Dawah soily @islamiwellpaper Channel on Telegram

Dawah soily

@islamiwellpaper


আসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ । এখানে আপনি দাওয়াহ / ইসলামিক
ওয়ালপেপার পেয়ে যাবেন ।
এটা শুধুমাত্র দাওয়াহ এর জন্য এর প্রতিদান শুধুমাত্র আল্লাহ তাআলা আমাকে দিবেন ।

Dawah soily (Bengali)

ডাওয়া সইলি চ্যানেলটি একটি ইসলামিক ওয়ালপেপার চ্যানেল, যেখানে আপনি ইসলামিক ওয়ালপেপার পেতে পারেন। এখানে আপনি সম্পূর্ণভাবে বিনামূল্যে ওয়ালপেপার ডাউনলোড করতে পারেন এবং ইসলামিক আলোচনা ও মতাবস্থা সম্বলিত পেপার পেতে পারেন। এই চ্যানেলটি শুধুমাত্র দাওয়াহ মিশনে কাজ করছে এবং আপনার জন্য ইসলাম সম্পর্কে শিক্ষা এবং প্রেরণা প্রদান করতে প্রস্তুত। আপনি চ্যানেলে যোগ দিয়ে আপনার ঈমান পূনর্জীবিত করুন এবং ইসলাম সম্পর্কে আরও জানুন।

Dawah soily

13 Jan, 11:38


এখানে এমন কেউ আছেন কি ! যে apk mod বানান ? অথবা বানাতে পারেন !

Dawah soily

10 Jan, 10:18


Telegram theme লাগবে android এর জন্য ?

Dawah soily

10 Jan, 01:18


Bro, telling the truth

Dawah soily

09 Jan, 12:56


কিভাবে shorts reels 18+ content block করবেন তার টিউটোরিয়াল

Facebook a video upload disi .

কারো ফেসবুক না থাকলে বলবেন ।

https://www.facebook.com/share/v/18Kmz1FScZ/

Like দিতে ভুলবেন না কিন্তু 🙂

Dawah soily

09 Jan, 03:04


আপনারা কী Facebook, YouTube, Instagram এর reels, shorts আসক্ত হয়ে পড়েছেন ! কাজের জন্য এই অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করার কথা থাকলেও তা হয়ে উঠতে পারেনা !

আবার অনেকে আসক্ত হওয়ার ভয়ে এসব অ্যাপ্লিকেশন ব্যবহার থেকে দূরে আছেন ।


আপনাদের এমন কিছু লাগবে নাকি যখনই এখানে reels shorts থেকে বাঁচার উপায় ?

Dawah soily

09 Jan, 03:00


​আজ ফেসবুকে এমন একটি উদ্যোগ দেখে মনটা ভরে গেল। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে তারা বিয়েকে সহজ এবং সুন্নাহসম্মত করার জন্য অসাধারণ পদক্ষেপ নিচ্ছে।

আমাদের সমাজে দেনমোহরের বিশাল অঙ্ক এবং যৌতুকের চাপে অনেক পরিবার বিয়েকে কঠিন করে তুলছে। কিন্তু এই ফাউন্ডেশন দেখিয়ে দিচ্ছে, বিয়ে সহজ এবং সুন্নাহ অনুযায়ী করাও সম্ভব।

যা যা তারা দিচ্ছে:
১. বর-কনের জন্য বিয়ের পোশাক।
২. কনের সাজসজ্জার সকল সামগ্রী।
৩. বিবাহ রেজিস্ট্রির খরচ।
৪. বর-কনের ১০০ জন অতিথির জন্য খাবারের ব্যবস্থা।
৫. কমিউনিটি সেন্টার ভাড়া।
৬. প্রয়োজনে পরবর্তী কাউন্সেলিং সেবা।
৭. কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজ!

বিয়ের তারিখ: ১৮ জানুয়ারি ২০২৫
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১০ জানুয়ারি ২০২৫

তবে এর জন্য দু’টি শর্ত আছে:
১. যৌতুক নেওয়া যাবে না।
২. ধার্য্য দেনমোহর সম্পূর্ণ আদায় করতে হবে।

আমি সত্যিই তাদের এই উদ্যোগের প্রশংসা করছি। যারা এমন একটি বিয়ে করতে চান, তাদেরকে রেজিস্ট্রেশনের জন্য উৎসাহিত করছি।

যোগাযোগের জন্য: 01841040549
রেজিস্ট্রেশনের লিংক: কমেন্টে দেওয়া হয়েছে।

আমাদের উচিত এমন ভালো উদ্যোগগুলো সবার কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাদের এই মহৎ প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের সমাজকে আরও সহজ ও সুন্দর করে তুলুন। আমিন।

(আপনারা চাইলে এই উদ্যোগের বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারেন।)

— আরিফ ইবনে হাসান

Dawah soily

06 Jan, 04:01


বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর উত্তম) এর বদৌলতে যে সত্য ইতিহাসগুলো জাতি অর্ধ শতাব্দী বছর পর জানলো:

