SLC - Medical School [MBBS-BDS] @medical_school_slc Channel on Telegram

SLC - Medical School [MBBS-BDS]

@medical_school_slc


মেডিকেল ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রস্তুতি সহায়ক একটি চ্যানেল.
[A part of "Student’s Last Chapter [SLC]"]

Subjects: Biology, Chemistry & Physics

Attend Free Exams & Quizzes👇🏻
@QuizLive_SLc_medical

SLC - Medical School [MBBS-BDS] (Bengali)

এই চ্যানেল হলো 'SLC - Medical School [MBBS-BDS]', যা মেডিকেল ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি প্রস্তুতি সহায়ক চ্যানেল। এটি 'Student’s Last Chapter [SLC]' এর একটি অংশ। এই চ্যানেলে Biology, Chemistry এবং Physics বিষয়ের উপর তথ্য এবং প্রশ্নপত্র পাওয়া যায়। এখানে অগ্রাধিকারিক পরীক্ষা এবং কুইজ অনুষ্ঠিত হয় যাতে শিক্ষার্থীদের প্রস্তুতির মান বাড়ানো যায়। তাই, মেডিকেল ভর্তির প্রিয় ইচ্ছুক শিক্ষার্থীরা এই চ্যানেলে যোগদান করে নিজেদের কুশলতা এবং জ্ঞান অগ্রগতি করতে পারেন।

SLC - Medical School [MBBS-BDS]

26 Jan, 20:22


যে নিয়মিত কুরআন পড়ে, তাকে বুদ্ধিমত্তার নেয়ামত দেওয়া হবে; যদিও তার বয়স ২০০ বছর হয়।

— মুহাম্মাদ ইবনু কাব (রহ.)
[সূত্র : আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, ৯/২৭০]

SLC - Medical School [MBBS-BDS]

26 Jan, 20:20


মনে রেখো, জীবন কখনোই সহজ নয়, আর সাফল্যের পথ কখনোই মসৃণ হয় না। কিন্তু যারা বিশ্বাস রাখে আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়, তারাই সফলতার চূড়ায় পৌঁছায়।
কখনো কখনো মনে হবে, পথ অনেক দীর্ঘ আর কষ্ট অসহনীয়। ঠিক সেই মুহূর্তেই নিজেকে বলো: "আমি পারবো, কারণ আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন।"
মনে রেখো, একটি বড় গাছও ছোট্ট একটি বীজ থেকে জন্মায়। তোমার আজকের ছোট পদক্ষেপই একদিন তোমার বড় স্বপ্নকে বাস্তব করে তুলবে।
"হতাশা নয়, আশার আলোকে আঁকড়ে ধরো। কারণ তোমার জন্য অপেক্ষা করছে এমন একটি দিন, যেদিন তুমি গর্ব নিয়ে বলবে—আমি পেরেছি।"

SLC - Medical School [MBBS-BDS]

26 Jan, 17:40


আমি চাইছি যেন তোমরা প্রত্যাকে চান্স পাও,খুশি থাক, এই চাওয়াটাই মে বি আমার ভুল্ হয়েছে

SLC - Medical School [MBBS-BDS]

26 Jan, 17:38


তোমরা এক্সাম না দিলে আমি আর এক্সাম লিংক দিবো না


যাদের নিয়ে এই আয়োজন, তারা কিনা আমাকে বারবার বারবার হতাশ করে

ব্যাপারটা দু:খজনক

তোমরা বলে দিলেই তো হয়, ভাইয়া এক্সাম নিয়েন না
তাহলেই তো এক্সাম নিবা না

আমার শুধু শুধু সময় লস😞

SLC - Medical School [MBBS-BDS]

26 Jan, 17:36


⚕️DENTAL SPECIAL WEBSITE  EXAM  ~ 03


SUBJECT      : ALL
TOTAL MCQ : 100
TIME              : 40 Minutes
Link                :

https://www.rayvila.com/g.php/231031223742

বি:দ্র : সর্বোচ্চ নম্বরধারী ৫ জনের রেজাল্ট পোস্ট করা হবে।

~@IBRAHIM_RIFAT

SLC - Medical School [MBBS-BDS]

26 Jan, 17:32


কনগ্রাশুলেশনেস তোমাদের

keep studying

SLC - Medical School [MBBS-BDS]

26 Jan, 17:30


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে আসন সংখ্যা।
বাদ গেলো পোষ্য কোটা♥️

SLC - Medical School [MBBS-BDS]

26 Jan, 17:28


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫

SLC - Medical School [MBBS-BDS]

26 Jan, 16:59


মাত্র ১৯ জন এক্সাম দিয়েছ

বাকীরা কই!?😑

SLC - Medical School [MBBS-BDS]

26 Jan, 16:49


AFMC RESULT PUBLISHED 💥

SLC - Medical School [MBBS-BDS]

26 Jan, 12:18


কমেন্ট পড়িও

SLC - Medical School [MBBS-BDS]

26 Jan, 12:16


তোমার ভেতরে যে সম্ভাবনা লুকিয়ে আছে, তা হয়তো এখনো তুমি নিজেই পুরোপুরি জানো না। দুনিয়ার সব বাধা, কষ্ট আর চ্যালেঞ্জ তোমাকে থামাতে পারবে না, যদি তুমি নিজের লক্ষ্যে স্থির থাকো।
জীবনের প্রতিটি কঠিন সময় একটি পরীক্ষার মতো, যেখানে তুমি প্রমাণ করতে পারবে, তুমি কতটা শক্তিশালী। মনে রেখো, দুনিয়ার কোনো সফল মানুষই সহজ পথে সফলতা পায়নি। তারা প্রতিদিন লড়াই করেছে, প্রতিদিন নিজের ভয় আর সন্দেহকে জয় করেছে।
তোমার কষ্ট, তোমার পরিশ্রম—সবই একদিন সাফল্যের গল্পে পরিণত হবে। শুধু থেমে যেও না। "তুমি পারবে," কারণ আল্লাহর ইচ্ছায় সবকিছু সম্ভব।
"নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তোমার লড়াই তোমার গল্প হবে, আর সেই গল্পই একদিন অন্যদের অনুপ্রেরণা দেবে।"

SLC - Medical School [MBBS-BDS]

