DNA Medical Mart @dnamedicalmart Channel on Telegram

DNA Medical Mart

@dnamedicalmart


DNA Medical Mart is run by Doctors & Medical Students. All authentic product are available here.

DNA Medical Mart (English)

Are you looking for a reliable source for all your medical needs? Look no further than DNA Medical Mart! This Telegram channel is run by Doctors and Medical Students, ensuring that you receive accurate and trustworthy information about the products available. From medications to medical equipment, DNA Medical Mart offers a wide range of authentic products that you can trust. Whether you are a healthcare professional looking for supplies or a patient in need of medication, this channel has got you covered. Join DNA Medical Mart today and experience the convenience of having all your medical needs met in one place!

DNA Medical Mart

24 Jan, 08:12


মাত্র চার লাইনের ছোট্ট একটা প্যারাগ্রাফ। তবে এখনকার সময়ে আমার মনে হয় আমাদের মতন প্র্যাকটিসিং ডাক্তারদের জন্য এটি একটি লাইভ সেভিং টুল।প্রতিটা প্রেসক্রিপশনেই অনেকটা জায়গা ফাঁকা পড়ে থাকে, এই চার লাইন আমাদেরকে অনেক ধরনের হ্যারাসমেন্ট থেকে রক্ষা করতে পারে।পৃথিবীতে একটি জাতির উপরে আঙ্গুল তোলা অনেক সহজ, সেটি হল ডাক্তার জাতি।তাত্ত্বিক এবং আধ্যাত্মিক দিক থেকে চিন্তা করলে সৃষ্টিকর্তার পর জীবন মৃত্যু নিয়ে যদি কারো উপর ভরসা করা যায় সেটি হল চিকিৎসা ব্যবস্থা ও ডাক্তার সোসাইটি।
ধর্মীয় অনুভূতির দিক থেকে আমরা আসলে মৃত্যুর জন্য সৃষ্টিকর্তাকে দায়ী করতে পারিনা।অনেক সময় মৃত্যু মেনে নিতেও পারি না। তখন খুব সহজভাবেই এই মৃত্যু আর সৃষ্টিকর্তার মাঝখানে যার দিকে আঙ্গুল তোলা যায় সেটি হল ডাক্তার। এজন্যই খুব সহজেই আমরা আমাদের রাগ, দুঃখ, অভিমান কর্মরত চিকিৎসকের উপরে জাহির করি।
হতে পারে অবহেলা জনিত অনেক কারণে আমরা দায়ী,তবে সব সময় কি???
রোগীর তরফ থেকে এই চার লাইনের প্যারাগ্রাফে ছোট্ট একটা স্বাক্ষর আমাদেরকে সম্মানহানীর অনেক বড় একটি যুদ্ধ থেকে রক্ষা করবে।
আর বর্তমান পরিস্থিতিতে এটা অতীব জরুরি।
খুব ছোট্ট একজন ডাক্তার আমি, মাত্র নামের সামনে ডাঃ/dr.লেখা শুরু করেছি,এই জায়গা থেকে এতগুলো কথা বলা হয়তো মানানসই না তবুও যেটা আমার মনে আছে সেটা প্রকাশ করা কি অন্যায়??
কোন ভুল কিছু বলে থাকলে ক্ষমার চোখে দেখবেন, আর নিজেকে লুকিয়েও পোস্টটা করিনি কারণ নিজের উপর, নিজের কথার উপর আত্মবিশ্বাস আমার আছে।

ছোট্ট দাঁতের ডাক্তার
mdc 15-16

DNA Medical Mart

23 Jan, 07:41


বাংলাদেশের বেস্ট ডেভিডসন প্রিন্ট একমাত্র dnamedicalmart.com এ পাওয়া যায়।

আপনি যদি বেস্ট কোয়ালিটির, ফাইনাল ইয়ার থেকেই এফসিপিএস এর জন্য নিজের বইটি দাগিয়ে গুছিয়ে পড়তে চান। তাহলে এই ডেভিডসন এর বিকল্প নেই।

দ্রুত অর্ডার করুন। মেডিসিনে যারা ক্যারিয়ার করতে চান, তারা এই বই যত আগে কিনবেন। তত এগিয়ে যাবেন এই টুকু বলতে পারি।

এক্ষেত্রে আপনার সিনিওর যারা ইউজ করছে, তাদের রিভিউ নিতে পারেন।

DNA Medical Mart

21 Jan, 17:13


সকল ডাক্তারকে উপজেলার স্বাদ গ্রহণ করতে হবে।

-বিসিপিএস

এসো নবীন দলে দলে,
রেসিডেন্সির পতাকাতলে।

-বিএসএমএমইউ

©বিন্তু

DNA Medical Mart

21 Jan, 03:44


BUPA Insurance cover করে বলে আমরা এত কম সময়ে হাসপাতালে পৌঁছালাম শুধুমাত্র ambulance service এর জন‍্য। আর ওদিকে দেখলাম যাঁরা রেগুলার সিটিজেন ৬০ জন ওয়েটিং এ বসে আছে ইমার্জেন্সিতে। কেউ কাতরাচ্ছে কেউ বমি করছে কেউ কাঁদছে।

বাজে রাত ৩ টা। এখনও কোন ডাক্তার কিন্তু আসেনি। বমি কিছুটা কম। কিন্তু মাথা ব‍্যথা এখনও অনেক। কোন পেইনকিলার চিকিৎসকের পরামর্শ ছাড়া দিতে পারবেনা। তাই অপেক্ষা করতে হবে । আমি বললাম Panadol দেওয়া যাবে? যেহেতু বমি একটু কম। সেটাই Oral দিল।

এবার একজন চিকিৎসক আসলেন। history examination আবার রিপিট। bedside usg করলেন। তারপর বললেন সিনিয়র চিকিৎসক আসবেন আরেকজন। চলে গেলেন ।

আরও ১ ঘন্টা পর সিনিয়র চিকিৎসক আসলেন। history examination including nervous system. দিলেন এবার CT brain. আর বললেন blood reports সব ভালো।

বাজে ভোর ৬ টা। CT Scan করতে নিল।

সকাল ৭ টায় ডাক্তার এলেন। বললেন সবকিছু নর্মাল আছে। Panadol এ ব‍্যথা তখনও তেমন কমেনি। বমি কমেছে। Diagnosis - migraine

Discharge paper এ treatment-
Ondansetrone 8 mg TDS - 10 Days

৭ ৩০ টায় ডিসচার্জ হলো। আম্মু তো ambulane এ এসেছন তখন পায়ে জুতো ছিলনা । আমারটা আম্মু পরলেন। আর আমি খালি পায়ে রওনা দিলাম হাসপাতাল থেকে গাড়ি পর্যন্ত।

আর ভাবতে থাকলাম_
Injection ondansetrone
1 amp IV stat
ইন্টার্নশিপ থেকে লিখে এসেছি।

এই লাইনটার মর্ম আসলে কি!

আর বাংলাদেশ হলে কি হত? এত আরামে সবাই এতরকম চিকিৎসা পায় তাও আমাদের কোন দাম নেই!

ও হ‍্যা! বিল কত এসেছে এখনও জানিনা! জানলে আপডেট দিব

*** কিছু কমেন্টের প্রেক্ষিতে এডিট করে এড করলাম-
অস্ট্রেলিয়া / আমেরিকা / কানাডা কিংবা অন‍্য সিস্টেমে যাঁরা কাজ করেন তাঁদেরকে কিংবা তাঁদের সিস্টেমকে এখানে প্রশ্ন করা হচ্ছেনা। আমাদের দেশে এত সস্তা আর এভেইলেবল সবকিছু হওয়া সত্ত্বেও সম্মান নেই আমাদের এটাই বলা হচ্ছে।

DNA Medical Mart

21 Jan, 03:44


‘অস্ট্রেলিয়া এবং একটি বমির ঔষধ’

আব্বু আম্মু অল্প কিছুদিনের জন‍্য বেড়াতে এসেছিলেন তাঁর বড় ছেলের বাসায়। আমি আর রাহীকবাবু এলাম তারপর। ফিরে যাব আর ১০-১২ দিন পর। এত কম সময়ের জন‍্য হলেও মোটামুটি যত রকম ঔষধ পত্র আনা সম্ভব আর দরকার মনে হয়েছে নিয়ে এসেছি।

আমার আম্মুর মাইগ্রেইনের সমস‍্যা প্রকট। কেমেথেরাপির পর থেকে মাইগ্রেন এটাক হলে একদম খুব খারাপ অবস্থা হয়ে যায়। মাঝে মাঝে injectable লাগে। তাই injectable ondansetron ও সাথে এনেছি।

গতকাল সকাল থেকে আম্মুর মাইগ্রেন এটাক হলো। আস্তে আস্তে ব‍্যথা বাড়তে থাকল। একটা পর্যায়ে দুপুর ১২ টার দিকে আর oral ঔষধে কাজ হচ্ছেনা। সবকিছু বমি হয়ে যাচ্ছে তাই Injection লাগবেই। আবিষ্কার করলাম ঔষধ তো এনেছি কিন্তু সিরিন্জ আনা হয়নি। সিরিন্জ কিনতে পারব কিন্তু needle দিবেনা। আর এই ঔষধ OTC নয়। লাগলে কিনতেও পারবনা। করণীয়?

GP দেখাতে হবে!

