ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️ (@alaksa10)の最新投稿

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️ のテレグラム投稿

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️
আমরা চাই আমাদের চ্যানেলের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন আত্মাগুলো আলোকে ফিরে আসুক।ইবাদতে অনাগ্রহী আত্মাগুলোতে আগ্রহ সঞ্চার হোক।মৃতপ্রায় আত্মাগুলোতে ছড়িয়ে পড়ুক প্রাণশক্তি। ভালো কিছুর প্রত্যাশায় ইন শা আল্লাহ...

প্রয়োজনেঃ https://chithi.me/asifmuhammad
2,307 人の購読者
3,017 枚の写真
543 本の動画
最終更新日 11.03.2025 18:03

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️ によってTelegramで共有された最新のコンテンツ

ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

07 Mar, 16:27

323

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প:

১ ট্রিলিয়ন ডলারের বিনিময়ে সৌদি আরবে যাচ্ছি!

"সাধারণত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে প্রথম বিদেশ সফরে যুক্তরাজ্যে যায়। কিন্তু আমি যখন শেষবার সৌদি আরবে গিয়েছিলাম, তারা ৪৫০ বিলিয়ন ডলার দিয়েছিল, এটা তো জানেন, তাই না? আপনারাও তখন সেখানে ছিলেন। আমেরিকান কোম্পানিগুলো ৪৫০ বিলিয়ন ডলার পেয়েছিল।"


আমি বললাম, "এইবার যাব, তবে যদি চার বছরের মধ্যে আমেরিকার কোম্পানিগুলোর কাছ থেকে মোট ১ ট্রিলিয়ন ডলারের সামগ্রী কেনেন।" তারা এতে রাজি হয়েছে, তাই আমি সেখানে যাচ্ছি।

"তাদের সঙ্গে আমার দুর্দান্ত সম্পর্ক আছে, তারা আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। তারা আমেরিকান কোম্পানিগুলোর কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করবে।"

----

প্রশ্নঃ গাজার জন্য ২০ বিলিয়ন ডলার খরচ করতে অনীহা প্রকাশ করে যে সৌদি আরব সে ট্রাম্পের সফরের জন্য ১ ট্রিলিয়ন ডলার কেন দেয়?
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

07 Mar, 16:27

105

ওয়ার্ম আপ শুরু হয়ে গেছে!

"বিশ্বের নতুন চ্যালেঞ্জিং পরিস্থিতিকে সামনে রেখে "

গতকাল ট্রাম্প অনেক ঢাকঢোল পিটিয়ে জাতির উদ্দেশ্যে সংসদে ভাষণ দিয়েছেন।

আজকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ঢাকঢোল পিটিয়ে বলছেন,

হে আমার দেশবাসী, বর্তমান এই চ্যালেঞ্জের মুখে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবো।

জার্মানি নতুন কোয়ালিশন সরকার গঠনে ব্যাস্ত। কিন্তু সেখান থেকেও ওয়ার্ম আপের মেসেজ আসছে।

ব্রিটেন তো গত কয়েকদিন আগে ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিল!

গতকাল কানাডার প্রধানমন্ত্রী জাতিকে লড়াইয়ে প্রস্তুত হওয়ার ডাক দিয়েছেন।

জনগণকে প্রস্তুত করতে শুরু করেছে সবাই।
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

07 Mar, 16:27

89

যারা নিজেদের অনেক বড় বিশেষ কিছু মনে করে
তাদের উচিত জাহান্নাম সম্পর্কিত এই বক্তব্যটি শোনা।
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

07 Mar, 16:27

64

এক লোক প্রচুর কুরআন পড়ত। কুরআন নিয়েই ডুবে থাকতে ভালবাসত। কিন্তু কেন যেন কুরআনের কিছুই সে মুখস্থ রাখতে পারত না। একদিন লোকটির ছোট ছেলে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলল, “বাবা, আপনি যে এত কুরআন পড়েন, কিছুই তো মনে রাখতে পারেন না। এতে কী লাভ হচ্ছে?”

— তোমার এই প্রশ্নের উত্তরটা দিবো। তার আগে এক কাজ করো, তুমি এই বেতের ঝুড়িটা সমুদ্র তীরে নিয়ে যাও এবং পানি ভরে নিয়ে আসো।
— এটা তো বেতের তৈরি, পানি কীভাবে ধরবে?
— আহা, চেষ্টা করে দেখো না!

