来自 Dr. Sunsila Jebrin Priyanka 🌾 (@sunsila144) 的最新 Telegram 贴文

Dr. Sunsila Jebrin Priyanka 🌾 Telegram 帖子

Dr. Sunsila Jebrin Priyanka 🌾
We speak for our people
We fight for our people 👊😍
14,956 订阅者
3,558 张照片
903 个视频
最后更新于 10.03.2025 13:19

相似频道

Rakibul Hasan
3,538 订阅者
Masud Rana Sagor
1,802 订阅者

Dr. Sunsila Jebrin Priyanka 🌾 在 Telegram 上分享的最新内容

Dr. Sunsila Jebrin Priyanka 🌾

10 Mar, 13:02

85

গুমের বিচারে অসহযোগিতা আছে : তাজুল ইসলাম
Dr. Sunsila Jebrin Priyanka 🌾

10 Mar, 10:04

346

ধর্ষণকারীকে জনগণ উচিৎ শিক্ষা দিছে💋
https://www.facebook.com/share/r/18X4bWAUy3/
Dr. Sunsila Jebrin Priyanka 🌾

09 Mar, 17:08

972

ধর্ষককে ভাইরাল করুন ! ছবির দুইজন সম্পর্কে পিতা পুত্র। পিতার নাম রুহুল আমিন পেশায় একজন সার্ভেয়ার আর পুত্রের নাম রাকিব ঢাবির রসায়ন বিভাগের ১৪-১৫ ব‍্যাচের শিক্ষার্থী। এই রাকিব ছেলেটা আবার ৪১ বিসিএসের পররাষ্ট্র ক্যাডার।

এখন মূল ঘটনায় আসি; ক’দিন আগে শহীদ মিনারের জন্য ভোরবেলা ফুল চাইতে গিয়ে ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনার কথা মনে আছে? এই পিতাই সেই ধর্ষক!!! এখন এই BCS ক‍্যাডার পোলা তার ধর্ষক বাবাকে বাঁচাতে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে ধর্ষিতার পরিবারকে। অর্থ‍্যাৎ সে তার ক্ষমতার সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে তার পিতাকে বাঁচাতে!!

এবার আসুন আমরাও আমাদের সর্বোচ্চ শক্তি ব‍্যয় করি এই ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে।

যে মেয়েকে ধর্ষন করা হয়েছে তাঁর বয়স ১১ এবং সে তার মায়ের এক মাত্র মেয়ে…..

এবার দেখেন আপনার বিবেক কিছু বলে কি না!! আসুন আমরা সাধারন মানুষ আমাদের পাওয়ার দেখাই। অন্তত প্রচুর শেয়ার করে এদের চেহারাটা ভাইরাল করি......
Dr. Sunsila Jebrin Priyanka 🌾

09 Mar, 16:45

973

https://www.facebook.com/share/r/1FVRBbxqut/

ফরিদপুরে ধ*র্ষ*ক কে জায়গায় শেষ করে দিল বিদ্রোহী জনতা
আলহামদুলিল্লাহ 💪
Dr. Sunsila Jebrin Priyanka 🌾

08 Mar, 17:32

1,341

https://www.facebook.com/share/r/166MmfzDJD/

একটা ধ*র্ষক এর শা*স্তি একমাত্র এটাই হওয়া উচিত❤️‍🔥❤️‍🔥
Dr. Sunsila Jebrin Priyanka 🌾

06 Mar, 08:25

2,257

এদের থাপ্পড়ানো দরকার 😡😡

https://www.facebook.com/share/r/1A3T6rXdHf/
Dr. Sunsila Jebrin Priyanka 🌾

05 Mar, 14:25

2,551

ছেলেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো, আমরা বিশ্ব থেকে ১২০ বছর পিছিয়ে।

১৯০৫ সালে প্রথম উড়োজাহাজ পরীক্ষামূলকভাবে উড়েছিল, আর ১২০ বছর পর এক বাংলাদেশি মেকানিক ইউটিউব দেখে একটি উড়োজাহাজ বানিয়ে সেটি আকাশে ওড়ালেন। প্রশংসনীয় হলেও, এতে আনন্দিত হওয়ার চেয়ে আমাদের লজ্জিত হওয়া উচিত। যারা ১২০ বছর আগে উড়োজাহাজ তৈরি করেছিল, তাদের কাছে আজকের মতো প্রযুক্তি ছিল না, তবু তারা নতুন কিছু সৃষ্টি করেছিল। আর আমরা শুধু নকল করছি!

আমাদের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো কেন পিছিয়ে যাওয়ার সময়টা কমাতে পারছে না? কারণ, সেগুলো উদ্ভাবক তৈরি করছে না, বরং বিদেশি কোম্পানির জন্য শিক্ষিত শ্রমিক তৈরি করছে। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা আমাদের কর্মচারী বানিয়েছে, গবেষক নয়।

তাই নতুন কিছু করো, এমন কিছু যা বিশ্বে প্রথম হবে। কপি নয়, আবিষ্কার করো, যাতে তোমার পরিচয় হয় উদ্ভাবক হিসেবে, মেকানিক হিসেবে নয়
Dr. Sunsila Jebrin Priyanka 🌾

05 Mar, 11:56

2,077

দূষিত শহরের তালিকায় ১ নম্বরের পরিবর্তে ঢাকা এখন ২৮ নম্বরে!
কারণ হলো, শহরের চারপাশে ২০টার বেশি অ'বৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়েছে।
✌️"অভিযান চলুক
" ✊🏼
Dr. Sunsila Jebrin Priyanka 🌾