26 Jan, 12:15


কান্নাকাটি করে আন্তরিকভাবে তাওবাহ্ করার পর যে 'স্বর্গীয়' একটা অনুভূতি তৈরি হয়, এটা পৃথিবীর সব সম্পদের বিনিময়েও পাওয়া সম্ভব নয়। আল্লাহ্ আমাদের এভাবেই বানিয়েছেন যে, আমরা শয়তানের প্ররোচনায় গোনাহ করি ঠিকই, কিন্তু এই গোনাহের মাধ্যমে মানসিক তৃপ্তি পাই না কখনো; হয়ত কিছুটা ফূর্তি হাসিল হয় সাময়িক সময়ের জন্য।

যখন আমরা তাওবাহ করে পবিত্র একটা মন নিয়ে দিনাতিপাত করব, তখন আমাদের মধ্যে কখনো কোনো কিছু হারানোর ভয় থাকবে না। কারণ আমরা জানি,

"আন্তরিকভাবে তাওবাহকারী ব্যক্তি এমন, যেন সে গোনাহই করেনি।" [ইবনে মাজাহ ৪০৩৪]

এমতাবস্থায় দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্য আমাদের টানবে না। বরং মনে মনে এটা আকাঙ্ক্ষা করবো, যদি ঠিক এই অবস্থায়ই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি (মৃত্যুবরণ করতে পারি) তবে তো আমার খোশ-নসিব! আমি অন্তত আশাবাদী হতে পারব।

©Dawah

SLC - Medical School [MBBS-BDS]

26 Jan, 12:06


⚕️DENTAL SPECIAL WEBSITE  EXAM ~ 02


SUBJECT      : ALL
TOTAL MCQ : 100
TIME              : 40 Minutes
Link                :https://www.rayvila.com/g.php/220419050136

বি:দ্র : সর্বোচ্চ নম্বরধারী ৫ জনের রেজাল্ট পোস্ট করা হবে।

~@IBRAHIM_RIFAT

SLC - Medical School [MBBS-BDS]

26 Jan, 12:06


Done

SLC - Medical School [MBBS-BDS]

24 Jan, 08:56


আর প্রশ্ন মনে থাকলে জানাও।

যারা ডেন্টাল এক্সাম দিবা, তারা দেখে নাও

SLC - Medical School [MBBS-BDS]

24 Jan, 08:35


আজকে AFMC তে আসা প্রশ্নসমূহ.....


১. STP তে নাইট্রোজেনের আরএমএস বেগ?
২.কোন বিজ্ঞানী দ্বিপদ নামকরণ করেন?
৩.হার্ট অ্যাটাকের জন্য কোন ফ্যাক্টর দায়ী?
৪. ডি - লাইমিং হিসেবে ব্যাবহৃত হয় কোনটি?
৫.অ্যান্টিবডি তৈরী করে কোনটি?
৬.কত বছর বয়সে শিশুর মস্তিষ্কের ৯০ শতাংশ পর্যন্ত তৈরি হয়?
৭.ডিম্বাণু তৈরী হয় কোন প্রক্রিয়ায়?
৮.সংবেদি অঙ্গসমুহ তৈরী করে কোন ভ্রূণস্তর?
৯.হৃদপিন্ডের সংকোচন বৃদ্ধি করে কোন হরমোন?
১০.হার্ট অ্যাটাক হয় কোন ফ্যাক্টর এর কারণে?
১১.শালদুধ কোন প্রতিরক্ষার উদাহরণ?
১২.সাইকেলের টায়ার ফেটে গেলে কোন লেখচিত্র পাওয়া যায়?
১৩.শৈবাল নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করাকে কি বলে?
১৪.এমাইলেজ এর বৈশিষ্ট্য নয় কোনটি?
১৫.Similar word of embezzle?
১৬. উদ্ভিদ এর সাইটোপ্লাজম এ সবচেয়ে বড় অঙ্গানু কোনটি?
১৭.কোন অ্যামাইনো এসিডে দুটি কাইরাল কার্বন পাওয়া যায়?
১৮.রিডিউসিং স্যুগার নয় কোনটি?
১৯.ফুসফুসে ধমনিতে কার্বন ডাই অক্সাইড এর চাপ কত?
২০.I am glad___your success
২১. ব্লাক ফুট ডিজিজ হয় কোন মৌলের কারণে
২২. সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি
২৩.কোন কণার প্রতি কণা নেই?
২৪. মায়ের দুধে কোন ig থাকে

Gk

২৫. ইউনুসের থ্রি জিরো তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি?- শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ" (এগুলোর বাইরের কিছু হলে তা অন্তর্ভুক্ত নয়)।
২৬. আবু সাইদ কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন?- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
২৭. বীরশ্রেষ্ঠদের মধ্যে কে বিমান বাহিনীর সদস্য ছিলেন?- মতিউর রহমান।
২৮. অপারেশন জ্যাকপট পরিচালিত হয় কবে?- ১৯৭১ সালের ১৫ আগস্ট।
২৯. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয় কবে?- ২০২৫ এর ২ জানুয়ারি/ ১৯৭২ এর ২৪ মে
৩০. BIRDEM এর প্রতিষ্ঠাতা কে?- ড. মোহাম্মদ ইব্রাহিম।
৩১. হিরোশিমা নগরীতে নিক্ষিপ্ত পারোমানবিক বোমার নাম কী?-লিটল বয়
৩২. ড. মুহাম্মদ ইউনুস ও গ্রামীন ব্যাংক কতসালে নোবেল পুরষ্কার লাভ করে?-  ২০০৬
৩৩. মুক্তিযুদ্ধে খেতাব প্রাপ্ত দুইজন নারী কে কে?- ক্যাপ্টেন সিতারা বেগম এবং তারামন বিবি।
৩৪. পাটের তৈরি ব্যাগ কে আবিষ্কার করেন?-মোবারক আহমদ খান

