ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️ (@alaksa10)の最新投稿

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️ のテレグラム投稿

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️
আমরা চাই আমাদের চ্যানেলের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন আত্মাগুলো আলোকে ফিরে আসুক।ইবাদতে অনাগ্রহী আত্মাগুলোতে আগ্রহ সঞ্চার হোক।মৃতপ্রায় আত্মাগুলোতে ছড়িয়ে পড়ুক প্রাণশক্তি। ভালো কিছুর প্রত্যাশায় ইন শা আল্লাহ...

প্রয়োজনেঃ https://chithi.me/asifmuhammad
2,307 人の購読者
3,017 枚の写真
543 本の動画
最終更新日 11.03.2025 18:03

類似チャンネル

Muslim Persecution
15,592 人の購読者
Umma News
1,998 人の購読者

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️ によってTelegramで共有された最新のコンテンツ

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

09 Mar, 03:54

160

🔴 ভারতে বৃদ্ধ ইমামের উপর গুন্ডাদের আক্রমণ!

গুজরাটের অঙ্কলেশ্বরে ট্রেনে কুরআন তিলাওয়াত করায় এক বৃদ্ধ মুসলিমকে নির্মমভাবে চড়-থাপ্পড় মারে গুন্ডারা।হামলার শিকার ঐ বৃদ্ধ মুসলিম একটি মসজিদে ইমামতি করতেন।

গুন্ডারা প্রথমে তার বিরুদ্ধে একজন মহিলাকে স্পর্শ করার মিথ্যা অভিযোগ তোলে এবং তারপর তাকে 'পাকিস্তানি' বলে আক্রমণ শুরু করে।
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

09 Mar, 03:54

141

ইমাম ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ বলেন, ‘অন্তর থেকে গায়রত বিদায় নিলে পুরো দীনই বিদায় নেয়।’

কোনো এক ইমাম বলেছেন, ‘যে জাতির পুরুষদের গায়রত দুর্বল হয়ে যায়, সে জাতির নারীদের নিরাপত্তাও কমে যায়।’

আমাদের সমাজ থেকে গায়রত বড় আশঙ্কাজনক হারে বিদায় নিয়েছে। অনেকে না বুঝেই গায়রতহীনতার জলডোবায় ডুবে আছি, বুঝতেও পারছি না। নিম্নে কয়েকটি চিত্র তুলে ধরা হচ্ছে, যা আমাদের সমাজের গায়রতহীনতার নিত্যদিনের চিত্র :

১. অভিভাবকদের পক্ষ থেকে অধীনস্থ মেয়েদেরকে পুরুষদের সামনে মুখ, হাত, চুল, বাহু ইত্যাদি প্রকাশ করে যেতে দেওয়া।

২. স্বামী ও অভিভাবকদের পক্ষ থেকে নিজ স্ত্রী ও কন্যাদের আঁটোসাঁটো ও পাতলা, তথা পর্দাপরিপন্থি পোশাক পরতে নিষেধ না করা।

৩. নারীদেরকে বিভিন্ন টিভি সিরিয়াল, গান ও সেসব চ্যানেল দেখতে দেওয়া, যেগুলো তাদেরকে লজ্জা ও সম্ভ্রম বিনষ্টে প্ররোচিত করে এবং তাদের ভেতর বেহায়াপনাকে জাগিয়ে তোলে।

৪. স্ত্রী ও মেয়েদের অবাধ মোবাইল ব্যবহার ও তার মাধ্যমে স্যোশাল মিডিয়া, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম ইত্যাদি প্লাটফর্মগুলোতে লাগামহীন বিচরণের সুযোগ করে দেওয়া।

৫. স্ত্রী ও কন্যাদের ঘরের বাইরে পুরুষদের ভিড়ে রাস্তাঘাট, মার্কেট ও বিনোদনকেন্দ্রগুলোতে যাওয়া ও মাহরাম ছাড়া লম্বা সময় কাটানোর অনুমতি প্রদান করা।

হজরত আলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, ‘তোমাদের কি লজ্জা হয় না, কিংবা তোমাদের কি গায়রতবোধ হয় না? আমার কাছে তথ্য এসেছে যে, তোমাদের নারীরা বাজারে বের হয় এবং পুরুষদের সাথে ভিড় করে।’

হাসান বসরি রহিমাহুল্লাহ থেকেও কাছাকাছি বর্ণনা এসেছে। তিনি বলেন, ‘তোমরা নারীদেরকে বাজারে ছেড়ে দিয়েছ পুরুষদের সাথে বাজারে ভিড় করতে? যার গায়রত নেই, আল্লাহ তাকে কল্যাণ থেকে বঞ্চিত করুন!’

৬. স্বামী ও অভিভাবকদের পক্ষ থেকে স্ত্রী বা কন্যাদের গাড়িতে কোনো মাহরাম পুরুষ ছাড়াই কেবল চালকের সাথে আরোহণ করতে দেওয়া।

৭. কোনো নির্দিষ্ট রোগের ভালো নারী ডাক্তার সহজলভ্য থাকা সত্ত্বেও স্ত্রী, কন্যা বা বোনকে পুরুষ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। এমনকি কখনো কখনো সে পুরুষ ডাক্তার তাদের শরীরের গোপন স্থানগুলোতেও দৃষ্টি দেওয়ার পরিস্থিতি আসে!

৮. স্যোশাল মিডিয়া প্লাটফর্মগুলোতে নারীদের ছবি বা ভিডিও আপলোড করার সুযোগ দেওয়া।

৯. পাতলা ও সংকীর্ণ জামার ব্যবহার ব্যাপক হওয়া। এসব পোশাক একজন তরুণী নিজের ভাই, বাবা, চাচা ও মামাদের সামনেও পরিধান করছে! এমনকি দেবর কিংবা অন্যান্য পরপুরুষ আত্মীয়ের সামনেও!

১০. বাবা কিংবা অভিভাবকদের পক্ষ থেকে কন্যাদেরকে মাহরাম ছাড়াই শিক্ষকদের সাথে শিক্ষাসফর কিংবা বন্ধুদের সাথে কোনো ট্যুরে যেতে দেওয়া। তাদেরকে দূরবর্তী স্থানে কিংবা ফ্রি-মিক্সিং-এর পরিবেশে পড়তে বা চাকরি করতে দেওয়া।

এগুলো বর্তমান উম্মাহর মাঝে গায়রতহীনতার খুবই দুঃখজনক কিছু বাস্তবতা। আমরা আল্লাহর কাছে দুআ করি, তিনি মুসলিম সমাজকে সংশোধন করে দিন এবং হোঁচট খাওয়া উম্মাহকে হেদায়েত, হায়া ও গায়রতের পূর্ণতার দিকে পরিচালিত করুন। আমিন।

গায়রাত: মুমিনের হারানো অলংকার বই থেকে
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

09 Mar, 03:54

78

উমার ইবনুল খাত্তাব [রা.] রাতে যত ইচ্ছা সালাত আদায় করতেন এরপর যখন শেষ রাতে উপনীত হতেন তখন পরিবারকে জাগিয়ে বলতেন, সালাত আদায় করো, সালাত আদায় করো।
তারপর এই আয়াত তিলাওয়াত করতেন-
وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلاةِ وَاِصْطَبِرْ عَلَيْهَا لا نَسْأَلُكَ رِزْقاً نَحْنُ نَرْزُقُكَ وَالعَاقِبَةُ لِلتَّقْوَى
.
"আর তোমার পরিবার-পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তার উপর অবিচল থাক। আমি তোমার কাছে কোন রিয্ক চাই না। আমিই তোমাকে রিয্ক দেই আর শুভ পরিণাম তো মুত্তাকীদের জন্য।"[সূরা ত্বা হা: ১৩২]
.
[ ইমাম মালিক (রাহ.), মুওয়াত্তা (রিওয়ায়াত: ইয়াহইয়া), হা: ৩৮৯] p: 1013
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

09 Mar, 03:54

76

৭টি আমল বা ক্ষেত্র আছে যেগুলি করলে দুয়া কবুল হয়:

১) ঘুম থেকে জাগার পর কেউ যদি বলে,

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ، رَبِّ اغْفِرْ لِي

- একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই; আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। সুউচ্চ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। হে রব্ব ! আমাকে ক্ষমা করুন

(লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহূ লা- শারীকালাহূ, লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া ‘আলা কুল্লি শায়ইন ক্বদীর। সুবহা-নাল্লাহি, ওয়ালহামদু লিল্লাহি, ওয়া লা ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াল্লা-হু আকবার, ওয়া লা- হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লা-হিল ‘আলিয়্যিল ‘আযীম, রব্বিগফিরলী)
এরপর যদি অন্য যেকোনো দুয়া করে তবে তার দুয়া কবুল হবে।

[বুখারী: ফাতহুল বারী, ৩/৩৯, নং ১১৫৪। হাদীসের ভাষ্য ইবন মাজাহ এর অনুরূপ। দেখুন, সহীহ ইবন মাজাহ্‌: ২/৩৩৫।]

২) ইউনুস (আ:) এর দুয়া পড়তে পড়তে কেউ যদি মনে মনে কিছু চায় বা দুয়া করে তার দুয়া কবুল হবে।

لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

- আপনি ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, আপনি পবিত্র-মহান, নিশ্চয় আমি যালেমদের অন্তর্ভুক্ত।

(লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-য্ব-লিমীন)

[তিরমিযী ৫/৫২৯, নং ৩৫০৫; হাকেম এবং তিনি একে সহীহ বলেছেন, যাহাবী সেটা সমর্থন করেছেন, ১/৫০৫। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৬৮।]


৩) ইসমে আযম পড়ে কেউ যদি দুয়া করে তার দুয়া কবুল হয়।

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ، الْمَنَّانُ، يَا بَدِيعَ السَّمَوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ

- হে আল্লাহ! আমি আপনার কাছে চাই; কারণ, সকল প্রশংসা আপনার, কেবলমাত্র আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই, আপনার কোনো শরীক নেই, সীমাহীন অনুগ্রহকারী; হে আসমানসমূহ ও যমীনের অভিনব স্রষ্টা! হে মহিমাময় ও মহানুভব! হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী-সর্বসত্তার ধারক! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই।*

(আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলা-হা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্না-নু, ইয়া বাদী‘আস্ সামা-ওয়া-তি ওয়াল-আরদী, ইয়া যালজালা-লি ওয়াল-ইকরা-ম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যূমু, ইন্নী আসআলুকাল্ জান্নাতা ওয়া আ‘ঊযু বিকা মিনান্না-র)

[হাদীসটি সুনানগ্রন্থকারগণ সকলে সংকলন করেছেন। আবূ দাউদ, নং ১৪৯৫; তিরমিযী, নং ৩৫৪৪; ইবন মাজাহ, নং ৩৮৫৮; নাসাঈ, নং ১২৯৯। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ, ২/৩২৯।]

৪) কেউ কোন বিপদে পরে যদি এই দুয়া পড়ে তবে তার দুয়া কবুল হবে।

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا

আমরা তো আল্লাহ্‌রই। আর নিশ্চয় আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! আমাকে আমার বিপদে সওয়াব দিন এবং আমার জন্য তার চেয়েও উত্তম কিছু স্থলাভিষিক্ত করে দিন।
ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন। আল্লা-হুম্মা আজুরনী ফী মুসীবাতী ওয়াখলীফ লী খইরম মিনহা (মুসলিম ২/৬৩২, নং ৯১৮।)

৫) যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর যিকির করে, যিকিরের পর দুয়া করলে তার দুয়া কবুল হয়।

৬) কুরআন তিলাওয়াতের পর দুয়া করলে কবুল হয়।

৭) যমযম এর পানি পান করে মনে মনে কোন নিয়ত বা দুয়া করলে কবুল হয়।

- শাইখ আহমাদউল্লাহ
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

09 Mar, 03:53

55

আলহামদুলিল্লাহ, আমার ১৩ বছরের ছেলের গায়রত,তার মাদ্রাসায় ভোটার আইডি কার্ডের ফটোকপি চাইছে,বাবা মায়ের ওর বাবারটা ফটোকপি ছিলো বাসায়,তাই দিলাম কিন্তুু আমারটা ফটোকপি করা নেই,ওকে আইডি কার্ডটা দিয়ে বললাম বাবা এটা থেকে একটা ফটোকপি করে নিয়ে মাদ্রাসায় দিয়ো,সে আইডি কার্ড নেবে না,বলে মুখঢাকা ছবি ওয়ালা আইডি কার্ড দাও আম্মু, আমি তাকে আইডি কার্ড সম্পর্কে বোঝায় বললাম,কিন্তুু কাজ হচ্ছে না,সে চিন্তায় পড়ে গেলো,সারাদিন কার্ড পকেটে নিয়েই ঘুরছে,বিকেলে বাসায় আসলো,বললাম ফটোকপি করছো?? ও উত্তর দিলো না!!ঐ মুখখোলা ছবি আমি ফটোকপি করবো না স্যারেরা দেখবে,ফটোকপি করার আংকেল দেখবে,আমি পারবো না,তুমি স্যারের সাথে কথা বলো যেনো বাবারটা দিয়েই কাজ হয়ে যায়!!!