05 Mar, 11:38

2,556

“২০ হাজার টাকায় শি'শু বি'ক্রি করেন মিল্টন সমাদ্দার”

আলোচিত সমালোচিত 'মিল্টন সমাদ্দার', চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের চেয়ারম্যান তিনি।

মাত্র ২০ হাজার টাকায় শি'শু বি'ক্রি করেন বলে জানিয়েছেন ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান।

• তিনি বলেন মিল্টন সমাদ্দার এর বিরুদ্ধে হ'ত্যা চেষ্টা ও মা'নব পা'চার ২ মামলাতেই যেই অভিযোগ ছিলো তার সত্যতা পাওয়া গেছে। অভিযোগের সত্যতা পেয়ে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

• গত বছরের ২মে মানবিক মুখোশের আড়ালে ভ'য়ংকর মিল্টন সমাদ্দার শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক "কালবেলা"।

• সেই প্রতিবেদনে মিল্টন সমাদ্দার এর বিরুদ্ধে আসা অনেক অভিযোগের-ই সত্যতা মিলেছে ডিবি পুলিশের তদন্তে, সেই প্রতিবেদন বলছে- ডাক্তার না হয়ে সে নিজেই ছু'রি ব্লে'ড দিয়ে আশ্রমের অসুস্থদের কাটা'ছেঁড়া করেন মিল্টন! প্রয়োজনে নিজেই হাত-পা কে'টে ফেলেন।

• ফেসবুকে ৯০০ জনের লা'শ দাফন করেছেন স্ট্যাটাস দিলেও বাস্তবে দাফন করেছেন ১৫০ জনের লা'শ। এছাড়া নিজের স্বাক্ষর দিয়ে ভূয়া ডেথ সার্টিফিকেটও তৈরি করেন মিল্টন সমাদ্দার।

এমন সব অ'পরাধ আড়াল করে নিজেকে মানবতার ফেরিওয়ালা সাজিয়ে মিল্টন ফেসবুকে তার ১ কোটি ষাট লাখ ফলোয়ারের সহানুভূতিকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা আয় করেন!!

• তার ১৪ টি ব্যাংক হিসেবে মিলেছে ১ কোটি ৮০ লাখ ৯৫ হাজার ৩শ ৮৩ টাকা। আশ্রমের মানুষজনকে নির্যাতন করার বিষয়টিও উঠে এসেছে ডিবি পুলিশের তদন্তে।

• 'মতিউর রহমান মল্লিক' নামে এক ব্যক্তিকে মা'রধর ও হ'ত্যা চেষ্টা মামলায় মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

• এছাড়া জালিয়াতির মাধ্যমে ডেট সার্টিফিকেট তৈরির মামলায় মিল্টন সমাদ্দার ও তার হেলথকেয়ার ম্যানেজার 'কিশোর বালাকে' অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে।

• এছাড়া মা'নব পাচা'রের মামলাতেও চার্জশিট দাখিল করা হয়েছে। বলা হয় ২০ হাজার টাকায় ২ বছরের এক শি'শুকে নিঃসন্তান এক দম্পতির কাছে বি'ক্রি করে দেন মিল্টন সমাদ্দার, বিভিন্ন মামলায় জামিনে কারামুক্ত হয়েও ফেসবুকে ফের মানবতার ফেরিওয়ালা সেজে প্রতারণা চালিয়ে যাচ্ছেন মিল্টন।

• নিয়মিত ভিডিও পোস্ট করে অনুদান চাইতেও দেখা যায় তাকে। ডিবির চার্জশিটে বলা হয়েছে মিল্টন সমাদ্দার রাস্তায় কোন অসুস্থ বয়স্ক, পচাগলা পাগল, প্যারালাইজড লোক বা অটিস্টিক শি'শু অভিভাবকহীন অবস্থায় পরে আছে খবর পেলে লোকজনের মাধ্যমে রাস্তা থেকে তুলে অফিসে আনতেন।

• পরে তার আশ্রমের অপারেশন থিয়েটারে নিয়ে নিজেই তাদের ক্ষ'ত গুলো পরিষ্কার করতেন। মানুষকে ধো'কা দিতে নিজের প্রতিষ্ঠানে ডাক্তারের ভূয়া নাম লিখে বোর্ড লাগিয়ে রাখতেন, কিন্তু প্রতিষ্ঠানে কোন ডাক্তার নেই! তিনি নিজেই অপারেশন করে নিজেই তাদের চিকিৎসা করতেন।

• এমন বিকৃত মস্তিস্কের মানবাধিকার লঙ্গনকৃত সাইকোপ্যাথ কে - অতি শিগ্র-ই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
Dr. Sunsila Jebrin Priyanka 🌾

03 Mar, 05:46

2,679

এটাই সেই ভিডিও যেটা দেখার পরে থেকেই আমি আওয়ামিলীগ কে মনে প্রাণে ঘৃণা করি। এই ঘটনার পরে যখন শেখ হাসিনা সংসদে বলে; হেফাজতের কর্মিরা গায়ে রং মেখে শুয়ে আছে, আর পুলিশ তাদের কাছে গেলে দৌড়ায়ে পালিয়ে যাচ্ছে । তখনি বুঝতে পেরেছিলা শেখা হাসিনা একটা রাক্ষ*স/সাইকো, সে মানুষরুপি দা*নব।

এই ভিডিও দেখার পরেও যদি আপনার আওয়ামি/হাসিনা/মুজিব প্রেম না যায়, তাহলে বুঝে নিবেন এই ঘটনার শহীদরা হাসরের ময়দানে যেই হাতে আমলনামা পাবে, আপনি হয়তো তার বীপরিত হাতে আমলনামা পাবেন।