৩৫. ★একজন ব্যক্তির ওজন ৭০ কেজি হলে মঙ্গলে গেলে তার ওজন কত হবে?
৩৬.1জুল=কত ক্যালরি?
৩৭. রক্তের pH নিয়ন্ত্রনে কোন এনজাইমের ভূমিকা নেই?
৩৮. ভলিউম রিসেপ্টর কই থাকে?
৩৯. what is the synonym of "Embezzle"?
৪০. উদ্ভিদ এর সাইটোপ্লাজম এ সবচেয়ে বড় অঙ্গানু কোনটি?
৪১.লালা গ্রন্থি নয় কোনগুলো?
৪২. ADH জনিত রোগ কোনটি?
৪৩. বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর ত্বরণ কোনদিকে ক্রিয়া করে?
৪৪.কঠিন বস্তুকে ভিজাতে তরল আর কঠিন বস্তুর মধ্যবর্তী কোণ কত হতে হবে?
৪৫.তরঙ্গ দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম কোনটি সঠিক?( মাইক্রোওয়েভ,অবলোহিত আর অতিবেগুনী দিয়ে অপশন)
৪৬.ক্যালোমেল কোনটি?
৪৭.কৃত্রিম উপগ্রহ কোন বায়ুমন্ডলে অবস্থান করে?
৪৮. শক্তিশালী গ্রিনহাউজ গ্যাস কোনটি?
৪৯. কতো মিলিলিটার রক্ত বৃক্কে পরিশোধিত হয়?
৫০. লোহিত রক্ত কনিকা কোথায় ধংস হয়?
৫১. ডোপামিন ও সোমাটোস্ট্যাটিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
৫২. বিটা গ্লাইকোসাইডিক বন্ড পাওয়া যায় কোনটিতে?
৫৩. কোনটি অ্যামাইলোজ এর বৈশিষ্ট্য নয়?
৫৪. পাকস্থলীতে কোনটি বিপাকের এনজাইম নেই?
৫৫. কার বিজারণ ক্ষমতা সব চেয়ে বেশি?
৫৬. নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি কত?
৫৭. ব্যারোমিটার কে আবিষ্কার করেন?
৫৮. ধমিনীতে PO2 এর চাপ কতো?
৫৯. নিচের কোনটি লালাগ্রন্থি নয়?
৬০. নিচের কোনটি কর্ণাস্থি নয়?
৬১. সিসাময়েড অস্থি কোনটি?
৬২. রক্ত সব থেকে বেশি নষ্ট হয় কোথায়?
৬৩. পিত্তরস কোথায় তৈরি হয়?
৬৪. ক্যালসিটোনিন কোথায় তৈরি হয়?
৬৫. কে প্রথম ক্রসিং ওভার দেখেন?
৬৬. কোন গ্যাস সব থেকে বেশি থাকে গ্রিন হাউস গ্যাসে?
৬৭. অসম্পূর্ণ দহনে কি উৎপন্ন হয়?
৬৮. হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
৬৯. উইলিয়ামসন বিক্রিয়া কোনটি?
৭০.এটা আমার সাধ্যাতীত Translation?
৭১.the government need peoples obedience and ____ to
Something something

৭২. the doctor ......the round in the hospital

Round ki parts of speech

Answer could be adherence

৭৩. kothai কাইরাল কার্বন duita?
methionine glysine
leusine

৭৪.কোনটি সর্বাপেক্ষা পুরু?
বাম অলিন্দ
বাম নিলয়
ডান অলিন্দ
ডান নিলয়

৭৫.Kontir di electric constant beshi chilo?
৭৬.দ্রবণের ঘনত্ব জানা যায় কোনটির সাহায্যে?
বিয়ার ল্যাম্বার্ট/এডিসনের /গেলুসাক
৭৭.সবচেয়ে বেশি খাদ্য শোষণ হয় কোথায়?
ক্ষুদ্রান্ত্র
৭৮.Archeology
One word substitute

৭৯. to take one's task meaning
৮০.
Which one is correct
She speaks English like the English
She speaks the English like English
৮১.ভূ চুম্বক এর ক্ষেত্রে কোনটি সঠিক??
ভৌগোলিক অক্ষ ও চুম্বক অক্ষ ১১.৫ /
উত্তর মেরু লাল/দক্ষিন মেরু নীল/

@

SLC - Medical School [MBBS-BDS]

24 Jan, 08:29


AFMC exam কেমন হলো তোমাদের?

SLC - Medical School [MBBS-BDS]

24 Jan, 05:36


হাঁটছেন? দরূদ পড়ুন।
মন খারাপ? দরূদ পড়ুন।
চিন্তায় আছেন? দরূদ পড়ুন।
কিছু ভুলে গেছেন? দরূদ পড়ুন।
কিছু হারিয়ে গেছে? দরূদ পড়ুন।
একা একা আছেন? দরূদ পড়ুন।
সফরে আছেন? দরূদ পড়ুন।
আযানের পর? দরূদ পড়ুন।
জুমাবার? দরূদ পড়ুন।

"আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ_ﷺ...

-اللهم صل وسلم على نبينا محمد ﷺ

যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে,  আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করেন। [মুসলিম : ৪০৮]

- তামিম মোহাম্মদ রেজা

SLC - Medical School [MBBS-BDS]

24 Jan, 05:04


আহ মুসলিম উম্মাহ😭

SLC - Medical School [MBBS-BDS]

24 Jan, 04:03


“হে মু’মিনগণ! জুমু’আর দিন যখন সালাতের জন্য আহবান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ কর; এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা উপলদ্ধি কর।

সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফলকাম হও।”

{সূরা জুুমুআ, আয়াত ৯-১০}

SLC - Medical School [MBBS-BDS]

24 Jan, 04:02


সবাই সলভ করছো তো?

SLC - Medical School [MBBS-BDS]

24 Jan, 04:01


🥀ইনসুলিন-রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে।
🥀গ্লুকাগণ-রক্তে শর্করার পরিমাণ বাড়াতে সাহায্য করে।
🥀এড্রেনালিন-বিপাকীয় হার নিয়ন্ত্রণ,হৃৎগতি বৃদ্ধি ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে।
🥀অ্যালডোস্টেরন-রক্তে Na+ ও K+ এর সমতা রক্ষা করে।

@ Tanjina

SLC - Medical School [MBBS-BDS]

24 Jan, 04:00


সেরেব্রামের কাজ:

🌼চিন্তা,বুদ্ধি,ইচ্ছাশক্তি,উদ্ভাবনীশক্তি প্রভৃতি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ করে।
🌼বিভিন্ন সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।
🌼বাকশক্তিকে নিয়ন্ত্রণ করে।
🌼দেহের সব ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।

SLC - Medical School [MBBS-BDS]

24 Jan, 04:00


🌿থাইরয়েড গ্রন্থি একটি প্রজাপতি আকৃতির Endocrine gland বা অন্তঃক্ষরা গ্রন্থি।এটি ট্রাকিয়ার(শ্বাসনালি)উভয় পাশে অবস্থিত।এ গ্রন্থি হতে ট্রাইআয়োডোথাইরোনিন,থাইরক্সিন ও ক্যালসিটোনিন নামক ৩টি সক্রিয় হরমোন নিঃসৃত করে।🌿

SLC - Medical School [MBBS-BDS]

24 Jan, 04:00


🌻কর্ণিয়া ও আইরিশের মধ্যবর্তী প্রকোষ্ঠ-অগ্র প্রকোষ্ঠ
🌻আইরিশ ও লেন্সের মধ্যবর্তী প্রকোষ্ঠ-পশ্চাৎ প্রকোষ্ঠ
🌻লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠ-ভিট্রিয়াস প্রকোষ্ঠ

SLC - Medical School [MBBS-BDS]

24 Jan, 04:00


🌿অন্ধবিন্দুঃরড কোষ বা কোন কোষ থাকে না।তাই,আলোক সংবেদী নয়।

🌿ফোবিয়া সেন্ট্রালিস/পীতবিন্দু/Yellow spot:কিছু সংখ্যক রড কোষ থাকে,প্রচুর কোন কোষ থাকে।অতিরিক্ত আলোক সংবেদী,সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয়।

SLC - Medical School [MBBS-BDS]

24 Jan, 04:00


🌼অপটিক-চোখ
🌼অডিটরি-কান
🌼ভেগাস-পাকস্থলি
🌼অকুলোমোটর-চোখ

🌿🌿ভেগাস স্নায়ুর শাখাগুলো-
ল্যারিঞ্জিয়াল,কার্ডিয়াক,গ্যাস্ট্রিক এবং পালমোনারি🌿🌿

SLC - Medical School [MBBS-BDS]

24 Jan, 04:00


🌿প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথহরমোন বা প্যারাথাইরিন এর প্রধান কাজ-ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ।এটি বৃক্কে ক্যালসিয়ামের পুনঃশোষণ বাড়িয়ে দিয়ে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়ায় এবং ফসফেটের মাত্রা কমায়।
🌿থাইরয়েড গ্রন্থি নিঃসৃত ক্যালসিটোনিন রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায়।

SLC - Medical School [MBBS-BDS]

24 Jan, 04:00


🌻সেরেব্রামের খন্ড দুটি যুক্তকারী স্নায়ুগুচ্ছ-কর্পাস ক্যালোসাম।
🌻সেরেবেলামের খন্ড যুক্তকারী স্নায়ুগুচ্ছ-ভার্মিস

SLC - Medical School [MBBS-BDS]

24 Jan, 04:00


🌺কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের(মস্তিষ্ক ও সুষুম্নাকান্ড) আবরণীকে মেনিনজেস বলে।
মেনিনজেসের ৩টি অংশ:
১.ড্যুরা ম্যাটার
২.অ্যারাকনয়েড ম্যাটার
৩.পায়া ম্যাটার

মনে রাখার টেকনিকঃDAP

🌺মেনিনজেস জীবাণু দ্বারা সংক্রমিত হলে মেনিনজাইটিস রোগ হয়।
🌺Neisseria meningitidis নামক ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা মেনিনজেস সবচেয়ে বেশি আক্রান্ত হয়

SLC - Medical School [MBBS-BDS]

19 Jan, 13:22


https://www.facebook.com/share/18TiKTMc8m/


মেডিক্যাল এডমিশন পরীক্ষায় নাতি-নাতনি কোটার কারণে অনেকে এক্সট্রা সুবিধা পেয়েছে বলে পরীক্ষার্থীরা অভিযোগ জানাচ্ছেন। চব্বিশের গণঅভ্যুত্থানের সূচনাই হয়েছিল কোটার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে। মেডিক্যাল এডমিশনে যারা যারা এটেন্ড করেছিলেন আপনাদের কেউ যদি কোটার কারণে বঞ্চিত হয়ে থাকেন ফেসবুক লিংকের কমেন্টবক্সে বিস্তারিত জানান। যেকোনো বৈষম্যের বিরুদ্ধে আমাদের কন্ঠ সর্বদা সোচ্চার থাকবে।

©বৈছাআ

SLC - Medical School [MBBS-BDS]

19 Jan, 13:05


সমন্বয়ক মাহিন সরকার

SLC - Medical School [MBBS-BDS]

19 Jan, 13:01


মেডিকেল এক্সাম দিয়ে চান্স না পাওয়া আর মেডিকেল এক্সাম এ বসার যোগ্যতাই নাই ,কোনটা বেশি পেইন দেয়?
হ্যাঁ আমিও ওইরকম ই একজন।

যাইহোক যারা Medi aspirant তোমাদের জন্য সামনে অনেকগুলো ভার্সিটির অনেক ভালো ভালো সাবজেক্ট এখনো আছে, শুধু হতাশ না হয়ে নিজের Preparation টা Revision এর মধ্যে রাখো । Time management আর Hand calculation এ যত ফাস্ট হবা এক্সাম হল এ ততই বেনেফিট পাবা। আমি ২ বার Admission test এ প্রচুর Struggle করছি একেবারে কলেজ এ পর্যন্ত চান্স হচ্ছিল না সেইখান থেকে আলহামদুলিল্লাহ ভালো জায়গায় আছি🤍

শুধু ধৈর্য টা রাখো ইনশাআল্লাহ শেষ হাসি তোমার ই হবে

কালেক্টেড

SLC - Medical School [MBBS-BDS]

19 Jan, 12:56


""কোটা না মেধা""
৫৮ হাজার প্লাস সিরিয়ালে থেকে যদি সরকারি মেডিকেলে চান্স পায়,মেধার মূল্যায়ন হলো কই।।
পরীক্ষার্থীর বাবা কত বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছে জানতে মন চায়।

SLC - Medical School [MBBS-BDS]

19 Jan, 12:55


Highest 90.75
Cut mark 73.75
DMC last 84.5
Update from Target DMC

SLC - Medical School [MBBS-BDS]

19 Jan, 12:29


দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫।

৬৩ শতাংশই মেয়ে।

SLC - Medical School [MBBS-BDS]

19 Jan, 12:13


মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হইছে।

তোমাদের ফলাফল জানাও।।
ফলাফল যেমনই হোক নিরাশ হইয়ো না।
লিংক : https://result.dghs.gov.bd/mbbs/

SLC - Medical School [MBBS-BDS]

18 Jan, 13:13


আর আমার ব্যাপারে আলোচনা, সমালোচনা করতে পারো,এই চ্যানেলের উপকারীতা,অপকারীতা নিয়ে মন্তব্য করতে পারো কমেন্ট বক্সে।
সমালোচনা থেকেও নিজেকে যোগ্য করে গড়ে তুলতে সুবিধা হয়,ভুল কে শুধরাতে পারি।

তোমাদের মতামত, রিভিউ জানাও
(অতীত, বর্তমান আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যা কিছু ইচ্ছা বলতে পারো)

SLC - Medical School [MBBS-BDS]

18 Jan, 13:10


এটার কমেন্ট ও একটু পড়িও।

SLC - Medical School [MBBS-BDS]

18 Jan, 13:05


আমার কিছু কথা,

প্রশ্ন দেখে মনে হচ্ছে কাট মার্ক ৬৯/৭০ এর নিচে নামবে না।জাস্ট প্রেডিকশন দিলাম।অনেকের ভালো আবার খারাপ লাগবে।এটাই বাস্তবতা।

অনেকেই দেখবা কম পড়েই মেডিকেলে চান্স পেয়ে গেছে আবার অনেকেই বেশি পড়ে রাতদিন পরিশ্রম করেও চান্স পাই নাই।

এর একটি কারণ সিট অল্প সবাই চান্স পাবে না
দ্বিতীয়ত সবাই কমবেশি পরিশ্রম করলে ও, আল্লাহ নির্দিষ্ট কিছু মানুষকে এই পেশার জন্য উপযুক্ত মনে করেছেন,তাদের ভাগ্যে লিখে রেখেছেন, তারাই চান্স পাবেন।

তাই হতাশ হওয়া যাবে না,আল্লাহ তোমাকে কখন কোথায় চান্স দিবেন এটা একমাত্র আল্লাহই ভালো জানেন।শুধু তুমি ধৈর্য্য ধরে এগিয়ে যাবা,হাল ছাড়বা না,আল্লাহর উপর ভরসা রাখবা

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি তোমার উপযুক্ত স্থানে যাবা,সফল হবা।
তাই যাদের নাম্বার কম আসবে বলে মনে হচ্ছে তারা পরবর্তী স্টেজের জন্য পড়া শুরু করে দাও,আমি পর্যাপ্ত রেসপন্স পেলে তোমাদের জন্য কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সবাই চান্স পাওয়া স্টুডেন্ট দের নিয়ে লাফালাফি করে, কিন্তু জীবনের ১ম এডমিশন দিয়ে ব্যার্থ হওয়া স্টুডেন্ট দের কেউ মনে রাখে না,তাই আমার এই সিদ্ধান্ত।


আর যারা চান্স পাবা,এখানেই অনেকেই চান্স পাবা
আমার একটা রিকুয়েষ্ট, পালন করবা কিনা জানি না,তাও বলছি

তোমাদের অনেক ফ্রেন্ড আছে যারা চান্স পাবে না, তাদের খোঁজ খবর রাইখো,তারা এডমিশনে চান্স পাওয়া পর্যন্ত সর্বোচ্চ হেল্প করবা।
পাশাপাশি আমাদের গ্রুপে পোল দিও,নোটস শেয়ার করতে পারো,যেই নোটস তো আর কাজে লাগবে না তোমার,নিজস্ব সিক্রেট শেয়ার করতে পারো।
কেন বলছি এসব!!
হয়তো তোমার পড়ার টেকনিক একটু স্পেশাল ছিলো যার কারণে চান্স পেয়েছ,সেই সিক্রেট,নোটস দিয়ে এসব স্টুডেন্টদের সাহায্য করবা।

হেল্প করতে টাকা লাগে না রে ভাই,লাগে উত্তম মনমানসিকতা, নিরহংকার।

চান্স পেয়ে অহংকারী হয়ো না কেউ।

আমি ও চেষ্টা করি, যাতে নি:স্বার্থভাবে সকলের উপকার করার,তোমাদের পেছনে ব্যায়িত সময় আমার মেডিকেল পড়ালেখায় কাজে লাগালে অনেক এগিয়ে যেতাম।তাও তোমাদের জন্য কিছু করার চেষ্টা করি,ভালোই লাগে।।
যাক,
জীবনের সেরা একটা লেখা শেয়ার করলাম।
আগামীর চান্স প্রাপ্ত নিরংহকারী হবা,

ধাক্কা খাওয়া ক্যান্ডিডেট রা আল্লাহর উপর ভরসা রেখে প্রস্তুতি শুরু করে দিও,কারণ যারা ১ম এডমিশনে ধাক্কা খায় মনে করে জীবন শেষ,
আরে বোকা, হোচট খাওয়া মানে হেরে যাওয়া নয়,জীবনে উত্থান পতন তো হয় ই।আজকে তার দিন, পরবর্তী দিন তোমার।

যাক ভালো থেকো,সুখে থাকো যেখানেই যাও,আমার জন্য ও দোয়া করিও,যাতে একজন সৎ, মানবিক,নিরংহকারী ডাক্তার হতে পারি।

প্রত্যকে প্রত্যকের জন্য দোয়া কইরো, দোয়ার শক্তি এমন যে তা মানুষের ভাগ্য ও পরিবর্তন করে দিতে পারে।

MD. IBRAHIM H. RIFAT
SOMC(22~23)
IMS,CU(21~22)

(সুখ দু:খ আমাকে জানাতে পারো @IBRAHIM_RIFAT এই ঠিকানায়,চান্স পেলে জানাবা এমনা না,চান্সহীনরা ও যেকোন জিজ্ঞাসা করতে পারো)

SLC - Medical School [MBBS-BDS]

17 Jan, 18:15


#factos থেকে কালেক্টেড নোটস দিছিলাম

হ্যাশ ট্যাগ এ ক্লিক করে দেখে নাও কয়টা এমসিকিউ কমন আসছে!!

SLC - Medical School [MBBS-BDS]

17 Jan, 18:12


কাট মার্ক মিলানোর জন্য জরিপ করছি।
💯

SLC - Medical School [MBBS-BDS]

17 Jan, 18:06


আবু সাইদের টা পারছিলা তো!!


১৬ জুলাই, ২০২৪(ভিডিও টি চ্যানেলে আপলোড করা হয়েছিল)

SLC - Medical School [MBBS-BDS]

17 Jan, 18:02


প্রশ্ন ১০০:অনুশীলনীর এমসিকিউ (গত ২০ দিনেরপোল থেকে কমন)

SLC - Medical School [MBBS-BDS]

17 Jan, 17:59


:অনুশীলনীর এমসিকিউ (গত ২০ দিনেরপোল থেকে কমন)

SLC - Medical School [MBBS-BDS]

12 Jan, 20:10


✔️MOTIVATION ~ 07

# আমরা_শুনতে_চাই
#শেষ সপ্তাহের মোটিভেশান

আপনি যা চাইছেন তা কখনোই পাবেন না, বরং আপনি তা-ই পাবেন যা আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা চাইবেন।


আপনি বলতে পারেন, ‘অনেকে তো যা চায় তা-ই পায়’।


একদম ঠিক। এর কারণ হলো— তাদের চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়।


তাই, যখনই আল্লাহর কাছে কিছু চাইতে যাবেন, সাথে সাথে বলবেন— ‘ইয়া রব, আমি এটা চাইছি ঠিক, কিন্তু সেটাতে আমার জন্য কল্যাণ আছে কী না আমি জানি না৷ যদি কল্যাণ থাকে, তাহলেই যেনো আপনি আমার জন্য সেটা নির্ধারণ করেন’।
©Arif Azad

সৎ, ইফেক্টিভ পরিশ্রম করে আল্লাহর কাছে চাও।তিনি নারাজ করবেন না😊

SLC - Medical School [MBBS-BDS]

12 Jan, 18:32


ডান আলহামদুলিল্লাহ

SLC - Medical School [MBBS-BDS]

07 Jan, 15:13


গতকালের তারিখ কি ছিল?

২০২৪ সাল🙂🙃🙃

SLC - Medical School [MBBS-BDS]

07 Jan, 15:11


সালামের জবাব কেউ দিলে না

SLC - Medical School [MBBS-BDS]

07 Jan, 15:11


১৫ জন রিয়েক্ট দাও।
এই ১৫ জন আসলে শুরু হবে

SLC - Medical School [MBBS-BDS]

07 Jan, 15:10


আছো স্বপ্নবাজরা!?

টেক্সট বুক এমসিকিউ সলভ হবে

SLC - Medical School [MBBS-BDS]

07 Jan, 15:08


আসসালামু আলাইকুম

SLC - Medical School [MBBS-BDS]

06 Jan, 19:36


SLC - Medical School [MBBS-BDS] pinned «⚕️বিছমিল্লাহির রাহমানির রাহিম ☝️ ✔️DAY : 12 Text Book MCQ Challenge SUBJECT : PHYSICS  ✔️PAPER      :01 ✔️CHAPTER :04 ✔️Total MCQ : ✔️Date : 05.12.2024 💥💥»

SLC - Medical School [MBBS-BDS]

06 Jan, 19:29



SLC - Medical School [MBBS-BDS]

06 Jan, 17:22


✔️Done Alhamdulillah 😊

বি:দ্র : সবাই আজকের এই এমসিকিউ গুলো সলভ করে নাও।
শেষ করে Alhamdulillah Done লিখ।
আজকে অফিশিয়ালি পদার্থের ৪ টা অধ্যায় শেষ হলো।রসায়নের সব অধ্যায় শেষ হলো।

আমরা এভাবেই আগাবো😊
ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে অনুশীলনীর এমসিকিউ আসলে ভুল হবে না।
ধন্যবাদ💝।।

SLC - Medical School [MBBS-BDS]

06 Jan, 17:21


মেডিকেল পরীক্ষায় হুবুহু কমন 💥💯

SLC - Medical School [MBBS-BDS]

25 Dec, 01:20


তোমাদর পর্যাপ্ত রেসপন্স না পেলে এই প্রোগ্রাম বেশিদূর আগাবে না, সবাইকে এটা সম্পর্কে জানিয়ে দাও..

SLC - Medical School [MBBS-BDS]

25 Dec, 01:17


💝মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের বলছি,সকাল থেকে তোমাদের মেহনত শুরু করে দিবা।এই সময়টা একদম ইম্পোর্টেন্ট। সকালে যে সময় ব্যয় করবা তা একদম ইফেক্টিভ।আর যে যত কম মেহনত দিবা এই রেইচ থেকে পিছে ছটকে পড়বা।

তাই আবার ও বলছি, শেষ সময়ে সর্বোচ্চ পরিশ্রম করো।
ইনশাআল্লাহ স্বপ্ন জয় তোমারই হবে।❤️
আজকে কে কে আছো সাড়া দাও কমেন্টে....

SLC - Medical School [MBBS-BDS]

25 Dec, 01:13


Call it a day means....

...commmeennnttt⬇️

SLC - Medical School [MBBS-BDS]

25 Dec, 01:07


এগুলো আর আসবে না😬

SLC - Medical School [MBBS-BDS]

03 Dec, 13:52


স্কোর?

SLC - Medical School [MBBS-BDS]

03 Dec, 03:29


Score?

SLC - Medical School [MBBS-BDS]

24 Nov, 11:55


Score?


?/13

...

SLC - Medical School [MBBS-BDS]

24 Nov, 00:21


মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া হাবিবের সাথে সাক্ষাতের সৌভাগ্য হলো আজ। মিডিয়া মারফত জানতে পারি, বিরল কৃতিত্বের অধিকারী এই মেধাবী শিশুটি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়।

এই খবর দেখামাত্র হাবিবের প্রতি বিশেষ স্নেহ ও ভালোবাসা অনুভব করি। সিদ্ধান্ত নিই, বিরল মেধার অধিকারী হাফেজ শিশুটির সাথে কিছু সময় কাটাব।

দেশের বাইরে থাকায় এতদিন সম্ভব হয়নি। আজ সপরিবারে তাকে ও তার উস্তাযকে অফিসে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার সাথে কিছু সময় কাটিয়েছি, স্বপ্নের কথা শুনেছি, শুনেছি তার সুন্দর কন্ঠের তিলাওয়াত।

কুরআন এক মহাসমুদ্র। মাত্র ৪৯ দিনে এই সমুদ্রকে বক্ষে ধারণ করা কুরআনের একটি মু'জিযা। এটি বিরল সৌভাগ্য ও আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয়।

দোয়া করি, মহান আল্লাহ হাবিবকে কুরআনের যোগ্য খাদেম হিসেবে কবুল করুন। তার উস্তাযকে উত্তম বিনিময় দান করুন।

SLC - Medical School [MBBS-BDS]

24 Nov, 00:08


প্রতিটি এলাকায় হোক, ফজর ক্যাম্পেইন! ❤️‍🔥

যাদের ফজর নাই তাদের সকাল নাই, আর যাদের সকাল নাই তাদের বিজয় নাই। তাই ফজর ক্যাম্পেইন আমাদের দাওয়াহের অগ্রাধিকার!

শায়খুনা Harun Izhar (حافظ الله)

“সাবাহাল খাইর - ফজর মোবারক!”

SLC - Medical School [MBBS-BDS]

23 Nov, 13:47


স্কোর?


?/১০।।

SLC - Medical School [MBBS-BDS]

23 Nov, 03:31


অনেকে বলে, ‘দ্বীন থেকে দূরে সরে যাচ্ছি। ফিরতে চাই, কিন্তু পারি না কোনোভাবে’।


কিন্তু, যদি তাদেরকে জিগ্যেশ করা হয়, ‘দ্বীনের জন্য কতোখানি সময় আপনি বরাদ্দ রাখতে রাজি প্রতিদিন?
তাদের অধিকাংশের উত্তরই অত্যন্ত হতাশাজনক হবে৷ তারা কাজ, ব্যস্ততা ইত্যাদির অযুহাত দেখিয়ে বলবে, ‘আসলে ভাই, সময় পাই না’।


যে জিনিসে সময় দেওয়া হয় না, সে জিনিসের সাথে দূরত্ব তৈরি হওয়াই স্বাভাবিক নয় কি?


আপনার ইচ্ছা যে আপনি ইলন মাস্কের মতো বিলিয়নিয়ার হবেন, কিন্তু সারাদিনমান আপনি যদি সোশ্যাল মিডিয়া অথবা গেইমস আর সিনেমা দেখার মধ্যে ডুবে থাকেন, কীভাবে তৈরি হবে আপনার বিলিয়নিয়ার হওয়ার পথ? যে জিনিসটা আপনার অনেকবেশি দরকার, যেটাকে ঘিরে আপনার স্বপ্ন আবর্তিত হয়, সেটা তো অবশ্যই অবশ্যই আপনার ‘সময়’ পাওয়ার হকদার৷


দেখুন, সংসারে সময় না দিলে স্বামী-স্ত্রীর মাঝে ডিভোর্স হয়ে যায়। সন্তানদের সময় না দিলে তারা বখে যায়। এমনকি—বারান্দার টবে থাকা গাছটার পরিচর্যা করা না হলে এক ভোরবেলায় দেখবেন সেটা মরে শুকিয়ে আছে।


দ্বীনের বিষয়টাও এমন। আপনি দ্বীন থেকে দূরে সরে যাচ্ছেন মানে—দ্বীনকে আসলে আপনি সময় দিচ্ছেন না৷ কুরআন হাদিস নিয়ে প্রতিদিন বসছেন না৷ কুরআনের তাদাব্বুর করছেন না৷ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিরাজি নিয়ে নিয়মিত ভাবছেন না।

@ Arif azad

SLC - Medical School [MBBS-BDS]

14 Nov, 11:40


S
C
O
R
E
:)

?/15

:|

SLC - Medical School [MBBS-BDS]

14 Nov, 03:27


স্কোর?


?/৯

SLC - Medical School [MBBS-BDS]

09 Nov, 19:11


প্রত্যাশিত পোল সলভ আপনারা করছেন না।

আপনারা আপনাদের ফ্রেন্ডদের কে গ্রুপে ইনভাইট দেন,সামনে ভালো কিছুর অপেক্ষা করছে!
অনুশীলনের প্রশ্ন সলভ, কুইজ বট,রেপিড ফায়ার পর্ব আসবে, এছাড়াও আসবে প্রশ্নব্যাংক সলভ পর্ব।
বিশেষ করে মেডিকেল ভর্তি প্রত্যাশীদের জন্য। তাই প্রত্যাশিত রেসপন্স না করলে আমাদের এই পর্ব গুলো করা সম্ভব হবে না।তাই একটি বিশেষ অনুরোধ এই গ্রুপ লিংক টা ফ্রেন্ডদের নিকট, ব্যাচ গ্রুপে ছড়িয়ে দিন,যাতে আমাদের পর্ব গুলো শুরু করতে পারি।
শুভকামনা সকলের প্রতি💖

গ্রুপ লিংক: https://t.me/Medical_School_শ্লচ

SLC - Medical School [MBBS-BDS]

09 Nov, 19:06


S
C
O
R
E

?/15...

.

SLC - Medical School [MBBS-BDS]

09 Nov, 04:46


ঈমানী মৃত্যু অনেক দামী জিনিস। শয়তান মৃত্যুকালীন সময়ে সর্বশক্তি প্রয়োগ করবে ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য। আবারও পড়ুন। শয়তান সর্বশক্তি প্রয়োগ করবে।  দুনিয়াতেই শয়তানের প্ররোচনায় সামান্য গুনাহ থেকে বাচতে পারিনা। যখন শয়তান সর্বশক্তি প্রয়োগ করবে  তখন হালত কী হবে? 

এমনিতেই আমাদের অধিকাংশের ই প্রকাশ্য আমল আর গোপন আমলে অনেক পার্থক্য। এজন্য ঈমানের উপর অটল থাকার দুয়াগুলো বারবার আমলের চেষ্টা করি। আল্লাহ তা'আলা ঈমানের উপর মৃত্যু নসিব করুন আমিন।

SLC - Medical School [MBBS-BDS]

09 Nov, 04:45


Score?



?/11..

SLC - Medical School [MBBS-BDS]

04 Nov, 17:27


.


Score?
......?/15!



.

SLC - Medical School [MBBS-BDS]

04 Nov, 06:19


#Palestine_Series
#Free_Palestine

❝কারো কি বাচ্চাদের পোশাক আছে দেওয়ার জন্য?❞

গাযার উত্তরাঞ্চলের বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবু ইয়াহিয়া। চার সন্তানকে নিয়ে কোনভাবে আশ্রয় মিলেছে একটি তাঁবুতে। খাবার সংকট, নেই পর্যাপ্ত বিশুদ্ধ পানি। আশ্রিত এলাকার একটি কলোনিতে গিয়ে এভাবেই নিজের বাচ্চাদের জন্য পোশাক চাচ্ছেন ইয়াহিয়া।

SLC - Medical School [MBBS-BDS]

04 Nov, 06:16


S
C
O
R
E
!?
?/15

SLC - Medical School [MBBS-BDS]

23 Oct, 10:38


"যেভাবে রাসূলুল্লাহর ﷺ আনুগত্যের অনুপাতে হিদায়াত, সাফল্য ও নাজাত পাওয়া যায়, সেভাবেই তাঁর ﷺ আনুগত্যের অনুপাতে সম্মান, উপযোগিতা ও সাহায্য পাওয়া যায়"।
.
~ ইমাম ইবনুল কাইয়্যিম [রাহ.]
.
[ যাদুল মাআদ: ১/৩৯]

SLC - Medical School [MBBS-BDS]

23 Oct, 06:16


😭😔

#Palestine_Series
#FreePalestine

SLC - Medical School [MBBS-BDS]

23 Oct, 06:15


S
C
  O
   R
    E
    !?

Out of 20...

SLC - Medical School [MBBS-BDS]

20 Oct, 17:24


দুয়া কবুল হয়, কবুল হওয়ার মতো চাইতে হয়:

দুপুরে এক অভাবী ব্যক্তি এসে বললেন, হযরত! হাজার দুইয়েক টাকা হবে? খুব সমস্যায় আছি। মাসের বেতন পেলেই দিয়ে দিব। আমি বললাম, ভাই! হাতে টাকা নাই। যা ছিল শেষ। তারপরও দেখি আসরের সময় আইসেন। আল্লাহ হয়তো কোনো ব্যবস্থা করবেন। লোকটা 'আলহামদুলিল্লাহ' বলে চলে গেলেন।

বিকেলে আমি বাসায় কম্পিউটারে কাজ করছিলাম। হঠাৎ ঢাকা থেকে ফোন। মসজিদের জয়েন্ট সেক্রেটারি উনি৷ বললেন- আমি হাজার দুইয়েক টাকা পাঠালে আজকের মধ্যে কাউকে দান করতে পারবেন? অভাবী ব্যক্তি দেখে? আমি নীরব হয়ে গেলাম। ভাবছিলাম দুপুরের অভাবী লোকটার সাথে আল্লাহর কি গভীর সম্পর্ক। বিকেলে তার রব তার জন্য সত্যি সত্যি দুই হাজার টাকার ব্যবস্থা করলেন। এরপর বিকাশে দুই হাজার নয়, তিন হাজার টাকা আসল।

মাগরিবের পর অফিস রুমে আমি ও আমার মু'আজ্জিন বসা। লোকটাকে ডাকলাম। বললাম, দুপুরে আমার কাছে টাকা চাইলেন। কী করবেন টাকা দিয়ে? লোকটা বললেন- গত রাতে গ্যাস সিলিন্ডার শেষ হয়েছে৷ এদিকে আপন বোন হাসপাতালে ভর্তি। টাকার অভাবে দেখতে যেতেও পারছি না! খুব আদরের বোন হুজুর! এ বলে লোকটার চোখ ছলছল করে উঠে। জিজ্ঞেস করলাম, আমি দিতে না পারায় আপনি কী করেছেন পরে? লোকটা বললেন- হযরত! আপনার কাছে না পেয়ে মনটা ভেঙে যায়। মালিকরে ডাকলাম৷ বললাম, মালিক! চার চারটা সন্তান নিয়ে কিভাবে চলব? আমার কিছু হলে আমার পরিবারটার কী হবে? হুজুর! বুক ফেটে কান্না আসছিল তখন।

মুচকি হেসে বললাম আপনার মালিক আপনার ডাকে সাড়া দিয়েছেন। উনি আপনার জন্য ঢাকা থেকে একজনকে ঠিক করেছেন। ঐ লোককে আপনি চিনেন না। তিনিও আপনাকে চিনেন না। আপনার দুই হাজার দরকার। তিনিও দুই হাজার দিবেন। আপনার মালিকই এই যোগসূত্র তৈরি করেছেন। তবে আপনার মালিক আপনাকে একটু বেশিই দিয়েছেন। চেয়েছেন দুই হাজার। মালিক আপনাকে তিন হাজার দিয়েছেন। বিকাশ নাম্বারটা দিন। লোকটা হাটুতে মাথা গুজে মালিক!  মালিক! বলে কান্নায় ভেঙে পড়েন। পাশে বসা মু'আজ্জিনের চোখেও পানি। আমি হাসার মাধ্যমে সুখের কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করছিলাম। 

লোকটা উঠে চলে গেল মসজিদে। সেজদায় পড়ে মালিকের কৃতজ্ঞতা আদায় করল।

এশার পর ফোন দিলাম ঢাকার সেই দাতাকে। পুরো ঘটনা বলার পর জিজ্ঞেস করলাম,আচ্ছা আল্লাহ আপনাকেই কেন পছন্দ করলেন তাঁর এক প্রিয় বান্দার চাহিদা পূরণের জন্য? উনি নীরব হয়ে গেলেন। বুঝতে পারছিলাম উনিও আবেগাপ্লুত।

আসলে দুই হাজার টাকা কিছুই না এ সমাজে৷ কিন্তু দেখুন এই সামান্য টাকার মধ্যেই আমার রবের কি কুদরেতরই না প্রকাশ ঘটেছে।

© উস্তাজ মাসুদ আলিমি

আল্লাহ তা'আলা সময় সময় দেখায় দেন দরজা খোলাই আছে শুধু টোকা দেওয়া বাকি

SLC - Medical School [MBBS-BDS]

20 Oct, 17:21


What you see in her eyes?
- happiness or sadness?

#Palestine_Series
#FreePalestine

SLC - Medical School [MBBS-BDS]

20 Oct, 17:19


Score?


!?/20...