এই প্রশ্নের উত্তরটা অনেকের কাছে ঠিক এমন,
কি আর পেলাম? অনেক কিছু হারালাম,বছরটা ভালো কাটেনি, কতগুলো বাঁশ দিয়ে গেলো, এমনটা না হলে ভালো হতো।’
কিন্তু কখনও কি এই চিন্তা মনে এসেছিল কথাটা সঠিক বলা হচ্ছে কিনা?
মানুষের জীবনে সবকিছুই আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ঘটে। সূরা আনফালের ৩০ নাম্বার আয়াতে ইরশাদ হয়েছে,
“নিশ্চয়ই আল্লাহ তায়ালা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।”
তাহলে এমন মন্তব্য দ্বারা মহান আল্লাহর পরিকল্পনাকে কি তুচ্ছ করে দেখা হচ্ছে না? আল্লাহর সিদ্ধান্তকে তুচ্ছ জ্ঞান করা আল্লাহকে অসন্তুষ্ট করার কারণ হয়ে দাঁড়ায়।প্রত্যেক বান্দাকে নিয়ে আল্লাহর খুব সুন্দর পরিকল্পনা থাকে। কিন্তু আল্লাহর সাথে সম্পর্কের দূরত্ব এই সুন্দর বিষয় অনুধাবনে বাঁধা হয়ে যায়।
মুমিনের জীবনে যা কিছু ঘটে তা হয় পরিক্ষা, না হয় যোগ্যতা অর্জনের জন্য কিছু বাস্তবতা।
যা ই ঘটে আপাত দৃষ্টিতে তা ভালো বা মন্দ মনে হলেও মুমিন সর্বাবস্থায় কল্যাণের অধিকারী হয়।
“আনাস ইবনে মালিক (রা:) থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মুমিনের বিষয়টি চমৎকার। আল্লাহ তার জন্য যা কিছু ফয়সালা করেন, তাই তার জন্য কল্যাণকর হয়।”
মুমিন সবসময় সব পরিস্থিতিকে আল্লাহর সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করে এবং ইতিবাচক চিন্তা পোষণ করে।
আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন।
আমিন।
________
“অনুধাবনে গত বছর”
🖋️আফিফা রহমান সাদিয়া