১. মুজিব নিজে স্বয়ং ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলির দায়িত্বভার দিলেন।
২. মুজিবের ভাষনে নয় মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিলো এবং আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়ার ডাকে।
৩. মুক্তিযুদ্ধে সর্বমোট শহীদের সংখ্যা ৩০ লক্ষ নয়, ৩ লক্ষ।
৪. মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা ২ লক্ষ নয় বরং আরো অনেক অনেক কম কারণ ডালিম সাহেব বলেছেন উনি মাত্র দুইজন ধর্ষিতা নারীকে পেয়েছেন। 
৫. মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাইনি।
৬.ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে।
৭. মুজিব হ'ত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জড়িত ছিলেন।
৮. কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেন। (কিন্তু তার বদলে) তিনি ক্ষমতা সুসংহত করতে ৪০০০ লোককে মৃত্যুদন্ড দিয়েছিলেন।
৯. বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো ভারতীয় বাহিনী।
১০. ভারত তৎকালীন ১৬ হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাঁধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করে।
১১. জহির রায়হান ও শহিদুল্লাহ কায়াসারকে হত্যা করেছিলো মুজিব।
১২. মুক্তিযুদ্ধে ২ লক্ষ মা বোনের ইজ্জৎ লুট হয়েছিলো এইটা একটা মিথ্যা প্রচারণা।
১৩. বিপ্লবী সিরাজ সিকদারকে পরিকল্পনা করে হত্যা করে মুজিব।
১৪. কথা আর কাজে কোন মিল ছিলোনা মুজিবের৷
১৫. মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ।
১৬. মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি হাসিনা ও খালেদা।

তারিখ: জানুয়ারি ০৫, ২০২৫ ইং
©

Dawah soily

05 Jan, 08:06


ব্যবসার আইডিয়াটা কেমন?😜
🎙️মিজানুর রহমান আজহারী।

Dawah soily

03 Jan, 10:42


"We Grow Up to Die".
- Universal Truth🥺

Dawah soily

03 Jan, 02:45


শুক্রবার দরুদ পাঠের দিন।

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

Dawah soily

27 Dec, 17:13


হে যুবক বিয়ে কর.....

Dawah soily

27 Dec, 08:38


বগুড়ায় জুলাই আ'ন্দোলনে অংশ নেওয়া এক নারী শিক্ষার্থীকে ধ*র্ষণের হুমকি দিয়ে, তার বাড়ির বারান্দায় চিরকুট ফেলে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা।

Dawah soily

27 Dec, 08:09


শুক্রবার দরুদ পাঠের দিন।

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
❤️‍🩹🥀

Dawah soily

26 Dec, 12:00


https://www.facebook.com/share/p/15eirgYnf2/

Dawah soily

22 Dec, 13:52


দেখুন ভিডিও টা...
কুখ্যাত সিদনায়া কারাগারে কী নির্মমভাবে শহীদ করা হতো!

আল্লাহ...

Dawah soily

20 Dec, 15:01


আমরা প্রত্যেকেই আবু উবা’য়দা হওয়ার স্বপ্ন দেখি। এটাই মুসলিম উম্মাহর প্রকৃত রূপ।

যেভাবে খেলার ছলে ছোট্ট বাচ্চারা খেলনা ব’ন্দু’ক হাতে মু’জাহি’দ সাজে, তা কা’ফি’র ও ইসলাম-বিদ্বেষীদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এটা দেখেই বোঝা যায়, ইসলামের প্রতি তাদের শত্রুতা কতটা গভীর।

আজকের তরুণ প্রজন্ম অভিনেতা কিংবা খেলোয়াড়দের মতো হতে চাওয়ার ট্রেন্ড থেকে বেরিয়ে ধীরে ধীরে মু’জাহি’দ হওয়ার ইচ্ছা পোষণ করছে। এটি নিঃসন্দেহে একটি বড় পরিবর্তন।

ওরা শত বছর ধরে পরিকল্পনা করে, ইসলামের বিরুদ্ধে বয়ান তৈরি করে, ইসলামকে ক্রি’মিনাল হিসেবে উপস্থাপন করে। কিন্তু আল্লাহও তাদের পরিকল্পনার মোকাবিলা করেন। আর আল্লাহর পরিকল্পনাই শেষ পর্যন্ত সফল হয়।

“কা’ফি’ররা চায় তোমরা অ’স্ত্র থেকে গা’ফি’ল থাকো, যাতে তারা তোমাদের উপর হঠাৎ আক্রমণ করতে পারে।”
(সূরা নিসা ৪:১০২)

আসুন, আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি দৃঢ় হই এবং আল্লাহর উপর ভরসা রাখি। ইসলামের প্রকৃত চেতনাকে ধারণ করে আমাদের জীবন গড়ে তুলি।

Dawah soily

20 Dec, 13:50


​যেমন খুশি তেমন সাজো! শত্রুর বুকে আগুন জ্বালো*
ভিডিও বানিয়ে ১০ হাজার করে ৩০ হাজার টাকার পুরুস্কার জিতুন। Channel IR

বিস্তারিত: ↓ ↓ ↓
যেমন খুশি তেমন সাজো কন্টেন্ট তৈরি করে শ*ত্রুর বুকে আগুন জ্বালিয়ে আমরা পুরস্কারদ্রব্য জিতুন। পাবলিশ করবো ইনশাআল্লাহ।

এই খেলনা দিয়েই ডা/র/ত/কে কাপিয়ে দিন আর বিশ্ব কে বুঝিয়ে দিন আমাদের খেলনা সাজে ডারত কতটা ভীতু।

ভিডিও দিবেন Channel IR 'র ইনবক্সে।

ফারুকীর নোংরা চলচ্চিত্রে থাকে বেহায়াপনা, নগ্নতা, আগ্নে*য়াস্ত্র ও সমাজে চাঁদাবাজি শিখানো পলিসি।

আপনারা ভিডিও কন্টেন্ট তৈরি করুন দেশ ও ঈমান রক্ষায় আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত।

অভিনয় করুন আয়না ঘরের ভয়াবহতা নিয়েও, অভিনয় করুন হাসু রেজিমের মতের বিরুদ্ধে গেলে সে কিভাবে আলেমদের গ্রেফতার ও ক্রাস ফায়ারসহ ফাঁসিতে ঝুলাতো, অভিনয় করুন ডারতের গুপ্ত হত্যা নিয়েও।

আর হাসু রেজিম ডারতীয় ভিলেন-অভিনেতার গলায় টার্ম কার্ড ঝুলিয়ে মেনশন করে দিবেন যে সে হচ্ছে ডারতীয় "র" / হাসু রেজিমের ডি/বি হারুন / হাসু রেজিমের অমুক-তমুক।

অভিনয়ে আধুনিকতা ও স্মার্ট অভিনয় কে প্রাধান্য দিবেন ইনশাআল্লাহ।

সবচেয়ে সুন্দর অভিনয়কারী প্রথম ৩টি গ্রুপ বা ব্যক্তি কে তিন (১০,০০০×৩=৩০,০০০৳) হাজার টাকার সমতুল্য সম্মাননাদ্রব্য পাঠানো হবে কুরিয়ারে।

যোগাযোগ Channel IR ইনবক্স।

বি: দ্র: ভিডিও কন্টেন্ট টি পূর্বে কোথাও আপলোড হয়ে থাকলে অগ্রহণযোগ্য।

জমা দেয়ার শেষ সময়: ২৬শে ডিসেম্বর রাত ৮ পর্যন্ত।
বিজয়ী গ্রুপ বা ব্যক্তির ফলাফল ঘোষণা ৩০শে ডিসেম্বর।

আমাদের কোন ফলোয়ার যদি পুরস্কারের অংক বৃদ্ধিতে শরিক হয় তাহলে পুরুষ্কারের প্রাইজমানির সংখ্যা বাড়বে ইনশাআল্লাহ।

অভিনয়ে ঈ*মা*নে*র রংয়ে সাজিয়ে তুলুন।

Dawah soily

20 Dec, 08:42


সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তুমুল ব্যস্ততার মধ্যেও ফাঁকে ফাঁকে পাঁচ সেকেন্ড বিরতি দিয়ে একবার দুরুদ আর ইস্তেগফার করে নিতে পারি। সারাদিনে অনেকবার পড়া সম্ভব।

- শাইখ আতিক উল্লাহ হাফি.

Dawah soily

19 Dec, 14:30


ছয় কাজে অন্তর নরম হয়—

১. ক্বিয়ামুল লাইল,
২. কুরআন তিলাওয়াত,
৩. পাকস্থলীকে খালি রাখা,
৪. নেককারদের বন্ধু বানানো,
৫. যিকির এবং
৬. ভোরের ইস্তিগফার।

~ শাইখ ড. আব্দুল্লাহ আযযাম রাহিমাহুল্লাহ

Dawah soily

19 Dec, 12:46


খুলনা এবং যশোর ব্রাঞ্চ এ ভর্তি চলছে, যারা আগ্রহী তারা দ্রুত জয়েন করুন।

যোগাযোগ : 01642145237- Shah Amanat Sabir

ভিডিওতে প্রিয় ভাই শাহ্ আমানত সাবির উনার ক্লাবেই ভর্তি চলছে।

Dawah soily

11 Dec, 16:51


১৮০ বছরের পুরোনো 🙂

Dawah soily

11 Dec, 16:25


চব্বিশের গণঅভ্যুত্থানে যারা সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং সাধারণ আলেম সমাজের সমর্থক এবং জেলা ও থানা পর্যায়ের প্রতিনিধি কমিটিতে যুক্ত হতে চান, তারা ফরমটি পূরণ করে রাখুন।

যারা আলেম, তালেবে ইলম, শুভাকাঙ্ক্ষী বা সাহায্যকারী সকলেই ফরমটি পূরণ করতে পারবেন।@topfans

লিংক- https://forms.gle/CfCDeKvjNjJYZd418

Dawah soily

11 Dec, 05:30


​পিকচারের লেখা থেকে আমি যা যা বুঝতে পারলাম -

১। ধর্মের (বিশেষত ইসলাম ধর্মের) আদেশ নিঃশর্তভাবে মেনে নেওয়া বা শিরোধার্য করা ধার্মিকদের ভুল হয়েছে।

২। পুরুষরা ধর্মগ্রন্থগুলির আদেশ-নিষেধ স্রষ্টার বলে চালিয়ে দিয়েছে। উদ্দেশ্য হলো নারীদের অন্ধকারে রাখা।

৩। শেষ লাইনে আরও স্পষ্টভাবে বলা হয়েছে ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি-ব্যাবস্থা। অর্থাৎ আল্লাহর বিধানকে স্পষ্টভাবে বলা হয়েছে পুরুষ রচিত।

দয়া করে কেউ বলবেন না, এখানে ইসলামের কথা কোথায় বলা হয়েছে। পর্দাপ্রথা, ফ্রিমিক্সিংয়ের বিধানসহ নারীদের অন্যান্য বিধান ইসলামের ধর্মগ্রন্থ কুরানেই বর্নিত হয়েছে।
.
এবার আমার তিনটা প্রশ্ন আছে।

ক। যারা মুসলিম বলে দাবি করেন তারা একটু বলেন তো, উপরের তিনটা পয়েন্টে এই অবস্থান রাখলে কেউ কি মুসলিম থাকবে?

