Neueste Beiträge von Sadiq Farhan (@sadiqfarhan58) auf Telegram

Sadiq Farhan Telegram-Beiträge

Sadiq Farhan
سنفطر في القدس عاصمة فلسطين
1,568 Abonnenten
279 Fotos
61 Videos
Zuletzt aktualisiert 26.02.2025 00:16

Ähnliche Kanäle

Our Al Aqsa
31,986 Abonnenten
Hope
18,003 Abonnenten

Der neueste Inhalt, der von Sadiq Farhan auf Telegram geteilt wurde.


হাসান বসরির মজলিসে তাঁর এক শিষ্যকে খাবার দেয়া হলো। খেতে খেতে একপর্যায়ে সে বলল, আমি এত খেয়েছি যে, আর খেতে পারছি না। তখন হাসান বসরি রহ. অবাক হয়ে বললেন, ‘সুবহানাল্লাহ! একজন মুসলমান এত খায় যে, সে আর খেতে পারে না?’

তিনি আরও বলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের প্রধান মুসিবত হয়ে দাঁড়িয়েছিল খাওয়া। বনি আদমেরও মূল মুসিবত অতিরিক্ত খাওয়ার চাহিদা। নিশ্চয়ই অতিরিক্ত খাবার নেক কাজে বাধা দেয়, এলোমেলো ঘুমের প্রভাব তৈরি করে। রহিমাহুল্লাহ!

সুফিয়ান সাওরি রহ. বলেন, যদি তুমি চাও সুস্থ থাকবে, নেক কাজ করবে, কম ঘুমাবে, ইচ্ছাশক্তি বাড়াবে এবং হৃদয় আলোকিত করবে— তাহলে খাওয়া কমিয়ে দাও।

- কিতাবুয যুহদ ২৬৮ পৃ. আল-হিলইয়াহ ৭/৭

গযওয়াতুল হিন্দের হাদিসের তাহকিক ও তাতবিক

বাংলাদেশে ইসলাম এক নতুন যুগে প্রবেশ করল।

[ আস-সুন্নাহ ফাউন্ডেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসনের ব্যবস্থা করছে। এখন আপাতত ৭০০। সেন্ট জোসেফ ও নটরডেমের মাধ্যমে গীর্জা এ ধরনের কার্যক্রম পরিচালনা করলেও বাংলাদেশে এই প্রথম আস-সুন্নাহ তা করতে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদের পথচলাকে সুগম করুন।]

আফগানিস্তানে জালালুদ্দিন হক্কানীর ভাই হেলালউদ্দিন হক্কানিকে কাবুলে শহীদ করেছে দায়েশের জানোয়ারেরা। মরহুম ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শরনার্থী ও প্রত্যাবাসন দফতরের মন্ত্রী ছিলেন। তার নিজ দফতরে নামাজ পড়াকালীন দায়েশের আত্মঘাতী বো মা বিস্ফোরণে তিনি শহীদ হয়েছেন।

ইতোমধ্যে আই এস খো রা সা ন প্রোভিন্স হামলার দায় স্বীকার করেছে।

যিনি বোরকা পরেন তিনি শালীন। তাতে সন্দেহ নেই। তবে বোরকা পরে যিনি অঙ্গভঙ্গি করেন, বোরকার উপরে নানা সৌন্দর্যের জিনিস পরে বের হন। তিনি পর্দা করছেন না। ইসলামে পর্দার কনসেপ্ট কেবল গা-ঢাকা পোশাক পরা নয়, সৌন্দর্য লুকোনো। পরপুরুষের চোখ থেকে যে তা লুকোতে পারছে না, সে পর্দা করছে না।

আবদুল্লাহ ইবনে উমর রাদি. বলতেন : ‘তুমি যখন সন্ধ্যা করেছ, তখন সকালের জন্য অপেক্ষা কোরো না। যখন তোমার জীবনে সকাল এসেছে, তখন সন্ধ্যার জন্য বসে থেকো না। তোমার সুস্থতার প্রতি মিনিটে অসুস্থতার জন্য, স্বাভাবিক জীবনের প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য— প্রস্তুত থাকো।’

আল্লাহর নবি ঈসা আ. বলতেন : ‘চিরদিন যেহেতু থাকতে পারবে না, দ্রুত পার হও। এই দুনিয়া সমুদ্রের মতো উত্তাল। কখনো শুনেছ সমুদ্রে কেউ বাড়ি বানিয়েছে? সুতরাং পরকালের পাড়ে নৌকা ভেড়াতে হবে, প্রস্তুতি নাও, পাল তোলো।’

- সহিহ বুখারি, হাদিস নং ৬৪১৬
- কিতাবুয যুহদ, আহমাদ বিন হাম্বল ৯৩ পৃ.

এমন দৃশ্য কখনো দেখেছেন? পুলিশের হ্যান্ড মাইক ব্যবহার করে আন্দোলন চালিয়ে যেতে সমর্থকদের নির্দেশ দিচ্ছেন সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী! প্রিজনভ্যানের ভেতর থেকে পুলিশের হ্যান্ডমাইকে তিনি বক্তব্য দেন। এই ব্যক্তির উস্কানীতেই সম্প্রতি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিন্তু কে তাকে প্রিজনভ্যান হতে পুলিশের হ্যান্ডমাইক ব্যবহার করতে দিলো? কেন দিলো?

মুমিন খান মুমিনের আসাধারণ এক শের আছে,
ওহ জু হাম মে তুম মে কারার থা,
তুমহে ইয়াদ হো কেহ না ইয়াদ হো
সেই যে তোমার আমার মাঝে অঙ্গীকার ছিল,
তোমার মনে আছে কি না জানি না, আমার মনে আছে।

দুজনে ২০১৬ সালে হালাব ছেড়ে যাওয়ার সময় দেয়ালে লিখে গিয়েছিল:
আমরা ফিরব, ফিরবই।

২০২৪ সালে ঠিকই ফিরে এসেছে।
পরিস্থিতি যত কঠিন আর সঙ্গীন হোক,
আমরা কখনো কোনো অবস্থাতেই নিরাশ হইনি।
গাযাসহ পুরো শাম আমাদের হবে।
বিইযনিল্লাহ।
তাকবীইর

They took patients out of a hospital. Beaten, naked and blindfolded in cold winter night.

Imagine being there…..

ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ!