তেমন হিন্দুদের মূর্তিপুজা উপাসনা, আমাদের জন্য সেটা হারাম।
হিন্দুরা যেমন তাদের ধর্মের লোকদের নিষেধ করে গরু না খাইতে, আমরা সেখানে কিছু বলিনা।
আমরাও আমাদের মুমিন ভাইদের মূর্তিপুজা হারাম, উইশ করা বা সেখানে অংশগ্রহণ করাও পাপ, এসব বিষয়ে নিষেধ করতেই পারি।
ভণ্ডামি কেন?
তারা তাদের ধর্ম পালন করুক, তাদের বাঁধা দেয়া, তাদের প্রতি আক্রমনাত্মক আচরণ ইসলাম শেখায় না। তবে আমরা আমাদের ধর্মীয় আদেশ পালন করতে সমস্যা কী?
স্বাধীনতা কি পক্ষপাতিত্ব করে শুধু অমুসলিমদের জন্য?
ধর্ম যার যার তারা পালন করুক।
আপনারা যে এক্সপেক্ট করেন যে আমরা আপনাদের উৎসবে অংশগ্রহণ করি, আচ্ছা আমরা আমাদের সব উৎসবে আপনাদের ডাকলে মেনে নিবেন, দুইটা বিশ্বাস কন্ট্রাডিক্টরি বলেই তো আপনার এক বিশ্বাস আমার এক বিশ্বাস, এইজন্যই তো ভিন্ন ধর্ম চুজ করেছি, তাহলে কেন আবার আপনার বিশ্বাস যা আমার সাথে সাংঘর্ষিক সেইখানে যেতে বলেন আমাকে? অনেক মুসলিম পরিবারে বংশোদ্ভূত আপনার অনুষ্ঠানে যায় বলে সবাইকে আপনি যাইতে বলতে পারেন? মুসলিম পরিবারে জন্ম নিলেই কি সে মুসলিম?
ইসলাম ধর্মের অনেক কিছুই আপনাদের পছন্দ হবে না, সেইখানে আমরা কিছু বলেছি? একের অধিক বিয়ে আপনারা মেনে নিতে পারেন? অনেক মুসলিম পরিবারে বংশোদ্ভূতই তো মেনে নিতে পারে না।
আপনারা যে বলেন না, মাইনোরিটি? দেশে আসলে মাইনোরিটি কারা জানেন? না সনাতন ধর্মের ভাইয়েরা, না উপজাতিরা, মাইনোরিটি হচ্ছে যারা পুরোপুরি ইসলামকে ধারণ করে, পুরোপুরি ইসলামে আত্মসমর্পণ করেছে, হারাম কে হারাম মানে, হালালকে হালাল। (ভুলের উর্ধ্বে কেউ না, তবে ইসলাম অনুযায়ী ভুল কে ভুল মানতে হবে)