Sheikh Ahmadullah @sheikhahmadullah Channel on Telegram

Sheikh Ahmadullah

@sheikhahmadullah


এটি শায়খ আহমাদুল্লাহর অফিসিয়াল চ্যানেল। শায়খ সম্পর্কে জানতে এবং তাঁর জ্ঞানগর্ভ আলোচনাগুলো বিষয়ভিত্তিক আকারে সবার আগে পেতে সাথেই থাকুন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন: https://t.me/assunnahfoundationofficial

Sheikh Ahmadullah (Bengali)

শেখ আহমাদুল্লাহ একজন অভিজ্ঞ বিশিষ্ট শিক্ষক এবং ইসলামিক জ্ঞানগুলির প্রচারক। এই চ্যানেলটি তার অফিসিয়াল চ্যানেল এবং এখানে তিনি ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তার জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে আপনি ইসলামের সঠিক পথ উপলব্ধ করতে পারবেন। আপনি এখানে প্রচারিত আলোচনা গুলি থেকে অনেক কিছু শিখতে পারেন, এবং আপনার জীবনে ধর্মবিষয়ক নতুন আলোকিত দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারেন। এই চ্যানেলে অন্যান্য ইসলামিক সংস্থাগুলির উপযুক্ত তথ্য ও লিংক পাওয়া যায়। তাই শেখ আহমাদুল্লাহ চ্যানেলে জয়েন করুন এবং দীনী জ্ঞান এবং উপদেশ পেতে থাকুন।

অন্যান্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের চ্যানেলটিও সাবস্ক্রাইব করার জন্য এই লিঙ্কটি ফলো করুন: https://t.me/assunnahfoundationofficial

Sheikh Ahmadullah

19 Dec, 11:56


প্রিয় স্বদেশ ও দেশের মানুষকে জালিমের জুলুম থেকে রক্ষার জন্য যারা আত্মত্যাগ করেছেন, কৃতজ্ঞতা সকল বীরের প্রতি।

হে আমার রব, আপনি এ শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন (সূরা ইবরাহীম ৩৫)।

Sheikh Ahmadullah

09 Dec, 12:05


‘দক্ষতা আপনার, সহযোগিতা আস-সুন্নাহ’র—এই স্লোগানকে সামনে রেখে নতুন বছরে শুরু হচ্ছে আমাদের ভিন্নধর্মী কার্যক্রম ‘দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প-২০২৫’।

আত্মকর্মসংস্থান সৃষ্টি ও নবীন উদ্যোক্তা তৈরি এই প্রকল্পের মূল লক্ষ্য।

কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা-সম্পন্নদের এই প্রকল্পের আওতায় বিশেষ আর্থিক সহায়তা করা হবে, যেন তিনি আত্মনির্ভরতার পাশাপাশি আরো কয়েকটি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।

আবেদন প্রক্রিয়া:

নিচের লিংকে আবেদন ফরম পাওয়া যাবে। সম্ভাব্য উদ্যোক্তা ফরমটি প্রিন্ট করে যথাযথভাবে পূরণ করবেন। কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি অফিসে এসে আবেদন ফরম জমা দিতে পারবেন। আবেদন ফরমের সঙ্গে পাঠাতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দক্ষতার সার্টিফিকেট (যদি থাকে), দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

ঠিকানা: মানবসেবা, আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট সি-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা। ফোন : ০১৯৫৮২৭৭৬০৩

আবেদন ফরম লিংক : https://shorturl.at/7iEdm

Sheikh Ahmadullah

01 Dec, 12:17


অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের ঘটনা বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

যে সকল তথাকথিত সভ্য দেশ আমাদেরকে দিনরাত মানবতা ও সম্প্রীতির সবক শেখায়, এই ঘটনা প্রমাণ করে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা তাদের থেকে বহুগুণ এগিয়ে আছি।

বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে প্রতিনিয়ত সংখ্যালঘু নিপীড়ন চলে, সেই তারা যখন আমাদের সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তখন তাদের প্রতি আমাদের শুধু করুণা হয়।

আমাদের সম্প্রীতি প্রমাণ করে, অন্য অনেক বিষয়ে আমরা পৃথিবী থেকে পিছিয়ে থাকলেও সহনশীলতা, বৈষম্যহীনতা ও সম্প্রীতিতে আমরা বহুগুণ এগিয়ে আছি।

এর প্রধান কারণ দুইটি। প্রথমত, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। আর ইসলাম আমাদেরকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি সংযম ও সহনশীল আচরণ করতে শেখায়। ইসলামের এই শিক্ষার কারণেই এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘুদের প্রতি সব সময় সহানুভূতিশীল আচরণ করে থাকে।

দ্বিতীয়ত, এদেশের আলেমগণ দেশের সকল সংকটময় মুহূর্তে পরম দায়িত্বশীলতার পরিচয় দিয়ে থাকেন। যার সুফল আমরা সব ধরনের মানুষ ভোগ করে থাকি। এ কারণে আলেমদেরকে দেশের মূলধারায় যতবেশি সম্পৃক্ত করা যাবে, দেশ ও দেশের মানুষ ততবেশি উপকৃত হবে।

Sheikh Ahmadullah

26 Nov, 13:09


তরুণ আইনজীবী সাইফুল ইসলামের নৃশংস হত্যাকারীদের দ্রুততার সাথে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সরকারের আশু কর্তব্য। দেশকে অস্থিতিশীল করতে চাওয়া উগ্রদের থামানোর ব্যাপারে কোনোরূপ দ্বিধা করা যাবে না।

সেই সাথে সর্বস্তরের মুসলিমদের বলব, সর্বোচ্চ ধৈর্য ধারণ করুন। কোনো প্রকার চক্রান্তের ফাঁদে পা দেওয়া সমীচিন হবে না।

Sheikh Ahmadullah

23 Nov, 12:20


মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া হাবিবের সাথে সাক্ষাতের সৌভাগ্য হলো আজ। মিডিয়া মারফত জানতে পারি, বিরল কৃতিত্বের অধিকারী এই মেধাবী শিশুটি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়।

এই খবর দেখামাত্র হাবিবের প্রতি বিশেষ স্নেহ ও ভালোবাসা অনুভব করি। সিদ্ধান্ত নিই, বিরল মেধার অধিকারী হাফেজ শিশুটির সাথে কিছু সময় কাটাব।

দেশের বাইরে থাকায় এতদিন সম্ভব হয়নি। আজ সপরিবারে তাকে ও তার উস্তাযকে অফিসে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার সাথে কিছু সময় কাটিয়েছি, স্বপ্নের কথা শুনেছি, শুনেছি তার সুন্দর কন্ঠের তিলাওয়াত।

কুরআন এক মহাসমুদ্র। মাত্র ৪৯ দিনে এই সমুদ্রকে বক্ষে ধারণ করা কুরআনের একটি মু'জিযা। এটি বিরল সৌভাগ্য ও আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয়।

দোয়া করি, মহান আল্লাহ হাবিবকে কুরআনের যোগ্য খাদেম হিসেবে কবুল করুন। তার উস্তাযকে উত্তম বিনিময় দান করুন।

Sheikh Ahmadullah

15 Nov, 12:05


যে শীত আমাদের জন্য উপভোগের বিষয়, সেই শীত অনেকের কাছে আতঙ্কের নাম। শহরের ইটের দেয়াল ভেদ করে শীত আমাদের শরীর ছুঁতে পারে না। কিন্তু গ্রামের অনেক গরিব মানুষ শীতের প্রকোপে নির্ঘুম রাত কাটায়।

এই ধরনের দারিদ্র্যপীড়িত শীতার্ত জনগোষ্ঠীর কাছে শীতের পোশাক পৌঁছে দেওয়ার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন অন্যান্য বছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে।

মাত্র ৮০০ টাকা দান করে একটি প্যাকেজ (কম্বল+শাল+শীতের টুপি ও মোজা) বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও এ খাতে যেকোনো পরিমাণ টাকা দান করা যাবে।

💰 দেশ-বিদেশের যেকোনো পেমেন্ট মেথড থেকে আর্থিক সহযোগিতা পাঠাতে পারবেন নিচের লিঙ্কে ক্লিক করে:
https://assunnahfoundation.org/donate/winter

🏦 ব্যাংক অ্যাকাউন্ট:
ACCOUNT NAME: AS SUNNAH FOUNDATION
SAVINGS ACCOUNT NO. 20502920202959613
ROUTING NUMBER: 125670823
ISLAMI BANK BANGLADESH,
KANCHPUR BRANCH. NARAYAN GANJ

📲বিকাশ/নগদ মার্চেন্ট: 01958 277609 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে।)

ঠিকানা: প্লট-সি ৭০, রোড নং ৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা-১২১২
📅 অংশগ্রহণের শেষ তারিখ: পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত।

Sheikh Ahmadullah

20 Oct, 13:57


আস-সুন্নাহ ফাউন্ডেশনের দাতাদের জন্য সুসংবাদ!

গত ১০/১০/২০২৪ এ জারিকৃত প্রজ্ঞাপনমতে এখন থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশনে দান করলে দাতাকে দানকৃত অর্থের কোনো আয়কর দিতে হবে না। ফাউন্ডেশনের দাতাদের কর রেয়াত অনুমোদন করায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

পাশাপাশি অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান, যারা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বৃহৎ পরিসরে মানবিক কাজ করে যাচ্ছে, তাদেরকে অনুদান দিলেও দাতাদের কর রেয়াতের আহ্বান জানাই।

উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশনের করযোগ্য তেমন কোনো আয় নেই। যৎসামান্য যা আছে, সেগুলোর নিয়মিত কর প্রদান করা হয়।

Sheikh Ahmadullah

02 Sep, 13:18


পথচলার শুরু থেকেই আমরা চেয়েছি, As sunnah Foundation গণ মানুষের প্রতিষ্ঠান হয়ে উঠুক। আল্লাহর শুকরিয়া যে, ধীরে ধীরে আস-সুন্নাহ ফাউন্ডেশন গণ মানুষের প্রতিষ্ঠান হয়ে উঠতে পেরেছে।

এবারের বন্যায় মাত্র বারো দিনে ১৫ লক্ষাধিক মানুষ মোবাইল ব্যাংকিং এবং ওয়েবসাইটের মাধ্যমে অনুদান দিয়েছেন (সাধারণ ব্যাংকিং চ্যানেল এবং নগদ প্রদান এটার অন্তর্ভুক্ত নয়)। দাতাদের এই বিশাল সংখ্যাই প্রমাণ করে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মূল প্রাণশক্তি কারা।

সাধারণত একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুদানে ফাউন্ডেশনের কোনো প্রকল্প পরিচালিত হয় না। এবারের বন্যায় সবচেয়ে বড় একক অনুদানের পরিমাণ ২০ লক্ষ ৫৬ হাজার টাকা। বন্যায় আমাদের মোট তহবিলের তুলনায় সংখ্যাটা খুবই ক্ষুদ্র। অর্থাৎ লক্ষ লক্ষ সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় আমাদের অনেক বড় বন্যা তহবিল গঠিত হয়েছে।

গণ মানুষের প্রতিষ্ঠান হিসেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আরো সামনের দিকে এগিয়ে যাক, আপনাদের ভালোবাসায় সিক্ত হোক, মহান রবের কাছে এটাই প্রার্থনা।

Sheikh Ahmadullah

01 Sep, 11:18


আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যা তহবিলে অনুদান পাঠানোর শেষ সময় আগামী মঙ্গলবার রাত ১২ টা। এরপর বন্যা তহবিলে টাকা না পাঠানোর জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

নির্দিষ্ট সময়ের পর কেউ টাকা পাঠালে সেটা পরবর্তী বন্যা-দুর্যোগে ব্যয় করা হবে।

Sheikh Ahmadullah

29 Aug, 15:16


বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে এমন অনেকে নিহত হয়েছেন, যারা ছিলেন পরিবারের একমাত্র অথবা অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি। উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে মানবেতর জীবন যাপন করছেন পরিবারের সদস্যরা।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এরকম পরিবারগুলোকে পূনর্বাসনকল্পে এককালীন আর্থিক সহায়তা করা হবে ইনশাআল্লাহ।

আপনার পরিচিত এরকম কেউ থাকলে ফরমটি পূরণ করুন: https://forms.gle/bXp3HC9jnGc2FG6j8

Sheikh Ahmadullah

28 Aug, 13:26


আজ আমাদের ত্রাণ কার্যক্রম দেখতে এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাপক ত্রাণ কার্যক্রম দেখে তিনি একে আল্লাহর রহমত ও সব শ্রেণি-পেশার মানুষের আস্থার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।

Sheikh Ahmadullah

28 Aug, 10:31


লক্ষ্মীপুর ও নোয়াখালীর বন্যার অবস্থা ভয়াবহ। অন্যান্য দুর্গত অঞ্চলের পাশাপাশি সদ্য প্লাবিত লক্ষ্মীপুর ও নোয়াখালীতে আমরা ব্যাপক আকারে ত্রাণ কার্যক্রম শুরু করেছি। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের ছোট ভল্লবপুরের একটি দৃশ্য।

Sheikh Ahmadullah

27 Aug, 15:30


দুর্গতদের কাছে আপনাদের আমানত পৌঁছে দিতে আজ গিয়েছিলাম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার শান্তিরহাটে। এছাড়াও আজ নোয়াখালী ও লক্ষ্মীপুরের বেশ কিছু জায়গায় ত্রাণ বিতরণ করেছি।

Sheikh Ahmadullah

27 Aug, 05:30


ছবির মানুষটি কাওসার আলম সাগর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত। বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারাত্মকভাবে আহত হয়েছেন, সাগর তাদের একজন।


