*বিষয়:ভুয়া মেজর পরিচয়ে স্টেশন অফিসার্স মেস-সি তে প্রবেশ প্রসঙ্গে*
১। অদ্য আনুমানিক ১৭০০ ঘটিকায় মোসাঃ বৃষ্টি আক্তার (৩৯) মেজর পরিচয়ে স্টেশন অফিসার্স মেস-সি এর প্রধান গেইট দিয়ে প্রবেশ করেন। উক্ত মহিলা ১৮০০ ঘটিকায় গেইট দিয়ে বের হওয়ার সময় কর্তব্যরত সিকিউরিটি গার্ড পুনরায় পরিচয় জিজ্ঞেস করলে মেজর বিপুল, ১০ সিগন্যাল ব্যাটালিয়ন এর স্ত্রী হিসেবে পরিচয় দেন এবং ২০৮ নম্বর রুমে গিয়েছিলেন বলে জানান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সিকিউরিটি গার্ড মোঃ শাহিন তৎক্ষণাৎ আর্মি এমপি ইউনিট এবং গোয়েন্দা সংস্থাকে অবগত করে। আর্মি এমপি ইউনিটের টহলরত এমপি ঘটনাস্থলে এসে উক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, মেজর বিপুল, ১০ সিগনাল ব্যাটালিয়ন তার বন্ধু হয় এবং তিনি মেজর বিপুলের কাছে ৫০০০ টাকা পান যা পুনরুদ্ধারের জন্য এখানে এসেছিলেন। *উল্লেখ্য যে, ১০ সিগনাল ব্যাটালিয়নে মেজর বিপুল নামে কোন কর্মকর্তা নেই।*
২। পরবর্তীতে অদ্য ১৮২৫ ঘটিকায় মেজর সাদমান সৌমিক রিফাত, ওসি, লগ এরিয়া এফআইইউ এর নির্দেশক্রমে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য ওয়াঃ অফিঃ আলতাফ, লগ এরিয়া এফআইইউ কর্তৃক আটক করত উক্ত মহিলাকে লগ এরিয়া এফআইইউ ইউনিটে নিয়ে যাওয়া হয়।
৩। অভিযুক্ত মহিলার দেওয়া নাম্বারে কথা বলে জানা যায় সার্জেন্ট বিপুল ১১ সিগন্যাল ব্যাটেলিয়ান (ভুয়া মেজর ১০ সিগন্যাল ব্যাটালিয়ন) স্টেশন অফিসার্স মেস-সি তে স্টোরম্যান এর দায়িত্বে নিয়োজিত রয়েছে। ২০৮ নাম্বার রুম অদ্য বুকিং হওয়ার সুবাধে রুম রেডি করার কথা বলে ফ্রন্ট ডেক্স থেকে চাবি নিয়ে উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়।
৩। এফ আই ইউনিটে, এ এস ইউ এবং এফআইইউ কর্তৃক বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে জানা যায় অভিযুক্ত মহিলা (এন সি ই রিপন (অবঃ) এর স্ত্রী একজন পেশাদার দেহ ব্যবসায়ী এবং সামরিক বেসামরিক একাধিক ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক রয়েছে বলে স্বীকারোক্তি প্রকাশ করেন। এরমধ্যে ১৯ জন সেনা সদস্যের সাথে শারীরিক সম্পর্কের সত্যতা প্রকাশ করেন যা অভিযুক্ত মহিলার মোবাইলে কল লিস্টে প্রমাণ রয়েছে। উক্ত মহিলা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোসাঃ বৃষ্টি আক্তার (৩২) পরিচয় দিয়েছিল কিন্তু প্রকৃত নাম মোসাঃ মুন্নি আক্তার(৩৯)
