মজলুম মুসলমানদের আর্তনাদ @ummahnewsun Channel on Telegram

মজলুম মুসলমানদের আর্তনাদ

@ummahnewsun


মুসলিম বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসন এর সঠিক নিউজ এবং মজলুম মুসলমানদের অবস্থান জানাতে এই চ্যানেল

মজলুম মুসলমানদের আর্তনাদ (Bengali)

মজলুম মুসলমানদের আর্তনাদ হলো একটি নিউজ চ্যানেল যা মুসলিম বিশ্বে মুসলমানদের প্রতি আগ্রাসনের সঠিক নিউজ এবং মজলুম মুসলমানদের অবস্থা নিয়ে কাজ করে। এই চ্যানেলে আপনি পাবেন প্রযুক্তিগত যোগাযোগ কৌশল, আন্তর্জাতিক ও দেশী বিষয়বস্তু, রাজনীতি, খেলা, ফিচার, পর্যটন, পরিবেশ, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি বিষয়বস্তু। চ্যানেলটির লক্ষ্য হলো মুসলিম সমাজ এবং মুসলমান সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ ও সঠিক তথ্য সরবরাহ করা। আপনিও যোগ দিন ummahnewsun চ্যানেলে এবং মুসলিম বিশ্বে ঘটনা এবং সংবাদ সম্পর্কে আপডেট থাকুন।

মজলুম মুসলমানদের আর্তনাদ

02 Oct, 06:26


#BREAKING
উত্তর ইসরাইলে হিজবুল্লাহর এম্বুশের মুখে পড়ে কমপক্ষে ২০ জন ইসরাইলে সেনা হতাহত হয়েছে। খবর ইসরাইলি মিডিয়ার। (hn/20)

মজলুম মুসলমানদের আর্তনাদ

29 Jul, 01:53


ট্রিকস

মজলুম মুসলমানদের আর্তনাদ

25 Jul, 04:16


লিখেছেন - Galib ibn anowarul azim

স্বৈরাচারকে ঘায়েল এর অস্ত্র হিসেবে রেমিট্যান্স শাটডাউন অসহায় জনতার অল্প কিছু শেষ সম্বলের মধ্যে যেমন একটা, তেমনি এর আত্মঘাতী নানা দিকও আছে! এই নিয়ে কয়েক দিন দ্বিধায় ছিলাম।
নানা বিচার বিশ্লেষণ করে এবং ঢাকার পথে পথে নৃশংস খুনের ছবি দেখে দ্বিধা ঝেড়ে ফেলেছি।

খেয়াল করে দেখবেন, সরকার ইন্টারনেট শাটডাউনের মধ্যে প্রথম যে মিটিং এর ছবিটা ছেড়েছে তা ছিল তিন বাহিনীর প্রধানের সাথে। এরপরের মিটিং হল এলিট ব্যবসায়ী নেতাদের সাথে। জনতাকে হেলিকপ্টার থেকে গুলি করতে করতে সরকার তার ক্রোনি ব্যবসায়ীদের আশ্বস্ত করছে, তোমাদের ভয় নাই। আমাদের সাথে থাকো।

এই ব্যবসায়ীরা কারা? ব্যাংক লুটেরা, আমাদের পাঠানো রেমিট্যান্স এর সুফলভোগী টাকা পাচারকারী, আমাদের ট্যাক্সের টাকায় করা উন্নয়ন প্রকল্পের ঠিকাদার, বিদ্যুতকেন্দ্রের মালিক ইত্যাদি ইত্যাদি।

আপনি দুবাই কিংবা কাতার অথবা মালয়েশিয়া থেকে এক মাস কাজ করে যে টাকা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠান, সেই ডলার তারা এক রাতের জন্য সিংগাপুর কিংবা ইউরোপে বেড়াতে গিয়ে হোটেলের রুম ভাড়া দেয়। এটাই হচ্ছে বাংলাদেশের রেমিট্যান্স এর শ্রেণিচরিত্র!

