𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍) @heart_feelings_ofc Channel on Telegram

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

@heart_feelings_ofc


◉ᴛʜɪs ᴄʜᴀɴɴᴇʟ ɪs ꜰᴏʀ ᴇᴠᴇʀʏᴏɴᴇ ᴡʜᴏ's ɴᴜᴍʙ, ʟᴏɴᴇʟʏ, ꜰᴇᴇʟɪɴg, ʟᴏsᴛ, sᴀᴅ ᴏʀ ᴍɪssɪɴɢ sᴏᴍᴇᴏɴᴇ ᴀᴛ ᴛʜᴇ ᴍᴏᴍᴇɴᴛ
ɪꜰ ʏᴏᴜ ʟᴏᴏᴋɪɴɢ ꜰᴏʀ ᴀɴʏᴛʜɪɴɢ ᴛᴏ ᴄʜᴇᴇʀ ʏᴏᴜ,
▪️ǫᴜᴏᴛᴇs,
▪️ᴘɪᴄᴛᴜʀᴇs,
▪️ᴍᴜsɪᴄs, ᴇᴠᴇʀʏᴛʜɪɴɢ ʏᴏᴜ ᴀsᴋ ꜰᴏʀ ɪs ʜᴇʀᴇ
ꜰᴏʀ ᴄʀᴏss & ᴄᴏᴍᴍᴇɴᴛ👉 @itz_shamimm

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍) (English)

Are you feeling numb, lonely, lost, sad, or missing someone at the moment? If you are looking for anything to cheer you up, this channel is for you. Heart Feelings offers a collection of quotes, pictures, music, and everything else you may need to lift your spirits. It is a safe space for those seeking comfort and positivity. Join us for a daily dose of encouragement and support. Let's navigate through tough times together. For more information, click here: @itz_shamimm

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

05 Jan, 20:24


প্রেম তুমি আসবে এভাবে!
কি সুন্দর🤍

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

21 Nov, 20:27


মানুষ রেস্টুরেন্টে গিয়ে আত্মসম্মান রক্ষার্থে বিল নিয়ে পারাপারি করে "আমি দেই আমি দেই" বলে, আর ৫/১০ টাকার জন্য একজন ভিক্ষুক এসে হাত পাতলে বলে মুরুব্বি মাফ করেন। এই মানুষ গুলো ব্যাক্তির ক্ষেত্রে আত্মসম্মান দেখানোর চেষ্টা করে, কিন্তু ব্যাক্তিগত ভাবে এদের পারমানেন্ট কোনো আত্মসম্মানবোধ নেই!

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

19 Nov, 11:10


নিজের দিক টা বুঝিয়ে বলতে না পারার ব্যর্থতা খুবই নির্দয়ভাবে চিবিয়ে ধরে মানুষকে। এখানে চিৎকার করার সুযোগ নেই কারণ ব্যর্থতাটা নিজের। তাই ব্যথা টা সহ্য করে যেতে হয়।

ভিতর থেকে আমি কি অনুভব করছি; তা মুখ পর্যন্ত আনাটা আমার জন্য ঘুমের মধ্যে বোবা ধরার পর চিৎকার দেয়ার চেষ্টা করা সমতূল্য। যা শত চেষ্টার পরেও সম্ভব হয়ে উঠেনা।

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

04 Nov, 19:08


কেউ অপেক্ষা করে না, কেউ দাঁড়িয়ে থাকে না করো জন্য। সময়ের সাথে সবাই মানিয়ে নেয়, মানিয়ে নিতে হয়, দেওয়া কথা গুলো মানুষ ভুলে যায়, সময় বয়ে যায়, স্মৃতিরা থেকে যায় মস্তিষ্কে।

স্মৃতিরা যখন জাগ্রত হয় তখন বুকের বা পাশটায় ব্যথার বিস্ফোরণ হতে থাকে, ঠিক তখনি এক গ্লাস পানি খেয়ে দীর্ঘ শ্বাস নিই, মূহুর্তেই আকাশের দিকে তাকিয়ে আমরা আবার সব ভুলে যাই।

আমরা ভুলে যাই, আমাদের ভুলে যেতে হয়। তবুও আমরা বলি বেঁচে আছি, কিন্তু কেউ জানেনা আমাদের ভেতরে আছে নিজেদের কবর।

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

31 Oct, 21:43


আমার আহামরি দুঃখ নেই আবার হয়তো আছে তবুও আমার দুঃখ শুনতে ভালো লাগে, দুঃখ পড়তে ভালো লাগে, দুঃখ নিয়ে লিখতে ভালো লাগে, দুঃখী মানুষের সান্নিধ্য ভালো লাগে।

সুখী মানুষের কাছে উপলব্ধি থাকে না কিন্তু দুঃখী মানুষ কিঞ্চিত পরিমাণ সুখকেও সাদরে সানন্দে উপভোগ করে আমার সেই উপলব্ধি উপভোগ করতে ভালো লাগে। একজন সুখী মানুষ যেভাবে তার সুন্দর দিনগুলো বর্ণনা করবে তার থেকে হাজারগুণ যত্নে একজন দুঃখী মানুষ তার খারাপ দিন গুলো বর্ণনা করবে আমার সেই যত্ন নিয়ে বলা বর্ণনা শুনতে ভালো লাগে।
তাই আমি সর্বশেষে, দুঃখকেই প্রাধান্য দিই।🤍

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

26 Oct, 09:44


Some roads you gotta take alone. No friend, No family, No partner, just You & God.

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

20 Oct, 15:18


যে অধিকার চেয়ে নিতে হয়,
তা অধিকার হয় না!

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

01 Oct, 16:01


যে আমাকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারে নিঃসন্দেহে আমি তাকে ভালোবাসি। এই একটা জায়গাতেই আমি দূর্বল।
আমি যাকে ভালোবাসি না সে যতোই ক্ষমতাধরই হোক না কেন, যত ঘৃণার বীজ রোপণ করুক, যতো পরিকল্পনার বুনন ঘটাক আমার আত্মঅহংকার, আত্মবিশ্বাস, আত্মমর্যাদাকে ভেঙে দেওয়ার ক্ষমতা কারো নেই।
আমি কেবল আমার ভালোবাসার মানুষদের কাছে নত হই, পরাজয় মেনেনিই, ভেঙে গুঁড়িয়ে যাই। কখনো স্বেচ্ছায় কখনো অনিচ্ছায়!

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

15 Sep, 18:55


পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী মোবারক। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন থেকে প্রাপ্ত শিক্ষা আমাদেরকে দয়া, সহানুভূতি এবং সমৃদ্ধির পথে পরিচালিত করুক। 🖤

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

13 Sep, 20:39


দেখোনা; ভেবে দেখো না,
আমারে একটু ভালোবাসা যায় কিনা!
একটু মুখ তুলে তাকাও না,
দেখোনা; আমারে চেনা যায় কিনা!
একটু চেষ্টা করে দেখো না,
আমার কবিতার লাইনটা বোঝা যায় কিনা!
দেখোনা; ভেবে দেখো না,
এই পোড়া মানুষটারে মায়া করা যায় কিনা!

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

10 Sep, 17:52


যদি বলো কতোটা ভালোবাসি তোমাকে? আমি বলবো মৃত্যুব আগ পর্যন্ত তোমায় মায়ায় আসক্ত থাকবো, হ্যাঁ তুমিই বন্ধু, তুমিই ভালোবাসা, তুমিই প্রেম।

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

25 Aug, 08:56


✈️

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

22 Aug, 21:58


প্রশিক্ষিত টিমের সহায়তা ছাড়া সবাই বন্যাপ্লাবিত এলাকায় যাওয়া থেকে বিরত থাকুন।

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

22 Aug, 18:56


চট্টগ্রামের হালদা নদীর বাঁধটাও রক্ষা করা গেলো না🥲 গভীর রাতে অন্ধকারে কী হবে বৃদ্ধ, গর্ভবতী ও শিশু বাচ্চাদের? কোথাও বিচার দেয়ার জায়গা না পেলে জুম্মার নামাযে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবেন। রাখে আল্লাহ মারে কে!

আমরা মরতে মরতে বাঁচতে শিখবো ইনশাআল্লাহ

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

22 Aug, 17:08


দেশের এই সংকট মূহুর্তে আপনি একটু পাশে দাঁড়াতে পারেন। 💥

যে যা পারি ১০ টাকা হলেও দান করি, ইনশাআল্লাহ এর প্রতিদান আপনিও পাবেন।🔔

💢লিংকঃ- https://assunnahfoundation.org/donate/flood

লিংকে ক্লিক করে সিলেক্ট করুন
১. জুরুরি বন্যা তহবিল
২. আপনার ফোন নাম্বার
৩. কত টাকা দিবেন
৪. তারপর আপনার পছন্দমত অপশন বাঁচাই করে পেমেন্ট করুন।

অথবা বিকাশে ডোনেশন অপশনে গিয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনে দান করতে পারেন। ✔️

‼️আসুন আমরা সবাই ধর্ম,জাতি নির্বিশেষে মানুষ হিসেবে পাশে দাঁড়াই এই সংকটপূর্ণ অবস্থায় ❤️

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

22 Aug, 17:07


বন্যাদুর্গতদের উদ্ধারকার্য পরিচালনার জন্য এবং দুর্গত এলাকাসমূহে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর বিমানসমূহ প্রস্তুত আছে।

জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর: +8801769993888

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

22 Aug, 17:07


সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ প্রসঙ্গে

ঢাকা, ২২ আগস্ট ২০২৪ (বৃহস্পতিবার): বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান 'লজিস্টিকস এরিয়া রিলিফ ফান্ড' হিসাব নম্বর ০০১৮-০২১০০১০১১০, দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড, রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল শাখার অনুকূলে অনুদান প্রদান করতে পারবেন অথবা বিকাশ এর ক্ষেত্রে প্রয়োজনীয় বিকাশ নম্বরঃ ০১৭৬৯০১৩৮৫৮ ।প্রয়োজনে যোগাযোগ করুনঃ ০১৭৬৯-০১৩৬০৪, ০১৭৬৯-০১৩৫৩০।

এছাড়া ঢাকায় ত্রাণসামগ্রী প্রদানের জন্য সেনাবাহিনী ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা কেন্দ্র; প্রযত্নেঃ লজিস্টিকস এরিয়া, ঢাকা সেনানিবাসে যোগাযোগ করুন। স্থান : সেন্ট্রাল অর্ডন্যান্স ডেপো (সি ও ডি), মিলিটারি উইং (হোটেল রেডিসন ব্লু সংলগ্ন)।যোগাযোগের নাম্বার - ০১৭৬৯-০৫১৮১৯, ০১৭৬৯-০১৩৮৩২, ০১৭৬৯-০১৩৫৩০ ও ০১৭৬৯-০১৩৬০৪।

কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা প্রদানে আগ্রহী হলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করুন:

ফেনী:
০১৭৬৯-৩৩২০৩২, ০১৭৬৯-৩৩২১৭৮।

চট্টগ্রাম মেট্রোপলিটন : ০১৭৬৯-২৪৪০১২;

সীতাকুন্ড-মীরসরাই:
০১৭২৮-২০২৬৭৭, ০১৭৬৯-২৪২১৩২, ০১৭৬৯-২৪২১২৮;

খাগড়াছড়ি : ০১৭৬৯-৩০২৩৪২, ০১৭৬৯-৩০২৩৩৬;

ফটিকছড়ি : ০১৭৬৯-২৭২৩৪২, ০১৭৬৯-২৭২৩৩৬;

