ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️ (@alaksa10)の最新投稿

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️ のテレグラム投稿

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️
আমরা চাই আমাদের চ্যানেলের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন আত্মাগুলো আলোকে ফিরে আসুক।ইবাদতে অনাগ্রহী আত্মাগুলোতে আগ্রহ সঞ্চার হোক।মৃতপ্রায় আত্মাগুলোতে ছড়িয়ে পড়ুক প্রাণশক্তি। ভালো কিছুর প্রত্যাশায় ইন শা আল্লাহ...

প্রয়োজনেঃ https://chithi.me/asifmuhammad
2,307 人の購読者
3,017 枚の写真
543 本の動画
最終更新日 11.03.2025 18:03

類似チャンネル

PDF BOOKS (Collection)
2,944 人の購読者
Info Pelestina Terkini 🇵🇸
1,511 人の購読者

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️ によってTelegramで共有された最新のコンテンツ

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

05 Feb, 01:05

35

হিন্দুদের মতে গরু খাওয়া নিষেধ , আর আমাদের মতে হালাল।
তেমন হিন্দুদের মূর্তিপুজা উপাসনা, আমাদের জন্য সেটা হারাম।
হিন্দুরা যেমন তাদের ধর্মের লোকদের নিষেধ করে গরু না খাইতে, আমরা সেখানে কিছু বলিনা।
আমরাও আমাদের মুমিন ভাইদের মূর্তিপুজা হারাম, উইশ করা বা সেখানে অংশগ্রহণ করাও পাপ, এসব বিষয়ে নিষেধ করতেই পারি।
ভণ্ডামি কেন?
তারা তাদের ধর্ম পালন করুক, তাদের বাঁধা দেয়া, তাদের প্রতি আক্রমনাত্মক আচরণ ইসলাম শেখায় না। তবে আমরা আমাদের ধর্মীয় আদেশ পালন করতে সমস্যা কী?
স্বাধীনতা কি পক্ষপাতিত্ব করে শুধু অমুসলিমদের জন্য?
ধর্ম যার যার তারা পালন করুক।

আপনারা যে এক্সপেক্ট করেন যে আমরা আপনাদের উৎসবে অংশগ্রহণ করি, আচ্ছা আমরা আমাদের সব উৎসবে আপনাদের ডাকলে মেনে নিবেন, দুইটা বিশ্বাস কন্ট্রাডিক্টরি বলেই তো আপনার এক বিশ্বাস আমার এক বিশ্বাস, এইজন্যই তো ভিন্ন ধর্ম চুজ করেছি, তাহলে কেন আবার আপনার বিশ্বাস যা আমার সাথে সাংঘর্ষিক সেইখানে যেতে বলেন আমাকে? অনেক মুসলিম পরিবারে বংশোদ্ভূত আপনার অনুষ্ঠানে যায় বলে সবাইকে আপনি যাইতে বলতে পারেন? মুসলিম পরিবারে জন্ম নিলেই কি সে মুসলিম?
ইসলাম ধর্মের অনেক কিছুই আপনাদের পছন্দ হবে না, সেইখানে আমরা কিছু বলেছি? একের অধিক বিয়ে আপনারা মেনে নিতে পারেন? অনেক মুসলিম পরিবারে বংশোদ্ভূতই তো মেনে নিতে পারে না।
আপনারা যে বলেন না, মাইনোরিটি? দেশে আসলে মাইনোরিটি কারা জানেন? না সনাতন ধর্মের ভাইয়েরা, না উপজাতিরা, মাইনোরিটি হচ্ছে যারা পুরোপুরি ইসলামকে ধারণ করে, পুরোপুরি ইসলামে আত্মসমর্পণ করেছে, হারাম কে হারাম মানে, হালালকে হালাল। (ভুলের উর্ধ্বে কেউ না, তবে ইসলাম অনুযায়ী ভুল কে ভুল মানতে হবে)
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