গত এক সপ্তাহে দেখেছি- আওয়ামী লীগ-পুলিশ-র‍্যাব-বিজিবি-আর্মি-ব্যবসায়ী এই কোয়ালিশনের বিরুদ্ধে ছাত্রজনতার লড়াই এক ভীষণ অসম লড়াই! অসম লড়াইতে একিলিসের হিল খুঁজে আঘাত করতে হয়! প্রবাসীরা ইতোমধ্যে সেটা খুঁজে পেয়েছেন।

রেমিট্যান্স শাটডাউন।

এর ফলে আগেই লুট হয়ে ধুঁকতে থাকা অর্থনীতির ফরেন কারেন্সি রিজার্ভ শূন্য হয়ে গেলে দেশে মূল্যস্ফীতি, দেউলিয়াত্ব, বেকারত্ব ইত্যাদি হবে, আপনারা সবাই জানেন।

তাহলে কী করবেন? ডলার, রিয়াল, দিরহাম পাঠাতে থাকবেন- আপনার সন্তানকে গুলি করার বন্দুক কেনার জন্য? আর যাতে সেই খুনী সৈন্যকে বেতন দেয়া যায়? যাতে আপনার খাজনার টাকা নিয়ে লুটেরাদের সন্তানরা আমেরিকা ইউরোপে থাকে দুধেভাতে?

কতদিন? কতকাল দিতে থাকবেন?

এইদিকে গত সপ্তাহের পর লুটেরারা ব্যাপক ভয় পেয়েছে। আমার অনুমান ব্যাংক ও লেনদেন খুলে দিলেই লুটেরা রাজনীতিবিদ আর আমলারা, এবং এলিট ব্যবসায়ীরা তাদের সম্পদের বড় অংশ দেশ থেকে সরিয়ে ফেলা শুরু করবে। এই সপ্তাহে তারা জেনে গেছে জনতার মাঝে বাতাস উলটে গেছে, এরপর কোন এক ঝড় তাদের টাকা সরানোর পর্যাপ্ত সময় নাও দিতে পারে। ফলে হুন্ডির আউট ফ্লো এর চাহিদা এমনিতেই বেড়ে যাবে।

এই অবস্থায় আপনি রেমিট্যান্স প্রেরণ চালিয়ে গেলে আসলে এদের পকেটে সেই ডলার তুলে দিতে থাকবেন! চাইলে দিতে থাকেন, আপনার সিদ্ধান্ত। না দিতে চাইলে, প্রশ্ন হল কতদিনের জন্য রেমিট্যান্স শাটডাউন?

২০২৪ এর এপ্রিলে ব্যবহারযোগ্য রিজার্ভ ছিল প্রায় ১৩ বিলিয়ন। গত বছরে দেশে রেমিট্যান্স গেছে ২৩ বিলিয়ন ডলার। গড়ে মাসে ১.৯ বিলিয়ন। আমাদের ধারণা- এটাকে আগামী ছয় মাসে গড়ে প্রতি মাসে ০.৫ বিলিয়নে নামিয়ে আনতে পারলে আপনি এই শাটডাউনের তীব্র প্রতিক্রিয়াগুলো দেখতে পারবেন।

মানে এখন ব্যাংকিং চ্যানেলে যা যায় তার তিন ভাগের দুই ভাগ হ্রাস করতে হবে অন্তত। এর ফলে প্রথম তিন মাসের মধ্যেই প্যানিকে আর্থিক খাতের সব পলিসি এলোমেলো হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে! ন্যূনতম তিন থেকে ছয় মাস এই বয়কট ধরে রাখতে হবে।

এই বয়কটের প্রতিক্রিয়াগুলো কী হবে? অনেক কিছুর মধ্যে তিনটি সম্ভাব্য ঘটনা হতে পারে, যা এই ক্রোনিদের কোয়ালিশনকে এলোমেলো করে দেবে-

- ডলারের সংকটে এই লুটেরা এলিট ব্যবসায়ীরা এলসি খুলতে পারবে না, রপ্তানিকারকরা কাঁচামাল আনতে পারবে না, আমদানিকারকরা প্রচন্ড চাপে পড়বে। উপর থেকে নিচ পর্যন্ত ব্যবসায়ী মহল সরকারের উপর থেকে সমর্থন সরিয়ে নিতে শুরু করবে। (কিন্ত বাজারে উচ্চ মূল্যস্ফীতিতে মানুষ আরও চাপে পড়বে)

- সরকার আমার আপনার ভবিষ্যতকে দেনাগ্রস্ত করে লুটের জন্য নতুন নতুন মেগা প্রকল্পের বিদেশি ঋণ সহজে পাবে না। এর দুইটি পজিটিভ দিক-
  ১। নতুন করে লুটের উন্নয়ন প্রকল্প নিয়ে দেশের উপর ঋণের চাপ বাড়ানো কঠিন হয়ে যাবে,
  ২। এবং সেই উন্নয়নের টাকা নিজেদের দলের লোকজন, ক্রোনি ব্যবসায়ী, আমলা ইত্যাদিকে দিয়ে সবাইকে পেলে পুষে রাখা অসম্ভব হয়ে পড়বে।

- তেল-গ্যাস-জ্বালানি আমদানির পেমেন্ট করতে পারবে না, ফলে শিল্পখাতে বিদ্যুৎ সরবরাহ ধ্বসে পড়বে। কারখানার মালিক ও শ্রমিক, উভয়েই তখন পথে নেমে আসবে।

গত দশকে রপ্তানি আর রেমিট্যান্স এর এত প্রবৃদ্ধির পরও বিপুল টাকা পাচারের কারণে ডলারের সংকট আগেই ঘনীভূত হচ্ছিল। সবকিছু ঠিকঠাক চললেও এটাই আওয়ামী লীগের সবচেয়ে দুর্বল জায়গা, যার সমাধানের কোন ফর্মুলা আপাতত এদের কাছে নেই!

কিন্ত এই শাটডাউন কনসিসটেন্টলি ধরে রাখতে হবে। অন্তত তিনমাস!

মনে রাখবেন, যে রাজার কোষাগার শূন্য, তাকে তার সৈন্যরা ছেড়ে যায়!

#remittanceshutdown

@newsboxbangla

মজলুম মুসলমানদের আর্তনাদ

25 Jul, 03:13


বীভৎস 💔

মজলুম মুসলমানদের আর্তনাদ

20 May, 13:59


ইসলামি আমিরাত আফগানিস্তান, ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর জন্য শোক বার্তা প্রকাশ করেছে।

#ISLAMIC_EMIRATES_AFGHANISTAN #IRAN

মজলুম মুসলমানদের আর্তনাদ

20 May, 05:59


গাযা যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বেশী লেবানন সফর করা কোনো অফিশিয়ালস হচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমীর আব্দুল্লাহিয়ান।

ইজরাইলের বিরুদ্ধে হামাসের পক্ষে প্রতিরোধ গড়ে তোলা হুথি, হিজবুল্লাহ সহ অন্যান্য মিলিশিয়া নিয়ে গঠিত 'অ্যাক্সিস অব রেসিস্ট্যান্স' এ সবচেয়ে বেশী আবদান আমীর আব্দুল্লাহিয়ানের।

মজলুম মুসলমানদের আর্তনাদ

19 May, 19:59


হেলিকপ্টার ক্র্যাশ সাইটে আইআরজিসি প্রধান

আইআরজিসির কমান্ডার-ইন-চীফ হোসেন সালামি প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন।

আইআরজিসি প্রধান, কমান্ডারদের একটি গ্রুপের সাথে, দুর্ঘটনার তদন্ত করছেন এবং অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা ত্বরান্বিত করার জন্য আদেশ জারি করছেন।