খ। এর উত্তরটাও জানা প্রয়োজন যারা এমন ব্যাক্তিবর্গকে এন্ডোর্স করে, প্রমোট করে- তাদের পরিণতি কী হবে?

গ। এই ব্লাসফেমি স্টেইটমেন্টগুলো মুসলিমদের ইউনিগুলোতে জায়গা পাচ্ছে কিভাবে? কারা এই ব্লাসফেমাসকে মুসলিম নারীদের আইকন বানাতে চায়? এই ব্লাসফেমাস কি মুসলিম নারীদের আইডল হওয়ার যোগ্য? -Hammad Osama

➡️বেগম রোকেয়া নিয়ে একটু বিস্তারিত ও ফেমিনিস্টদের সর্মথন: https://t.me/SocietyUncensored/5160

Dawah soily

10 Dec, 11:58


শামের বিজয়
ইনকিলাব ২.
লা ইলাহা ইল্লাল্লাহ-----☝️

Dawah soily

09 Dec, 05:26


সায়দনায় লাল কারাগারের গোপন দরজা, যা মাটির নিচে তিন তলা,সেটা  খোলা হয়েছে এবং 30,000 এরও বেশি বন্দিকে শুধুমাত্র প্রথম তলা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে , এবং এখনও কয়েক হাজার ফ্লোরের ভিতরে রয়েছে এবং দ্বিতীয় তলা খোলার কাজ চলছে।

যেটা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে।
সায়দানায়া কারাগারে আন্ডার গ্রাউন্ডে বন্দীদের উপর চলতো যৌ।, ন নি। র্যা। তন আর ধ।, র্ষণ ।
এরপর যারা অস। হ্য য। ন্ত্রণা সইতে না পেরে ম।রা যেত বা ট। র্চ।রের কারণে শহীদ হতো তাদেরকে এক রুমে ফেলে রাখা হতো।
এরপর অনেকগুলো ল।শ জমা হলে ফেলে দিতো বা গণ কবর দিতো।
একবার অনুভব করুত তো?

এদিকে মাহের আল আসাদের ব্যক্তিগত কারাগারের হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এরোকম কতো আন্ডারগ্রাউন্ড কারাগার আছে আল্লাহ জানেন।

সবথেকে বড় যে বিষয় সেটা হল গোপন কারাগার গুলোতে যদি দ্রুত পৌছানো না যায় তাহলে বন্দীদের গণমৃ।ত্যুর শংকা আছে।

Dawah soily

09 Dec, 01:08


গাড় সবুজ বৃত্তটা সিরিয়ার আহলুস সুন্নাহের শতকরা হার নির্দেশ করছে। হালকা সবুজের ন্যায় অংশটা শিয়া আলাবিদের হার। পলাতক প্রেসিডেন্ট বাশার ছিল এই শিয়া বিশ্বাসভুক্ত। শিয়াদের সবচে বেশি ভ্রান্ত শাখা নুসাইরিয়ার ছিল সে। যাদেরকে আলাবিও বলা হয়৷ দেশের গুরুত্বপূর্ণ সরকারি পদ-পদবি ও বিশেষভাবে সেনাবাহিনীর প্রায় পুরো অংশই ছিল আলাবি শিয়াদের নিয়ে৷ ফলে স্বাভাবিকভাবেই সুন্নি/আহলুস সুন্নাহ সিরিয়াতে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সংখ্যালঘু শিয়াদের কারণে তারা কোনঠাসা অবস্থায় ছিল কয়েক দশ ধরে। এবার আশা করি অবস্থার পরিবর্তন ঘটবে। আসাদের এই পরাজয় তার একার না, বরং কতক কুফ-ফা-র ও মুনাফিকদেরও পরাজয়৷ তন্মধ্যে রয়েছে রাশিয়া, ইরান, আরব আমিরাত ইত্যাদি৷

Dawah soily

08 Dec, 12:31


সিরিয়ার মার্কিন দূতাবাস ২০১৭ সালে এটি পোস্ট করেছিল।

HTS প্রধান জাওলানিকে ধরিয়ে দিতে পারলে দশ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার।

Dawah soily

21 Nov, 14:01


আল-কুদসের মুক্তি কোন পথে? | আসিফ আদনান | Asif Adnan | Seminar - 4 [SHARE MUST!]
“আমাদের পক্ষে সম্ভব হলে এই আলোচনাটা আমরা সকল বাংলা-ভাষী মুসলিমকে দেখাতাম!” আলোচনার গুরুত্ব বুঝতে এতটুকু কথাই আসলে যথেষ্ট...

Dawah soily

21 Nov, 03:38


প্রেস কভারেজ | এটি দখলের কদর্যতা এবং এর মানবতার অভাবের সংক্ষিপ্তসার।. একটি ছবি দখলদার সৈন্যদের দ্বারা কামাল আদওয়ান হাসপাতাল থেকে বেশ কয়েকজন চিকিৎসা কর্মী এবং রোগীদের গ্রেপ্তারের নথিভুক্ত করে, যারা কঠোর এবং জঘন্য পরিস্থিতিতে প্রায় নগ্ন, হাতকড়া পরা এবং চোখ বেঁধে ছিল।

Dawah soily

20 Nov, 12:38


এটা কপি-পেস্ট করুন

সংবিধান নিয়ে সরকার মতামত চেয়েছে। জানি, আমাদের মতামত রাখা হবে না। তবু মতামত দিন। লিখুন, ৯০% মুসলমানের বাংলাদেশে সেকুলারিজম নয়, মূলনীতি হিসাবে ইসলামকে রাখতে হবে। লিখুন, আমরা শারিয়া আইন দিয়ে শাসিত হতে চাই৷

গনের আকাঙ্খা হলো ইসলাম।

Link 🔗 এ গিয়ে আপনার মতামত দিয়ে আসবেন অবশ্যই !

Dawah soily

19 Nov, 17:41


"যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য পথ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিযিক দিবেন, যা সে কল্পনাও করতে পারে না।"
সূরা আত-তালাক (সূরা ৬৫)

Dawah soily

19 Nov, 05:48


চিন্তাপরাধ ব‌ই এর অডিও বুক কমপ্লিট করব ?
কেউ পড়েছেন বইটা ?

Dawah soily

19 Nov, 05:35


পর্ব - ৩

Dawah soily

19 Nov, 05:35


পর্ব - ৪

Dawah soily

19 Nov, 05:10


পর্ব - ২

Dawah soily

19 Nov, 04:53


পর্ব - ১

Dawah soily

18 Nov, 17:30


“যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না, তারা ক।ফির।”

“যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না, তারা য।(লম।”

“যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না, তারা ফ।সিক।”

এটাই আল্লাহর কথা। এটাই দ্বীনের অবস্থান।

[সূরা আল-মায়েদা, আয়াত: ৪৪-৪৬]

Dawah soily

17 Nov, 16:33


যাদের জীবন আর অঙ্গহানির বিনিময়ে লেডি ফিরআউনের কবল থেকে মুক্তি পেলাম, তাদেরকেই আমরা আজ ভুলে গেলাম। ভুলে গেলাম তাঁদের প্রতি আমাদের দায়বদ্ধতার কথা। নিদারুণ অবহেলায় দিন পার করা সেই সিংহহৃদয় বীরদের পাশে দাঁড়িয়েছে ষোলো ম্যাগাজিন। তাঁদের জীবনে যে অনিশ্চিত দুশ্চিন্তা বাসা বেঁধেছে, তার সামান্য কিছু হলেও দূর করতে চাচ্ছে তারা। ষোলো ম্যাগাজিনের এই গুরুত্বপূর্ণ উদ্যোগে শরিক হোন আপনিও।

Dawah soily

17 Nov, 14:36


অতীতের কোন একদিন...

Dawah soily

17 Nov, 13:14


ফান্ডামেন্টাল অফ ইসলাম | দারস -১

Dawah soily

16 Nov, 16:33


☝️ Desktop Wallpaper

Dawah soily

16 Nov, 16:33


Mobile version

Dawah soily

08 Nov, 16:58


একটা ছবি আজকে অনেক কিছু বলে ... 💙

Dawah soily

08 Nov, 12:55


সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তুমুল ব্যস্ততার মধ্যেও ফাঁকে ফাঁকে পাঁচ সেকেন্ড বিরতি দিয়ে একবার দুরুদ আর ইস্তেগফার করে নিতে পারি। সারাদিনে অনেকবার পড়া সম্ভব।

- শাইখ আতিক উল্লাহ হাফি.

Dawah soily

07 Nov, 16:32


মানুষ বলে, অনেক দু'আ করেছিলাম, কবুল হয়নি!

বলি যে, "আপনি থামালেন (দু'আ করা) কেন? থামানোর হুকুম কে দিয়েছিল? হয়ত যেদিন কবুল হতো তার আগের দিন আপনি দু'আ থামিয়ে দিয়েছেন।" কবুল তো হবেই যেকোন এক ভাবে।

- শাহ মোহাম্মদ তন্ময় হাফিযাহুল্লাহ

Dawah soily

07 Nov, 13:17


লেখালেখির হাত যদি থমকে যায়।দ্বীনি পড়ালেখার প্রতি যদি অনীহা চলে আসে।ইলম চর্চায় গাফলতি শুরু হয়। জীবনে যদি কোলাহল নেমে আসে।চারদিক যদি ঋণের ভারে জর্জরিত হয়ে যায়।তাহলে ঘরে থাকা অমূল্য রত্ন আল্লাহর কালাম টা খুলে বসুন।সকল আধার কেটে গিয়ে আলো ফুটে উঠবে। ইন শা আল্লাহ 🤍

Dawah soily

07 Nov, 08:17


Nasheed

Dawah soily

06 Nov, 17:18


রেসিডেন্সিয়ালের দশম শ্রেণীর কোশ্চেন।

They can be of any gen der including women, men and nonbinary. Nonbinary মানে এলজিটিভি।

এলজিটিভি কন্টেন প্রশ্নে কেন দেয়া হলো? রেসিডেন্সিয়ালে যাদের বাচ্চা পড়ে তারা অথোরিটিকে ভালো করে ধরেন। এটা তো জাস্ট ফাইজলামি।

ছাত্রদেরও উচিত এই হটকারিতায় জড়িতদের পদত্যাগ দাবি করা।

Dawah soily

06 Nov, 16:33


বুক ফাটা তৃষ্ণায় এক গ্লাস ঠান্ডা পানির বদলে ঝাঁঝালো ভিনেগার পানে তো শান্তি মেলে না! তাহলে মন অশান্ত হলে রবের স্মরণ বাদ দিয়ে গান-বাজনায় কেন শান্তি খুঁজি

"জেনে রাখ, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়।" [সুরা রাদ ২৮]

কথাঃ সংগৃহীত

Dawah soily

06 Nov, 12:54


মোবাইল অ্যাপে সরকারবিরোধী মন্তব্য করার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুর রহমানকে (২২) পিটিয়েছে ছাত্রলীগ। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

[ এইটা অনেক আগের পোস্ট ]

Dawah soily

06 Nov, 01:03


ইস্কন নিয়ে মাহমুদুর রহমানের বক্তব্য শেয়ার দেওয়াতে চট্টগ্রাম হাজারি গলিতে এক মুসলিম ব্যবসায়ীর দোকানে জয় শ্রীরাম শ্লোগান দিয়ে ভাঙচুর চালানোর নিউজটা সত্য।

হামলাকারীদের গ্রেফতার না করে উল্টা ভিক্টিমকেই গ্রেফতার করে পুলিশ ক্ষমা চাইতে বাধ্য করছে।

— Tanzirul Islam Nibeer

Dawah soily

05 Nov, 04:19


ব্রেকিংনিউজ | কওমী টাইমস

🔻| হামাস নেতা সিনওয়ার শহীদ হওয়ার আগে তিন দিন কিছু খাননি

বিস্তারিত পড়ুন: https://qawmitimes.com/638

Dawah soily

05 Nov, 00:23


​❝Fundamentals of Islam
মৌলিক ইসলাম শিক্ষা কোর্স❞

আলহামদুলিল্লাহ, তাহযিব ইনস্টিটিউট আয়োজিত জেনারেলপড়ুয়া দ্বীনি ভাই/বোনদের জন্য আয়োজন করা হয়েছে, ইসলামের মৌলিক বিষয়াবলী নিয়ে পূর্ণাঙ্গ একটি কোর্স, ফান্ডামেন্টালস অফ ইসলাম। এছাড়াও পবিত্র কুরআন মাজিদ বিশুদ্ধ করে পড়তে ‘বেসিক কুরআন তাজভিদ’ কোর্সটিও করতে পারেন। পোস্টটির তথ্য ভালভাবে পড়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

∎ কোর্সের বিষয়বস্তু:
︎ ঈমান ও ইসলামের পরিচয় লাভ
︎ ইসলামের নামে বিভিন্ন ভ্রান্ত আক্বিদা ধারণা সম্পর্কে জানা
︎ ইসলামের মৌলিক বিধানসমূহ পালনের পদ্ধতি (বেসিক ফিকহ)
︎ ইসলামে হালাল হারামের কনসেপ্ট (মুআমালাত)
︎ ব্যক্তি, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে ইসলাম পালন (মুআশারাত)
︎ বান্দা ও মহান রবের হক্বসমূহ (হক্কুল ইবাদ ও হক্কুল্লাহ)
︎ ইসলামি আদব বা শিষ্টাচার
︎ সর্বোপরি দুনিয়া ও আখেরাতের জীবনে সফলতার মৌলিক বিষয়াবলী

∎ ইন্সট্রাকটর:
🎤 উস্তায ফজলে রাববি
আক্বিদা ও দাওয়াহ বিভাগ, মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সৌদি আরব

∎ সময়সূচী
︎ মোট সময়ঃ প্রায় ৫ মাস
︎ সপ্তাহে ১টি দারসঃ শনিবার বাদ মাগরিব (এক ঘণ্টা)
🌐 ক্লাস মাধ্যমঃ জুম
✎ মোট ক্লাস: ২০ টি

রেজিস্ট্রেশন ফি: সম্পূর্ণ ফ্রি
ইসলামকে জানার জন্য উক্ত কোর্সটি সম্পূর্ণ ফ্রি। তবে শর্ত হলো, নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে করতে হবে এবং দাওয়াতী উদ্দেশ্যে উক্ত কোর্সে অন্তত একজনকে যুক্ত করতে হবে।

🔹 রেজিস্ট্রেশন লিঙ্ক:
ওয়েব সাইটে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন লিঙ্ক কমেন্ট দেখুন অথবা ছবির বারকোড স্ক্যান করুন।

🔴 রেজিস্ট্রেশনের শেষ সময়: ৭ নভেম্বর, ২০২৪

💬 কোনো কিছু জানতে কমেন্ট বা পেজে ম্যাসেজ করুন
পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।

Dawah soily

04 Nov, 13:02


SEAN SEASON - 2
সবগুলো বক্তব্যের লিংক 👇

Dawah soily

04 Nov, 00:49


ক্রেডিটঃ আলোর পথ

Dawah soily

01 Nov, 16:33


এখানে প্রায় সকল সেমিনার এর ভিডিও এবং আয়োজকদের YouTube channel সংবলিত করা আছে।

@yaqeenda

Dawah soily

26 Oct, 00:56


বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করার জন্য!