05 Feb, 01:05

33

দেব চৌধুরী। শিরক মূর্তিপূজার মধ্যে বড় হইছে। তার উপর একাত্তর টিভির মত অন্ধকার গলির বাসিন্দা। শিরায় শিরায় ইসলামফোব। তাওহীদ কি জিনিস বুঝার কথাই না।
.
আল্লাহ্ দয়াময় তাকে হেদায়াত দিলেন। তিনি শিরক ছাড়লেন। তাওহীদের সাক্ষী দিলেন। মুসলিম হইলেন।
.
এদিকে দেখলাম এক বিশ্ববিদ্যালয়ে সরস্বতি পূজার আয়োজন। মূর্তির উপরে লেখা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।
.
সেখানে পড়ানো হয় উমর, উসমানের মত তাওহীদবাদীদের ইতিহাস, তাওহীদের সংস্কৃতি। অথচ এর ছাত্ররা করে মূর্তি পূজা।
.
আজকে এক জায়গায় দেখলাম, একজন লিখেছে, একটা মানুষ অন্ধকারে জন্ম নিছে ফিল কইরা আলো খুঁজতেছে। আর কতজন আলোতে জন্ম নিয়া অন্ধকারের দিকে চইলা যাইতেছে।
.
আবার তর্ক করা হচ্ছে-
সেই ডিপ্টের সনাতনীদের আয়োজন এটা। মুসলিমরা করেনাই।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে কতজন সনাতনী পড়ে?
.
গুটিকয়েক হিন্দু শিক্ষার্থীর কারণে এদেশে অনেক হলের ক্যান্টিনে বিফ আইটেম করা হয়না। অথচ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ব্যানারে সরস্বতী র মূর্তি বসানো।
.
এটা মুসলিমদের জিল্লতী। দুনিয়াবি জিল্লতি।
সূরা বাকারার ৮৫ নং আয়াতে আল্লাহ্ বলছেন,
"তোমরা কি কুরআনের কিছু অংশে ইমান আন? আর কিছু অংশ অবিশ্বাস কর?
এমন করলে
তোমাদের জন্য দুনিয়াতে জিল্লতী থাকবে, আর আখেরাতে তো আশাদ্দিল আজাব। কঠিনতর শাস্তি।"
.
যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ব্যানারে এসব করা হচ্ছে ,
সে ইসলামের ইতিহাস তো মূর্তি ভেঙ্গে দেবার ইতিহাস। সে ইসলামের সংস্কৃতি তো শিরকবিরোধী সংস্কৃতি।
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

05 Feb, 01:05

36

ক্রিকেট এনালিস্ট দেব চোধুরী মুসলিম হয়েছেন। তিনি বললেন,

'আমি স্বেচ্ছায় মুসলিম হয়েছি। আমি আরবি পড়তে পারি না। আমার বাসায় তিনটা ট্রান্সলেটেড কোরআন আছে।'

এই তিনটা লাইন আমারে নাড়া দিছে আসলে।

একটা ভিন্ন ধর্মের মানুষ এই ধর্মে এসেছে৷ অবশ্যই তাকে এই ধর্ম সম্পর্কে রিসার্চ করতে হয়েছে।

আলোর পথ খুঁজতে হয়েছে। সত্য জানতে হয়েছে। এই আলো এবং সত্যই যে ধ্রুব সেটুকু আত্মবিশ্বাস তার তৈরী হয়েছে এবং তা গ্রহণ করতে হয়েছে সাহসিকতার সাথে।

কারণ একটা মানুষ নিজ ধর্ম ছেড়ে তার চারপাশেই সবচেয়ে বেশি প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয়। ঘরেই শত্রু তৈরী হয়।

আর আমি ধর্মটা পালন করতেছি বাপ দাদার ধর্ম হিসেবে। আলো যেটুকু হাতে আছে তা উত্তরাধিকার সূত্রে পাওয়া।

কোরআন আমার বাসায়ও আছে। রমজান ছাড়া ছুঁয়ে দেখি না।

নামাজটা শুক্রবারে হয় নিয়মিত। বাকি সময় তিন ওয়াক্ত, দুই ওয়াক্ত পড়ি। বিপদে না পড়লে খোদারে ডাকি না।

কখনো পীর হয়ে থাকি৷ কখনো আবার ভন্ড।

খোদারে জানার চেয়ে বেশি জানতে চাইতেছি পৃথিবীরে। খোদারে চাওয়ার চাইতে বেশি চাইতেছি মানুষরে।

আমার এই ফিলিংস এর আলাদা কোনো বিশেষত্ব নেই তা জানি।

কিন্তু আমার হুট করে মনে হইলো, একটা মানুষ অন্ধকারে জন্ম নিছে ফিল কইরা আলো খুঁজতেছে, আর আমি আলোতে জন্ম নিয়াই অন্ধকারের দিকে চইলা যাইতেছি!
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

04 Feb, 05:12

41

নারীর ব্যাপারে কথা বললে একদল ঘিলুহীন নারীরা যখন পুরুষ কে সমান ভাবে দাঁড় করায়৷
তারা বুঝে না কি জন্য সব জায়গায় নারীকে আলাদা ভাবে মার্ক করা হয়৷

একটা ছেলে প্রেম করে৷ তাকে আপনি স্বীকার করানোর আগেই সে স্বীকার করবে যে। সে ভোগ করে ছেড়ে দিবে৷

আর ঐ নারী ভোগ করার পরেও তাকে স্বীকার করাতে পারবেন না সে যে ইউজড হচ্ছে৷
অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভোগ স্পষ্ট হওয়ার পরেও তারা ধর্ম চ্যাঞ্জ করে।
ভোগ করে পালিয়ে যাওয়ার পরে প্রতারণা বুঝার পরেও। বিয়ের দাবীতে ছেলের বাড়িতে অনশন করে৷

আমাদের চাওয়া গুলো তারা বুঝতে ব্যর্থ। আমরা কিজন্য নারীকে সুরক্ষিত রাখতে চাই।
আমরা জানি নারী ও পুরুষের ইমোশনাল ডিসটেন্স কত ফারাক।

নারীরা চরম লেভেলের নির্বোধ। তার ইমোশনাল মুড সুইং যদি একবার লক্ষ্যচ্যুত হয়। তখন সে আত্মঘাতী হয়ে উঠে। আর অধিকাংশ ক্ষেত্রে এই আত্মঘাতী হওয়ার মারণাস্ত্র টা এন্ড্রয়েড হয়ে থাকে৷

শুধু অস্ত্র না৷ ঘর থেকে বের হওয়া টাও তার আত্মঘাতী হওয়ার মারণাস্ত্র হয়ে থাকে। সহ শিক্ষাও হয়ে থাকে।
আল্লাহ এগুলো জানেন৷ আর জানেন বলেই তাদের কে গৃহে অবস্থান নেওয়ার এত আইন,সীমাবদ্ধতা দিয়েছেন।

এন্ড্রয়েড হতে সহ শিক্ষা। ঘর থেকে বের হওয়া হতে ক্যারিয়ার। সবই তাদের আত্মঘাতী হওয়ার রাস্তা।

শিকল দিয়ে আটকানোর প্রসঙ্গ এমনি এমনি আসেনি।
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

04 Feb, 03:57

29

এবার সিলেটে সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করায় চাকরিচ্যুত হলেন মসজিদের ইমাম।

ঘটনাটি সিলেট শহরের আখালিয়ার খুলিয়াপাড়া জামে মসজিদের। উক্ত মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফাহিম আহমেদ। জুমার বয়ানে তিনি নিয়মিত কথা বলতেন সুদ, ঘুষ ও অন্যায়ের বিরুদ্ধে। তার সত্য কথা বলা সহ্য হয়নি মসজিদ কমিটির। তাই তাকে জোরপূর্বক পাঠানো হয় ১০ দিনের ছুটিতে। অতঃপর ছুটি শেষে ফিরে আসলে তাকে তাকে ইমামতি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানানো হয়। জানা গেছে ইতোমধ্যে মসজিদ কমিটি ছাপোষা ইমামও নিয়োগ করে ফেলেছে।

এই মসজিদ কমিটির কোনো কোনো ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। এছাড়া অতীতেও এই কমিটি মসজিদকে নিজেদের ব্যক্তিগত সম্পদে পরিণত করার চেষ্টা করেছে এমনকি মসজিদে সংঘর্ষের মতো ঘটনাও ঘটিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার চাকরিচ্যুত করা হলো ইমামকে।

এমন জালেম কমিটি থেকে আমাদের মিম্বরগুলো স্বাধীন হবে কবে?
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

03 Feb, 17:07

68

রাস্তা থেকে একটা ইট সরিয়ে দিয়ে হোক, গীবত বের করতে গিয়েও মুখটা বন্ধ করে ফেলে হোক, বয়সে ছোট কোনো ছেলে কে সালাম দিয়ে হোক, কারো দিকে তাকানোর প্রবল ইচ্ছে সত্ত্বেও চোখটা নামিয়ে ফেলে হোক, কোনো একটা গুনাহের কাছাকাছি গিয়ে পিছিয়ে এসে হোক, হুট করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে শুনিয়ে  "আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্ল-হ...." বলেই হোক।

প্রতিদিনই কিছু না কিছু হোক মহান রবের জন্য।
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

03 Feb, 13:33

81

মিরপুর চিড়িয়াখানার দৃশ্য। জ্যান্ত খরগোশটিকে চিড়িয়াখানার লোকেরা সাপের খাঁচায় ঢুকিয়ে দিয়েছে। সাপটি যেন জ্যান্ত খরগোশটিকে গিলে খায়। খরগোশটিকে নিতান্তই সাপের খাদ্য হিসেবে দেখা হচ্ছে। সাপকে দেওয়ার জন্য আর কি কোনও খাদ্য নেই চিড়িয়াখানায়?

শুনেছি খরগোশটি অভুক্ত অবস্থায় সাপের ভয়ে সিঁটিয়ে থেকেছে কয়েকদিন। একটি প্রাণীকে এভাবে ভীত সন্ত্রস্ত রাখার অধিকার চিড়িয়াখানার পরিচালকদের কে দিয়েছে? তারা তো জানি প্রাণীদের অধিকার সম্পর্কে সচেতন! জানি বাঘ সিংহকে মাংস দেওয়া হয় খেতে, তাদের খাদ্য প্রস্তুত করতে কোনও না কোনও প্রাণীকে হত্যা করতে হয়। সেই লাইভস্টক প্রাণীদের অন্তত বাঘ সিংহের খাঁচায় ঢুকিয়ে দিনের পর দিন ভয় দেখানো হয় না। চিড়িয়াখানা জিনিসটা আমার খুব অপছন্দ। এটি উঠে যাওয়া জরুরি। বন্য প্রাণীরা বনে চলে যাক, আর যারা মানুষের সঙ্গে লোকালয়ে বাস করতে অভ্যস্ত, তারা লোকালয়ে বাস করুক। মানুষ তাদের ভালবেসে বাড়ির সদস্য বানিয়ে নিক।
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

03 Feb, 13:32

67

ভালোবাসা শব্দটিই ভালোবাসার। এ শব্দটির প্রতি কার না সফট কর্ণার আছে। কিন্তু আজকের বাস্তবতায় ভালোবাসার জন্যই ‘ভালোবাসা’ শব্দ ব্যবহার করা হয় না। এর আড়ালে কত কিছু, চোখ কপালে উঠার মতো এর মোড়কে কত আয়োজন তা একজন সচেতন মানুষ মাত্রই না বোঝার কথা নয়। যেগুলোকে আজকে ভালোবাসা বলা হচ্ছে সেগুলো যদি ভালোবাসাই হয় তাহলে ঘৃণা কোনটা? ঘৃণার মাপকাঠিই-বা কী?

কখনো কি নিজেকে জিজ্ঞেস করা হয়েছে যে, ভালোবাসার জন্য আলাদা দিবস কেন পালন করা হবে? কেন প্রতিটা দিন ভালোবাসা দিবস হবে না যেখানে ভালোবাসা ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়? আমার মা বাবা আমাকে ভালোবাসেন বলেই তো তাঁদের ঘরে আমাকে থাকার জায়গা দিচ্ছেন, আমার ভরণপোষণ দিয়ে যাচ্ছেন, খাবারের সময় জোড়াজুড়ি করছেন, নিজে না খেয়ে ভালো খাবারটা আমাকে আগ বাড়িয়ে দিচ্ছেন। বাইরে থেকে একটু দেরি করে আসলে কত পেরেশান হয়ে পড়ছেন। সবচেয়ে বড়ো কথা, আমার রব আমাকে ভালোবাসেন বলেই তো আমার মতো নগণ্য এক বান্দাকে এত এত পাপ করার পরও এই দুনিয়াতে জায়গা দিয়েছেন, এক মুহূর্তের জন্য রিযিক বন্ধ করছেন না। ভালোবাসা যখন প্রতিটা সেকেন্ডে দরকার তখন ‘ভালোবাসা’ কেন দিবস কেন্দ্রিক হবে?
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

03 Feb, 13:32

54

কোমল ও বিনয়ী আচরণ

আবদুল্লাহ ইবনু মাস্’ঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

আমি কি তোমাদেরকে সে লোকের কথা বলে দেব না? যার উপর জাহান্নামের আগুন হারাম হবে, যাকে জাহান্নামের আগুন পরিত্যাগ করবে।

সে ঐ লোক, যার মেজাজ নরম, স্বভাব কোমল ও আচরণ নম্র। ”

(সহীহ তিরমিযী)
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

03 Feb, 13:32

45

যে ৪টি জিনিস পেয়েছে, সে সুখ পেয়ে গেছে :

১। দ্বীনদার, সচ্চরিত্রা স্ত্রী।
২। দ্বীনদার সন্তান-সন্ততি।
৩। নিজ দেশে বসবাস করতে পারা।
৪। দ্বীনদার বন্ধু থাকা।

— আব্দুল্লাহ ইবনুল হাসান (রহ)
[সূত্র : আল-ইখওয়ান, ১০৫]