মজলুম মুসলমানদের আর্তনাদ

19 May, 19:29


ইরানের প্রেসিডেন্টের উদ্ধারে তুরস্ক নাইট ভিশন হেলিকপ্টার মোতায়েন করেছে

মজলুম মুসলমানদের আর্তনাদ

19 May, 19:26


ইরানের প্রেসিডেন্টকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজতে তুরস্ক থেকে বাইরাক্তার আকিনজি ড্রোনও পাঠানো হয়েছে

মজলুম মুসলমানদের আর্তনাদ

18 May, 13:10


বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় গুলোর মাঝে অন্যতম BUTEX এ কালিমা লিখিত পতাকা হাতে ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রকাশ করে মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

#PALESTINE #BANGLADESH #GazaGenocide

মজলুম মুসলমানদের আর্তনাদ

11 Mar, 05:52


আজকে ৩ মাস সবরকম আধুনিক অস্ত্র সজ্জিত হয়েও ছোট্ট এতো টুকুন জায়গা খান ইউনিস দখল করতে পারে নাই কথিত দুর্ধর্ষ ইজরাহেল এবং আমেরিকা সেনাবাহিনী! অবিশ্বাস্য হলেও সত্য!

কিন্তু আরও যেটা অবিশ্বাস্য, তারা প্রথমে ধরে নিয়েছিল উত্তরে হামাসের ঘাঁটি, তছনছ করেছে, বিচ্ছিন্ন করেছে কিন্তু একটা টানেলের সন্ধান পাওয়া ছাড়া হামাসের দুটা চুলের খোঁজ পায় নাই!

এরপর বিশ্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়ল খান ইউনিসে। এখানে এখন পর্যন্ত চরম মার খেয়ে একটা দুইটা টানেল এবং ক'টা জিম্মি সহ সিনওয়াররের অবস্থান নেওয়া টানেলের সন্ধান পাওয়া পর্যন্তই সাফল্য। তবে এই টানেলে হামাসের গুরুত্বপূর্ণ যোগাযোগ সিস্টেমের অস্তিত্ব প্রমাণ পেয়েছে এবং ধ্বংস করেছে। এইটাই বিরাট সাফল্য। যে সাফল্য অর্জন করতে ইন্জিনিয়ারিং বিভাগের প্রধান সহ স্নাইপার গ্ৰুপের প্রধানকে হারিয়েছে। কিন্তু তারপরেও হামাসের একটা নেতারাও চুল ছিঁড়তে পারে নাই।

বলল জয়তুন এলাকায় হামাসের আস্তানা। এখন পর্যন্ত তুমুল যুদ্ধ করে যাচ্ছে কিন্তু হামাসের দেখা নেই। এরি মধ্যে বলল হামাদ সিটিতে ঘাঁটি।

ভাবলাম ভীষণ ছোট করে নিয়ে আসাতে এবার বোধহয় সঠিক সন্ধান পেয়েছে। কিন্তু মনে হয় ৩ দিনেই ভুল বুঝতে পারছে। এরমধ্যে আরও গুরুত্বপূর্ণ কয়েকজন ছাঁটাই হয়ে গেছে হামাসের চুনোপুঁটিদের হাতে।

আবার ফিরে আসছে জয়তুন এলাকায়। হামাসের দেখা নেই। গাছপালা, পশুপাখি, পঙ্গু, বৃদ্ধ,অসুস্থ, শিশু ও নারী সহ সব ধরনের ইমারত তাদের চোখে হামাস।

একটা বিষয় এখন পর্যন্ত নিশ্চিত, ইজরাহেল এবং আমেরিকার বিশেষজ্ঞ বাহিনী এখন পর্যন্ত জানে না হামাস কে? কোথায়? কিভাবে সুসংগঠিত যোগাযোগ রক্ষা করে কোথা থেকে উদয় হচ্ছে?

১৫৬ দিনে বিশ্ব বিখ্যাত সেনাবাহিনীর এই অর্জন!