৫ আগস্ট সকাল এগারোটার দিকে চানখারপোল এলাকায় তিনি স্নাইপার বন্দুকের গুলিতে ভয়াবহভাবে আহত হন।

উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাকে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আর্থিক সচ্ছলতা না থাকায় আমরা তাকে প্রাথমিকভাবে আড়াই লক্ষ টাকা প্রদান করেছি।


সাগর দ্রুত সুস্থ হয়ে উঠুন—মহান আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি।

উল্লেখ্য, বন্যার ভয়াবহ দুর্যোগেও বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের চিকিৎসা সহায়তার কাজ চলমান আছে।

Sheikh Ahmadullah

25 Aug, 04:06


ফেনীর মহিপালে অবস্থিত সেনা ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ২ হাজার পরিবারের জন্য শুকনো খাবারের প্যাকেজ হস্তান্তর করা হয়েছে গতকাল। এই ত্রাণ বাংলাদেশ সেনাাবাহিনীর হেলিকপ্টার এবং বোটের মাধ্যমে ফেনীর দুর্গম অঞ্চলে বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

Sheikh Ahmadullah

24 Aug, 06:20


ফেনীর দাগনভূঞার দুর্গত অঞ্চলের উদ্দেশে আমাদের ত্রাণবাহী কাফেলা।

Sheikh Ahmadullah

22 Aug, 14:08


ভারতীয় বাঁধের পানি আরো ব্যপকভাবে বাংলাদেশে প্রবেশ করার আশংকা করছেন অনেকে।

বাংলাদেশ সেনাবাহিনীসহ যারা উদ্ধার-কাজে ইতোমধ্যে তৎপর আছেন, আশা করি তাদের তৎপরতা সর্বোচ্চ জোরদার করবেন।

সেই সাথে নিরাপদে থাকা স্থানীয়দেরকেও যার যার মতো উদ্ধার কাজে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।

স্মরণকালে বাংলাদেশে এমন বিপর্যয় আর আসেনি। এটি বাইশ এর সিলেটের বন্যার চেয়েও ভয়াবহ।

যারা বিল্ডিংয়ে আছেন, কাঁচাঘরের প্রতিবেশীকে আপনার ঘরে ঠাঁই দিন। উঁচুনিচুর ভেদাভেদ ভুলে আজ সবার এক হওয়ার সময়। ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে একে অপরের সাহায্যে এগিয়ে আসুন।

মানবিক সংকটের মুহুর্তে ছোট ছোট সেক্রিফাইসগুলো হতে পারে মহান রবের সন্তোষ ও জান্নাত লাভের মাধ্যম।

মহান আল্লাহ খুব দ্রুত আমাদের এই দুর্যোগ কাটিয়ে ওঠার তাওফীক দিন।

Sheikh Ahmadullah

21 Aug, 08:41


ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। বরাবরের মতো বন্যাকবলিত মানুষের পাশে আছে As sunnah Foundation। ফেনীতে আগামীকাল থেকে আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে নোয়াখালী ও লক্ষ্মীপুরেও ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ।

Sheikh Ahmadullah

17 Aug, 13:33


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকার গাছপালা। এই ক্ষতি পোষাতে আমরা ঢাকা শহরে ১০ হাজার নিমের চারা রোপণ করছি।

রোপণের জন্য নিমের চারা বেছে নেয়ার কারণ, আমরা আশা করছি, এতে ঢাকার দূষিত বাতাস স্বাস্থ্যকর ও কোমল হবে। পাশাপাশি এই নির্দয় শহরের পাখিরাও নিমের ফল থেকে পর্যাপ্ত খাবার পাবে।

Sheikh Ahmadullah

12 Aug, 11:15


গুলিতে লিভার ফুটো হয়ে গেছে খালিদের। তার রুগ্ণ শরীর ঝাঝরা করেছে আট আটটি বুলেট। এর মধ্যে দুটো গুলি অপসারণ করা গেছে। এখনো সে ছয়টি গুলি শরীরে বহন করে হাসপাতালের বেডে কাতরাচ্ছে।

লক্ষ্মীপুর জেলার চররুহিতা গ্রামে খালিদের বাড়ি। লক্ষ্মীপুর সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়ছে। বাবা এবং বড় ভাই শারীরিক প্রতিবন্ধী। পড়াশোনার পাশাপাশি খালিদ পার্টটাইম জব করে।

গত ৪ আগস্ট লক্ষ্মীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সে গুলিবিদ্ধ হয়। তড়িঘড়ি করে তাকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার লিভার আপারেশন হয়েছে। এখন সে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। ডাক্তারের ভাষ্যমতে, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তার বাকি অপারেশনগুলো করা হবে।

খালিদের চিকিৎসার মূল খরচ হাসপাতাল বহন করছে। ওষুধ ও আনুষঙ্গিক খরচের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন খালিদের পরিবারকে ৫০ হাজার টাকা প্রদান করেছে। অবস্থা বিবেচনা করে অনুদানের পরিমাণ আরো বাড়ানো হতে পারে। আমরা দোয়া করি, দ্রুত সুস্থ হয়ে খালিদ আবার তার পরিবারের হাল ধরুক।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদেরকে আস-সুন্নাহ ফাউন্ডেশন ৫ কোটি টাকা অনুদান দিচ্ছে।

Sheikh Ahmadullah

09 Aug, 03:21


মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশি বৈষম্য-বিরোধী আন্দোলনের প্রতি একাত্মতা ও সমর্থন প্রকাশের জন্য মিছিল-সমাবেশ করে গ্রেফতার হয়েছেন। সেসব দেশে যে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, তা হয়ত তারা জানতেন না অথবা বিবেকের তাড়নায় ও আবেগের বশবর্তী হয়ে এ কাজ করে গ্রেপ্তার ও বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন।

নতুন সরকারের উচিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের মুক্ত করার ব্যবস্থা করা; প্রয়োজনে দেশে ফিরিয়ে আনা। আশা তরি তারা প্রবাসী ভাইদের মুক্ত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন।

Sheikh Ahmadullah

08 Aug, 16:26


নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। আমি এই সরকারের সাফল্য কামনা করছি।

সর্ব-প্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি এবং অপশাসনের অবসান হোক, এদেশের সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক, নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক—এই প্রত্যাশা তাদের প্রতি।

আলহামদুলিল্লাহ, আলেমদের প্রতিনিধি হিসেবে মনোনিত হলেন সিনিরয় আলেম প্রিয় মানুষ ড. আ ফ ম খালেদ হোসেন। মহান আল্লাহ তাঁর কাজ সহজ করে দিন এবং তাঁকে সঠিক পথে পরিচালিত করুন।

আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে গত দু'দিন থরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন; যার উপযুক্ত আমি ছিলাম না—তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। মহান আল্লাহ আপনাদের ভালোবাসা ও সুধারণার উত্তম বিনিময় দান করুন।

নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। তার কতটুকু তারা পূরণ করতে পারবে সেটা সময়ই বলে দিবে। তবে দোয়া করি, প্রিয় মাতৃভূমি ভালো থাকুক। নিরাপদ থাকুক আমাদের জীবন, সম্পদ, দীন ও ঈমান।

Sheikh Ahmadullah

08 Aug, 15:11


দুদিন যাবৎ তারা বেগম রোকেয়া সরণিতে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে নিয়োজিত আছে। সংখ্যায় তারা একশ বিশ জন।
তারা আস-সুন্নাহ ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী।
এভাবে নতুনদের হাত ধরে দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

Sheikh Ahmadullah

07 Aug, 09:15


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসচ্ছল আহত/গুলিবিদ্ধ/নিহতদের আর্থিক সহযোগিতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

প্রথম ধাপে অসচ্ছল আহতদেরকে চিকিৎসা সহযোগিতা বাবদ মাথাপিছু ১০ হাজার টাকা প্রদান করা হবে। পরিস্থিতি গুরুতর হলে বিশেষ বিবেচনা করা হবে।

দ্বিতীয় ধাপে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যিনি নিহত অথবা পঙ্গুত্ববরণ করেছেন, এমন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে স্বাবলম্বী উপকরণ প্রদান করা হবে। শারীরিক ও আর্থিক অবস্থা বিবেচনা করে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।

এই প্রকল্পের মোট বাজেট ৫ কোটি টাকা। এই প্রকল্পে আপাতত কোন অর্থ সহায়তা আমরা গ্রহণ করছি না। আমাদের তহবিল শেষ হয়ে গেলে তখন অনুদান গ্রহণের প্রয়োজন হলে আমরা আপনাদের জানাবো।

নিহত বা পঙ্গুত্ববরণকারীদের আবেদনের ফরম শীঘ্রই পোস্ট করা হবে।

আপনি নিজে যদি আহত হন অথবা আপনার পরিচিত কেউ আহত হয়, তবে তার পক্ষ থেকে নিচের ফরমটি পূরণ করুন।

উল্লেখ্য, শুধু যাকাতের হকদারগণই আবেদন করতে পারবেন।

https://forms.gle/p66x6eRWrYR5BdeWA