এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি, কমছে মূল্যায়ন নম্বর
# সেকেন্ড টাইমাদের কাটা যাবে ৩ নম্বর মার্ক
# ইমপ্রুভমেন্ট দিয়ে ও থাকছে পরীক্ষা দেওয়ার সুযোগ।
প্রআগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এমবিবিএস ভর্তি পরীক্ষা। এবার মেডিকেলে ভর্তি পরীক্ষার মূল্যায়ন ৩০০ নয়, হবে ২০০ নম্বরে। উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় এবার এমবিবিএস ভর্তি পরীক্ষার মূল্যায়ন ৩০০ নম্বরের বদলে হবে ২০০ নম্বরে। আগের মতোই ১০০ নম্বরে হবে এমসিকিউ পরীক্ষা। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে থাকছে ৫০ করে ১০০ নম্বর।
অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘আগে এইচএসসির জন্য ১২৫ এবং এইচএসসির জন্য ৭৫ আর এমসিকিউতে ১০০ এই ৩০০ নম্বরের মধ্যে পরীক্ষা হতো। এ বছর এই পরীক্ষাগুলো যেহতু হয়নি এবং এগুলোতে এগ্রিগেটের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে, এজন্য সিদ্ধান্ত হয়েছে যে এইচএসসির ওয়েটেকসটা একটু কমিয়ে দেওয়া হবে। এ জন্য ২০০ নম্বরের মধ্যে এবার পরীক্ষা হবে।’
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিলে আগে ৫ নম্বর কাটা গেলেও এবার তা করা হয়েছে ৩। আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যবধান দুই বছরের বেশি থাকলে পরীক্ষায় অংশ নেওয়া যেত না। কিন্তু এবার ব্যবধান ৩ বছর হলেও অংশ নেওয়া যাবে।
সোর্স :INDEPENDENT TV