এপয়েন্টমেন্ট দেওয়া হলো একদম পাশেই। Gregory Hills Medical Centre এ। বাংলাদেশী একজন GP আছেন শুনে উনার এপয়েন্টমেন্ট নেওয়া হলো। গিয়ে ১ ঘন্টার মত ওয়েটিং। দেশী চিকিৎসক পেয়ে আম্মু একটু ভরসা বেশি পেল। সবকিছু বলার পর উনি injection ondansetrone লিখে দিলেন।

১০০ AUD বিল পে করে গেলাম ফার্মেসী। এই ঔষধ এভেইলেবল নেই। কোন ইনজেক্টেবল antiemetic ই নেই। বললাম আচ্ছা আমাদের কাছে আছে। সিরিন্জ দিতে। বলে সিরিন্জ আছে কিন্তু নিডেল নেই। বিক্রি হবেনা।

তারপর আবার GP র সাথে কথা বলে গেলাম নার্সের কাছে। আমাদের কাছে থাকা ঔষধটা বাসা থেকে এনে দিলে উনি জাস্ট ইনজেক্ট করে দিবেন।আবার বাসা থেকে আনলাম। আমাদেরটা ৮ mg. GP দিয়েছে ৪ mg. আবার ওটা নিয়ে কথা বলতে হলো। তারপর প‍্যাকেট খুলে দেখা গেল একটা পাশে একটু ভাঙা। সল‍্যুশনের সাথে কাঁচের গুড়া তো মিশে গিয়েছে। এটা দেওয়া তো যাবেনা! আমি নিজের পরিচয় দিয়ে বললাম আমাকে যদি নিডল দেয় আমি সিরিন্জ নিয়ে কিনে বাসায় দিতে পারব। উনি আমাকে দিলেন ৪-৫ টি নিডল। আম্মু তো সমানে বমি করে যাচ্ছে ওদিকে।

বাসায় নিয়ে গেল আম্মুকে আমার ছোট ভাই। আর আমি আর বড় ভাই গেলাম chemist warehouse এ। এটা নাকি সবচাইতে বড় । ১৫ মিনিট ড্রাইভ । ওখানে যাওয়ার পর ২০ মিনিট খুঁজে বলল এই ঔষধ পাওয়া যাবেনা। কারণ এটা শুধু হাসপাতালের ইমার্জেন্সির ফার্মেসিতে দিবে। এসব ঔষধ আর কোথাও রাখেনা। কারণ এটা খুব strong! আমি বললাম আর কোন alrernative? Promethazine / cyclizine এসব দিতে পারবে। শুধুই oral। কাজ হবেনা বুঝে বললাম ঐ gp কে ফোন দিতে। medical centre / gp কেউ ফোন ধরলনা।

করণীয়?

হাসপাতাল বেইজড ফার্মেসিতে যাওয়া। গেলাম আরেক জায়গায়।এখানো pharmacist ছিল। বলল এই injection কোনটাতেই আমরা পাবনা। এটা শুধু হাসপাতালে পুশ করে।

ততক্ষণে বাজে ৬ টা। রবিবার ছিল। সব দোকানপাট ৫ টায় বন্ধ হয়ে গিয়েছে। বাকি ফার্মেসিও।

বাসায় ফিরে গেলাম। ভাবলাম ঠিক হয়ে যাবে।

এদিকে সারাদিন বমি করতে করতে dehydrated এবং বমিও কমছেনা। কি করি! ভাইয়া ফোন দিল এবার ০০০ তে। Ambulance Service এর জন‍্য। হাসপাতালে নিতে হবে। সরাসরি ইমার্জেন্সিতে গেলে ৬-৭ ঘন্টার ওয়েটিং। ambulance এ গেলে একটু জলদি দেখবে। Ambulance service এ ফোন দেওয়ার পর পাক্কা ২৫ মিনিট ফোনে history নিল। just to be sure ambulane পাঠানোর মত ইমার্জেন্সি কিনা। অনেক কথার পর ঠিক করল পাঠাবেনা। তারপর আবার কনভিন্স করা হলো পলে যে severe dehydration, throwing up everything, dizzy & can’t even sit! & yes she has ca breast. তারপর আরও ১০ মিনিট পর রাজি হলো। বলল আজ sunday! ১ ঘন্টার মত লাগবে।

অপেক্ষা করছি।
এদিকে chronic migraine বলা যাবেনা। বললে chronic case এর জন‍্য insurance coverage একদম পাওয়া যাবেনা। অনেক বিল হবে।

Ambulance আসল। ২ জন paramedics আসল। তারা এখন দেখবে।ঔষধপত্র দিবে। মেনেজ করে ফেলতে পারলে নিবেনা।

তাদের সাথে অনেক জিনিস পত্র। আরেক দফা history. Vitals দেখল। এখন injectable antiemetic দিবে। কোন vein পাচ্ছেনা ডান হাতে। ২ বার চেষ্টা করে ফেইল। বাম হাতে চেষ্টা করতে গেলে আমি জানালাম ওটা restricted limb. এবার roll over test করল। দেখল নাহ bp কম। tachycardia ও আছে। এবার IM দিল। এখন হাসপাতালে নিবে ।

ততক্ষণে বাজে রাত ১ ৩০ টা।
এবার গেলাম হাসপাতালে। আম্মুর সাথে আমি উঠলাম ambulance এ। আর ভাইয়া গাড়ি নিয়ে আলাদা।

সবচাইতে কাছে Campbelltown Hospital এ গেলাম। প্রথমে নিল triage 1 এ। ওখানে একজন নার্সকে সবকিছু ইনফর্ম করল paramedic. ১৫-২০ মিনিট পর শিফট করল Age Care এ। ওখানে ২ জন নাইট শিফটের নার্স । তাঁরা দেখল। আরেকবার ট্রাই করল ক‍্যানুলা এবার হলো। বমির ঔষধ দিল। কিছু blood test পাঠাল। ডাক্তার কখন দেখবে? বলল no timeframe. Wait করতে হবে।

DNA Medical Mart

20 Jan, 17:28


'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়' হল ক্যান্টিনে পর্দানশীল ডাক্তার বোনদের জন্যে চালু হলো "পর্দা কর্ণার"।
ইতোপূর্বে কুমিল্লা মেডিকেল কলেজেও অনুরুপ উদ্যোগ দেখা গিয়েছিলো।

DNA Medical Mart

12 Jan, 11:10


বাংলাদেশে এক গবেষনায় আগস্ট ২০১৪ হতে জুলাই ২০১৫ পর্যন্ত সময়কালে পাঁচ বছরের কম বয়সী ২০০ জন নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর Nasopharyngeal swab পরীক্ষা করে ২৬ জনের শরীরে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV) পাওয়া গিয়েছিল। সৌভাগ্যজনকভাবে আমি গবেষনাটির সাথে সম্পৃক্ত ছিলাম। এটি Plos one জার্নালে প্রকাশিত হয়েছিল।

বাংলাদেশে HMPV একটি seasonal বা মৌসুমী ভাইরাস। তাই আতংকিত না হয়ে সাবধান হউন।

ডা.নুসরাত সুলতানা
সহযোগী অধ্যাপক
ভাইরোলজী বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ

DNA Medical Mart

12 Jan, 06:18


মেডিসিনে ক্যারিয়ার করবেন, ডেভিডসন নাই। কিনতে চান। এরকম সহস্রাধিক রিভিউ আছে।

কোনো সন্দেহ ছাড়া বাংলাদেশের বেস্ট কোয়ালিটর ডেভিডসন পাওয়া যায় শুধুমাত্র ডিএনএ তে। অর্ডার করুন ওয়েবসাইটে,
www.dnamedicalmart.com

DNA Medical Mart

11 Jan, 06:25


লিটম্যান স্টেথোস্কোপ, মেডিক্যাল বই, মেডিক্যাল এর যে কোনো ইন্সট্রুমেন্ট, নেইম প্লেট, পিডিএফ প্রিন্ট সকল কিছু অর্ডার করতে এবং প্রাইস জানতে বাংলাদেশের প্রথম মেডিক্যাল পূর্নাঙ্গ লাইব্রেরি যেটি চিকিৎসক দ্বারা পরিচালিত www.dnamedicalmart.com ওয়েবসাইটে ভিজিট করুন।

প্রাইস, ছবি, অর্ডার সবকিছু এক লিংকে।

ধন্যবাদান্তে
ডিএনএ কর্তৃপক্ষ

DNA Medical Mart

03 Jan, 16:29


আসেন আমেরিকান হেলথ সিস্টেম আর হেলথ ইন্সুরেন্স এর একটা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স দেই। কিছুদিন আগে আমার ছুরি দিয়ে একটু হাত কেটে যায়। ক্ষতটা ডিপ হওয়ায় টানা ৪ ঘন্টায়ও রক্ত পড়া বন্ধ হয়নি। বাধ্য হয়ে শনিবার রাতে ইমারজেন্সিতে যেতে হয়। ভার্সিটির হেলথ সেন্টার শনিবার হওয়ায় বন্ধ ছিল এবং অন্যান্য দিন বিকাল ৫ টার মধ্যেই বন্ধ হয়ে যায় । অগত্যা আমাকে অন্য হসপিটাল (Advent Health) এ যেতে হয়। আমার স্কলারশিপ সাথে হেলথ ইন্সুরেন্স কাভার্ড হলেও যেকোনও টেস্ট বা সার্জারিতে “কোপে” নামক “সামান্য” ফি পে করতে হয়।

আমার বাম হাতের তালুতে ২/৩ টা সেলাই করতে হয়। এইটা করতে কত টাকা লাগবে বা কত টাকা আপনার হেলথ ইন্সুরেন্স পে করবে আর কত টাকা আপনার কিডনি বিক্রি করে দেওয়া লাগবে কিছুই আগে থেকে জানানো হবেনা । তারা ১/২ মাস পর হঠাৎ কোন এক “সুন্দর” সকালে আপনাকে মেইলবক্সে চিঠি পাঠিয়ে দিবে। তো আমার এই হাতের তালুতে ২/৩ টা সেলাই করতে আজকের গুগল এর রেটে আমার টোটাল বিল হয় ৬ লক্ষ ৫৭ হাজার ১১২ টাকা। যার মধ্যে আমার ইন্সুরেন্স কভার করে ৫ লক্ষ ৬৯ হাজার ৯৩৪ টাকা । আমাকে “সামান্য” কোপে করতে বলা হলো ৮৭ হাজার ১১৭ টাকা । American Hospitals are only for Elon Musk!

© Anika Anjum

DNA Medical Mart

03 Jan, 09:03


ডিএনএ পরিবারের পক্ষ থেকে নতুন বছরে আপনাদের জন্য গিফট।

লিটম্যান স্টেথোস্কোপ কিংবা মেডিক্যাল এর যে কোনো বই।

বাসার জন্য ডিজিটাল বিপি মেশিন কিংবা নিজের জন্য এপ্রোন ওটি ড্রেস।

চেম্বারের জন্য নেমপ্লেট কিংবা সার্জারী সার্জিকাল সুচার কিট!

কোনো কিছুর প্রাইস কিংবা কোয়ালিটি কেমন ছবি দেখতে আর হয়রানি না।

Just go to websites www.dnamedicalmart.com

সব নিমিষেই জেনে যাবেন। পছন্দ তো অর্ডার করে ফেলুন। ঢাকার ভেতর এবং বাইরে হোম ডেলিভারি একদিনেই চলে যাবে আপনার অর্ডারকৃত প্রোডাক্ট টি।

DNA Medical Mart

01 Jan, 16:22


পড়ে আসুন এই শখ এবং স্বপ্ন পূরণের গল্প টি।


https://m.facebook.com/story.php?story_fbid=pfbid031aaMdYYxMVnaKqQoZQPtskfKDAEky1efmkxva2oWfC3cafK5Lq1KGUMM4Zukvcmyl&id=100069417799888

DNA Medical Mart

01 Jan, 07:54


I solemnly pledge to dedicate my life to the service of humanity. The health and well-being of my patient will be my first priority. 💔

DNA Medical Mart

31 Dec, 15:10


নতুন বছরে আপনাদের গিফট দিতে চাই,

🎇 আজ থেকে জানুয়ারী এর ৩ তারিখ পর্যন্ত লিটম্যান প্রি অর্ডার করলে ১০০০ টাকা নগদ ডিসকাউন্ট পাবেন।

🎇 লিটম্যানের সাথে নেইম এংগ্রাভিং ফ্রী থাকবে।

🎇 স্টেথোস্কোপ ব্রুচ গিফট পাবেন।

🎇 হার্ট সাইন চাবির রিং গিফট পাবেন।

তাহলে আর দেরী কেন, এখুনি অর্ডার করুন। অর্ডার কিন্তু ৩ তারিখ এর মধ্যে অবশ্যই কনফার্ম করতে হবে।

DNA Medical Mart

29 Dec, 18:03


চিকিৎসকদের এই কান্না গুলো কত জন কেয়ার করে?


https://www.facebook.com/share/r/fD2Bmt5Aj67KkscN/?mibextid=wwXIfr

DNA Medical Mart

29 Dec, 06:39


পোস্ট গ্রাজুয়েট ট্রেইনীদের ভাতা বৃদ্ধির আন্দোলনে শাহবাগ অবরোধ করেছে চিকিৎসকরা।

আন্দোলন চলছে।

স্থান : শাহবাগ মোড়

DNA Medical Mart

28 Dec, 13:02


বিস্তারিত:

https://www.facebook.com/share/p/UdjGnthdpPnWuSX1/?mibextid=wwXIfr

DNA Medical Mart

26 Dec, 04:47


বাংলাদেশ সচিবালয় এবং এর সব নথি আগুন এ পুড়ছে রাত ধরে!
পুড়ুক - পুড়তে থাক! পুড়ে ছাই হয়ে যাক!

আমাদের সচিবালয় এর কোন কোন দরকার নাই!

রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের এক সহকারী অধ্যাপক তিন দিনের জন্যে বিদেশে একটা আন্তর্জাতিক কনফারেন্স এটেন্ড করবেন - সেই সিদ্ধান্ত ও পারমিশন দেয়ার জন্য আমাদের এডমিন ক্যাডার এর সহকারী সচিব বা তার জন্য কোন আলয় এর দরকার নেই! সেই সিদ্ধান্ত ও পারমিশন তার বিভাগীয় প্রধান অথবা প্রিন্সিপাল ই দিতে পারেন|

আর নথিপত্র! ২০২৪ সালে কিসের নথি? সব থাকবে ক্লাউড কম্পিউটিং এর সিকিউর সার্ভারে|

সবাই সংস্কার সংস্কার করেন! আমার দাবি প্রথম সংস্কার হোক প্রশাসনে! সচিব এবং সহ/উপ সচিবের উজির নাজির পাইক-পেয়াদা এবং সচিবালয় মুক্ত একটা বাংলাদেশ চাই!

- Rumi Ahmed

DNA Medical Mart

24 Dec, 17:33


রাজশাহী মেডিক্যাল এর ইন্টার্নদের এই বিবৃতি আমাদের আশা জাগায়।

জুনিওর মিড লেভেল প্রতিটি ন্যায্য দাবিতে এক হলে ইন শ আল্লাহ এই স্বাস্থ্য ব্যবস্থায় একদিন পরিবর্তন আসবেই।

DNA Medical Mart

24 Dec, 09:53


প্রত্যখ্যান করলাম এই নোটিশ।

DNA Medical Mart

24 Dec, 09:50


চিকিৎসকদের সাথে প্রহসন আর মানব না।

একজন গ্রেড ১ এর বাবুর্চি ভাতা পায় ১৬ হাজার টাকা।
মোবাইল ভাতা পায় ৫০০০ টাকা।
গাড়ী রক্ষনাবেক্ষনের ভাতা পায় ৫০ হাজার টাকা।

আর আমরা ডাক্তাররা প্রতিনিয়ত শরীর রক্ষানাবেক্ষণ করে পাব নাকি ৩০ হাজার। এটা কি আমাদের সাথে প্রহসন নয়।

এমন ভাতার নোটিশ আমরা প্রত্যাখান করলাম।

আর হ্যাঁ, আজকের ইন্টার্ণ এই আগামী দিনের ট্রেইনী। আজকের মেডিক্যাল স্টুডেন্ট আগামী দিনের ইন্টার্ণ।

সবাই মিলে চলুন রাস্তায় নামি। আমরা দেখিয়ে দিই তাদের।

ওরা আমাদের মানুষ মনে করে না।

ওরা আমাদের অধিকার দিতে চাই না।

আমরা DNA পরিবার এই নোটিশ প্রত্যাখান করলাম। সাথে এটা নিয়ে কঠোর আন্দলনের পক্ষে অবস্থান করছি।

DNA Medical Mart

22 Dec, 05:43


https://www.facebook.com/share/p/QHViiCVGHK7hyX29/?mibextid=wwXIfr


পড়ে দেখতে পারেন।

DNA Medical Mart

21 Dec, 17:33


আগামীকাল ২২ ডিসেম্বর থেকে আমার দেশ পত্রিকার যাত্রা নতুন করে শুরু করছে।

শকিং নিউজ দিয়েই হেডলাইন। মুক্ত এবং দেশের জন্য লড়াই করতে যাওয়া সংবাদ গুলো দিয়ে আবার আমার দেশ প্রতিটি ঘরে ঘরে অথেনটিক নিউজ গুলো পাঠাক।

আমার দেশ এর জন্য শুভ কামনা।

DNA Medical Mart

19 Dec, 09:04


ঘটনাটা আজকের-
হাসপাতালে এক লোক এসে সালাম দিয়ে ইন্টার্ন ডাক্তার কে বললো,

"স্যার আমার রোগীর স্যালাইন চলতেছে, বাড়ির লোকজন গরুর দুধ আনছে।
শইলে বল পাইতো আর কি!
স্যালাইন এর লাইন দিয়া কি দুধ দেওন যাইবো?"

ডাক্তার ও ভাবগাম্ভীর্যের সহিত বলিলো, "হ, যাইবো....
তবে রোগী মইরা যাইবো..." 🙂

-ডাঃ শরীফ

DNA Medical Mart

15 Dec, 18:43


DNA পরিবারের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। 🇧🇩💙❤️

DNA Medical Mart

15 Dec, 13:02


বাংলাদেশে বিচিত্র প্রাণী আমরা চিকিৎসকরা।

আজ একদল চিকিৎসক দাবী তুলছে ৪২ বিসিএস থেকে তাদের নিয়োগ দিতে।

গত একদিন দাবী তুলছিল, রেসিডেন্সি তে ফেইল করেও তাদের বঞ্চিত কোটায় চান্স দিতে হবে। এটা ড্যাব এর এক পক্ষ থেকে আসছিল।

বাংলাদেশে বিসিএস তো শুধু ৪২ এই হয়েছিল?

চিকিৎসকদের মত মেধাবী রা যদি এসব উদ্ভট দাবী তুলে কীভাবে হবে?

এদের জন্যই আমাদের আসল দাবীগুলো পিছিয়ে পড়ছে।

হোয়াটস ইউর থট?

DNA Medical Mart

15 Dec, 07:24


শাহবাগের আশেপাশে যারা আছেন, চিকিৎসক সমাবেশ চলে আসেন।

DNA Medical Mart

14 Dec, 09:33


DNA Medical Mart pinned «ডাক্তারদের দাবী কেন আদায় হয় না জানেন? দাবী গুলো কি কি হওয়া উচিত! ডাক্তারদের মধ্যে নেতৃত্বের গুণাবলী কম। কিন্তু ডাক্তারদের লিড দিতে চায় এমন গ্রুপের অভাব নেই। অমুক গ্রুপের নেতা, তমুক গ্রুপের কেতা। কেউ কাউকে মানে না। আর এটা একদম সর্বজনীন যে, ডাক্তাররা স্বার্থপর।…»

DNA Medical Mart

14 Dec, 09:25


ডাক্তারদের দাবী কেন আদায় হয় না জানেন? দাবী গুলো কি কি হওয়া উচিত!

ডাক্তারদের মধ্যে নেতৃত্বের গুণাবলী কম। কিন্তু ডাক্তারদের লিড দিতে চায় এমন গ্রুপের অভাব নেই। অমুক গ্রুপের নেতা, তমুক গ্রুপের কেতা। কেউ কাউকে মানে না। আর এটা একদম সর্বজনীন যে, ডাক্তাররা স্বার্থপর। নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। আবার ডাক্তাররা নির্বোধও বটে, এটা এজন্য বলছি যে তারা মাঝে মাঝে নিজের স্বার্থও আদায় করতে চায় না।

এবার আসি মূল কথায়, আজ ডাক্তারদের দুইটি গ্রুপের সমাবেশ এবং মশাল মিছিল। সমাবেশ গ্রুপ ১ টায় সমাবেশ করবে, মোটামুটি সবাই প্রস্তুত। কিন্তু ১২.৪৭ এ এসে ঘোষনা দিচ্ছে সমাবেশ স্থগিত। এরকম সমন্বয়হীনতা আর হতে পারে? এটা শুধু আজ না, আগেও হয়েছে। কোনো কাজ করবে, করার আগে ওয়ার্ক আউট করে না। এত সময় কোথায়? আপনারা সমন্বয় করে যদি প্রোগ্রাম স্থগিত করেন, তাহলে সমন্বয় আগে কেন করেন নি?

আচ্ছা, এই যে যারা এসব কাজ করছে তারা কি আদৌ চিকিৎসকদের জন্য করছে নাকি নিজেদের জন্য করছে? তাদের প্রধান দাবি দুইটি আমি যতদূর বুঝেছি, এক. ট্রেইনীদের বেতন বাড়ানো। দুই. বিসিএস বয়সসীমা বাড়ানো। অবশ্যই যৌক্তিক দাবী কিন্তু এই দুইটা এই মুহুর্তে তাদের প্রয়োজন। তারা ট্রেইনী, তারা অনেকে বিসিএস দিবে।


অথচ তারা কি ভেবে দেখেছে কখনও,

- এখন যারা মেডিক্যাল স্টুডেন্ট তাদের কথা?
- এখন যারা বিভিন্ন জায়গায় মেডিক্যাল অফিসারে ২০ হাজার বেতন জব করে তাদের কথা?
- যারা চাকরি না করে পড়াশোনা করে ১১ হাজার টাকার এফসিপিএস ভর্তি পরীক্ষার ফি দিতে অক্ষম তাদের কথা?
- বিএমডিসি তে লাইসেন্স নিতে যে দূর্নীতি, ইমার্জেন্সি ফি দিয়েও কেন ৪৫ দিন অপেক্ষা করতে হবে সে কথা?


না, ভাবে নি। কারণ তারা এখন মেডিক্যাল স্টুডেন্টও না, ইন্টার্ণ ও না, মেডিক্যাল অফিসারও না, বিএমডিসি রেজিষ্ট্রেশনও তাদের নেওয়া শেষ।

অথচ চিকিৎসকদের একটা বড় আন্দোলন প্রয়োজন। সব গুলো মেজর সমস্যা চিহ্নিত করে সমস্যা গুলো সমাধানের জন্য, কোনো গ্রুপ বড় করার জন্য নয়, কেউ নেতা হওয়ার জন্য নয়। এসব ভাওতাবাজি স্বার্থপর আন্দোলন আন্দোলন খেলা বন্ধ করেন। নেতা যারা হতে চাচ্ছেন, তারা নেতা হয়ে কিছু ছিড়তে পারবেন না এটা সিউর। কারণ ডাক্তার নেতা আমরাও আগে দেখেছি, লোকাল পলিটিকাল দের পা ধুয়ে দিতে পারেন, তাদের সাথে সেলফি তুলতে পারেন, এটাই আপনাদের শেষ অর্জন। যাই হোক, মূল পয়েন্টে আসি।

ডাক্তারদের যে দাবীগুলো এখন আসা উচিতঃ

১. এমবিবিএস এবং বিডিএস কারিকুলাম এ পরিবর্তন এনে এই শিক্ষা ব্যবস্থাকে আরও প্র‍্যাকটিকাল করতে হবে। সেকেন্ড ইয়ার থেকে হসপিটালে প্লেসমেন্ট থাকবে।

২. এমবিবিএস/বিডিএস থেকে পোস্ট গ্রাজুয়েশন যে কোনো এক্সামে সেগমেন্টাল পাশ যুক্ত করতে হবে। রিটেন ফেল করলে শুধু রিটেন দিবে, ভাইভা ফেল করলে শুধু ভাইভা।

৩. একজন ইন্টার্ণের বেতন ২৫ হাজার করতে হবে।

৪. বিএমডিসি রেজিষ্ট্রেশন আবেদন রেগুলার ৭ দিনের মধ্যেই দিতে হবে। ফি কমিয়ে ১০০০ টাকার মধ্যে করতে হবে।

৫. প্রাইভেট চিকিৎসকদের বেতন কাঠামো ঠিক করে, মেডিক্যাল অফিসারদের মাসিক বেতন সর্বনিম্ন ৬০ হাজার টাকা এবং রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসারের বেতন ১ লক্ষ ৩০ হাজার করতে হবে।

৬. এফিসিপিএস / রেসিডেন্সি / ডিপ্লোমা ভর্তি পরীক্ষার ফি কমিয়ে যথাক্রমে ৫ হাজার / ৩ হাজার / ২ হাজার করতে হবে।

৭. পোস্ট গ্রাজুয়েশনের সকল ট্রেইনীর মাসিক বেতন ৫০ হাজার টাকা করতে হবে।

৮. বিসিএস পরীক্ষার বয়সসীমা ৩৪ বছর করতে হবে।

৯. চিকিৎসক সুরক্ষা আইন এবং হাসপাতাল পুলিশি সিস্টেম গড়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

১০. এমবিবিএস এবং বিডিএস চিকিৎসক ছাড়া কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না।

১১. কোনো চিকিৎসক অপারেশনের সময় এসিস্ট হিসেবে ওটি বয়, ওয়ার্ড বয় এবং প্যারা মেডিকস নিলে তার বিএমডিসি রেজিষ্ট্রেশন ৬ মাসের জন্য স্থগিত করতে হবে।

১২. কোনো ফার্মেসি দুই নাম্বার ঔষধ বিক্রি করলে যদি প্রমাণিত হয় তাহলে ৫ লক্ষ টাকা জরিমানা এবং ৫ বছরের জেল দিতে হবে। ( এনেস্থিসিয়ার জন্য রোগী মারা যাওয়া কিছুদিনের আগে ভাইরাল ঘটনা গুলোতে চিকিৎসকদের বদনাম হলেও দায়ী ছিল ফার্মেসি গুলা বেশি লাভের আশায় দুই নাম্বার জানা সত্ত্বেও সেই ঔষধ বিক্রি করা )

১৩. পোস্ট গ্রাজুয়েশন এর WFME Accreditation এর ব্যবস্থা করতে হবে।

দেখেন, দাবীগুলো। কোনোটা অযৌক্তিক কিনা? এগুলা নিয়ে কাজ করলে আই হোপ মেডিক্যাল ফার্স্ট ইয়ার থেকে শুরু করে পোস্ট গ্র‍্যাজুয়েশন সকল ডাক্তার রাস্তায় নামবে। এই দাবী গুলো সবার। কিন্তু আপনারা শুধু আপনার যেটা প্রয়োজন সেটা নিয়ে মাঠে নামবেন, আমাদের ছোট ভাই বোন মেডিক্যাল স্টুডেন্ট গুলাকে ব্যবহার করবেন। কাজ শেষে ছুড়ে মারবেন, ওদের কোনো দাবী আদায়ে পথে থাকবেন না। এটা তো হতে পারে না।

রাস্তায় নামলে এই সব গুলো দাবী নিয়ে নামেন। আমরা এটা কথা দিতে পারি, যে কেউ এই নিঃস্বার্থ সকল দাবী নিয়ে মাঠে নামলে আন্দোলন করলে সকল ডাক্তার মাঠে নামবে এবং দাবীগুলো ও আদায় হবে ইনশ আল্লাহ।

DNA Medical Mart

14 Dec, 06:47


Notice :

আসসালামু আলাইকুম,
প্রিয় ভাইবোনেরা,

ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের চিকিৎসক সমাবেশ

এবং Doctors' Movement for Justice কর্তৃক আয়োজিত আজকের মশাল মিছিল কর্মসূচি

দুটি কর্মসূচি একই দিনে হয়ে যাওয়ায় অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছেন, অনেকে এটাকে আমাদের নিজেদের মাঝে বিভক্তি মনে করছেন, আমাদের সবার উদ্দেশ্য এক , আমাদের সবার এক সাথে কাজ করতে হবে, সার্বিক বিবেচনায় আমরা বিষয়টি নিয়ে আবারো পরামর্শ করেছি -

পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হয়:-

1.আজকের মশাল মিছিল কর্মসূচি বাস্তবায়নে আমরা সকল টিম অংশগ্রহণ করবো।

2. চিকিৎসক সমাবেশ আগামীকাল হবে, উক্ত সমাবেশে আমরা সকল টিম সহযোগিতা করবো।

আমরা সবাই মিলে এক সাথে কাজ করবো, ন্যায় সঙ্গত কোন অধিকার আমরা ছেড়ে দিবো না, আমরা সবাই মিলে কাজ করলে পরিবর্তন আসবেই, ইনশাআল্লাহ।

DNA Medical Mart

12 Dec, 06:07


Absolute cinema ft. CMU

2nd proff fact!!

© Rahadul

DNA Medical Mart

11 Dec, 16:58


বাংলাদেশ দলের ক্যাপ্টেন মেহেদী মিরাজ ওয়েস্ট ইন্ডিজ এর হোয়াইট ওয়াশ থেকে দলকে রক্ষা করতে নিজেই DNA Medical Mart থেকে হোয়াইট এপ্রোন কিনে প্ল্যান করা শুরু করে দিসে।😉

তো আপনি কেন কিনছেন না, আপনার জন্য একটি প্রিমিয়াম এপ্রোন! বলেন তো....

এপ্রোন, ওটি ড্রেস এভেইলেবল at DNA
013 289 11000

DNA Medical Mart

09 Dec, 05:45


লিটম্যান কালেকশন!

DNA Medical Mart

05 Dec, 09:49


বনানী বাজার যাবার পথে ফুটপাতের পাশে আলো আঁধারীতে একটু আগে এক ভদ্রলোক চেস্ট পেইন নিয়ে বসে পড়লেন , টিপিক্যাল MI pain.
আমি এগিয়ে গিয়ে ওনাকে আশ্বস্ত করলাম , পরিচয় দিলাম নিজের !
হাঁটু গেড়ে বসে বললাম - " কাকা ! আপনার জিহ্বার নিচে দুই চাপ স্প্রে দিতে হবে , একটা ওষুধও নিতে হবে মুখে , আপনি বসেন - আমি নিয়ে আসতেছি ! তারপর হাসপাতালে যাবেন , আমি আপনাকে হেল্প করবো ! " উনি রাজী হলেন না !
আশেপাশের লোকজন পানি সাধলো, উনি খেলেন , মাথায় পানি ঢাললো উনি সেটাও মেনে নিলেন !
পাশ থেকে একজন বললো - " ঐ মিয়া ! হে ওষুধ নিতে চায়না , আপনে জোর করেন কেন্ ? আপনে কেরাম ডাক্তার ? মাথা ঘুরাইছে , ঠিক হয়া যাইবো ! "

আমার হাত পা শীতল হয়ে এলো ,
আমি ফুটপাথ দিয়ে একা একা হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি ,
আমি জানি এই রোগীর ভাগ্যে হয়তো খারাপ কিছু ঘটবে ।
আমার জ্ঞান , দেশীয় এবং ব্রিটিশ ডিগ্রী আমার দিকে বিশ্রী ভাবে হাসছে !
কানের পাশে কেও ফিসফিসিয়ে বলছে - " কিরে পাগলা ! হতাশ লাগে তোর ??? "

-ডাঃ আসিফ সৈকত

DNA Medical Mart

04 Dec, 16:27


৫ মিনিটস মেডিসিন ভাইভা বই।

বাংলাদেশের জনপ্রিয় একটি বই। বিশেষ করে ফাইনাল প্রফ যখন আসে, মেডিসিনের মহাসাগরের মধ্যে এটা আপনাকে অন্তত সাঁতার জানা লোকের মত একটা ভরসা দিবে। যার কিছু পড়া নাই, যার সব পড়া কিন্তু কিছুই মনে নাই, আবার যে চান শুধু পড়লে হবে না ইসিজি এক্স রে এগুলা বুঝতে হবে ,প্রশ্ন করলে আন্স করতে হবে। তাদের জন্য এই বইটি।

বইটি আমাদের এই বছরের হিসাব মতে ৩০০০ কপি সেল হয়েছে। এবং এই মাসে যেহেতু ফাইনাল প্রফ চলছে তাই অক্টোবর এবং নভেম্বর মাসেই ৩৫০+ কপি সেল হয়েছে।

যারা ভাইভা দিতে যাচ্ছেন, তারা এই বইটি কিনে নিজেকে রিলিভ করতে পারেন। বইয়ের দাম মাত্র ৩০০ টাকা।

এই বই আপনার ফাইনাল প্রফে মেডিসিন ভাইভার আগের রাতের বেস্ট ফ্রেন্ড হবে। এটা স্বয়ং ফাইনাল প্রফ পরীক্ষার্থীদের মুখের কথা।

বইটি যারা নিতে চান, কমেন্টে জানান।

DNA Medical Mart

02 Dec, 11:13


ব্লাড প্রেশার মেশিনের গল্প এবং বাস্তবতা!


https://www.facebook.com/share/v/au7RwPBoAJwbHx1k/?mibextid=0aVxPL

DNA Medical Mart

01 Dec, 11:30


দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা! 🇪🇺

ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।
এখন থেকে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইডেনের ভিসা আবেদন করতে পারবেন সরাসরি ঢাকায়।

আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন আরেক ধাপ কাছে!

• দিল্লি যাওয়ার ঝামেলা শেষ।
• দ্রুত, সহজ এবং সুবিধাজনকভাবে আবেদন করুন।
• শেনজেন ভিসায় ২৭টি দেশে ভ্রমণের সুযোগ!

আজই আবেদন করুন এবং আপনার ইউরোপ যাত্রার প্রস্তুতি নিন!
বিশেষ সুবিধা এখন ঢাকাতেই।

DNA Medical Mart

29 Nov, 05:27


বাসায় আব্বু আম্মুর জন্য কিংবা একজন মেডিক্যাল স্টুডেন্ট ও ডাক্তার হিসেবে ওয়ার্ডে কাজ করলে বিপি মেশিনের বিকল্প নাই। বাইরে থেকে অল্প দামে বিপি কিনে নষ্ট করে বছরে ৬ টা বিপি মেশিন না কিনে ন্যায্য মূল্যে অথেনটিক একটা বিপি মেশিন কিনুন DNA Medical Mart থেকে।

আপনি জিতবেন নিশ্চিত। অনেক কাস্টমারের অভিজ্ঞতা থেকে বলা।

DNA Medical Mart

24 Nov, 17:54


❤️💙

DNA Medical Mart

18 Nov, 06:40


বিএসএমএমইউ কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই কোর্স আউট প্রথা বাতিল করার জন্য এবং স্পষ্টভাবে সেটি অফিশিয়াল নোটিসে তুলে ধরার জন্য। বিশেষ ধন্যবাদ ভাইস চ্যান্সেলর (বর্তমানে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী) Md Sayedur Rahman স্যারকে, আমরা সবাই মিলে যেদিন স্যারের কাছে দাবি নিয়ে গিয়েছিলাম, সেদিনই স্যার আশ্বাস দিয়েছিলেন এবং পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করে অসাধারণ নজির গড়লেন।

পোস্টগ্র‍্যাজুয়েশান কোর্সে অধ্যয়নরত একজন চিকিৎসক অধিকাংশক্ষেত্রে কয়েক বছর প্রিপারেশান নিয়ে মারাত্মক প্রতিযোগিতামূলক পরীক্ষায় চান্স পেয়ে ৫/৩/২ বছরের একেকটি কোর্সে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেন। তারপর দিনরাত পরিশ্রম, ওয়ার্ডে রোগীদের সার্ভিস, গবেষণা, কঠোর অধ্যবসায় মধ্যবর্তী নানা পরীক্ষায় পাশ করে ফাইনাল পরীক্ষায় বসার যোগ্যতা লাভ করেন। তারপর কিছুক্ষেত্রে বিশেষ করে কিছু সাবজেক্টে এক হৃদয়বিদারক উপাখ্যানের সৃষ্টি হয়। অনেকেই বারবার পরীক্ষা দিতে থাকে আর অকৃতকার্য হতে থাকে। একসময় কোর্স আউট হয়ে যায়। একজন চিকিৎসক ৫ বছরের একটি কোর্স করে আরও ৪ বছর ৬ মাস পরপর পরীক্ষা দিতে থেকে অকৃতকার্য হয়ে যখন কোর্স আউট হয়ে যায় তখন সে এক রাশ শূন্যতা নিয়ে দেখে তার জীবনের সবচেয়ে স্বর্ণালি সময়টুকু কী অপ্রাপ্তিতেই না কেটে গেলো! এই কোর্স থেকে তার অর্জন শূন্য। না তিনি এই ডিগ্রিটি অর্জন করতে পারলেন, না তার সেই বয়স বা উদ্যম আছে নতুন করে আরেকটি কোর্সে প্রবেশ করার। তিনি পরিণত হন একজন মানসিক রোগীতে।

পরবর্তীতে এই সিদ্ধান্ত রিভাইজড হয়ে জরিমানার বিধান চালু হয়। অর্থাৎ কোর্স আউট হয়ে যাওয়া শিক্ষার্থীগণ ৫০০০০ টাকা জরিমানা (সাথে পরীক্ষার ফিস) দিয়ে পরীক্ষায় বসতে পারবেন। একজন প্রায় বেকার বা অতি অল্প উপার্জনকারী চিকিৎসকের জন্য একটি পরীক্ষার জন্য প্রায় লাখখানেক টাকা জোগাড় করা তো চাট্টিখানি কথা না।

এই কোর্স আউট ও জরিমানা প্রথার অভিশাপ থেকে মুক্তি পেলে বিএসএমএমইউর কোর্সের শিক্ষার্থীগণ। আজকের নোটিসে তারা স্পষ্টভাবে কোর্স আউট প্রথা বাতিলের বিষয়টি উল্লেখ করেছেন।


ডা. মারুফ রায়হান খান

DNA Medical Mart

16 Nov, 14:38


🔥 UK থেকে DNA তে অর্ডার! 💥

DNA Medical Mart এর লক্ষ্য শুধু বিজনেস করা না, কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং ক্রেতাদের সন্তুষ্টি অর্জন বড় বিষয়।

কিন্তু আলহামদুলিল্লাহ সেই সাথে সাথে DNA হয়ে উঠছে চিকিৎসকদের একটি বিশ্বস্থ্য প্রতিষ্ঠান। সারাদেশের চিকিৎসকরা তো কেনে, যে সকল চিকিৎসক দেশের বাইরে অবস্থান করছে। তারা ইউ এস এ, ইউ কে, অস্ট্রেলিয়া থেকেও ডিএনএ মেডিকেল মার্ট থেকে প্রোডাক্ট ক্রয় করে।

আমরা এই বিশ্বস্ততা টা চেয়েছিলাম। আপনারা এভাবে পাশে থাকলে আমরা আরও ভালো সার্ভিস, আরও বেশি বেশি প্রোডাক্ট আনতে পারব।

আপনার যে কোনো মেডিক্যাল প্রোডাল্ট লাগলে, DNA থেকে কিনুন। সে থাকুন আপনি দেশে কিংবা বিদেশে। আমরা সবখানে আছি।

স্কিনশটে একজন সম্মানিত ক্রেতা দেশের বাইরে থেকে অর্ডার করেছে নিশ্চিন্তে, প্রোডাক্ট দেওয়ার আগেই টাকা পাঠিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ। ❤️

DNA Medical Mart

15 Nov, 08:29


মেডিক্যাল কলেজের এক ব্যাচের সকল ইন্টার্ণ ডাক্তারের নেইমপ্লেট অর্ডার দিলো DNA Medical Mart এ। ❤️

আগে অর্ডার করে কোয়ালিটি দেখেছে। তারপর কনফার্ম করেছে। আলহামদুলিল্লাহ আমরা যথাসময়ে এক ব্যাচের ৪৭ জন ইন্টার্ণ কে নেইমপ্লেট দিয়েছি। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে নেমপ্লেট অর্ডার করে হেরে গেসেন, ঠকসেন প্লীজ আমাদের থেকে নিন। প্রিমিয়াম কোয়ালিটি নেমপ্লেট ডিএনএ মেডিকেল মার্ট এই পাবেন। ❤️

ফোন 013 289 11000

DNA Medical Mart

14 Nov, 14:46


❤️

DNA Medical Mart

12 Nov, 17:45


" সারাবিশ্বেই দামী এবং বেস্ট স্টেথোস্কোপ "
Littmann Stethoscope

চিকিৎসা ক্ষেত্রে স্টেথোস্কোপ এর ভূমিকা অপরিসীম। littmann classic 3 এর বিশেষত্ব হলো লিটম্যান স্টেথোস্কোপের টিউনেবল ডায়াফ্রাম বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জ শোনার জন্য দরকারী। বুকের অংশে প্রয়োগ করা চাপ সামঞ্জস্য করে, চিকিৎসক হিসেবে আপনি হার্ট সাউন্ড ভালো বোঝার জন্য প্রতিটি ফ্রিকোয়েন্সি পরিসরকে আলাদা করতে পারেন।

Description:

Tunable diaphragm:
Tunable diaphragms on both the adult and pediatric sides of the chestpiece. The pediatric side is useful for small or thin patients, around bandages, and for carotid assessment.

Pediatric side:
Pediatric side converts to an open bell. Just remove the single-piece diaphragm and replace it with a non-chill rim.

Single-piece diaphragm:
Single-piece diaphragm is easy to attach and easy to clean because the surface is smooth without crevices.

Open bell:
Open bell stays clear of dirt and debris by covering it with the small diaphragm...

Application:
Patient Monitoring, Physical Assessment and Blood Pressure, Physical Assessment and Diagnosis

Approved Environmental Marketing Claim (EMC)

3M™️ Littmann®️ tubing does not contain phthalate plasticizers. It improves resistance to skin oils and alcohol, and is less likely to pick up stains. 3M™️ Littmann®️ tubing does not contain phthalate plasticizers. It provides longer stethoscope life due to improved resistance to skin oils and alcohol, and is less likely to pick up stains.

Specification:
Chestpiece Color
Black, Champagne, Copper, High Polish Mirror, Rainbow, Silver, Smoke, Chestpiece Finish,
Copper, High Polish, Machined Stainless Steel, Matte, Mirror
Chestpiece Size: 1.3 Inch / 3.3 cm, 1.7 Inch / 4.3 cm
Chestpiece Technology: Double-sided
Chestpiece Weight (Metric): 82 g
Diaphragm Diameter (Imperial): 1.7 inch
Diaphragm Material: Epoxy/Fiberglass
Diaphragm Shape: Round
Diaphragm Type: Tunable, single-piece
Eartip Type: Soft
Headset Material: Anodized Aluminum

Model: Classic III™️

Warranty Period: 5 Years
Made in: USA
It has 2 edition: Standard and Special Edition...



অর্ডার করতে নক করুন বাংলাদেশের একমাত্র চিকিৎসকদের পূর্ণাঙ্গ মেডিক্যাল লাইব্রেরিও ইকুইপমেন্ট প্রতিষ্ঠান DNA Medical Mart এ।

ঠিকানা: নীলক্ষেত, ঢাকা।
ফোন: 013 289 11000, 013 289 12000

DNA Medical Mart

06 Nov, 09:50


রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় কলম পর্যন্ত নেওয়া যাবে না। পরীক্ষার্থী শুধুমাত্র প্রবেশপত্র নিয়ে হলে যাবে। 🙂

DNA Medical Mart

06 Nov, 08:18


বর্তমান প্রেক্ষাপটে নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদের ডাক্তারি পড়া উচিত না। নানা বৈষম্য আর অবিচারের স্বীকার হতে হয়। চরম লেভেলের হতাশ আর বিরক্ত।

১জন ডাক্তার ক্যারিয়ারের দিকে সফল ( মানুষ এফসিপিএস ,বিসিএস ছাড়া সফল ভাবেনা) হতে গেলে টানা ১০-১২ বছর পরিবারের সাপোর্ট লাগবেই সেটা সবাই পায়না। যেমন আমার ক্যারিয়ার। আব্বু মোটর মেকানিক। অনেক স্বপ্ন নিয়ে শহরে এসে গ্যারেজ করেছে ২ ছেলেকে পড়িয়েছে। একজন ডাক্তার আরেকজন ইঞ্জিনিয়ার। কিন্তু না মা বাবার স্বপ্ন পুরন করতে পারলাম না নিজের ক্যারিয়ার হলো।

মা বাবা ভেবেছিলো ছেলে ডাক্তার হয়ে গ্রামে বড় বিল্ডিং করবে। টিনের ঘরে থাকা লাগবেনা। আত্মীয় স্বজন গল্প করে অমুক বড় ঘর করেছে, তোদের ছেলে ডাক্তার আর এখনো টিনের ঘরে থাকা লাগে। এইসব শুনে শুনে মাঝে মধ্যে কথার ছলে তারাও বলে ফেলে আর আমিও বলি সবকিছুর যে খরচ চাকরি করে চেম্বার করে এই ইনকাম দিয়ে আমি কখনোই বাড়ি করতে পারবোনা তাই এইসব ভেবেও লাভ নাই।

বিসিএস ক্যাডার এর বেতন ইবা কত? এর মধ্যে সরকারি কোয়ার্টার এর ভাড়া বিভিন্ন বিল কেটে আর বাকিই বা থাকে কতটুকু। সবাই বলে তোর তো জমজমাট চেম্বার? ডাক্তার মানেই চেম্বার ৫০-১০০ রোগী কোটি কোটি টাকা এইসব শুধু কল্পনায় সম্ভব। এক সময় ডাক্তার কম ছিলো মানুষের অনুপাতে তাই চেম্বার জমানো সোজা ছিলো। এখন ঘরে ঘরে ডাক্তার মোড়ে মোড়ে চেম্বার। চেম্বারে রোগী কয়জনের ইবা হয় এখন? বর্তমান সময়ে ৬০-৭০% ডাক্তার ( ৩০-৪০ বছর বয়সী ) এর চেম্বারে রোগী যা হয় সেটা দিয়ে দিন আনি দিন খাই অবস্থা। আমি যেই ল্যাবে চেম্বার করি সেখানে বুধবার আমি সহ ২২ জন ডাক্তার চেম্বার করেছেন। অন্যদিনের কথা বাদ দিলাম। সবাই আমার সিনিয়র বা স্যার। রোগী কেনোই বা আমাকে দেখাবে?
এই ইনকাম দিয়ে নিজের পরিবার চালানো মা বাবার জন্য পাঠানো। সাথে আছে নানা পারিবারিক প্রোগ্রামে এইটা দাও ওইটা দাও। আবার এমন কিছু দেয়া যাবেনা যেহেতু আমি ডাক্তার সবাই ভাবে ডাক্তারের অনেক টাকা।

বন্ধুরা আত্মীয় বলে কিরে ডাক্তার এত টাকা কি করবি। ফ্লাট বুকিং দিছিস? আত্মীয় ভাবে সে মনে হয় চুপি চুপি জমি কিনেছে? বাইক চুরি হয়েছে তো কি হয়েছে রয়েল এনফিল্ড নিয়ে নে।

বাইক এর প্রতি আমার কোন ক্রেজ আগেও ছিলোনা। করনার সময় হাসপাতালে যেতে হয়রানি আর মাত্রাতিরিক্ত গাড়িভাড়ার কারণে শিখেছিলাম চালানো। আর এখন সকালে ছেলেকে স্কুলে দিয়ে আসতে আর চেম্বারে যাওয়া আসা করতেই উইজ করি। রিস্কি লাগে বাইক। প্রতিদিন চেম্বার আসা যাওয়া ৪০ কিলোমিটার চালানো। তাও বাইক থাকলে প্রতিদিন ১৫০-২০০ টাকা সাশ্রয় হয় মাসে ৩-৪ হাজার যেটা এই বয়সে আমার জন্য অনেক টাকা। বাইক ছাড়া চেম্বার যেতে ৫টা লোকাল গাড়ি পাল্টাতে হয়। সবকিছুর যে চড়া দাম আর জীবনযাত্রার খরচ যে হারে বেড়ে গেছে ৫-১০ টাকার হিসাব ও করা লাগে। বউ ভয়ে আছে আমি ২ মাস পর বাইক নিবো এই বাইক এর টাকা ম্যানেজ করতে ২ মাস কিভাবে কম খরচে ওদের চালাবো নাকি খাওয়া ই বন্ধ করে দি।

এমবিবিএস শেষ করে কোনমতে ঠেলেঠুলে ১২ বার পরীক্ষা দিয়ে ১টা এফসিপিএস পার্ট ১ করলাম কিন্তু ট্রেনিং শুরু করতে পারলামনা ১১ মাস হচ্ছে। পদ খালি থাকা স্বত্তেও আমার প্রাপ্য পদে আমাকে দেয়া হয়নি। কেনো দিবে? বাবা চাচা মামার লিংক নাই। আবার বড় নেতার সাথে হাত নাই নিজেও সাধারণ মানুষ। এই দেশে মেধার বা যোগ্যতার দাম নেই সেটা বুঝে গেছি তাই জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে জেনেও উপভোগ করছি। আর কি বা করার আছে। নোংরা সিস্টেম। যাঁরা পদায়ন দেন উনারা কার ক্যারিয়ার নষ্ট হচ্ছে এইসব মাথা ঘামায়না কখনো এই দেশে। ওইদিকে বউ ডাক্তার তাঁর ক্যারিয়ার টাও নষ্ট হচ্ছে। ২ জন ক্যারিয়ার করলে বাচ্চা সামলাবে কে? বাবা মা আছে গ্রামের বাড়িতে গ্রামের মানুষ জমি নিয়ে হয়রানি করছেই তো করছে। আমি শহরে থাকি আমার নামে আমার ভাই এর নামে মামলার পর মামলা দিচ্ছে আবার পুলিশ তদন্ত রিপোর্ট দেয় আমার ভাই মারামারি করেছে যেখানে ও গ্রামেই ছিলোনা।
তখন কার মানুষ এইসব এর মায়া ছাড়তে পারেনা। শহরে থাকলে এত কষ্টে কেনা জমি বেদখল হবে সেই ভয়ে থাকে। ভয়ে ভয়ে ১টার হার্ট অ্যাটাক করে রিং পড়ানো হয়েছে অন্যটার ডায়াবেটিস। তাও ছেলের ক্যারিয়ার নিয়ে এদের ভাবনা হয়না। গোষ্ঠীতে আর ডাক্তার নেই তাই বুঝেনা এদের সাপোর্ট ছাড়া কখনোই ডাক্তারদের ক্যারিয়ার হয়না। বুঝানোর মানুষ নেই।মানুষ আছে কবে বিল্ডিং করবে সেটার বুদ্ধি দিতে।
এদের কেউ বুঝায়না আপনার ছেলে সেই সময়ের দেশের সেরা মেধাবীর ১ জন ছিলো সবকিছুতে সেরা ছিলো তাঁর কেন ১২বারে পাশ করা লাগে?

হাসপাতালে কারো সাথে দেখা হলেই প্রশ্ন করে কিরে তোর ট্রান্সফার হয়নি এখনো? আর কত সময় নষ্ট করবি। প্রতিদিন মানসিক নির্যাতন চলে সবার। আর ডিজিতে গেলে ফুটবল এর মতো লাথি খেয়ে এইদিক ওইদিক দৌড়ানো লাগে।

DNA Medical Mart

06 Nov, 08:18


দেড় বছর বার্নের সহকারী রেজিস্ট্রার পদে আছি। কত ট্রেনি আসছে যাচ্ছে। একসাথে ডিউটি করছি। বার্ন ম্যানেজমেন্ট শেয়ার করছি। কেউ ফেইজ A পাশ করছে কেউ মিডটার্ম। আমার ইন্টার্ন ও ট্রেনিং এ ঢুকেছে। বন্ধু বান্ধবী কারো কারো ট্রেনিং শেষ কেউ এখন কনসালটেন্ট। আর আমি না ট্রেনিং এ ঢুকতে পারলাম না করতে পারলাম। কবে ট্রেনিং করতে পারবো ১ দিন ২ দিন না। ৫ টা বছর বাকি। বাঁচবো কিনা ততদিন সেটার ঠিক নেই।

সকাল থেকে রাত এইসব মানসিক যন্ত্রণা নিয়ে থাকতে হয় সাথে ১টাই প্রশ্ন আমার কি অপরাধ?

দিনশেষে জীবন সুন্দর আর উপভোগ্য।

সকালে হাসপাতাল বিকালে চেম্বার আর সন্ধ্যার পর বাসায়। ছেলেদের সাথে ক্রিকেট বা আমড়ার চাটনি বানিয়ে খাওয়ানো। আকুয়ারিয়ামের মাছ নিয়ে গবেষণা। রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া। মাঝে মধ্যে শুক্রবার ঘুরতে যাওয়া বা বন্ধুদের সাথে ক্রিকেট। নার্সারি থেকে অযথা গাছ কিনে বউ এর চিল্লানি বা পুকুর ডোবা থেকে মাছ ধরে আকুয়ারিয়ামে দেয়া।
কি সুন্দর দিন কেটে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন। হয়তো ক্যারিয়ার এর দৌড়ে সবার চেয়ে পিছিয়ে গিয়েছি তাও কি সুন্দর দিন কেটে যাচ্ছে। আর কি সুন্দর স্বপ্ন দেখা। বুড়া বয়সে অনেক বড় মাছের প্রজেক্ট করবো সাথে থাকবে হাস মুরগী গরুর খামার আর ফলের বাগান। স্বপ্ন ভাবতে ভাবতে কি আরামের ঘুম। আলহামদুলিল্লাহ।

DNA Medical Mart

03 Nov, 12:47


সামনে ফাইনাল প্রফ!!!

ECG, X-ray এবং ভাইভা নিয়ে চিন্তিত???
জয়েন করতে পারেন আমাদের ECG, X-ray Made Super Easy কোর্সে।

কোর্সটি মেইনলি ফাইনাল প্রফ পরিক্ষার্থীদের জন্য সাজানো।

ECG Classes -08
Cardiology Viva session -01

X-ray Classes -03
Respiratory Viva session-02
ভাইভা সেশন গুলো এমন ভাবে নেওয়া হয়েছে, যেভাবে ফাইনাল প্রফে প্রশ্ন ধরে।

স্টুডেন্টদের কথা চিন্তা করে আমাদের কোর্স ফি মাত্র ৩২০ টাকা।


২টা ডেমো ক্লাস দেওয়া হলো

How to approach an ECG
https://youtu.be/xqrb9cVsa98?si=U6QpN5RTm3HvfQES

Cardiology Viva session
https://youtu.be/CpMiLAZhtcQ?si=4WF5Zl3wa5CiuKw6

DNA Medical Mart

27 Oct, 15:48


Review about 5Minutes Survival In Medicine Viva

DNA Medical Mart

27 Oct, 15:40


ফাইনাল প্রফ দরজায় কড়া দিচ্ছে।
ফাইনাল প্রফে মেডিসিন ভাইভা একটা আতঙ্কের নাম!


আপনি কি এমন একটা বই খুঁজেছিলেন!?
সামনে ফাইনাল প্রফ কিন্তু সময় একদমই কম ।
৩/৪ দিনের মধ্যে ECG, X-ray খুব ভালো করে বুঝে কনফিডেন্টলি পরীক্ষায় বসতে চান?

প্রফ হচ্ছে একটা গেইম,
এই গেইমে স্যারকে লিড দিতে পারলে নিশ্চিত পাশ,তা তো সবাই জানি!

স্যারকে লিড দেয়ার জন্য আগের কোশ্চেনে এমন একটা হিন্টস রাখতে হবে যেন, স্যার আপনার নেক্সট কোশ্চেনটা সেখান থেকে করে।

তাই,প্রফের আগে পড়া এমন ভাবে গোছাতে হবে যেন, আপনি স্যারকে লিড দিতে পারেন।

কিন্তু, এতো সময় কি আমাদের আছে?
তাই, ইসিজি, এক্সরে, ইন্সট্রুমেন্ট নিয়ে শর্টনোট তৈরি করা হয়েছে।নোটটিতে সহজ ও সাবলীল ভাবে বাংলা ও ইংরেজিতে বেসিক কনসেপ্ট ও প্রফ রিলেটেড প্রশ্ন বুঝিয়ে লিখা হয়েছে।


আমরা বইটা এমন ভাবে তৈরি করেছি,
যেখানে খুব সামারি এবং প্রাকটিক্যাল উপায়ে বেসিক টা বুঝিয়েছি।
একটা ডায়াগ্রাম দিয়ে আপনি ফাইনাল প্রফের সবগুলো ECG ডায়াগনোসিস করতে পারবেন, ইন শা আল্লাহ

DNA Medical Mart

17 Oct, 14:01


আমাদের Davidson (FCPS P-1) Batch নিয়ে রিভিউ ।

আমাদের কোর্সের সবচেয়ে ইউনিক দিক:
Conception based preparation.

কনসেপশন ছাড়া শুধুমাত্র মুখুস্ত পড়া দিয়ে আপনি পাস করতে পারবেন না ।

গতবছর থেকে মুখুস্ত প্রশ্নের তুলনায় Conception based প্রশ্নই বেশি আসে Part-1 এ

DNA Medical Mart

16 Oct, 05:01


ব্রেকিং নিউজ:


পোস্টগ্র‍্যাজুয়েশনে সেগমেন্টাল পাশ বাস্তবায়ন করার আন্দোলনে BSMMU এর বটতলায় আন্দোলন হচ্ছে। পিজির লাইব্রেরী থেকে সবাই নিচে নেমে এসে আন্দোলনে যোগ দিচ্ছে।


এই দাবী বাস্তবায়ন হলে, মেডিক্যাল এর এক্সাম ফেইলের বিশাল যন্ত্রণা থেকে বড় মুক্তি মিলবে।

সেগমেন্টাল পাশ বলতে, কোনো একজন পরীক্ষার্থী যদি কোনো পরীক্ষায় ভাইভাতে ফেইল করে শুধু ভাইভা এক্সাম দিবে। কেউ রিটেন ফেল করলে শুধু রিটেন দিবে।


আগে যেভাবে শুধু ভাইভা ফেইল করলে সব রিটেন, ক্লিনিকাল, ভাইভা দিতে হতো সে নিয়ম যেন না থাকে।


এই আন্দোলন নিয়ে আপনাদের মন্তব্য লিখুন।

DNA Medical Mart

11 Oct, 18:57


ডা. শরিফুল হালিম ভাইয়ের বন্ধুর লেখা। ভাইকে নিয়ে।

অনুপ্রেরণা খুঁজে পাওয়ার মত। ভাই কিছুদিন আগেই এম আর সি পি পাশ করলো রেকর্ড মার্ক নিয়ে।

এত অল্প সময়ে পার্ট টু পাশ করলো ৯৫৫ মার্কের এক্সামে ১২৫৫ মার্ক পেয়ে! বোনাস নাম্বার এত! এ যেন স্বপ্নের ও উপরে কিছু।

https://www.facebook.com/100069417799888/posts/pfbid033ndi77QpVrgvDnJsZoz71wReYwVZ874EajaU1a15ZJaPJNFCyqYPt6vfHii6Ax8Ql/?

DNA Medical Mart

11 Oct, 16:56


Introducing Dr. Shariful Halim from DMC K-66, achieving probably the highest score in this Diet of MRCP Part-2 in the world....
He also scored highest in MRCP part-1 in the World.
Yes, you have world-class doctors like Jassy, Halim and many others in Bangladesh who never get their proper appreciation, dignity, designation in this country. That's why sometimes they have to think to leave Bangladesh.
But Dr. Shariful Halim bhai is little bit different. He is staying here for us. May Allah grant him something bigger.


- Dr.Sabbir Hossain Sagor
-Dhaka Medical College

DNA Medical Mart

05 Oct, 04:57


রেসিডেন্সি ২৫ ভর্তি পরীক্ষা নভেম্বরের ৮ তারিখ অনুষ্ঠিত হবে।

DNA Medical Mart

04 Oct, 13:26


যাদের সুযোগ হবে, যারা হেলথ সেক্টরের পরিবর্তন নিয়ে কাজ করতে চান, তারা আগামীকাল আসতে পারেন।

DNA Medical Mart

04 Oct, 13:25


বিষয়: “চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সম্মিলিত সংগঠন UMOB এর আনুষ্ঠানিক অগ্রযাত্রা এবং স্বাস্থ্য সেবা ও সুরক্ষায় গৃহীত কর্মসূচি ঘোষণা” শীর্ষক আলোচনা সভা প্রসঙ্গে।

সম্মানিত চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম, স্বাস্থ্য সেবা মানুষের একটি মৌলিক অধিকার, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সর্বাধুনিক, যুগোপযোগী ও সর্বজনীন করার লক্ষ্যে এদেশের প্রতিটি মানুষকে এক হয়ে কাজ করা প্রয়োজন। স্বাস্থ্য ব্যবস্থার মূল চালিকাশক্তি চিকিৎসক সমাজ, তাই স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারে এই চিকিৎসক সমাজের অগ্রণী ভূমিকা প্রয়োজন। স্বাস্থ্য ব্যবস্থার জাতীয় ইস্যুগুলো নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা এখন সময়ের দাবি। তাই বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল অঙ্গনে বিদ্যমান সকল সংগঠন ও সুসংগঠিত চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সকল টিমকে স্বাস্থ্য ব্যবস্থার কল্যাণে এক সাথে ঐক্যবদ্ধ করার মহান লক্ষ্যকে সামনে নিয়ে সম্মিলিত সংগঠন United Medical Organizations of Bangladesh ( UMOB) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সম্মিলিত সংগঠন UMOB, বর্তমান প্রেক্ষাপটের দাবিতে স্বাস্থ্য সেবা ও সুরক্ষায় কতিপয় কর্মসূচি বাস্তবায়নের কাজ গ্রহণ করেছে । সম্মিলিত সংগঠন UMOB এর আনুষ্ঠানিক অগ্রযাত্রা এবং স্বাস্থ্য সেবা ও সুরক্ষায় গৃহীত কর্মসূচি ঘোষণা উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন:-
চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীবৃন্দ
সিনিয়র চিকিৎসকবৃন্দ
চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ
সাংবাদিকবৃন্দ

নির্ধারিত অনুষ্ঠান সূচি :-
তারিখ:০৫ ইং সেপ্টেম্বর ২০২৪
সময়: বিকাল -৩:০০টা
স্থান: শহীদ ডাঃ শামসুর রহমান মিলন সভাকক্ষ (লেভেল-৪), বিএমএ ভবন, ঢাকা।