৪। নিম্ন বর্ণিত সেনা সদস্যগণ অভিযুক্ত মহিলার সাথে শারীরিক সম্পর্কে জড়িত থাকার স্বীকারোক্তি এবং প্রমাণ পাওয়া যায়ঃ
ক। ওয়াঃ অফিঃ মোঃ মনির, ১০ সিগনাল ব্যাটাঃ,
মোবাঃ ০১৭১২৩৮২১৩৫।
খ। ওয়াঃ অফিঃ মোঃ বাবুল, ৯ এমপি ইউনিট।
মোবাঃ ০১৮১২০০৩৯৬৪।
গ। সার্জেন্ট ইমরান ১০ সিগনাল ব্যাটালিয়ন।
মোবাঃ ০১৯৬৬৭৮৬০১২।
ঘ। সার্জেন্ট আরিফ, ৩২ ইবি,
মোবাঃ ০১৭২০৯১৫২১৩।
ঙ। সার্জেন্ট জাকির, সেনা সদর,
মোবাঃ ০১৭১৫৬১৩৪৩৬।
চ। সার্জেন্ট করিম, ১২ ইবি,
মোবাঃ ০১৮৩৮৪০৮৩১০।
ছ। সার্জেন্ট রুহুল, আর্মি এমপি ইউনিট।
মোবাঃ ০১৭০৮৯০৫৬৮৬।
জ। সার্জেন্ট শফিক, ১০ সিগন্যাল ব্যাটালিয়ন।
মোবাঃ ০১৭০৯৩৪২৫৮৯।
ঝ। কর্পোঃ রহমত, ২৭ ইবি(সংযুক্ত সেনা সদর)
মোবাঃ ০১৭২৮২৬২৬৮৬।
ঞ। কর্পোঃ জহির, ১২ লাঞ্চার।
মোবাঃ ০১৬২৮৫৭৪৫৩৭।
ট। কর্পোঃ রায়হান, ৮ বীর।
মোবাঃ ০১৭৩৮২৪৬১১৪।
ঠ। ল্যাঃ কর্পোঃ জুয়েল রানা, ৩ ফিল্ড রেজি: আর্টিলারি।
মোবাঃ ০১৬০২০২৭২১৩।
ড। ল্যাঃ কর্পোঃ ইমন, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড সদর দপ্তর।
মোবাঃ ০১৭০৯৩৪৪৪৮৩।
ঢ। ল্যাঃ কর্পোঃ মিজান, ৭৫ ফিল্ড এ্যাম্বুলেন্স।
মোবাঃ ০১৬১৯৬৪৬৪৫৭।
ণ। ল্যাঃ কর্পোঃ সোহেল, আর্মি এমপি ইউনিট।
মোবাঃ ০১৬৬০১৮০০৯৯।
ত। ল্যাঃ কর্পোঃ রাজন, ৭০৩ মিডি: ওয়ার্কশপ।
মোবাঃ ০১৭৬৩৯২০৫৫৮।
থ। কার্পেন্টার হামিদ, এম ই এস, কুমিল্লা।
মোবাঃ ০১৮২৫৯০৭৩৮৭।
দ। দারোগা মোস্তফা, মিরপুর মডেল থানা।
মোবাঃ ০১৭১৭১২৮১৫৪।
ধ। অসামরিক মোঃ মাজেদ, মিরপুর ডিওএইচএস।
মোবাঃ ০১৭৬৯৬১৬৪৫৩।
*নোট:* অদ্য ০০৫৫ ঘটিকায় অভিযুক্ত সার্জেন্ট মোঃ বিপুল এবং মুন্নি আক্তার কে এফ আই ইউ এবং এ এস ইউ কর্তৃক বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে শেষে পরবর্তী কার্যক্রমের জন্য, মেজর সালমান, আর্মি এমপি ইউনিট এর নেতৃত্বে আর্মি এমপি ইউনিটে নিয়ে যান। জানা যায় সার্জেন্ট মোঃ বিপুল কে আর্মি এমপি ইউনিট হইতে তার নিজে ইউনিট ১১ সিগন্যাল ব্যাটালিয়ন প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে এবং মুন্নি আক্তার কে তার অভিভাবক (মা) এর নিকট হস্তান্তর করা হবে।
*অভিযুক্ত সার্জেন্টের ঠিকানাঃ*
নং ১৬১৬৬৪৭
পদবিঃ সার্জেন্ট
নামঃ মোঃ বিপুল(৩৫)
ইউনিটঃ ১১ সিগঃ ব্যাটাঃ
মোবাঃ ০১৭২২৮০২৫৭০
*অভিযুক্ত মহিলার ঠিকানাঃ*
নামঃ মোসাঃ মুন্নি আক্তার(৩৯)
স্বামীঃ মোঃ রিপন মিয়া (অবঃ, এন সি ই)
বিস্কুট ফ্যাক্টরি গলি, মানিকদি।
মোবাঃ ০১৭৪১৮৭৯৯৯৫।
বিষয়টি আপনার সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো।