آخرین پست‌های ইলমজেট ➤ ILMJET (@ilmjet) در تلگرام

پست‌های تلگرام ইলমজেট ➤ ILMJET

ইলমজেট ➤ ILMJET
মিডিয়া হলো জিহাদের অর্ধেক বা তার চাইতেও বেশি! (শাইখ ডঃ আব্দুল্লাহ আযযাম রহঃ)
1,522 مشترک
4,042 عکس
2,083 ویدیو
آخرین به‌روزرسانی 12.03.2025 14:18

آخرین محتوای به اشتراک گذاشته شده توسط ইলমজেট ➤ ILMJET در تلگرام

ইলমজেট ➤ ILMJET

12 Mar, 11:58

16

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারার প্রথম ইউরোপ সফর

সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা ইউরোপে তার প্রথম সফরের অংশ হিসেবে ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া দাতাদের সম্মেলনে যোগ দিতে পারেন বলে আশা করা হচ্ছে।

সম্মেলনে অংশ নিয়ে প্রেসিডেন্ট আল-শারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সিরিয়ার পুনর্গঠন, মানবিক সহায়তা এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

এই সফর হবে ইউরোপের সঙ্গে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
ইলমজেট ➤ ILMJET

12 Mar, 11:53

14

সিরিয়া নিয়ে উৎকন্ঠায় ইসরায়েল

ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল-১২ ইসরায়েলি সেনাবাহিনীর দক্ষিণ সিরিয়ায় প্রবেশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনের মূল বিষয়বস্তু:

★ ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ সিরিয়ায় প্রবেশ করেছে যাতে ৭ অক্টোবরের মতো আরেকটি হামলা প্রতিরোধ করা যায়।

★ নতুন সিরিয়ান সরকারকে অবিশ্বস্ত মনে করছে ইসরায়েল, তাই তারা সামরিক নজরদারি বাড়িয়েছে।

★ ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ সিরিয়াকে তিনটি প্রধান সামরিক অঞ্চলে বিভক্ত করেছে।
এই বিভাজনের উদ্দেশ্য হলো, সিরিয়ার নতুন সরকার যাতে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে।

★ বর্তমানে ৪০,০০০ সিরিয়ান বেসামরিক নাগরিক ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থান করছে।

★ ইসরায়েলি বাহিনীর নজরদারি ও ফায়ার কন্ট্রোল সক্ষমতা দামেস্ক পর্যন্ত পৌঁছেছে।

★ প্রায় প্রতিটি সিরিয়ান বাড়িতে অস্ত্র রয়েছে, এবং ইসরায়েলি সেনাবাহিনী আকস্মিক নিরাপত্তা পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।

সরোয়ার আলম
ইলমজেট ➤ ILMJET

12 Mar, 11:50

16

শাহবাগ হচ্ছে—

১. ধর্মনিরপেক্ষতার নামে ইসল|মবি'দ্বে'ষ
২. মুক্তিযুদ্ধের চেতনার নামে ভ|রতপন্থীতা
৩. মতপ্রকাশের স্বাধীনতার নামে ন|স্তিকতা
৪. সংখ্যালঘু অধিকারের নামে হি'ন্দুবান্ধবতা
৫. লি°ঙ্গ সমতার নামে লি°ঙ্গবিকৃতি

উপরের সংজ্ঞায়ন একমাত্র তার পক্ষেই অস্বীকার করা সম্ভব যে নিজে এর কোন না কোনটায় লিপ্ত।
ইলমজেট ➤ ILMJET

12 Mar, 09:47

24

সমুদ্রে নেটওয়ার্ক এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়ার জন্য, গ্রাউন্ড স্টেশন থেকে সেটেলুনের মাধ্যমে রেডিও ফ্রিকোয়েন্সি প্রেরণ এবং রিসিভ করা হয়।
এসব ব্যাপারে বিস্তারিত আছে সমতলে বিছানো স্থির পৃথিবী বইতে।
ইলমজেট ➤ ILMJET

12 Mar, 08:42

29

জামিয়া ইউনুছিয়ার প্রাচীনতম সিনিয়র শিক্ষক আল্লামা শামসুল হক ছাতিয়ানী দা. বা. শারীরিকভাবে অনেক অসুস্থ😢
দেশ-বিদেশের সবার কাছে দোয়া চাই,,,
সবাই দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন অতিদ্রুত সুস্হতা দান করেন আমিন🤲
ইলমজেট ➤ ILMJET

12 Mar, 08:40

29

রমজান মাসে ইফতারের সময় মনে হয় দুনিয়ার সব পানি খেয়ে ফেলবো, দুনিয়ার সব খাবার খেয়ে ফেলবো। কিন্তু এক গ্লাস পানি আর হালকা কিছু খাবার খাওয়ার পর বেশি কিছু খাওয়া সম্ভব হয় না।

একইভাবে দুনিয়াতে মনে হয় প্রচুর টাকা থাকলে, ওইটা করতাম, এটা করতাম, সেটা করতাম। কিন্তু টাকা পাওয়ার পর দেখবেন আপনি তেমন কিছুই করতে পারবেন না। আসল কথা হচ্ছে বরকতময় রিজিক পাওয়াটাই জরুরী। আপনার রিজিক দ্বারা আপনার সব জরুরত যদি পূরণ হয় এতোটুকুই যথেষ্ট।
আপনি অনেক টাকা পেলেও, আপনি যদি তা খেতে না পারেন, বা ব্যবহার করতে না পারেন, তাহলে কি লাভ?
ইলমজেট ➤ ILMJET

11 Mar, 17:56

50

গাজা উপত্যকার বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার হুমকিকে ‘নিরর্থক’ আখ্যায়িত করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাস জানিয়েছে, দখলদার ইসরায়েল যদি গাজায় আটককৃত তাদের বন্দীদের জীবন বাঁচাতে চায়, তাহলে যুদ্ধবিরতির আলোচনা হচ্ছে এর একমাত্র উপায়।
ইলমজেট ➤ ILMJET

11 Mar, 17:56

47

ইসরাইলের সাথে সম্ভাব্য চুক্তির জন্য হামাস তিনটি শর্ত দিয়েছে:

- বন্দি বিনিময়

- গাজা উপত্যকা থেকে ইসরাইলের সম্পূর্ণ প্রত্যাহার

- আগ্রাসন পুনরায় শুরু না করার জন্য ইসরাইলের প্রতিশ্রুতি।

সূত্র: আল জাজিরা
ইলমজেট ➤ ILMJET

11 Mar, 15:57

46

প্রিয় মুসলিম ভাই-বোন!

রহমতের দশ দিন অতিবাহিত হয়ে গেলো, কে কতটুকু রহমতের বাগিদার হতে পাড়লাম একটু ভেবে দেখুন,প্রতিটি মূহুর্ত খুব দ্রুত চলে যাচ্ছে।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে রহমতের চাদরে ঢেকে নিক,আমিন।
ইলমজেট ➤ ILMJET

11 Mar, 13:38

50

সাহাবীরা (রা') উনাদের কর্মক্ষেত্রে ততটুকুই সময় দিতেন যতটুকুতে উনাদের সারা দিনের প্রয়োজন পুরা হওয়ার মত রিজিক চলে আসতো। সারাদিনের প্রয়োজনীয় রিজিক পেয়ে গেলে ওনারা দ্বীনের কাজে এবং সংসারের দিকে মনোযোগী হতেন।

আর আমরা সকাল থেকে রাত রিজিকের সন্ধান করতে থাকি। প্রয়োজন পুরণ হয়ে যাওয়ার পরেও কর্মক্ষেত্র থেকে ফিরতে চাই না। সারা দিন রাত গাধার মত খাটতেই থাকি। যার কারণে আমাদের জীবনে আজকে এত পেরেশানি।