ঐক্যের ভিত রচনার এই দিনটিতে আপনার সবান্ধব উপস্থিতি স্বাস্থ্য ব্যবস্থার কল্যাণে নবদিগন্ত সূচনায় নতুন মাত্রা সৃষ্টি করবে।

ধন্যবাদান্তে
ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অফ বাংলাদেশ।

DNA Medical Mart

02 Oct, 17:48


অনলাইনে কেনাকাটার জন্য সবাই চায় বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান।

আলহামদুলিল্লাহ ডিএনএ মেডিক্যাল মার্ট এমন একটি প্রতিষ্ঠান এখানে প্রতিদিন লাখ টাকার লেনদেন হয়ে থাকে। মাঝে মাঝে লাখ টাকা কাস্টমার এডভান্স করে দেয়, মাঝে আমরা কয়েক লাখ টাকার বই স্টেথোস্কোপ এপ্রোন পাঠিয়ে দিই। সেই ২০২১ সাল থেকে এভাবে চলতেসে। কিন্তু আল্লাহ এর অশেষ রহমতে দুই পক্ষের কেউ কথার বাইরে একদিন টাকা দিতেও, রিসিভ করতে দেরী করে নাই।

আমাদের সবচেয়ে বেশি ডেলিভারি যেয়ে থাকে, ক্যাশ অন ডেলিভারি তে। অর্থাৎ প্রোডাক্ট আপনি এক হাতে নিবেন, অন্য হাতে টাকা দিবেন। তাও আবার হোম ডেলিভারি তে।


আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসকদের এই বিশ্বাস অর্জন করতে পেরেছি।

আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে,
1. Littmann Stethoscope
2. AlPK2 original bp cuff
3. Apron
4. Ot dress
5. 5 minutes medicine viva book
6. BSMI, Spirit Stethoscope
7. Accu Chek Glucometer
8. Omron Digital BP
9. Nameplate
10. Clinical Method

এগুলা অর্ডার করতে চায়লে, ফোন/মেসেজ/হোয়াটস এপ করুন 013 289 11000 ( DNA Officials )


আমরা সবসময়ই চিন্তা করি, আমাদের ক্রেতাদের কথা। তারই ধারাবাহিকতায় আমরা একটা নতুন গিফট নিয়ে আসতে যাচ্ছি আপনাদের জন্য।

নভেম্বর ডিসেম্বর জানুয়ারী ট্যুরের মাস। কার না মন চায় একটা ট্যুর দিতে। কিন্তু ট্যুর টা যদি হয় গিফট ট্যুর তাহলে কেমন হয় বলেন তো?

শর্ত একটাই, ডিএনএ থেকে যে কোনো প্রোডাক্ট কিনুন।

সারপ্রাইজ আসছে। অক্টোবর ১ তারিখ থেকে সবাই ডিএনএ তে অর্ডার করুন। সারপ্রাইজ কাউন্ট ডাউন শুরু!

বিবাহিত হলে কাপল ট্যুর,
সিঙ্গেল হলে বাবা, মা এবং আপনি।

ট্যুরের ব্যবস্থা টা ডিএনএ এর পক্ষ থেকে করে দিলে কেমন হয়? ট্যুর কোথায় দিতে চান?

কমেন্টে জানাবেন। পছন্দের প্লেস সহ।

DNA Medical Mart

27 Sep, 14:24


বিছানার পাশে ফোন চার্জে রেখে ঘুমে চিকিৎসক, বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত্যু


ময়মনসিংহ নগরে এক চিকিৎসক মুঠোফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন। পরিবারের লোকজন বলেন, তিনি বিছানার পাশে চার্জে ফোন রেখে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোররাত চারটার দিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত চিকিৎসকের নাম তারিকুল আলম (৪২)। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি নগরের গরিব জমির মুন্সি এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে।


বি.দ্র: প্লীজ টেক এ নোট। এভাবে ফোন চার্জ রেখে ঘুমাবেন না। আমরা আর কাউকে এভাবে হারাতে চাই না।

DNA Medical Mart

25 Sep, 14:11


মানুষ প্রেম এ পড়লে কত কিছু করে,কেউ হাত-পা কাটে,কেউবা ঘুমের ওষুধ খেয়ে স্বপ্নের জাল বুনে,আবার কেউ কেউ স্যাভলন-হারপিক খেয়ে শতভাগ জীবাণুমুক্ত হতে চেষ্টা করে।

কিন্তু আজ যা দেখলাম এমনটি আমি কোনোদিন দেখিনি বা শুনিনি।
১৭/১৮ বছরের এক ছেলে এসেছে দাঁতে প্রচন্ড ব্যথা নিয়ে,ডায়াগনসিস করতে গিয়ে নিজেই হতবাক,সামনের দুই সেন্ট্রাল ইনসিসর দাঁত দুটি কে যেন প্রায় মাঝ বরাবর কেটে ফেলেছে,কিভাবে হলো জিজ্ঞেস করলে কিচ্ছু বলতে চায় না বাবার সামনে,বাবাকে বাইরে দিয়ে আলাদা করে যখন জিজ্ঞাসা করলাম যে এই কান্ড কিভাবে হলো,কে করলো? তখন বললো সে যে মেয়েটিকে ভালোবাসে তার সামনের দুইটা দাঁতের মাঝে ফাঁকা,তাই সে তার প্রেমিকাকে খুশি করতে পাইপ কাটার ছোট করাত দিয়ে নিজেই নিজের দাঁত কেটেছে।
রোগীর অকপট স্বীকারোক্তি শুনে আমি পুরাই হতবাক। আমার মতো হতবাক ডেন্টাল সার্জন এর মাথায় তখন একটাই চিন্তা,বেঁচে থাক প্রেম ভালোবাসা,বেঁচে থাক ডেন্টিস্ট্রি.... 😋

-ডা.বিশ্বজিৎ ব্যানার্জি

DNA Medical Mart

19 Sep, 16:13


চিকিৎসকদের নিরাপত্তা চাই। কিন্তু নিরাপত্তা কীভাবে দেওয়া যায়, এই প্ল্যান কি নন মেডিক্যাল আমলা করবে?

- না।

বেসরকারী মেডিক্যাল কলেজ হসপিটালের বেতন কাঠামো ঠিক করতে হবে। এটা কি সরকারি চাকরিজীবী বা এডমিনেস্ট্রেশন কেউ এসে করে দিবে?

- না।

স্বাস্থ্য সুরক্ষা আইন ২০২৩ পাশ হবে। সেখানে চিকিৎসকদের জন্য অকল্যাণকর কি কি আছে। সেগুলা সংশোধন কীভাবে করা যায় এটা কি যে মন্ত্রণালয় এই আইন বানিয়েছে তারাই আবার সংশোধন করবে?

- না।

কোর্সের বেতন বাড়াতে হবে। কোর্স আউট প্রথা বাতিল করতে হবে। এটা কি একজন প্রফেসর যিনি কোর্স শেষ করসে ৩০ বছর আগে, তিনি করে দিবে?

- না।

স্বাস্থ্য পুলিশ চাই সবাই। কিন্তু এই স্বাস্থ্য পুলিশি টা কেমন হবে। কোথায় কোথায় থাকবে, তাদের কি কি ক্ষমতা থাকবে? এই যে রূপরেখা এটা কি স্বাস্থ্যের সাথে জড়িত না এমন একজন আপনাকে তৈরি করে দিবে?

- না।

এই সব প্রশ্নের উত্তর যদি না হয়ে থাকে, এগুলা করবে কে? এগুলা করতে হবে আমার, আপনার। আমি আপনি আজ যে চিকিৎসক, সে জানব কীভাবে আমার নিরাপত্তা নিশ্চিত করা যায়, স্বাস্থ্য সুরক্ষা আইনে কি কি থাকলে চিকিৎসক এবং রোগীর জন্য হবে কল্যাণকর, একজন মেডিক্যাল অফিসার এই একমাত্র ভালো জানবে তার বেতন কাঠামো কেমন হলে ভালো হয়, একজন বার বার পরীক্ষা দেওয়া রেসিডেন্ট বুঝবে কোর্স আউট কতটুকু কষ্টের।

এই কাজ গুলো আমাদের করতে হবে, আমরা করলে তবে এর পরিবর্তন সম্ভব। এই উদ্যোগ থেকে বাংলাদেশের চিকিৎসকদের যত সংগঠন আছে সকল সংগঠন এবং ফেসবুক গ্রুপ গুলো নিয়ে জাতীয় ঐক্যের জন্য একটি সংগঠন খুব দ্রুত আত্মপ্রকাশ করতে যাচ্ছে। যেখানে চিকিৎসকদের সকল গ্রুপ, সকল লেভেলের চিকিৎসক, ট্রেইনী, ইন্টার্ণী, মেডিক্যাল স্টুডেন্ট প্রতিনিধি সবাই থাকবে।

অবশেষে ডাক্তারদের মধ্যে একটা বেস্ট কিছু হতে যাচ্ছে......❤️

DNA Medical Mart

18 Sep, 05:57


@DNA Medical Mart নিয়ে আসল এক্সক্লুসিভ সব কালারের OT dress. like: Green, Sky Blue, Navy Blue, Deep Pest, Black. আবার বিভিন্ন সাইজের, ৩৪ থেকে ৪২ সাইজের ( ছবিতে Chest & Length inch পরিমাপ দেওয়া আছে, যা দেখে ধারণা করতে পারবেন কি সাইজ আপনার জন্য উপযুক্ত) Premium Quality, High Quality, Medium Quality পাওয়া যাচ্ছে।
কাপড়ের গুনগত মান নিয়ে প্রশ্ন থাকবে না আশা করি।
হাতে ধরে দেখে নেওয়ার জন্য চলে আসুন আমাদের অফলাইন শপ,

Shop No-179, B Block, 3rd Goli, Bakushah Market, Neelkhet, Dhaka

DNA Medical Mart

05 Sep, 12:42


ইন্টার্ণ চিকিৎসকদের লেজুড়বৃত্তিক সংগঠন গুলোর দিন শেষ। এবার হোক, আসল প্রতিনিধি তৈরির জায়গা। যারা কারও পা চেটে লিডার হবে না। ঢাকা মেডিক্যাল কলেজের ইন্টার্ণ রা আজ সেই দৃষ্টান্ত স্থাপন করলো।

প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন।

ভোটের ফলাফল এবং বিজয়ী দেখতে ক্লিক করুন

https://m.me/j/AbZOJTj2wsGn5B_l/