তিঁনিই আমার রব্ব (الله)

@thewayofjannah7


لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّه🕋
যখনই জীবনে অন্ধকার নেমে আসে, আমরা কুরআনের সান্নিধ্যে আলোর খোঁজ করবো।
আর,কুরআনের সান্নিধ্যে পার করা সময়টা হবে নিঃসন্দেহে দিনের সবচেয়ে আনন্দময় সময়!
চ্যানেল:https://t.me/TheWayOFJannaH7
Admin & Raki: @Ustaza0

তিঁনিই আমার রব্ব (الله)

23 Oct, 16:04


“হে আল্লাহ, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের অন্তরগুলি পবিত্র করুন এবং আমাদের উত্তম আখলাক দান করুন ও জাহান্নাম থেকে হিফাযত করুন।”

#DailyDua

তিঁনিই আমার রব্ব (الله)

23 Oct, 13:05


পাত্রীর ছবি তুলে নিয়ে যাওয়া

ছেলেপক্ষের মহিলারা পাত্রীর ছবি তুলে নিয়ে যান পরিবারের অন্যান্য মহিলা বা ছেলেকে দেখানোর জন্য। শুধু এটুকুতে কোনো সমস্যা নেই। তবে অধিকাংশ ক্ষেত্রেই এটা এটুকুতে সীমাবদ্ধ থাকে না; বরং এই ছবি পরিবারের অন্যান্য পুরুষের কাছেও চলে যায়, তারাও দেখে। তাই ছবি তোলাই উচিত না। তবে কোনো পরিবারের দ্বীনদারির ওপর যদি আস্থা হয়, সেটা ভিন্ন ব্যাপার। আর পাত্রপক্ষেরও বিষয়টি মাথায় রাখা উচিত, শুধু পাত্র বা মহিলাদের ব্যতীত অন্য কাউকে ছবি দেখানো জায়েয নেই। এটা সুস্পষ্ট আমানতের খেয়ানত হয়। একজন মেয়েকে অন্যের কাছে পর্দাহীন করে দেয়ার দায়ভারও মাথায় নিতে হবে।
.
বই : পর্দা গাইডলাইন
লেখক : তানজীল আরেফীন আদনান

তিঁনিই আমার রব্ব (الله)

23 Oct, 08:37


আপনি কি মশারি টানান?

দেশের কোনো এক ক্যান্টনমেন্ট এলাকা। পাশের মহল্লাতে এক তাবলীগী জামাত অবস্থান করছে। এলাকার এক সাথি জামাতের এক সাথিকে নিয়ে দেখা করতে গেলেন এক সামরিক কর্তার কাছে। অফিসারের মেজাজ কোনো কারণে চড়া ছিল।

দাওয়াতি কাজে আসা লোক দুটি অফিসারের বাসার রুমের দুয়ারে দাঁড়িয়ে সালাম দিতেই অফিসার তেলেবেগুনে জ্বলে উঠলেন।

‘এই মিয়া, কি চাও, হ্যাঁ? খালি আল্লাহ-খোদা, আল্লাহ-খোদা! কাওরে ডরাই না, যাও।’

ধমক শুনে দুজন দরজা থেকে সরে গেলেন।
কিন্তু পরমুহূর্তে জামাতের সাথিটি রুমের দরজায় ফিরে এসে বললেন, ‘স্যার, একটা কথা জিজ্ঞেস করি?’
‘আবার কী কথা? ’

‘স্যার কি রাতে মশারি টানিয়ে ঘুমান?’
‘হ্যাঁ, ঘুমাই, তো?’