সাধারণত কয়লা আনা-নেওয়ার কাজে তারা এই ঝুড়ি ব্যবহার করে। তবুও বাবার কথায় ছেলেটি ঝুড়ি নিয়ে তীরে গেল এবং পানি ভরল। কিন্তু বাড়ি ফিরে আসতে আসতে সব পানি পথেই শেষ। পড়তে পড়তে একদম খালি হয়ে গেছে।

“দেখলেন? কোনো লাভ হলো? পানি একটুও বাঁচেনি।” ছেলে আফসোস নিয়ে বলল।
লোকটি আশ্বাস দিলো, “চেষ্টা চালিয়ে যাও সোনা। আরও কয়েকবার চেষ্টা করো।”

এভাবে দুইবার, তিনবার, চারবার, সবশেষে পাঁচবার পর্যন্ত চেষ্টা করল ছেলেটি। কিন্তু এক মুঠো পানিও আনতে পারল না। অবশেষে হাল ছেড়ে দিয়ে বাবাকে বলল, “এই ঝুড়ি দিয়ে আমার পক্ষে পানি আনা অসম্ভব।”

এবার লোকটি শান্ত গলায় বলল, “আচ্ছা, তবে তুমি কি ঝুড়িটার ভিতরের দিকে খেয়াল করেছ? ভিতরের অবস্থার কোনো পরিবর্তন দেখেছ?”
— হ্যাঁ, এটা পানি ধরে রাখতে না পারলেও বার বার পানি ভরার কারণে কয়লার ময়লাগুলো সাফ হয়ে গেছে। ভিতরটা বেশ পরিষ্কার দেখাচ্ছে এখন।
— ঠিক ধরেছ। এবার বলি, কুরআনও ঠিক এই কাজটাই করে তোমার অন্তরের ভিতরে। দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে তোমার অন্তর যখন কলুষিত হয়ে পড়ে, তখন কুরআন সমুদ্রের পানির মতোই তোমাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেয়। অন্তরে মুখস্থ রাখতে না পারলেও সে তোমাকে পবিত্র করে দেয়।

বাবারে, একটা কথা মনে রেখো, কুরআনের প্রথম অবতীর্ণ আয়াত “পড়ো”, “মুখস্থ করো” না। কাজেই মুখস্থ করতে না পারার কারণে শয়তান যেন তোমাকে ধোঁকায় না ফেলে, কুরআন পড়া থেকে দূরে সরিয়ে দিতে না পারে।

লেখা : ড. আলী মুহাম্মাদ আস-সাল্লাবী (হাফি.)-এর পেইজ থেকে অনূদিত।
অনুবাদ : ওয়াফিলাইফ।
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

07 Mar, 16:27

48

আবূ উমামাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,

যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার; আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার।

— সুনানে আবু দাউদ, হাদিস : ৪৮০০
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

07 Mar, 16:24

50

যখন হিজাব-নিকাব পরার কারণে মুসলিম নারীদের অ*পদস্ত ও হে*নস্তার শিকার হতে হয়, তখন কোথায় থাকে পোশাকের স্বাধীনতা? বোরকা-নিকাবকে যখন খারাপভাবে গা*লি দেওয়া হয়, তখন তো কোনো সুশীলের বক্তব্য দেখি না, থাকুক প্রতিবাদ। এমন দ্বিমুখী আচরণ কেন?

আজ যারা পোশাকের স্বাধীনতার বুলি আওড়াচ্ছেন, ঠিকই আগামীকাল কোথাও হিজাব-নিকাব পরার কারণে কোনো নারীকে হে*নস্তা করা হলে– তাদের খুঁজে পাওয়া যাবে না। তখন এই সুশীলরা ঐসব হে*নস্তাকারীর গলা চেপে বলবে না– পোশাকের স্বাধীনতা সকলের রয়েছে, কে হিজাব পরবে, কে নিকাব পরবে; এটা তার বিষয়, তুমি বলার কে হে!

সবশেষে তাদের বলবো– মুখে তুমি সুশীল ঠিকই, কিন্তু অন্তরে তোমার ইসলাম বিদ্বেষ!