Dawah soily

25 Oct, 17:12


Telegram themes

Dawah soily

25 Oct, 06:39


আত্মপরিচয়ের সংকট: বাঙ্গালি, মুসলিম এবং বাঙ্গালি মুসলিম

~ Asif Adnan

Dawah soily

25 Oct, 05:43


এভাবে কি কখনো চিন্তা করেছেন ?

Dawah soily

24 Oct, 12:50


জুম্মাবার সূরা কাহাফ, বেশি বেশি দোয়া, দুরুদ আর ইস্তেগফার ইনশাআল্লাহ।

“সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম”

জুমুআর দিনের বিশেষ কয়েকটি আমল ও ফজিলত :–

১. দরুদ শরীফ – জুমুআর দিন বেশী বেশী দুরূদ শরীফ পাঠ করা ও বেশী বেশী যিকির করা মোস্তাহাব।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন- “তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম হলো জুমু’আহর দিন। কাজেই এদিন তোমরা আমার উপর বেশি বেশি দরূদ পাঠ করো। কারণ তোমাদের দরূদ আমার কাছে পেশ করা হয়।

[আবু দাউদ -১০৪৭]

“যে আমার উপর একবার দরূদ পড়বে আল্লাহ তার উপর দশটি রহমত নাযিল করবেন, তার দশটি গুনাহ ক্ষমা করা হবে এবং দশটি দরজা বুলন্দ হবে।”

[সুনানে নাসায়ী ১/১৪৫; মুসনাদে আহমদ ৩/১০২]

২. সূরা কাহাফ – রাসূল ﷺ বলেছেন, “যে ব্যক্তি জুমু'আহর দিনে সূরা কাহফ পাঠ করবে, তার ঈমানের নূর এক জুমু'আহ থেকে অন্য জুমু'আহ পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে।

[সহিহ আত-তারগীব, হাদিস ৭৩৬]

৩. দোয়া – জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ ﷺ বলেন,

“জুমার দিনের বারো ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এ মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো।” [আবু দাউদ, হাদিস : ১০৪৮]

আবদুল্লাহ ইবনে সালাম (রা.) বর্ণনা করেন, “শুক্রবারে আছরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাতগ্রন্থ যাদুল মাআ’দ-এ বর্ণিত আছে, জুমার দিন আছরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়।” (যাদুল মাআ’দ : ২/৩৯৪)

ইমাম আহমদ (রহ.)-ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরিফের ২য় খণ্ডের ৩৬০ নং পৃষ্ঠায় তাঁর সবিশেষ কথাটি উল্লেখ আছে।

আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত আছে–

“জুমাবারে এমন একটি সময় আছে, যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন।” [মুসান্নাফ, হাদিস : ৫৫৮৮]

৪. ইস্তিগফার: – রাসূলুল্লাহ ﷺ বলেছেন- “যে ব্যক্তি বেশি পরিমাণে ইস্তেগফার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যে কোন অভাব ও সংকটের সময় তার জন্য রাস্তা খুলে দিবেন, যেকোন দুঃখ ও দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তার জন্য এমন রুজি-রোজগারের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না।”

[সুনানে আবু দাউদ, হাদীস নং: ১৫১৮]

এছাড়াও –

৫. অন্য দিনের তুলনায় ফজরের সময় ঘুম থেকে আগে উঠা।
৬. গোসল করা (মেসওয়াকও করবে।)
৭. উত্তম ও পরিস্কার কাপড় পরিধান করা।
৮. আতর বা খুশবূ লাগানো।
৯. পায়ে হেঁটে মসজিদে যাওয়া।
১০. ইমাম সাহেবের কাছাকাছি বসা।
১১. মনোযোগ সহকারে খুতবা শোনা।
১২. খুতবার সময় কোনরূপ কাজ না করা বা কথা না বলা।
১৩. দুই খুতবার মাঝখানে হাত উঠানো ব্যতীত দিলে দিলে দু'আ করা।

১৪. জুমুআর দিন জুমুআর নামাযের জন্য যত শীঘ্র মসজিদে যাবে তত বেশী ছওয়াব হবে। সর্বপ্রথম যে যাবে একটা উট কুরবানীর ছওয়াব পাবে। তারপরের জন একটা গাভী কুরবানীর, তারপরের জন দুম্বা কুরবানীর, তারপরের জন একটা মুরগি দানের এবং তারপরের জন একটা ডিম দানের ছওয়াব পাবে।

১৫. যে ব্যক্তি জুমুআর দিন ফজর নামাযের পূর্বে তিনবার নিম্নোক্ত এস্তেগফারটি পাঠ করবে তার সমস্ত গোনাহ মাফ করে দেয়া হবে-

استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب اليه ـ (كتاب الاذكار)

Dawah soily

24 Oct, 12:06


ঘুমের সময় নিরাপদ থাকার জন্য ঘুমের দোয়া, আয়াতুল কুরসি ও তিন কুল পড়া উচিত। হাদিসে বর্ণিত হয়েছে, ঘুমাতে যাওয়ার সময় দুই হাতের তালু একত্রে মিলিয়ে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়ে তাতে ফুঁ দেবে। তারপর দুই হাতের তালুর মাধ্যমে দেহের যতোটা অংশ সম্ভব— মাসেহ করবে। মাসেহ শুরু করবে— মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে (এভাবে ৩ বার করবে)। (বুখারি, হাদিস, ৫০১৭)

এক হাদিসে নবীজি হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, শয়তান সারারাত তার কাছে আসবে না।’ (বুখারি, হাদিস, ২৩১১)*

শোয়ার সময় বিশেষ সতর্কতা হিসেবে একা ঘরে থাকতে নিষেধ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তায়ালা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে একাকী রাত যাপন ও একাকী সফর নিষেধ করেছেন। (মুসনাদে আহমদ, হাদিস, ৫৬৫০)

(একান্ত মাহরাম না থাকলে, কোনো ব্যবস্থা না থাকলে মাসনূন আমল পুরোপুরি করবে,আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন ইন শা আল্লাহ , নিচে লিংক থাকবে)

একইভাবে খোলা ছাদের নিচে ঘুমাতেও নিষেধ করেছেন আল্লাহর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘যে ব্যক্তি বেষ্টনীবিহীন ছাদে রাতে ঘুমাল, (কোনো দুর্ঘটনা ঘটলে) তার সম্পর্কে (আল্লাহর) কোনো জিম্মাদারি নেই।’ (আবু দাউদ, হাদিস, ৫০৪১)


*যেসব বোনদের জ্বীনজাদুর সমস্যা আছে তাদের আরও বাড়তি কিছু আমল করা উচিত। কিছু আমল - ক্লিক

Dawah soily

23 Oct, 17:56


এবার আবু উ/বা/য়/দা হাফিজাহুল্লাহকে সরাসরি সতর্ক করেছে মুহাম্মাদ আলি হুসাইনি।

আল আরাবিয়া চ্যানেলে বলেন:

❝আবু উ/বা/য়/দার পরিচয় প্রকাশ হয়ে গিয়েছে। সে রা/ফা/হ অঞ্চলের আশেপাশে আছে। দূরে কোথাও নেই। সুতরাং সে যেন গা/জা ছেড়ে মিশর চলে যায়। অন্যথায় তার সময় ফুরিয়ে আসছে।❞

আমি এই লোকটাকে ভয় পাই। এর কথা মারাত্মক। আল্লাহ আমাদের মু/জা/হিদ/দের রক্ষা করুন।

Dawah soily

23 Oct, 16:33


one day inshallah.......

Dawah soily

23 Oct, 00:40


গ্রাফিক ডিজাইনের হালাল হারাম সম্পর্কিত ৪৫ প্রশ্নের উত্তর by মুহতারাম সাঈদুল মোস্তফা হাফিজাহুল্লাহ

Dawah soily

22 Oct, 17:27


মুক্ত বাতাসের খোঁজে (পর্ণগ্রাফিক এডিকশন নিয়ে বিখ্যাত বই,ভাই বোন সবাইকে দেয়ার অনুরোধ 0

Dawah soily

22 Oct, 17:25


আসিফ আদনান ভাইয়ের "What Is To Be Done" সিরিজের লেখাগুলো সকলকে বেশি থেকে বেশি করে পড়ার জন্য অনুরোধ করা রইল। এই লেখার ভিতরে মুসলিমবঙ্গের সকল কিছু এক মলাটে উঠে এসেছে।

Dawah soily

22 Oct, 06:45


Dawah soily pinned «আমার গ্ৰুপ (https://t.me/dawhasoily) এটার জন্য»

Dawah soily

22 Oct, 03:44


৬০ বছরের জীবনে মানুষের ক্যারিয়ার গড়তে লেগে যায় ৩০ বছর। বাকি ৩০ টা বছর কে সে ফিউচার ভেবে বসে আছে। অথচ সে ভাবে না ক্যারিয়ার গড়তে যে ৩০ বছর চলে গেছে। ক্যারিয়ার গড়ার পর বাকি ৩০ টা বছর কেটে গেলেই মৃত্যু হাজির হবে৷

তারপরও মানুষের হুশ নেই। কথায় কথায় বলে আমার ফিউচার গড়তে হবে৷ অথচ মানুষের একমাত্র ফিউচার হওয়ার কথা ছিলো আখিরাত!
.
— ইন্তিফাদা

[ সংগৃহীত ]

Dawah soily

22 Oct, 01:05


শিক্ষাব্যবস্থা ও নীতির সম্ভাব্য সংস্কার নিয়ে গোল টেবিল আলোচনা থেকে কিছু কথা।

~ Asif Adnan

Dawah soily

21 Oct, 16:25


বাংলাদেশে কাঠামোগত ইসলামবিদ্বেষ ।। Irfan Sadik1ı MSAN

Dawah soily

21 Oct, 14:21


আসছি আমি

Dawah soily

21 Oct, 13:28


উস্তায Ahmed Rafique একটু শুধরে দিলো!🔥

Dawah soily

21 Oct, 08:28


মুসলিম হলে এটা শেয়ার করেন ।
আমিন না বলা যাবে না 😁

Islam zone ~ Muhammad M R Minar

Dawah soily

21 Oct, 00:55


আপনারা হাসছেন কেন ?

Dawah soily

21 Oct, 00:36


৬৯ থেকে ২৪: যুগে যুগে ইসলামবিদ্বেষ ॥ Ismail Hossain II MSAN