©

,মাশা আল্লাহ, বারাকাল্লাহু ফিহ।
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

09 Mar, 03:53

54

রামাদান কেন অনন্য? কেন এত গুরুত্ব এ মাসের?

(১) রামাদানে উমরা করা হজের সমান।

নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘রামাদানে উমরা করা আমার সাথে হজ করার সমান।’’ [ইমাম বুখারি, আস-সহিহ: ১৮৬৩]

(২) রামাদানের শ্রেষ্ঠ নিয়ামতগুলো:

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘রামাদান মাস আগমন করলে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শিকলবন্দী করা হয়। [ইমাম মুসলিম, আস-সহিহ: ২৩৮৫]

অন্য হাদিসে এসেছে, ‘‘রামাদানের প্রথম দিনেই শয়তান এবং খারাপ জিনদের বেঁধে ফেলা হয়; জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, একটি দরজাও খোলা হয় না; জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, একটি দরজাও বন্ধ করা হয় না। একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন—হে কল্যাণের দিকে অগ্রসরমান ব্যক্তি! তুমি এগিয়ে চলো; হে মন্দের দিকে অগ্রসরমান ব্যক্তি! তুমি থেমে যাও।’’ [ইমাম তিরমিযি, আস-সুনান: ৬৮২; হাদিসটি সহিহ]

(৩) নবিজি রামাদানে অধিক আমল করতেন।

ইবনু আব্বাস (রা.) বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রামাদানে তিনি আরো অধিক দানশীল হয়ে ওঠতেন, যখন জিবরিল (আ.) তাঁর সাথে সাক্ষাৎ করতে আসতেন। রামাদানের প্রতি রাতেই জিবরিল তাঁর সাথে দেখা করতেন এবং তারা একে অপরকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রবহমান বাতাসের চেয়েও অধিক দানশীল ছিলেন। [ইমাম বুখারি, আস-সহিহ: ০৬]

(৪) মহাগ্রন্থ আল-কুরআন রামাদানে অবতীর্ণ হয়েছে।

আল্লাহ তা‘আলা বলেন, ‘‘রামাদান মাস—যাতে কুরআন অবতীর্ণ হয়েছে, মানুষের হিদায়াত (পথনির্দেশ)-এর জন্য; হিদায়াতের স্পষ্ট নিদর্শন এবং (সত্য-মিথ্যার) পার্থক্যকারীরূপে। অতএব, তোমাদের মধ্যে যে এ মাস পাবে, সে যেন রোজা রাখে।’’ [সুরা বাকারা, আয়াত: ১৮৫]

(৫) এই মাসটি অত্যন্ত বরকতময়।

নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘তোমাদের নিকট এসেছে রামাদান—বরকতময় মাস।’’ [ইমাম নাসায়ি, আস-সুনান: ২১০৬; হাদিসটি সহিহ]

(৬) এই মাসেই আছে মহান কদরের রাত।

আল্লাহ তা‘আলা বলেন, ‘‘লাইলাতুল কদর (কদরের রাত) হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ।’’ [সুরা কদর, আয়াত: ০৩]

(৭) অনেক মানুষকে ক্ষমা করা হয় রামাদানে।

হাদিসে এসেছে, ‘‘(এ মাসে) আল্লাহর পক্ষ থেকে অনেককে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, আর প্রতি রাতেই এরূপ হতে থাকে।’’ [ইমাম তিরমিযি, আস-সুনান: ৬৮২; হাদিসটি সহিহ]

Tasbeeh
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

09 Mar, 03:53

63

মাগুরায় বোনের শ্বশুর কর্তৃক আট বছরের শিশু ধর্ষণের ঘটনা পুরো দেশকে স্তম্ভিত করেছে।

এরকম পৈশাচিক ঘটনা এদেশে এই প্রথম নয়। বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে, এখন সেই প্রশ্নের জবাব খোঁজা জরুরি।

প্রশাসনিক দুর্বলতা, আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতি কতটা প্রকট হলে অপরাধীরা বারবার এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ করার সাহস পায়! অপরাধীরা জানে, এদেশে টাকা দিয়ে সব ‘ম্যানেজ’ করা যায়। তাইতো অপকর্ম করার আগে তারা একবারও ভাবে না।

যুগ যুগ ধরে চলে আসা ভঙ্গুর আইন ও বিচারব্যবস্থার কারণে এই যে অপরাধগুলো ঘটছে, এর দায় আসলে কে নেবে! অর্থনৈতিক দুর্বলতায় আমাদের দুঃখ নেই। কিন্তু আমরা সুশাসন চাই। আমরা এমন একটি ইনসাফপূর্ণ দেশ চাই, যেখানে অপরাধীরা অপরাধ করে পার পাবে না। যেখানে অপরাধীরা অপরাধ করলে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। যে দেশের প্রশাসন ও বিচারব্যবস্থার ওপর সকল মানুষ আস্থা রাখবে।

তেমন স্বপ্নের দেশ আমরা কবে পাব? আর এতদিনের ব্যর্থতার দায় কার?

~আহমাদুল্লাহ হাফিঃ
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

09 Mar, 03:53

54

ছবিতে থাকা মানুষটির নাম ইউসুফ। বয়স মাত্র বিশ বছর। আমি প্রতিনিয়ত ইউসুফকে দেখে মুগ্ধ হচ্ছি। ছেলেটার সাথে প্রথম পরিচয়ে জানতে পারি, সে জার্মানিতে পড়াশোনা করে। চার মাসের ছুটিতে এখানে এসেছে। এখন তার ছুটি পাওয়ার কথা না থাকলেও রমাদ্বানটা এখানে কাটানোর জন্য অনেক কসরত করে ভার্সিটি থেকে সে ছুটি নিয়েছে।

সে যখন আমাকে বলেছিল, রমাদ্বান ভালোভাবে কাটানোর জন্য সে ছুটি নিয়ে এসেছে, তখন আমি কিছুটা বিস্মিত হয়েছিলাম! ইউসুফকে নিয়ে আমার বিস্ময় এখনো কাটে নি। সুবহানাল্লাহ! একটা জেনারেল পড়ুয়া ছেলে, যে কিনা জার্মানিতে পড়াশোনা করে, তার আমল এত সুন্দর কী করে হতে পারে?

রমাদ্বান আসার আগে থেকেই ইউসুফের আমলের মাত্রা বেড়ে যাওয়াটা ছিল চোখে পড়ার মতো। আর রমাদ্বান যখন চলেই এলো, তখন যেন ইউসুফ ধরা ছোঁয়ারই বাইরে চলে গেলো।

ছেলেটা প্রতিদিন যুহরের আগে মাসজিদে চলে আসে। আমাদের এখানে যুহরের ওয়াক্ত হয় ১১:৪৬ মিনিটে। যুহর থেকে নিয়ে একটানা মাগরিবের সালাত পর্যন্ত সে মাসজিদেই কুরআন মাজীদ তিলাওয়াতে মাশগুল থাকে। এর মাঝে তাকে কারো সাথে কথা বলতেও দেখা যায় না। আর মোবাইল? ছবিটা জুম করলে দেখতে পাবেন, মোবাইলটা সে পায়ের কাছে ফেলে রাখে।

আমি দু'দিন আগে কৌতুহলী হয়ে ইউসুফকে জিজ্ঞেস করলাম, তাকে তারাবীহ এবং ফজরে দেখা যায় না কেন? সে জানালো ইশার সালাতের আগেই সে অন্য একটি মাসজিদে চলে যায়, আর সেখান থেকে ফজরের সালাত পড়ে বাসায় ফিরে।

সে যেখানে ইশা পড়তে যায়, সেই মাসজিদটা আমি খুব ভালোভাবে চিনি। সেখানে তারাবীহতে এক পারা এবং কিয়ামুল লাইলে (তাহাজ্জুদে) প্রতিদিন তিন পারা করে তিলাওয়াত হয়। আল্লহু আকবার।

আমি ইউসুফকে যতই দেখি, ততই মুগ্ধ হই। ছেলেটা চব্বিশ ঘন্টার মাঝে প্রায় বিশ ঘন্টাই আমলের মাঝে কাটিয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু তায়ালা তার ঈমান আমলকে হিফাজত করুন।

রমাদ্বান! ইয়া রমাদ্বান................