মৌলভীবাজার এবং হবিগঞ্জ :
০১৭৬৯১৭০০০৬

বিশেষভাবে উল্লেখ্য যে, খাদ্য সহায়তা প্রদানের ক্ষেত্রে বিস্কুট, চিড়া, গুড়, খেজুর, বান ও পাউরুটি, নুডুলস, খাবার স্যালাইন, গুঁড়া দুধ, চিনি ও খাবার পানি, এবং প্রয়োজনীয় দ্রব্য হিসেবে দিয়াশলাই ও মোমবাতিকে প্রাধান্য দেয়ার জন্য অনুরোধ করা হলো।

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

22 Aug, 08:34


খরায় পানি আটকে রেখে বর্ষাতে দেয় ঢেলে হায়রে প্রাণের বন্ধু আমার
জীবন নিয়ে খেলে।

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

20 Aug, 21:41


কুমিল্লা জেলায় গোমতী নদীর আশেপাশে যারা আছেন সবাই দ্রুত নিরাপদ জায়গা চলে যান।

পানির লেভেল বিপদসীমার ওপর চলে যাচ্ছে।

ভারতের ত্রিপুরায় অতিরিক্ত বৃষ্টি এবং বাংলাদেশের অতিরিক্ত বৃষ্টি ফলে দুই দেশে ভয়ংকর বন্য সৃষ্টি হচ্ছে যার কারণে ইতিমধ্যে ভারতের ত্রিপুরায় ৭ জন মারা গেছে।

বাংলাদেশের ফেনীতে মারা গেছে ১ জন।

তথ্যটি সকলে দ্রুত শেয়ার করে ছড়িয়ে দিন।

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

08 Aug, 07:39


এমন স্বাধীনতা চাইনি – বলা সুশীলগণ আয়নাঘর থেকে আসা মানুষগুলোর থেকে জেনে নিয়েন স্বাধীনতা কি!

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

05 Aug, 18:34


মন্দির পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্ররা।

বাংলাদেশের সবথেকে সুন্দর ঘটনা এগুলাই।

দেশ দেশের মানুষ ভালো থাকুক , সুস্থ থাকুক । দেশটা আমাদের সবার ❤️

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

05 Aug, 09:15


Bangladesh 2.0 Loading.....!

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

04 Aug, 08:08


ইন্টারনেট না থাকলে মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেন।আজকে কোনোভাবে মাঠ ছাড়া যাবে না। বিজয় সন্নিকটে।

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

04 Aug, 08:03


আবারো ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে, ইন্টারনেট বন্ধ হওয়ার সাথে সাথেই গণভবনে চলে আসবেন সবাই! ✊🏻

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

14 Jul, 01:44


আপনার সবচেয়ে প্রিয় মানুষটার ও ব্যস্ততা বেড়ে যাবে,সময় দিতে পারবে না ঠিক করে,গাল না ফুলিয়ে ব্যাপার টা মেনে নিতে শিখুন, আপনি যাকে বেস্টফ্রেন্ড ভাবতেন,সেও হয়তো অন্য কাউকে বেস্টফ্রেন্ড বানাবে,ভেঙ্গে না পড়ে মেনে নিতে শিখুন, খুব কাছের কেউ হয়তো খুব বাজেভাবে আপনাকে ঠকাবে,আপনি এটাও মানতে শিখুন, অনেক কিছুই আপনার মন মতো হবে নাহ,হতাশ হবেন নাহ,সব মন মতো হয় না এটাও মেনে নিন.!

আপনার মানতে হবেই আসলে, মানতে পারলেই জীবন সুন্দর..!! 🌷

𝙃𝙚𝙖𝙧𝙩 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜𝙨(𝒐𝒇𝒇𝒊𝒄𝒊𝒂𝒍)

16 Jun, 16:42


May Allah bless you with peace, prosperity, and happiness on this joyous occasion of Eid-ul-Adha.
Eid Mubarak!

পবিত্র ঈদুল আযহার খুশিতে আল্লাহ বিশ্বের সকল মুসলমানদের উপর রহমত বর্ষণ করুন!
সবাইকে ঈদ মোবারক!