লেখা : মাহমুদুল হাছান
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

07 Mar, 16:24

44

"জ্ঞান শেখার আগে সৎ হতে শেখো। নয়ত এই জ্ঞানকে ব্যবহার করেই ভবিষ্যতে অন্যায় কাজ করবে।"

— ইমাম আওযাঈ (রহ.)
সূত্র: আল-জামিঈ আখলাক আর-রাঈ, ১/৩০৪
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

07 Mar, 16:24

46

“যমযমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা পূর্ণ হয়। আমি এই পানি পান করেছি কিয়ামতের দিনের পিপাসা পূরণের জন্য।”
.
— ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক (রহ.)
বই: মহৎ প্রাণের সান্নিধ্যে, ৩/১৪৩
.
যারা সামনে হজ্জ বা উমরায় যাবেন, এই আমলটা করতে পারেন।
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

24 Feb, 08:13

122

দাদাদের দেশে আমাদের সন্তানেরা!
ইসলাম ও ইসলামী বিশ্বের বার্তা....(AAHR10 NEWS)...⚔️

24 Feb, 08:09

120

রমযান ও তাকওয়া :

হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়াম "রোযা" লিপিবদ্ধ "ফরয" বা লিখে দেয়া হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর তা লিপিবদ্ধ (লিখে) দেওয়া হয়েছিল। অর্থাৎ ফরয করা হয়েছে, যেন তোমরা তাকওয়া (আল্লাহভীতি) অর্জন করতে পার। এ আয়াতে তিনটি মৌলিক বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এক. মুসলিমদের প্রতি তথা উম্মতে মুহাম্মদী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর প্রতি মাহে রমযানের "রোযা" ফরয হওয়ার বিধান বিধৃত হয়েছে। দ্বিতীয় অংশে, এ সিয়াম বা রোযা শুধু বর্তমান মুসলিম জাতির উপরই নতুন করে ফরয করা হয়নি, এর অস্তিত্ব পূর্ববর্তী জাতির ভেতরেও বর্তমান ছিল। তৃতীয়, এবং শেষাংশে রোযা বা সিয়ামের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়েছে। আর তা হচ্ছে 'তাকওয়া'র গুণ অর্জন করা।

আজকের আলোচনায় আমরা এ আয়াতের শেষাংশ অর্থাৎ 'তাকওয়া' নিয়েই সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে সিয়াম সাধনার মাস মাহে রমযান। সময় এসেছে এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ভালোভাবে তাদাব্বুর করে সে অনুযায়ী আমল করা। আয়াতের শেষাংশে মহান আল্লাহ সিয়াম সাধনার লক্ষ্য উদ্দেশ্য ও তাৎপর্য সম্পর্কে বর্ণনা করতে যেয়ে বলেন- "যাতে তোমরা মুত্তাকী বা আল্লাহভীরু হতে পার।" আর এ তাকওয়ার্জনই সিয়াম সাধনার মূল টার্গেট। তাকওয়া শব্দটির একাধিক অর্থ আছে।

* তাকওয়া হলো যা সকল সৎ স্বভাব, দয়া ও ভাল কাজের সমষ্টি। যা সকল ভাল কাজের সোপান ও চাবি এবং আল্লাহর সাহায্য ও বিজয়ের উন্মুক্ত পথ।

* তাকওয়া হলো হৃদয়ের মধ্যে আল্লাহর অসন্তুষ্টি ও শাস্তি থেকে আত্মরক্ষার সার্বক্ষণিক অনুভূতি, যেকোনো কথা কর্ম ও কাজের পূর্বেই মনে আসবে যে, আমি যা করছি তাতে আল্লাহ খুশি না বেজার।

*তাকওয়া অর্থ হচ্ছে: মনের সর্ব প্রকার পবিত্রতার নাম। যা ব্যক্তিকে আল্লাহর ভয় ও দয়ার প্রতি উৎসাহিত করা পূর্বক তাঁর কাছে পূর্ণ হিসাব ও শাস্তির কথা হৃদয়ে সদা জাগ্রত থাকার নাম।

*তাকওয়া অর্থ হচ্ছে: সবকিছুই আল্লাহর নিমিত্তে হবে এবং গোপন ও প্রকাশ্য উভয়াবস্থায় মহান স্রষ্টার স্মরণ সার্বক্ষণিক বিদ্যমান থাকবে।

বাস্তবিকই যদি মানুষ তেমনটি করতে পারে, তবে মহান আল্লাহ ঐ মুত্তাকীদের উদ্দেশ্যে বলেন-

"যদি জনপদের লোকেরা সত্যিকারভাবে ঈমান আনয়ন করতো ও তাকওয়ার গুণাবলি অর্জন করতো, তাহলে আসমান ও জমিনের সকল বরকতের দরজাগুলো উন্মুক্ত করে দিতাম।" (সূরা আরাফ-৩৬)

মহান আল্লাহ আরো বলেন:

"নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন, যারা আল্লাহভীরু এবং যারা সৎকর্ম সম্পাদন করে।" (নাহল-১২৮)

মহান আল্লাহ আরো বলেন:

"অতঃপর আমি মুত্তাকিদেরকে উদ্ধার করবো এবং অত্যাচারীদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেবো।" (সূরা মারইয়াম-৭২)

এভাবেই কোরআনের আরো অসংখ্য জায়গায় মহান আল্লাহ তাকওয়া সম্পর্কে এবং তাকওয়া অবলম্বনকারী মুত্তাকীদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা সিয়ামের বিধান বর্ণনা করার পর সুরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে বলেন, "এভাবেই আল্লাহ তাঁর আয়াতগুলো মানুষের জন্য বিস্তারিত বর্ণনা করেন, যাতে তারা তাকওয়া অবলম্বন করে।"

কোরআনে মুত্তাকীদের বৈশিষ্ট্য বর্ননা করতে গিয়ে বিভিন্ন আয়াতে বিভিন্ন গুনাবলির কথা এসেছে। তন্মধ্যে কয়েকটি আয়াত নিয়ে আলোকপাত করা যেতে পারে : ১."তারা অত্যন্ত ধৈর্যশীল, সত্যবাদী, নির্দেশ সম্পাদনকারী, সৎপথে ব্যয়কারী এবং শেষরাতে ক্ষমা প্রার্থনাকারী।" (সুরা : আলে ইমরান, আয়াত : ১৫)

২. "যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, আর আল্লাহ তায়ালা সৎকর্মশীলদের ভালোবাসেন।" (সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৪)

৩. ‘যাদের মনে ভয় রয়েছে, তাদের ওপর শয়তানের আগমন ঘটার সঙ্গে সঙ্গেই তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের বিবেচনাশক্তি জাগ্রত হয়ে ওঠে। ’ (সুরা : আরাফ, আয়াত : ২০১)

অর্থাৎ, মুত্তাকীদের মধ্যে আল্লাহভীতি, নামাজ কায়েম করা, যাকাত ও দান-সদকা করা, আখিরাতে দৃঢ় বিশ্বাস, সত্যবাদিতা, ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন, অশ্লীলতা ও পাপ থেকে বিরত থাকার সর্বাত্মক চেষ্টা, রাগ নিয়ন্ত্রণ করা ও ক্ষমাশীল হওয়া, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা, শেষরাতে ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি বৈশিষ্ট্য থাকা জরুরি।

শেষ করছি তাকওয়া অবলম্বনকারীদের জন্য সুসংবাদ প্রদানকারী চমৎকার আরেকটি আয়াত দিয়ে, আল্লাহ তায়ালা বলেন,

"আর মুত্তাকীদের জন্য জান্নাতকে এত নিকটবর্তী করে দেওয়া হবে যে, কোনো দূরত্বই বাকি থাকবে না। (এবং বলা হবে যে,) এই সেই জিনিস, যার প্রতিশ্রুতি তোমাদেরকে এভাবে দেওয়া হত যে, এটা প্রত্যেক এমন ব্যক্তির জন্য, যে আল্লাহ-অভিমুখী থাকে এবং নিজেকে রক্ষা করে চলে। যে দয়াময় আল্লাহকে ভয় করে- তাঁকে না দেখেই। এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী অন্তর নিয়ে আসে।"-(সূরা কফ ৩১-৩৩)

মহান আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে সিয়াম সাধনার মূল লক্ষ্য 'তাকওয়া'র গুণে গুণান্বিত হওয়ার মাধ্যমে মুত্তাকী হওয়ার তৌফিক দান করুন। সবাইকে তাঁর নৈকট্যশীল ও প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমীন।