#GK
📝Content-35
টপিকঃ মুক্তিযুদ্ধে বিদেশীদের অবদান
🔰 সাইমন ড্রিং
- বৃটিশ সাংবাদিক (Daily Telegraph)
- সর্বপ্রথম বহির্বিশ্বে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রচার করেন
🔰 তাহিরা মাযহার
- পাক-সাংবাদিক
- বাঙালি নারীদের উপর পাকিস্তানি সেনাদের বর্বরতার চিত্র প্রকাশ করেন
🔰 ডব্লিউ. এস. ওডারল্যান্ড
- নেদারল্যান্ডে (ডাচ) জন্মগ্রহণকারী
- অস্ট্রেলিয়ান নাগরিক
- বিদেশী হিসেবে খেতাবপ্রাপ্ত একমাত্র বীরপ্রতীক
🔰 এডওয়ার্ড
- মার্কিন সিনেটর
- বাংলাদেশের পরম বন্ধু নামে খ্যাত
🔰 এলেন গিনসবার্গ
- মার্কিন কবি
- কবিতা September on Jessore Road
🔰 জর্জ হ্যারিসন ও পন্ডিত রবিশংকর
- Concert for Bangladesh (Content-34 পড়ো)
🔰 মাদার মারিও ভেরেনজি
- ইতালির নাগরিক
- মুক্তিযুদ্ধে নিগত প্রথম বিদেশি নাগরিক
- ৪ এপ্রিল, ১৯৭১ সালে মৃত্যুবরণ করেন
🔰 ইন্দিরা গান্ধী
- ভারতের প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশ সফর করে বিশ্বমত গঠন করেন
- ২০১১ সালের ২৫ জুলাই বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতার সম্মাননা’ দেওয়া হয়
🔰 অ্যান্থনি মাস্কারেনহাস
- লন্ডনের সানডে টাইম্স পত্রিকায় গণহত্যার তথ্যাদি প্রকাশ করেন
- লেখা বই হচ্ছে “দা রেইপ অব বাংলাদেশ” এবং “বাংলাদেশের রক্তের ঋণ"
🔰 জোসেফ ও’কনেল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সম্মানিত অধ্যাপক ছিলেন
- মুক্তিযুদ্ধের পক্ষে টরেন্টো বিশ্ববিদ্যালয়ে জনমত গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন
🔰 পল কনেট দম্পতি
- মুক্তিযুদ্ধকে সমর্থন, বাংলাদেশের খাদ্যসামগ্রী ও ওষুধপথ্য পাঠানোর জন্য ‘অপারেশন ওমেগা’ নামে একটি সংস্থা করেন।
© SABAS
© ShaonVaiya
© Medical Admission Batch