হাসান বসরির মজলিসে তাঁর এক শিষ্যকে খাবার দেয়া হলো। খেতে খেতে একপর্যায়ে সে বলল, আমি এত খেয়েছি যে, আর খেতে পারছি না। তখন হাসান বসরি রহ. অবাক হয়ে বললেন, ‘সুবহানাল্লাহ! একজন মুসলমান এত খায় যে, সে আর খেতে পারে না?’
তিনি আরও বলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের প্রধান মুসিবত হয়ে দাঁড়িয়েছিল খাওয়া। বনি আদমেরও মূল মুসিবত অতিরিক্ত খাওয়ার চাহিদা। নিশ্চয়ই অতিরিক্ত খাবার নেক কাজে বাধা দেয়, এলোমেলো ঘুমের প্রভাব তৈরি করে। রহিমাহুল্লাহ!
সুফিয়ান সাওরি রহ. বলেন, যদি তুমি চাও সুস্থ থাকবে, নেক কাজ করবে, কম ঘুমাবে, ইচ্ছাশক্তি বাড়াবে এবং হৃদয় আলোকিত করবে— তাহলে খাওয়া কমিয়ে দাও।
- কিতাবুয যুহদ ২৬৮ পৃ. আল-হিলইয়াহ ৭/৭
তিনি আরও বলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের প্রধান মুসিবত হয়ে দাঁড়িয়েছিল খাওয়া। বনি আদমেরও মূল মুসিবত অতিরিক্ত খাওয়ার চাহিদা। নিশ্চয়ই অতিরিক্ত খাবার নেক কাজে বাধা দেয়, এলোমেলো ঘুমের প্রভাব তৈরি করে। রহিমাহুল্লাহ!
সুফিয়ান সাওরি রহ. বলেন, যদি তুমি চাও সুস্থ থাকবে, নেক কাজ করবে, কম ঘুমাবে, ইচ্ছাশক্তি বাড়াবে এবং হৃদয় আলোকিত করবে— তাহলে খাওয়া কমিয়ে দাও।
- কিতাবুয যুহদ ২৬৮ পৃ. আল-হিলইয়াহ ৭/৭