It's time to wake up (@knowthyselft)の最新投稿

It's time to wake up のテレグラム投稿

It's time to wake up
জাগ‌তে হ‌লে জান‌তে হ‌বে। ইনশাআল্লাহ আমরা জানবো।

(হে মুসলিমগণ,) তোমরা হীনবল হয়ো না এবং চিন্তিত হয়ো না । তোমরা প্রকৃত মুমিন হলে তোমরাই বিজয়ী হবে ।

[সুরা আল ইমরান: ১৩৯]
3,275 人の購読者
2,840 枚の写真
1,474 本の動画
最終更新日 10.03.2025 18:34

類似チャンネル

Sorwar Alam
40,242 人の購読者
Al Firdaws
7,411 人の購読者
ধূমকেতু
4,654 人の購読者

It's time to wake up によってTelegramで共有された最新のコンテンツ

It's time to wake up

01 Mar, 13:35

121

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।

আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু। আজ এশার নামাজের সঙ্গে তারাবি নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
It's time to wake up

01 Mar, 08:56

159

📍📍গাজায় প্রথম সাহরির আয়োজন🇵🇸🇵🇸

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শরণার্থী শিবিরে
It's time to wake up

01 Mar, 08:52

140

⁉️⁉️ব্রিটিশ পত্রিকার ফন্ট পেজ।

The White House

কে তারা হেডলাইন করেছে এভাবে

THE FIGHT HOUSE
It's time to wake up

01 Mar, 08:52

82

ওভাল অফিস বৈঠকে মূল সমস্যা ছিলেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স: ইউক্রেনীয় সূত্র

জেলেনস্কির ঘনিষ্ঠ ইউক্রেনীয় সূত্রের দাবি, ওভাল অফিস বৈঠকে প্রধান সমস্যা ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সূত্র বলছে, জেলেনস্কির শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন ছিল, তবে আবেগ তাকে প্রভাবিত করে। অন্যদিকে, আলোচনায় অগ্রগতি না হওয়ায় ভ্যান্স সন্তুষ্ট ছিলেন।

ভ্যান্স বৈঠকের জন্য ভালোভাবে প্রস্তুত ছিলেন এবং তার ভূমিকা যথাযথভাবে পালন করেছেন বলে সূত্র জানিয়েছে।

অর্থাৎ, ঝামেলা পাকানোই ভ্যান্সের উদ্দেশ্য ছিল।

সূত্র: দ্য ইকোনমিস্ট (hn)
It's time to wake up

01 Mar, 08:51

76

ব্রেকিং: বন্দি নেতা ওজালানের আহ্বানে পিকেকে অস্ত্রবিরতির ঘোষণা দিল

সন্ত্রাসী সংগঠন পিকেকে আজ সকালে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, তাদের বন্দি নেতা আব্দুল্লাহ ওজালানের আহ্বানের প্রতি তারা আনুগত্য প্রকাশ করছে।

পিকেকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তারা ওজালানের নির্দেশ মেনে চলবে এবং সামরিক কার্যক্রম বন্ধ রাখবে। (hn)
It's time to wake up

01 Mar, 02:59

162

আবু সাঈদরা কি কাও/মে লুত তথা এল জি টিভি মতাদর্শ বাস্তবায়নের জন্য শহীদ হয়েছেন?

আজকের ঘোষিত নাগরিক পার্টিতে গে এক্টিভিস্ট (MD Muntasir Mamun)কে পজিশন দেয়া হয়েছে।

তিনি হোচিমিনসহ দেশের অন্যান্য এলজি টিভি এক্টিভিস্টিদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আন্দোলনের সময় হোচিমিন শেখ হাসিনার পক্ষ নেয়, কিন্তু মুনতাসির ফ্যাসিবাদ বিরুদ্ধে সমর্থন দেয়। এটা নিয়ে বিরোধ তৈরী হয় এই ভেবে যে হোচি'র জন্য এল জিটিভি এক্টিভিজম বাধাগ্রস্ত হতে পারে।

ইলগা-এশিয়া (ILGA হচ্ছে বিশ্বের সবচেয়ে এল জিটিভি নেটওয়ার্ক যেখানে ২০০০+ এনজিও জড়িত, বাংলাদেশের ৮টির মত এনজিও যুক্ত। আমার প্রকাশিত সমতার আড়ালে.. বইতে বিস্তারিত আছ.) ফেসবুক পেইজ এবং ইমেলের মাধ্যমে দেশের সব এক্টিভিস্টদের কাছে বিচার দেয়।

একজন ব্যক্তিগত লাইফে বেডরুমে কে কি করছে তা নিয়ে ভাবিত নই।

কিন্তু ২০০০ শহীদ এবং প্রায় ৩০ হাজার আহতের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের নতুন দলের নেতৃত্বে এসেছে গে এক্টিভিস্ট।

৯০%+ মুসলিমের দেশে ইসলামিক মূল্যবোধ জলাঞ্জলি দিতে কি ছাত্র-জনতা প্রাণ দিলো?

নতুন দলকে তাদের স্টান্ড জাতির কাছে স্পষ্ট করতে হবে।

ড. মোহাম্মাদ স‌রোয়ার হোসাইন
It's time to wake up

01 Mar, 02:35

154

📍📍যারা চিন্তাশীল আছেন ব্যাপারটা ভালো করে বোঝার ট্রাই করেন। এই গে-টাকে কমিটিতে রাখা হয়েছে। আপনার কি মনে হয় নাহিদরা এটা জানতো না যে মালটা কে? বা বাংলাদেশের মানুষ কেমন রিঅ্যাক্ট করতে পারে?

কিন্তু তারপরেও রেখেছে। না রাখলে তাদের সেই ইনক্লুসিভ পলিটিক্সটাই হয় না।

এই গে-কে ওন করাই ওদের পলিটিক্স।
সামনে আরো উইয়ার্ড জিনিস দেখবেন।
It's time to wake up

28 Feb, 11:40

180

📍📍গাজায় বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

ইসরায়েল আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করার পরিকল্পনা করছে।

এর অংশ হিসেবে, তারা ৫০,০০০-এর বেশি সেনা মোতায়েন করে পুরো গাজা দখলের লক্ষ্য নির্ধারণ করেছে।

পরিকল্পনার আওতায়, ইসরায়েল গাজার বেসামরিক জনগণকে "মানবিক নিরাপত্তা অঞ্চল" বা সেফ জোনে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবে, একই সঙ্গে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান আরও তীব্র করবে।

Source: Washington Free Beacon
It's time to wake up

22 Feb, 18:03

85

📍📍হামাস নেতা জাহের জাবারিন: যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের দ্বিতীয় পর্যায়ে প্রস্তুত

হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা জাহের জাবারিন জানিয়েছেন, তারা যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের দ্বিতীয় পর্যায়ের জন্য প্রস্তুত।

তিনি বলেন, "আমরা মধ্যস্থতাকারীদের জানিয়েছি যে আমরা যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তির দ্বিতীয় পর্যায়ের জন্য প্রস্তুত।"

এছাড়া তিনি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করে বলেন, "আমরা শুরু থেকেই পরামর্শ দিয়েছিলাম যে বিনিময়টি একবারে হোক, কিন্তু নেতানিয়াহুই সেই ব্যক্তি যিনি গড়িমসি করছেন।"
It's time to wake up

22 Feb, 17:59

89

📍📍নুসাইরাত ক্যাম্পে বন্দী হস্তান্তর: কাসসাম ব্রিগেডের যোদ্ধাকে চুম্বনের আবেগঘন মুহূর্ত

গাজা: নুসাইরাত ক্যাম্পে বন্দী হস্তান্তরের সময় একটি আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়েছে বিশ্ব। এক বন্দী, যিনি দীর্ঘদিন হামা‌সের হাতে আটক ছিলেন, মুক্তির পর কাসসাম ব্রিগেডের সদস্যের মাথায় চুম্বন করেন।

এই হৃদয়স্পর্শী দৃশ্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

বিশ্লেষকরা বলছেন, এটি প্রতিরোধ আন্দোলনের প্রতি জনগণের ভালোবাসা এবং কৃতজ্ঞতার প্রতিফলন।

নুসাইরাত ক্যাম্পে পরিচালিত এই ব‌ন্দি হস্তান্তর অনুঠা‌নে বেশ কয়েকজন বন্দীকে মুক্ত করা হয়। সূত্র মতে, হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড দখলদার বাহিনীর সঙ্গে বন্দী বিনিময়ের অংশ হিসেবে এ ব‌ন্দি হস্তান্তর ক‌রে।