমাত্র ডিজেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় ছিল – অসমের ডিগবয়।

৬। চম্বল উপত্যকায় বড় খাতবিশিষ্ট অঞ্চলকে কী বলে – বীহড়।

৭। প্রথম কাগজকল কোথায় স্থাপিত হয় – শ্রীরামপুরে (১৮৩২ সালে)।

৮। বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত হয় – বক্সা ডুয়ার্সে ।

৯। করোনেশন ব্রিজ অবস্থিত – তিস্তা নদীর ওপর ।

১০। কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের একমাত্র আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় আছে – তারাপুর।

১১।দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি কী নামে পরিচিত – ডেকানট্রাপ

১২। বাংলার পূর্বদিকে অবস্থিত দেশ হল – বাংলাদেশ ।

১৩। বর্তমানে বাংলার জেলার সংখ্যা হল – 23টি ।

১৪। উত্তর – পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয় – শিলিগুড়িকে ।

১৫। দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার হল – ক্যানিং ।

১৬। বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচিত – পুরুলিয়া ।

১৭। বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে – 21 শে জুন ।

১৮। সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায় – দক্ষিণ 24 পরগনা ।

১৯। প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাসদর হল – আলিপুর ।

২০। ‘Chicken’s Neck’ বলা হয় – উত্তর দিনাজপুরের চোপড়াকে ।

২১। ‘City of Joy’ বলা হয় – কলকাতাকে ।

২২। বাংলার উত্তরের সমভূমি অংশ হল – বরেন্দ্রভূমি ।

২৩। বাংলা ও নেপাল সীমান্তে রয়েছে – সিঙ্গলিলা ।

২৪। বাংলার সর্বোচ্চ শৃঙ্গ – সান্দাকফু ।

২৫।বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল – গোর্গাবুরু ।

২৬। বাংলায় বালিয়াড়ি দেখা যায় – উপকূলীয় সমভূমিতে ।
💥 Join Telegram👉 https://tx.me/Gkstudyguide
২৭। রাঢ় সমভূমির ভূপ্রকৃতি – তরঙ্গায়িত ।

২৮। কালিম্পঙ -এর সর্বোচ্চ শৃঙ্গ হল – ঋষিলা ।

২৯। বক্স গিরিখাত দিয়ে যাওয়া যায় – ভুটানে ।

৩০।বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ দেখা যায় – বীরভূমে ।

৩১।পেডং কথার অর্থ – অর্কিডের শহর ।

৩২। তরাই শব্দের অর্থ – স্যাঁতসেঁতে ভূমি ।

৩৩।শুশুনিয়া পাহাড় অবস্থিত – বাঁকুড়া জেলায় ।

৩৪। দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail Station হল – ঘুম ।

৩৫। রাঙামাটির দেশ বলা হয় – রাঢ় অঞ্চলকে ।

৩৬। মথুরাখালি পাহাড় অবস্থিত – বীরভূমে ।

৩৭। গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের – ধুলিয়ানে ।

৩৮। গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে – 520 কিমি ।

৩৯। বাংলার প্রধান নদী – গঙ্গা ।

৪০। দামোদরনদকে বলা হয় – বাংলার দুঃখ ।

৪১। বহরমপুর বিখ্যাত – রেশম শিল্পের জন্য ।

৪২। রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়ো শহর হল – বর্ধমান ।

৪৩। বাংলার দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্র হল – দিঘা ও জুনপুট ।

৪৪। ভারতে প্রথম পাতাল রেল চালু হয় – কলকাতায় ।

৪৫। হলদিয়া বিখ্যাত – পেট্রোরসায়ন শিল্পের জন্য ।

৪৬। কৃষ্ণনগর বিখ্যাত – মৃৎ শিল্পের জন্য ।

৪৭। জলপাইগুড়ি শহর অবস্থিত – মহানন্দা ও বালাসন নদীর তীরে ।

৪৮। শংকরপুর একটি – মৎস্য বন্দর ।

৪৯। বাংলায় প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অবস্থিত – কলকাতায় (বেলগাছিয়া) ।

৫০। লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি অবস্থিত – দক্ষিণ 24 পরগনায় ।

৫১। বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয় – 1986 সালে ।

৫২। বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি অবস্থিত – কলকাতার বেলগাছিয়ায় ।
💥 Join Telegram👉 https://tx.me/Gkstudyguide
৫৩। দমদম বিমান বন্দরের পত্তন হয়েছিল – 1875 সালে ।

৫৪। বাংলায় ধানের বউল বলা হয় – বর্ধমানকে ।

৫৫। জয়ন্তি হল – সংরক্ষিত বনভূমি ।

৫৬। সুন্দরবন হল – সুরক্ষিত বনভূমি ।

৫৭। খোয়াই অঞ্চল দেখা যায় – বীরভূম জেলায় ।

৫৮। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি – খিয়র নামে পরিচিত ।

৫৯। তাল শব্দের অর্থ – জলাভূমি ও নিম্নভূমি ।

৬০। সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয়, তাকে – আবাদ বলে ।

৬১। বাংলায় সবচেয়ে কম বৃষ্টি হয় – বীরভূমের ময়ূরেশ্বরে ।

৬২। বাংলায় সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় – আসানসোলে ।

৬৩। মৌসুমি রাজ্য বলা হয় – বাংলাকে ।

৬৪। খরার জেলা বলা হয় – পুরুলিয়াকে ।

৬৫। কানা নদীর মধ্যবর্তী ও শেষ অংশের নাম – কুন্তী নদী ।

৬৬। দামোদরের প্রধান উপনদীর নাম – বরাকর ।

৬৭। সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী হল – মাতলা ।

৬৮। অজয়নদ -এর উৎপত্তি – দুমকা উচ্চভূমি থেকে ।

৬৯। 2011 জনগণনা অনুসারে বাংলার বেশি জনসংখ্যাযুক্ত জেলা হল – উত্তর 24 পরগনা (10082852 জন) ।

৭০। 2011 জনগণনা অনুসারে বাংলার কম জনসংখ্যাযুক্ত জেলা হল – দক্ষিণ দিনাজপুর (1670931 জন)

৭১। 2011 জনগণনা অনুসারে বাংলার জনসংখ্যা ছিল – 91347736 জন (পুরুষ=46927389জন এবং মহিলা=44420347 জন) ।
💝 Study Material পেতে এবং মকটেস্ট দিতে আমাদের Telegram-এ যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন👇
https://tx.me/Gkstudyguide

CRP Academy ( WBCS / UPSC )

01 Dec, 02:45


💖 Whatsapp Channel👇
https://whatsapp.com/channel/0029VaSzYXmF1YlThb4K2b18

CRP Academy ( WBCS / UPSC )

25 Nov, 02:11


1. মহাবলীপুরম কারা প্রতিষ্ঠা করেন -পল্লবরা

2.  ভারতে প্রথম আফগান শাসনের প্রবর্তক -বাহলুল লোদী

3.  বিন্ধ্যা অধিপতি নামে পরিচিত?- গৌতমীপুত্র সাতকর্ণী

4.  হুমায়ুননামা গ্রন্থের লেখক -গুলবদন বেগম

5.  ভারতবর্ষে মুসলিম প্রজাতির পথিকৃত কাকে বলা হয়-সৈয়দ আহমেদ খান

6.  দস্তক  কি- বিনা মাশুলে  বাণিজ্যের অনুমতি

7.  হরিজন কথাটি কে প্রচলন করেন-গান্ধীজি

8.  আমির খসরু কার সভাপতি ছিলেন -আলাউদ্দিন খলজী

9.    ইবন বতুতা কার আমলে ভারতে আসেন-মহম্মদ বিন তুঘলক

10. ভারতের পশ্চিমী শিক্ষা ব্যবস্থার প্রচলন কে করেন- টমাস ব্যাবিংটন মেকলে

11. বৈদিক যুগে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার করেন -তামা

12. ভারতের সামন্ত প্রথার উদ্ভব ঘটে কোন যুগে–গুপ্তযুগে

13. নাসিক ষড়যন্ত্র মামলায় কার নির্বাচন হয়- বি.ডি সাভারকার

14. তারিখ-ই- শেরশাহী কার লেখা-আব্বাস সারওয়ানীর

15. কার রাজ্য বিজয় নীতি কে গ্রহণ পরিমোক্ষ নীতি বলা হয়-সমুদ্রগুপ্তের

16.  কলিঙ্গ যুদ্ধ কবে কাদের মধ্যে হয়-261 খ্রীষ্ট পূর্বাব্দে অশোক ও

17. এপিডম কে রচনা করেন - জাস্টিন

18. মহেঞ্জোদারো কোথায় অবস্থিত –সিন্ধু নদীর তীরে

19. হরপ্পা সভ্যতার মূল কেন্দ্র কি ছিল –চোলিস্তান মরু অঞ্চল

20. অর্থশাস্ত্রে রৌপ্যমুদ্রাকে কি বলা হয়েছে-চান,অর্ধপন,পাদ প্রভুতি।

21. কাকে দ্বিতীয় অশোক বলা হয়-হর্ষবর্ধনকে

22.  খালসা কে প্রতিষ্ঠা করেন-গোবিন্দ সিং

23.  হর্ষবর্ধনের রাজত্বকালে  ভারতে আগত চীনা পর্যটক এর নাম কি- হিউয়েন সাঙ

24. ঔরঙ্গজেবের সাম্রাজ্য ভারতের পূর্ব দিকে কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল-চট্টগ্রাম

25. বাংলায় পাল বংশ প্রতিষ্ঠা করেন- গোপাল
💥 Join Telegram👉 https://tx.me/Gkstudyguide
26.  কবি প্রিয় উপাধি আকবর কাকে দেন-বীরবল

27. ডান্ডি অভিযান কোথা থেকে শুরু হয়-সবরমতি আশ্রম থেকে

28. মধ্য এশিয়া থেকে হুনরা কার আমলে ভারতে প্রথম আক্রমন করে- কুমার গুপ্ত

29. বাংলার স্কুল্গুলিকে শর্তাধীনে সরকারি অনুদান দেওয়ার কথা কে প্রথম বলেন-চার্লস উড

30. B.P.S.A ছাত্র সংগঠন কার নেতৃত্বে কবে গঠিত হয়?  সুভাষচন্দ্র বসু, 1938,17ফেব্রুয়ারী

31. নিখিল ভারত ব্যক্তিস্বাধীনতা সংঘ কবে গঠিত হয়-1936,জুলাই মাসে

32. চারণ কবি মুকুন্দ দাসের আসল নাম কি-যঞ্জশ্বর দাস

33. পাবনা সম্মেলনী নামে গুপ্ত সমিতি কবে প্রতিষ্ঠিত হয়- 1905 সালের 1লা সেপ্টেম্বর(অবিনাস চক্রবর্তী ও অন্নদা কবিরাজ)

34. ভারতের প্রথম জাতীয় বিদ্যালয় কোথায় হয় স্থাপিত হয়- রংপুরে(বর্তমান বাংলাদেশে, 1905, 8ই নভেম্বর)

35. সুহৃদ সমিতি নামের গুপ্ত সমিতি কবে প্রতিষ্ঠিত হয়-1905,12ই নভেম্বর (পেরেশ লাহিড়ীর উদ্যোগে)

36. ভগিনী নিবেদিতা কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন-অনুশীলন সমিতি

37. বিপ্লবী ক্ষুদিরাম প্রথম কবে রাজদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হন-1906 সালের 16ই এপ্রিল

38.  হিদাসপিসের যুদ্ধ কত খ্রিস্ট পূর্বাব্দে হয়-326 খ্রীষ্ট পূর্বাব্দে।

39. ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জনগণমন-অধিনায়ক গানটি গাওয়া হয়- কলকাতা অধিবেশন

40. গদর পার্টি কোন শহরে কত সালে প্রতিষ্ঠিত হয়-সানফান্সিস্কো শহরে, 1913, 1লা নভেম্বর

41. হোমরুল আন্দোলনের জন্য বালগঙ্গাধর তিলক কবে বোম্বাইয়ের ন্যাশনাল লিগ দল স্থাপন করেন-1914,আগষ্টে

42.  বার্লিনে ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি কে কবে গঠন করেন-চম্পক রমন পিল্লাই, 1914 সালের অক্টোবরে

43. মোহনদাস করমচাঁদ গান্ধী কবে দক্ষিণ আফ্রিকা থেকে স্থায়ীভাবে ভারতে ফিরে আসেন-1915, জানুয়ারী মাসে

44. কোন গভর্নর জেনারেল কলকাতা রাজভবন তৈরি করেন-লর্ড ওয়েলেসলি।

45. আলমগীর শব্দের অর্থ কি-পৃথিবী বিজেতা।

46. চারমিনার কে তৈরি করেন-কুলি কুতবশাহ

47. অমোঘবর্ষ কোন বংশের রাজা-রাস্টকূট

48.  আদিনা মসজিদ কোন শহরে অবস্থিত –পান্ডূয়া

49. 1605 খ্রিস্টাব্দে কোন মুঘল সম্রাট মারা যান- আকবর

50. সর্বপ্রথম মুসলিম ভারত আক্রমণ কারী কারা ছিল-আরবীয়

💝 Study Material পেতে এবং মকটেস্ট দিতে আমাদের Telegram-এ যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন👇
https://tx.me/Gkstudyguide

💖 Whatsapp Channel👇
https://whatsapp.com/channel/0029VaSzYXmF1YlThb4K2b18

CRP Academy ( WBCS / UPSC )

20 Nov, 02:12


🔰 ঐতিহাসিক উপাধি এবং আসল নাম

প্রিয়দর্শী - অশোক
চন্ডাশোক - অশোক
অমিত্রাঘাত - বিন্দুসার
পরাক্রমাঙ্ক - সমূদ্রগুপ্ত
ভারতের নেপোলিয়ান - সমুদ্রগুপ্ত
কবিরাজ - সমুদ্রগুপ্ত
লিচ্ছবি দৌহিত্র - সমুদ্রগুপ্ত
বিক্রমাদিত্য - দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ফরিদ খাঁ - শের শাহ্‌
নিজাম খাঁ - সিকন্দর শাহ্‌ লোদী
মহম্মদ হাদী - মুর্শিদকুলি খাঁ
জালাল উদ্দীন মহম্মদ - আকবর
নুরউদ্দীন মহম্মদ - জাহাঙ্গীর
খুররম - শাহজাহান
প্রিন্স অফ বিল্ডারস - শাহজাহান
মেহেরুন্নেসা বেগম - নূরজাহান
আঞ্জুমান বেগম - মমতাজ
জিন্দাপীর - ঔরঙ্গজেব
ফতেচাঁদ - জগত শেঠ
মির্জা মহম্মদ - সিরাজ উদ দৌল্লা
ইয়ুয়ান চোয়াং - হিউয়েন সাং
উলুঘ খাঁ - গিয়াসউদ্দীন বলবন
গাজী মালিক - গিয়াসউদ্দীন তুঘলক
তানসেন - রামতনু মিশ্র
আলাউদ্দীন হুসেন - হুসেন শাহ্‌
মহম্মদ ঘুরী - মুইজউদ্দীন
মহম্মদ জুনা খাঁ - মহম্মদ বিন তুঘলক
অতীশ দিপঙ্কর শ্রীজ্ঞান - আদিনাথ চন্দ্রগর্ভ
অলবিরুনী - আবুরিহান
তিতুমীর - মীর নিশার আলী
সিদি বদর - মুজাফফর শাহ্‌
বীরবল - মহেশ দাস
বাবর - জাহিরউদ্দিন মহম্মদ
২য় আলেকজান্ডার - আলাউদ্দিন খলজী
বিক্রমশীল - ধর্মপাল
পরমেশ্বর - দ্বিতীয় পুলকেশী
সিকন্দর লোদী - নিজাম খাঁ
গো-ব্রাহ্মণ পালক - শিবাজী
ভারতের রক্ষাকর্তা - স্কন্দগুপ্ত
বাংলাদেশের আকবর - হুসেন শাহ্‌
ডিরজিও - হেনরি লুই ভিভিয়ান ডিরজি
মূল শঙ্কর - দয়ানন্দ সরস্বতী
নানা সাহেব - গোবিন্দ ধন্দুপন্থ
দীনবন্ধু - সি এফ এন্ড্রুজ
লৌহ মানব - সর্দার বল্লবভাই প্যাটেল
মানবেন্দ্রনাথ রায় - নরেন্দ্রনাথ ভট্টাচার্য
বাঘা যতীন - যতীন্দ্রমোহন মুখোপাধ্যায়
শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব - গদাধর চট্টোপাধ্যায়স্বামী
বিবেকানন্দ - নরেন্দ্রনাথ দত্ত
ভগিনী নিবেদিতা - মার্গারেট এলিজাবেথ নোবেল
দীনবন্ধু মিত্র - গন্ধর্ব নারায়ণ
মিত্রকেশবচন্দ্র সেন - ব্রহ্মানন্দবীর
💥 Join Telegram👉 https://tx.me/Gkstudyguide
সাভারকার - বিনায়ক দামোদর সাভারকার
ভি বি গিরি - বরাহগিরি ভেঙ্কটগিরি
পাঞ্জাব কেশরী - লালা রাজপত রায়
বাংলার রূপকার - বিধানচন্দ্র রায়
দেশনায়ক - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
মাদার টেরিজা - অ্যাগ্নেস কোনাকসা
বোজাক্সিয়ালেনিন - ভলদিমির ইলিচ উইলিয়ানভ
তাতিয়া টোপী - রামচন্দ্র পান্ডুরঙ্গ
চানক্য - বিষ্ণু গুপ্ত
বুগরা খাঁ - নাসিরউদ্দিন মামুদ
ডঃ বি আর আম্বেদকার - ডঃ ভীমরাও রামজী আম্বেদকার
লোকহীতবাদী - গোপালহরী দেশ্মুখ
লোকমান্য - বাল গঙ্গাধর তিলক
মহামতী - গোপালকৃষ্ণ গোখলে
ওশো - আচার্য রজনীশ
ম্যান অব ব্লাড অ্যান্ড আয়রন - অটো ভন বিসমার্ক
সান্তা ক্লজ - সেন্ট নিকোলাস
বঙ্গবন্ধু - মুজিবর রহমান
শহীদ-ই-আজম - ভগত সিং
গুরুদেব - রবীন্দ্রনাথ ঠাকুরজি
বি এস - জর্জ বার্নাড শও'
হেনরি - আরনেস্ট হোমিংয়ে
চাচাজী - জওহরলাল নেহেরু
ভারতের শেক্সপিয়ার - কালিদাসকালী
মির্জা - কালীদাস চট্টোপাধ্যায়
চীনের প্রাচীর - গোষ্ঠ পাল
ভারতীয় জাতীয়তা বাদের দাদীমা - অ্যানি বেসান্ত
বাংলার বাঘ - আশুতোষ মুখোপাধ্যায়
💝 Study Material পেতে এবং মকটেস্ট দিতে আমাদের Telegram-এ যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন👇
https://tx.me/Gkstudyguide

💖 Whatsapp Channel👇
https://whatsapp.com/channel/0029VaSzYXmF1YlThb4K2b18

CRP Academy ( WBCS / UPSC )

18 Nov, 01:57


❤️ পৃথিবীর বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম ❤️

১) হাজার হ্রদের দেশ – ফিনল্যান্ড
২) হাজার দ্বীপের দেশ – ইন্দোনেশিয়া
৩) ইউরোপের ককপিট – বেলজিয়াম
৪) নিশীথ সূর্যের দেশ – নরওয়ে
৫) চির শান্তির শহর – রোম
৬) পবিত্র ভূমি – জেরুজালেম
৭) মসজিদের শহর – ঢাকা
৮) নিষিদ্ধ নগরী – লাসা (তিব্বত)
৯) সূর্য উদয়ের দেশ – জাপান
১০) নীলনদের দেশ – মিশর
১১) জাঁকজমকের নগরী – নিউইউর্ক
১২) প্রাচীরের দেশ – চীন
১৩) মুক্তার দেশ – বাহারাইন
১৪) পিরামিডের দেশ – মিশর
১৫) আগুনের দ্বীপ – আইসল্যান্ড
১৬) মন্দিরের শহর – বেনারস
১৭) ম্যাপল পাতার দেশ – কানাডা
১৮) সোনালী তোরণের দেশ – সানফ্রান্সিসকো
১৯) সোনালী প্যাগোডার দেশ – মিয়ানমার
২০) সাত পাহাড়ের দেশ – রোম
২১) পৃথিবীর ছাদ – পামীর মালভূমি
২২) ভূমিকম্পের দেশ – জাপান
২৩) বাতাসের শহর – শিকাগো
২৪) প্রাচ্যের ভেনিস – ব্যাংকক
২৫) দক্ষিণের রাণী – সিডনি
২৬) উত্তরের ভেনিস – স্টকহোম
২৭) ধীবরের দেশ – নরওয়ে
২৮) পৃথিবীর চিনির আধার – কিউবা
২৯) শ্বেতহস্তীর দেশ – থাইল্যান্ড
৩০) সমুদ্রের বধু – গ্রেট বৃটেন।
৩১) মুক্তার দেশ – কিউবা
৩২) গোলাপীর শহর / পিংক সিটি – জয়পুর (রাজস্থান)
৩৩) মোটর গাড়ির শহর – ডেট্রয়েট
৩৪) বিগ আপেল – নিউইয়র্ক শহর
৩৫) ঝর্ণার শহর – তাসখন্দ
💥 Join Telegram👉 https://tx.me/Gkstudyguide
৩৬) নিমজ্জমান নগরী – হেগ
৩৭) বিশ্বের রাজধানী – নিউইয়র্ক
৩৮) প্রাচ্যের গ্রেটবৃটেন – জাপান
৩৯) বজ্রপাতের দেশ – ভূটান
৪০) স্বর্ণ নগরী – জোহান্সবার্গ
৪১) ইউরোপের ক্রিয়াঙ্গন – সুইজারল্যান্ড
৪২) বৃটেনের বাগান – কেন্ট
৪৩) দক্ষিণের গ্রেট বৃটেন – নিউজিল্যান্ড
৪৪) প্রাচ্যের ড্যান্ডি – নারায়নগঞ্জ
৪৫) চীনের দুঃখ – হোয়াংহো নদী
৪৬) পবিত্র দেশ – ফিলিস্তিন
৪৭) চির সবুজের দেশ – নাটাল
৪৮) বাজারের শহর – কায়রো
৪৯) নীরব খনিরদেশ – বাংলাদেশ
৫০) সিল্ক রুটের দেশ –ইরান।
৫১) উদ্যানের শহর – শিকাগো
৫২) কানাডার প্রবেশ দ্বার – সেন্ট-লরেন্স
৫৩) ইউরোপের বুট – ইতালি
৫৪) ইউরোপের রুগ্ন মানুষ –তুরষ্ক
৫৫) ভূ-স্বর্গ – কাশ্মীর
৫৬) সোনার অন্তঃপুর – ইস্তাম্বুল
৫৭) বিশ্বের রুটির ঝুড়ি – প্রেইরি
৫৮) শ্বেতাঙ্গদের কবরস্থান – গিনিকোস্ট
৫৯) দ্বীপের মহাদেশ – অস্ট্রেলিয়া
৬০) নীল পর্বত – নীলগিরি পাহাড়
৬১) সকালবেলার শান্তি – কোরিয়া
৬২) ভারতের রোম – দিল্লী
৬৩) সম্মেলনের শহর – জেনেভা
৬৪) পৃথিবীর কসাইখানা – শিকাগো
৬৫) রাজপ্রসাদের নগর – ভেনিস
৬৬) গ্র্যানাইডের শহর – এভারডিন
৬৭) রাজ প্রসাদের শহর – কলকাতা
৬৮) শান্তদেশ – কোরিয়া
৬৯) সোনালী আঁশের দেশ – বাংলাদেশ
৭০) পৃথিবীর সাংস্কৃতি রাজধানী – প্যারিস
💝 Study Material পেতে এবং মকটেস্ট দিতে আমাদের Telegram-এ যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন👇
https://tx.me/Gkstudyguide

💖 Whatsapp Channel👇
https://whatsapp.com/channel/0029VaSzYXmF1YlThb4K2b18

CRP Academy ( WBCS / UPSC )

17 Nov, 02:05


🔴 গুরুত্বপূর্ণ জি.কে 🔴
[এই অংশ থেকে বিভিন্ন পরীক্ষাতে কমন এসেই থাকে]

১। বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- থ্যালিস

২। জীব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- এরিস্টটল

৩। প্রাণী বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- এরিস্টটল

৪। রসায়ন বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- জাবির ইবনে হাইয়ান

৫। পদার্থ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- আইজ্যাক নিউটন

৬। রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- এরিস্টটল

৭। আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- নিকোলার ম্যাকিয়াভেলী

৮। অর্থনীতির জনক কে?
উত্তরঃ- এডাম স্মিথ

৯। আধুনিক অর্থনীতির জনক কে?

উত্তরঃ- পল স্যামুয়েলসন

১০। সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- অগাস্ট কোঁৎ

১১।গণতন্ত্রের জনক কে?
উত্তরঃ- জন লক

১২। হিসাব বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- লুকাপ্যাসিওলি

১৩। চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ইবনে সিনা

১৪। দর্শন শাস্ত্রের জনক কে?

উত্তরঃ- সক্রেটিস

১৫। ইতিহাসের জনক?
উত্তরঃ- হেরোডোটাস
১৬। ভূগোলের জনক কে?

উত্তরঃ- ইরাটস থেনিস

১৭। গণিতের জনক কে?
উত্তরঃ- আর্কিমিডিস

১৮। অপরাধ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ল্যামব্রাসো

১৯। মেডিসিনের জনক কে?
উত্তরঃ- হিপোক্রেটিস

২০। জ্যামিতির জনক কে?
উত্তরঃ- ইউক্লিড

২১। বীজ গণিতের জনক কে?
উত্তরঃ- আল খাওয়ারেজমী

২২। জীবাণু বিদ্যার জনক কে?
উত্তরঃ- লুই পাস্তুর

২৩। বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
উত্তরঃ- চার্লস ডারউইন

২৪। সনেটের জনক কে?
উত্তরঃ- পের্ত্রাক

২৫। বাংলা সনেটের জনক কে?
উত্তরঃ- মাইকেল মধুসুদন দত্ত
💥 Join Telegram👉 https://tx.me/Gkstudyguide
২৬। সামাজিক বিবর্তনবাদের জনক কে?
উত্তরঃ- হার্বাট স্পেন্সর

২৭। বংশগতি বিদ্যার জনক কে?
উত্তরঃ- গ্রেডার জোহান মেনডেল

২৮। শ্রেণীকরণ বিদ্যার জনক কে?
উত্তরঃ- কারোলাস লিনিয়াস

২৯। শরীর বিদ্যার জনক কে?
উত্তরঃ- উইলিয়াম হার্ভে

৩০। ক্যালকুলাসের জনক কে?
উত্তরঃ- আইজ্যাক নিউটন

৩১। বাংলা গদ্যের জনক কে?

উত্তরঃ- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

৩২। বাংলা উপন্যাসের জনক কে?
উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৩৩। বাংলা নাটকের জনক কে?
উত্তরঃ- দীন বন্ধু মিত্র

৩৪। ইংরেজী কবিতার জনক কে?
উত্তরঃ- জিওফ্রে চসার

৩৫। মনোবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- উইলহেম উন্ড

৩৬। বাংলা চলচিত্রের জনক কে?
উত্তরঃ- হীরালাল সেন

৩৭। বাংলা গদ্য ছন্দের জনক কে?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর

৩৮। আধুনিক রসায়নের জনক কে?
উত্তরঃ- জন ডাল্টন

৩৯। আধুনিক বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- রজার বেকন

৪০।প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?
উত্তরঃ- হেনরী ফেওল

৪১। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?
উত্তরঃ- জর্জ বার্নার্ড শ

৪২। আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ল্যাভয়সিয়ে

৪৩।পারমানবিক বোমার জনক কে?
উত্তরঃ- ওপেন হাইমার

৪৪। তেজস্ক্রিয়তার জনক কে?
উত্তরঃ- হেনরি বেকরেল

৪৫। আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- আলবার্ট আইনস্টাইন

৪৬। গতি বিদ্যার জনক কে?
উত্তরঃ- গ্যালিলিও

৪৭। হাইড্রোজেন বোমার জনক কে?
উত্তরঃ - অ্যাডওয়ার্ড টেলর

💝 Study Material পেতে এবং মকটেস্ট দিতে আমাদের Telegram-এ যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন👇
https://tx.me/Gkstudyguide

💖 Whatsapp Channel👇
https://whatsapp.com/channel/0029VaSzYXmF1YlThb4K2b18

CRP Academy ( WBCS / UPSC )

09 Nov, 01:50


🔰 গুরুত্বপূর্ণ ব্যাঘ্র প্রকল্প

টাইগার রিজার্ভ ফরেস্ট - অবস্থান


১. বাল্মীকি - হাজারিবাগ ( ঝাড়খন্ড)

২। সিমলিপাল - ময়ূরভঞ্জ ( ওড়িশা)

৩. পালামৌ - ডালটনগঞ্জ ( ঝাড়খন্ড)

৪. বন্দীপুর - মহীসূর ( কর্নাটক)

৫. কানহা - মান্ডালা ও বালাঘাট ( মধ্যপ্রদেশ)

৬. মেলঘাট - মহারাস্ট্র

৭. রনথোম্বর - সোওয়াই মাধোপুর ( রাজস্থান)

৮. করবেট - গাড়োয়াল ( উত্তরাঞ্চল)

৯. সুন্দরবন - দক্ষিন ২৪ পরগনা ( পশ্চিমবঙ্গ)

১০. টাডোবা - চন্দ্রাপুর ( মহারাস্ট্র)

১১. পান্না - মধ্যপ্রদেশ

১২. পেঞ্চ - নাগপুর ( মহারাস্ট্র)

১৩. পেঞ্চ - মধ্যপ্রদেশ

১৪. মানস - বরপেটা ( অসম)

১৫. পেরিয়ার - ইদ্দুকি ( কেরালা)

১৬. সারিষ্কা - অলওয়ার (রাজস্থান)

১৭. বক্সার - পশ্চিমবঙ্গ

১৮. ইন্দ্রাবতী - মধ্যপ্রদেশ

১৯. নাগার্জুন সাগর - শ্রীশৈলম ( অন্ধ্রপ্রদেশ)

২০. নামডাফা - তিরাপ ( অরুনাচল প্রদেশ)

২১. দুজোয়া - লখিমপুরখেরি ( উত্তারাঞ্চল)

২২. কলকার মুন্দানথারিয়া - তিরুনেলভেলি ( তামিলনাড়ু)

২৩. বান্ধবগড় - শাদোল ( মধ্যপ্রদেশ)

২৪. ডামফা - আইজল ( মিজোরাম)

২৫. ভদ্রা - কর্নাটক

💝 Study Material পেতে এবং মকটেস্ট দিতে আমাদের Telegram-এ যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন👇
https://tx.me/Gkstudyguide

💖 Whatsapp Channel👇
https://whatsapp.com/channel/0029VaSzYXmF1YlThb4K2b18

CRP Academy ( WBCS / UPSC )

26 Oct, 01:55


🔰 General Knowledge

১। টিনিয়া নিষিক্ত ডিম্বাণুমুক্ত প্রােগ্লটিডসকে কী বলে – গ্রাভিডয়ােপ্লটিডস।

২।এক্সোমিক্সিস, জেনােমিক্সিস, সিউডােমিক্সিক, কারিওমিক্সিসএর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলাের মিল নেই – সিউডােমিক্সিক।

৩।পিউপার সমার্থক শব্দ কোনটি –মূককীট।

৪।হৃৎপিণ্ডের কোন বৈশিষ্ট্য উভচরে থাকে কিন্তু সরীসৃপে থাকে না – কোনাস আঠেরিওসাস।

৫।সরীসৃপের কোন অঙ্গ সাপের নেই – পা।

৬।মাছের চলন পেশী কী ধরণের পেশী – মায়ােটোম।।

7. মেটাসিল, অপ্টোসিল, ডায়ােসিল, হিমমাসিলএর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলাের মিল নেই – হিমােসিল৷

৪. লায়নেট গ্রন্থির সমার্থক শব্দ কোনটি – ফিলিপ্পিগ্রন্থি।

9. মানুষের লালাগ্রন্থির সংখ্যা কটি – ৩ জোড়া।

10. কোন কারণে প্যারেনকাইমা, কোলেনকাইমার মতাে — সজীব কোশে

11. কোন বৈশিষ্ট্য জাইলেমে থাকে না – সঙ্গীকোশ।

12. কার্বন আত্তীকরণের প্রথম যৌগ কী – ফসফোগ্লিসারিক অ্যাসিড।

13. উদ্ভিদজগতে জীবন্ত জীবাশ্মের উদাহরণ। কী – Gingko biloba.

14. প্ৰস্বেদনএর সমার্থক শব্দ কোনটি – বাষ্পমােচন।

15. কোনাে দণ্ড চুম্বকের কেন্দ্রে চৌম্বকত্বের মান কত – শূন্য।

16. কোন কাজে জিব্বারেল্লিনের কোনাে ভূমিকা নেই – কোশ বিভাজন।

17. জাইলেম প্যারেনকাইমা কোন জাতীয় কোশ — জীবিত ও কুপযুক্ত।

18. সূর্য থেকে আলাে পৃথিবীতে আসতে কত সময় লাগে – ৮ মিনিট।

19. রিব মেরিস্টেমের সমার্থক শব্দ কোনটি
— ফাইল মেরিস্টেম।

20. কোন বৈশিষ্ট্য দেখে মালভেসি (জবা) গােত্র চেনা যাবে – একগুচ্ছ পুংকেশর।

21. কোন ধরণের দাঁত গিনিপিগের দাঁতের সজ্জাক্রমে থাকে না – ছেদক।

22. গিনিপিগে কোন বৈশিষ্ট্য থাকে না – মূত্র-জনন নালী একত্রে থাকে না।
💥 Join Telegram👉 https://tx.me/Gkstudyguide
23. Balanoglossus নােটোকর্ডকে কী বলে- স্টোমােকর্ড।

24. লিংগুয়াশব্দটির সমার্থক শব্দ কোনটি – জিহ্বা।

25. কোন বৈশিষ্ট্যে অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী থেকে আলাদা – অঙ্কীয় স্নায়ুরজ্জু।

26. মাছে কোন বৈশিষ্ট্যটি থাকে না – শুকনাে আঁশ।

27.গিনিপিগে কোন শিরা থাকে না – রেনাল পাের্টাল।

28. ট্যালাসএর সমার্থক শব্দ কোনটি – টার্গাস।

29, একজন বিজ্ঞানী ব্যাঙের ‘ক’ কোশে ‘খ’ কোশের চেয়ে দ্বিগুণ প্রােটিন সংশ্লেষ ঘটে লক্ষ্য করলেন। ‘ক’ কোশে কোন জিনিসটি বেশি থাকার জন্য এটা হয়েছে – ‘খ’কোশের চেয়ে বেশি গ্যামেট থাকার জন্য।

30. কোন স্তর থেকে হৃৎপিণ্ডের কপাটিকা তৈরি হয় – মেসােকার্ডিয়াম।।

31, কোন বৈশিষ্ট্যে পাইনের কাণ্ড সূর্যমুখীর কাণ্ড থেকে আলাদা – সঙ্গীকোশের অনুপস্থিতি।।

32. কোন বৈশিষ্ট্যটি ব্রায়ােফাইটে থাকেনা – রেণুপত্র।

33. নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল কী – অ্যানাবেনা।

34. যৌগিক রেসিমের সমার্থক শব্দ কোনটি।
প্যানিকল।

35. কোন বৈশিষ্ট্য অনিয়ত পুষ্পবিন্যাসে থাকে- পুষ্পের অভিকেন্দ্রীয় সজ্জাক্রম।

36. সূর্যমুখী কাণ্ডের নালিকা বাণ্ডিল সংযুক্ত দ্বিসমপার্শ্বীয় মুক্ত, কুমড়া কাণ্ডের নালিকা বাণ্ডিল সংযুক্ত দ্বিসমপার্শ্বীয় মুক্ত, ভুট্টা কাণ্ডের নালিকা বাণ্ডিল সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত, আমপাতার নালিকা বাণ্ডিল সংযুক্ত সমপার্শ্বীয় মুক্তর মধ্যে কোনটি ঠিক? – কুমড়ো কাণ্ডের নালি্কা বাণ্ডিল সংযুক্ত দ্বিসমপার্শ্বীয় মুক্ত।

37.তড়িৎবাহী তারের কাছে চুম্বক থাকলে যে বিক্ষিপ্ত হয় তা কে প্রমাণ করেন – বিজ্ঞানী ওরগেড।

38, কোনাে রঙের আলাের তীব্রতা কিসের ওপর নির্ভর করে – বিস্তারের ওপর।

39. বুলেট পুফ গাড়িতে কোন ধরণের কাচ ব্যবহৃত হয় – Pyrex glass.

40. আলােড়িত তরলের কিছু সময় পর স্থিতাবস্থায় আসার কারণ কী – তরলের সান্দ্রতা।

41. মদ্যপ গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ কোন যন্ত্র ব্যবহার করে – ব্রেদালাইজার।

42, জলের ওপরে তেলের সরকে রঙিন দেখার কারণ কী আলাের ব্যতিচার ধর্ম।

43, বিশুদ্ধ সুর পাওয়া যায় শুধুমাত্র কিসে — সুরশলাকায়।

44. Electric Field Intensity কী ধরণের রাশি— স্কেলার রাশি।

45, 220 ভােল্টে 110 ভােল্টের বাতি জ্বালাতে কী ব্যবহার করতে হয় — রেসিসটার (Resister)।

46. কুলম্বের সূত্র পরীক্ষা করতে কোন যন্ত্র ব্যবহৃত হয় – Torrion balance.

47, ঘড়ির পেণ্ডুলাম তৈরি হয় কী দিয়ে – ইনভার।

💝 Study Material পেতে এবং মকটেস্ট দিতে আমাদের Telegram-এ যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন👇
https://tx.me/Gkstudyguide

💖 Whatsapp Channel👇
https://whatsapp.com/channel/0029VaSzYXmF1YlThb4K2b18

CRP Academy ( WBCS / UPSC )

22 Oct, 01:13


১. ভারতের দুটো লুপ্তপ্রায় প্রাণীর নাম বলো।
উঃ একশৃঙ্গ গন্ডার ও সিংহ ।

২. ভারতের একটি বিলুপ্ত প্রাণীর নাম কী?
উঃ গোলাপী মাথা হাস

৩. Vital Statistics এর জনক কে ?
উঃ ক্যাপ্টেন জন গ্রাউন্ট I

৪. সার্বজনীন ক্লাইমোগ্রাফের জনক কে ?
উঃ গ্রিফিথ টেলর (1949) I

৫. সামাজিক সমস্যার সমাধানে ফলিত ভূগোলের ব্যবহারকে কী বলে?
উঃ আরগন (Ergon)

৬. 1999 সালে প্রেরিত IRS-P5 উপগ্রহের নাম কী?
উঃ CARTOSAT-1

৭. কে সর্বপ্রথম বায়ু ফটোচিত্র তোলেন ?
উঃ Gaspard Felix Tournachor (1858)

৮. অভিসারী ফটোচিত্রে কয়টি ক্যামেরা ব্যবহার করা হয় ?
উঃ দুটি I

৯. CAC এর পুরা নাম কী?
উঃ Computer Assisted Cartography.

১০. বায়ুযান থেকে ভূপৃষ্ঠের কোন একটি বিশেষ বস্তুর উলম্ব বা তির্যক ফটোচিত্র গ্রহণকে কি বলে ?
উঃ পিন-বিন্দু ফটোগ্রাফি I

╔═════ ᴊᴏɪɴ ᴡɪᴛʜ ᴜs ════╗
💥 𝙅𝙊𝙄𝙉 :- 🎓GK STUDY GUIDE📚
💥 𝙅𝙊𝙄𝙉 :- 🎓BANGLA JOB ALERT
╚═════ ᴊᴏɪɴ ᴡɪᴛʜ ᴜs ════╝

CRP Academy ( WBCS / UPSC )

22 Oct, 01:13


1. ISRO এর কোন Ex-চেয়ারম্যান কে France's highest civilian Award  দেওয়া হয়েছে?

Answer : কিরান কুমার

2. 1st men T20 world Cup winner?

Answer : india

3. নৌবাহিনীতে 36 বছর পর কোন সাবমেরিন কে বাদ দেওয়া হয়েছে?

Answer : After 36 years with Indian Navy, INS Ranjit gets decommissioned at Visakhapatnam naval dockyard

4. Which is the Largest fresh water lake in the world?

Answer : Lake Baikal is the largest freshwater lake by volume in the world

#Lake Superior is the world's largest freshwater lake by surface area

5. Bhikaiji kama hosted the 1st Indian flag in

Answer : Madam Bhikaji Cama became the first person to hoist Indian flag on foreign soil in Stuttgart in Germany.

6. সাগরমাথা কোথায় অবস্থিত?

Answer : নেপাল ( মাউন্ট এভারেস্ট)

7. Interpol HQ কোথায়?

Answer : Lyon, France

Member Country : 194

8. নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সুরাট বিভাজন হয়েছিল কবে?

Answer : 1907

9. সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন?

Answer : বিশ্বনাথন আনন্দ (1991-92) (Chess)

Award price : 25 লাখ

10. 1983 ওয়ার্ল্ড কাপে ভারতের ক্যাপ্টেন কে ছিলেন?

Answer : কপিল দেব

💝 Study Material পেতে এবং মকটেস্ট দিতে আমাদের Telegram-এ যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন👇
https://tx.me/Gkstudyguide

💖 Whatsapp Channel👇
https://whatsapp.com/channel/0029VaSzYXmF1YlThb4K2b18

CRP Academy ( WBCS / UPSC )

21 Oct, 01:49


প্রশ্ন ১১ : লং ওয়াক টু ফ্রিডম- কার লেখা ?
উত্তর : নেলসন ম্যান্ডেলা

💝 Study Material পেতে এবং মকটেস্ট দিতে আমাদের Telegram-এ যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন👇
https://tx.me/Gkstudyguide

💖 Whatsapp Channel👇
https://whatsapp.com/channel/0029VaSzYXmF1YlThb4K2b18

CRP Academy ( WBCS / UPSC )

21 Oct, 01:49


🔰জেনারেল সায়েন্স - প্রশ্নোত্তর পর্ব

১. ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে? — অ্যালবুমিন

২. চা পাতায় কি থাকে — ভিটামিন বি কমপ্লেক্স।

৩. প্রোটিন বেশি থাকে কোন খাদ্যে — মসুর ডালে।

৪. কচুশাক বিশেষভাবে মূল্যবান কিসের জন্য? — লৌহ উপাদানের জন্য।

৫. গলগল্ড রোগ হয় কিসের অভাবে? – আয়োডিনের অভাবে।

৬. মানবদেহ গঠনে প্রয়োজন সবচেয়ে বেশি— আমিষের।

৭. আয়োডিন বেশি থাকে কিসে? — সমুদ্রের মাছে

৮. কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে –ক্যালসিয়াম অক্সালেট।

৯. রাতকানা রোগ হয় কিসের ফলে? — ভিটামিন- এ এর অভাবে।

১০. হাড় ও দাতকে মজবুত করে কোন্ খনিজ– ক্যালসিয়াম ও ফসফরাস।

১১. ম্যালিক এসিড কিসে পাওয়া যায়? — টমেটোতে পাওয়া যায়।

১২. কোন্ ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? — ভিটামিন K।

১৩. Natural Protein এর কোড নাম — Protien – P 49

১৪. ভিটামিন সি হলো — অ্যাসকরবিক এসিড

১৫. তাপে নষ্ট হয় কোন্ ভিটামিন? — ভিটামিন সি।

১৬. কিসে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? — শুটকী মাছ।

১৭. হেজ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হল? — করমচা

১৮. লেবুতে বেশি থেকে কোন্ ভিটামিন? — ভিটামিন সি

১৯. আমলকী, লেবু, পেয়ারা ভিটামিনের উৎস? –ভিটামিন সি।

২০. সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান কিসে? — দুধে।

২১. মাড়ি দিয়ে পুজি ও রক্ত পড়ে কেন?– ভিটামিন সি এর অভাবে।

২২. সূর্য কিরণ হতে পাওয়া যায় কোন্ ভিটামিন? — ভিটামিন ডি।

২৩. সুষম খাদ্যের উপাদান কয়টি – ৬ টি

২৪. মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় — দুধকে।

২৫. কোলেস্টরল হল? — এক ধরণের অসম্পৃক্ত অ্যালকোহল।

২৬. সহজে সর্দি কাশি হয় কিসের অভাবে? — ভিটামিন সি এর অভাবে।

২৭. বিষাক্ত নিকোটিন থাকা কিসে?– তামাকে

২৮. শরীরে শক্তি যোগাতে দরকার — খাদ্য

২৯. ভিটামিন এ সবচেয়ে বেশি — গাজরে।

৩০. মানুষের প্রোটিনের অভাবে হয় – কোয়াশিয়কর রোগ।
💥 Join Telegram👉 https://tx.me/Gkstudyguide
৩১. গ্লুকোজের স্থূল সংকেত — CH2O

৩২. মুখে ও জিহবায় ঘা হয় কিসের ফলে? — ভিটামিন বি₂ এর অভাবে।

৩৩. জলে দ্রবণীয় ভিটামিন হল? — ভিটামিন বি ও সি

৩৪. শিশুদের রিকেটাস রোগ হয় কোন্ ভিটামিনের ফলে? — ভিটামিন ডি এর অভাবে।

৩৫. মিষ্টি কুমড়া কি জাতীয় খাদ্য? — ভিটামিন জাতীয় খাদ্য।

৩৬. মিষ্টি আলু হল — শ্বেতস্বার জাতীয় খাদ্য।

৩৭. শিমের বিচি হল– আমিষ জাতীয় খাদ্য।

৩৮. দুধে থাকে কোন্ অ্যাসিড? — ল্যাকটিক এসিড।

৩৯. আয়োডিনের অভাবে কি রোগ হয়? — গলগন্ড রোগ হয়।

৪০. হাড় ও দাত তৈরির জন্য প্রয়োজন হয়? — ডি ভিটামিন

৪১. ভিটামিন ডি এর অভাবে হয়?– রিকেটস রোগ।

৪২. অস্থির বৃদ্ধির জন্য পোয়োজন কি? — ক্যালসিয়াম।

৪৩. মলা মাছে থাকে কোন্ ভিটামিন? — ভিটামিন ডি।

৪৪. সুষমখাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? — ৪:১:১

৪৫. সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে ?–খনিজ পদার্থ ও ভিটামিন।

৪৬. সবচেয়ে বেশি পাটাশিয়াম পাওয়া যায় কিসে? — ডাবে।

৪৭. কোলাজেন কি? — একটি প্রোটিন।।

৪৮. ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? — অ্যাসকরবিক এসিড।

৪৯. প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় কোন্ অ্যাসিড? – অ্যামাইনো এসিড।

৫০. কচুশাকে বেশি থাকে কোন খনিজ? — লৌহ।

৫১. রক্তশূন্যতা দেখা দেয় কিসের অভাবে? – আয়রনের অভাবে।

৫২. দুধের রং সাদা হয় কেন? — প্রোটিনের জন্য।

৫৩. ফুসফুসের পর্দার নাম কি ? – প্লুরা

৫৪. স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি ? – নিউরন

৫৫. যকৃতের গাঠনিক একক কি ? – হেপাটোসাইট

৫৬. যকৃতের পর্দার নাম কি ? — গ্লিসনস ক্যাপসুল

৫৭. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটি হল?—এস. টি. এইচ।

৫৮. মানবদেহে সবথেকে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থি হল? – থাইরয়েড গ্রন্থি।

৫৯. ইনসুলিন ক্ষরিত হয়? – অগ্ন্যাশয় থেকে।

৬০. শৈশবে থাইরক্সিন কম ক্ষরণে কোন্‌ রোগ হয়? – ক্রেটিনিজম।
💥 Join Telegram👉 https://tx.me/Gkstudyguide
EXTRA

প্রশ্ন ১ : বিশ্ব যক্ষ্মা দিবস কবে ?
উত্তর : ২৪ মার্চ

প্রশ্ন ২ : পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী কে ?
উত্তর : অমরিন্দর সিং

প্রশ্ন ৩ : সাহিত্যে নোবেল পেয়েছেন কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ?
উত্তর : উইনসটন চার্চিল

প্রশ্ন ৪ : Education is a better safeguard of liberty than a standing army- কার উক্তি ?
উত্তর : এডওয়ার্ড এভারেট

প্রশ্ন ৫ : হিউম্যান গ্রোথ হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় ?
উত্তর : পিটুইটারি গ্রন্থি

প্রশ্ন ৬ : পুষ্কর হ্রদ কোথায় ?
উত্তর : রাজস্থান

প্রশ্ন ৭ : বিধবাবিবাহ আইন কত সালে পাশ হয় ?
উত্তর : ১৮৫৬ সালে

প্রশ্ন ৮ : দেশের প্রথম জেনেরাল পোস্ট অফিস কোথায় স্থাপিত হয় ?
উত্তর : কলকাতা

প্রশ্ন ৯ : কোন ভারতরত্নের জন্ম ও মৃত্যু একই দিনে ?
উত্তর : ডক্টর বিধানচন্দ্র রায় (১ জুলাই)

প্রশ্ন ১০ : সেল্ফ ড্রাইভিং ট্যাক্সি সার্ভিস কোন দেশে প্রথম চালু হয় ?
উত্তর : সিঙ্গাপুর