রমাদ্বানের আমল তো এমনই হওয়ার কথা ছিল। সালাফগণ তো রমাদ্বানকে এভাবেই অতিবাহিত করেছেন। ওয়াল্লহিল আযীম! এত বড় লেখা শেয়ার করার মতো সময় আমার হাতে ছিল না। অনেক সুযোগ বের করে এটা লিখছি। যেন আমার ভাই বোনেরা রমাদ্বানের মূল্যটা অনুধাবন করতে পারেন।

আমার ভাই ও বোনেরা!

ইউসুফকে দেখুন। সে কোন হাফেজ অথবা আলেম না। অথবা কোনো পীরের মুরীদও না। স্রেফ জেনারেল পড়ুয়া একজন যুবক। সে প্রতিদিন কুরআন মাজীদ থেকে প্রায় দশ পারা তিলাওয়াত করছে। চব্বিশ ঘন্টার মাঝে প্রায় উনিশ/বিশ ঘন্টাই ইবাদাতে কাটিয়ে দিচ্ছে। কারণ সে রমাদ্বানকে চিনতে পেরেছে। রমাদ্বানের গুরুত্ব বুঝতে পেরেছে।

আপনি এবার আপনার দিকে লক্ষ্য করুন। আপনার রমাদ্বান কীভাবে অতিবাহিত হচ্ছে, সেটা চিন্তা করুন। ভাবুন। গভীরভাবে ভাবুন। এই রমাদ্বান হতে পারে, আপনার জীবনের শেষ রমাদ্বান। সুতরাং আর দেরি করবেন না। হাতেগোনা আর কয়েকটা দিন বাকি আছে। দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে রব্বের সাথে সম্পর্ক গড়ে তুলুন। আর জাহান্নামের আগুনকে নিজের জন্য হারাম বানিয়ে নিন। - শাবীব তাশফি ভাই।

(মা শা আল্লাহ, বারাকাল্লাহু ফিক)
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

09 Mar, 03:24

53

Musings on Music |

‘বন্ধু, আড্ডা, গান –এখানেই হারিয়ে যাও…!’
বন্ধু আর আড্ডার সাথে গান আজ জুড়ে গেছে পৃথিবীর প্রতিটি প্রান্তে। হারিয়ে গেছে অনেকেই। তবু ফিরেও এসেছে অনেকে। কেউ পথ খুঁজে মরছে। আচ্ছা, গান শোনা কি খারাপ? তাহলে কেন কেউ কেউ হঠাৎ গান শোনা ছেড়ে দেয়? গানের তালে Headbanging করা ছেলেটা কেন এখন বাজনা কানে আসলেই মুখ কুঁচকে তাকায়? গানের সুরে তো মন ভালো হয়ে যায়। তবে কোন দুঃখ ভুলতে নেশায় বুঁদ হয়ে থাকে জনপ্রিয় গায়কেরা?

কেউ কেউ বলে গান হলো অন্তরের খাদ্য। অথচ হুজুররা বলে, গান আর কুরআন নাকি এক অন্তরে থাকতে পারে না! ‘এখন গান শোনো কোনো চার্জ ছাড়াই’ নাকি শুনে নাও, চার্জ হিসাবে গুনাহের শাস্তি থাকুক আমলের খাতায়?

সম্ভবত, বাঙালি মুসলিম তরুণ সমাজকে সবচেয়ে প্রভাবিত এবং কনফিউজ করার মতো বিষয়টি হলো এই গান-বাজনা। তরুণ মনের এমন প্রশ্নগুলোর ব্যবচ্ছেদ নিয়ে দি মুসলিম গ্লাস পডকাস্টের তৃতীয় পর্ব, ‘সঙ্গীতের সাতকাহন’।


"FORWARDED"
~ রিপোস্ট!
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

07 Mar, 16:29

119

শিশুধ*র্ষকের বিচারের দাবিতে মাগুরা থানার সামনে তৌহিদি জনতার একাংশ।

ধ*র্ষকের বিচার হোক জনসম্মুখে মৃ*ত্যুদন্ড (পাথর মেরে হ*ত্য|)