— মাহমুদুল হাছান
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️ のテレグラム投稿

আমরা চাই আমাদের চ্যানেলের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন আত্মাগুলো আলোকে ফিরে আসুক।ইবাদতে অনাগ্রহী আত্মাগুলোতে আগ্রহ সঞ্চার হোক।মৃতপ্রায় আত্মাগুলোতে ছড়িয়ে পড়ুক প্রাণশক্তি। ভালো কিছুর প্রত্যাশায় ইন শা আল্লাহ...
প্রয়োজনেঃ https://chithi.me/asifmuhammad
প্রয়োজনেঃ https://chithi.me/asifmuhammad
2,307 人の購読者
3,017 枚の写真
543 本の動画
最終更新日 11.03.2025 18:03
類似チャンネル

3,587 人の購読者

2,105 人の購読者

1,866 人の購読者
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️ によってTelegramで共有された最新のコンテンツ
হি'ন্দুদের সরস্বতী পূজা বা যে কোনো মূর্তি পূজার শুভেচ্ছা জানানো মানে হলো— পরোক্ষভাবে সেই বিশ্বাস ও কর্মকে সমর্থন করা, যা ইসলামের মৌলিক আক্বীদার পরিপন্থী। ইসলাম অন্য সকল ধর্মালম্বীর প্রতি সহনশীল আচরণ শেখায়; তবে এমন কোনো কথা বা কাজ সমর্থন করা, যা শিরকের প্রতি সম্মতি প্রকাশ করে, তা একজন মুসলিমের জন্য গ্রহণযোগ্য নয় এবং তা ইমান ভঙ্গের কারণ!
— মাহমুদুল হাছান
— মাহমুদুল হাছান
ব্যাপারটা অদ্ভুত না? একজনের মৃ*ত্যু নিশ্চিত ঘোষনা হয়ে গিয়েছে, তার পূর্বসূরিরাও ইতোমধ্যে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তাও সে খেল তামাশায় ব্যস্ত!
— হাসান আল-বসরি (রহ.)
[সূত্র : আল-মুজালাসাহ ওয়া জাওয়াহিরিল ইলম, ৮৪৩]
— হাসান আল-বসরি (রহ.)
[সূত্র : আল-মুজালাসাহ ওয়া জাওয়াহিরিল ইলম, ৮৪৩]
রেডি হন আরেকটা ঝড়ের জন্য। এই মুহুর্তে সবচে বেশি মিস করছি মুফতি আমিনী রহ. কে।
রামাদানের শেষ ১০ রাত জুড়ে নতুন এক উৎসব চলতে থাকে লাইলাতুল কদর তালাশ করার! আমরা অনেকেই ছোটবেলা থেকে হয়তো বাঙালি কালচারের অংশ হিসেবে জেনে এসেছি ২৭ এর রমাদানের রাত্রি শবে কদর। কিন্তু পরবর্তীতে দ্বীনের জ্ঞান অর্জন করতে করতে জেনেছি যে, শেষ ১০ রাতের মাঝে যে কোন রাত-ই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে! এবং কেউই নির্দিষ্ট করে বলতে পারবেন না যে, হ্যাঁ অমুক দিনেই লাইলাতুল কদর হয়ে যাবে।
হ্যাঁ হয়তো কিছু চিহ্ন আছে এই রাতের যেটা আলেমরা আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, বিজোড় রাতগুলোতে হয়তো সম্ভাবনা বেশি। কিন্তু শতভাগ গ্যারান্টি দিয়ে কেউই বলতে পারবেন না যে, দিন শেষে কোন রাতটা লাইলাতুল কদর?
আল্লাহ রাব্বুল আলামিন তাঁর অসীম হিকমত দিয়ে আমাদের কাছে এটা গোপন রেখেছেন যেন আমরা এটা তালাশ করার মাধ্যমে আরো বেশি নেকী অর্জন করে নিতে পারি! এই ধারণা থেকে আরও বেশি ইখলাস এবং আত্মশুদ্ধির পথে এগিয়ে যেতে পারি! ইন শা আল্লাহ্
🔸 এই রাত তো হাজার মাস অপেক্ষাও শ্রেষ্ঠ! মিস হয়ে গেলে আমরা ভীষণ বঞ্চিত হয়ে যাব! আল্লাহ বলেছেন,
❝ নিশ্চয়ই আমি নাযিল করেছি এই কুরআন মহিমান্বিত রাতে। আর আপনি কি জানেন মহিমান্বিত রাত্রি কী? মহিমান্বিত রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ! সেই রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ এবং রূহ তাদের প্রতিপালকের আদেশ ত্রুমে অবতীর্ণ হয়। সেই রাতে শান্তিই শান্তি, ফজর হওয়া পর্যন্ত।’❞ [সূরা ক্বদর ১-৫]
🔸 রমজান মাসের আগমন ঘটলে রসূল ﷺ বলতেন, তোমাদের নিকট এই মাস এসেছে, তাতে এমন একটি রাত আছে, যা এক হাজার মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হল, সে প্রকৃতপক্ষে সকল কল্যাণ থেকেই বঞ্চিত। একমাত্র (সর্বহারা) দুর্ভাগাই এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়। [সুনানে ইবনে মাজাহ হাদিস নং ১৬৪৪]
🔸 "লাইলাতুল কদরে যে ব্যক্তি ঈমান ও সওয়াবের নিয়তে কিয়াম করবে, তার পূর্বের সকল পাপ মোচন করা হবে।" [সহিহ মুসলিম, সহিহ বুখারি]
📍 তাহলে এমন একটা রাত থেকে যেন আমরা কিছুতেই বঞ্চিত না হই, তাই এখন থেকেই লাইলাতুল কদরের একটা অ্যাকশন প্ল্যান বানিয়ে ফেলুন।
বোনেরা দুইটা অ্যাকশন প্ল্যান বানিয়ে রাখবেন। একটা হচ্ছে যদি আপনি নরমাল অবস্থায় থাকেন, তাহলে আপনার লাইলাতুল কদর কিভাবে তালাশ করবেন? এবং যদি আপনার মাসের বিশেষ সময় শুরু হয়ে যায়, তাহলে লাইলাতুল কদর কিভাবে তালাশ করবেন? ছবিতে দুইটারই স্যাম্পল দেওয়া হল আলহামদুলিল্লাহ।
রামাদান রেডি (পর্ব ১০)
আমাদের চ্যানেলে দেওয়া অন্যান্য পর্ব ও সিরিজ একসাথে পেতে জয়েন👇
@redot10
হ্যাঁ হয়তো কিছু চিহ্ন আছে এই রাতের যেটা আলেমরা আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, বিজোড় রাতগুলোতে হয়তো সম্ভাবনা বেশি। কিন্তু শতভাগ গ্যারান্টি দিয়ে কেউই বলতে পারবেন না যে, দিন শেষে কোন রাতটা লাইলাতুল কদর?
আল্লাহ রাব্বুল আলামিন তাঁর অসীম হিকমত দিয়ে আমাদের কাছে এটা গোপন রেখেছেন যেন আমরা এটা তালাশ করার মাধ্যমে আরো বেশি নেকী অর্জন করে নিতে পারি! এই ধারণা থেকে আরও বেশি ইখলাস এবং আত্মশুদ্ধির পথে এগিয়ে যেতে পারি! ইন শা আল্লাহ্
🔸 এই রাত তো হাজার মাস অপেক্ষাও শ্রেষ্ঠ! মিস হয়ে গেলে আমরা ভীষণ বঞ্চিত হয়ে যাব! আল্লাহ বলেছেন,
❝ নিশ্চয়ই আমি নাযিল করেছি এই কুরআন মহিমান্বিত রাতে। আর আপনি কি জানেন মহিমান্বিত রাত্রি কী? মহিমান্বিত রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ! সেই রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ এবং রূহ তাদের প্রতিপালকের আদেশ ত্রুমে অবতীর্ণ হয়। সেই রাতে শান্তিই শান্তি, ফজর হওয়া পর্যন্ত।’❞ [সূরা ক্বদর ১-৫]
🔸 রমজান মাসের আগমন ঘটলে রসূল ﷺ বলতেন, তোমাদের নিকট এই মাস এসেছে, তাতে এমন একটি রাত আছে, যা এক হাজার মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হল, সে প্রকৃতপক্ষে সকল কল্যাণ থেকেই বঞ্চিত। একমাত্র (সর্বহারা) দুর্ভাগাই এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়। [সুনানে ইবনে মাজাহ হাদিস নং ১৬৪৪]
🔸 "লাইলাতুল কদরে যে ব্যক্তি ঈমান ও সওয়াবের নিয়তে কিয়াম করবে, তার পূর্বের সকল পাপ মোচন করা হবে।" [সহিহ মুসলিম, সহিহ বুখারি]
📍 তাহলে এমন একটা রাত থেকে যেন আমরা কিছুতেই বঞ্চিত না হই, তাই এখন থেকেই লাইলাতুল কদরের একটা অ্যাকশন প্ল্যান বানিয়ে ফেলুন।
বোনেরা দুইটা অ্যাকশন প্ল্যান বানিয়ে রাখবেন। একটা হচ্ছে যদি আপনি নরমাল অবস্থায় থাকেন, তাহলে আপনার লাইলাতুল কদর কিভাবে তালাশ করবেন? এবং যদি আপনার মাসের বিশেষ সময় শুরু হয়ে যায়, তাহলে লাইলাতুল কদর কিভাবে তালাশ করবেন? ছবিতে দুইটারই স্যাম্পল দেওয়া হল আলহামদুলিল্লাহ।
রামাদান রেডি (পর্ব ১০)
আমাদের চ্যানেলে দেওয়া অন্যান্য পর্ব ও সিরিজ একসাথে পেতে জয়েন👇
@redot10
যে ছেলেটা সমাজে দুশ্চরিত্র হিসেবে পরিচিত সেই ছেলেটাও বিয়ের সময় পর্দানশীন মেয়ে খুঁজে, স্ত্রীকে পর্দা করতে বলে। কেন জানেন?
সেই ছেলেটা ভালোভাবেই জানে একটা ছেলের দৃষ্টি কতটা নোংরা হতে পারে, সে জানে সকল ছেলেকে ধরে ধরে দৃষ্টি নিয়ন্ত্রণের কথা বললেও কোনো ফায়দা নেই। এজন্য সচ্চরিত্র হোক কিংবা দুশ্চরিত্র ছেলেদের আত্মমর্যাদা, গাইরত অবশিষ্ট থাকলে স্ত্রীকে বেপর্দায় রাখতে চায় না, বেপর্দা স্ত্রী চায় না।
বাকি যারা সমাজের নিয়ম রক্ষার্থে ঘরে বউ রাখে, বাইরে পরকীয়া প্রেমিক রাখে, তারা “নারী স্বাধীনতায়” বিশ্বাসী হওয়ার অভিনয় করে স্ত্রীকে খোলামেলা চলতে দেয় নাহয় বেগাইরত, আত্মমর্যাদাহীন হয়। এটা পর্দার কনসেপ্টের সাথে পরিচিত সকল সমাজের কমন সিনারি।
সেই ছেলেটা ভালোভাবেই জানে একটা ছেলের দৃষ্টি কতটা নোংরা হতে পারে, সে জানে সকল ছেলেকে ধরে ধরে দৃষ্টি নিয়ন্ত্রণের কথা বললেও কোনো ফায়দা নেই। এজন্য সচ্চরিত্র হোক কিংবা দুশ্চরিত্র ছেলেদের আত্মমর্যাদা, গাইরত অবশিষ্ট থাকলে স্ত্রীকে বেপর্দায় রাখতে চায় না, বেপর্দা স্ত্রী চায় না।
বাকি যারা সমাজের নিয়ম রক্ষার্থে ঘরে বউ রাখে, বাইরে পরকীয়া প্রেমিক রাখে, তারা “নারী স্বাধীনতায়” বিশ্বাসী হওয়ার অভিনয় করে স্ত্রীকে খোলামেলা চলতে দেয় নাহয় বেগাইরত, আত্মমর্যাদাহীন হয়। এটা পর্দার কনসেপ্টের সাথে পরিচিত সকল সমাজের কমন সিনারি।
কুরআনিক দু'আ-৮
رَبِّ هَبْ لِیْ مِنْ لَّدُنْكَ ذُرِّیَّةً طَیِّبَةً ۚ اِنَّكَ سَمِیْعُ الدُّعَآءِ
“হে আমার প্রতিপালক, আমাকে আপনার নিকট থেকে সৎ বংশধর দান করুন। আপনিই প্রার্থনা শ্রবণকারী।” [সূরা আলে ইমরান ৩৮]
رَبِّ هَبْ لِیْ مِنْ لَّدُنْكَ ذُرِّیَّةً طَیِّبَةً ۚ اِنَّكَ سَمِیْعُ الدُّعَآءِ
“হে আমার প্রতিপালক, আমাকে আপনার নিকট থেকে সৎ বংশধর দান করুন। আপনিই প্রার্থনা শ্রবণকারী।” [সূরা আলে ইমরান ৩৮]
মানুষ পা'প করতে করতে, এক পর্যায়ে তার অন্তর এতোটাই কলুষিত হয়ে যায় যে— মানুষ তখন আর ভালো ও মন্দের পার্থক্য বুঝতে পারে না। এর সবচেয়ে বড় উদাহরণ হলো— ফ্যা'সিস্ট আওয়ামী লীগের সমর্থকরা। এদের সামনে আওয়ামী লীগের এতো এতো অপরাধ সংঘটিত হয়েছে। সর্বশেষ, জুলাই আন্দোলনে খু*নি হাসিনা ও তার দোসররা যেভাবে নির্মম গণহ*ত্য| চালিয়েছে; এমনকি তাদের হাত থেকে শিশুরাও পর্যন্ত রেহাই পায়নি। জুলাইয়ের সেই শ্বাসরুদ্ধকর দিনগুলির অসহনীয় স্মৃতিগুলো এখনো মনে পড়লে, শান্ত থাকতে পারি না। কিভাবে এরা এতোটা হিংস্র, নিষ্ঠুর, হৃদয়হীন হতে পারে!
আল্লাহ জা'লিমকে যেমন ভয়ংকর শা'স্তি দিবেন, তেমনি জা'লিমের সহযোগী ও জা'লিমের পক্ষে যারা কথা বলে; তাদের পরিণতিও জা'লিমের মতো হবে।
আল্লাহ জা'লিমকে যেমন ভয়ংকর শা'স্তি দিবেন, তেমনি জা'লিমের সহযোগী ও জা'লিমের পক্ষে যারা কথা বলে; তাদের পরিণতিও জা'লিমের মতো হবে।
হৃদয়ের যত দুঃখ, সবই যেন এক নিঃশব্দ ভাষায় রবের দরবারে কেঁদে ওঠে। কিছু ব্যথা চোখের জলে প্রকাশ পায়, আর কিছু ব্যথা নীরবে হৃদয়ের গভীরে জমে থাকে; যা একমাত্র আমার রব-ই জানেন!
একজন মুমিনের কোমল হৃদয়ের আলামত হলো, তার কোনো মুসলিম ভাই বিপদে পড়লে বা ভুল করে বসলে, মুমিন নিজের অন্তরে সেই বেদনা অনুভব করে। যেন সেই বিপদ বা ভুল তার নিজেরই হয়েছে। আর মুমিন কখনোই তার ভাইয়ের বিপদে আনন্দিত হয় না।
— ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
[সূত্র: মাদারিজুস সালিকীন ১/৪৩৬]
— ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
[সূত্র: মাদারিজুস সালিকীন ১/৪৩৬]