‘না, স্যার, তেমন কিছু না। আপনি আসলে মশাকে ভয় পান। আমি যাই। আসসালামু আলাইকুম। ’
কথা বলেই লোকটা চলে গেল।

কিন্তু অফিসারের মাথায় কথাটা আটকে গেল। আরে শালা, সারাদিন বলে বেড়াই, কাওরে ডরাই না। কাউকে ভয় পাই না। অথচ এমন কোনো জিনিস নেই, যাকে ভয় পাই না। মশা, মাছি, সাপ, বিচ্ছু, তেলাপোকা, ইঁদুর থেকে শুরু করে বউ, বাচ্চাসহ কাকে না ভয় করি?  এমনকি নিজের অধীনে থাকা সাধারণ সৈনিকটাকেও ভয় পাই।
সাতপাঁচ ভাবতে ভাবতে অফিসার সকালে জামাতের সাথিকে নিয়ে আসা স্থানীয় লোকটিকে খবর দিলেন। লোকটি এল।

অফিসার বললেন, ‘তোমার সাথে যে সকালে আসছিল, সে এখন কোথায়? ’
লোকটি প্রমোদ গুণে বলল, ‘স্যার, সাধারণ অশিক্ষিত মানুষ। না বুঝে একটা কথা বলে ফেলেছে। মাফ করে দেন।’

‘আরে মিয়া, সে যা বলেছে ভালোই বলেছে। তার সাথে আমি দেখা করতে চাই।’

‘স্যার, উনি তো জামাতের সাথি। উপশহর মসজিদে আছেন।’

সন্ধ্যার পর অফিসার মসজিদে গেলেন। লোকটির সাথে দেখা করে বললেন, ‘আপনার কথা আমাকে খুব টাচ করেছে।’

লোকটি বললেন, ‘আসলে স্যার, আমরা যদি সঠিকভাবে আল্লাহর ভয় অর্জন করতে পারি, তাহলে সমস্ত সৃষ্টির ভয় অন্তর থেকে বের হয়ে যাবে, ইন শা আল্লাহ। আর আল্লাহকে ভয় না করলে, সমস্ত সৃষ্টিই আমার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াবে।’

অফিসার তার কথায় মাথা নেড়ে সায় দিলেন।

পালটে গেল একটি জীবন। শুধরে গেল একটি অন্তর, বদলে গেল একটি পথ।

বইঃ গল্প কল্প চিন্তা
পৃষ্ঠাঃ ৩৪
লেখকঃ আহমাদ ইউসুফ শরীফ হাফি.

তিঁনিই আমার রব্ব (الله)

23 Oct, 06:03


Our Hero, Our leader 🔥

ইমাম আলীর (রাদিয়াল্লাহু আনহু) এই কথাটি আমি খুব ভালোভাবে মনে রেখেছি– মানুষের জীবনে দুই রকম দিন আছে: এমন একটি দিন যেদিন মৃত্যু তার তকদিরে নেই, আর এমন একটি দিন যেদিন মৃত্যুই তার তকদির। প্রথম দিনে কেউ আপনার ক্ষতি করতে পারবে না, এবং দ্বিতীয় দিনে কেউ আপনাকে বাঁচাতে পারবে না।
.
— ইয়াহইয়া সিনওয়ার

তিঁনিই আমার রব্ব (الله)

23 Oct, 00:25


জাবালিয়াতে ইজরায়েলের গণহত্যা

হায় বিশ্বমানবতা! হায় মুসলিম রাষ্ট্রপ্রধান!

#PrayForAllUmmah
🇵🇸Pray For #Palestine
🇮🇱Pray against #Israel

তিঁনিই আমার রব্ব (الله)

22 Oct, 23:22


ঘুম থেকে উঠার পর সুন্নাহসমূহ

১) হাত দিয়ে চেহারা থেকে ঘুমের প্রভাব দূর করা। (বুখারি, হাদিস: ১৮৩)

২) ঘুম থেকে উঠে দোয়া পড়া-
الحمد لله الذي أحيانا بعدما أماتنا و إليه النشور (বুখারি, হাদিস: ৬৩২৪)

৩) মহান আল্লাহর কাছে দোয়া করা।
لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير، الحمد لله و سبحان الله، ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله.

অথবা বলবে, 'আল্লহুম্মাগ ফিরলি'
اللهم اغفرلي
অর্থ : 'হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন।'

অথবা অন্য যেকোনো দোয়া করবে। আর যদি কেউ অজু করে এবং নামাজ আদায় করে, তার নামাজ কবুল করা হবে। (বুখারি, হাদিস: ১১৫৪)

৪) আকাশের দিকে তাকিয়ে সুরা আলে ইমরানের শেষ ১০ আয়াত পড়া। (মুসলিম, হাদিস: ৬৭৩)

৫) মিসওয়াক করা। (বুখারি, হাদিস: ২৪৫)

৬)ওযু বা ফরজ গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে নেওয়া।

৭) সম্ভব হলে শেষরাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করা। (সুরা জারিয়াত, আয়াত: ১৮)

৮) জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করা ও সূর্যোদয় পর্যন্ত জিকিরে মশগুল থাকা।

মহান রব্বুল আ'লামিন আমাদের সবাইকে সুন্নাহসম্মত সকল ইবাদাত করার তাওফিক দান করুন, আমিন।

#DailyDua

তিঁনিই আমার রব্ব (الله)

22 Oct, 17:32


“হে আল্লাহ, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের অন্তরগুলি পবিত্র করুন এবং আমাদের উত্তম আখলাক দান করুন ও জাহান্নাম থেকে হিফাযত করুন।”

#DailyDua

তিঁনিই আমার রব্ব (الله)

22 Oct, 10:49


তাহাজ্জুদ

তিঁনিই আমার রব্ব (الله)

21 Oct, 23:05


ফজর নামাজ একটি অফুরন্ত সম্ভাবনাময় বীজ। দিনের শুরুতে বপন করলে, সারাদিন প্রতিটি মুহূর্তে বরকত ও মানসিক স্বস্তির ফসল তুলতে পারব। ফজর নামাজ অপূর্ব এক চাষাবাদ।
.
— শায়খ আতীক উল্লাহ হাফিযাহুল্লাহ

তিঁনিই আমার রব্ব (الله)

21 Oct, 16:26


“হে আল্লাহ, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের অন্তরগুলি পবিত্র করুন এবং আমাদের উত্তম আখলাক দান করুন ও জাহান্নাম থেকে হিফাযত করুন।”

#DailyDua

তিঁনিই আমার রব্ব (الله)

21 Oct, 08:04


হে আমার মেয়ে
✍️ ড. আলী তানতাবী (রহঃ)

তিঁনিই আমার রব্ব (الله)

21 Oct, 08:04


ইয়া উখতি ( হে আমার বোন)
✍️ বিয়েঃ অর্ধেক দ্বীন টিম।

হে প্রিয় বোন আমার
✍️ আবু যারীফ।

তিঁনিই আমার রব্ব (الله)

21 Oct, 08:03


# যে কিতাবগুলো অধ্যায়ন করা আমাদের নারীদের জন্য জরুরি:
১)হে আমার মেয়ে।
২)ইয়া উখতি -হে বোন আমার।
৩)হে প্রিয় বোন আমার।

তিঁনিই আমার রব্ব (الله)

21 Oct, 04:52


তিনটি বিষয় নিয়ে কখনো (মানুষের সামনে) কথা বলো না :

• (নিজের) গুনাহ
• (নিজের) নেক আমল
• (নিজের) দুঃখ-কষ্ট

— ইমাম সুফিয়ান আস সাওরি (রহ.)
[আবু নু‘আইম, হিলইয়াতুল আউলিয়া: ৯৩৯৭]

- সংগৃহীত

তিঁনিই আমার রব্ব (الله)

20 Oct, 23:20


দুআ'তে প্রায় ২০ প্রকার সীমালংঘন হতে পারে;

(১) শির্কমূলক দুআ করা।

(২) শরীয়ত যা হবে বলে, তা না হতে দুআ করা; যেমন বলা যে, আল্লাহ! কিয়ামত করো না, কাফেরকে আযাব দিও না।

(৩) শরীয়ত যা হবে না বলে, তা হতে দুআ করা; যেমন বলা যে, আল্লাহ! তুমি কাফেরকে জান্নাত দাও। আমাকে দুনিয়ায় চিরস্থায়ী কর, আমাকে গায়বী ইল্ম দাও, অথবা আমাকে নিষ্পাপ কর। প্রভৃতি।

(৪) জ্ঞান ও বিবেক যা হবে মনে করে, তা না হতে দুআ করা।

(৫) জ্ঞান ও বিবেক যা হবে না মনে করে, তা হবার জন্য প্রার্থনা করা; যেমন আল্লাহ! আমি যেন একই সময় দুই স্থানে উপস্থিত ও প্রকাশ হতে পারি ইত্যাদি।

(৬) সাধারণতঃ যা ঘটা অসম্ভব তা ঘটতে প্রার্থনা করা; যেমন, আল্লাহ! আমাকে এমন মুরগী দাও যা সোনার ডিম পাড়ে, আমাকে যেন পানাহার করতে না হয় ইত্যাদি।

(৭) শরীয়তে যা হবে না বলে শ্রুত পুনরায় তা না হতে প্রার্থনা করা; যেমন, আল্লাহ! তুমি কাফেরদেরকে জান্নাত দিও না। ইত্যাদি।

(৮) শরীয়তে যা হবে বলে শ্রুত পুনরায় তা হতে দুআ করা।

(৯) প্রার্থিত বিষয়কে আল্লাহর ইচ্ছায় লটকে দেওয়া; যেমন, হে আল্লাহ! তুমি যদি চাও, তাহলে আমাকে ক্ষমা কর। ইত্যাদি।

(১০) অন্যায়ভাবে কারো উপর বদদুআ করা।

(১১) কোন হারাম বিষয় প্রার্থনা করা; যেমন, আমি যেন ব্যভিচার করতে বা চুরি করতে পারি।

(১২) প্রয়োজনের অধিক উচ্চস্বরে দুআ করা।

(১৩) অবিনীতভাবে আল্লাহর অনুগ্রহের মুখাপেক্ষী না হয়ে দুআ করা।

(১৪) আল্লাহর সঠিক নাম ও গুণ ব্যতিরেকে অন্য নাম ধরে ও গুণ বর্ণনা করে প্রার্থনা করা।

(১৫) যা বান্দার জন্য উপযুক্ত নয় তা চাওয়া; যেমন, নবী বা ফিরিশ্বাসম হতে চাওয়া।

(১৬) অপ্রয়োজনীয় লম্বা দুআ করা।

(১৭) কষ্টকল্পনার সাথে ছন্দ বানিয়ে দুআ করা।

(১৮) অকান্নায় ইচ্ছাকৃত হো হো করে উচ্চ শব্দে দুআ করা।

(১৯) নিয়মিত এমন প্রকার এমন পদ্ধতিতে এবং এমন স্থান ও কালে দুআ করা যা কিতাব ও সুন্নাহতে প্রমাণিত নয়।

(২০) গানের মত লম্বা সূর ললিত কণ্ঠে দুআ করা।

(মাজাল্লাতুল বায়ান ৭৩ সংখ্যা ১৯৯৪ খ্রিঃ ১২০-১২৮ পৃঃ দ্রষ্টব্য)

তিঁনিই আমার রব্ব (الله)

20 Oct, 14:53


“হে আল্লাহ, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের অন্তরগুলি পবিত্র করুন এবং আমাদের উত্তম আখলাক দান করুন ও জাহান্নাম থেকে হিফাযত করুন।”

#DailyDua

তিঁনিই আমার রব্ব (الله)

20 Oct, 11:57


💌 স্বামীকে বশ করে রাখার টোটকা!

১. পুরুষদের জীবনটা খুব যৌ°নমুখী। সে সারাটা জীবন তার মনের মতো একজন সঙ্গী খুঁজে বেড়ায়। যার কাছে সে দুঃখের সময় আশ্রয় পাবে, যাকে ঘিরে তার স্বপ্ন, যার আঁচল ধরেই সেই পুরুষের পরবর্তী প্রজন্ম দেখবে নিষ্ঠুর এই পৃথিবী। কিন্তু মস্তিষ্কের এককোণে ঠিকই থেকে যায়- পুরুষেরা খুঁজে একজন প্রেমময়ী নারী। যেই নারী তার জন্য ব্যাকুল হয়ে থাকবে। যেই নারী স্বামী-সোহাগী, স্বামীকে ছাড়া সে এক মুহূর্ত কাটাতে পারে না। পূর্বে আমরা যেমনটা জেনেছি যে, পুরুষদের কাছে সহবাস হচ্ছে ভালোবাসা প্রকাশের সংজ্ঞা, সেও চায় তার প্রিয়তমা তার ভালোবাসার এই সংজ্ঞাই নিজের মননে প্রোথিত করে নিক।

২. পুরুষেরা তার স্ত্রীর মাঝে আবেদনময়িতা খুঁজে ফিরে।

৩. পুরুষেরা চায় তাদের স্ত্রী হবে তাদের প্রতি উৎসুক।

৪. সেই ক্ষেত্রে স্বামীর সাথে সংগোপনে অবস্থানের সময় উদ্দীপনামূলক পোশাক পরিধানের বিকল্প নেই।

৫. পোশাক বিশেষ করে অন্ত°র্বাস জাতীয় কাপড়গুলো পুরুষদেরকে খুব সহজে আকৃষ্ট করে।

৬. আর পুরুষদের চোখে সবচেয়ে আকর্ষণীয় নারীদের পোশাকের রং হচ্ছে লাল। [১১]

• কিন্তু বিয়ের পরপরই সাংসারিক নানান ব্যস্ততার কারণে দাম্পত্য জীবনের আনন্দগুলো ধীরে ধীরে অবহেলিত থাকে। ফলে স্বামীও ধীরে ধীরে আকাঙ্ক্ষা হারাতে থাকে। নারীদের উচিত এই বিষয়গুলো খুব ভালোভাবে বোঝা এবং তাদের স্বামীদের এই হক যথাযথভাবে আদায় করা।

[১১] Journal of experimental Poychology: General- Red. Rank and Rotnance in Women viewing.

বই: মুহস্বানাত
পৃষ্ঠা: ১৭০

তিঁনিই আমার রব্ব (الله)

20 Oct, 09:04


💌 স্ত্রীকে বশ করে রাখার টোটকা!

কোনো সম্পর্কের মিষ্টতা আপনা-আপনি টিকে থাকতে পারে না। এতে দুজন মানুষের একে অপরের প্রতি যত্ন-আত্তির প্রয়োজন রয়েছে। নারীরা জীবনে একজন ভালোবাসার মানুষ চায়। যার সাথে সে সুখ-দুঃখের কথা বলবে ও কষ্টের সময়ে পাশে পাবে। সেই পুরুষের পাঞ্জাবীর বাটনে সে নিজের স্বপ্ন বুনবে। মাঝে মাঝে সেই পুরুষ আলো-আঁধারিতে এসে খোঁপায় একগুচ্ছ বেলিফুল গুঁজে দেবে। নারী চায় তার পুরুষ তাকে নিরাপত্তা দেবে, নিষ্ঠুর এই অন্ধকার পৃথিবীতে তাদের পরবর্তী প্রজন্মকে মশাল হাতে সুপথ দেখাবে। এটাই নারীদের কাছে ভালোবাসার প্রকাশ। নারী চায় তার প্রিয়তম তার ভালোবাসার এই সংজ্ঞাকে নিজের মননে প্রোথিত করে নিক। তাই স্ত্রীকে বশে আনতে সামান্য কিছু বিষয় মাথায় রাখতে হবে:

• স্ত্রীর সাথে উত্তম আচরণ করা, তার অধিকার সম্পর্কে সচেতন হওয়া, বেশি বেশি কথা বলা, তার প্রশংসা করা, তার আনন্দে আনন্দিত হওয়া ও তার কষ্টে মর্মাহত হওয়া।

• নারীরা উপহার পছন্দ করে। তাই স্ত্রী কী ভালোবাসে সেটা জেনে নিয়ে তাকে উপহার দেয়া।

• তার কখন কী প্রয়োজন তা খেয়াল রাখা, মাসিক ভিত্তিতে কিছু টাকা হাতে দেয়া, যাতে সে তার পছন্দমতো কিছু কিনে নিতে পারে।

• তার সামনে নিজেকে আকর্ষণীয় ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

• নারী চায় তার সঙ্গী ধৈর্যশীল হোক, দয়ালু হোক। তাই যথাসময়ে ধৈর্য ধরুন, অন্যের ওপর দয়া করুন, যাতে স্ত্রীও আপনার থেকে শিখতে পারে।

• এ ছাড়া স্ত্রীরা স্বামীদেরকে শিক্ষক হিসেবে মেনে নেয়া। তাই তাদেরকে সময় পেলে প্রয়োজনীয় বিষয়াদি শিক্ষা দেয়া।

• সহবাসের পূর্বে ফো°রপ্লে করা ও স°হবাসের সময় তার সুখের বিষয়ে খেয়াল রাখা।

• সহ°বাস ব্যতীতও প্রতিনিয়ত আদর, আলিঙ্গন ও চু°মু দেয়া।

• তার কল্পনার জগতে নিজেকে অংশীদার করা, তার প্রতিটি কথার মূল্য দেয়া।

• শয়তান চাইবে পরিবার ভাঙার উদ্দেশ্যে স্বামী-স্ত্রীর মাঝে ফাসাদ সৃষ্টি করতে। কারণ, দ্বীন কায়েমের প্রথম ক্ষেত্রই হচ্ছে পরিবার। তাই স্ত্রীর সাথে মনোমালিন্য হয় এমন কোনো কাজ করা যাবে না, যেহেতু এতে শয়তান খুশি হয় এবং আল্লাহ নারাজ হন।

• স্ত্রীর আবেগের প্রাধান্য দিতে হবে। আবার স্ত্রী ভুল করলে তাকে আবেগ দিয়েই বোঝাতে হবে। নারীদেরকে বোঝানোর ক্ষেত্রে যুক্তির চেয়ে আবেগ অধিক কার্যকর।

• নারীদের কাছে কর্মের চেয়ে মৌখিক স্বীকারোক্তি অধিক কার্যকর। স্বামী মুখ দিয়ে কিছু ব্যক্ত করলে তা স্ত্রী অনেক গুরুত্ব দেয়। এ কারণেই সবসময় বলা উচিত যে, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন। এতে লজ্জার কিছু নেই। স্ত্রীর রূপের প্রশংসা করতে হবে, তার রান্না, পোশাক, সুগন্ধি, তার সবকিছুর প্রশংসা করুন। মিথ্যা প্রশংসা হলেও করা উচিত। কিন্তু মিথ্যা যাতে সম্পর্ক ভালো রাখার জন্যে বলা হয়।

বই: মুহসিনীন
পৃষ্ঠা: ২০৬-২০৭

তিঁনিই আমার রব্ব (الله)

20 Oct, 06:35


আনাস (রাঃ) থেকে বর্ণিত:

তিনি বলেন, আমরা 'উমর (রাঃ) এর কাছে ছিলাম। তখন তিনি বললেনঃ (যাবতীয়) কৃত্রিমতা হতে আমাদের নিষেধ করা হয়েছে। (আধুনিক প্রকাশনী- ৬৭৮৩, ইসলামিক ফাউন্ডেশন- ৬৭৯৫)

ফুটনোট:

যাবতীয় মুনাফেকী নীতি অবলম্বন করা, ইবাদতের ক্ষেত্রে অনর্থক বাড়তি কষ্ট করা, নাটক করা, অন্যের চরিত্রে অভিনয় করা, নকল চুল, দাড়ি গোঁফ লাগিয়ে অন্যের মত হওয়া, যেমন খুশি তেমন সাজা, ছেলেদের পাকা চুল, দাড়ি লাগিয়ে মুরুব্বি সাজা ইত্যাদি যাবতীয় কৃত্রিমতা গ্রহন করতে আল্লাহ্ রসূল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন।

সহিহ বুখারী/হাদিস: ৭২৯৩
সহিহ হাদিস।

1,974

subscribers

2,481

photos

664

videos